![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসর্গঃ এবি।
মূল কথা: বাউল মুনি সরকার
গায়ক: সন্ন্যাসী ব্যান্ডের 'গামছা পলাশ'
হাওয়ার উপর চলে গাড়ি লাগেনা পেট্রল ডিজেল
মানুষ একটা দুই চাক্কার সাইকেল,
কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।
দুই চাক্কায় করেছে খাঁড়া
জায়গায় জায়গায় ইস্কুরুপ মারা
বাত্তর হাজার ইস্পত দিয়েএই সাইকেল গড়া।
চিন্তা করে দেখনা একবার, চিন্তা করে দেখনা একবার
দুইশ ছয়টা হয় এক্সেল
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।
নতুন সাইকেল পুরান হইবে
কলকব্জায় জং যে ধরিবে
তেল বাত্তির ঐ ঠন্ ঠন্ আওয়াজ বন্ধ হইবে
এক কদম আগে না বাড়বে
হাজার বার মারলে প্যাডেল[ঐ]
ফুরাইলে সাইকেলের বাতাস
সেই দিন হবে সর্বনাশ
গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস
মুনি সরকার হইয়া লাশ থাকবে ভব মেডিক্যেল
মানুষ একটা দুই চাক্কার সাইকে
লকি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাক্কার সাইকেল...
খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
তখন তুমি এসে হেসে বলে দাও,
আছি তোমার পাশে।
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
পথ চলতে ভীষন ভয়
তুমি এসে বলে দাও, আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে।
I।।I।।I।।
মন্তব্য সেটিংসঃ রিভিউ হবে/করতে পারবেন না।
॥।।♂♀⚠⚠⚠⚠
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: থ্যাংকস।
এটা জেমসেরই গান। গতকাল রাতে কয়েকজন মিলে এবির গান মনে করছিলাম। একজন এই গানটা গেয়েছিল। ভালো লাগল তাই দিলাম।
২| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩
সনেট কবি বলেছেন: আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমিন। ভালো থাকবেন।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি!
কবে আবার তালা লাগলো!!! সো স্যাড!
বাক স্বাধীনতা ছাড়াতো গেবন তেজপাতা
গৃহবন্দীত্ব থেকে শীগ্রই মুক্তি লাভ করুন। শুভকামনা রইল
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। মনে মনে.....
যুগে যুগে বিদ্রোহীরা তো গৃহবন্দী হয়। আমিও নিয়মিত হই। কাজী নজরুল, বঙ্গবন্ধুর কথা তো জানেনই।
ধন্যবাদ ভায়া।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে প্রথম পোষ্টে পেলাম,
সো অভি মানভুলে যান
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।।
অভিমান করি নি, কমেন্ট ব্যানে থেকে একটা লাভ অন্তত হল। প্রথম পেজে পোস্ট দিলুম।।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২
নজসু বলেছেন: সেই তুমি কেন এতো অচেনা হলে
সকাল থেকে শুনছি।
কার কাছে কেমন লাগে জানিনা।
আমার খুব প্রিয় শিল্পী একজন।
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঐ গানটা আমারও প্রিয়।
এবি ভালো গিটারিস্ট। তার স্বরটা অন্য রকম হলেও, সেখানে একটা মায়া আছে। মানুষকে ভালোবাসতেন। মানুষও তাকে আপন করে নিয়েছে।
৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: তাইতো বলি আমার পোষ্টে কাজিনের দেখা নেই কেন
আবার কি অঘটন ঘটালেন শুনি এখন এই গানটি গান "কাড়ার ওই লৌহ কপাট"
"আমি বারো মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও"
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এবারের ক্যাচাল ছিল মডুদের সাথে। মামলা তদন্তের আগেই গৃহবন্দী।
গানের জন্য থ্যাঙ্কু। আমার মাথায়ও একটা গান ঘুরছে।
তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হত না,
তুমি না থাকলে মেঘ করে যেত, বৃষ্টি হত না।
নিশাচর গল্প পড়েছি। এখন থেকে কারো লেখা পড়লে লাইক দিব। ওটা দেখে বোঝা যাবে আমি পড়েছি কি না...
৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬
কাওসার চৌধুরী বলেছেন:
জানেমন, প্রথম পেজে আফনেরে দেইক্কা ভাল লাগলো। অভিনন্দন। আবারও গৃহবন্দী হইলেন কমনে!! সো সেড !!
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
আপনার ব্লগ নিয়ে লেখা ঐ পোস্টে মন্তব্য করেই তো ফেঁসে গেলাম। সেখানে কাভার মন্তব্য পড়ে বুঝতে পারেন নি, মাঝের কথাগুলো কাকে উদ্দ্যেশ্য করে বলেছে।
বসে বসে খই খান। আমি আর আপুদের পেজে মন্তব্য করতে পারবো না।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
কিরমানী লিটন বলেছেন: "আমি বারো মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও" - ভালো থাকুন প্রিয় এবি- মৃত্যুর ওপাড়ে শান্তির চাঁদর ঢেকে রাখুক আপনাকে- বিনম্র শ্রদ্ধা...
আপনার সাতান্ন ধারার ছোঁয়াচে রোগ- আপনাকে মুক্তি দিক- প্রিয় পাঠকের প্রতিক্রিয়া ..।
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুক এবি।
৩নাম্বারে আপনার পোস্টটি আছে।
সত্য কথা বলতে কি, আপরাধ একটু করেছিলাম বই কি। তবে শাস্তিটা গুরু হয়েছে কি না বুঝতে পারছি না।
৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: আসলে মৃত্যুর কাছে আমরা সবাই বড্ড অসহায়।
খবরটা শোনার পর থেকেই তার জন্য মন খারাপ লাগছে, মনে হচ্ছে আপনজন কেউ চলে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
আপনি আমাদের হৃদয়ে ছিলেন, আছেন এবং থাকবেন।
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সুন্দর মন্তব্যে ধন্যবাদ।
১০| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১১
শায়মা বলেছেন: হায় হায় কোন দোষে গৃহবন্দী হলে!!!!
আহারে বাচ্চাটা!!
শুধু বাঁদরামী করে গাছে চড়লে হাত পা ভাঙ্গতে পারে তাই মাঝে মাঝে অভিবাবকরা একটু ঘরে তালালাগায় রাখে।
কিচ্ছু হবে না ।
তালা বদ্ধ থাকো। পোস্টু দাও আমরা এসে উঁকি দিয়ে দেখে যাবো জানালা দিয়ে!
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এবারের ঝগড়াটা মডুদের সাথে।
কেমন মডু তোমাদের, ফ্লাডিং দুর করতে পারে না। এসবের কারণে বেইজ্জতি হতে হয়। রাগ হবে না।
স্বভাবটাও আমার নষ্ট হয়ে গেল....
কবিতা/ছড়া
লিখেছে - মক্ষীরাণী
নো পাত্তা- দিস না কানা কড়ি দামরে
ব্যান করে করুক না, খেয়ে নেই কাম রে ...
চেনে তোরে শত লোক যে নামেই আসিবি
হা হা হে হে খুক খুক হাসিবি কি কাঁশিবি ,
তবে ভুলেও করিস না ইউজিং শব্দ
গালাগালি স্ল্যাং স্লুং , হয়ে যাবি জব্দ
শিক্ষাটা দিতে গেলে বুদ্ধিটা জরুরী
শেয়ালজী হতে পারে বুদ্ধিতে গুরুজী,
লজিকাল ব্রেইনিং স্টর্মিং ঘুরপাক
ছেড়ে দিয়ে লাগিয়ে দে পেটে সব গুরুপাক...
সব কি রে মামাবাড়ী? লাঠি নিয়ে ছুটিবি?
হুঙ্কারে বাঘে ছাগে এক ঘাটে জুটিবি!
এ বড় শক্ত খেলা নার্ভ রবে শান্ত
তোর সাথে লেগে সবে হয়ে যাবে ক্লান্ত ...
তুই রবি এ ধারেতে মহা ম্যুডে গোঁফে তা
পিতি জ্বলে পুড়ে যাবে ওদিকের গাঁধারা!
(এবার থেকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে।)
১১| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২
শিখা রহমান বলেছেন: পোষ্টটা ভালো লাগলো। সবগুলো শ্রদ্ধাঞ্জলি একসাথে!!
আকাশবাড়িতে ভালো থাকুন প্রিয় শিল্পী।
বত্ব তুমি আবারো গৃহবন্দী!! জালিবেত না ব্যবহারের ফলেই এমন দুর্যোগ!!
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: thanks
ভালো থাকুক এবি।
মাঝে মধ্যে গৃহবন্দী থাকা ভালো। (ব্লগে ফ্লাডিং হওয়ায় মেজাজ গরম হয়ে গিয়েছিল। মডুদের দুটো উল্টাপাল্টা/কড়া কথা বলেছিলাম। তাতেই..)
১২| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬
মনিরা সুলতানা বলেছেন: তাই তো বলি উড়নচণ্ডী উড়ে না ক্যান ?
যাই হোক পোস্ট আপডেট দিতে হবে , এখন ও শেষ হয় নাই। নতুন লেখা ইজ কামিং ......।
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওম শান্তি। চন্ডিবাবু এখন চুপচাপ ধ্যানে আছে।
ব্রহ্মার কাছ থেকে বর পেলে তবেই না আমি মন্তব্য করা শুরু করবো। ততদিন লেখকরা লাইক পাবে।
১৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬
শায়মা বলেছেন: ঐ কোন মক্ষীরাণীকে আমার কবিতা চুরি করে দিসিস!!!
সাধে কি আর জেইলে থাকিস!!!!
চুরি করে আবার অন্যকে দেওয়া!!!!!!!!!!!
এ দেখছি চোরের বাবার বড় চুরি .....
যা থাক যাবজ্জীবন কারাদন্ডে ......
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঐ ছড়াটা লিখেছে, মক্ষীরাণী শ্যামা দত্ত। তার শ্রমিক মৌমাছিদের বিরুদ্ধে আমি একটা ভীমরুল বাহিনী গড়ব।
## যা থাক যাবজ্জীবন কারাদন্ডে
শকুনির দোয়ায় তো গরু মারা যায় না,
মক্ষীরানি হতে চাও, তুমি নাকি শায়মা?
জেল-মেল, কোর্ট-ফোট পুরুষেরই জন্যে
এখনতো জেলে বসে খুঁজি আমি কন্যে
আমার আর হল না, ব্লগে এসে করা প্রেম
এত খুঁজি অত খুঁজি পাইনা তো কোন মেম।
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩
শায়মা বলেছেন: বুদ্ধি যে খাটে নারে গাধাদের ব্রেইনে
স্মার্টগিরি দেখাতেই পড়ে তারা ড্রেইনে
ড্রেন থেকে উঠালেই ফের গাধা পড়বেই
যেদিকেই টানো হাল ড্রেইনপানে সরবেই।
উফ কি যে করি মরি গাধা গরু নিয়ে সব
গরু ব'বে হাল তবু গাধা করে কলরব!!!!
মুখে দিতে হবে ঠুসি, চোখে লাল কাপড়া
চার হাতে পায়ে ঠুকে দেবো তাল দাদরা!
আউলি বিউলি সব কথা যাবে আটকে
চিরকাল বইবেক ঘানি তুমি ফাটকে!!
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছড়ার জন্য ধন্যবাদ।
আমি গাধা ড্রেনেই পড়ে থাকি। মৌমাছিরাই ব্লগিং করুক।
আমি শুনে হাসি আঁখিজলে ভাসি,
এই ছিল মোর ঘটে?
তোমরা মহারাজ সাধু হলে আজ,
আমি আজ চোর বটে!
১৫| ২০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: কি বলেন পাঠকের প্রতিক্রিয়াও কমেন্ট ব্যান করা হয়েছে! যাক আইয়ুব বাচ্চুকে নিয়ে লেখা সবগুলো পোষ্ট একসাথে পাওয়া গেল, এখন পড়বো সবগুলো।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একটু অপরাধ করেছিলাম বই কি, তাই আজ গৃহবন্দী।
পোস্ট এডিট করতে পারছি না, এখানেই আরো কিছু পোস্টের লিংক দিলাম।
★ চলে গেলেন আইয়ুব বাচ্চু থেমে গেল রুপালি গিটার (বাংলাদেশের পাশাপাশি শোকহাত সারা বিশ্ব) - (
:হাসু মামা
★ অশ্রুসিক্ত নয়নে আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা - রিজভী
★ এল.আর.বি - মুহাম্মাদ শরিফ হোসাইন
১৬| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:০০
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আসল নামের পোস্টে যেকথা বলেছি, এখানেও একই কথা বলবো। কিংবদন্তী শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলী। ওনার মাগফিরাত কামনা করছি। পোস্তগুলি সংকলিত করায় সুবিধা হল। ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা জানবেন । ( এই মুহূর্তেে উড়িষ্যায় আছি। নেট পেতে সমস্যা হচ্ছে। বাড়ি ফিরে ভালো করে কথা হবে।)
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্যস্ততার মধ্যেও ব্লগে আসলেন দেখা ভাল লাগল। এবি ভালো থাকুক।
হ্যাপি ঘোরাঘুরি...
১৭| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুন্দর মন্তব্যে ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনিও ভালো থাকুন
১৮| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯
এ.এস বাশার বলেছেন:
এক পুরুষে গড়ে ধন
এক পুরুষে খায়
আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই
আমার তিন পুরুষ
তিন পুরুষ…আমার তিন পুরুষ…
দাদা-দাদি, নানা-নানি আরতো পিছে নাই
বাবা-মা’র পরে আমি আমার পরে নাই
দুনিয়াতে এসে দেখি ধনসম্পত্তি নাই
আমার তিন পুরুষ
তিন পুরুষ…আমার তিন পুরুষ…
এই দুনিয়ার কোনোকিছুই সঙ্গে যাবে না
তিন পুরুষের এক পুরুষের কথা ভুলে না
শেষ পুরুষের ভাগে তবু ভিটামাটি নাই
আমার তিন পুরুষ
তিন পুরুষ…আমার তিন পুরুষ…
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই গানের কথা তো ভুলেই গিয়েছিলাম। মনে করিয়ে দেয়ায় ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৯| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! অভিনন্দন প্রথম পাতায় আপনাকে। মিষ্টি খাওয়ান ভাইয়া।
আমাকে একটা হেল্প করতে পারবেন?
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
আগে তো জানা দরকার ব্যাপারটা কী? পারলে অবস্যই হেল্প করার চেষ্টা করব।
২০| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২
কথার ফুলঝুরি! বলেছেন:
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রাগ করেছে কথা আপু
ভাত খায়নি কাল,
ঘরের কোনে বসে আছে
গালটি করে লাল।
সবাই বলে কেয়া সোনা
ভাতটি তুমি খাও
তোমার জন্য এনে দেব
আমার শত্রু, খাটাশ কবিকে।
২১| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২০
কথার ফুলঝুরি! বলেছেন: @রাগ করেছে কথা আপু
ভাত খায়নি কাল,
ঘরের কোনে বসে আছে
গালটি করে লাল।--- হা হা হা !
রাগ গিয়েছে পরে আমার
কাজিনের ছড়া পড়ে
দেব তোমায় অনেক চকোলেট
যদি সত্যি পারো, আমার খাটাশ কবিকে আনতে ধরে
(আমার বিশেষ কবিকে খাটাশ বলে X# )
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার মাধ্যমে খাটাশকে পেতে হলে ওয়েট করতে হবে। আমি আরেকটু বড় হই, তারপর। ততদিনে যদি পাখি উড়ে যায়???
শুভরাত্রি
২২| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
রাকু হাসান বলেছেন:
একি গৃহবন্ধী! মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট।
মুক্তি দিলেও আমি বাইর হব না। ফাটকে বসে বসে ফ্রী খাব।
শুভরাত্রি
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২২
আরোগ্য বলেছেন: আইয়ুব বাচ্চুর গানের বদলে জেমসের গান।তবে আপনাকে প্রথম পাতায় দেখে ভাল লাগছে। লগ ইন করতে চাই নি, আপনার পোস্ট দেখে করলাম।