নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

১২. দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩


বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ/গনতন্ত্রের কা কা
কয়েক দিন থেকে রাজনৈতিক দলগুলো নিয়ে টুকটাক পড়াশোনা করলাম। দেশে যে এতগুলো দল আছে আমি জানতামই না/সবগুলো চিনতাম না। এরা আলাদা দল করছে, আবার সুবিধাবাদীর মত জোটও করছে। কেন রে বাবা, মতের/আদর্শের যদি মিলই হবে একটা দলে থাকতে সমস্যা কী? এত দলের দরকার কী? এত দল দিয়ে আমাদের লাভ?
আচ্ছা? এটাই কী গনতন্ত্র? নাকি অধিক সন্ন্যাসীতে দেশ নষ্ট?(দেশের উন্নতি না ভেবে পদ পাবার লোভ)
রাজনৈতিক জোটসমূহঃ
*.চৌদ্দ দলীয় জোট(মহাজোট)
*.বিশ দলীয় জোট
*.সম্মিলিত জাতীয় জোট
*.জাতীয় ঐক্যফ্রন্ট
*. যুক্তফ্রন্ট
*.বাম গণতান্ত্রিক জোট

এবারে বিস্তারিত....(মতাদর্শগুলো মনোযোগ দিয়ে পড়ুন, বুঝুন।)
১। মহাজোটঃ

নেতা- শেখ হাসিনা
মতাদর্শঃ বাঙালি জাতীয়তাবাদ, সামাজিক গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক উদারনীতি, গণতান্ত্রিক সমাজতন্ত।
সদস্য দলসমূহঃ
১. বাংলাদেশ আওয়ামী লীগ,
২. জাতীয় পার্টি,
৪. জাতীয় পার্টি (মঞ্জু),
৫. জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ),
৬. বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,
৭. লিবারেল ডেমোক্রেটিক পার্টি,
৮. বাংলাদেশ তরিকত ফেডারেশন
৯. বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট
১০. বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) এবং আরো কয়েকটি দল।

২। বিশ দলীয় ঐক্যজোট
নেতা- বেগম খালেদা জিয়া
মতাদর্শ: বাংলাদেশী জাতীয়তাবাদ, ইসলামী মুল্যবোধ।
সদস্য দলসমূহ
1.বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
2.বাংলাদেশ জামায়াতে ইসলামী
3.বাংলাদেশ জাতীয় পার্টি - বিজেপি
4.ইসলামী ঐক্যজোট
5.লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)
6.খেলাফত মজলিস
7.জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা
8.বাংলাদেশ কল্যাণ পার্টি
9.জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
10.বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল
11.ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি
12.বাংলাদেশ লেবার পার্টি
13.বাংলাদেশ ইসলামিক পার্টি
14.ন্যাশনাল আওয়ামী পার্টি -ন্যাপ ভাসানী
15.ডেমোক্র্যাটিক লীগ
16.পিপলস লীগ
17.জাতীয় পার্টি (কাজী জাফর)
18.বাংলাদেশের সাম্যবাদী দল।

৩। সম্মিলিত জাতীয় জোট:
নেতা- হুসেইন মুহাম্মদ এরশাদ
প্রতিষ্ঠা- মে ৭, ২০১৭
মতাদর্শঃ ইসলামী মূল্যবোধ, বাংলাদেশী জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা।
দল সমূহঃ
1.জাতীয় পার্টি (এরশাদ)
2.বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
3.বাংলাদেশ জাতীয় জোটবিএনএ - ২১টি দল
4.জাতীয় ইসলামী মহাজোট- ৩৫টি দল

৪। জাতীয় ঐক্যফ্রন্ট
নেতা- ডঃ কামাল হোসেন
প্রতিষ্ঠা- অক্টোবর ১৩, ২০১৮
সদস্য দলসমূহঃ
*.বাংলাদেশ জাতীয়তাবাদী দল
*.গণফোরাম
*.নাগরিক ঐক্য
*.জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)

৫। যুক্তফ্রন্ট
নেতা- একিউএম বদরুদ্দোজা চৌধুরী(বিকল্পধারা বাংলাদেশ)
প্রতিষ্ঠা- ২০১৭
মতাদর্শঃ বাংলাদেশী জাতীয়তাবাদ, উদারতাবাদ।

...... ..... .....

সব দল দেখা শেষ, এবার এল কংগ্রেস।
★ বাংলাদেশ কংগ্রেস
প্রেসিডেন্ট- এ্যাড. কাজী রেজাউল হোসেন
মহাসচিব- এ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম
প্রতিষ্ঠা- মার্চ ৪, ২০১৩
দলীয় শ্লোগান: "কংগ্রেসের মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি"
মতাদর্শঃ মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সততা, মানবতা, পরমত সহিষ্ণুতা, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা।


পোস্টটি লিখতে গিয়ে বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি আমার পছন্দ হয়েছে। এদের দলের একজনের নাম্বার পেয়েছি। দলের বড় কারো সাথে যোগাযোগ করতে পারলে, ওদের ভবিষ্যৎ পরিকল্পনা জেনে পরে বিস্তারিত লিখবো।
রাজনীতি প্রেমীদের কাছে প্রশ্নঃ
১. মুক্তিযুদ্ধের চেতনা আসলে কী? বলুন তো...
২. আপনার কোন দলের মতাদর্শ পছন্দ? কেন??


(দেশের রাজনৈতিক দলগুলো প্রথম কমেন্টে দেয়া হবে)
.



⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ আপাতত মন্তব্য করতে পারবেন না।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রথম কমেন্টঃ



নিবন্ধিত রাজনৈতিক দলঃ
*.বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
*.বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)
*.বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) (বড়ুয়া)
*.বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
*.বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
*.জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)
*.জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)
*.ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মোজাফফর)
*.ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ
*.বাংলাদেশ আওয়ামী লীগ
*.কৃষক শ্রমিক জনতা লীগ
*.গণফোরাম
*.গনফ্রন্ট
*.গণতন্ত্রী পার্টি
*.ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন(নিবন্ধন বাতিল)
*.প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি-পিডিপি
*.বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)
*.বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
*.জাতীয় পার্টি
*.বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
*.জাতীয় পার্টি (জেপি)
*.বাংলাদেশ জাতীয় পার্টি
*.বিকল্প ধারা বাংলাদেশ
*.লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)
*.ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)
*.জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
*.বাংলাদেশ কল্যাণ পার্টি
*.বাংলাদেশ মুসলিম লীগ
*.বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)
*.বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ)
*.বাংলাদেশ ফ্রিডম পার্টি(নিবন্ধন বাতিল)
*.বাংলাদেশ জামায়াতে ইসলামী(নিবন্ধন বাতিল)
*.ইসলামী আন্দোলন বাংলাদেশ
*.ইসলামী ঐক্যজোট
*.বাংলাদেশ খেলাফত আন্দোলন
*.বাংলাদেশ খেলাফত মজলিস
*.খেলাফত মজলিস
*.জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
*.বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
*.ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
*.বাংলাদেশ তরিকত ফেডারেশন
*.জাকের পার্টি

অনিবন্ধিত দলঃ
*.জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম
*.গণসংহ‌তি আ‌ন্দোলন ( জোনা‌য়েদ সাকী)
*.শ্রমিক কৃষক সমাজবাদী দল
*.বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)(উমর)
*.বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
*.বাংলাদেশের সাম্যবাদী দল (সাঈদ)
*.জাতীয় পার্টি (কাজী জাফর)
*.ডেমোক্রেটিক লীগ (অলি আহাদ)
*.পিপলস লীগ
*.ন্যাপ ভাসানী
*.ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি(এনডিপি)
*.বাংলাদেশ লেবার পার্টি
*.ইসলামিক পার্টি
*.কমিউনিস্ট কেন্দ্র
*.নেজামে ইসলাম পার্টি
*.বাংলাদেশ হিন্দু লীগ
*.নাগরিক ঐক্য
*.বাংলাদেশ কংগ্রেস
*.বাংলাদেশ জনকল্যাণ পার্টি(বিজেকেপি)
*.বাংলাদেশ জনতা সংঘ
*.বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
*.বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ
*.বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ
আঞ্চলিক দলঃ
*.পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(PCJSS)
*.পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এন এম লারমা)
*.ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।
[২৩:১৪, ১৪ অক্টোবর ২০১৮ তারিখে সর্বশেষ সম্পাদিত]

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীরজনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল -জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।

আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে।


৬। (১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।
(২) বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।

ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা
১২। ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য(
ক) সর্ব প্রকার সাম্প্রদায়িকতা,
(খ) রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান,
(গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার,
(ঘ) কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন,বিলোপ করা হইবে।]

সংগঠনের স্বাধীনতা
৩৮।জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠনকরিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবেঃতবে শর্ত থাকে যে, কোন ব্যক্তির উক্তরুপ সমিতি বা সংঘ গঠন করিবার কিংবা উহার সদস্য হইবার অধিকার থাকিবে না, যদি-
(ক) উহা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িকসম্প্রীতি বিনষ্ট করিবার উদ্দেশ্যে গঠিত হয়;
(খ) উহা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ, জন্মস্থান বা ভাষারক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করিবার উদ্দেশ্যে গঠিত হয়;
(গ) উহা রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গী কার্য পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়; বা
(ঘ) উহার গঠন ও উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়।]

ধর্মীয় স্বাধীনতা
৪১। (১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে;
(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকাররহিয়াছে।
(২) কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হইলে তাঁহাকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না।


::::::::::::::::::::::::::..........................::::::::::::::::::::::::::..........................
Acongressis a formal meeting of the representatives of different nations, constituent states, organization (strade unions, and political parties), or groups.
Congress - সভা, একত্রিত হওয়া, প্রতিনিধিদের আলোচনা সভা।

পরমতসহিষ্ণুতা (ইংরেজি:Toleration) হল সুচিন্তিত বিবেচনা প্রয়োগের মাধ্যমে ভিন্নমত বা ভিন্ন চিন্তাধারাকে সহনীয় পর্যায়ে স্থান দেয়া। সমাজে বিভিন্ন শ্রেণী, পেশা ও ধর্মের অনুসারী ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শনকে পরমতসহিষ্ণুতা বলে। এটি গণতন্ত্রের একটি প্রধানতম নিয়ামক। এ বিষয়ে দার্শনিক ভলতেয়ার বলেন,
'আমি তোমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু তোমার মত প্রকাশ করতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি'।

ইসলাম ধর্মে আল্লহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল আল-হালিম যার অর্থ হল সহিষ্ণু। এছাড়াও ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কুরআনের সূরা বাকারার ২৫৬তম আয়াতে পরমতসহিষ্ণুতাকে নির্দেশ করে বলা হয়েছে,"ধর্মের ব্যপারে কোন জোরজবরদস্তি নেই।"এছাড়া বৌদ্ধধর্ম তথা হিন্দুধর্মেও পরমতসহিষ্ণুতা একটি অন্যতম প্রধান মূলনীতি, যার মূলবাক্য হল, "অহিংসা পরম ধর্ম"।


দীর্ঘদিন থেকে এই দেশের সমাজকে বোঝার চেষ্টা করতে গিয়ে দেখেছি, আমাদের সমাজে সমস্যার মূলে যাবার চেষ্টা করা হয় না। সমস্যার মূল কারণ খুঁজে বের করে সেটাকে সমাধানের চেষ্টাও তাই অনুপস্থিত। স্বাভাবিকভাবেই সমস্যা থেকে যায় সমস্যার যায়গায়, সমাধান হয় না। অবশ্য মাঝে মাঝে কোন ঘটনা আমাদের কাঁপিয়ে দিলে শুধু সেটা নিয়ে খন্ডিতভাবে আমরা চ্যাঁচামেচি করে থাকি। এটাই মোটাদাগে আমাদের চরিত্র। হতাশ।।

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


ভালো তথ্য

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।

সামনের মাসে কয়েকটি দলকে নিবন্ধন দেবার কথা। সন্ন্যাসীর সংখ্যা আরো কিছু বাড়বে...:P

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাইতে দেখি ঋণ করেই চলে
কেউ দেনা শোধ করার চিন্তাও করেনা।
গাজিসাব দিখে পজেটিভ হয়েছে অনেক !
অন্তর্নিহিত কারণ জানেন কিছু ?

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নেতারা দেনা করে পকেট ভরে আর জনগণকে সেটা শোধ করতে হয়।

গাজী ভায়ার ব্যাপারটা আমিও দেখেছি, খুশিও হয়েছি। তবে ভেতরের কারণটা জানি না।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

আরোগ্য বলেছেন: যে দলই আসুক একটা জিনিস ফ্রি দেশ তা হল অশান্তি।

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তা ঠিক।

তবে ধীরে ধীরে তরুণরা সচেতন হচ্ছে। অনিয়ম দেখতে দেখতে জনগনের ভেতর প্রেসার সৃষ্টি হচ্ছে, বিস্ফোরণ একদিন হবেই।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

আরোগ্য বলেছেন: নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় যেভাবে স্কুলের বাচ্চা পোলাপানদের নির্যাতন করলো এরপরে অভিভাবকরাও ভয় পেয়ে গেছে। এখনতো একমাত্র আল্লাহ ভরসা, কোন মাসিহা আসতে হবে।

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হবে হবে। আমি জানি, একসময় সুদিন আসবেই।

রাত যত বাড়ে, প্রভাত তত নিকটে আসে।

জয় বাংলা।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
জানলাম।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভালো থাকুন

৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

ঢাবিয়ান বলেছেন: একটা জোক পরেছিলাম বহু আগে। পৃথীবি থেকে চারজন ব্যক্তিকে চাঁদে নিয়ে যাওয়া হল বসতি গড়তে। এই চারজন সেখানে গিয়ে লি করতে পারে? আর বাদবাকি দেশ থেকে যাওয়া লোকেরা যাই করুক না কেন , এই চারজন লোক যদি বাংলাদেশ থেকে যায় তবে তারা চারটি রাজনৈতিক দল গড়বে।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জোক হলেও কথা সত্য।

বর্তমান রাজনীতিবিদরা সুবিধাবাদী।

মন্তব্যে ধন্যবাদ।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



অনেক দলের রেজিষ্ট্রশন বাতিল করার দরকার।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমিও সেটা চাই।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মহাজোটের রাজনৈতিক অবস্থান ডানপন্থী না হয়ে মধ্যপন্থী হবে। কারণ, ১৪ দলে আওয়ামী লীগ সহ সবাই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে...

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ। ডানপন্থী কথাটা উইকি থেকে কপি করেছিলাম। তবে সন্দেহ ছিল, আপনার ভেটোতে এডিট করে দিলাম।

হাসিনা আপা আরো কয়েকটি ডান ও বাম দলের সাথে জোট করবে।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমি ভাই এখানে আলোচিত কোন দলকেই সমর্থন করি না! কারণ, কেউই প্রকৃত রাজনীতি করছে না, সবাই শুধু নিজ স্বার্থের পেছনে অপরাজনীরি করছে।
আর আপনার পোস্ট মনে হয় আরেকটু আপডেট করন লাগবো ;)


শিরোনামের কাওয়া কোথাও পেলাম না; পেলাম কবুতর? :(

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ। আমারও সেই রকম মনে হয়।

পোস্ট মনে হয় আরেকটু আপডেট করন লাগবো;) শিরোনামের কাওয়া কোথাও পেলাম না; পেলাম কবুতর?:(
কবুতরের জন্য যুদ্ধ হল, কিন্তু পেলাম একদল কাক। বুঝুন কী অবস্থা!! (শহরের কাক তো তাও ভালো, ময়লা সাফ করে।)

১১| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
শহরের কাক তো তাও ভালো, ময়লা সাফ করে।

পরিস্কার পরিচ্ছন্নতা কর্মী যদি এমনটা শুনে তবে আর কাকদের নিস্তার নেই ;)

২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই কাক সম্প্রদায়কে তাড়ানোর দায়িত্বটা জনগনকেই নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.