নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাশিয়া আর তার প্রেসিডেন্ট পুতিনের কথা বলছি। কেন? আজ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮ টায়(বিডি:১১)। এবারের নির্বাচনে পুতিনের স্লোগান ‘শক্তিমান প্রেসিডেন্ট, শক্তিশালী রাশিয়া’। পুতিন আসলেই শক্তিমান। তা না হলে আধুনিক যুগেও, প্রায় দুই দশক(১৯৯৯ - ২০১৮) ধরে ক্ষমতায় থাকতে পারে!!
পুতিনের এবারের প্রতিদ্বন্দ্বী সাতজন। যদিও এদের সবাই নির্বিষ সাপ(সবার বিষদাঁত পুতিন ভেঙে দিয়েছে)। জনমত জরিপগুলো বলছে, ৭০ শতাংশ ভোট পেতে চলেছে পুতিন। সুতরাং ভ্লাদিমির পুতিন নিশ্চিতভাবে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসতে যাচ্ছে!
এই নির্বাচনের মধ্য দিয়ে পুতিনের ক্ষমতার মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত থাকবে। অর্থাৎ পুতিনকে ক্ষমতায় বসানোর জন্য আজ রাশিয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বললে, আদতে কোনো ভুল হবে না।
আমি পছন্দ করতাম আলেক্সাই নাভালনিকে(৪২)। সে যুবক, প্রতিবাদী, এককালে ব্লগার ছিল; আর নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়। তার স্লোগান ছিল--আমরা মিথ্যা বলি না, আমরা চুরি করি না। সুন্দর না? কিন্তু প্রতারণা মামলার জন্য সে নির্বাচনের অযোগ্য হয়েছে।
যাই হোক, বিশ্বে ক্ষমতার পালা বদল হচ্ছে। আমেরিকাকে তার দাদাগিরি ভাগাভাগি করতে হচ্ছে। বিশ্ববাসী দেখছে বাঘা-বাঘা নেতাদের(বুড়োদের)। ট্রাম্প তো আছেই। চীনও শি চিন পিং কে তাদের একক নেতা বানিয়েছে। পুতিন হয়তো সেটাকে আরো বেগবান করবে।।
কৃতজ্ঞতাঃ শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই।
ছবিঃ প্রথম আলো ও নেট।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০১
১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ আড্ডবাজ ভাই। আসেন আড্ডা শুরু করি------
এফএসবিতে(সাবেক কেজিবি) কাজ করার জন্যই, জনগন তাকে ভালবাসে, মান্য করে। দেশকে কীভাবে সুপার পাওয়ারে পরিণত করা যায় পান্ডা পুতিন তা ভাল করেই জানে। ও হল রিয়্যাল হিরো!
২| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
বিশ্বে কোনকালে পুটিনের মতো এমন ভয়ংকর ক্ষমতাশালী মানব বা দানব, কিছুই ছিলো না; সে যদি মানব সভ্যতাকে ধাুলার সাথে মিশায়ে দিতে চায়, কারো কিছু করার নেই; আগামী ৬ বছর মানব জাতির জন্য খুবই ক্রিটিক্যাল সময়
১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পুতিন দুর্নীতিবাজ এটা সবাই জানে। কিন্তু জনগন তাকেই চায়। তার মত লৌহমানব রাশিয়াতে বর্তমানে নেই।
মানব জাতীর ক্রিটিক্যাল সময় অনেক আগেই শুরু হয়েছে। পাগলা ট্রাম্প, কসাই আসাদ, কট্টর মোদি এরা তো আছেই। পুতিন না হয় আরেকটু ক্রিটিক্যাল করবে?
৩| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬
আখেনাটেন বলেছেন: দেশে দেশে কায়দা করে ক্ষমতায় আজিবন টিকে থাকার নেতা বেড়ে যাচ্ছে। এটা ভবিষ্যৎ পৃথিবীর জন্য খুব একটা সুখবর নয়। কারণ এদের হঠকারী সিদ্ধান্ত বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাই তো ঘটছে। ক্ষমতার পালাবদল হচ্ছে না। কসাই আসাদ থেকে মিসাইল ম্যান কিম জং উন, সবাই ক্ষমতা চায়। তার জন্য যদি দেশকে বিকিয়ে দিতে হয়, তবুও।
৪| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
খাঁজা বাবা বলেছেন: সে বুশ পিতা পুত্রের চেয়ে খুব একটা খারাপ না।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পুতিন তুখোড় রাজনীতিবিদ। সে বুশ পরিবারকে ছাড়িয়ে যাবে।
৫| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১১
এম আর তালুকদার বলেছেন: (ব্লগার আখেনাটেন) ০৩ নং মন্তব্যের সাথে সহমত।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উনার কথা যে রাশিয়ার মিসাইলের মত। সহমত না হয়ে কি উপায় আছে??
৬| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
তারেক ফাহিম বলেছেন: কৃতজ্ঞতা : চাঁদগাজী
গাজী ভাই'র মন্তব্যে ও মন্তব্যের প্রতিত্ত্যরে কৃতজ্ঞতার অাঁশ খুঁজে পাচ্ছি না।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি চাচ্ছিলাম এই বিষয়ে পোষ্ট শ্রদ্ধেয় গাজী ভাই দিক। কিন্তু তিনি দিলেন না। অবস্য তিনিই আমাকে লিখতে বলেছিলেন।
সত্যি মন্তব্যের প্রতিত্ত্যরে কৃতজ্ঞতা প্রকাশের দরকার ছিল। তার জন্য এই অধম ক্ষমাপ্রার্থী।
৭| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
ঢাবিয়ান বলেছেন: যদি সুষ্ঠূ নির্বাচনের মাধ্যমে একই নেতা বা দল বারবার নির্বাচিত হয়, তাতে দোষের কিছু নাই। কিন্তু জনগনকে থোরাই কেয়ার করে যদি জোড়পূর্বক ক্ষমতা জবরদখল করে রাখা হয়, তবে সেটা যে কত ভয়াবহ তা আমাদের চেয়ে ভাল আর কে জানে?
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কী ঢাবিয়ান? খবর ভালো?? লেখা পাচ্ছি না কেন???
রাশিয়ার নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। বিরোধী পার্টিতো শক্তিশালী নয়। ওরা নখ-দন্তহীন বিড়াল।
৮| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
আল-শাহ্রিয়ার বলেছেন: আমার দেখা বিশ্বের সব থেকে শান্ত মস্তিষ্কের নেতা হলেন পুতিন। আগে আমরা সব সময় জানতাম অ্যামেরিকার প্রেসিডেন্টই হল সব থেকে শক্তিশালী কিন্তু পুতিন সব কিছু ওলট পালট করে দিয়েছেন। একটি তলানিতে থাকা দেশকে তিনি পুনর্জীবন দিয়েছেন। পুতিন না থাকলে নিঃসন্দেহে আজ মধ্যপ্রাচ্য জুড়ে আইএস বা আল-কায়েদা ছড়িয়ে পড়ত। সিরিয়া ইরাক সম্পূর্ণরুপে ধংস হয়ে যেত।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।
পুতিন ঠান্ডা মাথার খুনি। বোকা ট্রাম্প রাজনীতি বোঝে না। তাই আগামির বিশ্বকে পরিচালিত করবে রাশিয়া ও চীন।
৯| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
পুটিন দেশের মানুষকে রাজনীতি থেকে মোটামুটি বের করে দিয়েছে; চীন ও রাশিয়ার সরকারগুলো স্বচ্চ নয়; পৃথিবী বেশ চ্যালেন্জের দিকে যাচ্ছে
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ। নিরস/কঠিন সত্য বলেছেন শ্রদ্ধেয়।
পুতিন তুখোড় রাজনীতিবিদ। প্রতিপক্ষকে সে সমূলে ধ্বংস করেছে। আর পৃথিবী আসলেই চ্যালেন্জের দিকে যাচ্ছে। পাগলা ট্রাম্প, খ্যাপাটে কিম, আর কট্টর জাতীয়তাবাদী চীন, রাশিয়া। এদের কাছে মানুষ/মানবতার কোন মূল্য নাই। পৃথিবীবাসী কোথায় শান্তি পাবে??
১০| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:২১
আবু তালেব শেখ বলেছেন: যাইহোক পুতিনের প্রভাবে বিশ্ব শাষনে আমেরিকার দাদাগিরির কিছুটা অবসান হয়েছে। সামনে আরো হবে।
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত, আবু তালেব ভাই।
আমেরিকার দাদাগিরি শেষের পথে। উত্তর কোরিয়াই তাকে পাত্তা দেয় না! অন্যদের কথা তো বাদই দিলাম। আগামিতে সামরিক দিকে নেতৃত্ব দিবে রাশিয়া, আর অর্থনীতিতে চীন। তবে নেতৃত্ব যেই দিক পৃথিবীবাসীর জন্য সুখের খবর নেই। ওরা সবাই যুদ্ধবাজ।।
১১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৪
নতুন বলেছেন: * চীন খুব শীগ্রহী আমেরিকা থেকে সম্রাজের দাদাগীরি নিয়ে নিবে।
* আমাদের শেখ হাসিনাও কিন্তু চীনের প্রেসিডেন্টের কাছ থেকে শিখবে কিভাবে আজীবন ক্ষমতায় থাকা যায়
*পুতিন ঠান্ডামাথার খুনি... খুবই শক্ত ব্যক্তিত্ব ওয়ালা লোক।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই! শুভ সকাল। সব ব্লগার পুরাতন হয়ে গেল, আর আপনি-----
সহমত। বিশ্বক্ষমতা ব্রিটিসদের থেকে আমেরিকানরা নিয়েছিল। এখন নাহয় চীনাদের হাতে যাবে?
১২| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট এবং মন্তব্য খুব মন দিয়ে পড়লাম।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। কিন্তু পড়ে কেমন লাগল সেটাতো জানালেন না??
১৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: আসলে আমি আন্তজাতিক বিষয় গুলো খুব কম বুঝি।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও!
বেসিক কিছু বিষয় বুঝলেই হবে।
১৪| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০২
নতুন নকিব বলেছেন:
বিশ্বজুড়ে স্বৈরাচারের সদম্ভ পদধ্বনি। চীনের পরে রাশিয়া। এরপরে কে?
আপনার রাজনৈতিক বিশ্লেষন আশা করি বেশ হবে। লিখতে থাকুন। হাত খুলে।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ক্ষমতার লোভ বড় খারাপ জিনিষ ভাই। এটা মানুষেক অমানুষ করে দেয়। কসাই আসাদকে দেখুন?
কয়েক সপ্তাহ ছুটিতে আছি, তাই বকবক করছি আর কি?
ভালো থাকবেন।
১৫| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: সেইব হয়ে আলোচিত পাতায় চলে এসেছেন।
অভিনন্দন।
এককালের সমাজতান্ত্রিক দেশের আজ কি হাল। যে যায় লঙ্কা সে হয় রাবন।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রিয় মাইদুল ভাই? আমি সেইফ হয়েছি কৃতজ্ঞতা স্বরূপ একটা পোস্ট দিব নাকি?
রাশিয়ানরা রাবন পুতিনের মাধ্যমে নতুন পরাশক্তি হবার স্বপ্ন দেখছে।
১৬| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৭
নতুন নকিব বলেছেন:
কয়েক সপ্তাহ ছুটি? বাহ! দারুন তো! 'ক' টা বাদ দিয়ে যদি ঠিক মত 'এক' সপ্তাহর ছুটি নির্বিঘ্ন এবং নিরিবিলিতে কাটাতে পারতাম!
আলহামদুলিল্লাহ, যেভাবে আছি অনেক শুকরিয়া। আল্লাহ পাক শান্তি-সুখের ভেতরে রেখেছেন। আপনি ভাগ্যবান। অনেক ভাল থাকুন।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।
আপনিতো সামুর তুখোড় লেখক। কাজের মধ্যেও কী দারুন লিখেন? আপনি ছুটি পেলে, আমরা বোধহয় আর লিখতে পারতাম না
১৭| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৬
টারজান০০০০৭ বলেছেন: পশ্চিমা বিশ্বে এখন হিটলাররাই ক্ষমতায় আসিবে ! পার্থক্য হইল হলোকাস্ট হইবে শুধু মুসলমানদের উপর ! পাটায়-পুতায় ঘষাঘষি হইবে মরিচের জান যাইবে ! পুতিন হইল শিলপাটা ! আরেক হিটলার !
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত, ভাই।
আমিতো বলব পুতিন, হিটলারের চাইতেও বেশী ক্রিমিনাল। হিটলারের অক্ষশক্তির পাওয়ার কম ছিল কিন্তু এখন পুতিন মিত্রদের শক্তি বেশী।
১৮| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮
ন্যায়দন্ড বলেছেন: একটি শ্রেণী পুতিনকে খুব তেল মারছে। তারা ভাবছে পুতিন তাদেরকে রক্ষা করবে।
১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যতক্ষণ নিজের স্বার্থ থাকবে পুতিন বন্ধুর মত থাকবে। আর কোন কারনে যদি তার স্বার্থে টান পড়ে অন্যের গলায় ছুরি বসাতেও পিছপা হবে না।
১৯| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯
ন্যায়দন্ড বলেছেন: কিন্তু ওই শ্রেণী তা বুঝতে পারছে না।
১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিজের ভালো যে বোঝেনা/বুঝতে চায় না তাকে বোঝানোর দরকার নাই।
২০| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২০
ন্যায়দন্ড বলেছেন: ওই শ্রেণী একবার আমেরিকার পা ধোয় আর একবার পুতিনের পা চাটে।
১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যুগে যুগে সুবিধাবাদী/মোসাহেবরা ছিল, আছে, থাকবে। ওরা ভালো কাছু করতে পারবে না।
২১| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০
আলোর পথে বিডি বলেছেন: "পুতিন তুখোড় রাজনীতিবিদ। প্রতিপক্ষকে সে সমূলে ধ্বংস করেছে। আর পৃথিবী আসলেই চ্যালেন্জের দিকে যাচ্ছে। পাগলা ট্রাম্প, খ্যাপাটে কিম, আর কট্টর জাতীয়তাবাদী চীন, রাশিয়া। এদের কাছে মানুষ/মানবতার কোন মূল্য নাই। পৃথিবীবাসী কোথায় শান্তি পাবে?"
"আমেরিকার দাদাগিরি শেষের পথে। উত্তর কোরিয়াই তাকে পাত্তা দেয় না! অন্যদের কথা তো বাদই দিলাম। আগামিতে সামরিক দিকে নেতৃত্ব দিবে রাশিয়া, আর অর্থনীতিতে চীন। তবে নেতৃত্ব যেই দিক পৃথিবীবাসীর জন্য সুখের খবর নেই। ওরা সবাই যুদ্ধবাজ।।"
ভাই ভাল লিখেছেন, ধন্যবাদ । ব্রিটিশ দের পর আমেরিকা এর পর কে ? আমার মনে হচ্ছে ক্ষ্মমতার পালা বদলে এবার আসবে ইহুদিদের দেশ ইস্রাইল। ইহুদি উত্থানের মহা মঞ্চ প্রস্তুত । ভেবে দেখবেন ।
১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইহুদিরা ক্ষমতাস্বীনদের সাথে ভাব জমাতে পারে।
আর মুসলিমরা? ওরা শুধু ক্যাচাল বাঁধায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩
দিলের্ আড্ডা বলেছেন: কেজিবির পান্ডা