নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(আমরা সুখী)
জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৫ নম্বর(২০১৭ তে ছিল ১১০তম)। আর তালিকার সবচেয়ে পেছনে রয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি।
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০১৮তে এ চিত্র উঠে এসেছে। এবার তালিকায় স্থান পেয়েছে ১৫৬টি দেশ।
সুখী দেশের এ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড। গত বছর এ তালিকার শীর্ষ দেশটিও ছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। এবার দেশটির অবস্থান দ্বিতীয়। এর পরের অবস্থানগুলোয় রয়েছে যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড।
এ বছর যুক্তরাষ্ট্র গত বছরের চেয়ে চার ধাপ পিছিয়েছে। এবারের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ১৮তম। তবে আগের অবস্থানেই রয়েছে যুক্তরাজ্য, দেশটির অবস্থান ১৯তম। এছাড়া জার্মানি ১৫তম, সিঙ্গাপুর ৩৪তম ও ফ্রান্স ২৩তম অবস্থানে রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় সবচেয়ে এগিয়ে পাকিস্তান। দেশটির অবস্থান ৭৫তম। এছাড়া তালিকায় ভারতের অবস্থান ১৩৩, নেপালের ১০১ ও শ্রীলংকার ১১৬তম।
বিশ্বের সুখী দেশের এ তালিকাটি তৈরি করতে ছয়টি মানদণ্ডকে বিবেচনায় নেয়া হয়। এগুলো হলো— মোট দেশজ উৎপাদন, স্বাস্থ্যকর জীবনের প্রত্যাশা, জীবনধারণের স্বাধীনতা, উদারতা, সামাজিক সমর্থন ও দুর্নীতির ধারণা।
তবে একথা সত্য আগের তুলনায় আমদের উৎপাদন বেড়েছে। কিন্তু সেই সাথে আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি, পারিবারিক বন্ধন আলগা হয়ে গিয়েছে, দিনদিন সংকীর্ণমনা হয়ে যাচ্ছি, আর দুর্নীতির কথা? ওটা না হয় নাই বললাম।
(কপি-পেষ্ট, আমিও কিছু লিখেছি!)
তথ্যসূত্রঃ বিবিসি বাংলা, কক্সবাংলা ডটকম(১৫ মার্চ) ও বাংলা নিউজ২৪ ডটকম।
ছবিঃ নেট থেকে নেয়া।
(আজ রাতে(৯:০০) ব্লগে গল্প/আড্ডা হবে। আড্ডাবাজদের দাওয়াত রইল।)
২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই। কালকে আপনাকে যে পেলাম না? কোথায় ডুব মেরে ছিলেন।
সুখী মানুষ পাওয়া আসলেই কঠিন। এখনকার মানুষ "যত পায়, তত চায়" টাইপের। সবাই টাকার পেছনে ছুটছে। শেষে হয়ত টাকাটা পাচ্ছে, কিন্তু সুখ? ওটা অধরাই থেকে যাচ্ছে।
২| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: নিজাম ভাই,ছিলাম তো সারাদিনই।কাজের ফাঁকে যেটুকু সময় পাই সামুতেই কাটে।
আপনার কথা গুলো একদম ঠিক।
২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও
শুভ সকাল ভাই।
আপনিতো অরিজিনাল ৪জি! সেই রকম স্পিড।
৩| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৭
বিজন রয় বলেছেন: আমি অনেক সুখী।
সবাই সুখী হোক, সুখে থাকুক এই কামনাই করি।
আপনার জন্য শুভকামনা।
২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আমিও চাই সবাই সুখে থাকুক, হাসি আর আনন্দে দিন কাটাক।
৪| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: খেয়ে পরে বেঁচে আছি, তাছাড়া চাওয়ার তো আর শেষ নেই। ভালোই আছি। দক্ষিন এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তান এর এই হাসিখুসি দেশ হওয়াটা বড়ো অদ্ভুত ঠেকছে। যাইহোক ভালো থাকুন।
২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাকিদের কথা শুনে আমিও অবাক!
আমার মতেতো ভূটান হবার কথা। যাই হোক, শান্তি তো মানুষের মনে থাকে? এতো কিছুর পরের যদি ওরা শান্তি পায় পাক।
সবাই সুখে থাকুক।
৫| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুশ্চিন্তামুক্ত জীবনকে যদি সুখ বলা যায় তাহলে আমিও সুখী।
২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই, আমার মতে আপনি সুখী।
আর সুখের কাছে টাকা-পয়সা অর্থহীন।
৬| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০২
তারেক_মাহমুদ বলেছেন: পৃথিবীতে আসলে কেউ সুখী নয়।
২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দার্শনিক মত দিলেন? গত ১৫ তারিখেই তো ঘুরে আসলেন। ভালোলাগে নি??
Everyday may not be good but there is something good in everyday. (unknown)
৭| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৮
সজিব ইসলাম বলেছেন: একা আছেনতো সুখে আছেন সুখি আছেন।
২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার কাছে একা মাংস-পোলাও খাবার চাইতে, সবাই মিলে মুড়ি/ডালভাত খাওয়া আনন্দের।
আপনার প্রসঙ্গটা যদি বিয়ে হয়, তাহলে আলাদা কথা। ওটা দিল্লীকা লাড্ডু।
ভাল থাকুন।
৮| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩১
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ সুখ দিবসের কথা জানানোর জন্য ।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুখ দিবসে সবাই সুখে থাকুক।
আপনার জন্য শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২২
মোস্তফা সোহেল বলেছেন: বর্তমানে প্রকৃত সুখী মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন।