নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

২১। গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭

গুড মর্নিং গাইজ। :)
আজ একটু প্যাচাল পাড়ি। শিরোনামের দুটো অর্থ করা যায়...
১. পিওর/চারপেয়ে গরু-ছাগলঃ বাংলাদেশ ছাগল উৎপাদনে বিশ্বে ২য়। ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে ৪র্থ। গবাদিপশু উৎপাদনে ১২তম।(গতকালকের প্রথম আলো)
২. দু-পেয়ে গরু-ছাগল: ... এদের সংখ্যাও কম না(জরীপ করা দরকার)। অতীতে ছাগুর যে ডেফিনেশন ছিল সেটা মনে হয় পরিবর্তন হচ্ছে। ইদানিং বুদ্ধিপ্রতিবন্ধী বলদের সংখ্যাও উদ্ব্যেগজনক।

পেজ-৫: এক আসনের(সংরক্ষিত নারী আসন) জন্য লড়ছেন ৩৫ জন। আলোচনায় আছেন ১৫জন লাইকা(নায়িকা)। কবরী, অরূণা বিশ্বাস, মৌসুমি, রোকেয়া প্রাচী, শমী কায়সার, তারিন, অপু, জ্যোতি... সহ আরো অনেকে। (এফডিসিটা সংসদ ভবনে করা হোক।)

ধনী বৃদ্ধির হারে বিশ্বে তৃতীয় বাংলাদেশ। অতিধনী বৃদ্ধির হারে প্রথম।(গতকালের প্রথম পেজ)
এদিকে গরীব মানুষের সংখ্যা বিবেচনায় বাংলাদেশ বিশ্বে ৫ম। দেশে হতদরিদ্র ২.৪১ কোটি, নিন্ম মধ্যম আয়ের মানুষ ৮.৬২কোটি।(আজকের প্রথম আলো)
প্রশ্ন হল, টাকার পাহাড় গড়ছে কারা? সরকারদলীয় নেতা/রাজনীতিবীদ, সুবিধাবাদী ব্যবসায়ী আর আমলারা?


⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ আপাতত মন্তব্য করতে পারবেন না।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০

পবিত্র হোসাইন বলেছেন: হা হা হা !!!! পাশের বাসার কুকুরের নাম টিক-টক দিতে পারেন ।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: Thanks.


Tik Tok! Nice name

২| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: ট্রেন মিস করার জন্য দুঃখিত। টাকাটা ফেরত না পাওয়ার জন্য আরো দুঃখিত। তবে মুড অফটা যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে ওঠা মঙ্গল । সবারই মঙ্গল হোক ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।

দু:খিত হয়ে আর কী হবে। টাকা গিয়েছে যাক, রেল খাতটা উন্নতি করুক।

ভালো থাকুন

৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: জরীপের দাসত্ব করি।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: করতে থাকুন। তবে চোখ কান খোলা রেখে....

৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩

খাঁজা বাবা বলেছেন: জেনে ভাল লাগল, বাংলাদেশ সব ক্ষেত্রে উন্নতি করছে।
দুপেয়ে ছাগলের একটা পরিসংখ্যান করা যেতেই পারে।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উন্নতি আরো হবে।

চোখ কান খোলা রাখুন। পাগল, ছাগল, গাধা, বলদ সব দেখতে পারবেন..

৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: সকালে আমিও প্রথম আলোতে নিউজ টা দেখেছি।
বেশ অবাক হয়েছি।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অবাক ও খুশি হবার বিষয়।

অ. ট:আজ সকাল সকাল উঠেছি। এক জায়গায় ঘুরতে যাবার প্ল্যান ছিল। ট্রেন মিস করেছি। টিকিটও ফেরত নিলনা। টাকাটা আমার জলে গেল।:(পাশের বিল্ডিং এ কালো রঙের একটা কুকুর আনা হয়েছে। ব্যাটা খুব চিৎকার করেছে। তার একটা নাম দেয়া দরকার। লুইস, লাইকা, কাল্লু মামা....

৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: গুড মর্নিং ঠু B-)) (কানাডিয়ান)

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার আধা চিবানো মন্তব্য আমার মাথায় ঢুকে না। (কানাডা লেখার মানে কী?)

৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
শুধু গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ নয় দেশে, এখন এই দেশে নির্বোধ আর বুদ্ধি প্রতিবন্ধিদের সংখ্যাও আশংকা জনক হারে বেড়ে যাচ্ছে........।
ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বুদ্ধি প্রতিবন্ধিদের উদ্দেশ্যেই পোস্টটা দিয়েছিলাম।


ধন্যবাদ

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

মেহেদী হাসান হাসিব বলেছেন: উপস্থিতি জানাতে আসলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।


তা, অনুপস্থিতির হেতু কী ইয়াংম্যান?

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কোনো মানে নাই B-))

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দেশে ধনী-গরীবের বৈষম্যে রেকর্ড- The Daily Ittefaq

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

টারজান০০০০৭ বলেছেন: জী ! ভালো বলেছেন ! দেশ এখন দুপেয়ে গরু-ছাগলেও স্বয়ংসম্পূর্ণ!

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আশার কথা হল, বিচি ওয়ালা পাঁঠার সংখ্যা কমে যাচ্ছে। :P

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০

স্রাঞ্জি সে বলেছেন: নিজু ভাইয়ু কেমন আছ। মেলাদিন তোমার সাথে বসিনা। অতি-রহস্যজনক আরচণ করতেছ ব্লগে মানেটা কি। উদা দাদুর মত কাঁচায় যাবে নাকি বে।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শরীর ভালো মেজাজ খারাপ।
বসতে নিষেধ করেছে কে?
ঠিকমত মগজ থাকলে রহস্যজনক আরচণের কারণটা ঠিকই বের করতে পারতে।
"কাঁচায় যাবে" মানে বুঝিনি। ভবিষ্যতে কী হবে ওটা ভবিষ্যতের উপরই ছেড়ে দিয়েছি।

ভালো থাকিস।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

জুন বলেছেন: আপনি কি রাজনীতি নিয়া কিছু লেখছেন্নাকি পাঠক :-*
যদি তাই হয় তাইলে আমি কিছু কমু না /:)
:P

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নাহ্, আমি খিচুড়ী রান্না করেছি...X(

পুনশ্চঃ জাগো বাহে কুন্ঠে সবে....:P

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯

সিগন্যাস বলেছেন: উদামিয়ার পোস্ট খুঁজে পাচ্ছিনা

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উহা ড্রাফটে নিয়াছি। বুড়ো পাঁঠাটাকে আমার সহ্য হয় না..X(

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

নীল আকাশ বলেছেন: আপনার প্রতি মন্তব্য আমি বিকালের আগেই দিয়েছি।
বাহে ব্যবহার করলেন দেখি উপরের একটা মন্তব্যে। আপনার বাড়ি কি রংপুরে নাকি? আমার কিন্তু এর খুব কাছাকাছি গ্রামের বাসা।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নীলদা,
প্রতিউত্তরটা পড়েছি। চমৎকার।

রংপুরে আমার বাসা না। "জাগো বাহে কুন্ঠে সবাই" আমার পছন্দের একটা শব্দ, ওটা মজা করে দিয়েছি।

আন্তরিক মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: জিয়ার মাজার নিয়ে সংসদ ভবন বিপাকে আছে তথা এফডিসি টা সংসদ ভবন করা হোউক

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ ঠাকুরদা,
ঠিক। (যেভাবে তারকারা মনোনয়ন নিচ্ছে তাতে এফডিসিকেই সংসদ ভবন বানাতে হবে।:()

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: ***কবরি, মমতাজ, তারানা হালিম টিভি সিনেমার সবাইকে উদ্যোক্তা করেছেন নায়িকা (নটি কর্মী) থেকে রাইকা (রাজনৈতিক কর্মী) হওয়া যায় !!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এদের দেখলে হিংসে হয় দাদা। কী করলাম জীবনে??:(

এবারের সংসদে ১২জন এমপি এসএসসির গন্ডি পার করতে পারেন নি। শুধু এসএসসি পাশ ৮জন, এইসএসসি পাশ ৩৬জন। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ৫৬জন(১৯%)।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি তো নারী বা অভিনেত্রী নন !!! ব্লগে পুরুষতন্ত্র আখ্যা দিয়ে “দা বটি” নিয়ে ঝাপিয়ে পড়বে কেও। সাবধান “কল্লা” বাাঁচান ।
***ব্লগে অতিরিক্ত ভিও করে কোনো একজন বদমাশী করছে রাজীব নুরের পোষ্টে দেখুন অবস্থা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সমস্যা নেই। কত নারীবাদীকে দেখলুম। দা বটি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, এমন সাহস কার??;)


অতিরিক্ত ভিউ হওয়া পোস্টটা দেখেছি। কেউ একজন তো কাজটা করছে, কিন্তু কালপ্রিটটা যে কে? সেটাই বুঝতে পারছি না।

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: কালপ্রিটটা কে আমি বুঝতে পেরেছি কিন্তু কিছু করার আছে কি ?

***ভালো আছি নর্দমার কাউকে স্যালুট করতে হচ্ছে না। দিন দিন আরো নর্দমা বাড়বে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার সন্দেহ যে ইন্জিনিয়ারের উপর সেটা ধারণা করতে পারছি। এখানে আপনি আমি কী করবো? কাভা আসুক, দেখি সে কী করে...

ভালো থাকুন। শুভরাত্রি।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭

সনেট কবি বলেছেন: শেয়ার করার জন্য শুভেচ্ছা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.