![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগেরই পাতায় স্বরলিপি লিখে
বলো.... কি হবে?
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পড়ে রবে।
গান শুনে ভাল লাগে যারে
এত দেখে চিনো নিকো তারে,
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে,
জানি
নেবে না, নেবে না, নেবে না.......
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যত রহস্য তত মজা..
আমার না অন্য কারো তথ্য ছিল। সেই সব ব্লগারের অনুমতি ছাড়া গোয়েন্দাগিরি দায়ে আমি যদি ফাঁইসা যাই, জামিন করবে কে? আপনি??
আমার কোন সমস্যা নাই! প্রথম প্রথম তো ছবিসহ পুরো বায়োডাটা দিয়ে ব্লগিং করতাম। পরে দেখলাম অনেকে পরিচয় গোপন রাখছে, তাই ভাবলাম: আমিও একটু আধটু খেল দেখাই...
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
ভাইয়ু বলেছেন: খেল তো ভালই দেখাচ্ছেন৷ আমাদেরও একটু শিখাইয়েন...
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শেখাতে তো সমস্যা নাই।
কিন্তু! আপনারা যা বুদ্ধিমান। গুরু মারা বিদ্যা শিখে গেলে তো আমি ভাত পাব না..
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮
স্রাঞ্জি সে বলেছেন: ভালও করেছেন নিজু ভাই......
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
বাজে বংশী, রাজ হংসী নাচে
হেলিয়া দুলিয়া।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
স্রাঞ্জি সে বলেছেন:
বাজে বংশী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া
নাচে পেখমও মেলিয়া
রাজহংসীর চোখ কালো
তারে দেখে লাগলো ভালো
সে বিহনে জগৎ কালো সবই অন্ধকার
তার নাচে ভূবণ নাচে আহা! কি বাহার
তারে তুমি কইয়ো গিয়া বিষ্যুতবারে তাহার বিয়া
আমরা যাবো পানসী নিয়া শনির হাওর পাড়ি দিয়া
বাদ্য বাজনার ধুম তাকধুমাধুম ধুম
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তার নাচে ভূবন নাচে আহা! কি বাহার
ঝুমুর ঝুমুর, ঝুমুর ঝুমুর, ঝুমুর ঝুমুর, ঝুম....
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
শাহারিয়ার ইমন বলেছেন: কিছুই বুঝলাম না
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এসব ত্রিমাতৃক লেখা। বুঝা কঠিন!!P
লিখতে ইচ্ছে হয় না। ব্লগে এসে শুধু আড্ডা দিব।
আচ্ছা, যেদিন আমি থাকবো না, কেউ কি আমায় মনে রাখবে???
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬
শাহারিয়ার ইমন বলেছেন: কেউ কেউ তো রাখবেই
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই, মনে নাই....
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনারর আড্ডাবাজির ছাচে পড়ে ব্লগে আমার নিয়মিত হওয়া। মাত্র কয়েকমাস আগেও অনিয়মিত ছিলাম।
বাই দ্যা রাস্ত, আপনার এখনকার মন্তব্যগুলো আরো দারুণ। আমি উপভোগ করি। (যখন ব্লগারদের আধ্যাত্মিক মন্তব্য পড়ে মন পালানোর পথ খুঁজে, তখন আপনিই ভরসা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আর বলবেন না জুনি ভাই,
এতক্ষণ কয়টা মশার কামড় যে খেলাম। বাধ্য হয়ে মশারীর ভেতর ঢুকলাম।
বাই দ্যা রোডঃ
যতোই কমেডি-রোমান্সে থাকি, আমি কিন্তু অ্যাকশান হিরো।(একটু চাপাবাজ)। আমার ফাইট করতে ভালোলাগে। কিন্তু মনমত কাউকেও পাই না....
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগের পাতায় লিখে কি যে হবে আমিও সেটা মাঝে মাঝে ভাবি ভাই।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এত ভেবে কাজ নেই!
আপনারা লেখক সমাজ লিখতে থাকুন।
লিখুন নিজের জন্য।
লিখুন দেশ, মাটি ও মানুষের জন্য।
হয়তো কোন একদিন, আমিও লেখা শুরু করবো....
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন: আর বলবেন না জুনি ভাই,
এতক্ষণ কয়টা মশার কামড় যে খেলাম। বাধ্য হয়ে মশারীর ভেতর ঢুকলাম।
বাই দ্যা রোডঃ
যতোই কমেডি-রোমান্সে থাকি, আমি কিন্তু অ্যাকশান হিরো।(একটু চাপাবাজ)। আমার ফাইট করতে ভালোলাগে। কিন্তু মনমত কাউকেও পাই না....
_________________
নিজু ভাই@ আপনার মশার কামড় খাওয়ার কথা শুনে আমার হারিয়ে ফেলা একমাত্র প্রেমিকার কথা মনে পড়িয়া গেলো। একরাতে এলাকার এক সদ্য নির্মিত দালানে বসে ফোনালাপ করছিলাম। মশার অত্যাচারের কথা তার সাথে শেয়ার করলে, সে দার্শনিকের মতো বলেছিলো- গরীবের শরীরে এমনিতেই রক্তের অভাব। অসুখবিসুখ ইত্যাদি লেগেই থাকে। তার উপর মশা, জোক.... এরাও চান্স পেলে খায়। অথচ, ধনীদের শরীর সুস্থ, নাদুসনুদুস। রক্তের অভাব নেই। আফসোস, মশা জোকেরা তাদের নাগাল পায় না। সমাজের উচ্চমধ্যবিত্ত মানুষগুলো ঐ মশা আর জোকের মতো... যারা মধ্যববিত্ত ও গরীব মানুষের রক্ত চুষতে থাকে...
বাই দ্যা মেইনরাস্তা,
আপনার একশনও উপভোগ্য। তবে ইদানীং একশনে খুব দেখা যাচ্ছে না। ব্যাপার কি?
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জুনায়েদ ভাই,
আপ্নে কি এখনো বিয়া করেন নাই??
মশা, জোঁকের উদাহরণটা দারুন। আমার জোঁকের থেকে মশাকে বেশী বিরক্ত লাগে। ডেঙ্গু, এসিড, চিকুন....
বাই দ্যা হাইওয়ে,
এখন রোমান্স মুডে আছি। আর ঢাল, তলোয়ারে শান দিচ্ছি। প্রয়োজন পড়লে.....
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন: জুনায়েদ ভাই,
আপ্নে কি এখনো বিয়া করেন নাই??
মশা, জোঁকের উদাহরণটা দারুন। আমার জোঁকের থেকে মশাকে বেশী বিরক্ত লাগে। ডেঙ্গু, এসিড, চিকুন....
বাই দ্যা হাইওয়ে,
এখন রোমান্স মুডে আছি। আর ঢাল, তলোয়ারে শান দিচ্ছি। প্রয়োজন পড়লে.....:p
--------------------------------
না, এখনো করি না। আরো দু,চারবছর জীবিত থাকতে চাই। কেডা জানি বলছিলো, পুরুষ মানুষ দুইপ্রকার, জীবিত আর বিবাহিত!
বাই দ্যা কাচারাস্তা,
শুনলাম আপনি নাকি আজকাল খুব কনে টনে দেখতেছেন। অদ্য দাওয়াত টাওয়াত পাওয়া যাবে নাকি?
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিয়া না কইরা ভালা করছেন। বুইড়া হন, তাও মইরা যাইয়েন না(বিয়া কইরেন না..)
বাই দা ভাঙা রাস্তা,
কনে কোথায় দেখলুম?
তবে ব্লগার আপুকে বিয়ে করলে মন্দ হয় না। দুজন একসাথে ব্লগিং করা যাবে। কি কন?
বাই দ্যা আধাপাকা রাস্তা,
বিয়ে করলে আপনাদের জানাবো, সত্যি জানাবো। তবে সেটার দেরী আছে।
বাই দা পাকা রাস্তা,
সামুতে তো অনেক রাজনৈতিক সমালোচক দেখেছেন(যদিও খাঁটি সমালোচনা করে না..)। আমার পছন্দের লেখক দেখুন..(সে সামুতে আসে না, বোধহয় আসবেও না)
https://blog.bdnews24.com/author/zahed
(মন্তব্য নয়, গুরুর পাঠক সংখ্যা দেখুন!)
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫
রাকু হাসান বলেছেন:
কিরাম আছেন ভাই । একটা গান ক ন
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভালো আছি।
ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে....
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
স্রাঞ্জি সে বলেছেন:
নিজু ভাই ভালানি??????
কোন সে একটা অনুরোধ করছিলাম, মনে আছেনি?????
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নিজু ভালো আছে।
সে ব্লগে একটা প্রেম করতে চায়। সুন্দর দেখে একটা আপু ঠিক করে দাও দেকিনি....
আচ্ছা, প্রান্তের সাথে তোমার কী হয়েছিল, পুরোটা তো শোনা হয় নি। গল্পটা বলবে নাকি??
অনুরোধ তো মনে আছে। কিন্তু....
আপতত এটাতে শুরু করো.... BD Times365
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
প্রামানিক বলেছেন: আড্ডা মন্দ নয়।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেটাই!
অত জ্ঞানী হয়ে কী হবে???
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল মন্ডল্পু
তালাশ টিমকে কল লাগাইছি। তাঁরা নাকি কাজে নামছে......
-প্রান্তের সাথে হাবভাব ভালই আছে..... যদিও তিনি গুহায় ধ্যানে মগ্ন। মাঝে সাঝে দেহি কেম্নি কেম্নি চলে আহে...
-আপনার দেওয়া লিংক্টা কাজ করতেছে না....
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শুভ সকাল বেবী।
লিংক্টা যে কাজ করতেছে না উহা আমি জানি। আর ইচ্ছে করেই আরেকটা প্রতিউত্তর করি নি...
সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট কোনগুলো? আসুন দেখি - আমি তুমি আমরা এর বাংলা ব্লগ
১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
স্রাঞ্জি সে বলেছেন: ক্যান এত ক্যাচাল করেন ক্যান......
পোস্ট টা বুকমার্ক করে রাখছি.... আমি তুমি আমরা এখন কি ব্লগে থাকেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ম্যান, কয়েক বছর থেকে ব্লগে আছি।
কিন্তু কেন? সেটা তো জানো না। মানে ভেতরের ভেতরে, তার ভেতরে কিছু ব্যাপার আছে। সময় হলে সব জানতে পারবে বেবী।
ব্লগিং করো, পড়াশোনা কর। নয়তো ডুবে মারতে হবে...
আমার প্রিয়তে মন্ডল নিকে একটা পোস্ট আছে। পোস্ট নিয়ে পোস্ট, তার ভেতর পোস্ট। সময় পেলে দেখে নিও।
কয় দিন অফলাইনে থাকবো। কাজ আছে।
লগ আউট.....
,
১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
এ.এস বাশার বলেছেন: আপনার পুনশ্চ: আমার খুব ভালো লাগে। আপনার ব্যক্তিগত পরিচয় আমার জানার খুব ইচ্ছা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পুনশ্চ [ punaśca ] অব্য. ক্রি-বিণ. আবার, আবারও (পুনশ্চ স্মরণ করিয়ে দিই)।[সং. পুনঃ + চ]।
আজ নয়। সময় করে আরেক দিন বলবো।
ভালো থাকবেন।
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০
অচেনা হৃদি বলেছেন: পাঠক ভায়া, আমি নতুন ব্লগার, আমার ব্লগে আপনাকে স্বাগতম!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পাঠক ব্লগারের পেজে গিয়েছিল, ইচ্ছে মত রাগ ঝেড়েও এসেছে। আমার ব্লগে কোন স্বজনপ্রীতি চলবে না। সেখানে লিখতে চাইলে আরো দক্ষ হতে হবে। ততদিন প্যাটিস করতে থাকো...
সবার জন্য মোবাইলের লিংকে শ্যামা সঙ্গীতঃ
https://m.youtube.com/watch?v=Xt1plQpcM0o
https://m.youtube.com/watch?v=VuaCKcCXydc
১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭
অচেনা হৃদি বলেছেন:
আপনার ব্লগে আমি চাইনিজ খাবারের রেসিপি দেব।
একদম আদি ও অকৃত্রিম।
এই যেমন, সাপের চচ্চড়ি, ব্যাঙ্গের ফিশফ্রাই, ইত্যাদি ইত্যাদি।
(ব্লগারের পেজে পাঠকের রাগের আগুনে ব্লগার জ্বলে পুড়ে শেষ! প্রতিউত্তর পড়াও উচিৎ, আশা করি পাঠক সেটাও যত্নের সাথে দেখবে। )
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি যদি আদৌ কোনদিন ব্লগ খুলি(সেটা অবস্যই বিয়ের পর), সেদিন ইচ্ছেমত পোস্ট দিও। আপাতত বাসায় সাপ, ব্যাঙ, কেঁচো, শামুক রান্না করো, আর খেয়ে দেয়ে প্র্যাকটিস করো
লেখকের পেজে গিয়েছিলুম। প্রতিউত্তরও পড়েছি, তবে মন্তব্য করলুম না। লেখকদের সাথে প্রেম করে, ছ্যঁক খেতে আমি পারিব না।
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
সনেট কবি বলেছেন: গান খুব ভাল লেগেছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
শুভ রাত্রি।
২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: মাননীয় স্পিকার হওয়ার মতো অবস্থা... মেয়ে গান
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবিতাতে যেমন শব্দের ভেতরে কিছু লুকানো কথা থাকে, এই গানের ভেতরও তেমন গোপন কথা আছে।
পারলে বের করুন, নয়তো মাননীয় স্পিকার হয়ে বসে থাকুন...
২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: পথ তো নেই খোলা...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি এখন খোলা দরজা দিয়ে প্রস্থান করিব। (বাইরে যাব....)
২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১
ভাইয়ু বলেছেন: জীবন মানেই তো যন্ত্রণা,
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবেনা...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাঁচার মোর ইচ্ছে নাই
চলো,
সবাই মিলে মইরা যাই....
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
স্রাঞ্জি সে বলেছেন: নিজু ভাইয়া ভাইয়ুর অবস্থা টা একটু দেখবা। ওর ব্লগে যাও তো।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে। দেখছি...
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
ভাইয়ু বলেছেন: দুনিয়ায় যে পাপ করছি, মরার পরে তো মুগুরের বাড়ি পড়বে খালি৷
দোকানদাররে কইলাম শান্তি কিনবো এক হালি৷
দোকানদার আমারে দিলো গালি৷
ক্রাশের সামনেই চুনকালি৷
এই দুঃখ আমি কই পালি...
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পাপ করেছি, মাফ চাইব। সমস্যা কী?
ঠিক করেছি ক্যাচাল ম্যাচাল বাদ দিয়ে আমি ভালো হয়ে যাব। বিয়ের আগেই....
দুঃখ পাবার কিছু নেই। ক্র্যাশ ম্যাশ পকেটে ভরে রাখেন।
শুভ রাত্রি।
২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮
রাকু হাসান বলেছেন: আপনার পোস্ট নেই ,কিছু নেই যা আছে তাও সিন্ধুকে
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হাসান ভায়া,
পাঠক মানুষ তো শুধু পড়ে, লিখে না। তাই....
মন্ডল নিকে লেখা আছে। মন চাইলে দেখতে পারেন...
২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
অচেনা হৃদি বলেছেন: জনাব পাঠক, আমার ড্রাফট গুলো ওপেন করতে পারছি না। কোন সাজেশন দিতে পারেন?
অগ্রিম ধন্যবাদ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জনাবা লেখক!
আমারও সেম কেস! !
এ নিয়ে প্রথম পেজে পোস্ট দিলাম। দেখি, কী হয়...
২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭
অচেনা হৃদি বলেছেন: আহ! নিজাম গাজীর পোস্টে কাভা ভায়ের কমেন্ট দেখে আমার মনটা ঠাণ্ডা হয়ে গেলো! মণ্ডল বাড়ির বড় পোলার অসহায় আত্মসমর্পন দেখে আমার মনখানা বড় আরাম পেয়েছে! এভাবে তো তাঁকে সারেন্ডার করতে কোনদিন দেখিনি।
মণ্ডল বাড়ির পোলা, পাঠক বাহাদুর!
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উরি বাবা!
কিয়া খবর লিয়ায়ে হৃদি জ্বী!!!!
আব আয়েগা মজা। মো: নিজাম গাজী - কে? ..
ম্যান, ওটা মডু, কাভা! ওর সাথে কাইজা না করাই বুদ্ধিমানের কাজ।(একবার তাকে গ্যাপে নিয়ে ব্যান খেয়েছি) জানোই তো, আদা বনে কে রাজা??!
রাগ যা ঝাড়ার ওটা হয়ে গিয়েছে, ড্রাফটের পোস্ট দুপুরেই পেয়ে গিয়েছি। আর কেন?
মডুরা কিন্তু নিজের খেয়ে সামুর হয়ে খেটে মরে। সবদিক ভেবেই কথা বলা বেটার। কী বলো??
২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০
জোকস বলেছেন: ভছ, এই পোস্টে কি একটা পোস্টই থাকবে?
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এক মাস এই পোস্ট থাকবে, আড্ডা দেবার জন্য। তারপর এটা ড্রাফট করে নতুন পোস্ট দেব...
২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২৮
উদাসী স্বপ্ন বলেছেন: আপনের আসল নিক ব্যান খায় নাই?
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: না। নতুন নোটিশ (০)
আয়ে মা! আমি ব্যান খেলে কি আপনি খুশি হবেন???
৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
অচেনা হৃদি বলেছেন: আচ্ছা ড্রাফট করা পোস্ট রি-স্টোর কিভাবে করে? একটু বলে দেন তো প্লিজ।
ঠাকুরমাহমুদ ভাইয়া নিয়মিত আমার ব্লগ চেক করছেন। উনার জন্য কিছু পোস্ট রিষ্টোর করে দিই।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আয়ে মা! হৃদি জ্বীইইই? নো কাইজা!
মাহমুদ ভাই ভালো লোক। একটু জেদী এই যা। ব্লগে/বাস্তবে কাউকেও অবহেলা করবে না। ওকে?
পারলে উনার নামে একটা পোস্ট উৎসর্গ করো। ঠাকুর ভাইয় আমাদের অনেক বড়। তার প্রথম কমেন্টটা আমার মনে আছে। তোমাকে বোন বা মেয়ে বলেছিল। (বন্ধুকে শত্রু বানাতে পারে যে কেউ পারে, কিন্তু শত্রুকে বন্ধু করতে পারে ক'জন??)
রি-স্টোরঃ
৬. ঈদ সংখ্যাঃ পাঠকের ঈদ আনন্দ। . .(আড্ডা পোস্ট)
- ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০
এডিট করুন|মুছে ফেলুন
এডিট করুন (এখানে ক্লিক করে পোস্টটি প্রকাশিত হবে, "প্রথম পাতা" এখানে টিক দিবে। তারপর "প্রিভিউ দেখুন ও পোস্ট করুন" অংশে ক্লিক। ব্যাস! খেল খতম।
বুঝলে সুন্দরী??
(উদা ভাইয়ের(উদাসী স্বপ্ন) থেকে একটা টিপস নিয়েছি। ওটা কি কাজে লাগাবো?)
৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
ভাইয়ু বলেছেন: কি খবর মন্ডল বাড়ির ধোন্দল মশাই? ব্লগের আইডি নষ্ট করে কিভাবে জানেন নি?
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ও ডিয়ার। নিজু ইজ হিয়ার।
সেফ না হতেই আইডি বন্ধের ধান্দা!!!!
তরুনরা প্রজন্ম এত অধৈর্য্য হলে হবে?
আইডি ডিলেট করা যায় না।
তারপরও টিপস:
১. মডুদের কথামত চলেন। কুল মাইন্ডে ব্লগিং করেন।
২. পাসওয়ার্ড ভুলে ব্লগ থেকে বিদায় হন।
৩. ফ্লাডিং করা শুরু করেন। এটা আইডি চিরতরে ব্যান করার ডাইরেক্ট তরিকা।
৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
অচেনা হৃদি বলেছেন: আমি খুব বাজে স্বভাবের মানুষ। বন্ধুকে আমি সহজেই শত্রু বানাতে পারি, কিন্তু শত্রুকে বন্ধু বানাতে পারি না।
ভ্রমরের ডানার কথা মনে আছে? খুব ভালো বন্ধু ছিল বেচারা, নিজের দোষে নিজেই শত্রু হল।
ঠাকুরের সাথে আমার কোন ঝামেলাই হত না। তিনি কি করলেন? শুধু আমাকে বোন মেয়ে বলেছেন তা নয়, উল্টা পাল্টা অনেক কিছুই তো বললেন। সেগুলো দেখেননি? শায়মাপুকে তিনি কি বলেছিল সেটা মনে নাই আপনার? আমি নাকি একটা শিশু! আমার হাতে ব্রিটল বিস্কুট ধরিয়ে দিলে আমি নাকি ব্লগিং ভুলে যাবো, বিস্কুট খাইতে খাইতে আমার বেলা চলে যাবে! আচ্ছা আমি যদি আসলেই শিশু হতাম তাহলে ব্লগ চালাতে পারতাম?
ব্লগে/বাস্তবে কাউকেও অবহেলা করবে না। ওকে? আচ্ছা ওকে।
পোস্টের শুরুতে আমাকে মা বললেন কোন আক্কেলে? আমাকেও কি ঠাকুরের মত শিশু মনে করছেন? নাকি শিশুর মা মনে করছেন?
উদা ভাই যে টিপস দিছে সেটা কাজে লাগিয়ে কোন লাভ হবে? উনার নিজের বৌ কোথায়? নাই! নিজেই যিনি বউ ধরে রাখতে পারে নাই তাঁর টিপস দিয়ে আপনার কোন উপকার হবে?
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমার মত খাটাশকে আমার ভালো লাগে কেন???
ভালো/খারাপ গুণ তো মানুষেরই থাকে। তবে শত্রু বন্ধুর ক্ষেত্রে আমি তোমার মত নই। সবার সাথেই আমি মিশতে পারি।
ডানা, ঠাকুরের বিষয়ে আমি বেশী আগালাম না। ওদের সব মন্তব্য আমি পড়ি নি, মনেও নেই। আমি মানুষকে ভালোবাসি, খারাপের মধ্যে ভালোটা খুঁজি। এখন, তুমি কী করবে? তোমার ইচ্ছে...
"আয়ে মা" কথাটা "মটু পাতলু " কার্টুনের ডায়লগ।।
তুমি বাচ্চা বা বুড়ো যাই হও। কোনদিন দেখা যদি হয়; আমাকে দেখে তোমরা অবাক হতে পারো, তোমাদের দেখে আমি অবাক হব না। আসলেই অবাক হব না।(অনেক ব্লগারকে আমি দেখেছি। অবাক হবার দিন শেষ।)
উদ বিড়ালের প্রতি মন্তব্য তাহলে পড়েছো!!!
উদা ভাই তো তার বউকে নিয়ে কিছু বলে না। আমি অনুমান করে সেটা নিয়ে কিছু বলব না, তবে তার টিপসটা কাজে লাগাবো। দেখি কি হয়...
৩৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
খোলা মনের কথা বলেছেন: গানটি পড়ে ভাল লাগলো... বাদ্যযন্ত্রহীন খালি গলায় শুনতে পারলে হয়তো আরও ভাল লাগতো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি গান পছন্দ করি, কিন্তু গাইতে পারি না।
চাইলে ইউটিউব থেকে দেখতে পারেন।
৩৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
স্রাঞ্জি সে বলেছেন:
মন্ডল্পু ভালা আছেনি....????
@কোনদিন দেখা যদি হয়; আমাকে দেখে তোমরা অবাক হতে পারো, তোমাদের দেখে আমি অবাক হব না। আসলেই অবাক হব না।(অনেক ব্লগারকে আমি দেখেছি। অবাক হবার দিন শেষ।)
তুমি কি হনু..... যে তোমায় দেখলে অবাক হমো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি একটা গিরগিটি। ব্লগে আয়নাবাজীর মত চলি। সময় হলে বুঝতে পারবা বেবী।
৩৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
খোলা মনের কথা বলেছেন: আমি গান পছন্দ করি, কিন্তু গাইতে পারি না।
চাইলে ইউটিউব থেকে দেখতে পারেন........ মাহফুজুর রহমানের গান শুনতে পারলে আপনার টা কি খারাপ লাগার কথা???? একদিন রিস্ক নিয়ে নেন.....
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে, রিক্স নিয়ে প্র্যাকটিস করে একদিন শুনিয়ে দিবানি। আমরা আমরাই তো, লজ্জা কিসের.....
আপাতত আমাদের আপুরটা শুনেনঃ (মোবাইলের লিংকটাই দিলাম..)
https://m.youtube.com/watch?v=3w452OkqOYA
৩৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
স্রাঞ্জি সে বলেছেন:
- এহ। এতাল্লায় বুঝি চাঙ্কুর লজ্ঞে কেন কোলাকোলি হয়না।
ঠিক আছে, কাকু। শুদ্ধ ভাষা কইবনে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চাঙ্কুপাঙ্কু হল বুইড়া খাটাশ। মোর ছোড হঅলে, ওরে দাবড়ানি দিতাম লয়...
মোরে কাহু ডাকলে, তরে পিডানি দিমুরে খচ্চর।
আমারে দুলাভাই ডাকবি, দুলাভাই। (খাড়া, সামুর ব্লগারকেই আমি বিয়া করমু...)
৩৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: কি হবে ? ? ?
নাটক কিংবা সিনেমায় দেখেছি কাঁধে ছালার ব্যাগ ঝুলানো কবি, তার কবিতা পাঠ করিয়ে শোনানোর জন্য পাঠকের পেছনে দৌড়ায় ব্লগের পাতায় স্বরলিপি লিখলে আর ওইরকম দৌড়াতে হয়না
আমরা মডার্ন কবিতো
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কী হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে?
যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে...
আমি হনু পাঠক। তোমরা লেখক সমাজ আমার পিছে দৌড়াতে পারো...
(কুছ কুছ হোতা হ্যায়..)
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
ভাইয়ু বলেছেন: ব্যাক্তিগত তথ্যটা নিয়ে ব্লগে এত বেশি লুকোচুরি কেন হয় তা আমার ঠিক বোধগম্য নয়... তবে কোনকিছুতে সাসপেন্স থাকলে ব্যাপারটা অনেক মজাদার হয়৷