নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

১৮-১৯। রাফ খাতা

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

দুপেয়ে জীব। মনুষত্বের সংজ্ঞায় এখনো প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি নি। চারপাশের অসঙ্গতি দেখলে মনে নানা প্রশ্ন জাগে, ভাবনার উদয় হয়। সেইভাবনাগুলোকে সাজিয়ে রাখতেই লেখালেখির সূত্রপাত। লেখক হব, নামডাক হবে, এমন চিন্তা কখনোই করি না। আমি বরাবরই উড়নচন্ডি
https://m.youtube.com/watch?v=rdZmrrB_Qv4
https://m.youtube.com/watch?v=KQaco2TO8Qw
https://m.youtube.com/watch?v=FXjnkC5tTAM১০-০৩-১৯

পাঠক হয়েই আছি। ব্লগে আসি, লেখা পড়ি কিন্তু প্রতিক্রিয়া জানাই না। ক্ষোভে, দুঃখে, লজ্জায়, অভিমানে...
আগের মত প্রতিদিন আর লগইন করি না, তাইব্লগারের তালিকায় থাকি না। তবে ভিজিটর লিস্টে প্রায়ই থাকি, লেখা পড়ি। নিরবে, নিভৃতে....


২৫/০৫/১৯
আমাদের এমন নেতৃত্ব বেছে নিতে হবে,
যারা শুধু সংখ্যাগরিষ্ট মানুষের স্বার্থ নিয়ে কথা বলে না, বরং সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব করে,
যারা বিশেষ মতাদর্শের প্রতি পক্ষাপাতিত্ব না করে বরং সকল মত প্রকাশের সমান সুযোগ তৈরি করে,
যারা সংখ্যাগরিষ্টদের সন্তুষ্ট করতে সংখ্যায় অল্প জনসংখ্যাকে একেবারে প্রান্তিক পর্যায়ে ঠেলে দেয় না,
যারা মানুষের মতপ্রকাশ ও লৈঙ্গিক স্বাধীনতায় বিশ্বাস করে, যারা নারীদের সম্মান করে।

যারা মানুষের মাঝে বিভেদের বিষবাষ্প ছড়িয়ে দেয়, ধর্মের নামে বা বিত্তের গরিমায়, যারা বিভিন্ন মতাদর্শের সমালোচনার গণতান্ত্রিক অধিকার স্বীকার করে না, যারা রাষ্ট্র পরিচালনায় ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস না করার মত হঠকারিতা দেখায়, তাদের সমর্থন না করার জন্য অনুরোধ রইলো...(হিমনের পেজ থেকে)



;)
https://s3.amazonaws.com/somewherein/assets/authors/numondal-1563984267-28107723.jpg
https://s3.amazonaws.com/somewherein/assets/authors/numondal-1548262923-IMG_20190123_225619.jpg
https://s3.amazonaws.com/somewherein/assets/authors/numondal114-1520714969-Photo_449_mondal.png
https://www.somewhereinblog.net/blog/opuroni/29918587|অ-সিরিয়াস পোস্টঃ দেখেন নিন আপনি সামুতে কার কার সাথে ব্লগিং করছেন !! - অপু তানভীর এর বাংলা ব্লগ । bangla blog | সামহোয়্যার ইন ব্লগ - বাঁধ ভাঙ্গার আওয়াজ

https://www.somewhereinblog.net/blog/ibalibari/29972048|ছদ্ম নামে নয় যারা - ইমতিয়াজ ১৩ এর বাংলা ব্লগ । bangla blog | সামহোয়্যার ইন ব্লগ - বাঁধ ভাঙ্গার আওয়াজ

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:


হারিয়ে যাওয়া আমাকে খুঁজি



জানি না জানি না কেন এমনও হয়, আমি আর নেই সেই আমি..

দুপেয়ে জীব। মনুষত্বের সংজ্ঞায় এখনো প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি নি। চারপাশের অসঙ্গতি দেখলে মনে নানা প্রশ্ন জাগে, ভাবনার উদয় হয়। সেই ভাবনাগুলোকে সাজিয়ে রাখতেই লেখালেখির সূত্রপাত। লেখক হব, নামডাক হবে, এমন চিন্তা কখনোই করি না। আমি বরাবরই উড়নচন্ডি।©




Haaye o meri jaan na ho pareshan
Bina tere mera sarna nahi
Ve mahiya teri khair
Hove charo pehar
Shallah hor kuj mangda nahi

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মামা একটা পঁচা, আজকের রাতটা শুধু আমার।


ঈদের ছুটিতে গ্রামে এসেছি। কাজ কাম নেই, ঘুরে বেড়াচ্ছি। নদী পার হয়ে সোজাসুজি যে সড়কটা চলে গেছে, সেখানে পূর্ব মুখ হয়ে হাঁটা শুরু করেছি।দরাস্তা-ভাঙা, সরকার। খরগোশ। চাচা- ব্যাটা চল ঘুরে আসি। পুকুর পাড়ে বরই গাছ। সবাই খাচ্ছে। সোহেল খেতে এসেছে। বিকেলে লোকাল ট্রেনে প্র্যাকটিস হচ্ছে। সব বড়মডি ফাঁকা, ব্রেক ঠিকমত কাজ বরছে না। ভাবলাম একটু উঠে দেখি, উঠেই দুই খালাতো ভাইয়ের সাথে দেখা। বললো তোরা তে শিক্ষিত মানুষ ট্রেন মেন নিয়ে কিছু লিখ। টেকনিশিয়ান ট্রেনে করেছে, সে লিখবে। গেলাম কলেজে। সব টিকটক করতে ব্যস্ত। অভিযোগের ছড়াছড়ি স্যার নাকি ঠিকমত পড়াতে পপারে ননা। আসাদ ভাই। কলেজ মিঠু পায়েল।
পাশেই চালের আড়ৎ বান্ধবীর ভাইয়ের সাথে দেখা। ধান মাড়াই করেছে, তারপরও খড়ে অনেক ধান। স্বর্ণা-৫। জিরা, আঠাশ।

হঠ্যাৎ ভাগ্নের কথা মনে হল। ও তো পড়তে এসেছে, দেখে আসি। দুজন এসেছে। ম্যাডাম ক্লাস নিচ্ছে। কি একটা পড়াচ্ছিল, ও ঠিকমত বুঝছিল না। আমি বুঝাচ্ছিলাম। কি করতে রাত হয়ে গেল, ভূত। ফার্ম, রাতজেগে। বার্গার, রোল, কাবাব, পিঁয়াজু বানাচ্ছে,
চাচা, সকাল হতে দেরী নাই।
ফিরে এসে ফাগ্নেকে প্রশ্ন করলাম ঘুম হয়েছে। না। পুরি বার্গার কিনে নিয়ে যাই। না।
ওর চোখে ঘুম। বলল "মামা একটা পঁচা, আজকের রাতটা শুধু আমার। আজ আমি ঞুমাবো"
মনটা খারাপ হয়ে গেল। একটা বাচ্চার মুখে এত গম্ভীর কথা! ভূলটা আমি করলাম কোথায়?

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: Share"ক্ষুধা লইয়া যাহারা রাজনীতি করেন, তাহারা ক্ষুধার্ত হইতে চাহেন না। ক্ষুধার্তের মত পরিশ্রমও করিতে চাহেন না। ইহাই পরিহাস।"-মাওলানা ভাসানী

" সন্তানের মৃত্যুতে মাতাকে কাঁদিতে না দিলে সে বেদনা যেমন মায়ের মনে নিদারুন প্রতিক্রিয়ার সৃষ্টি করে, কোন জাতির স্বাভাবিক মনোভাবকে তেমনি শক্তির জোরে দাবাইয়া রাখিবার চেষ্টা করিলে তাহা না মরিয়া মনে আগ্নেয়গিরিরই সৃষ্টি করে । সে আগুন কোনদিন নিভে না । বরং শুধু বৃদ্ধিই পায় । পৃথিবীর কোন শক্তিই তাহাকে নিভাইতে পারে নাই । একদিন না একদিন তাহা প্রকাশ পাইয়াছে এবং পাইবেও । ইতিহাস মানুষের মনের সেই অগ্নিমূর্তিকে আখ্যা দিয়াছে বিপ্লব । "- মাওলানা ভাসানী

" ইসলামী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হইতেছে সুন্দর অর্থাৎ সংস্কৃতিবান মানুষ সৃষ্টি করা । আচারে, ব্যবহারে, শিক্ষায়, দীক্ষায় এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ব্যক্তি কলুষতা ও কুসংস্কার পরিহার করিয়া চলে সেই হইল সুন্দর মানুষ । "- মাওলানা ভাসানী

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নির্বাচন
https://s3.amazonaws.com/somewherein/pictures/rubaiya14/rubaiya14-1544383115-50573e3_xlarge.jpg

রাজনীতি,
https://s3.amazonaws.com/somewherein/pictures/jatri/jatri-1545149085-9a462c5_xlarge.jpg

সংসদ Click This Link
http://s3.amazonaws.com/somewherein/pictures/DrissomanShopno/DrissomanShopno-1450160101-48fa8f3_xlarge.jpg সামু

https://s3.amazonaws.com/somewherein/assets/images/miltoncis_1220685171_1-lion-and-the-lamb-1.jpg সিংহ

৫| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাইনাস
http://s3.amazonaws.com/somewherein/pictures/claydoll/claydoll-1467366302-e69acc2_xlarge.jpg

লাইক দিতে কষ্ট হয় Click This Link

লাইক Click This Link

ইমরান। Click This Link
মেজাজ হট। Click This Link

বলগ Click This Link

৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১০:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: Click This Link ফটো/কার্টুন ...

ভেংচি Click This Link

গাছে চড়া ছাগল Click This Link

গাছেচড়া ঝাগল Click This Link

http://s3.amazonaws.com/somewherein/pictures/Tarzan00007/Tarzan00007-1500696259-363d4c4_xlarge.jpgছাগলেরচশমা ও আমাদের বুদ্ধুজীবীগণ ...


[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/gazirbap3/gazirbap3-1451202131-c83e48f_xlarge.jpg কাঁাঠালপাতা

৭| ১০ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: [img|https://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1552155934-ed3c627_xlarge.jpg চুপ বেয়াদ
[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1552155968-d53c8f5_xlarge.jpgফাঁকিবাজ
[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1552156013-554a10a_xlarge.jpgধনী


ব্লগিং করে সমাজ পরিবর্তনের ফ্যান্টাসি আর নাই

বিব্রত নাগরিক, লজ্জিত ব্লগার


আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। বাক স্বাধীনতা মানেই যা ইচ্ছা তা-ই বলা নয়। বাক স্বাধীনতা মানে মিথ্যাচার নয়। বাক স্বাধীনতা মানে নিঃসঙ্কোচে সত্য বলার অধিকার।

ব্লগিং করে সমাজ পরিবর্তনের ফ্যান্টাসি আর নাই

পলিটিশিয়ানরা যেভাবে চলছে সেভাবেই চলবে, আমরা লেখালেখি করে তাদের বদলাতে পারবো না।

কমেন্ট গাজী
http://s3.amazonaws.com/somewherein/pictures/thakurpo/thakurpo-1532112462-207b38c_xlarge.jpg

ব্লগ
http://s3.amazonaws.com/somewherein/pictures/rasi007/rasi007-1467035667-dd819f2_xlarge.jpg


অসহ্য
http://s3.amazonaws.com/somewherein/pictures/himaloyhitler/08-2014/himaloyhitler_102730406253e88b452082e7.30043546_xlarge.jpg

“অন্ধকারের ওপর লাঠিপেটা করে লাভ নেই, আলোক জ্বালিলেই অন্ধকার দূরীভূত হইবে।” তবে আর কি? Let There Be Light!

১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অনলাইনে আছেন২৬জন ব্লগার১২৫৪জন ভিজিটর১১২১জন মোবাইল থেকে

জেনারেল Click This Link
জীবন চক্র Click This Link
টািপ
চুপ Click This Link
https://www.somewhereinblog.net/blog/JONOTA_123007/30228593
https://www.shobdonir.com/al-mamun-khan/131603
https://www.somewhereinblog.net/blog/ozut/29417349
https://www.somewhereinblog.net/blog/saimahq/29730646

"নিশ্চয় যেখানে অন্যায় হবে সেখানে দমন করবা কিন্তু নিরাপরাধ লোকের উপর যেন অন্যায় না হয় সেদিকে খেয়াল রেখো।"

৮| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছয় বছর পূর্তির পোস্টঃ নস্টালজিকের লেখা, নস্টালজিকের গান(Click This Link)
আমার লেখা প্রিয় ১২ গান -(Click This Link)

নিজের ভেতর মাল্টি পারসোনালিটি ক্রিয়েট করবেন।তারপর এক সত্বাকে আরেক সত্বার শত্রু বানিয়ে ফেলবেন।;)
বোকা পুরুষ বলেছেন:এ দেশ থেকে ছাত্র রাজনিতী বিলীন না হলে দেশ শুধু ধ্বংসের পথেই হাটবে। ১৯৭১ এর পর ছাত্র রাজনৈতিকদল গুলোর ধ্বংসাত্মক কর্মকান্ড ছাড়া, উল্লেখযোগ্য ভাল কোন কর্মসুচির কথা কেউ বলতে পারবেন? সেটা ছাত্রদল, ছাত্রলীগ বা শিবির যেই হউক না কেন।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্ডন। Click This Link
টাডাসি Click This Link
https://www.somewhereinblog.net/blog/sayemmoon007happy/29619581এসো বুনো ফুল চিনি - সায়েম মুন

https://www.shobdonir.com/nijumondal

৯| ১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: http://shangetangon.com/?p=3391
ভূপেন দা/নূপুর মৃদুলা/ টাইগার পাস /সার্কাসের মহিষ

৪.০০ স্কেলে-প্রথম বিভাগঃ ৩.০০ বা তার উপরে।২য় বিভাগঃ ২.২৫ বা তার উপরে এবং ৩.০০ এর নিচে।৩য় বিভাগঃ ১.৬৫ বা তার উপরে এবং ২.২৫ এর নিচে।
০৪ মার্চ ২০১০ প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়।২ জুন শিক্ষা মন্ত্রণালয় বিভাগ ও গ্রেডিংয়ের মধ্যে যে সমতা এনেছিল, তা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী:প্রথম বিভাগ= জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব;দ্বিতীয় বিভাগ= জিপিএ ২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম;তৃতীয় বিভাগ= জিপিএ ১.০০ বা তদূর্ধ্ব কিন্তু ২.০০ এর কম।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: [img|https://s3.amazonaws.com/somewherein/pictures/SHOMMRAT/SHOMMRAT-1473135555-e35e0db_xlarge.jpg

[https://s3.amazonaws.com/somewherein/pictures/hasanzakir7171/hasanzakir7171-1537347817-a7752fe_xlarge.jpg

অনুচ্ছেদ ১২: ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা(Secularism and freedom of religion)

ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য
(ক) সর্ব প্রকার সাম্প্রদায়িকতা,
(খ) রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান,
(গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার,
(ঘ) কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন, বিলোপ করা হইবে।

ব্যাখ্যা ও বিশ্লেষণ :
এই অনুচ্ছেদের মূল বিষয় ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝানো হয়েছে তা বোঝার জন্য অনুচ্ছেদ অনুচ্ছেদ ১২ ও ৪১ একত্রে মিলিয়ে পড়বেন। উল্লেখ্য, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতা ব্যক্তি পর্যায়ে মানার দরকার নাই। এটা রাষ্ট্রের মূলনীতি । ব্যক্তি ধার্মিক হবে, রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ। তার মানে হল রাষ্ট্র সকল ধর্ম এবং সম্প্রদায়কে সহাবস্থান করার নিশ্চয়তা দেবে।


আমাদের মুসলিমরা যত না ধর্মপ্রেমী তার চেয়ে বেশী হুজুগে। প্রতিবাদের নামে সহিংস কাজের জন্য এদেরকে ধরে ঠ্যাঙানো দরকার।

@পুলিশের ভাস্য অনুযায়ি ঐ ছেলে যখন থানায় সাধারন ডায়েরি করার জন্য অবস্হান করেন ঐ মুহুর্তে তার কাছে মোটা অংকের চাঁদার দাবী করে ফোন করা হয়।
.. এখানে কিছু ঘাপলা আছে। চাঁদার টাকা এক জায়গায় পড়লাম ৫০০(মাত্র পাঁচশ) আরেক জায়গায় দেখলাম ২০০০! আবার হ্যাকারদের ধরা নিয়েও নানা কথা।
তবে কথা যাই হোক দোষীদের বিচার চাই। আর শাস্তিও কঠোর হতে হবে। রাষ্ট্রের অবহেলার জন্য রামু, নাসিরনগর, রংপুরের ঘটনার ঠিকমত বিচার হয়নি। এসব হলে ভোলার এমন ঘটনা নাও ঘটতে পারতো।

অতীত বা বর্তমান অন লাইনে কিছু মানুষ আস্তিক নাস্তিক ইস্যু নিয়ে বেজায় ঝগড়া করছে ভাব খানা যেন এমন পরস্পর পরস্পরকে বিশ্বাসীরা সব গাধা আরঅবিশ্বাসীরা সব ইবলিশ প্রমান করতে পারলেই মোক্ষ লাভ। যে নিজেকে আস্তিক দাবী করছে কোন যুক্তির ধার না ধরে পবিত্র কোরানের বা বাইবেলেরইচ্ছামত ব্যাখ্যা দিয়ে নাস্তিক কে জ্ঞান দেয়ার মাঝে নিজে অনেক পূন্য অর্জন করে। আর যারা নিজেদের নাস্তিক দাবী করে তারা তো কোটি কোটি বিশ্বাসীর সৃষ্টিকর্তা বা নবী রাসুল দের অপমান গালাগালি করে নিজেকে বিশ্বাসদের ওপরে স্থান অর্জন করাতে পেরে বিশাল আত্ম তৃপ্তি লাভ করে।

- শের শায়েরী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.