নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চান্না/ছান্না মেরেয়া (বাংলা:"আমার অন্তরের আলো")
বিবরণঃ এটি হিন্দি ভাষার গান। যা হিন্দি চলচ্চিত্র এ দিল হে মুশকিল নামক চলচ্চিত্রে ব্যবহার করা হয়। গানটির গীতিকার অমিতাভ ভট্টাচার্য এবং গানটির সুরকার প্রিতম চক্রবর্তী। গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। সনি মিউজিক গানটিকে ২৯ সেপ্টেম্বর ২০১৬ এ মুক্তি দেয় এবং গানটির দৈর্ঘ্য হল ৪ মিনিট ৪৯ সেকেন্ড।
আচ্ছা চালতাহু---
দোয়াও মে ইয়্যাদ রাখনা ,
মেরে জিক্-রিকা
জুবাপে সোয়াদ রাখনা---♪♪
দিলকে সান্দু কো মে--
মেরে আচ্ছা কাম রাখনা,
চিটঠি তারো মেভি--
মেরে তু সালাম রাখনা...
আন্ধেরা তেরা মেনে লেলিয়া
মেরা উজলা সিতারা তেরে নাম কিয়া...♫♫
চান্না মেরেয়া মেরেয়া,
চান্না মেরেয়া মেরেয়া
চান্না মেরেয়া মেরেয়া,
বেলিয়া.... ও প্রিয়া......(২)
(উম্ম) মেহফিলমে তেরি
হাম নারা হে যো
গামতো নেহিহে গামতো নেহিহে
কিসসে হামারে নাজদিকিওসে
কামতো নেহিহে কামতো নেহিহে ।
কিতনি দাফা-- সুবহা কো মেরি
তেরে আংগান্মে বেঠে মেনে শাম কিয়া(ঐ)
(তেরে রুখছে আপনে রাছতা, মোড়কে চালা-------)
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
টাইপিংঃ স্নেহের ফাহিম
ছবিঃ নেট থেকে
বি. দ্রঃ আগ্রহীরা ইউটিউব থেকে শুনতে পারবেন।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়? আপনি আজকে লিখছেন না কেন? একটি পোস্ট দিন ক্যাচাল/প্যাচাল করি।
গানের বাংলা অর্থ একটু পর জানাচ্ছি।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মোটাদাগে এর বাংলা অর্থঃ
আমি চলে যাচ্ছি, তোমার প্রার্থনায় আমাকে স্বরণ রেখো। তোমার হৃদয়ে আমার ভালো কাজগুলো রেখো, চিঠিতে আমার সালাম নিও। তুমি আমার হৃদয়ের আলো। তোমার আগমনের প্রতিক্ষায় কতদিন সকাল থেকে বসে রাত করে ফেলেছি।।
গাজী ভাই? ডাউনলোড দিয়ে গানটা শুনুন। আর সিনেমাটা দেখতে পারেন? দারুন।
২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৩
Zinat Imam বলেছেন: রানবীর কাপুরের অ্যাকটিং সত্যি অনেক হার্টব্রেকিং ছিল (কান্নায় ভেসে যাওয়ার ইমোজি হবে)
মেহফীল মে তেরে হাম না রাহে জো গাম তো নেহি হে...
কিসসা হামারে নাজদিকিও কে কাম তো নেহি হে.... (চোখে হার্ট ইমোজি হবে অন্নেকগুলা)
২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্, অরিজিনাল গান পাগলকে পেলাম তাহলে?? আমার পছন্দ আনুষ্কা, ওকে এখন কেমন জানি লাগে?
"রাবনে বানাদি জোড়ি" তে দারুন লাগতো।
৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৪
নীলপরি বলেছেন: গানটা আমারও ভালো লাগে ।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গান পাগলদের শুভেচ্ছা। গতকালও একটা গান দিয়েছিলাম। ওটা আলোচিত অংশে আছে।
৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০২
নূর-ই-হাফসা বলেছেন: এই মুভিটা আমি ঐশ্বরিয়ার জন্য দেখেছিলাম । দশ মিনিটে শেষ করেছিলাম । জঘন্য লেগেছিল ।
ঐশ্বরিয়া আমার এতোটাই প্রিয় যে ওর রাভান মুভির বেহনে দে মুজে , আর গুজারিস মুভির উদি তেরি কয়েক শতাধিক বার দেখা শেষ ।
বেহনে দে মুজে গানের ওর উপর থেকে পড়ে যাওয়াটা আমার অনেক ভালো লেগেছে । মনে হচ্ছিল পড়ে যাওয়াটা ওর জন্য সুন্দর লাগছে ।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার ঐশ্বরিয়াকে অতটা ভালোলাগে না।
আপামনি, আপনার কথামত গানের পোস্ট তো দিচ্ছি? কিন্তু আড্ডা তো জমছে না? ব্লগটা কি আসলেই মরামরা হয়ে গেল??
৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৩
নূর-ই-হাফসা বলেছেন: আড্ডা করার মুড হয়তো কারোও নেই ।
সবাই হয়তো ব্যস্ত আছেন ।
চেষ্টা চালিয়ে যান ।
ঐশ্বরিয়ার অভিনয় নাকি ভালো হয়না । অনেকেই বলে । তারপরও আমার ভালো লাগে ।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগের নতুনদের সাথে কথা হল, ওরা হতাশ। সেফ হচ্ছে না, লেখা প্রথম পাতায় আসছে না। অনেকে তাই ব্লগেই আসছে না। কী করা যায়? বলুন তো?
ঐশ্বরিয়া এখন সিনেমা কম করছে। তবে তার অভিনয় ভালো, আমার বন্ধুদের অনেকেই তাকে পছন্দ করে।
৬| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১২:২২
পদাতিক চৌধুরি বলেছেন: সিনেমাটা আমার বেশ অনেকদিন আগে দেখা।খুব একটা ভাল লাগেনি। বরং বেশ বোরিং লেগেছিল।হয়ত আমার অজ্ঞতা এ ক্ষেত্রে কারন হবে।আমার মূল্যায়নে অনুষ্কাকে রনবীর কাপুরের কিসিং খুব মাসুম লেগেছিল।যে কারনে পরে ভাল বন্ধু হলেও আর বয় ফ্রেন্ড হয়ে উঠতে পারেনি। ইতি পূর্বে যদিও দুজনের অ্যাফেয়ার্স ছিল।পরে অনুষ্কা তার বয় ফ্রেন্ডকে বিয়ে করলে তখন রনবীর কাপুর বিখ্যাত ঐ গানটি গেয়েছিল।
পরে রনবীরের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হয়।ঐশ্বরিয়া রনবীরের মধ্যে যে প্রেমময় রুপ পেয়েছিলেন,তাতে একদিন অনুষ্কাকে এই প্রসঙ্গে এমন ছেলেকে গ্রহন না করার কারনও সম্ভবত জানতে চেয়েছিলেন।অনুষ্কাকে হারিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে রনবীরের সম্পর্ক গাঢ় হয়।পরে রনবীর গায়ক হিসাবে সাফল্য পান,আর ঐশ্বরিয়া তার জন্য গান বাঁধতেন।তবে এই ছবির গানগুলি খুব ভাল লেগেছিল।আর তেমন মনে নেই।তবে ভাইয়া গানের তর্জমাটা আপনার দারুণ হয়েছে।
ধন্যবাদ,শুভরাত্রি।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল, পদাতিক চৌধুরি!
সিনেমাটা, আমারো অত ভালো লাগেনি। তবে এর দুটি গান মন ছুঁয়ে গেছে। আর গানের তর্জমা ওটা আমি আমার মত করে দিয়েছি।
ভালো থাকুন।
৭| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৪
অক্পটে বলেছেন: মেহফিলমে তেরি হাম না রাহে যো
গামতো নেহিহে গামতো নেহিহে
"কিতনি দাফা সুবহা কো মেরি
তেরে আঙ্গানমে বেঠে মেনে শাম কিয়া"
গানটির মধ্যে এই কথাগুলো খুব ইমোশনাল। কোথাও হারিয়ে যেতে হয় গানের আবেদনটিই এমন। গুরুকূল থেকে অরিজিৎ যখন বাদ পড়ে যায় তখন আমার খুব কান্না পেয়েছিল। বিচারকের গোষ্ঠি উদ্ধার করেছিলাম মনে মনে। সেই অরিজিৎ! ১৭ বছরের অরিজিৎ বোকা-সোকা কথায় কথায় কেঁদে ভাসাত! সে আজ কত্বো জনপ্রিয়। আমি অনেক খুশি!
থ্যাংকস লেখককে বিষয়টি নিয়ে লেখার জন্য।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল দাদা!
"কিতনি দাফা সুবহা কো মেরি
তেরে আঙ্গানমে বেঠে মেনে শাম কিয়া"
এই কথাগুলো মনে আসতে এখনি তো আমি ইমোশনাল হয়ে গেলাম??
আপনাকেও ধন্যবাদ।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাই দ্যা ওয়ে, অরিজিৎ দাদা আপনার বন্ধু ছিল?
৮| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫
চাঁনমিয়া বলেছেন: আই এমে ডিসকো ড্যান্সার।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হই...হই... হই...
নাচেন ভাই, আমরা তাল দিচ্ছি
৯| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫১
মিন্টু ভাই বলেছেন: কেমন আছেন ভাই ? ভালো চলছে চলুক ।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল, মিন্টু ভাই! আপনাকে নিয়মিত পাচ্ছি না কেন? একটা পোস্ট দ্যান, পড়ি।
কই আর ভাল চলছে? আপনাদের ছাড়া আড্ডা জমছে না।
১০| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫
তারেক ফাহিম বলেছেন: আড্ডাতে মুল টপিক কি গান?
হিন্দি কম বুঝি, কমেন্টসে বুঝলাম আপনার পছন্দও কিন্তু অনেকের পছন্দ।
২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নূর-ই-হাফসা আপা একদিন বলল ব্লগ নাকি মরামরা হয়ে যাচ্ছে! তাই এই আয়োজন। গানটা উপলক্ষ মাত্র! আড্ডাতে যে কোন বিষয়ে ক্যাচাল, প্যাচাল, কথা, গল্প হতে পারে। ভাবছি আজ রাত্রেও আড্ডা দিব।
আপনি একটা পোস্ট দিন, সেখানে আড্ডা দেয়া যাবে।
১১| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১২
মাআইপা বলেছেন: বর্তমান সময়ের সুপার হিট singer অরিজিৎ সিং। তার গাওয়া ভাললাগা গানের মধ্যে এটা একটা।
কিছু কিছু জায়গায় “য-ফলা” দিলে উচ্চারণের জন্য সুবিধা হতো।
ভাল লেগেছে, শুভ কামনা রইল।
২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই, অরিজিৎ সিং খুব উঁচু মানের গায়ক।
বানানের ক্ষেত্রে কী করব বুঝতে পারছি না। নেটে একটু দেখতে হবে, কে কী লিখেছে।
ভালো থাকুন।
১২| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ও টুনির তোমার টুনি ব্লগে আসে নাহ
দিনে রাইরে চ্যাটিং করে আড্ডা দেয় না।
টুনি ব্লগে আসিবো
টুনি আড্ডা দিবো
টুনিরে লইয়া আমরা গান বানাইবো
ভালো উদ্যোগ।ব্লগ কেনো জানি মরা মরা লাগছে।প্রান ফিরে পাক। :-)
২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগাররা আবার আসুক ফিরে,
ব্লগের এই ছাঁয়া সুশীতল নীড়ে।
হয়তো আগের নিকে নয়,
অন্য কোন নামে ?
কাভি আল-বিদা না কে হে না-----
১৩| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০২
মেহেদী হাসান হূদয় বলেছেন: সিনেমাটি অনেক আগেই দেখা হয়েছে | সিনেমাটির প্রতিটি সংলাপই মনমুগ্ধকর
২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রিয় মেহেদী, ব্লগে কেমন লাগছে?
আমার সিনেমার চাইতে, এর দুটি গান ভালো লেগেছে।
শুভ কামনা রইল।
১৪| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
বিদেশে কামলা খাটি বলেছেন: হিন্দি আমিও কম বুঝি। তবে বাংলার সাথে হ্যায়, ম্যায় যুক্ত করে আমি হিন্দি বলতেও পারি।
২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে ভাই, টুকটাক কাজ চালানোর মত পারলেই চলবে?
ভালো থাকুন।
১৫| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:১০
মেহেদী হাসান হূদয় বলেছেন: কাভি আল-বিদা কিউ বলেঙে | হাম তো ইয়াহাপার এক পারিবার কে তারহা হ্যয় | 'বিদেশে কামলা খাটি ' এর ভাষায় '' বাংলার সাথে হ্যায়, ম্যায় যুক্ত করে আমি হিন্দি বলতেও পারি। ''
২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই! হিন্দিতে পিএইচডি করতে কে বলেছে? কাজ চালানোর মত পারলেই চলবে?
ভালো থাকুন।
১৬| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভিডিও এর লিঙ্ক দিলে ভালো হত।
২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শাহাদাৎ ভাই! গান শুনবেন? শুনুন---
মোবাইল লিংকঃ
https://m.youtube.com/watch?v=284Ov7ysmfA
ব্লগাররা দিনদিন অলস হয়ে যাচ্ছে??
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭
চাঁদগাজী বলেছেন:
আমি হিন্দি বুঝি না, হিন্দি বুঝলে গীতিকারের ধ্যনধারণা বুঝতে পারতাম ; কি কারণে আপনার পছন্দ?