নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন(জন্মঃ১৯৫২) আবারো বিপুল ভোটে(৭৬%) জয়লাভ করেছে। এতে সে (পুতিন/পুটিন) টানা চতুর্থ বার রাশিয়ার প্রসিডেন্ট হল। বারবার একটা প্রশ্ন মনে আসছে, রাশিয়ানরা প্রতিবার পুতিনকেই কেন তাদের প্রসিডেন্ট করছে? কী আছে তার মধ্যে? সে সাবেক কেজিবি প্রধান তাই? নাকি, তার মত দৃঢ় নেতা রাশিয়াতে নাই??
বাস্তবিকভাবে পুতিন মাল্টি ট্যালেন্টেডঃ ব্লাক বেল্ট ধারি, ভাল হকি খেলে, দারুন ঘোড়া চালায়, অবসরে মাছ ধরে বা দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়ে।
আর দেশের জন্য কী করেছে?
উইকির মতেঃ পুতিনের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে রাশিয়ায় অর্থনৈতিক ভিত ৯ বছরের মধ্যে জিডিপি ৭২% বৃদ্ধি পায়! দারিদ্র্যতা কমপক্ষে ৫০% কমে যায়। গড় মাসিক বেতন $৮০ থেকে $৬৪০ ডলার বৃদ্ধি পায়। সুতরাং দেশকে কীভাবে সুপার পাওয়ারে পরিণত করা যায় পান্ডা পুতিন তা ভাল করেই জানে। তাই রাশিয়ানদের কাছে ও(পুতিন/পুটিন) রিয়্যাল হিরো!
এবারের নির্বাচনে পুতিনের স্লোগান ছিল ‘শক্তিমান প্রেসিডেন্ট, শক্তিশালী রাশিয়া’। সুতরাং জয়ের ফলে পুতিনের শক্তি যে শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ থাকবেনা তা বলাই বাহুল্য।
তাই, এই নির্বাচনে আমাদের জন্য সুখের কিছু নাই। এখন পৃথিবী ক্রমাগত চ্যালেন্জের দিকে যাচ্ছে। বোকা ট্রাম্প রাজনীতি বোঝে না। এদিকে, স্ট্যালিনের পথ অনুসরণ করছে পুতিন, মাও সেতুংয়ের পথে শি চিন পিং। জাপানের শিনজে বা জার্মানির মার্কেল সবাই পুরাতন নেতা, চিকন মাথার লোক, তুখোড় রাজনীতিবীদ।
যা হোক, আমাদের ভাগ্যে জুটেছে পাগলা ট্রাম্প, খ্যাপাটে কিম, আর কট্টর জাতীয়তাবাদী চীন, রাশিয়া। এদের মধ্যে আগামিতে সামরিক দিকে নেতৃত্ব দিবে রাশিয়া, আর অর্থনীতিতে চীন। তবে নেতৃত্ব যেইদিক পৃথিবীবাসীর জন্য সুখের খবর নেই। ওরা সবাই যুদ্ধবাজ, সবাই সুবিধাবাদী। তাদের কাছে মানুষ/মানবতার কোন মূল্য নাই। সিরিয়া, ইরাক, আফগানিস্থান তার প্রমান। আর হাল আমলের রোহিঙ্গা তো আছেই। এদের কারণে পৃথিবীবাসী আদৌ কি শান্তি পাবে??
[সকালে উঠে না খেয়ে টাইপ করা শুরু করলাম কি পান্ডা পুতিনের গুণকীর্তন করার জন্য? মোটেই না। বিশ্ব পাচ্ছে বাঘা-বাঘা নেতা, আর আমাদের ভাগ্যে জুটছে মাথামোটা --- --- ---!
বাঘের দেশে এই সব বিড়াল লইয়া আমরা কী করিব?? ??]
(সমাপ্ত)
কৃতজ্ঞতাঃ সহ ব্লগার ও পাঠকদের প্রতি।
ছবিঃ নেট থেকে নেয়া।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল নুর ভাই!
পুতিন জয়ী হবে এটা সবাই ভেবেছে।
কিন্তু আমেরিকার ক্ষেত্রে? সারাদিন হিলারি, হিলারি করলাম, শেষে কিনা ট্রাম্ট জিতল? এবার আমেরিকানরা তার ফল হাড়েহাড়ে টের পাবে।
২| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৬
বারিধারা ৩ বলেছেন: হাসিনা আবারো নির্বাচনে দাঁড়ালে ৯২% ভোট পেয়ে নির্বাচিত হবে (বাকি ৮% পাবে জাতীয় পার্টি)।
এবার আপনিই বলুন, হাসিনার মধ্যে এমন কি আছে যে জনগণ হাসিনা ছাড়া আর কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়না?
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নির্বাচনের আগেই পুতিন তার বিরোধীদের কচুকাটা করেছে।
১৯৪৭-৭১ বাঙালীরা বাঘাবাঘা নেতা পেয়েছে। তারপর আর নেতা তৈরী হয় নি/সেই সুযোগ করে দেয়া হয় নি। তাই তৈরী হয়েছে দুর্নীতিবাজ, জল্লাদ, চোর-ডাকাতের দল।
দেশে এখন হাসিনা আপার বিকল্প/তার চেয়ে ভাল কেউ নাই।
৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পুতিনের মতো আরো কিছু লোক ক্ষমতায় আসুক তবেই পৃথিবীতে ভারসাম্য আসবে নচেৎ নয়।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পুতিন এখন বিশ্বের এক নম্বর ক্ষমতাধর।
৪| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভ সকাল নুর ভাই!
পুতিন জয়ী হবে এটা সবাই ভেবেছে।
কিন্তু আমেরিকার ক্ষেত্রে? সারাদিন হিলারি, হিলারি করলাম, শেষে কিনা ট্রাম্ট জিতল? এবার আমেরিকানরা তার ফল হাড়েহাড়ে টের পাবে।
ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের উত্তর দেয়ার জন্য।
ভালো থাকুন।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, আমার লেখায় মন্তব্য করার জন্য।
আপনিও ভাবিকে নিয়ে ভালো থাকুন।
৫| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮
খাঁজা বাবা বলেছেন: ৯০-২০১৭ বিশ্ব কতগুলি যুদ্ধ দেখেছে?
আর তার আগের ২০ বছরে কতগুলি যুদ্ধ ছিল?
হিসাব আছে কোন?
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই! বিশ্বযুদ্ধের পর থেকে, কোথাও না কোথাও যুদ্ধ তো লেগেই আছে। মানুষ কয়টার হিসেব রাখবে?
কম/বেশী যাই হোক, যুদ্ধ কখনো সুখের নয়।
আমরা যুদ্ধ নয় শান্তি চাই।
৬| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮
টারজান০০০০৭ বলেছেন: ভেড়ার দলে বাছুরত পরামানিকই হইবে, এ আর আশ্চর্যের কি ? বাছুর আর দুয়েকটা থাকিলে না বোঝা যাইত কে ষাঁড় হইবে আর কে বকনা হইবে ?
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হা হা হা
কয়েক দিন আগে পুতিন ঘোষনা দিল, তারা অপ্রতিরোধ্য মিসাইল বানিয়েছে। এখন আমদের কি হবে??
৭| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মোদী দাদাকে নিয়ে কিছু লেখেন, ভালো লাগলো।
১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আমার পছন্দ যে কংগ্রেস? নরেন্দ্র মোদিকে নিয়ে লিখলে মনেহয় তার বিপক্ষেই যাবে। তারপরও বল্লেন যখন, দেখি। কোন এক দিন------
৮| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬
ন্যায়দন্ড বলেছেন: একটি শ্রেণী পুতিনকে খুব তেল মারছে।
১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পুতিনের তেলের দরকার নেই। রাশিয়া তেল ও গ্যাসে ভরপুর।
ওগুলা আমাদের দরকার। দেশের গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আর তেল তো একটুও নাই। কি বুঝলেন??
৯| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ২ টা কথা বলি
+ রাশিয়ানরা প্রচুর দাবা খেলে
+ রাশিয়ানরা মানুষ চিনে।
পুতিনের কদর হবে তিনি মরলে ,মিলিয়ে নিয়েন।
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমারো তাই মনে হয়।
ভুল করলে আমেরিকানরা করেছে রুশরা নয়। ওরা পুতিনের সাহায্যে পরাশক্তি হবার স্বপ্ন দেখে।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: পুতিনের যে জয় হবে এই ব্যাপারে আমি নিশ্চিত হলাম।