নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

১৪। ৩ নভেম্বর, বাংলার ইতিহাসের কলঙ্কময় দিন।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭


আজ জেল হত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে বেদনাময়, লজ্জাজনক ও কলঙ্কিত দিন। বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী মহান মুক্তিযুদ্ধের চার সিপাহসালার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চারনেতা: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম(আবুল হাসনাত মোহাম্মদ) কামারুজ্জামান কে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। শুধু তাই নয়, অপরাধীরা যাতে আইনের আওতায় না আসে সেই জন্য কাল আইন(ইনডেমনিটি অ্যাক্ট) করা হয়, পঞ্চম সংশোধনীতে তা পাশও হয়।

এদেশের ইতিহাস পড়তে গিয়ে আমি হতাশ হয়ে পড়ি। জাতীর সূর্যসন্তানদের আমরা নির্মমভাবে খুন করি, বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারি! এ অভিশাপ থেকে জাতী কি আদৌ কখনো মুক্ত হবে??

আইন ও সংবিধানের কিছু ফাঁক-ফোকর:
৩ নভেম্বরের ঘটনা যে শুধুমাত্র একটা দিনেই সীমাবদ্ধ নয়, সেটা বলাই বাহুল্য। ১৫আগষ্ট যে কলঙ্কের সূচনা হয়েছে, তা হয়তো এখনো চলছে। সেটা হয়তো অন্য কোন আঙ্গিকে, কিন্তু চলছে..
১) প্রসঙ্গঃ রাষ্ট্রপতিঃ .
আমাদের আইন ব্যবস্থা অপরাধীকে ক্ষমা করার জন্য রাষ্ট্রপতিকে সুপ্রিম পাওয়ার দিয়েছে। ৭৫ এর ৩নভেম্বর প্রেসিডেন্ট মোশতাক(পড়ুন ২য় মিরজাফর) সেটাকে ব্যবহার করলেন তার পথের কাঁটা সরানোর জন্য। (রাষ্ট্রপতির ফোন পাবার পর, জেলের আইজি(প্রিজন) নুরুজ্জামান, ডিআইজি বিংবা জেলারের কিছু করার ছিল না।)
★ বর্তমানে কি হচ্ছে, রাষ্ট্রপতিরা তাদের ক্ষমতার সদ্বব্যবহার করে দন্ডপ্রাপ্ত খুনি, দাগী আসামীদের বেকসুর খালাস দিচ্ছেন(সব সরকারের আমলেই)। ক্রাইমের মোটিভেশন না জেনে পছন্দমত আসামীকে মুক্ত করাটাও একটা ক্রাইম(ও ব্যাটা ছাড়া পেয়ে আরো বড় অপরাধ করবে।)

২. প্রসঙ্গঃ সংবিধানঃ
সংবিধান নিয়ে যারা নাড়াচাড়া করেছেন তারা নিশ্চই জানেন, নিজেদের স্বার্থসিদ্ধি করতে/তাদের আকামকে বৈধতা দিতে আমাদের রাজনৈতিক দলগুলো সংবিধানকে কতটা অপবিত্র করেছে। ১৯৭৫সালের ১৫আগষ্টের হত্যাকান্ড, ৩ নভেম্বরের নির্মম হত্যা, জাসদ ও সেনাবাহিনী হাজার হাজার লোকের হত্যা, পঞ্চম সংশোধনীতে সব জায়েজ করা হল!!!
★ উল্লেখ্য, সংবিধান সংশোধন করা সংবিধানেরই একটা অংশ(১৪২অনুচ্ছেদে এ নিয়ম আছে)। মানে, কোন প্রয়োজন হলে সাংবিধানিকভাবেই সেটা সংশোধন করা যাবে(দুই-তৃতীয়াংশ ভোটে)। রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধার্থে এসবে অপব্যবহার করেছে এবং করছে। এবারের নির্বাচন নিয়ে দু-পক্ষের মধ্যে টেক্কা-তুরুপের একটা চাল দেয়া যায়। সাংবিধানিক ভাবেই।

৩. প্রসঙ্গঃ রাজনীতি
কথায় বলে ক্ষমতা ও রাজনীতিতে নীতি বলে কিছু নেই। আমাদের দেশের জন্য কথাটা আরো সত্য। ৭৫সালে মোশতাক সরকারে জামাত-বিম্পির কেউ ছিল না। ওরা কিন্তু বঙ্গবন্ধুর কাছের মানুষ, লীগেরই সুবিধাবাদী গিরগিটি।
৭৫এর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যারা পল্টিবাজী করতে পারবে তাদের জন্যই পলিটিক্স। চার নেতা যদি মোশতাকের সাথে হাত মেলাতো, এভাবে চলে যেতে হত ো না। খালেদ মোশাররফ যদি মেজর জিয়াকে বন্দি না রেখে হত্যা করতো, ৭ নভেম্বর আসতো না, তাকে ওভাবে মরতেও হত না। মেজর জিয়া যদি জাসদ/সেনা সদস্যদের ফাঁসিতে না ঝোলাতো ৮১পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতো না।

বর্তমানেও দমন-পীড়নের ধারাটা অব্যাহত আছে। হয়তো থাকবেও। জনগন যদি ঠিকমত গনতন্ত্র না বোঝে, রাজনীতিবিদরা যদি সুস্থ রাজনীতির চর্চা না করে, নেতারা যদি সৎ না হয়ে সুবিধাবাদী হয়, দলের চেয়ে দেশকে প্রাধান্য দিতে না পারে; তবে এখান থেকে ভালো কিছু আশা করাটা "অরণ্যে রোদন"।


পুনশ্চঃ
আজকের পোস্ট দিতে গিয়ে পুরাতন অনেক লেখা পড়লাম। তাই ঘটনার বর্ণনা আর দিলাম না(আগ্রহীরা নীচের লিংক থেকে দেখুন)
১। ফিরে দেখা: নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
২। রক্তাক্ত কারাগার, ৩ নভেম্বর'৭৫ - রাজনীতি বিশ্লেষণ
৩। জেল হত্যা দিবস: মুক্তিযুদ্ধের চার নাবিকের প্রতি আমাদের শ্রদ্ধা । - এস্কিমো
৪। জেল হত্যা দিবসে বাংলাদেশের জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি - নূর মোহাম্মদ নূরু।
ঘটনার ধারাবাহিকতায় আরো কিছু লিংকঃ
৫। শোকাবহ জেল হত্যা দিবস আজ. জাতীয়. The Daily Ittefaq
৬।। যা ঘটেছিল ১৯৭৫ সালের ৭ নভেম্বর - ভণ্ড সাধক

.

⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ পোস্টটিতে আপাতত মন্তব্য করতে পারবেন না।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

রাকু হাসান বলেছেন:



বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার আরেকটি দিন :( । মর্মান্তিক এই দিনকে ভুলবে না বাঙালী । পাঠক লিখছে ,তা দেখে খুব ভালো লাগছে । ;)

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জাতীর সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলী। আমরা তোমাদের ভুলবো না....



১৫-১৬টা পোস্ট পড়লাম, সেসবে অনেক তথ্য ছিল। তবে বিশ্লেষণমূলক কিছু বিষয় আসে নি। আগামীকাল সিস্টেমের কিছু ফাঁকফোকর নিয়ে লেখার ইচ্ছে আছে।

শুভরাত্রি

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: আর কেউ স্মরণ রাখুক বা না রাখুক ইতিহাস এদের কখনো ভুলবে না।
এই চার নেতার প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ২:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হ্যাঁ। আমরা তাদের মনে না রাখলেও ইতিহাস তাদের ধারণ করবে।

জাতীর বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলী।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৫১

আরোগ্য বলেছেন: চার নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ২:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত ছিলো, এবারের সংলাপটা নভেম্বরের ৩ তারিখে ডাকা; বিএনপি'র মিলিটারীর দাসদের সামনে তাজুদ্দিনের সাহেবের নামে সংলাপ শুরু করার দরকার ছিলো।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ২:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শেখ হাসিনাও সুস্থ রাজনীতি করছেন না। উনার দলেও মোশতাক টাইপের গিরগিটি আছে। মোশতাকদের ভীড়ে উনি যেন তাজউদ্দিনদের ভুলে না যান।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জেল খানায় গিয়ে হত্যা করাটা কোন ভাবেই মানা যায় না। অবশ্যই কলংকের দিন...

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত।

পুলিশের হেফাজতে থাকা ব্যক্তির এভাবে মৃত্যু কখনোই কাম্য নয়।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

রাজীব নুর বলেছেন: নেতাদের এভাবে হত্যা করে খুব জঘন্য কাজ করেছে।

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেই অভিসাপেই তো দেশের এই হাল।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ব্যাপক পড়াশোনা ময় পোস্ট। সময় পেলে আবার পড়াশোনা করে কমেন্ট করব। টা টা ......

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বীরদের প্রতি শ্রদ্ধা।

ভালো থাকুন।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

কলাবাগান১ বলেছেন: বাংগালীর মত এমন অকৃতজ্ঞ জাতি পৃথিবীতে আর আছে কিনা জানি না....যেই চার জন লোক জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা কে এনে দিল ...তিন বছরের মাথায় তাদের কারাগার এর অন্ধ প্রকোস্টে নিক্ষেপ করেও ক্ষান্ত হয় নাই...গুলি তে জাজরা করে দিয়ে উল্লাস করে আর জামাতি রাজাকার এর দোসর রা এর যাতে বিচার না হয় ...তার জন্য আইন পাশ করে আর হত্যাকারীদের বিভিন্ন হাইকমিশনে লোভনীয় চাকরী দিয়ে পাঠিয়ে দেয়.....

আর করবেই না কেন ???? স্বাধীনতার জনক কে খুন করেও হত্যার পিয়াস মিটে নাই ...তার ছয় সাত বছরের সন্তান থেকে আরম্ভ করে নব পরীনতা বাড়ীবউ দের সহ বংশের সবাইকে হত্যা করে

আর আমরা বাংগালী রা কি করি....স্বাধীনতা র সুফল উছিলায় লাল সবুজের পাসপোর্ট নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই আর ১৫ই আগস্টে ৬০ কেজির কেক কেটে উল্লাস করি......ও ১৯৭৫ এর ১৫ই আগস্টে যে মিস্টি খেয়েছি তার স্বাদ আজো জিবে লেগে আছে ......অনেকদিন হয়ে গেছে ঘাপটি মেরে পড়ে আছি ....আরেক টা হত্যা করে মিস্টি বিতরনের আশায় ......২১শে আগস্টে মিস হয়ে গেছে...

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: স্বাধীনতা পরবর্তি ইতিহাস শুধুই হতাশার, লজ্জার। ইতিহাস থেকে শিক্ষা নিতে না পারলে জাতী আগাবে কীভাবে?

গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ঠ্য স্বচ্ছতা ও জবাবদিহি। রাজনৈতিক দলের ভেতরই যদি স্বচ্ছতা না থাকে, তাহলে জনগনের শাসন বা সুশাসন আশা করা দূরাশা।


এভাবে চলতে থাকলে দিনশেষে অতিকায় হস্তি(বঙ্গবন্ধু, চার নেতা...) লোপ পাইবে, শুধু তেলাপোকারা টিকায়া থাকিবে।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

নজসু বলেছেন: ইতিহাস কথা বলে....

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বহুদূর পথ হেঁটেছি আমি
পাইনি কো তাঁর দেখা,
পার হয়েছে কতটা প্রহর
হয়নি কো তাহা লেখা।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: লেখাটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। সাথে ভালো লাগা জানিয়ে গেলাম। B-)

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাব্বা!

প্রতিদিন পোপিক চেন্জ!!!!

১১| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: একখানা পোস্ট দিয়েছি B-))

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনারা কী পাঠককে একটু শান্তিতেও থাকতে দিবেন না!!!:P

১২| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পাঠকের কর্মইতো পাঠ করা B-))

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অফলাইনে আপনার রিভিউ পড়েছি। ভালো হয়েছে, লাইক দিয়েছি।

সম্ভব হলে বইগুলোর ডাউনলোড লিংক দেবেন, তাতে পোস্টের ভারত্ব বাড়ে।

ভালো থাকুন।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সম্ভব হলে বইগুলোর ডাউনলোড লিংক দেবেন, তাতে পোস্টের ভারত্ব বাড়ে।
দিতে তো পারি কিন্ত সময় হয় না।
আর আমি চাই সবাই কাগজের বই বেশি বেশি পড়ুক :)

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হার্ডকপি পড়া সবচেয়ে ভালো।

ধন্যবাদ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনেরে কি সীমান্তে পোষ্টিং দিসে?? কই থাকেন X(( আমাদের ছাড়াই সবাই কত কিছু করে ফেলো

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এয়ারপোর্টের ঘটনা সত্য, তবে আমি কোন জব করি না ভাই। নির্বাচনসহ কিছু কাজ নিয়ে একটু ব্যস্ত।


আমাদের ছাড়াই সবাই কত কিছু করে ফেললো
কে কী করলো?

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার উপাস্থপনা!
মুগ্ধ হলাম।
শুভ কামনা রইলো।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ নূরু ভাই,

ভালো থাকবেন।※※

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.