নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

২৩। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে ছবিব্লগ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬


ড্রাফটে রাখা পোস্টগুলো চেক করছিলাম(সেসব সহি সালামতে আছে কিনা দেখার জন্য)। হুট করে একটা ছবি ব্লগ পেয়ে গেলাম। ভাবলাম অংবং কিছু একটা লিখে পোস্ট করি। বাস্তবে আমি তিনটি উপজাতীকে(দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৪৫টি) কাছ থেকে দেখেছি/মিশেছি। সাঁওতাল- রাজশাহীতে গিয়ে, চাকমা- আমার ক্লাসমেট ছিল(রাঙামাটির), খাসিয়া- সিলেটের জাফলং এ। আলাদা কৃষ্টি, কালচার, সংস্কৃতি হলেও, মোটের উপর সবাইকেই ভালো লেগেছে। এবার শুধু ছবি দেবঃ
১। চাকমা
২-৩। মারমা(পটুয়াখালীতে এরা রাখাইন নামে পরিচিত।
৪-৫। গারো সম্প্রদায়। এদের পরিবারের প্রধান হয় মেয়েরা। গলায় এক গোছা মালা, আর মাথায় পাখির পালক দেখলে সহজেই বোঝা যায়।
৬। ত্রিপুরা। এরা নাচে খুব এক্সপার্ট। কলসীর উপর উঠে, মাথায় বোতল/কলস রেখে কিংবা হাতে প্লেট ঘুরিয়ে ক্যামনে যে নাচে!
৭। মনিপুরি, এদের পাবেন সিলেটে।
৮-৯। সাঁওতাল।
১০। রাজবংশী।
১১। এরা কারা জানি না।



⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ পোস্টটিতে আপাতত মন্তব্য করতে পারবেন না।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটা বিয়া করমু দেইখেন সীট খালি আছে কি না ? ;)
ছবি দেইখা মনটা জানি কেরুম য়ুরুম বুরুম করবার লাগছে এই রাইতের বেলা :P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছিঃ ছিঃ মামু,

এত এত বাঙালী মাইয়া রাইখা শেষ মেস উপজাতীর উপর ক্রাশ!!!!;)


সাবধান! এদের জামাই হলে ইঁদুর বিড়াল খেতে হবে কিন্তু!!!

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাপু, এদের মইধ্যে কোন গোষ্ঠীর উর্বশীদের রূপ বেশি সুন্দর? ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এদের কেউ শ্যামলা, কারও আবার নাক বোচা। আপনি বাইদানিকে দেখতে পারেন...:P

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


ভালো, আমাদের মেয়েদের ছবি দেখতে ভালো লাগছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুড।

মেয়েরা মায়ের জাত। তাদের আমি ভালোবাসি, সন্মান করি।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো ভালো ভালো সাধু ! সাধু! সাধু !
আমার পরিচিত একজনের বাড়িতে গিয়ে একবার 30-35 টি ফটো পেয়েছিলাম; সঙ্গে 70-75 টি ঠিকানা। পরে খোঁজ নিয়ে জেনেছিলাম এগুলো সবই কোথাও না কোথাও পাত্রীর ঠিকানা বা তাদের ছবি। যদিও বিয়ে করেছিল এগুলো বাইরে অন্য আরেকটি মেয়েকে।
হা হা হা ... আপনার আজকের পোষ্টের সব ছবিগুলোই অতীব সুন্দর। জানিনা এর মধ্যে সেই জন আছে কিনা .... ছবিতে এখনো পর্যন্ত আমার হিসেব অনুযায়ী 173 জনের ছবি মিলেছে অবশ্য ।

তবে মেয়েগুলির কিন্তু গুন আছে । ওরা পাত্রকে কোথাও রিং ডান্স , হাই হক ডান্স, হর্নবিল , বিজু সহ বিভিন্ন রকম নাচ ও গান শুনিয়ে মুগ্ধ করে বড় ।
শুভকামনা ও ভালোবাসা জানবেন ।।




১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শুভ সকাল।

মজার স্টোরি:D


173জন!! আপনি তো দেখি গুনে গুনে হিসেব করেছেন! মতলব কী??:P

হ্যাঁ। উপজাতিরা অনেক গুনি মেয়ে। নাচ গান তো আছেই, সাথে প্রচুর কাজ করে। গারো আর খাসিয়াদের পরিবারের প্রধান মেয়েরা। বুঝেন ব্যাপারটা...;)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: thanks

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬

মুক্তা নীল বলেছেন: দেখলাম,জানলাম ও বুঝলাম। পোস্টে ভালোলাগা +++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যালো মন্ডল ভাই! ছবিগুলো ভালোই। আপনি বইমেলায় যাওয়ার কথা বলেও ফাঁকি দিলেন। এখন বলেন কবে আসছেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হাই সম্রাটজ্বী,

ধন্যবাদ

গতবারও মেলাতে গিয়েছিলাম চারজন, তবুও কারো সাথে দেখা করি নি(সাহস পাই নি)। এবারও হয়তো সেটা হবে।(প্রটেকশন ছাড়া পরিচয় দিয়ে মেলায় যাওয়া রিক্স। নানা নিকে অনেকের সাথে ক্যাচাল করেছি। সবচেয়ে বড় ভুল করেছি, এক নিকে নিজের ছবি দিয়ে। দুজন জুনিয়র অবস্য মেলায় গিয়েছিল। আমি যদি যাই, লুকিয়ে যাব।):(

দুঃখ পাইয়েন না। জানি, দেখা হবে....(কোন একদিন):)

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
লেখক বলেছেন ১১ নম্বরে কারা জানেন না? আরে এরাই তো আসল হুর পরী।;) লাস্ট পোস্ট হলুদের ছবি না দেয়াটা এখানে পুশিয়ে দিলেন। এই হুর পরীরাই আমাদের সামু ব্লগে এসে হানা দিয়েছে....... ;)

১১ নাম্বারের ডান দিক থেকে ৩ নাম্বারটা বুকিং দিব ঠিক করেছি। :`> হাসু মামা এটারেই পছন্দ করল নাকি কে জানে X(( X(( X(( এইটারে দিমু না আমি.........। :-P
ছবি ব্লগীয় পোস্ট দারুন হয়েছে ++++।
ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কিসের শুভ সকাল? X(
এত এত ছবি রেখে ১১নম্বরে নজর কেন?? তাও আবার ডান দিক থেকে ৩ নাম্বার পজিসন????X(
ওটা ওলরেডি বুকড।।X( কতদিন থেকে তারে আমি ড্রাফট করে রেখেছি...:(

(মাইরি বলছি দাদা, এডিট করার আগে আমি লিখেছিলাম, "১১. ডান দিক থেকে ৩ নাম্বারটা একসময় আমার ক্রাশ ছিল।"। অনেকে লুল ভাবতে পারে বলে পরিবর্তন করে দিয়েছিলাম। আর আপনি কি না!!!!X(X(X(

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

নীল আকাশ বলেছেন: (মাইরি বলছি দাদা, এডিট করার আগে আমি লিখেছিলাম, "১১. ডান দিক থেকে ৩ নাম্বারটা একসময় আমার ক্রাশ ছিল।"। অনেকে লুল ভাবতে পারে বলে পরিবর্তন করে দিয়েছিলাম। আর আপনি কি না!!!!X(X(X(

ড্রাফটে কয়দিন পরে ছিল আল্লাহ মালুম! X( X(( X( দুর এটা কিছু হলো! :( ব্লগে এসে এই প্রথম ক্রাশ খেলাম আর আপনি কিনা এটার মধ্যেই ভাগ বসাতে চান। দিমু না, ছবি আফনে তুলছেন দেখেই কপিরাইট পেয়েছেন নাকি?? X( X( X(

কতদিন হলো ড্রাফটে রেখেছেন গুনে গুনে বলুন? :(( বেশি দিন হলে কিন্তু একটার সাথে একটা ফ্রী পাবার চান্স আছে! :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ড্রাফটের তারিখঃ
উপজাতী - ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৫
এডিট করুন|মুছে ফেলুন :)

একটাও ছবি আমার তোলা নয়। ;) সব গুগল থেকে কপি মারা:D

যান, এবার সব কয়টারে দিয়ে দিলুম। একদম ফিরি। :D:P

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

নীল আকাশ বলেছেন: উপরের ছবি নিমু না, আমার ৩ নাম্বার সুন্দরী নাই!! :(( :(( :((

মন্ডল ভাই, এই পোস্ট টা দেখেছেন Click This Link
একে কি করা উচিৎ??

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে বাবা, ওকে। আপনাকে ১১(৩)ই দেয়া হল। এবার খুশি তো:)


পলিগেমির পোস্টটা পড়েছি। মন্তব্যও করেছি। ও শুরু থেকেই বিতর্কিত পোস্ট দিচ্ছে। ঠিকমত প্রতিউত্তর করে না। আপনার সহি তরিকাই রিপিট করি, পাগল ছাগলদের ইগনোর করাই বেটার।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮

নয়া পাঠক বলেছেন: মনে করছিলাম দুয়েকটা আমিও বুক কইরা থুমু। কিন্তু আমনেরা যেমতে কাড়াকাড়ি করতে আছেন, তাই আর কিছু কইলাম না। তয় একখান কতা, হাসু মামার লাইগ্যা কিন্তু একটা থুইয়েন কইলাম, না অইলে মামায় রাগ করব।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বুকিং দ্যান, সমিস্যা নাই। এখন প্রতিযোগী কম, আমি নিজের নাম প্রত্যাহার কইরা নিছি..:)

মামু তো একটা বিয়া করছেই, আবার কেন??:P


অ. টঃ
নয়া পাঠকবলেছেন: @ পাঠকেরপ্রতিক্রিয়া ! ম......ণী ছিঃ, মিতা ছিঃ, এইডা তুমি কি শব্দ ইউজ করলা...? এখনি শায়মা'পুর কাছে ক্ষমা চাওয়া উচিত তোমার। তুমি ....... একটা যাচ্ছেতাই! তুমি ........ নাহ ভাষা খুঁইজা পাইতাছি না।
ও মিতা! কাম অন! না বুঝেই এত রিঅ্যাক্ট কেন!!?
পাপ্রর নামে হাজারো অভিযোগ!!! দঃখে দেখছি নিক আবার পাল্টাতে হবে। :()

আমি আবারও বলছি, শায়মা হল মক্ষীরাণী।
(মৌচাকের প্রধান/প্রাণ হল রাণী মৌমাছি। তাকে ঘিরে পুরো মৌচাক গড়ে ওঠে। ঠিক তেমন আমার কাছে শামা হল এ ব্লগের প্রাণ। ওকে ছাড়া ব্লগটা আমার ফাঁকা ফাঁকা লাগে। তাই সে ব্লগের মক্ষীরাণী। আর আপনি শ্রমিক মৌমাছি। সে আমার বড়, তাকে আমি ইচ্ছে করেই জ্বালাই। ক্লিয়ার। )



ভালো থাকবেন। গুড বাই।:)

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

ঢাবিয়ান বলেছেন: ঝলমলে রংচঙা সব ছবি। অনেক ভাল লাগল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :P

thanks :)

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দর ছবি ব্লগ.. ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভিতর নারীরাই কি সংখ্যাগরিষ্ঠ ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ


##ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরভিতর নারীরাই কি সংখ্যাগরিষ্ঠ ?
.. জানা নেই।
উপজাতিরা অনেক গুনি মেয়ে। নাচ গান তো আছেই, সাথে প্রচুর কাজ করে। গারো আর খাসিয়াদের পরিবারের প্রধান কিন্তু মেয়েরা।;)

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: কেমন আছেন ভাই? আমার লেখা শোভার মৃত্যু গল্পটি আলোচিত ব্লগে এসেছে। সময় করে পড়ার অনুরোধ রইলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভালো আছি।

পড়ে এলাম। সুন্দর গল্প:)

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার ছবি ব্লগ। +++

গত রাস পূর্ণিমায় কমলগঞ্জ গিয়েছিলাম, মধ্য রাত অবধি রাধা-কৃষ্ণ'র পালাগান দেখেছি। এর আগে ২০১৪'তে খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবও দেখার সৌভাগ্য হয়েছিল। গত ডিসেম্বরে ভারতের নাগাল্যান্ড এর "হর্ণবিল ফেস্টিভ্যাল" এ দেখেছি নাগামিজ ১৭টি আদিবাসী জনগোষ্ঠীর কালচার নিয়ে ব্যাপক আয়োজন, যেখানে ইউরোপ আমেরিকা থেকে বহু পর্যটক শুধু এই উৎসব দেখতে আসে। দুঃখ হয়, আমাদের দেশে এরকম উদ্যোগ একেবারেই চোখে পরে না।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে ধন্যবাদ। :)

আপনি বেশ কয়টি উৎসব সরাসরি দেখেছেন শুনে খুশি হলাম। আমাদের দেশেও উৎসব গুলো সার্বজনীন করা দরকার।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

মনিরা সুলতানা বলেছেন: আমার এদের এই কালচার তা দারুণ লাগে , ধ্রোবাউড়া তে পরিবার প্রধান মা শুনে আমি মুগ্ধ হয়েছিলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভালোই নাম, ধ্রোবাউড়া!!!

গারো আর খাসিয়াদের পরিবার প্রধান মেয়েরা।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া !



চমকার পোস্ট। এরা আমাদের রাষ্ট্রভুক্ত হলেও মনে হয়, তাদের আমরা রেখেছি যোজন যোজন দূরে ঠেলে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে ছবিব্লগই শুধু নয়, লিখুন তাদের ভাষা-বর্ণমালা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, সমাজ কাঠামো ইত্যাদি নিয়েও। বর্নাঢ্য এদের লোকজ সংস্কৃতি, পোষাক-আষাক, এদের সমাজ কাঠামো, এদের ধর্মীয় বিশ্বাস।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ জনাব। :)

সময় করে লেখার চেষ্টা করবো। আমাদের সহব্লগার..
কুঙ্গ থাঙ - এর বাংলা ব্লগhttps://www.somewhereinblog.net/blog/kungothangblog
মিঠুন চাকমা - এর বাংলা ব্লগhttps://www.somewhereinblog.net/blog/mithunchtblog

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.