নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

৩. ঈদ আড্ডা

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

ড্রাফট্ পোস্টঃ মে ২০১৮তে লেখা
শিরোনামঃ ☻☻☻ "ইদানীং কি কারণে যেন আমার লেখা আলোচিত হচ্ছে না।"
কথাটি এক ব্লগার মজার ছলে বলেছিল। প্রশ্নটি অনেকের মনেই আসে। কারন, নিজের নামটা আলোচিত অংশে দেখলে কার না ভাল লাগে? যদিও আমাদের সবার লেখা আলোচিত হবে না। এটা একটা কমন ব্যাপার।
ছোট্ট একটা উদাহরণ দেইঃ
১৫.০৫.২০১৮তারিখে মোট পোস্ট এসেছিল প্রায় ৭৯টি। যার মধ্যে আলোচিত অংশে গিয়েছে মাত্র ৯টি লেখা। তার মানে কি, বাঁকি লেখাগুলো খারাপ?? অবস্যই না!! বাঁকিগুলোর মধ্যে দু-চারটা লেখা এমনও পাওয়া যাবে, যা আলোচিত লেখার চাইতেও উন্নত মানের!! তাহলে সেগুলো আলোচিত হল না কেন??
এই প্রশ্নের সঠিক উত্তর আমার কাছে নাই। তবে এক্ষেত্র কমন ডায়লগঃ "যুক্তি দিয়ে অনেক কিছুই ব্যাখ্যা করা যায়, সবকিছু নয়!" ;) এখন বিষয়টি আমি নিজের মত করে বলবো, বাঁকিটা আপনাদের ভাগে.....;)

আলোচিত পোস্ট নিয়ে না-বলা কিছু কথাঃ
আলোচিত ব্লগঃ "আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের(লাইক) ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পরপর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় । এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।"(সামু)
উপরের প্রথম ও শেষ অংশটা সত্য, মাঝেরটা কথার কথা(আংশিক সত্য)। এখানে সত্যিই মডুদের ভূমিকা নেই, কারন ওটা অটোমেটিক পোগ্রামিং করা।

★ সর্বাধিক লাইক প্রাপ্তঃ
এটি সবচেয়ে কম সময়ে আলোচিত অংশে যাবার উপায়। যদিও আমাদের সামু ব্লগ বরাবরই লাইকের খরায় ভূগে। তবে লাইক পাওয়ায় সবচেয়ে এগিয়ে আছে কবি ও বরফ কন্যেরা। (ব্লগারেরা মনে হয় কবিদের বেশী পছন্দ করে:()[ব্লগে তিনটি গ্রুপ পেয়েছি যারা মাল্টি নিকে লাইক দেয়। ব্লগে ডিসলাইক বাটন দরকার ]
★ সর্বাধিক মন্তব্য প্রাপ্তঃ
মন্তব্য নিয়ে লিখতে গেলে একটা পুরো পোস্ট হয়ে যাবে। কে/কাহারা, সবচেয়ে বেশী মন্তব্য করে, তুখোড় মন্তব্য করে, চখাম প্রতিউত্তর করে, পড়ে বা না পড়েই মন্তব্য করে বা প্রতিউত্তরের লোভে মন্তব্য করে:P; সেসব নিয়ে আরেক দিন কথা হবে। এখন শুধু বলে রাখি অন্যের লেখা পড়ুন এবং মন্তব্য করুন;)।[ক্যাচাল পোস্টগুলো আলোচিত অংশে যাওয়াটা দু:খ জনক]

★ সর্বাধিক পঠিতঃ
এটা আলোচিত হবার জন্য দীর্ঘত্তর প্রক্রিয়া। আলোচিত হওয়া বেশীরভাগ লেখাই, প্রথমে সর্বাধিক লাইক/কমেন্ট প্রাপ্ত হয়, পরে সেটা সর্বাধিক পঠিত হয়! দু-একটা ব্যতিক্রম (কিছু নওজোয়ান এটাকে তাদের আলোচিত হবার জন্য চ্যালেন্জ হিসেবে নিয়েছে।:P ২০১৯সালে তো রিলোডের কম্পিটিশন শুরু হয়েছে)

***যে কথাটি বলতে চাইঃ
প্রতিটি ব্লগারই নিজেদের সাধ্যমত ভাল লিখে। তাদের লেখার উদ্দেশ্য কী? হয়তো নিজের ভাললাগা/পাঠকরা পড়বে সেই জন্য? একটা পোস্ট লিখাতে প্রচুর সময় দিতে হয়, অনেক কিছু পড়তে হয়। আমরা পাঠকরা সাধ্যমত লেখাগুলো পড়ি, লেখকদের উৎসাহিত করি।।

★★ সাবধানতাঃ
আমাদের লেখা হওয়া উচিত সমাজ, দেশ ও মানবতার কল্যানে। ভাল লেখার কদর ছিল, আছে এবং থাকবে। আর চাঁছাছোলা জবাব দিতে হলে বলব, "সেলিব্রেটিদের জায়গা ফেসবুক, ব্লগ নয়" বয়স কম হল না! হাজারো মানুষের সাথে মিশেছি। মানুষ চিনতে খুব একটা ভুল করি না। আমাদের ব্লগাররা ভাল, সহজ-সরল(কিছুটা আবেগী)। নতুন হিসেব যিনি নিজেকে সবচেয়ে নগণ্য ভাবছেন। আমরা তাকেও ভালবাসি। কমিউনিটিতে স্বাগত জানাই। সো নো চিন্তা, স্টার্ট লেখালেখি....;);)
এই উপলক্ষে গানাঃ
"চলো সবাই..........
জীবনের আহবানে সামনে এগিয়ে যাই,
দিকে দিকে একি শুনি সময়ের জয়ও গান,
ব্যাথা ভুলে ছুটে চলো, ভুলে সব অভিমান
........ ......... ..........
এ..সো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে
এই তো সেই সময় শুনেছি সুরেরি ছন্দে,(২)
চলো এই ক্ষনে আমরা, তাকে স্বাগত জানই..."



মন্তব্য সেটিংসঃ রিভিউ হবে/করতে পারবেন না।

মন্তব্য ১২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১২৯) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই আমি হাজির। ঈদ মোবারক!
উগান্ডার কেস কতদূর? B-)
১১ পর্যন্ত আছি।
বাসার বাইরে দুর্গন্ধ :(

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঈদ মোবারক।


কেস উগান্ডাতেই পড়ে আছে। চলো দুজন মিলে তদন্ত শুরু করি! ;)

আমি ঘোরাঘুরি করবো, আড্ডা দিব। তবে সময় পেলেই ব্লগে আসবো।


আমাদের এখানো কোন দুর্গন্ধ নেই।
গোস্ত কাটতে গিয়ে হাত কেটে গিয়েছে।(৩ জায়গাতে। তবে খুব বেশী নয়, সামান্য)



২| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: গোস্ত কাটতে গিয়ে হাত কেটে গিয়েছে।(৩ জায়গাতে। তবে খুব বেশী নয়, সামান্য)
গেলবার জাপান গিয়ে কিন্তু বলছিলাম, ছুরি চালানোটা শিখে ফেলেন B-))
এমন দুই তিনটা গরুতো আমি একাই বানাতে পারি! =p~

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কতো বীর দেখলুম...;)


জাপানিরা ছুরি, চাকু নয়, তরবারি চালায়। আমার হিরো সামুরাই....[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530098445-d9e3243_xlarge.jpg
এটা আমার নতুন টেকনিক। দেখতে চাইলে ক্লিক করো।

৩| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১১

স্রাঞ্জি সে বলেছেন:


আফসোস

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তরে আমি খাইছি....;)

৪| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার মাথায় যে কত বুদ্ধি B-)
ভাই আপনি কি আমাকে কাটানা চিনাবেন? জাপানি কাটানা তরবারি কালেক্ট করার আমার খুব শখ! :(
১ লাখ টাকায় মোটামোটি একটা পাওয়া যাইবো, আমারে নেক্সট ঈদে সালামি দেন না, ভাই, একটা কাটানা

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
সেকী খোকা!
আমি কি এতই বোকা!!!
কতদিনের শখ, আমি হব সামুরাই....



ধরো, সালামি....[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530098623-62e4fec_xlarge.jpg

৫| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: হা হা একখান কাজ করেন মণ্ডল পো। গরুর ইয়া নিয়া গবেষণা করেন। মাথা ঠাণ্ডা হইবেক।



পুনশ্চঃ গিরগিটি জিন্দাবাদ

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: X(X(


নদীর উপর পুল
আর
লুলের উপর লুল

৬| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:

লুলের উপর লুলগিরি
আমি বাপু গিরগিটি ।


তো ভাইয়া ঈদ কেমন কাটতেছে।

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নামায, কুরবানি, খাওয়া দাওয়া। বিকেলে ঘুরতে যাব।


আপডেট খবর রাতে জানিয়ে দেব...

৭| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন:

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রোপিক দেখেই বোঝা যায়, তুমি কেমন বীর!!!!

সামুর লেখকদের আমি বুঝাতে পারলাম না: সুন্দর একটা নিক ও পিক কতটা গুরুত্বপূর্ণ!! :P

৮| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: এইটা আমি B-)

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বানরের হাতে তরবারি!!!

৯| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই এইটা আপনার জীবনের কততম ঈদ?

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সব প্রকাশ পাবে একদিন। ;)



পুনশ্চঃ
মন্তব্য ফাইভ ইন ওয়ানের কথা কি ভুলে গিয়েছো খোকা??X(

১০| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, উপরের মন্তব্যগুলো আসতে আসতে ডিলেট করেন! আপনের আর কাজটা কি? :-0

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার কাজ আছে। সন্ধ্যায় আসবো...


স্রাঞ্জি সে কে?
একটু গোয়েন্দামি করতো.....;)

১১| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন:
X(( X(( X(( মন্ডল ভাই....।

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হে হে হে!



এখন পিকচার মুড অফ। মানে Text only....;)

১২| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: খালুর কাছে আপনি বানিয়ে বানিয়ে কি বলেছেন ভাই? X(( X(( X((

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হে হে হে
কে খালু কে??
তাকে আমি শ্বশুর বানাবো....:P

১৩| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি কিন্তু খালুকে গিয়ে বলে দিবো আপনি ওনাকে শ্বশুর বানাতে চান। :P
আর কথা আপুর ব্লগে গিয়ে দেখুন আপনার নামে কি বলেছি =p~

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হায় হায়!
আমি তখন ছবিটা দেখি নি...:(


নূরু ভাই তো আমার বন্ধু মানে ভাই! :(

১৪| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

স্রাঞ্জি সে বলেছেন:
কিছু কাক ছিল।।

মাংস লোভী।

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:

বোকা কাক!
কোকিলও চেনে না???:D




বড় কোকিল কোকিলারে
কাকের বাসায় ডিম পাড়ে
জানে না রে কাক জানে না.....;)

১৫| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: এখন বল্লে হবে না আমি বলে দিবো স্ক্রিনশট নেয়া হয়ে গেছে!!

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমাদের দিয়ে যদি একটা কাজের কাজ হয়, পারো তো শুধু ক্যাচাল বাঁধাতে.... X(



বাসায় ফোন দিব?
নাকি ছবিগুলো সব পোস্ট আকারে দেব?
নাকি স্রাঞ্জি সে সাজার অপরাধে মাথা কামিয়ে দেব??:D

১৬| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

অচেনা হৃদি বলেছেন: মন্ডল বাড়ির বড় ছেলেকে ঈদের শুভেচ্ছা!
ঈদ মোবারক।
:)

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
আমি ধন্য হয়েছি আমি ধন্য
তোমারি কমেন্টের জন্য.... :)



জান্টু হিরিদিকেও ঈদ মোবারক।
(গোস্ত খাওয়ার দাওয়াত...)


১৭| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

অচেনা হৃদি বলেছেন: =p~
দাওয়াত কবুল!

ভাইয়া আপনি দয়া করে সেফ হন না প্লিজ! ঈদের শুভেচ্ছা জানাতে আপনার ব্লগ খুঁজতে হয়, প্রথম পাতায় আপনাকে পেয়ে গেলে তো সুবিধা হত, তাই না?

আপনার হাতের কি অবস্থা? :)

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :)
ওরে ভাই! মাথায় বুদ্ধি থাকলে কাউকে খুঁজে পেতে সময় লাগে না। ২০১৩সালের জেরী আপুকে আমি ২০সেকেন্ডে খুঁজে পেলাম,
http://www.somewhereinblog.net/blog/Jerry008


টেকনিকটা আমার জানা, তবে তোমাদের শেখাব না।X(
তোমরা তো শামা আপুর গিনিপিগ বাহিনী। কাউকে অনুসরণ করলে তোমাদের জাত নষ্ট হয়!! (থাক, ঈদের দিন আর ঝগড়া না করি)

প্রথম পাতায় আমি যাবো না। ব্লগের কয়েকজনকে আমার সহ্য হয় না। সেফ হলে সাম্প্রতিক মন্তব্য অংশে আমার নাম উঠবে। আমি চাই না, সেটা হোক....:)



হাতের অবস্থা ভালো।(সালার আরেকটু কাটলোনা ক্যান!!:P)
আমিতো অকর্মার ঢেঁকি, না জেনে ভাব নিতে গিয়ে আকামটা হল।

১৮| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: নাকি ছবিগুলো সব পোস্ট আকারে দেব? দেন মন চাইলে 8-| আমার এমন নায়কের লাহান চেহারাটা দেশবাসী দেহুক! হোহোহোহোহ
বাসায় ফোন দিব? তাহলে আমার কপালে শনি :(
নাকি স্রাঞ্জি সে সাজার অপরাধে মাথা কামিয়ে দেব?? দাঁড়ান আপনার ব্যবস্থা করছি! X(
পুনশ্চঃ খালুকে বলবো না, ওনার মেয়ে থাকলে উনি আপনাকে চিবিয়ে খাবেন B-))

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দেখি, কার দাঁতে কত জোর.....;).





গানাঃ
এক যে ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ...
চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে মিশে গেছে... ;)

১৯| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

স্রাঞ্জি সে বলেছেন: হৃদি আপু। মণ্ডল কিন্তু সেফ হইয়া আছে। ও পোস্ট গুলো প্রথম পেইজে প্রকাশ করেনা।

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই জন্যই তো বলি তোমরা মাথামোটা। :D



গানাঃ
চুপ চুপ চুপ অনামিকা চুপ কথা বলো না,
তুমি আমি এইখানে... (উচ্চারণ/আজম খান)

২০| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: মন্ডল ব্রো, আগে তো গান নিয়া অনেক লাফালাফি করতেন, একটা ভালো গানের লিংক দেন, Within 3 mins
আপনার নেট এতো স্লো |-)

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নেট স্লো, তবে এখন আমি বিবিসি শুনছি।
তাই....;)


নিজে বের করো...
পাগল তোর জন্যরে পাগল এই মন... (বেলাল/ন্যান্সি)
ময়না ছলাত্ ছলাত্ করে রে পেছন পানে চায়না রে...
ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো...

২১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই,
আমি কোনদিন শুনি নাই বাংলাদেশের কোন মেয়ে "আহমদ সফা"র বই পড়ে!
ওনার 'মরণ বিলাস' পড়তেছি। আপনি হয়তো ওনার লেখা পড়েছেন।
কোন মেয়ে যদি ওনাকে পড়েন তাহলে, আমি সত্যই অনেক অবাক হবো, এইটা হবে একটা বিরল কেস! (আমার জীবনের B-) )

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমরা এত অবাক হও কেন??
ব্লগের সব আপুরা যদি বলে তোমাকে আমি বিয়ে করবো তবুও আমি অবাক হব না। :P


আহমেদ ছফা আমার পছন্দের লেখক। তার অনেক বই পড়া আছে...
*.বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস (১৯৭২)
বাঙালি মুসলমানের মন(১৯৮১)
ওঙ্কার(১৯৭৫)
গাভী বিত্তান্ত(১৯৯৫
যদ্যপি আমার গুরু
...

২২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: এজেন্ট প্রান্ত রিপোর্টিং:::::::::::::::::::::::::::::::::::::::::::Who is স্রাঞ্জি সে?

মন্ডল ভাই আপনি জানেন, আমার মতো দক্ষ অফিসার ইন্টারপোলে ছিলো না (পরে অবশ্য আপনি গেছেন)
যাহোক, ব্লগারদের সাথে ভাব বিনিময়ে আমার কোন জুড়ি নাই (আপনার পরে আরকি)।
স্রাঞ্জি সে আপু থুক্কু ভাইয়ার পরিচয় আপনি জানতে চান? কিছু হিন্ট দেই।

মনস্তাত্তিক হিন্ট: ঈদের দিনে বাংলাদেশে কোন মেয়ে আহমদ সফার বই পড়লে, ভাববেন তিনি এই মাত্র পাবনা থেকে আসছে! আমি যতগুলা রিডার্স য়ুনিটে আহমদ সফার কথা বলছি, মেয়েরা বিরক্ত হইছে!

ভাবনাময় হিন্ট: আমি সমবয়সী পাওয়ার উল্লাসে বলিলাম, চলো কোলাকুলি করি, বিপাকে পড়িলাম, কেন? তিনি কি
মেয়ে--------

পদাতিক দা, আপনি আমাকে কনফিউসড করছেন! বাট থ্যাংকু চাঁদগাজী



২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @প্রান্তর পাতাবলেছেন: আমি মিয়া লজ্জায় পড়ছি, কিজে করি! যাহোক স্রাঞ্জি সে আমি কিন্তু সরি বলছি

১. প্রান্তর পাতাবলেছেন: আমি মিয়া লজ্জায় পড়ছি, কিজে করি!
যাহোক স্রাঞ্জি সে,
আমি কিন্তু সরি বলছি


২. প্রান্তর পাতাবলেছেন: আমি মিয়া লজ্জায় পড়ছি, কিজে করি!
যাহোক, স্রাঞ্জি সে আমি! কিন্তু সরি বলছি



কী বুঝলে?? ;)

২৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন:

২৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: নানানানা শেষ হয়নি...



আপনি কি মেয়ে, "পাগলী" ছিলেন
মাদ্রাসায় পড়েন, ভেরি গুড!




২৫| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

ব্লগার_প্রান্ত বলেছেন: এইটা কি?
আপনার ফোটে গ্যালারী ঢুকে মনে পড়লো....একটা কথা!
মনে আছে, ভাই, রিক অ্যালেন, আলাস্কাতে আমাদের ছবি তোলা নিয়ে যে কর্মসূচীটি করেছিলেন, সেখানে নারী, পুরুষে ছবি তোলার
angle ছবি তোলার হাইট, কে তুলছে তার হাইট এসব শিখিয়েছিলেন??
আপনি সেখানে গিয়ে দেখুন,,,,,ওনার মন্তব্য গুলোও দেখুন!

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিরাট গবেষণা। ;)

২৬| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন:
আফামনি same সাকু.
আমারে বেক্কল বানাইতে গিয়া, দুই মোসাদ এজেন্ট লাহোরে মরছিলো? মনে আছে নিজু ভাই B-)

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছবি খান দেখিয়া কী বুঝিব?

ক্যামেরা ম্যান তো ডাঙায়, মানে নদীর পাড়ে!!!

২৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: স্রাঞ্জি সে
তোমার সাথে কথা না বললে বুঝতাম না তুমি কত রসিক! কিন্তু প্রশংসার জন্য হলেও কিন্তু মেয়েরা প্রসব উপমাটা ব্যবহার করে না।


তোমার বিষয়টা স্বীকার করা উচিত। একটা বিষয় কি, আমার মধ্যে কোন প্রতিক্রিয়া নাই! আমি আগেও অনেক গোয়েন্দাগিরি করেছি। এবার একটা সত্যি কথা বলি, তুমি যদি আহমেদ সফার কথা রিদির ব্লগে (এই রিদি বানাম কেমনে নিজু ভাই) না আনতে, আমি কখনো, তোমার ব্যাপারে কৌতুহলী হতাম না। তুমি হয়তো মেয়েই থাকতে, হা হা হা,
আচ্ছা, একটা বিষয় জানো, তোমাকে আমি কিন্তু ভাই বলবো না বলবো আপুমনি

---------কেস ক্লোসড-------------

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক্, এতদিন ব্লগে না থেকে তোমার মাথাতে একটু জং ধরে ছিল। আজ অন্তত একটু কাটলো.....;)


কিন্তু এত না খেটে, শর্টকাট একটা উপায় ছিল...:D
দেখোঃ Click This Link
@পুনশ্চঃ আমাকে আপু ডাকলে আমার কেমন জানি লাগে।তাই এ থেকে বিরত থাকলে বুঝি ভাল হয়। (সানজু...;))

২৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্রো, আমি কে?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দু পেয়ে জীব।

২৯| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা ছবিটা ডিলেট করে দিয়েন

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে...;)

৩০| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: তা মন্ডল ভাই কিছু বলেন, কি মনে হইলো? সার্বিক ভাবে।
(আমাকে একটু তেল দিবেন না?)

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুড জব।

তুমি দুধ বলে ঘোল খেয়ে, এখন বলছোঃ
আমাকে ঘোল খাওয়ানো সম্ভব নয়! :D



পুনশ্চঃ
ব্লগের অনেক সিনিয়র গিরিগিটি সেজে নতুন নিকে লিখছে। কে জানে, কোনটা কে???:(

৩১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: গুরু আমি এখনো আপনার মতো, ঐ পর্যায়ে যেতে পারি নাই, যে অপরিচিত আপুদের সাথে কোলাকুলি করবো!! হাহাহাহাহাহা বিনুদন

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ৫-৬বছর ব্লগে থাকলে তোমরা আরো কিছু করতে পারবে।







ছোট থেকে আমি বড় আপুদের কাছে মানুষ তো, তাই.... ;)

৩২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রণাম শিরোধার্য।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ???

কি বে??

৩৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: তুমি দুধ বলে ঘোল খেয়ে, এখন বলছোঃ
আমাকে ঘোল খাওয়ানো সম্ভব নয়! :D

আমি কালকে সকালে বল্লে মেয়েরা বাসার নিচে লাইন ধরবে ব্রো, B-) কোন সন্দেহ?
তবে স্রাঞ্জি সে আপু আমাকে বোকা সত্যই বানাইছে! আমিও বানালাম, কি বলেন? হাাহাহা তবে উনি মেধাবী লোক, আহমেদ সফার লেখা পড়েন!
তয় স্রান্জি ভ্রো আপনাকে একটা জিনিস বলি, আপনি একটা ছবি সেভ করছিলেন একজায়গায়। কাজটা ঠিক হয়নাই :`> লজ্জায় পড়ে গেছি, হাহাহা। কোন সমেস্যা নাই আমার মুখ বন্ধ, B-)) Can we become friends?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমাকে একটা টিপস দেই,

ব্লগে কারো কথা চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক নয়।
আগে পিছে না জেনে একটা মন্তব্য দেখে স্বীদ্ধান্ত নেয়াও ঠিক নয়।

তবে সবাইকে অবিশ্বাস করাটাও ঠিক নয়।

৩৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ৫-৬বছর ব্লগে থাকলে তোমরা """আরো""" কিছু করতে পারবে।
নাউজুবিল্লাহ, আসতাগফিরুল্লাহ্ /:)

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:


;)

৩৫| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৬

স্রাঞ্জি সে বলেছেন:

কি বুঝো গু। .........

মণ্ডল ভাই ট্রিট কি হবে প্রান্তের জন্য।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঈদে ভালো মানুষ, গিরগিটি সবার জন্যই ব্যবস্থা আছে...;)



৩৬| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: মণ্ডল ভাই ট্রিট কি হবে প্রান্তের জন্য। ভাই কফি কফি! মাথা নষ্ট! ভার্চুয়ালে এত্ত কাহিনী করে ফেললাম। আমি একবার বাস্তবে আরো ডেন্জারাস একটা কাহিনী করেছিলাম কিন্তু B-) আবার ফিরে এসে বলবো!
স্রাঞ্জি সে আপু ( =p~ ) আপনাকে কেউ আপু বললে আপনি সংশোধন করে বলবেন তো আপনি যে ভাইয়া!? আর ভাই, এই যুগে ভার্চুয়াল ফুট প্রিন্ট ট্র্যাক করা যে কত সহজ, কি আর বলবো /:) আমি তো ভাই নুব!
anonymous থাকা খুব টাফ। আমারে দেখেন, Nothing to Hide! হাহাহা

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঠিক। :)




সামুতে, অর্পা নামে আমার এক বান্ধবী আছে(অন্য কোন নিকে)। সে আমার থেকে দুরে থাকে, তবে পুরাই গিরগিটি। পারলে একটু খুঁজে দিও তো। (সে অনিয়মিত, তবে আমি সত্যিই তার নিকটা জানি না..:()


নীচে কফি দিলাম।

৩৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:

প্রান্ত, সানজু ও নিজুর জন্য কপি....




পুনশ্চঃ
গোস্ত খাইতে চাইলে গোয়েন্দামি করে আমার বাড়িতে আইসো। তবে সাবধান, অবাক হবার রোগটা একটু কমাতে হবে।

২১ শে জুলাই, ২০১৯ রাত ৮:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: F1-3:NUM= 017...7//81024...1l...mun//(toki zukarin M= off// NM=018...9//015...8//4...1l..mun//CP=019.......9//3...1b...A
B1-4:NUM=//8...2l...mumas//PP=//4...1L...N//←AS, F/M=//2...1a...a//3...1b...A//→NM= //n...u&1...102//

৩৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: নিজাম ভাই,
B-) থ্যাংকস! গলাটা ভিজিয়ে নিলাম।
আরেকটা কথা আমি কিন্তু সাধে কারো পিছে পড়ি না, আপনি আমার গুরু, তাই পড়েছি!
তবে প্রমিস, আমি কোনদিনও আপনার পিছে পড়বো না। :)
সত্যি বলতে এগুলা করা ঠিক না! আর ভাই, আমার নামে গুজব ছড়াইয়েন না, আমার কোন গার্লফ্রেন্ড নাই, অনেক মেয়ে প্রপোজ করছে, বাট আপনি জানেন আমি কত নিষ্ঠাবান অফিসার! (এজেন্ট)

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমার কথা গোপন থাকবে।

আমার গুজবে কেউ কান দেবেন না।;)


সামুতে প্রথমে আমি নাম, পরিচয়, ছবি দিয়ে ব্লগিং করেছি। অনেকের কাছে তথ্যগুলো থাকতে পারে। আবার ইচ্ছে করেই ক্লু হিসেবে কিছু তথ্য দিয়েছি! (আমার পরিচয় জানলে বড় জোর তোমরা অবাক হবে, আর আমি একটু লজ্জা পাবো);)

@ তবে প্রমিস, আমি কোনদিনও আপনার পিছে পড়বো না।:) সত্যি বলতে এগুলা করা ঠিক না!
ওকে। মনে থাকে যেন। (ভালো মানুষদের পেছনে লাগা ঠিক না।:P) পারলে ফ্লাডিং ম্যানদের টাইট দিও।

৩৯| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: অর্পা ভাবীর আগের নিকটা কি ছিলো? B-))
আর আপনার কাউকে সন্দেহ হলে তার নিক!

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নিক জানলে তো আমিই খেল দেখাতাম।


যাদের সন্দেহ করতাম, ওরা কেউ নয়...:(

৪০| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৭

স্রাঞ্জি সে বলেছেন:
প্রান্তর সত্যিই আমি মুগ্ধ। তুমি আমাকে পুলসিরাত দেখাইলে

৪১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই আমার নাম শুধু প্রান্ত!!!!!!
মো.আশরাফুল আলম খান প্রান্ত
সবাই ভুল করে ক্যান? :( আমার নিকটা চ্যান্জ করতে হইবো ভাই.....
প্রান্তর সত্যিই আমি মুগ্ধ। তুমি আমাকে পুলসিরাত দেখাইলে ভাই আকাম করার বুদ্ধি মানুষের মাথায় কিলবিল করে সেটা তো জানেনই, ভাই ইন্টারনেট; এইটা খুব খারাপ একটা জায়গা, কিচ্ছু গোপন করা যায় না। আমি এইজন্য ফেসবুক টেসবুকও চালাই না। সামনে চালাবো...জানেনই তো সুন্দরীদের জন্য দেশে টিকা দায়!

৪২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: মন্ডল ভাই, ছোট্ট একটা কথা বলি, আমি আপনার সম্পর্কে একটা কথা জানি....তবে বলবো কি?
আপনার পরিচয় দিলে, আর আপনি ব্যাক আপ দিলে আমাদের "ছোট-খাট" বিপদ আল্লাহর রহমতে সারবে কি বলেন? হাহাহা
আমি জানি, আপনাকে আমি অফিসার, এজেন্ট এসব সাধে বলি!??

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সমস্যা নেই, বলতে পারো।
(মন্তব্য তো, ডিলেট করা যাবেই:D)


যা কথা বলার ১২টা মধ্যেই...
ওকে!

৪৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, হঠাৎ কোথায় আপনার পরিচয় দিলে লোকজন আপনাকে তেল দেয়?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওরে ভাই, এটা কেমন প্রশ্ন??




ন্যাকামি না করে, যা বলার সরাসরি বলো।

পুনশ্চঃ
ফেসবুকের নিজাম মন্ডল কিন্তু আমি নই।

৪৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: উপস্ টাইপো *কোথাও হবে :D

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তুমি নাকি আবার ডুব দিবে??

৪৫| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: ও ভাই আরেকটা কথা, ফ্লাডিং যারা করে, তারা করে কি খুব সহজে, টর ব্রাউজার দিয়ে আসে, ভিপিএন লাগিয়ে এগুলা করে, তারা প্রচন্ড রকমের এক্সপার্ট। তাদের মোটিভ যেমন খারাপ, মানুষ গুলাও খারাপ :(

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেটাই হবে।

তাই তো সেদিন জাদিদ(মডু) একজনকে বলল, ঢাকাতে থেকে সে নাকি জার্মানির আইপি/ভিপিএন ব্যবহার করছে!!! ;)

৪৬| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী ভাই ডুব দিবো, আমার জন্য দোয়া করিয়েন।
আপনি আরেকটা কথা বলেন, "এখন একটু বাইরে যাবো"
আর আমি ফেসবুকে আপনাকে খুঁজিও নাই, আপনারা ফেসবুক চালাতে পারেন?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ "এখন একটু বাইরে যাবো"
মানে তখন কিছু কাজ থাকে।
আজকেই যেমন লগইন থেকেই বিবিসি শুনলাম, খেলাম, টিভি দেখলাম....;)

৪৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা, গভর্নমেন্টের লোকজন যে ব্লগ চালায়, বিষয়টা কি লিগ্যাল? ;)

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এটা আবার ক্যামন প্রশ্ন??
ব্লগ তো সবার জন্যই!


এখানে সাধারণ মানুষের পাশাপাশি, সচিব আছে, ল-ইয়ার আছে, সেনাবাহিনীর কয়েকজনকেও আগে দেখেছি, পাতিনেতাদেরও দেখেছি।

তবে টিকটিকিদের(গোয়েন্দা) নাগাল আমি পাইনি। আমি হয়তো এখনো নদীতেই পড়ে আছি, নয়তো ওরা গভীর জলের মাছ।

৪৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: সচিব আছে, ল-ইয়ার আছে, সেনাবাহিনীর কয়েকজনকেও আগে দেখেছি আপনি ল ইয়ার না। সচিব কথাটার গন্ধ এর আগেও ছিলো, আপনি কি আমার মতো লম্বা?, আমি ছয়,এক। B-)
(চাইলে বলতে পারেন ব্রো)

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি ছয় এর কম।

৪৯| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সরকার বহু মানুষকে দেশের বাইরে পাঠায়, তারা যোগ্যতা সম্পন্ন নিশ্চয়ই। :``>>

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সব করমের লোকই থাকে..;)

৫০| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে ইউনিফর্ম পড়া অবস্থায় দেখতে নিশ্চয়ই,ভালো দেখায়,মোচ রাখেন?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: না।

৫১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

স্রাঞ্জি সে বলেছেন: হাফ সেঞ্চুরি।


তো প্রান্তর এখন কি অবস্থা।

৫২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

ব্লগার_প্রান্ত বলেছেন: এখন ঘুম, পিঠ ব্যাথা করছে :D কাল শেষ দিন তারপর ডুব

৫৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রান্তর পাতা
স্রাঞ্জি সে

তোমরা আড্ডা দাও, আমি লগআউট করলাম। কাল দেখা হবে....

৫৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:

প্রান্তর কয় ডুব দিবা। দাবা তোমার পছন্দ নাকি। কেরাম পাড়ো।

৫৫| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: তয় স্রান্জি ভ্রো আপনাকে একটা জিনিস বলি, আপনি একটা ছবি সেভ করছিলেন একজায়গায়। কাজটা ঠিক হয়নাই :`< লজ্জায় পড়ে গেছি, হাহাহা।

৫৬| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪

স্রাঞ্জি সে বলেছেন: কোন ছবি। বুঝলাম না।

৫৭| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: ৫৫. এর ব্যাপারে নো কমেন্টস ব্রু B-) এগুলা ইন্টেলিজেন্সের তথ্য! মন্ডল ভাই পরে আমার বারোটা বাজাবেন! B-)) বাট তুমি এসব নিয়ে ভাইবো না...
আর দাবা, আমার লাইভ ট্যাকটিক্স রেটিং ১৫০০ +
ডেইলি না খেললে মাথা বিষ করে। =p~
দাবা নিয়া অনেক কাহিনী আছে, পড়ে বলবো।
তুমি দাবা খেলতে পারো, খেলো রেগুলার?

৫৮| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫

স্রাঞ্জি সে বলেছেন: হ্যাঁ,পারি। কিন্তু নিয়মিত খেলিনা। মাঝে মধ্যে বড় ভাইয়া ঢাকা থেকে আসলে খেলতে বসি। অন্তর্জালে খেলতে ইচ্ছা হয়না ।

৫৯| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: Otb (over the board) খেলাই ভালো, নেটে খেলে আসলে কোন প্রগরেস হয়না। খেলা মূলত ঐটাই।
দাবা খেলায় একসময় আসক্ত হয়ে গিয়েছিলাম, এখন কম খেলি :)

৬০| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২

স্রাঞ্জি সে বলেছেন: একটা জিনিস চিন্তা করে দেখো আমি ছবি ব্লগ টা কেন পেইজে আনছি।

দেখা যাক সামনে খেলা শুরু করব।

তো ঈদ কেমন কাটতেছে।

৬১| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬

ব্লগার_প্রান্ত বলেছেন: হাহাহা সব ক্লু তুমি ঠিকই দিসো, কিন্তু সর্বপ্রথম সেটা ধরতে পারলাম আমি B-)
দাবা খেলতে পারা ভদ্রলোকের লক্ষন, দাবা ভালো খেলতে পারাটা নষ্ট জীবনের লক্ষন----পল মরফি (ইতিহাসের অন্যতম সেরা দাবাড়ু)
ঈদ বাসায় অবরুদ্ধ অবস্থায় কাটতেছে। :P কালকে নানু বাড়ি যাবো। তোমার কি অবস্থা?

৬২| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: গুগলের অ্যলগরিদম এত স্ট্রং, মাথা নষ্ট। =p~

৬৩| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: Yandex নামে একটা রাশিয়ান ব্রাউসার আছে ঐটা পারলে কখনো দেইখো, সেই...

৬৪| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯

স্রাঞ্জি সে বলেছেন: এই বাড়িতেই বসে আছি।ঘুম বই ব্লগ। এই সময় যাচ্ছে।


তোমার পছন্দের কিছু এনিমে ছবি সাজেস্ট করিও।

৬৫| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: এনিমে দেখার জন্য প্রথম যেটা দেখা লাগে সেটা হইলো- death note
আমার আরেকটা প্রিয় এনিমে হইলো - Terror in Resonance
দুইটা দেখেই মজা পাবা। এপিসোড বেশি না। Terror in Resonance এরটা আরো কম, ১১টা
আরো দেই
attack on titan বেসিক এনিমে সবাই দেখে
Tokyo Ghoul মাস্ট দেখা লাগবে
Detective Conan এইটা ডোরেমন, শিনচেন এর মতো, প্রতি সপ্তায় একটা করে পর্ব আসে, এর মধ্যে ৩-৪০০ পর্ব আছে।
Cowboy Bebop একটা ক্লাসিক এনিমে।
ইংরেজি সাবটাইটেল সহ দেইখো...ব্রো
পরে লাগলো, আরো রেকমেন্ড করতে পারবো।

৬৬| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৪

ব্লগার_প্রান্ত বলেছেন: স্রাঞ্জি ভাই বিষয়টা পরিষ্কার করো তো। দুজনে একই নিক চালাচ্ছো কেন? এত ভালোবাসাতো ভালো না ;)

৬৭| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৬

স্রাঞ্জি সে বলেছেন: এত গুলো, ইউটিউবে পাওয়া যাবে তো।

৬৮| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: death note পেতে পারো।
বাকি গুলা Kissanime.ru সাইটে পাবা

৬৯| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

স্রাঞ্জি সে বলেছেন: অনেক জামেলা, সময় করে দেখতে হবে।

৭০| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

স্রাঞ্জি সে বলেছেন: মন্ডল ভাই দেখি আছেন??? আজকের দিন কাটতেছে। ৩জি এলাকায় কবে আসা হচ্ছে ????

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :)

৭১| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: গুরু, এলেন??

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এলাম



তবে থাকতে পারবো না।
আজ এলাকার কাজিনদের সাথে আড্ডা দেব....

৭২| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ভালো আড্ডা জমেছে কিন্তু এটা তো গত ঈদের পোস্ট।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেলিম ভাই!

ঈদ মোবারক


এই পোস্টটা আগের হলেও কমেন্টগুলো এই ঈদের...;)

৭৩| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: হিরো
ভালো থেকো

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ফির মিলেঙ্গে......:)




৭৪| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১

স্রাঞ্জি সে বলেছেন: মন্ডল ভাই বেড়ানো শেষ তো।।।।।

২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এখনও চলমান.......

৭৫| ২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:


করেব করেন রোমাঞ্চ। আমাদের ছেড়ে।

২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :(



৭৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: হুম।

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ?

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.