নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

২৮। লজ্জিত নাগরিক, বিব্রত ব্লগার।

১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

[link|https://www.somewhereinblog.net/blog/JONOTA_123007/30228593| ফটো ব্লগঃ মুক্তিযুদ্ধের কিছু দুর্লভ স্থিরচিত্র - আমি তুমি আমরা
. Click This Link সামু ব্লগের সর্বকালের সেরা ৯০টি রম্য পোস্ট সংকলন - রেভোল্যুশন ব্ল্যাক
https://www.somewhereinblog.net/blog/jol001/29895066 হুমায়ূন আহমেদ স্যারের কিছু প্রিয় উক্তি(২)....আর অগ্রিম শুভ জন্মদিন স্যার। - জলারণ্য
https://www.somewhereinblog.net/blog/opuroni/29742849 প্রিয় ইমন ভাইকে নিয়ে লেখা !! (আমার ও অন্য সকলের) - অপু তানভীর

http://www.somewhereinblog.net/blog/JONOTA_123007/29969736 সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো - আমি তুমি আমরা
. [link|https://www.somewhereinblog.net/blog/Abbas_Ali/29957283
|♣♣♣ সামহোয়্যার ইন ব্লগ সংকলন পোস্টের সংকলন ♣♣♣ - প্রবাসী পাঠক
. [link|https://www.somewhereinblog.net/blog/Abbas_Ali/29916445
| সামহোয়্যার ইন ব্লগের নির্মল বিনোদন এবং রম্য পোষ্টের সংকলন - প্রবাসী পাঠক
. [link|https://www.somewhereinblog.net/blog/revolutionblack/29636454|সামু ব্লগের সর্বকালের সেরা ৯০টি রম্য পোস্ট সংকলন - রেভোল্যুশন ব্ল্যাক
. [link|https://www.somewhereinblog.net/blog/Razybd/29319655|মডারেশন স্ট্যাটাস যদি মডুর মনের কথা প্রকাশ করতো! - আলিম আল রাজি
. [link|https://www.somewhereinblog.net/blog/sayemmoon007happy/29619581|এসো বুনো ফুল চিনি - সায়েম মুন
. [link|https://www.somewhereinblog.net/blog/bunomanush/29899573|দু এক কথায় উত্তর দিন
. [link|https://www.somewhereinblog.net/blog/bunomanush/29739202|দ্বিবর্ষপুর্তিতে ব্লগার ও সামুর মডু বরাবর খোলা চিঠি। - তন্ময় ফেরদৌস
. [link|https://www.somewhereinblog.net/blog/mahmudpiash/30251122|বঙ্গবন্ধুর অাওয়ামীলীগ ! - মাহমুদ পিয়াস
[link|https://www.somewhereinblog.net/blog/moomrahaman/29120148|কিংবদন্তীর জীবন : পৃথিবীর দুঃখীতম শিল্পী ভ্যান গঘ - মুম রহমান
[link|https://www.somewhereinblog.net/blog/nastikerdharmakathablog/28792069| শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর

https://www.somewhereinblog.net/blog /nastikerdharmakathablog /28792069
[link|https://www.somewhereinblog.net/blog/fateee/30273789|বহুতল ভবনের অগ্নি নিরাপত্তাঃ সর্বেসর্বা দুর্নীতির বিপরীতে নিরাপদ অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনা! - এক নিরুদ্দেশ পথিক
。[link|https://www.somewhereinblog.net/blog/zzamanblog/30274337|এমন আর কত "নুসরাত জাহান রাফি'র" জিবন দিতে হবে !!! - রাফা
http://www.somewhereinblog.net/blog/blogrocks/30275394| বাংলা ভাষায় সংখ্যার ব্যবহার এবং তারা আজবীয় ব্যাখ্যা - ডাব্বা
https://www.somewhereinblog.net/blog/aakashdekhi/29251244
**আমার যত ছবি ব্লগ*** (আপেডট) - আকাশদেখি
https://www.somewhereinblog.net/blog/aakashdekhi/29926892
১৫০টির বেশী খনার বচন - আকাশদেখি
https://www.somewhereinblog.net/blog/borshon11/29873129
১৮++ সমগ্র - ইরফান আহমেদ বর্ষণ
https://m.somewhereinblog.net/mobile/blog/HAKIM3/30148372


https://www.somewhereinblog.net/blog/farzul/29672251
প্রায় দেড় হাজার পোস্ট লিঙ্ক নিয়ে তৈরী যে ব্লগীয় পাঠাগার! - ফারজুল আরেফিন
♣ নিজেই বানাই নিজের ব্যক্তিগত ব্লগসাইট♣ - আরজু পনি

মন্তব্য ৭৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৪

ভুয়া মফিজ বলেছেন: মাত্র ১১ বার পঠিত? ঘটনা কি? এইটা প্রথম পাতায় যায় নাই?
কোন মন্তব্যও তো দেখি নাই......আজিব!! :(

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে Thanks,

২| ২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

ভুয়া মফিজ বলেছেন: বুঝলাম। মন্তব্য তো তাহলে করতে পারেন.....বোবা হয়ে আছেন যে বড়! :(

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সামুর নতুন নিয়ম অনুযায়ী অনসেফ(ব্রক, ওয়াচ, জেনারেল) নিক থেকে কমেন্ট অপশন বন্ধ(নিজের পেজ ছাড়া)।[ একটি ভুল পাওয়া গেছে, sorry,you are not allowed to comment in this blog]


আর কত দিন যে কমেন্ট ব্যানে থাকিব ...:(

৩| ২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

ভুয়া মফিজ বলেছেন: আপনে দুইদিন পর পর যে কি করেন!! :(

ব্লগের এমন দুঃসময়ে আপনের মতো একজন নিয়মিত ভোকালের খুব দরকার। জাদীদ ভাই রে একটা মেইল পাঠান।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জানি, সব দোষ এই কেষ্ট বেটার।

ইমেইল পাঠানোর মুড নাই। আমি গৃহবন্দী হয়েই থাকবো।
ভালো থাকবেন।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:১১

পদাতিক চৌধুরি বলেছেন: কই গেলেন আমাদের ছেড়ে এতদিন??? যাই হোক মান অভিমান ছেড়ে এবার তাড়াতাড়ি চলে আসুন । আমরা আপনাকে প্রচন্ড মিস করছি।

১৩ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রোফাইল সহ মন্তব্যগুলো পড়ুন, উত্তর পেয়ে যাবেন।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০২

পদাতিক চৌধুরি বলেছেন: সেদিনই মন্তব্য করার পরে বুঝেছিলাম সমস্যাটি।

কিছু বলার নাই। ‌ আপনার প্রথম নিকটি দিয়ে দেখুন না ।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:

৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল। আজ সারা দিন পিডিএফ এ হুমায়ূন আহমেদের অমানুষ পড়লাম। ওখানেই আছে, এ্যানির স্কুলের 100 মিটার রানে দৌড়াতে গিয়ে পড়ে গেলে জামশেদ তাকে আবার উঠে দৌড়ানোর উৎসাহ দিতে থাকে। অ্যানি ধুলো ঝেড়ে আবার উঠে দৌড়ে সবার শেষে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছালে জামশেদ সাহেবের যুক্তি ছিল, পড়ে অনেকেই যায় কিন্তু সকলে উঠতে পারে না কাজেই ধুলো ঝেড়ে আবার লক্ষ্যে পৌঁছানোর জন্য মানসিক শক্তির অধিকারী হওয়া জরুরি।
আপনি কঠিন মনের মানুষ; আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ চৌধুরি


ভালো থাকবেন। শুভরাত্রি

৭| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

স্রাঞ্জি সে বলেছেন: নিজু বদ্দা, এখনো ছাড়া দিলোনা তোমাই। মনটা খারাপ হয়ে গেল। যাক বাবা বলো তুমি কেমন আছ????

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নো মন খারাপ।

খেলোয়ারদের কি হলুদ কার্ড/লাল কার্ডকে ভয় পেলে চলে?!

শুভকামনা

৮| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ও তাহলে এই অবস্থা :D

২২ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বানর হয়ে সিংহের খাঁচার সামনে লাফালাফি করো? X(

৯| ২২ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: স্বঘোষিত বানর থুক্কু সিংহ B-))

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার খাঁচার তালাটা মডুদের খুলতে বলো, সিংহ না বিলাই দেখা যাবে...

১০| ০৯ ই মে, ২০১৯ রাত ৮:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

০৯ ই মে, ২০১৯ রাত ৮:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ♣ নিজেই বানাবো একটা ব্যক্তিগত ব্লগসাইট♣ তারপর...:D


তারাবির নামায পড়তে যাব....

১১| ২০ শে মে, ২০১৯ সকাল ১১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: সমস্যা কি এখনো মেটেনি?

২১ শে মে, ২০১৯ রাত ১০:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সমস্যার যাই হোক। আমি আমার মত চলবো।


গুড নাইট...:);):D

১২| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: লিংক একটিও কাজ করছে না। পড়া গেল না আপনার ফেবারিট পোস্ট গুলো । ভালো থাকবেন আর মনে রাখবেন সত্যের জয় অবশ্যম্ভাবী। আপনার সমস্যা দূর হোক ....

২৭ শে মে, ২০১৯ সকাল ১১:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আরজু পনির পোস্ট/শেষ লিংক ছাড়া কোনটাই সরাসরি কাজ করবে না ভাইয়ু। আমি ইচ্ছে করেই এভাবে দিয়েছি। :D


ভালো থাকুন। :)

১৩| ১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৬

জুন বলেছেন: ও ও ও ও সেজন্যই আপনাকে দেখি না পাঠক :(
আশাকরি শীঘ্রই দরজা খুলে জেনারেলের তকমা খুলে সাধারন সিপাহীর কাতারে চলে আসবেন ।cat open door himself

১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সাধারন সিপাহী কেন হইবো জুন!

জেনারেল থেকে প্রমোশান নিয়ে মেজর জেনারেল হইবো..:D

cat open door himself?
'I have no idea how he would escape the bathroom...'

১৪| ১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৮

জুন বলেছেন: ভিডিও দেখেন নাই আপনি !! :-* :-*

১৫ ই জুন, ২০১৯ দুপুর ১:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: না। এই ব্রাউজারে ফেবু ভিডিও দেখা যায় না।:(

১৫| ২৭ শে জুন, ২০১৯ রাত ১০:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখে গেলাম B-)) B-))

১৪ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: খেলা দেখি...

১৬| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নতুন পোস্ট আসে না কেন? নতুন পোস্ট দরকার।

১৬ ই জুলাই, ২০১৯ রাত ৮:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এসব আইডি থেকে আর লিখছি না।

ভালো থাকুন

১৭| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২৬

মা.হাসান বলেছেন: ''এসব আইডি থেকে আর লিখছি না।''

নুতন আইডি খুলচেন নি?

আপনাকে কয়েকদিন না দেখে ভেবেছিলাম আবার ব্যান খাইছেন, কিন্তু এর পর আবার অন্য কয়েকটা পোস্টে দেখে ভুল ভাঙলো।
সে যাক গে, দুখানা পোস্ট দিছিলাম, এর মাঝে একখান ম্যাওপ্যাও, দেখার দরকার নাই, কিন্তু ডোডো পাখিরে নিয়ে লেখা লাস্ট পোস্টে আপনি পদধূলি দিলে ভালো লাগবে।

৩০ শে জুলাই, ২০১৯ রাত ৮:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যে আইডিতে লিখি ওটা বেশ আগেই খুলেছিলাম। শত্রুর সংখ্যা বেড়ে গিয়েছে। বেনামী নিক থেকে উল্টাপাল্টাগালি খাচ্ছি, তাই মন্তব্য কম করছি(একটু দম নিচ্ছি)। আশাকরি আবার নিয়মিত হব। এই নিক না হলেও অন্য কোন নিকে...;)

ডোডো পাখির মৌলিক লেখা পড়েছি। পুরোটা বুঝতে পারিনি, তবে পাজিকে নিয়ে লেখা, এটা বুঝেছি।

আজ আমাদের ছোটখাট পিকনিক হচ্ছে। ভালো থাকুন। সময় করে দেখা হবে....

১৮| ০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: :-B

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যমের অরুচিX(

১৯| ০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

স্রাঞ্জি সে বলেছেন:


তুমি এমন নিরব হয়ে আছো কেন????? আর পোস্টের লিংকগুলো এই অবস্থা কেন। একটু ঠিক করে দিয়েন। যদি সময় সুযোগ হয় আর কি। :-B

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এখন নিরবে থাকাই মঙ্গল বৎস। ;)


ইহা ব্যক্তিগত পোস্ট, তাই এই অবস্থা
লিংক পড়তে চাইলে কপি করে থার্ড ব্র্যাকেট দিতে হবে(শেষে)

২০| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৬

স্রাঞ্জি সে বলেছেন:


ইয়েসস ফাদার তাহা জানি। =p~ অদ্যাবধি ভালো থাকিয়েন।

১০ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্যাটা বদের বদ, পাজির পাজিX(

২১| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: কি হে কাজিন আপনি গরু না ছাগল :P

ঈদ মোবারক 8-|

১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দুটোই :D

থ্যাংকস। ঈদ মোবারাক।
[সকালে স্বপ্নে দেখি, আমার বিয়ে হয়েছে। মিসেস ইন্সটাগ্রাম চালায়:(]

২২| ১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:


নিজু ভাইয়া ঈদ মোবারক। তুমি গ্রামে নাকি শহুরে। তোমার গ্রামে থ্রি কিম্বা ফোর জি গেছে।

১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঈদ মোবারাক

গ্রামে আছি। জিপিতে থ্রিজি পায় কিন্তু সিগন্যাল ভালো না। রবিতে টুজি চালাচ্ছি (EDGE, -81dBm: 16 asu)

২৩| ১৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

মানতাশা বলেছেন: *******************************************************************
উদাসী স্বপ্ন কুতায় ? ;)
*******************************************************************

২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জানি না। ওসব আগাছা না থাকাই ভালোX(


সামুতে সে ব্যান খেয়েছে, শব্দনীড়ে কয়দিন দেখলাম এখন আর দেখি না।

২৪| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৮

মানতাশা বলেছেন: *************************************************************************************
নতুন নিকে আসিলো না যে /:)
*************************************************************************************

২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হেতি অন্য নিকে লিখে না। তার কি অাত্মসন্মান নেই....!

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: আবার ব্যান খেয়েছো???

এক কাজ করো,

তুমি আর চাঁদগাজী ভাইয়া দু'জনে মিলে আমার কাছে একটা কোর্স করো-

নিজ নিক ও বেনামী নিকেও জীবনে কোনোদিন ব্যান না খাবার তরিকাগুলি :) :) :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নাহ্, আগের পতিউত্তরটা চেঞ্জ করি:



হয়

দুধভাত ব্লগিং, সে আমার কম্ম নহে

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

শায়মা বলেছেন: যাক তাহলে ব্লগিং শেখার ইচ্ছা আছে ..... :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইয়েস স্যার...;)

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৯

মানতাশা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++
কাহার মাল্টি পাঠকের প্রতিক্রিয়া? ;)
++++++++++++++++++++++++++++++++++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++
আমি মুনতাসার মালটি :D
+++++++++++++++++++++++++++++++++++

২৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গর্বেজ প্রোপিকX(

২৯| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



যা লেখেন, এগুলো মোটামুটি গার্বেজ, একটু লাফালাফি কম করেন।

০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সমস্যা পোস্টে নয়, সমস্যা হলো মগজে ও ভাবনায়




[পেঁয়াজ কোন সমস্যা নয়, সমস্যা হলো মগজে ও ভাবনায়" থেকে কপিকৃত]

৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৭:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: ওই মিঞা আমি কি করেছি???? এত বছর প্রতীক্ষায় আছি, আমার ব্লগে আপনাকে পাই না কেন???

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কিছুই করেন নি দাদা। গল্প কবিতা এখন একটু কম পড়ি তো, অনেককেই মন্তব্য করা হচ্ছে না।

[যে সময় ব্লগে থাকি ক্যাচাল করতেই চলে যায়]

৩১| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর লেখার অনেক লিংক আছে। পড়তে হবে পোস্টটির বিভিন্ন লেখা।

পোস্ট দেন না যে- সমস্যায় আছেন না কি ?

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই নিক প্রথম পাতায় ব্যান। লেখার ইচ্ছে হলে অন্য নিক থেকে লিখি।

৩২| ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এ কপষ্টে শীতল পানি ঢালার কোন স্কোপ থাকলে কইয়েন ;)
কিছু নোনাজল ঢেলে দিবোনে!

১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এখানে কোন হইচই নেই। পরিবেশটাও ঠান্ডা। তারপরও কেন ঢেলে দেবেন! :(

খুশিতে, নাকি ঠেলায়

৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার কাছে কোনটা মনে হয়?
;)

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্লগ মুক্ত হওয়ায় খুশিতে নোনা জলটা চোখের

আর ঠেলায় হলে নোনা জলটা...:P...:P(আসতাগফিরুল্লাহ্]

৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

শায়মা বলেছেন: তুমি হঠাৎ এনব ডাউন সিন্ড্রোম হয়ে গেলে কেনো!!! #:-S

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই মনে করেন ভাল্লাগে, খুশিতে, ঠ্যালায়

৩৫| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: Hello.

৩৬| ৩০ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিক্ষার প্রহর কবে শেষ হবে?

৩৭| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: আপনার কী হয়েছে, কোথায় গেলেন?
নতুন কোন নিক নিয়েছেন কি? না নিলে এ নিকেই নতুন পোস্ট নিয়ে ফিরে আসুন।

৩৮| ২১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:১৩

সোহানী বলেছেন: আরে রাগ কি এখনো কমে নাই? এখনো নিখোঁজ তালিকায় কেন? তাড়াতাড়ি আসেন!!!!!!!!!!!

৩৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১

আরোগ্য বলেছেন: ওহ মশাই আছেন নাকি গেছেন? আসুন আবার সবাই সক্রিয় হই। ব্লগটা বেজায় মুমূর্ষু লাগে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.