নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

২১-২২। চিন্তাধারা হোক বিস্তৃত, ভাষা হোক সংযত

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৮

উদা মিয়া(ইইই),
সকাল বেলা তোমার পোস্ট, ( বাল্যবিবাহ ৫: জরায়ুর ক্যান্সার..... পড়িয়া, উৎসাহিত হইয়া বড় একখানা কমেন্ট টাইপ করিলাম। তারপর সেন্ড করতে গিয়া দেখি যায় না। তিনবার ট্রাই করিয়াও যায় নি। আমারে কি ব্যান করিয়াছো বন্দু?? কি আপরাধে??

আফসোস, বয়স এত হইল, তবু তোমার মাথা ঠান্ডা হইল না। বাঁধ ভাঙার আওয়াজে নতুন করিয়া বাঁধ দিলে ক্যামনে হইবে বন্ধু! আমারে তো বাঁধ দিয়া আটকাইতে পারবে না। বাঁধ ভাঙিয়া আমি প্রবেশ করিবো। সামুর হোম ব্যানারের মত...
ইতি,
পাঠক(উউউ)


কৈফিয়ত: পোস্টটিকে ফান হিসেবে নিবেন। (উদা ভাই আমাকে কমেন্ট মডারেশনে রেখেছেন।)
এপ্রিল ২০১৯, আমাকে নিয়ে একটা পোস্ট দিয়েছে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উহাদের মাফ করিয়া দিন। উহারা অর্বাচীন!!
না বুঝিয়া বিদ্যার অগভীরতা প্রকাশ করে।
তবে আমি ইহাদের বুকে টানিয়া নেই পরম যতনে।


কারন নিন্দুক তার চরিত্রের বৈশিষ্ট্যের কারণে সকলের কাছেই ঘৃণার পাত্র। তার কাজই হলো পরচর্চা করা, যার কারণে কোনো মানুষই তাকে পছন্দ করে না, তার সঙ্গ প্রত্যাশা করে না। কিন্তু এই নিন্দুকই পরচর্চার মাধ্যমে প্রতিনিয়ত মানুষের দোষ ত্রুটিগুলো চোখের সামনে তুলে ধরে এবং এর ফলে মানুষ নিজেকে শোধরানোর সুযোগ পায়। তাই প্রকৃতপক্ষে নিন্দুককে ঘৃণা করা উচিত নয়।

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধজকজনে নিস্তারিতে তার মতো কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক, সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সুন্দর মন্তব্যে ধন্যবাদ। আপনার কথা মানিয়া চলিব..:)

পুনশ্চঃ
প্রথমে একটু মেজাজ খ্রাপ ছিল। পোস্ট দিয়ে সেটা ঠান্ডা হয়েছে...:D

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯

সিগন্যাস বলেছেন: উদামিয়া?
হে হে ভালোই নাম দিয়েছেন। সকালের বিনোদন =p~

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যতো খুশি হাসো।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

রঞ্জন রয় বলেছেন: হুহুহু উদামিয়া। আপনাকে ব্যান করছে ভালো করেছে। এবার আপনার লাফালাফি বন্ধ করেন। B-)

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে।;)

বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে....:(

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭

বাংলার মেলা বলেছেন: উদামিয়া হল সামুর পালিত পাঁঠা। হেফাজতের ভয়ে এখন নাস্তিকেরা কোনঠাসা হয়ে আছে তো, কোনদিন যদি নাস্তিকেরা ফুলে ফেঁপে বেড়ে ওঠে, সেদিন যেন সামু গর্ব করে বলতে পারে, "সেই ভয়ানক সময়েই আমরা ব্লগে একখানা পাঁঠা পালিয়াছিলাম"।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উদার কিছু যুক্তি সমীহ করার মত, তবে মোটের উপর সে একপেশে, একটু উগ্রও।


সামুতে পাঁঠা, খাসি, গরু, ছাগল, ভেড়া, গাধা সবাই লিখতে পারে। তবে আগের যে কোন সময়ের চাইতে সামুর অবস্থা এখন ভালো(কাঁঠালপাতা খোরদের ব্যাপারে)।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হুম

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: দুক্কু পাইলাম B-))

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আফনাকে আর কমেন্ট ব্যানের ভয় দ্যাখামু না...;)

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: মন্তব্য - প্রতিমন্তব্য যুক্তিতর্কের মাধ্যমে নিরসন হওয়া কাম্য । যদি কারো পছন্দ-অপছন্দের কেউ থেকে থাকেন সে ক্ষেত্রে আমার মনে হয় মন্তব্য ব্যান করাটা কোন অবস্থায় উচিত নয়। তবে আপনার পদ্ধতিটাও ভালো। এটাকে দিয়ে আলাদা পোস্ট দিয়েছেন । আশা করি উনি বিষয়টি নিয়ে কনফেস করবেন।

শুভকামনা ও ভালোবাসা সতত ।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ। সহমত।

সমস্যা হলে, যে কোন ব্লগার যে কাউকে মন্তব্যে ব্যান/মডারেশন করতে পারে। এটা ব্লগের নীতিমালার ভেতরই পড়ে। মন খারাপের কী আছে...:(

পুনশ্চঃ উদাসী আমাকে কমেন্ট মডারেশনে রেখেছে। উনার পোস্টে আমার মন্তব্য সরাসরি প্রকাশিত হবে না। রিভিউ হবার পর যদি উনি চান, তবেই প্রকাশিত হবে।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

এ আর ১৫ বলেছেন: আপনি কি হিটে আসার জন্য এই মতলববাজি পোষ্টটা করেছেন, সবার দৃষ্টি আকর্ষন করার জন্য ?
আপনার এই পোষ্টটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সময় , ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৮

এবং আপনার কমেন্ট নং ৫ -- উদাসী স্বপ্নের ব্লগে প্রকাশিত হয়েছে -- ৫. ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

তারমানি আপনার মতলববাজি পোষ্টের ২২ মিনিট আগে আপনার কমেন্টটি উদাসীর ব্লগে প্রকাশিত হয়েছিল । তাহোলে এই ধরনের মতলবি পোষ্টের মানি কি ? নিজের দিকে সবার দৃষ্টি আকর্ষন করা নয় কি ?

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি কি হিটে আসার জন্য এই মতলববাজি পোষ্টটা করেছেন?
... না।

সবার দৃষ্টি আকর্ষন করার জন্য?
হ্যাঁ। বিশেষ করে উদাসীর। ;)


# তারমানি আপনার মতলববাজি পোষ্টের ২২ মিনিট আগে আপনার কমেন্টটি উদাসীর ব্লগে প্রকাশিত হয়েছিল । তাহোলে এই ধরনের মতলবি পোষ্টের মানি কি ? নিজের দিকে সবার দৃষ্টি আকর্ষন করা নয় কি ?
.. বিষয়টি নজরে আনায় ধন্যবাদ। এ ব্যাপারে আপনি যা খুশি ভাবতে পারেন।
তবে আমার যুক্তি হল। ৮:৩৮এ আমার কমেন্টটা যায় নি/পোস্ট হয় নি। কারণ, উদাসী আমার মন্তব্যগুলো মডারেশন করে রাখছে। একটু আগেও(২:২০) তার পোস্টে মন্তব্য করলাম(ধন্যবাদ উদাসী বলে)। প্রকাশিত হয়েছে কী না দেখে আসুন।

পুনশ্চঃ উদাসী মন্তব্যটা প্রকাশ করলে মিলিয়ে নিয়েন।:D

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আত্তা ;)

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কমেন্ট না করে থাকতে পারিস না, না? তুই তো দেখি আমার মতই মুখপোড়া!!! :(

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: নারে পারি না B-))
উ.... মুখপোড়া X( X(

ব্লগার_প্রান্তের কি খবর B:-)

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি তো আজন্ম মুখ...:(

প্রান্ত পড়াতে ব্যস্ত।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উদাসী ভাই এক জন ভালো লেখক।
আমি তার সাথে আছি।
তার লেখা পড়ে আমি মজা পাই।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বানরের খেলা দেখে কে না মজা পায়?

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী ভাই,
নূরু ভাইয়ের মন্তব্যটা জোস হয়েছে। উনার মন্তব্যগুলি এতই চমৎকার হয় যে বারবার পড়তে ইচ্ছে করে।
যার কথা বলেছেন তাকে নিয়ে একটা সহী সর্টকাটে তরীকা দিতে ভুলে গিয়েছিলাম, আপনি ধরিয়ে দেবেন না সেটা।
ওর পোষ্টে যেয়ে আপনি কি ভেরেন্ডা ভাজবেন বলেন তো দেখি? আর কাম পান না! সময় নষ্ট!
আপনার প্রো পিকটা জোস হয়েছে। ভালই লাগে দেখতে!
শুভ কামনা রইল!

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শুভ সকাল,
নূরু ভাই বিচক্ষণ মানুষ।

যার কথা বলেছেন তাকে নিয়ে একটা সহী সর্টকাটে তরীকা দিতে ভুলে গিয়েছিলাম, আপনি ধরিয়ে দেবেন না সেটা।ওর পোষ্টে যেয়ে আপনি কি ভেরেন্ডা ভাজবেন বলেন তো দেখি? আর কাম পান না! সময় নষ্ট!!
.. আপনার তরীকাটা পছন্দ হয়েছে। উহাকে তাবিজ বানালাম। তবে বান্দরের গলায় উহা কতদিন থাকে জানি না।

প্রো পিক ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: "নক্ষত্ররা হাতে হাত রেখে হয় ছায়াপথ" শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে শব্দনীড়। নক্ষত্র যেমন নিজে পুড়ে চারপাশ আলোকিত করে, লেখকরাও তেমন জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। অজ্ঞতা, অন্ধকার, কুসংস্কার দূর করার প্রত্যয়ে। অনাচার, অত্যাচার, ঘৃণা-বিদ্ব্যেষ মুক্ত বৈষম্যহীন সমাজের প্রত্যাশায়। আমি নিজে নক্ষত্র হতে পারিনি(সেভাবে লিখতে পারি না/লিখি না), তাই গ্রহ হয়ে নক্ষত্রদের সাথে ঘুরি, আলো নেই, পথ চলি।

এবার একটু নক্ষত্রের গল্প করি,
দৃশ্যমান মহাবিশ্বে(The observable universe) ছায়াপথ রয়েছে কমপক্ষে ১০০ বিলিওন। প্রতিটা ছায়াপথে রয়েছে ১০০ বিলিওন থেকে ১০০ ট্রিলিওন নক্ষত্র বা তারা। এ রকম একটা ছায়াপথে আছি আমরা। যার নাম নাম আকাশগঙ্গা বা মিল্কিওয়ে। এই ছায়াপথে আছে ২০০ - ৪০০ বিলিয়ন নক্ষত্র(মেঘমুক্ত রাতে আকাশে আমরা তার অল্প কিছু অংশই দেখতে পাই)। সূর্যও তেমন একটা নক্ষত্র। এর থেকে জন্ম হয়েছে সৌরজগৎ। যার একটা অংশ আমাদের পৃথিবী। সেই পৃথিবীর কোন এক দেশের, কোন এক শহরের ছোট্ট বাসায় বসে ল্যাপটপ/পিসিত/ট্যাব/মোবাইলে টাইপ করে ব্লগ লিখি। আর ভাবছি, "বিরাট বড় লেখক আমি, অনেক বেশী জ্ঞানী। কীসের ধর্ম, কীসের কী! সব সালা জঙ্গী।"


মূল লেখাঃ
গতকাল ব্লগে এসে নতুন বন্ধুর তালিকায় "উদাসী স্বপ্ন"(https://www.shobdonir.com/Fadeddreams) নিকটা দেখে বেশ অবাক হয়েছিলাম। আরে! এই নিক(প্রোপিকও) তো আমার চেনা! এ তো সামহোয়্যার ইন ব্লগের অন্যত্তম সিনিয়র সদস্য, তুখোড় লেখক! কয়েকদিন আগে আমাকে উদ্দেশ্য করে একটা পোস্টও দিয়েছিল!

প্রশ্ন জাগতে পারে, সবাইকে রেখে উদাকে নিয়ে আমি লিখছি কেন। মরুভূমির জলদস্যু, অর্ক, জাহিদ অনিক, রোদেলা নীলা, নিতাই বাবু, লক্ষণ ভাণ্ডারী, অপু তানভীর(নতুন সদস্য, দারুন গল্প লিখে). ... ... সহ আরো অনেকে একাধিক ব্লগে/একাধিক নিকে লিখে! তাদের নিয়ে তো কিছু বলি না? উত্তরটা নীচেই পাবেন -

সমালোচনাঃ আমার চোখে "উদাসী স্বপ্ন"(রনি, ইইই, চুয়েট)
ওর পজিটিভ দিকঃ
* উদাসী স্বপ্ন লিখে হুগলে সার্স দিলে বেশ কিছু আইডি পাওয়া যাবে। সব ব্লগে লগইন/ইউজার নেম(fadeddreams), প্রোপিক প্রায় একই। মানে নিক লুকিয়ে ব্লগিং করার মানসিকতা নেই, বিষয়টা অবস্যই প্রশংসার।(তার মাল্টি নিক থাকতে পারে, আমি চিনি না)
* মন্তব্য করুক বা না করুক, প্রায় সময়ই ব্লগে লগইন করে রাখে। ওর মত খুব কম ব্লগার আছে যারা এক দশকের বছরের উপর ব্লগের সাথে আছে।
* স্মৃতিচারণ, রম্য, টেকনোলজি নিয়ে লেখাগুলো ভালো।


এ পর্যন্ত তো সবই ঠিক আছে! তাহলে সমস্যা কোথায়?
ওর সমস্যা কিছু বিশেষ লেখায়। মুক্তচিন্তা/যুক্তির নামে বিশেষ একটা ধর্ম ও তার ধর্মীয় নেতাকে অহেতুক কটাক্ষ করায়। কেউ তার বিরোধীতা করলে/মতের অমিল হলে সেই ব্যাক্তিকে আক্রমণাত্মক মন্তব্য করায়(জঙ্গী, সন্ত্রাসী, ধর্মান্ধ.... ট্যাগ দেয়া)। ফলাফল আক্রমণ-পাল্টা আক্রমণে ব্লগের পরিবেশ অশান্ত।
বিদ্ব্যেষপূর্ণ এসব লেখার বিষয়ে তাকে নানা ভাবে অনেকেই বুঝিয়েছে, কাজ হয় নি। সে অনেকটা ব্ল্যাক হোলের মত। যার জন্মটা হয়েছে নক্ষত্র থেকে কিন্তু এখন আর আলো দেয় না। এমনকি অন্য কোন নক্ষত্রের আলো তার অন্ধকার দূর করতে পারেনা। পারবে কীভাবে! ব্ল্যাক হোল থেকে যে আলোও বের হতে পারে না। পদার্থবিদ্যার সকল সূত্র তো এখানে অকেজো। (সামু ব্লগে এমন অনেক পোস্ট ও মন্তব্য আছে, যার কারণে ব্লগে ঝামেলা হয়েছে। এর কারণে ও সহ অন্য অনেকে সাময়িক ব্যান হয়েছে। ইচ্ছে করেই সেসবের লিংক দিলাম না। আগ্রহীরা সার্স করলেই পাবেন)


@ ব্লগ কর্তৃপক্ষ
১. ব্যাক্তি আক্রমণ করে কিছু লিখবো না বলে এতবড় পোস্ট লিখেছি। লেখার কারণ স্পষ্ট, আমি চাই না এ ব্লগে কোন অস্থিতিশীল পরিবেশ/বিশৃঙ্খলা সৃষ্টি হোক। দু-একজন লেখকের জন্য শব্দনীড়ের বদনাম হোক। আমার ব্লগ, টুডে ব্লগ বা সামু ব্লগের মত শব্দনীড়ের দিকেও আঙুল উঠুক, কোন এক ছুতোয় বন্ধ হয়ে যাক।
ওজনস্তর যেমন আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের রক্ষা করছে, ব্লগ কর্তৃপক্ষের কাছেও তেমনটা আশা করছি। আমরা শুধু আলোটা চাই, এমন কোন ক্ষতিকর রশ্মি নয় যেটা জীব জগতের জন্য হুমকিস্বরুপ।(ওর ধর্মীয় পোস্টগুলো যেন রিভিউ করার পর পোস্ট করা হয়)



@ উদাসী স্বপ্ন
আমাকে চিনতে কষ্ট হবার কথা নয়। আগেই বলে রাখি, এই ব্লগে তোমার পোস্টে আমি মন্তব্য করবো না। পোস্টে রিপোর্টও করবো না, তবে রেটিং করবো। 0-5 যে কোনো টা। মনে রাখিও, এটা কিন্তু সামু না। শব্দনীড়ের নীতিমালাগুলো ভালো কইরা পইড়ো বন্ধু। বিশেষ করে নীচের গুলোঃ
* কাউকে ব্যাক্তিগত আঘাত করা থেকে বিরত থাকুন।
* ধর্মগ্রন্থের বাণী ত্রুটিপূর্ণভাবে উদ্ধৃত করা যাবে না।এমনভাবে ধর্মগ্রন্থের বাণী উদ্ধৃত করা যাবে না, যাতে ধর্ম বা বাণীর অসম্মান হয়।প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধঅনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তিকে হেয় করে কোনো মন্তব্য করা যাবে না।
* কোন ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর মন্তব্য কিংবা লেখা পোস্ট থেকে বিরত থাকুন।
* কোন ব্যাক্তি একাধিক ইউজার নেম ব্যবহার করে এখানে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

চিন্তাধারা হোক বিস্তৃত, ভাষা হোক সংযত। হ্যাপি ব্লগিং....

১৪| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একটি বিজ্ঞপ্তিঃ চিন্তাধারা হোক বিস্তৃত, ভাষা হোক সংযত




"নক্ষত্ররা হাতে হাত রেখে হয় ছায়াপথ" শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে শব্দনীড়। নক্ষত্র যেমন নিজে পুড়ে চারপাশ আলোকিত করে, লেখকরাও তেমন জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। অজ্ঞতা, অন্ধকার, কুসংস্কার দূর করার প্রত্যয়ে। অনাচার, অত্যাচার, ঘৃণা-বিদ্ব্যেষ মুক্ত বৈষম্যহীন সমাজের প্রত্যাশায়। আমি নিজে নক্ষত্র হতে পারিনি(সেভাবে লিখতে পারি না/লিখি না), তাই অন্তত গ্রহ হয়ে নক্ষত্রদের সাথে পথ চলার চেষ্টা করি।

এবার নক্ষত্রের গল্প করি,
দৃশ্যমান মহাবিশ্বে(The observable universe) ছায়াপথ রয়েছে কমপক্ষে ১০০ বিলিওন(১০^৯)। প্রতিটা ছায়াপথে রয়েছে ১০০ বিলিওন(১০^৯) থেকে ১০০ ট্রিলিওন(১০^১২) নক্ষত্র বা তারা। এ রকম একটা ছায়াপথে আছি আমরা। যার নাম নাম আকাশগঙ্গা বা মিল্কিওয়ে। এই ছায়াপথে আছে ২০০ - ৪০০ বিলিয়ন নক্ষত্র(মেঘমুক্ত রাতে আকাশে আমরা তার অল্প কিছু অংশই দেখতে পাই)। সূর্যও তেমন একটা নক্ষত্র। এর থেকে জন্ম হয়েছে সৌরজগৎ। যার একটা অংশ আমাদের পৃথিবী। সেই পৃথিবীর কোন এক দেশের, কোন এক শহরের ছোট্ট বাসায় বসে ল্যাপটপ/পিসিত/ট্যাব/মোবাইলে টাইপ করে ব্লগ লিখি। বড় কয়েকটা ডিগ্রী আছে আমার, চারলাইন পড়ে দু'লাইন লিখে ভাবি, "বিরাট বড় লেখক আমি, অনেক বেশী জ্ঞানী। কীসের ধর্ম, কীসের কী! সব সালারা জঙ্গী।"


মূল লেখাঃ
গতকাল(১০.০৪.১৯) ব্লগে এসে নতুন বন্ধুর তালিকায় "উদাসী স্বপ্ন"(https://www.shobdonir.com/Fadeddreams) নিকটা দেখে একটু অবাক হয়েছিলাম। আরে! এই নিক আর প্রোপিক তো আমার চেনা! এ তো সামহোয়্যার ইন ব্লগের অন্যত্তম সিনিয়র সদস্য! কয়েকদিন আগে আমাকে উদ্দেশ্য করে একটা পোস্টও দিয়েছিল! (ওর আজকের পোস্টটা পড়েছি। এ সেই উদাসী। ইইই)

মনে প্রশ্ন জাগতে পারে, নতুন অনেক সদস্যই তো ব্লগে আসে। সবাইকে রেখে হঠ্যাৎ উদাকে নিয়ে আমি লিখছি কেন?
- "মরুভূমির জলদস্যু, অর্ক, জাহিদ অনিক, রোদেলা নীলা, নিতাই বাবু, লক্ষণ ভাণ্ডারী, অপু তানভীর(নতুন সদস্য, দারুন গল্প লিখে). ... ... সহ আরো অনেকেই তো শব্দনীড়ের পাশাপাশি অন্য ব্লগেও লিখে। তাদের নিয়ে তো প্রশ্ন তুলি নি। নীতিমালা মেনে যে কেউ এক/একধিক ব্লগে লিখতেই পারে। তবে উদাসীর ক্ষেত্রে একটা কিন্তু আছে -

সমালোচনাঃ আমার চোখে "উদাসী স্বপ্ন"
ওর পজিটিভ দিকঃ
* উদাসী স্বপ্ন লিখে গুগলে সার্স দিলে কয়েকটা ব্লগের বেশ কিছু আইডি পাওয়া যাবে। সবগুলোর লগইন/ইউজার নেম(fadeddreams), ও প্রোপিক সেম(বাচ্চার)। ধরেই নিচ্ছি নিক লুকিয়ে ব্লগিং করার মানসিকতা তার নেই, বিষয়টা অবস্যই প্রশংসার।(তার মাল্টি নিক থাকতে পারে, আমি চিনি না)
* মন্তব্য করুক বা না করুক, সে ব্লগের সাথে থাকার চেষ্টা করে। খুব কম ব্লগার পেয়েছি যারা এক দশকেরও বেশী সময় ব্লগের সাথে আছে। তাদের মধ্যে উদাও একজন।
* ওর স্মৃতিচারণ, রম্য, টেকনোলজি নিয়ে লেখাগুলো ভালো।(কিছু পোস্টে লেঞ্জুয়া থাকে। "কুমিরের লেজ খাঁজ কাটা" গল্পটার মত)


♦ এ পর্যন্ত তো সবই ঠিক আছে! তাহলে সমস্যা কোথায়?
ওর সমস্যা কিছু বিশেষ লেখায়। মুক্তচিন্তা/যুক্তির নামে বিশেষ একটা ধর্ম এবং তার ধর্মীয় নেতাকে অনর্থক হেয় করায়, অনর্থক কটাক্ষ করায়। সেসব লেখায় কেউ তার বিরোধীতা করলে/মতের অমিল মন্তব্য করলে, সেই ব্যাক্তিকে আক্রমণাত্মক মন্তব্য করায়(জঙ্গী, সন্ত্রাসী, ধর্মান্ধ .... ট্যাগ দেয়া)। ফলাফল, আক্রমণ আর পাল্টা আক্রমণে ব্লগের পরিবেশ অশান্ত, ব্লগারদের মধ্যে পারষ্পরিক শ্রদ্ধাবোধ ও সম্পৃতি নষ্ট। আর ব্লগ নিয়ে ভিজিটরদের মনে এক নেগেটিভ ধারণ।

কটুক্তি ও বিদ্ব্যেষপূর্ণ পোস্ট না লিখে গঠনমূলক সমালোচনা(কাউকে হেয় না করে, ভূলগুলো ভদ্রভাষায় তুলে ধরা) করার জন্য তাকে অনেকেই বুঝিয়েছে। কিন্তু কাজ হয় নি। সারমেয়র মত তার লেঞ্জুয়া বাঁকাই থেকেছে।
সে অনেকটা ব্ল্যাক হোলের মত। যার জন্মটা নক্ষত্র থেকে হলেও এখন আর আলো দেয় না। এখন সে নিকষ কালো, অন্য নক্ষত্রের আলোতেও যার অন্ধকার দূর করতে পারে না। হবে কীভাবে! ব্ল্যাক হোল যে সব কিছুকে গ্রাস করে ফেলে, এমনকি আলোও। পদার্থবিদ্যার সকল সূত্র যে এখানে অকার্যকর। (সামু ব্লগে এমন অনেক পোস্ট ও মন্তব্য আছে, যার কারণে ব্লগে ঝামেলা হয়েছে। ব্লগারদের মধ্যে মনোমালিন্য হয়েছে। এর জন্য ও সহ অন্য অনেকে সাময়িক ব্যান হয়েছে। সেসবের লিংক দিলাম না। আগ্রহীরা ওর ব্লগে গেলেই দেখতে পাবেন)


@ শব্দনীড় ব্লগ কর্তৃপক্ষ
১. ব্যাক্তি আক্রমণ করে কিছু লিখবো না বলে ঠান্ডা মাথায় ভূমিকাসহ এতবড় পোস্ট লিখছি। লেখার কারণ স্পষ্ট, আমি চাই না এ ব্লগে কোন অস্থিতিশীল পরিবেশ/বিশৃঙ্খলা সৃষ্টি হোক। দু-একজন লেখকের জন্য শব্দনীড়ের বদনাম হোক। আমার ব্লগ, টুডে ব্লগ বা সামু ব্লগের মত শব্দনীড়ের দিকেও আঙুল উঠুক। তাই এই অগ্রীম পোস্ট।
ওজনস্তর যেমন সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের রক্ষা করছে, ব্লগ কর্তৃপক্ষের কাছেও তেমনটা আশা করছি। আমরা শুধু আলোটা চাই, এমন কোন ক্ষতিকর রশ্মি নয় যেটা জীব জগতের জন্য হুমকিস্বরুপ।(ওর ধর্মীয় বিষয় সংক্রান্ত পোস্টগুলো নীতিমালার ভেতর কি না সেটা লক্ষ করা হোক। নীতিমালার ভেতর থাকলে আপত্তি নেই।)



@ উদাসী স্বপ্ন
আমাকে চিনতে কষ্ট হবার কথা নয়। আগেও বলেছি, এই ব্লগে তোমার পোস্টে আমি মন্তব্য করবো না। সত্যি করবো না। তবে রেটিং করবো, 0-5 যে কোনো টা। মনে রাখিও, এটা সামু না। আর এর মডু কা_ভা না। শব্দনীড়ের নীতিমালাগুলো ভালো কইরা পইড়ো বন্ধু। বিশেষ করে নীচের গুলোঃ
* কাউকে ব্যাক্তিগত আঘাত করা থেকে বিরত থাকুন।
* ধর্মগ্রন্থের বাণী ত্রুটিপূর্ণভাবে উদ্ধৃত করা যাবে না।এমনভাবে ধর্মগ্রন্থের বাণী উদ্ধৃত করা যাবে না, যাতে ধর্ম বা বাণীর অসম্মান হয়। প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তিকে হেয় করে কোনো মন্তব্য করা যাবে না।
* কোন ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর মন্তব্য কিংবা লেখা পোস্ট থেকে বিরত থাকুন।
* কোন ব্যাক্তি একাধিক ইউজার নেম ব্যবহার করে এখানে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।


কৈফিয়তঃ
আমি বাক-স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে। আস্তিকতা বা নাস্তিকতা নিয়ে আমার মাথাব্যথা নেই। যার কাছে যেই ধর্ম/বিশ্বাস ভালো লাগে সে তাই নিয়ে থাকুক। পরষ্পরের মধ্যে সম্পৃতির জায়গাটা অক্ষত থাকুক। মাথায় রাখতে হবে বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়, অযাচিতভাবে করো ধর্ম বিশ্বাসকে আঘাত করা নয়। উগ্রতা দিয়ে কখনোই কিছু প্রতিষ্ঠিত হয় নি, হবেও না। কোন একটা বিষয় আমার ভালো নাই লাগতে পারে, সেটার সমালোচনা হোক সম্মানের সাথে, অযৌক্তিকভাবে। চিন্তাধারা হোক বিস্তৃত, ভাষা হোক সংযত। হ্যাপি ব্লগিং...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.