নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

চলো আজ অন্যকিছু করি(গান)। আড্ডাবাজরা আওয়াজ দিন!!

২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

আজ রাতে কোনো রুপকথা নেই (ওল্ড স্কুল)

ইদানিং ব্লগ নাকি মরামরা হয়ে যাচ্ছে, আর ব্লগাররা নাকি ঝিমাচ্ছে। কয়দিন অনেক তো জ্ঞানের কথা হল। আজ না হয় একটু বিনোদন করা যাক, আড্ডা দেই, গান গল্প করি।


শিরোনামঃ আজ রাতে কোনো রুপকথা নেই
কন্ঠঃ মোবাশ্বের চৌধুরী
কথাঃ আহসান সাকিব
ব্যান্ডঃ ওল্ড স্কুল


চাঁদ মামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি,
রোজ রাতে আর হয়না কথা,
হয়না নেওয়া হামি।।

রোজ রাতে আর চাদের বুড়ি
কাটেনা চরকা রোজ,
ও বুড়ি তুই আছিস কেমন?
হয়না নেয়া খোঁজ
কোথায় গেল সেই রূপকথার রাত
হাজার গল্প শোনা
রাজার কুমার কোটালকুমার,
পক্ষীরাজ সে ঘোড়া.....

কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি---
কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি....♦♦♦

কে রে তুই? কে রে তুই??
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই??
যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে....♥♥♥

আলাদিন আর যাদুর জিনে
আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম
সময় তো নেই কোন
আলিবাবার দরজা খোলা
চল্লিশ চোর এলে
সিন্দাবাদটা একলা বসে
আছে সাগর তীরে,

সময়টা আজ কেমন যেন
বড় হয়ে গেছি আমি
তারা গুলো আজ ও মেঘের আড়াল
কোথায় গিয়ে নামি.... .... .... (ঐ)

(সমাপ্ত)


বিবরণঃ গানটি শুনলে মনে হবে ফোক জাতীয় কিছু। গানে ড্রামসের বদলে তবলা ব্যবহার করা হয়েছে। গানটির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে লেইরিক্স আর ভোকাল। ব্যান্ডটির ভোকাল হচ্ছেন “মোবাসসের”। তিনি নর্থ সাইথ ইউনিভার্সিটিতে পড়ছেন। এই গানটিতে ভোকালের নৈপূন্য দেখলে হতবাক না হয়ে পারা যায় না। গলার আপ-ডাউনগুলো দারুন বিস্ময়কর যা প্রফেশনালী ট্রেইন্ড ভোকাল ছাড়া গাওয়া অসম্ভব। গানটিতে অন্যান্য ইন্সট্রুমেন্টের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাকোষ্টিক গীটার, মাঝখানে ছোট-খাট একটা লীড গীটারের পার্টও আছে। আর লিরক্সটা এ সব কিছুকেও ছাড়িয়ে গেছে। এই গানটি বাংলা ব্যান্ডের জগতে একটা বিপ্লবের সৃষ্টি করেছে।।


কৃতজ্ঞতাঃ তুহিন ভাই ও জেসন বেকার(নিক)
ছবিঃ নেট থেকে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৮

শাহিন বিন রফিক বলেছেন: গান ভাল লাগে না তেমন।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শাহিন ভাই।

গান ভাল না লাগলে শোনার দরকার নাই। অন্য কিছু পড়ুন। আর নিয়মিত লিখুন। আপনি দ্রুত প্রথম পেজে আসবেন।

২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১

রসায়ন বলেছেন: গানটা আমার ফেভারিট । আরো একটা গান শুনি দীপান্বিতা ।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনিও গানভক্ত শুনে ভাল লাগল।

এই গান অনেকের কাছেই প্রিয়। ক্যাম্পাসে থাকতে মাঝেমাঝে সন্ধারাত্রে আমাদের গানের আসর বসতো। এই গান ছিল সবার পছন্দের।

৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:০০

তারেক ফাহিম বলেছেন: লিংক এড করে দিলে সহজে শুনতে পেতাম।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক,
ফাহিম ভাই? আপনি এসে গানের আসর টা জমলো।

আপনি যেই গানপাগল! লিংকের দরকার কী? প্রতিদিনই তো শুনি। আজকে না হয় আমরাই গাই? আপনি গান ধরুন, আমরা তাল দিচ্ছি। হেই----

৪| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


গানের লিরিকে জীবনের কথা আছে, ভালোই

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বাবা! আজকে সূর্য কোন দিকে উঠেছিল? গাজী ভাইও দেখি গানের আসরে?

বাস্তবধর্মী গান বলেই এটি তরুনদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

আজকে আর রাজনীতি নিয়ে ক্যাচাল করবো না। আজ গান বাজনা হবে।

৫| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যারা গানটি শুনতে চান! ইউটিউবে "ওল্ড স্কুল সং" লিখে সার্চ করুন।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উদ্দিন মন্ডলবলেছেন: যারা গানটি শুনতে চান! ইউটিউবে "ওল্ড স্কুল সং" লিখে সার্চ করুন।

৬| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমার খুব প্রিয় একটি গান। যখনই শুনি, তখন হেঁচকা এক টানে ছোটবেলায় নিয়ে যায়।

ভাবালুতার অদ্ভুত এক আবেশে মনটা ছেয়ে যায় তখন।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই!

গানটা শুনলে আমার তো, শরীরটা কেঁপে ওঠে।

৭| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: আজই শুনলাম, ভালো লাগল।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার প্রোফাইল থেকে ঘুরে আসি পরে লিখছি----

ও আপনি তুখোড়দের একজন। ৯৩ পোস্ট, কমেন্টের জাহাজ।

ভাবলাম একটু আড্ডা দিব, গল্প করব? কেউ নাই।:(

৮| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৭

মাআইপা বলেছেন: বড়বেলায় ফিরে পাওয়া ছোটবেলার স্মৃতি।
শুনলাম এবং হারিয়ে গেলাম।
ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাধারণ কিছু বাদ্যযন্ত্র, কিন্তু কী অসাধারণ ভোকাল? মন কাড়া সুর? আহা! একেবারে মনের গভীর থেকে বেরিয়ে আসা গান। তাই না?

ধন্যবাদ ভাই।

৯| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৮

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: আজকাল গান বড্ড ভালো লাগে । স্পেসালি অরিজিৎ এর।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাঝেমাঝে গান শোনা/গাওয়া ভাল। আপনি গানভক্ত, শুনে ভাল লাগল।

আপনি নিয়মিত লিখছেন তো?
নতুন কোন লেখা পোস্ট করলে জানাবেন?

১০| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: এই গান টা আমি টানা কয়েক দিন শতবার শুনেছি । এখন আর শুনা হয়না ।
গানটা শুনলেই মন খারাপ হতে বাধ্য । কথা গুলো শুনে মনে হবে মূল্যবান সময় ফেলে এসেছি ,তাকে আর না পাওয়ার সত‍্যতায় তীব্র বিষাদ কিংবা হাহাকার কাজ করে ।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিশি রাত্রির শুভেচ্ছা।

আপনার কথাতেই পোস্টটি দিয়েছি। গানটা সেই পর্যায়ের
এতটা বছর শুনছি, তারপরও আবার যখন শুনি ভেতরটা কেমন জানি করে। কোথায় জানি হারিয়ে যাই?

ভালো থাকবেন।

১১| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১:১২

আকতার আর হোসাইন বলেছেন: আমার খুব প্রিয় একটা গান, আপনি ব্যান্ড এর গান পছন্দ করেন নাকি...?

তাহলে আরো কিছু গান শেয়ার করিয়েন.. বিশেষ করে আর্টসেলের গানগুলো।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল, আকতার আর হোসাইন ভাই!

এই গানটি আমাদের সবারই পছন্দের।
আমার স্পেশাল কোন পছন্দ নাই। সব রকম গানই ভালোলাগে। মাঝেমাঝে ঐ গানগুলো কপি-পেস্ট করব, আড্ডা দিব।

১২| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৯

ব্লগ মাস্টার বলেছেন: ভালো আড্ডাইতো জমে উঠেছে।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রাত পোহাইয়া সকাল হইল
আড্ডা আর কই জমলো।

ধন্যবাদ স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.