নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

৫. বন্ধু তোমার জন্য......

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭

আগেই বলেছিলাম, লেখার জন্য আমি ব্লগে আসি না। ব্লগে আসি সময় কাটাতে, আড্ডা দিতে। এখানে কফি হাউজ নেই তবে বন্ধুরা আছে। ওরা থাকলে আর কী লাগে....

বন্ধু নিয়ে পছন্দের উক্তিঃ
★ গোটা পৃথিবীর কাছে তুমি একজন মানুষ মাত্র, বন্ধুর কাছে তুমি গোটা পৃথিবী। ভালো বন্ধু সে-ই যে মনে করে, তুমি একটা ভালো ডিম, যদিও সে জানে ডিমটা খানিকটা ফাটা।...(অজ্ঞাত)

★ জীবনকে উপভোগ করার জন্য একজন সত্যিকারের বন্ধু প্রয়োজন। বন্ধু বলতে বোঝায় সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হতাশা,ভালো লাগা, মন্দ লাগা যার সঙ্গে ভাগাভাগি করা যায়। বন্ধুত্ব হচ্ছে স্বার্থহীন সামাজিক সম্পর্ক। যে সম্পর্ক রক্তের সম্পর্কেরচেয়েও বেশি। বন্ধু মানে প্রতিশ্রুতি ছাড়া আজীবন পথচলার সঙ্গী। বন্ধুত্বে নেই আনুষ্ঠানিকতা।.. (নূর মোহাম্মদ নূরু)


মন্তব্য সেটিংসঃ রিভিউ হবে/করতে পারবেন না।

মন্তব্য ৯২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

অচেনা হৃদি বলেছেন: হুম, এই তাহলে অবস্থা!
নিয়মিত পোস্ট দেন ভাইয়া, সেফ হন না হন সেটা পড়ে দেখা যাবে! এই নিকটাকে সেফ করার একটা চেষ্টা নিলে কেমন হয়? ;)
ভাইয়া, আমার নাম নকল করে নতুন একটা নিক দেখছি অনলাইনে। ওটাকে আমি মনে করবেন না প্লিজ। :(

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি তো ঐ লিংকটা একটু আগে তোমাকে দিয়ে আসলাম।

আমি চাইলে একমাসে যে কোন নিকে সেফ হতে পারবো। তবে এই নিকটা সেফ করবো না। লেখালেখি আপাতত বন্ধ। আমি যেটা ভাবি, ঠিক তেমন করে অনেকেই লিখে। আমাদের মধ্যেই আমি ছিলাম, আছি, থাকবো।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

অচেনা হৃদি বলেছেন: বাপরে বাপ, কত উদার লোক! ঠিক আছে, আনসেফ পড়ে থাকেন।

আচ্ছা ভাইয়া, 'অচেনা' শব্দ দিয়ে কি এর আগে কেউ সামুতে নিক খুলেছিল? নাকি আমাকে দেখে ওরা শুরু করেছে? আমি তো সবে ২মাস তাই জানি না, আপনি তো ৫ বছর, আগে এই নাম দেখেছেন কখনো?

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ল্যাপটপের উপরে দেখো ব্লগ অনুসন্ধান নামে একটা ঘর আছে, সেখানে অচেনা লিখে সার্স দাও। তাহলেই যারা সেফ ছিল তাদের নাম আসবে। আনসেফ হলে আসবে না।

আমি সার্স দিয়ে তেমন কাউকেও পাইনি। তবে চিন্তিত হবার কিছু নেই। ব্লগে যারা নতুন আসবে তারা তো অচেনাই, নাকি??:)

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৭

ভাইয়ু বলেছেন: এসে গেলুম আড্ডা দিতে৷ হালচাল কেমন ভাইজান?

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হাল তো ভালোই ভাইয়ু! ব্লগটাকে একটু চাঙ্গা রাখতে হবে। আপনারা লিখবেন, আমি শুধু উৎসাহ দিব....:)

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

ভাইয়ু বলেছেন: উপরের কমেন্ট পড়ে জানতে পারলুম পাঁচ বছরের বুড়া ব্লগার আপনে৷ অন্য নিকগুলার খোঁজ দেন৷ ঢুঁ মেরে আসি।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আরে ভাই, কীসের এত বুড়া! :P আমরা তরুণ প্রজন্ম। সবাই ভাই-ব্রাদার।।:)

আজকে একটু গোয়েন্দাগিরি করেন। একটা নিক পাবেন। না পেলে কাল আপনাকে দিয়ে আসবো। সকালে কাজ আছে। আজকের মত আসি.... :)

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৭

ভাইয়ু বলেছেন:
গোয়েন্দাগিরি করে মন্ডল নামের একজনকে খুঁজে পাওয়া গেছে৷ (স্ক্রিনশটটা নাইট মুডে নেওয়া) তবে বছর পাঁচেকের পুরনো মুড়োটার গন্ধ আর পেলাম না.. /:)

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হ্যাঁ ভাই, আপাতত এই দুটিই আমার আইডি। আগে আমি শুধু পড়তাম লিখতাম না। এখনো লিখতে পারি না, তাই বাধ্য হয়ে পাঠক নিকে আছি।


মোবাইলে ব্লগিং করছেন দেখে ভালো লাগল। অনেকে এটা পারে না। আর রাতে নাইট মোডই রাখা ভালো, তবে চার্জিং অবস্থায় মোবাইল চালানো ঠিক নয়। যদিও আমি নিজেই এটা করি.....:(

৬| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩

উদাসী স্বপ্ন বলেছেন: ডিম আমার পছন্দের

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শুধু ডিম দিয়ে পরিচয়....;)

একটি ডিমে ৭০ ক্যালরি ও ৫ গ্রাম চর্বি থাকে। তাই কোনো সমস্যা না থাকলে ডিম খাওয়া যায়।

৭| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

উদাসী স্বপ্ন বলেছেন: সকালে ৪ টা আরে ২ থেকে তিনটা প্রতিদিন খাওয়া হয়। প্রোটিন সাপ্লিমেন্টের একটা ভালো বিকল্প। যদিও এখন তা ৩ এ নেমে আসছে কারো কিছু দিন ধরে জীমে যাওয়া হচ্ছে না ব্যাস্ততার কারনে

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাপরে!
দিনে তিন চারটা? তাইতো বলি ইঞ্জিনিয়ারের মাথায় এত বুদ্ধি কেন!!!;)

উদা ভাই? আপনার পরিচিত কয়টা ব্লগার জুটি আছে??:P

৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: বন্ধুকে ফাটা ডিমের সাথে মেলানো উক্তিটার প্রথমাংশ সত্যিই অনন্য। মান্নাদের কফি হাউস আমার জীবনের সব থেকে ফেবারিট গান। আজও এই গানটা আমি শুনেছি।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছবি প্রেমী, সাদা মনের মানুষকে স্বাগতম।

বন্ধুত্ব এমনই হওয়া দরকার, বিষয়টা এমন, "আমার মা দেশের সেরা রাধুনী নয়, কিন্তু তার রান্নাটা আমার কাছে সেরা/অমৃত।": :)

গানটা আমারও পছন্দের। ভালো থাকবেন।

৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন:

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ ভাই।:)

১০| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫

সাদাফ কামরুল হাসান বলেছেন: বন্ধু মানেই আড্ডা বাজি এবং অনেক মজা করা।

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঠিক।

যে যত দুরেই থাক আড্ডাবাজী চলবেই....:)

১১| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।

খান, সকাল সকাল স্যান্ডউইচ খান।



আপনি সেফ হইছেন নিশ্চয়। মিষ্টি নেন।

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্য ধন্য!

আগাম মিষ্টির জন্য ধন্যবাদ।
তবে আমি কিন্তু লিখতে পারবো না। ;)



চানাচুর খান...

১২| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: শুধু চানাচুর কেন। মুড়ি দেন। তেল দেন। মাইখা ঝাল মুড়ি খামো।

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দুপুর হইয়া গেছে! ভাত খাও মিয়া....:P


বাসায় মুড়ি নাই, জুস খাও...:P

১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৮

স্রাঞ্জি সে বলেছেন:
হেই দেখি আমারে তিতা দিয়া মারবো।



পালাই

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজ শ্রাবণী পূর্নিমা রাতে চল পলায়ে যাই....;)

১৪| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: একি!!! আড্ডা পোষ্টে আমি নেই কেন??? না না না,আমিও খেবলো, হি হি হি।

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যা খুশি খেলতে পারেন
নেই কোন বারণ,
আমিও পারিনা থাকতে সদা
আছে অনেক কারণ!!!:+

১৫| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছেলে বেলায় দেখা একটি নাটকে মিছেমন্ডল নামের একটি চরিত্র ছিল

ভাবছি সেই চরিত্রটি আপনি চিত্রায়ন করলে কেমন হতো ?

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মিছে সাহেবের ক্যারেক্টার বলে দিয়েন। দেখবেন কেমন অভিনয় করি!!!:P

১৬| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

ভাইয়ু বলেছেন: কিহে মশাই, রানু ভাইয়ের সর্বশেষ পোষ্টে যেয়ে এভাবে ধুইতেছেন কেন? সাবানের দাম কি কমে গেল নাকি? =p~
অবশ্য এই লোকটারে আমার রোবট লাগে ৷ "I'm not a robot" সিস্টেম হয়তো এদের জন্যই বানাইছে :D

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রাইতে ব্লগে থাইকেন। টাইপিং স্পিড কাকে বলে দ্যাখায়ে দিবানে......:P


পুনশ্চঃ
নুর ভাইকে খবরদার ও নামে ডাকবেন না। আমা তার ছোট। ব্যাচারা মন খারাপ করে।:(

১৭| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

স্রাঞ্জি সে বলেছেন: চলেন।

ও যাবেন কোথায়। দইজ্জার পাড়ত নাকি বান্দরবন।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যেদিকে দু চোক্ষু যাবে। সেদিকে পলামু...... ;)


গান শুনেনঃ
মনে প্রেমের বাত্তি জ্বলে , বাত্তির নিচে অন্ধকার।
এই জীবনে চাইলাম যারে, হইলো না সে আমার।
প্রেমে সৃষ্টি জগৎ -সংসার, সৃষ্টি আদম- হাওয়া।
সেই প্রেমেরি দেখা পাইলে, হইতো সবি পাওয়া।

প্রেমে স্বর্গ প্রেমে নরক, প্রেমে বাঁচা -মরা।
প্রেম কইরো না দেহের সনে , আত্মার সনে ছাড়া। ;)

১৮| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জীবনকে উপভোগ করার জন্য একজন সত্যিকারের বন্ধু প্রয়োজন।
বন্ধু বলতে বোঝায় সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হতাশা,
ভালো লাগা, মন্দ লাগা যার সঙ্গে ভাগাভাগি করা যায়।
বন্ধুত্ব হচ্ছে স্বার্থহীন সামাজিক সম্পর্ক। যে সম্পর্ক রক্তের সম্পর্কের
চেয়েও বেশি। বন্ধু মানে প্রতিশ্রুতি ছাড়া আজীবন পথচলার সঙ্গী।
বন্ধুত্বে নেই আনুষ্ঠানিকতা।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঠিক বলেছেন নূরু ভাই।

মন্তব্যটা পোস্টের সাথে যোগ করে দিলুম।

১৯| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

লেখোয়াড়. বলেছেন: আমারে অনুসরণে নিলেন কেন????

এসবের অর্থ কি?

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভাইয়া, ভাইয়া!
আজকে আমি সবাইকে অনুসরনে নিচ্ছি... :)
তাই!

আপনাকে কিন্তু নিয়মিত চাই...:)

২০| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

লেখোয়াড়. বলেছেন: আপনে কি আমারে চেনেন?

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্লগে চেনা। শায়মা আপুর বিয়ে.....

আপুকে তো আমিও পছন্দ করতুম...:(

২১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬

লেখোয়াড়. বলেছেন: হায় হায় করসেন কি?

আহন শায়মা আপনারে রাকপে??

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপুরে বইলেন না। সে আমারে ব্লগ ছাড়া করবে।

ঐ বুয়েটিয়ান মেকানিকটা আমার মাথায় বাড়ি মারলো। ইশ্ আমি যদি আপুর বড় হতুম......:P

২২| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৪

আহমেদ জী এস বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া !





এই ব্লগটাই হলো চা-কফির কাপ , ঝালমুড়ি -চানাচুরের ঠোঙা । যেমন আপনার অভিরূচি তেমন কোল্ড বা হট, ক্রীমযুক্ত কিম্বা সলিড র চা-কফি পাবেন । সর্ষে তেল বা বাদাম-সয়াবিন তেল মাখা ঝালমুড়ি পাবেন । চানাচুর পাবেন ব্রান্ডেড, বউ-জামাই চানাচুর । ;) :D #:-S

তবে বন্ধু হলো এক সৃষ্টিছাড়া জীব । যার পকেট অবলীলায় কাটা যায়, গোস্বা করে যার চৌদ্দগুষ্টি উদ্ধার করা যায়, যাকে দিন রাত যে কোনও সময় টো-টো করার সঙ্গী হিসেবে পাওয়া যায়, যখন তখন তার সিগ্রেট প্যাকেট ফাঁক করা যায়, নিজের অপকর্মের সব দায় যার ঘাড়ে চাপানো যায়.....................তার পরেও যখন কান্না পেলে কারও কাঁধে মাথা রাখার জায়গা হয়না , সে এসে তার কাঁধখানি বাড়িয়ে দেয় আপনার মাথাটি রাখার জন্যে । চোখের জল মুছে দেয় , হাতখানি বাড়িয়ে দেয় আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে !

আপনার এই পোস্টটির প্রতিক্রিয়ায় আড্ডার মতো করে এতো কথা লিখতে হলো ! :|

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কিয়া বাত হে মন্তব্যের সম্রাট।;)
এমন নিরেট সাদামনের বন্ধুই যেন আমরা পাই....



পুনশ্চঃ
বন্ধু ননস্টপ বকাবকি, খাপছাড়া মন্তব্যের তারছেঁড়া প্রতিউত্তর। একজন বকবক করবে অন্যজন শুনবে। আমি শোনা পার্টি, তাই বড় প্রতিউত্তর করলুম না....:P

২৩| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

স্রাঞ্জি সে বলেছেন:

এই সন্ধ্যেই সিগারেট হপ্পে।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হবেনা মানে? সব হবে,

আমি বাংলায় হিপ হপ গাই
মাঞ্জা মাইরা গাঞ্জা খাই...:P

২৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

স্রাঞ্জি সে বলেছেন: উলে বাবা গাঞ্জা, ইহাতো আরো ভাল খাবার।

একটা গান হপ্পে মন্ডল সস তুক্কো মণ্ডল বস।

আর.... কেমন আছেন আপনি??? দিনকাল কেমন কাটে ???

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আছি মোটামুটি। গরীব মায়ের ছেলে আমি টাকা-পয়সা, পোস্ট-পজিশান নিয়ে মাথা ঘামাই না। দুটো ডালভাত খেয়ে বিড়িতে একটা টান দিয়ে ছেঁড়া কাঁথায় শান্তিতে ঘুমাই।



পুনশ্চঃ আমার মাথার ইসকুরুা মনে হয় আবার ঢিল হয়ে গেছে। যাই নতুন স্ক্রু লাগাই....:P

২৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সোহানী বলেছেন: ওরে বাপরে এতা দেখি বিশাল বন্ধু আড্ডা। যাহোক দেরীতে হলে ও আসলাম।

এই ফাঁকে বলে নেই। আমার বন্ধু ভাগ্য বিশাল ভালো। ফাটা ডিম হোক বা আস্ত ডিম হোক এদের সাথে একটু গ্লু লাগানো থাকে তাই এরা সহজে আমার পিছ ছাড়ে না বা বলতে পারেন আমি পিছ ছাড়ি না...... ;)

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
বরফ আপার আগমন
শুভেচ্ছা স্বাগতম!

যে তোমায় ছাড়ে ছাড়ুক,
আমি তোমায় ছাড়ব না মা!
যে তোমায় ছাড়ে ছাড়ুক।

আমি তোমার চরণ করব স্বরণ
আর কারো ধার ধারব না মা,
আর কারো ধার ধারব না
যে তোমায় ছাড়ে ছাড়ুক..... ;)


পুনশ্চঃ বড় আপারা তো মায়ের মতই....:)

২৬| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

স্রাঞ্জি সে বলেছেন:

@দুটো ডালভাত খেয়ে বিড়িতে একটা টান দিয়ে ছেঁড়া কাঁথায় শান্তিতে ঘুমাই।
এর চাইতে সুখ আছে আর কোথায়??

@পুনশ্চঃ আমার মাথার ইসকুরুা মনে হয় আবার ঢিল হয়ে গেছে। যাই নতুন স্ক্রু লাগাই....:P

কেমনে কি

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধুর মিয়া, ওসব দার্শনিক কথা বাদ।

টাকা পয়সা না থাকলে বউ লাথি মেরে চলে যাবে....:(

২৭| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:

ইহাই ভাল হইবেক গো।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তুমি আপু হলে না কেন? ব্লগে প্রেম করা যেত....:P

২৮| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: বন্ধু নিয়ে চমৎকার উক্তি। ভালো লেগেছে ফাটা ডিমের টা। হা হা হা। বন্ধু তো আসলে এমনই।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হে হে হে.....

:)

২৯| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

স্রাঞ্জি সে বলেছেন:

@লেখক বলেছেন: তুমি আপু হলে না কেন? ব্লগে প্রেম করা যেত....:P


আরে বাবাজি হতাশ হলে হবে। আশপাশ খুজে দেখেন পেয়ে যাবেন।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হিরো!

ব্লগে অনেকেই আছে, অনেককে আমি পছন্দও করি। তবে চোখ বন্ধ করে বিশ্বাস করার মত কেউ নেই।
ইহাই বাস্তবতা।

৩০| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২২

স্রাঞ্জি সে বলেছেন:

হে হে বাবাজি দরবারে গিয়া আশির্বাদ কর হে।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ?????

বুঝিলাম না.....

৩১| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

স্রাঞ্জি সে বলেছেন:
দরবারে গিয়ে প্রার্থনা কর।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাথার স্ক্রুতে সমস্যা হয়েছে নাকি??

আমারটা তো একটু আগে টাইট দিলাম, রেন্সটা পাঠিয়ে দেব???:P

৩২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪

স্রাঞ্জি সে বলেছেন: হু
জলদি পাঠাইদেন।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তুমি মিয়া রেন্স একটা কিনে নাও!

আর এখন বসে বসে মেকাপ করো....

৩৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪০

ভাইয়ু বলেছেন: @তবে অপরের কথায় নাচার মত, এতটা বোকা আমি নই। আমি জানি আমি কী...

আমিও জানি আপনি কি! আপনি একটা মানুষ, যার নাক কান চোখ আর ঐটাওয়ালা একজন জলজ্যান্ত পুরুষ মানুষ... ;)

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :P:P

চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে...;)




নাচ আমার ময়না নাচ আমার ময়না
তুই পয়সা পাবি রে
এমন রসিক জন মোরা
আর পাব না রে...;)

৩৪| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২

স্রাঞ্জি সে বলেছেন:
কেমনি মেকাপ করুম। আমি......

ভাবলাম সানজি কে দিয়া দিব। খুশি হবে ও।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: খুব চেনা চেনা, মুখ খানি তোমার
লাগছে আমাকে
কোথায় দেখেছি
বল কবে দেখেছি?
পড়ছে না মনে......

৩৫| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

স্ক্রু টা ভাল করে লাগিয়ে দিন।

আপনি কেমন আছেন???? গাঞ্জায় টান হয়ত????

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দা বটি, ছুরি চাকুতে ধার দ্যান মিয়া...;)
নাকি এবার মুরগি কুরবানি করবেন..:P

৩৬| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

স্রাঞ্জি সে বলেছেন:
আপনারে কুরবানি করুম =p~


পুনশ্চঃ দেশি মুরগি না ফার্ম মুরগি।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গোস্ত চাইলে ফার্মের মুরগি।
আর মানুষকে দ্যাখাতে চাইলে দেশী মোরগ/মুরগা। কু..ক্কু..রুত.. কুক


পুনশ্চঃ আমি মনে হয় ঝিম ধরা ফার্মের মুরগি। আমারে খাইলে বার্ড ফুলু হইবে....:P



(কাজ আছে। রাতে আসবো।)

৩৭| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১

স্রাঞ্জি সে বলেছেন:

আপনি পুরাই একটা ছ্যাঁচড়া।

পরিচয় টা আপডেট করলেন কেন। :)

আগের টা ভালই ছিল। ☺

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি কে????





পুনশ্চঃ
ঈদের মধ্যে ব্লগ একটু ঝিম ধরে থাকে, আমি চাচ্ছি এবার যেন তেমনটা না হয়। সারাদিন ঘোরাঘুরি খাই দাই শেষে রাতে আড্ডা হবে। তাও আবার প্রথম পেজে....

আড্ডার অগ্রীম দাওয়াত.....

৩৮| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

স্রাঞ্জি সে বলেছেন: @ লেখক বলেছেন: আমি কে????
আপনি জুলেখা বানু। প্রবীণ থেকে নবীন হইছেন।


যাই হউক,অগ্রিম দাওয়াত গ্রহণ করলাম। কিন্তু সামু পাগলা০০০৭ রাগ করবে না তো।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পাগলু কেন রাগবে??
ওতো খুশিই হবার কথা!!!!



পুনশ্চঃ
সামুর কোন লেখক বা মডুদের আমি ভয় করি নাকি হে? সমস্যা একটাই নেটওয়ার্কটা ঠিকমত পাব নাকি.....

৩৯| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

স্রাঞ্জি সে বলেছেন:

@সামুর কোন লেখক বা মডুদের আমি ভয় করি নাকি হে?
আরে দেখতে হবে চালাটা কিসেকার। মন্ডল বলে কথা।


@সমস্যা একটাই নেটওয়ার্কটা ঠিকমত পাব নাকি.....
কোন এলাকা থেকে ব্লগিং হবে বুঝি হে

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নোটিফিকেশন ঠিকমত পাচ্ছি না। আমি আবার একসাথে কয়েকটা ট্যাবে ব্লগিং করি..:P

ঈদে গ্রামে কাটাবো। দেশের সব গ্রামেরই একই হাল ২জি।

৪০| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

স্রাঞ্জি সে বলেছেন:
গ্রাম টা কোন জেলায়। বলবেন কি।

:)

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বলাই যায়! বললে আহামরি কোন সমস্যাও নেই। যদি বলি আমার জেলা পাবনা, সত্য মিথ্যা তো কিছুই ধরতে পারবেন না।


প্রথম প্রথম আমিতো নিজের ছবি, ঠিকানা সব দিয়ে ব্লগিং করতাম। পরে দেখলাম ব্লগের সবাই পরিচয় গোপন রাখে। আমিও ওদের পথে হাটা শুরু করলুম...;)
তবে পরিচয়টা একদিন ঠিকই দিব।



পুনশ্চঃ
পরিচয়টা আবার আপডেট করেছি.....:)

৪১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

কুঁড়ের_বাদশা বলেছেন:
ওস্তাদ কি খবর?? ;)

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: খবর ভালো।

সব পোস্ট ড্রাফ্ট করা কেন হে??


পুনশ্চঃ
ঈদের কয়েক দিন আড্ডা হবে। অগ্রীম দাওয়াত.....

৪২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫২

স্রাঞ্জি সে বলেছেন: আসলেই অন্তর্জালে আত্মপরিচয় গোপন রাখাটাই ভাল

আমি কিন্তু সেই পথের পথিক।


হু। পরিচয় টা পড়েছি।

ভাল লেগেছে। কিন্তু আমার মনে হয় আপনি একটু রাগী ধরণের।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি কখন রাগলাম। না মানে, সব সময় তো রাগী না। :P
তবে আমি একরোখা, জেদী, ড্যাম কেয়ার স্বভাবের...



১২টার পর লাগআউট হবে। কাল অনেক কাজ আছে...

৪৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০০

স্রাঞ্জি সে বলেছেন: ওকে ওকে শুভ রাত্রি।




১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :)

৪৪| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

ভাইয়ু বলেছেন: আমার মতে প্রত্যেক ব্লগারের আইডিতে এরকম একখানা আড্ডাপোষ্ট রাখা উচিত ৷ রাত বেশি হলে যাদের নামের পাশে সবুজ বাতি জ্বলবে, দুম করে তাদের আইডির ঐ পোষ্টে গিয়ে গ্যাজানো শুরু করে দেওয়া যাবে ৷
এখন আবার বইলেন না, যে কোন পোষ্টে গিয়ে লেখার টপিক বাদ দিয়েই আড্ডা শুরু করে দিতে ৷

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত।


@ এখন আবার বইলেন না, যে কোন পোষ্টে গিয়ে লেখার টপিক বাদ দিয়েই আড্ডা শুরু করে দিতে ৷
.. ওকে, বলবো না। :P


৪৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১০

স্রাঞ্জি সে বলেছেন: কেমন আছেন????

এখনো গ্রামে পইরা রইছেন নাকি......

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
এখনো কাটেনি ঈদের রেশ,
তাই আছি আমি বেশ!



না গ্রাম, না শহর। শহরতলী বলা চলে।
শুভরাত্রি....

৪৬| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

স্রাঞ্জি সে বলেছেন:
দিনকাল কেমন কাটে মণ্ডল ভাই??????

ব্লগটা কেমন জানি পানসে হয়ে গেছে।

কিছু লিংক দেন তো দার্শনিক কথাবার্তার কোন ব্লগের। ক্ষুদ্র আবদার রাখবেন কি।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কাটছে....
দিন দিনের মত যাচ্ছে, আমি আমার মত।



গান শুনছিঃ
যখনি নিঝুম রাতে
.....
এতটা ভালোবাসি।







লিংকুর জন্য একটু খাটতে হবে। পেলে দিবানি....;)

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.