নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

২০। সুবিধাবাদীদের সেকাল-একাল।

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

১৭৫৭ সালে মীরজাফরঃ
"মীরজাফর" শব্দটা এখন শুধু একটা নাম নয়, গালিও বটে। আচ্ছা? পলাশীর যুদ্ধে অনেকেই তো খলনায়কের ভূমিকায় ছিল/ইংরেজদের সাথে হাত মিলিয়ে ছিল। তাহলে সবাইকে ছাড়িয়ে "মীরজাফর" নামটাই কেন সবচেয়ে বেশী ঘৃণার পাত্র হয়ে ওঠে? ভেবেছেন কখনো?
আমার মতটা সংক্ষেপে বলিঃ সেদিন অনেকে শত্রুতা করলেও ২৩শে জুনে মীরজাফর বসে না থেকে যদি নবাবের পক্ষে লড়তো, ইংরেজরা বাংলা দখল করতে পারতো না। ছিয়াত্তরের মন্বন্তরে (বাংলা ১১৭৬/ইং 1770 সাল) এক তৃতীয়াংশ মানুষও মরতো না।
মিরজাফরের "মীরজাফর" হবার কারণঃ
যুদ্ধ না করে হাজার হাজার সৈন্য নিয়ে বসে ছিলেন। (মানে দায়িত্বে অবহেলা।)
আচ্ছা? সেদিন তিনি সেনাপতির দায়িত্বটা কেন পালন করলেন না? নবাবের আদেশ কেন মানলেন না?
- নবাবের উপর ব্যক্তিগত ক্ষোভ, নিজেই নবাব হবার লোভ। (মানে দেশের স্বার্থ ও স্বাধীনতার চেয়ে নিজের স্বার্থকে তিনি বড় করে দেখছিলেন।)


১৯৭১ সালে রাজাকারঃ
৫৭'র মীরজাফর যুদ্ধ না করে চুপচাপ বসে ছিল, কিন্তু ৭১ এর মীরজাফররা পাকিদের হয়ে দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৩০লক্ষ মানুষকে হত্যার কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করেছে। এরা আজ "রাজাকার" নামে পরিচিত। এই শব্দটাও একটা গালি।
রাজাকারদের অপরাধঃ
১. পাকিদের অন্যায় কাজকে(হত্যা, ধর্ষন, অগ্নিসংযোগ, নির্যাতন....) সমর্থন। অনেকে তাদের কাজে সরাসরি সহায়তা করেছে।
আচ্ছা? তারা কেন সহায়তা করেছিল?
- ক্ষমতাস্বীনদের চোখে প্রিয় হয়ে, সুবিধা লাভের জন্য। কারণ ক্ষমতা তখন পাকিস্তান সরকারে হাতে।(কানকাটা রমজানরা যেটা করে থাকে।)

কানাবগী বুদ্ধিপ্রতিবন্ধী সম্প্রদায়/সুবিধাবাদীদের বৈশিষ্ঠঃ
১. তারা দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিগত/দলীয় স্বার্থকে বড় করে দেখবে। (দেশের ক্ষতি হবে জেনেও)
২. বড় দায়িত্বে অবহেলা করবে। যার কারণে দেশের বা দেশের বৃহৎ জনগোষ্ঠীর ক্ষতি হয়।(পলাশীর যুদ্ধে আগে মিরজাফর কোরান ছুঁয়ে শপথ করেছিল। কিন্তু সেটা ভঙ্গ করেছে।)
৩. দেশের বৃহৎ জনগোষ্ঠীকে বঞ্চিত করে, অন্যায়ভাবে নিজে সুযোগ-সুবিধা ভোগ করা। (ন্যায়ভাবে হলে আলাদা কথা।)
৪. সুবিধা লাভের জন্য ক্ষমতাসীনদের অন্যায় কাজকে সমর্থন করা/নিজেও সেই অন্যায়ে জড়িয়ে পড়া।

পুরান মীরজাফরদের গালি দেয়া/তাদের নিয়ে কাঁসুন্দি ঘাঁটা সহজ, কিন্তু নতুনদের নিয়ে বলাটা কঠিন। আমরা সবাই সুবিধাবাদী, মিরজাফরের সৈন্যদের মত চুপচাপ বসে থাকি। সুযোগ পেলে সবাই অন্যায় করি, কেউ কম, কেউ বেশী। তবে, আবেগে পড়ে দু-একটা সামান্য বিষয়ে যাকে তাকে মীর যুক্ত জাফর বলা বা রাজাকার সার্টিফিকেট দেয়াটা অন্যায়। তার চেয়ে বরং আমরা নিজেরাই নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করাই। আমি কী করছি? কেন করছি?
"আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব।... ... অন্যায় কোন কাজ করিব না এবং অন্যায়কে প্রশ্রয় দিব না।..... "
আমি থাকি এক স্কুলের পাশে। প্রতিদিন সকালে শপথের কথাগুলো শুনি, আর “অন্যায় যে করে আর অন্যায় যে সহে/ তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে", বাক্যটা মনে করি। ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত দশ বছর ধরে আমরা শপথ পাঠ করি, তারপরও কেন ফাঁস হওয়া প্রশ্ন পেতে মুখিয়ে থাকি? ঘুষ লেনদেন করি? দুর্নীতি করি? অন্যায়, অনিয়ম, অপকর্ম, শোষণ -নিপীড়ন দেখে মুখ ফিরিয়ে চলি? আমাদের সমস্যাটা কোথায়?
জাতীয় সংগীত তো গাওয়া হয়, দেশপ্রেম তৈরী হবার জন্য। এটাই কী দেশ প্রেমের নমুনা?

প্রশ্নগুলো আমি নিজেকেই করলাম। ব্লগে এসে বড় কথা বললেও সব সময়, সব অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। বাস্তবে বাকের ভাই হওয়াটা খুব কঠিন। তারপরও চেষ্টা করি দু-চার লাইন লিখতে। কেন জানি ভয় হয়, ঘুনে ধরা সমাজ ব্যবস্থায় নিজে না আবার বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে পড়ি।।



⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ পোস্টে মন্তব্য সুবিধা নেই।

মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ক্ষমতাসীন হবে B-))

ভালো পোস্ট :)

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আর্কিওপটেরিক্স,
আপনি পাঠক হিসেবে ভালো, কিন্তু মন্ত্যগুলো ম্যাওপ্যাও টাইপের কেন?

বানান ঠিক করেছি, ধন্যবাদ।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কুতায় মাওপাও B:-)

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আদিতে মানুষ যে কারণেই রাষ্ট্র বানিয়ে থাকুক নাকেন, বর্তমান পৃথিবীতে রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষার যন্ত্র।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২

নজসু বলেছেন:



পোষ্টে একাত্মা ও লাইক।

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ,

পলিটিশিয়ানরা যেভাবে চলছে সেভাবেই চলবে, আমরা লেখালেখি করে তাদের বদলাতে পারবো না।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: মৃত্যুর পর লোকজন আমার কুলখানি খেতে এসে বলবেঃ আহা, রাজীব বড় ভালো লোক ছিল!

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: না পড়ে অপ্রাসঙ্গিক মন্তব্য করার বদ অভ্যাসটা আপনার আর গেল না।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

আখেনাটেন বলেছেন: বুদ্ধিপ্রতিবন্ধী, প্রোপাগণ্ডাবাজ, চাটুকার, সুবিধাভোগীদের অবস্থান যুগে যুগে ছিল থাকবে। তবে মাঝে মাঝে এদের পিক টাইম আসে।

এদের কারণে সমাজের কাঠামোগত উৎকর্ষতা নিরন্তর বাধাগ্রস্ত হয়। মূল্যবোধের অবনমন ঘটে। নীতির বালাই থাকে না। এটা জাতির জন্য মোটেও ভালো খবর নয়।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কথা সত্য। সহমত।

গুটি কয়েক পাচাটা সুবিধাবাদীর জন্য দেশ ও জাতীর বিরাট ক্ষতি হয়। এদের ব্যাপারে মানুষকে সচেতন হওয়া দরকার।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এবারেও জাতি দেখল জাতি স্বার্থের উর্ধে ব্যক্তি স্বার্থের, দলীয় স্বার্থের নোংরা খেলা!
সবচে বিস্ময়কর পুরো মিডিয়া ন্যাংটো ভাবে জাতি স্বার্তের বিরুদ্ধ কাজ করে গেল!!!!!!!!!!!!
আমজনতা নিশ্চুপ অসহায়ত্বে বোবা দর্শক!!!

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভৃগুদা,
সত্য কথায় নানা বিপদ। কিং কোবরা(লীগ) যে ছোট সর্প খায়/খাচ্ছে এটা সবাই জানে। মিডিয়া সেই কথা লিখছে না বিপদে পড়ার ভয়ে। কেউ কি ইচ্ছে করে সাপের লেজে পা দিতে চায়?


আমজনতা নিশ্চুপ অসহায়ত্বে বোবা দর্শক!!!
আমজনতা বরাবরই গা বাঁচিয়ে চলেছে। সচেতন মানুষ আজ কোথায়?


গণতন্ত্র, তুই আবার কবে আসবি?

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: এতদিন কোন প্রতিবন্ধকতায় ছিলে ভাইয়া!!!!

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ডিসেম্বরটা খুব খারাপ কেটেছে।
কাজিনের মৃত্যু, নিজের অসুস্থতা, সব মিলিয়ে মুডঅফ ছিল।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১

নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা,
সেই কখন থেকে বসে আছি আপনার পোষ্ট পড়ব বলে....যাক অবশেষে পড়লাম।
সত্য কথা বলার জন্য বুকে বল লাগে আর মনে লাগে সাহস। দলকানা আর একচোখা হলে এই সাহস পিছন দিক দিয়ে পালায়। একমাত্র নির্বোধ আর বেকুবরাই চোখ কান বন্ধ রেখে রাজনৈতিক লেজুরবৃত্তি করে যায়। সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা যদি নাই বলতে পারেন, তাহলে আপনার বিবেক কোথায়? চোখের সামনে অন্যায় দেখবেন আর তার পক্ষে উল্টো আপনি সাফাই গাইবেন তখন মীরজাফর ছাড়া আর কি বা বলা যাবে বলুন?

আমরা বার বার ভুলে যাই আমরা এই পৃথিবীতে মানুষ। ভুল মানুষেরই হয়। রাজনৈতিক নেতারাও মানুষ ছাড়া আর কিছু নয়। এরা ভুল করলে সেটা ভুল বলতে শিখুন। এর অন্যায় করলে সেটা অন্যায় বলতে শিখুন। এটা যদি না পারেন, তাহলে নিজেকে কাপুরুষ ছাড়া আর কিছুই ভাববেন না।

মীরজাফর সেই পলাশির একজন নয়। এই দেশে দিনের পর দিন জনগনের নিশ্চুপ থাকার প্রশয়ে মীরজাফর তৈরি হচ্ছে। আর এই জন্য আমি আপনি সবাই দায়ী। কারন আমরাই এদের প্রশয় দেই, পাপের শাস্তি দেই না। পারলে পাপ গোপন করে ফেলি। ইতিহাস পাল্টে দেই, যেন পাপ নিরবে নিভৃতে হারিয়ে যায় Click This Link

এই জাতি একদিন অবশ্যই বাক আর বুদ্ধিপ্রতিবন্ধী জাতিতে পরিনত হবে। সেই দিন আর খুব বেশি দেরি নাই.....
চমৎকার পোষ্টের জন্য আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা রইল
আপনাকে আমি আগেও লিখতে বলেছিলাম। কেন যে আপনি নিয়মিত লিখেন না!
ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে ভালোলাগা ও সহমত।

আপনার মন্তব্যগুলো বরাবরই সুন্দর। এমন গোছালো মন্তব্য করতে ভালোমত পড়তে হয়, ভাবতে হয়, সময় নিয়ে টাইপ করতে হয়।

লেখাটা ড্রাফটে ছিল। এডিট করে পোস্ট করলাম। আমি একটু অসুস্থ। নতুন কিছু লিখতে পারবো কিনা জানি না। সুন্দর করে প্রতিউত্তর করার ইচ্ছে ছিল। সেটা আমি পারছি না। দুঃখিত।

(বাকশাল নিয়ে আপনাকে কিছু বলার ছিল। আমি বেশ কিছু লিংক দেব, ঠান্ডা মাথায় সময় নিয়ে পড়তে হবে।]

ভালো থাকুন

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া !




প্রশ্নগুলো আমাদের নিজেদের কাছেও করা উচিৎ। ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত দশ বছর ধরে আমরা শপথ পাঠ করার পরেও নিজের সেবাতেই নিজেকে নিয়ত নিয়োজিত রাখি।
ঠিক বলেছেন, ব্লগে এসে বড় কথা বললেও সব সময়, সব অন্যায়ের প্রতিবাদ আমরা করি না। বাস্তবে বাকের ভাই হওয়াটা আসলেই খুব কঠিন। ঘুনে ধরা সমাজ ব্যবস্থায় আমরা নিজেরাই বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে আছি।

মাঝে মাঝে এমন আত্ম-সমালোচনা স্বাস্থ্যকর।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এখন আত্ম-সমালোচনা করাই নিরাপদ। কার বিরুদ্ধে লিখে কোন ঝামেলায় পড়ি।।


আমার পছন্দের লাইন,
"গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম... আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই" - জালাল উদ্দিন মুহাম্মদ রুমি.

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ছিলেন *

স্যরি ফর টাইপো :)

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে।



(আমি কি এতই বোকা?????????)


১২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: নিজেকে বোকা বলছেন কেনো পাঠকভায়া?

আপনি বোকা নন....

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পাঠক নামটা আর কাজে আসছে না। ইদানিং আমি পড়তে পারছি না।


বোকা কিনা জানি না, বুদ্ধিমান নই।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

সুমন কর বলেছেন: শপথ যেন ঠিক থাকে......আবার নেতাদের মতো ভুলে যাইয়েন না !!!

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চেষ্টা করবো, তবে কথা দিতে পারলাম না। একটা লিমিট পর্যন্ত নিজের পথে আছি, তারপর কী হবে, সময়ই বলে দেবে।

বোঝেনই তো। এখনকার বাস্তবতায় বেশী সৎ হলে সমস্যা। হয় বান্দরবান পোস্টিং, নয় তো চাকরি থাকবেনা। নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টা তো আছেই।



১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

সাইন বোর্ড বলেছেন: বাস্তব উপলব্ধি ।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ


১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

নীল আকাশ বলেছেন: ভাই,
আমি পড়তে খুব ভালোবাসি। লিংকগুলি আমার যেকোন একটা পোষ্টে দিয়ে আসেন। আমি বের করে পড়ে নেব। সময় দিতে হবে কিন্তু! আমি খুব মনোযোগ দিয়ে যে কোন কিছু পড়ি।
আর আমি আপনাকে একটা লেখা পড়তে দিয়েছি। ওটা পড়ার পর আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাই খুব করে!
ধন্যবাদ, শুভ রাত্রী আর শুভ কামনা রইল।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার আজকের পোস্ট পড়ে তার মন্তব্যে লিংকগুলো দিচ্ছি।


আমি অসুস্থ। মনযোগ দিয়ে সব লেখা পড়তে পারছি না। তবে সময় করে অবস্যই পড়বো।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগে দু'চার প্যারা লিখতেও ভয় করে। এই ভয়টা নিজের জন্য নয় নিজু ভাই। এটা ফ্যামিলির সদস্যদের জন্য। কাছের মানুষদের জন্য।
একবার সিলেটে বসে এক হিন্দু নির্যাতিত ব্যক্তির পক্ষে ফেইসবুকে একটা স্ট্যাটাস এবং কমেন্টে তর্ক করার কারণে গ্রামে আমার চাচার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছিলো। বাস্তবে আমার ঐ চাচা এবং আমরা আলাদা। হামলাকারীরা সেটা জানতো, তবুও হামলা করেছে। এটাই আমাদের বর্তমান বাস্তবতা। আপনি রিস্ক নিয়ে প্রতিবাদ করবেন, আপনার ফ্যামিলি-রিলেটিভ সাফার করবে। তাই প্রতিবাদ প্রতিরোধ বাদ।

ব্লগে মন্তব্য, লেখালেখি দুধের স্বাদ জলে মেটানো।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার কথা সত্য। একটু আধটু ভয় আশঙ্কা থাকবে, তারপরও সাধ্যমত দু-চার লাইন লিখতে হবে। সেটা অবস্যই বিচক্ষণতার সাথে, চোখ কান খোলা রেখে।

আপনাদের প্রতিষ্ঠানে হামলার বিষয়টা দুঃখজনক।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেকদিন পর, পোস্ট পড়লাম। ক্যামন আছেন?

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অসুস্থ ছিলাম, এখন কিছুটা ভালো।



ধন্যবাদ

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি প্রতি দিন সকালে এই শপথ মনে করে দিন শুরু করি । দেশের প্রতি প্রতিটি দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করি । চেষ্টা করি দেশের জন্য কিছু করার ।

একদিন করব ।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার কথায় খুশি হলাম। শুভকামনা রইল।

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৪

কালীদাস বলেছেন: ব্লগে সিরিয়াস লেখালেখি খুব কমই করেছি। এই টপিকটা নিয়ে লেখার খুব ইচ্ছা ছিল যখন ব্লগিং শুরু করি তখন। ঠিকই তো, স্কুল শুরু হওয়ার সময় রোজ যে ৫ মিনিট জাতীয় সংগীত গাইতাম আর ওয়াদা করতাম; সেটার রিফ্লেকশন কই বাদবাকি জীবনে? অণ্যায়ের প্রতিবাদ বাদই দিলাম, অণ্যায় হবেই বা কেন প্রতিদিন এই ওয়াদা করে আসার পর?

লেখাটা মন্দ লাগেনি :((

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।


এসব নিয়ে প্রতিটি সচেতন মানুষকেই ভাবা দরকার। বিশ্বাস করবেন কিনা জানি না, এখন আমার পাশের স্কুলে শপথ পাঠ হচ্ছে।


এসব শপথ পাঠ কেন আমাদের কাজে আসছেনা সেটাও জানি। মানুষ তার চারপাশ থেকে শিখে। আমাদের ঘুনে ধরা অসুস্থ ২৩-২৪ঘন্টা ধরে আমরা যে কাজ দেখি তার কাছে ৫মিনিটের তোতাপাখির বুলি(শপথ) টিকতে পারে না।

২০| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২

ঢাবিয়ান বলেছেন: মেইনস্ট্রীম মিডিয়ার যেহেতু কোন বিশ্বাসযোগ্যতাই নাই , তাই সামাজিক যোগাযোগ মাধ্যমই এখন জনগনের মুখপাত্র হয়ে দাড়িয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অন্যতম মাধ্যম এখন ফেসবুক এবং ব্লগ। যেটুকু বিবেক, যেটুকু নৈতিকতা এখনো আমাদের এই প্রজন্মের মাঝে বেচেঁ আছে তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া আমি দ্বায়িত্ব বলে মনে করি। আর এই কারনেই যে সব সুবিধাভোগী শ্রেনী ব্লগে অন্যায়ের পক্ষ নিয়ে লেখে তাদের বিরুদ্ধে সবার একত্রিত হওয়া প্রয়োজন বলেও মনে করি।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে ভালোলাগা।


যেটুকু বিবেক, যেটুকু নৈতিকতা এখনো আমাদের এই প্রজন্মের মাঝেবেচেঁ আছে তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া আমি দ্বায়িত্ব বলে মনে করি।
সহমত।



যে সব সুবিধাভোগী শ্রেনী ব্লগে অন্যায়ের পক্ষ নিয়ে লেখে তাদের বিরুদ্ধে সবার একত্রিত হওয়া প্রয়োজন বলেও মনে করি।
কাভার ভাষায় বলি, "আমাদের ব্লগাররা রাজনৈতিকভাবে সচেতন হোক, কোন দলীয় আদর্শের কাছে নিজের বিবেক, বিবেচনা, ভালোবাসা বা দেশপ্রেম বিসর্জন না দিয়ে দেশপ্রেম জাগ্রত হোক নিজের দেশের জন্য।"

২১| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আজও ম্যাও প্যাও ভুরত পারলেন না দেখছি।

মিরজাফরের জন্যিইতো বাংরার পরাজয়।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ম্যাও প্যাও কথাটা আমার ভালোলাগে।

মিরজাফরা যে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারে না, ইতিহাস থেকে কেউ এ শিক্ষা নেয় না।

২২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মীরজাফররা সব দেশে সব যুগে থাকে।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মীরজাফরদের পরিনাম কিন্তু ভালো হয় না

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: পোস্টটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনি যে আমাদেরকে বিরাট চ্যালেঞ্জের মধ্যে দাড় করালেন। সত্যিই তো আমরা স্ব-স্ব ক্ষেত্রে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পূর্ণ ভুলে গিয়ে অন্যের দিকে দিকে আঙুল তুলতে সচেষ্ট হই। তবে আপনার শপথবাক্যটি পাঠ করলাম। দেখি মীরজাফর হিসেবে তো বেঁচে থাকাও অভিশাপ। অত্যন্ত যুক্তিসহকারে পোস্টটিকে সুন্দর ভাবে সাজিয়েছেন। পোস্টে লাইক ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লিখে তো আর সমাজকে/সিস্টেমকে পরিবর্তন করা যায় না। অন্যকে দোষ দেবার আগে, নিজেদের ভুলভ্রান্তিগুলো শুধরিয়ে নেয়াই ভালো।


ধন্যবাদ

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

ইনাম আহমদ বলেছেন: নিজের সুবিধা সবাই দেখে। শুধু মীরজাফরের দোষ দিয়ে লাভ নাই। ছেলেকে টাকা বেশী আয় করা যায় বলে জোর করে ডাক্তারী-ইন্জিনিয়ারিংয়ে ঢোকানো বাপ-মায়েরাও সুবিধাবাদী। আবার আয় বন্ধ হওয়ার ভয়ে পুরোহিত-মৌলবীদের অপরাধ ধামাচাপা দেয়া গোষ্ঠীরাও সুবিধাবাদী, সওয়াব কামানো বন্ধ হয়ে যেতে পারে ভয়ে সৌদীর অন্যায়ের বিরুদ্ধে মুখে কুলুপ এঁটে বসে থাকা উম্মাহও সুবিধাবাদী, ঘুষ খেয়ে ফাইল সই করা কর্মকর্তাটিও সুবিধাবাদী, বৃহৎশক্তি চীনের মদদপুষ্ট হওয়ার কারণে উইঘুরদের ওপরে হয়ে চলা অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা রাষ্ট্রগুলোও সুবিধাবাদী।
বিশ্বে চলতে গেলে আপনাকে সুবিধাবাদী হতেই হবে। সবসময় অন্যায়ের প্রতিবাদ করাটা সম্ভব নয়। ভালো মানুষেরা বিচ্ছিন্ন, খারাপরাই একজোট হয়ে থাকে।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাস্তব কথা।


মন্তব্যে ভালো লাগা।


এখন সৎ পথে অনেক বিপদ।

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

রাকু হাসান বলেছেন:

দশ বছর শপথ বাক্য পাঠ করার পরও যথারীত উল্টা কাজ করে আসছে প্রজন্ম । এই দ্বায় সবেচেয় বেশি শিক্ষক-শিক্ষকা ও পরিবারদের । গলদ আমাদের শিক্ষা ব্যবস্থায় । যেখানে আমরা মনুষত্বে শিক্ষা পাই না ।পাবেই কিভাবে ,প্রকৃত মনুষত্বের বিকাশের জন্য যে অবকাঠামো জনবল দরকার সেটি পূরন করতেও সরকার ব্যর্থ হয়েছে । তবে কেউ না কেউ নিশ্চয় চেষ্টা করেছে তবে সেটা নিতান্ত কম বলে মনে করি । ভালো পোস্ট দিয়েছেন ,শুভকামনা করি । সুবিধাবাদী মানসিকতা পরিবর্তন করতে বলার আগে ,সবার আগে নিজে পরিবর্তন হয়ে নেওয়া উচিত । কিন্তু আমরা উল্টা ....... :(

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত।

সমাজে সার্টিফিকেটধারী শিক্ষিত লোকের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের বড়ই অভাব।

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪

কিরমানী লিটন বলেছেন: সুবিধাবাদ জিন্দাবাদ...

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সমাজে সার্টিফিকেটধারী শিক্ষিত লোকের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের বড়ই অভাব।

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: বর্তমান নিয়ে শংকা আমিও করি, কিন্তু আমিতো অতিমানব কেউ নই, ব্লগে আর অফিসে কথা বলা যায় বস্তবে প্রতিবাদ করার কেউ নেই সমাজে !!! এটি পরিক্ষিত সত্য।

১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কথা সত্য।


গা বাঁচিয়ে চলতে গিয়ে আমরাও সমস্যায় পড়বো।

২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: :||

১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

২৯| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২

মনিরা সুলতানা বলেছেন: আমার ও মনে হচ্ছে ঘুণে ধরা সমাজে চলতে গিয়ে হয়ত বিবেচনা , বিবেক সব ই অন্ধ করে বসে আছি।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সবসময় গা বাঁচিয়ে চলতে গিয়ে আমরাও সমস্যায় পড়বো।

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

দলছুট শালিক বলেছেন: দি খুব একটা সময় পাই না। তারপরও আপনার লেখাটা পড়লাম। ভাল লাগলো। আপনার জন্য শুভ কামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ


ভালো থাকুন:)

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.