![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না গুগল আজ কোন ডুডল করে নি। ছবিটা আগের, কোন এক একুশের। তবে বিশ্বের ১৮৮টি দেশে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে(২০০০সাল থেকে পালিত হয়ে আসছে)। বাংলা বর্তমানে চতুর্থ বৃহৎ মাতৃভাষা(প্রায় ২৮কোটি লোক বাংলায় কথা বলে)। মায়ের ভাষার জন্য প্রাণ দিতে পারাটা কি কম গর্বের?
প্রশ্ন উঠতেই পারে, শহীদ দিবস ৮ই ফাল্গুন না হয়ে ২১শে ফেব্রুয়ারি কেন? এ নিয়ে সামুতে আগে কম তর্ক হয় নি।(দিবসটি আন্তর্জাতিক হওয়ায় আমি ২১তারিখকেই সমর্থন করি)। সে যাই হোক, ইতিহাসের পাতায় সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর নাম লেখা রবে স্বর্ণাক্ষরে।
ছোট বেলা ভাবতাম, রাষ্ট্রভাষা উর্দু মানে দেশের সবাইকে উর্দুতে কথা বলতে হবে। মানে সবখানে বাংলার জায়গায় উর্দু("কন হে বে তু?/আপ হে কন" জাতীয়)। বড় হয়ে ভুল ভেঙেছে, উর্দুকে জাস্ট প্রশাসনিক/দাপ্তরিক কাজে ব্যবহার করা হত(আমি অবস্য ইংরেজীর পক্ষে ভোট দিতাম)।
এবার আসি একুশের চেতনায়। একুশ মানে মাথানত না করা, ক্ষমতাবানদের চাপিয়ে দেয়া অন্যায়ের প্রতিবাদ করা, নিজেদের আলাদা স্বত্তাকে চিনতে পারা। ভারত থেকে ভাগ হবার পাঁচ বছর পর নেতারা বুঝতে শুরু করলো, আমাদের মিলের(ধর্ম) চেয়ে অমিল(ভাষা, জাতী, সংস্কৃতি...) বেশী। নেতারা ভুল করলে জাতীকে অনেকদিন ভুগতে হয়। হলও তাই: ৪৭-৭১পরাধীন হয়ে থাকলাম, লক্ষপ্রাণ ঝরে গেল(কাশ্মীরীরা তো এখনো ভূগছে)।
চলো স্বপ্ন দেখি, বিজয়ের শপথ রাখিঃ
৭১সালের তলা বিহীন ঝুড়িটা আজ অনেক সমৃদ্ধ। সে এখন বিশ্বে ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। তাঁর ১৬-১৭কোটি সন্তান(৮ম), ৩৩বিলিয়ন রিজার্ভ(দক্ষিন এশিয়ায় ২য়), ২৫.৩৭লক্ষ কোটি টাকার জিডিপি, প্রবৃদ্ধি ৭.৮%(ভালো অবস্থা)।
তারপরও হতাশ হই, দেশে এখনও ২১.৮%লোক দারিদ্র(১১.৩%অতি দারিদ্র), লক্ষ লক্ষ বেকার, দুর্নীতিতে আমরা ১৩তম, গণতন্ত্রে ৮৮তম(১৬৫দেশের মধ্যে)। এর দুটো দিক আছে, পজিটিভ দিকটা হল: ম্যান পাওয়ারকে যদি আমরা ঠিকমত কাজে লাগাতে পারি, দুর্নীতি দুর করতে পারি, সুস্থ রাজনীতির চর্চা করতে পারি, দেশ কিন্তু অনেক দুর আগাবে। কিন্তু সমস্যা একটাই, আমাদের দেশের মহাসড়গুলোতে(উন্নয়নের মহাসড়কটাও ধরুন) কিন্তু দুর্ঘটনা প্রচুর হয়, দু বছর পর পর রিপেয়ার করতে হয়...
⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ পোস্টে মন্তব্য সুবিধা নেই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১৯৫২তে ছাত্ররা ঠিক কাজই করেছে, বেকুবি করেছে রাজনীতিবীদরা(এখনও করছে)।
ছাত্র-জনতা না জাগলে দেশ স্বাধীন হতো না, মাইন্ড ইট।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
৭২'এ দেশ ছিল তলাহীন, ২০১৯ সালে বাংলার বউয়েরা স্বামীহীন; স্বামীরা মালয়েশিয়া ও আরবদের তলা লাগাচ্ছে, আপনি যাতে বাংলার তলা খুঁজে পান।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার মন্তব্যকে সমীহ করছি।
এটা বুঝতে হবে সরকার জোর করে কাউকে বিদেশ পাঠায় না। বর্তমান প্রেক্ষাপটে ১কোটি লোকের রেমিটেন্স বাদ দিলে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। (এর সমাধান হল, ১৬-১৮ বছর বয়সীদের বিদেশ পাঠানো হবে। ৮-১০বছর থাকার পর তারা দেশে এসে ঘর-সংসার করবে। প্রবলেম সলভড..)
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
প্রবাসী পাঠক বলেছেন: মায়ের ভাষার জন্য আর কোন জাতী প্রাণ দেয় নি
তথ্যটা ভুল!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।
এ নিয়ে পড়লাম। লাইটা ঠিক করে দিয়েছি..
https://blog.mukto-mona.com/2011/02/07/13277/
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: একুশ মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।আর এই দিবসে শহীদদের জন্য বেশী বেশী করে দোয়া করতে হবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ভালো থাকুক বাংলা মায়ের গর্বিত সন্তানেরা।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: আমি সংবাদ পত্রের চেয়ে নিউজ পোর্টাল গুলি বেশি দেখি । আজ সকাল থেকে ঢাকা শহরের মর্মান্তিক দুর্ঘটনার খবরটি দেখে বাস্তবে কোন পোস্ট পড়তে ভালো লাগছে না।
মাতৃভাষার বীর শহীদদের প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দাদা, অগ্নিকান্ডের ঘটনাটা খুবই মর্মান্তিক।
আজ একটু সময় নিন। পরে পোস্ট পড়বেন।
ভালো থাকুন।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
রাজীব নুর বলেছেন: বেশির ভাগ বাঙ্গালীদের তো মাথাই নেই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাথা আছে তবে মগজ নেই, থাকলেও কম।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দিবসটি আন্তর্জাতিক হওয়ার আগে বাংলা কী দোষ করেছিল? তখনও কি ৮ ফাল্গুন দিবসটি পালন করা হত?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাংলা ভাষা আর বাংলা তারিখ, দুটো আলাদা বিষয়। আমাদের সব কিছু ইংরেজি ক্যালেন্ডার দেখে হয়। পহেলা ফাল্গুন আর পহেলা বৈশাখ ছাড়া বাংলা তারিখ মনে রাখে কে? এটাও তেমন..
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭
যাযাবর চিল বলেছেন: ভুল! প্রশাসনিক ভাষা ছিল ইংরেজি, উর্দু না। পাকিস্তানের সংবিধানে বলা হয় ৭২ সাল পর্যন্ত প্রশাসনিক ভাষা থাকবে ইংরেজি এরপর প্রেসিডেন্ট চাইলে অন্য ভাষা করতে পারেন।
আর আউয়াল এবং অহিউল্লাহকে কই পাইলেন? এই প্রথম শুনলাম এদের নাম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দাদা, কুল। আমি গল্পটা বলেছি ৫২সালের আলোকে। তখন উর্দু নিয়েই কথা হত, ইংরেজি হয়েছে সংবিধান প্রণয়নের পর। (১৯৫৪ সালে পাকিস্তানের খসড়া সংবিধান প্রণীত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ থেকে সংবিধান কার্যকর করা হয়।)
#আউয়াল এবং অহিউল্লাহকে কই পাইলেন?
অমর একুশে আজ /জাতীয়/দৈনিক ইত্তেফাক ..
or, http://www.ittefaq.com.bd/national/30705/
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
ভাল লিখেছেন।
আমার একটি পুরনো লেখা একটু পড়ে দেখবেন -
আমাদের মহান একুশ যে ভাবে হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
লেখাটি পড়েছি। অনেক কিছু অজানা ছিল, আজ জানা হল..
http://www.weeklyekota.net/?page=details&serial=1053
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮
মনিরা সুলতানা বলেছেন: ভালোলেখা!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
সাহিনুর বলেছেন: ২১ মানে সেই সময়ে যারা মাথা উঁচু করে আমাদের বাংলা ভাষা কে সবার মনে জায়গা করে দিয়েছেন সেই সমস্ত মহান বিরু সন্তানদের জন্য মাথা নত করা , আমি করি ।
আর ভাইয়া যদি একটু সময় করে উটতে পারেন তাহলে আমার লেখা ''আমি রোজ স্বপ্ন দেখি '' কবিতাটি কেমন হয়েছে এবং যদি পারেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন ।
ভালো থাকবেন
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তাই তো! শহীদদের ত্যাগের কাছে মাথা নত তো হয়ই..
আমি কিন্তু কবিতা কম বুঝি। তারপরও পড়ে দেখি, কেমন লাগে..
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবাই দেশের টাকা নিজের করতেই ব্যস্ত, তাই দুই বছর পর পর এদেশের রাস্তা মেরামত করতে হয়! নয়তো দশ থেকে পনেরো বছর কোন রাস্তায় খরচ করতে হতোনা রাষ্ট্রের। শুধু রাস্তা না, এদেশের সবক্ষেত্রেই রাষ্ট্রীয় টাকার অপব্যবহার হয়ে আসছে একমাত্র দুর্নীতি আর সমতাহীন রাজনীতির কারণে। তারউপর মিথ্যার দাপটে দায়িত্বশীল নাগরিকেরও বড়ই অভাব বর্তমান সমাজে!
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান দরকার সরকার ও জনগণের।
আপনার পোস্ট পড়ে দেশ ও দেশের মানুষ সম্পর্কে জানতে পারলাম অনেক গৌরময় ইতিহাস। ভালো লাগলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: খুবই সুন্দর মন্তব্য করেছেন। সহমত। মন্তব্যে লাইক।
আমরা ব্যক্তিস্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখি, দুর্নীতিকে না বলি।
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
২১ মানে জিন্নাহ সাহেব বেকুব ছিলেন, ও ততকালীন ঢাকা ইউনিভার্সিটি, মেডিক্যাল কলেজ ও ইন্জিনিয়ারিং'এর ছাত্ররা বুদ্ধিমান ছিলেন না।