নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৯

ছবিঃ নেট থেকে।

ইদানিং ব্লগ নাকি মরামরা হয়ে যাচ্ছে, আর ব্লগাররা নাকি ঝিমাচ্ছে। কয়েকদিন অনেক তো জ্ঞানের কথা হল। আজ না হয় একটু বিনোদন করা যাক, আড্ডা দেই, গান গল্প করি।


গানঃ সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
শিল্পী: আব্দুল হাদী
গীতিকার: মনিরুজ্জামান মনির
সুরকার: আলাউদ্দিন আলী


সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি,
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।

জলসিঁড়ি নদীর তীরে
তোর খুশির কাঁকন যেন বাজে
ও... কাশবনে ফুলে ফুলে,
তোর মধুর বাসর বুঝি সাজে
তোর একতারা হায়,
করে বাউল আমায় সুরে সুরে।

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।

আঁকা-বাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় জানি হাসে
ও... পদ্মকাঁপা দিঘী-ঝিলে
তোর সোনার স্বপন খেয়া ভাসে
তোর এই আঙ্গিনায়
ধরে রাখিস আমায় চিরতরে।

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।

শুনুনঃ
আব্দুল হাদীঃ https://m.youtube.com/watch?v=IMVa3FbjTP4
বন্ধু রাজীবঃ https://m.youtube.com/watch?v=Ix_3bjt33l4

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৪

শায়মা বলেছেন: জন্ম আমার ধন্য হলো

আমার প্রিয় .....:)

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শায়মা আপার আগমন,
শুভেচ্ছা স্বাগতম।

আপনার এই গান, স্কুলে থাকতে তিন-চার বার গেয়েছি। কিন্তু কোন প্রাইজ পাইনি:(:(। এখন কেন জানি এই গানটা সহ্য হয় না:(

২| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০০

শায়মা বলেছেন: তোমার গান শুনাও......

দেখি প্রাইজ দেওয়া যায় কিনা ....

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে আপা?

এখন বয়স হয়েছে না! আমার বুঝি লজ্জা করে না? আর কন্ঠটাও তো কাকের মত হয়ে গেছে। তবে বন্ধুরা থাকলে একসাথে টুকটাক গাই। চলেন গান ধরি----- হেই

আমরা ক'জন নবীন মাঝি, হাল ধরেছি
শক্ত করে রে.....
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেব রে.....

৩| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৩

শায়মা বলেছেন: রেকর্ড করে দাও শুনি ... :)

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপা? না মানে! ইয়ে মানে! ইয়ে, কথা হল গিয়ে----?

কষ্ট পেলে মাফ করবেনঃ আমার পরিচয়টা একটু গোপন রাখতে চাচ্ছি। তাই আমার বন্ধুর গানটাই শুনুন। ও আমার চাইতে ভাল গায়।

আয়নাতে ঐ মুখ দেখবে যখন------
কপোলের কাল টিপ পড়বে চোখে ----(মিউজিক!)

৪| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৮

শায়মা বলেছেন: X((

বন্ধুকে গোল্লা দেওয়া হলো ..... :-P

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হা...হা....হা...:D

আপমনি! ৪-৫ বছর সামুর পাঠক ছিলাম। আপনারা আমার পরিচিত হয়ে গিয়েছেন। আমি যেদিন ব্লগে আসবো আপনাদের কিন্তু জ্বালিয়ে মারব। হাফসা আপার পারমিশন পেয়ে গিয়েছি।।গান শুনেন----♪♪♪♪♪

গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না কোন গান তুমি হীনা কবিতা------(গিটার)

৫| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি গায়ক, প্রেকটিস করেন?

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল, চাঁদগাজী ভাই।

আমিতো ভাবতাম রাজনীতি ছাড়া, আপনি অন্য কিছু পারেনই না? এখনতো দেখছি আপনি রীতিমত গানভক্ত!!

শ্রদ্ধেয়! আমি গায়ক নই। তবে গান পছন্দ করি। আগে ক্যাম্পাসে থাকতে বন্ধুরা মিলে একসাথে গাইতাম। এখন মনভালো থাকলে একাএকা গাই। এত টুকুই।

৬| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগের মনমরা অবস্থা দূর করতে একা শায়মাপুই যথেষ্ট। তাঁকে বলুন জোস একটা কবিতা দিতে। খাট্টাঙ্গপুরাণ এর মত।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাটজ্বী, শায়মাপু তো ফাঁকিবাজ। সেই একমাস আগে একটা পোস্ট দিয়েছে, তারপর আর কোন খবর নাই। এভাবে কি চলে??

৭| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪

সৈয়দ তাজুল বলেছেন:
শিক্ষকতা জীবনের প্রথম বছরে একবার সিলেটের ইকু পার্কে যাওয়া হয়েছিল। আমরা সেখানে রাত ১০-১২ পর্যন্ত গান করেছি, খুব চিল্লানো দিয়ে। আহ! সেই স্মৃতিগুলো!!

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাকের বা ব্যাঙের যার মতোই গলা হোক, সবাই মিলে গান গাওয়ার মজাই আলাদা।

আপনার জন্য শুভকামনা। আপনি নতুন কোন পোস্ট দিচ্ছেন না কেন? খুব ব্যস্ত??

৮| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: গানটি শুনলাম।
ভালো লাগলো।

ধন্যবাদ। ভালো থাকুন।

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

৯| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার একটি প্রিয় গান। শেয়ার করার জন্য ধন্যবাদ।।

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কী ব্যাপার, শাহাদাৎ ভাই নামাযে যান নি?

গানটার আমারও পছন্দের। আব্দুল হাদির কন্ঠটা দেখেছেন। একেবারে ন্যাচারাল।

১০| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: আমি এখন অন্য গ্রহে আছি!!!!!!!

সবই গ্রহের ফের বাছারা..... :(

@সম্রাট আর মন্ডল..... :( :( :(

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার মন খারাপ দেখে আমারি তো কষ্ট হচ্ছে। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন।

এখন গান গাওয়া কি ঠিক হবে??
আজি তোমার মন খারাপ হলে----এ----
আমি তোমার জন্য--ও-- এনে দেব
মেঘ থেকে, বৃষ্টির ঝিরিঝিরি -------

১১| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: নিজামভাইয়া, কেমন আছেন? আপনি তো দেখছি প্রতি দিন একটা করে হিট গান পোস্ট করছেন।আজকের এই গানটি দেখে আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়লাম।তখন গ্রামে থাকি। বাড়িতে বিনোদন বলতে একমাত্র সন্তোষ রেডিও।সকালে মা রেডিও ছাড়লে এই গানটি শুনতাম।রাতে দুর্বার অনুষ্ঠান শোনার মধ্যে দিয়ে আমার মায়ের রিক্রিয়েশন সম্পন্ন হত।আমরা অবশ্য পড়াশোনা নিয়ে থাকতাম।বাংলাদেশের ইন্ড্রোকিশোর,কুমার বিশ্বজিৎ, আব্বাস উদ্দীন,আব্দুল আলিম,ছাবিনা ইয়াসমিন,রুনা লাইলা প্রমুখ ছিলেন আমার মায়ের প্রিয়। মা কখনো কোন ভারতীয় শিল্পীর গান শুনতেন না।আমরা পরীক্ষারর পরে মাঝে মাঝে ভারতীয় শিল্পীদের গান শুনলে, সঙ্গে সঙ্গে নব ঘুরিয়ে দিতেন।আজ মা বাবা কেউ নেই।কিন্তু ভাটিয়ালি বা বাংলাদেশের শিল্পীদের প্রসঙ্গ আমাকে বড্ড নস্টালজিক করে তোলে।
আপনি এভাবেই এগিয়ে যান।আমরা অপেক্ষায় থাকি বরং পরবর্তী পোস্টের।

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি গান পছন্দ করেন জেনে খুশি হলাম। আপনার বাবা-মার জন্য শান্তি কামনা করছি।

ব্যাপার কী! আপনি গত তিনদিন কিছুই লিখছেন না? ছোট হলেও কবিতা-উপন্যাস, ছড়া বা গল্প, যা ভালোলাগে লিখুন।

ভালো থাকুন।

১২| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আসলে আমার লক্ষ্য আছে অন্তত সপ্তাহে একটি করে পোস্ট দেওয়া । তবে আপনাকে পেয়ে বোধহয় আমার গ্যাপ কমাতে হবে।
ভাল থাকুন। আপনার পরেরটা কখন পাবো?

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেফ হবার আগে নিয়মিত পোস্ট দিন, হোক তা ছোট?

আর আমারঃ
কপি-পেষ্ট করলে প্রতিদিনই দিতে পারব, লিখলে সপ্তাহে একটা। তবে এখন যে গানের পোস্ট দিচ্ছি ওটা জাস্ট গল্প/আড্ডা দেবার জন্য।।

১৩| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১২

পদাতিক চৌধুরি বলেছেন: আমরা আপনার গানের আড্ডার সাঁথী হব।
আর আপনার পরামর্শ মাথায় রেখে দেখি আজ রাতে কিছু দেওয়া যায় কিনা।আপনার প্রতিটি মুহূর্তের পরামর্শে আমি মুগ্ধ।
রাতে আবার দেখা হবে।বাসে ফিরছি।টাইপ করতে হাত কাঁপছে।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

ভালো থাকবেন পদাতিক চৌধুরি!

১৪| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গান ও গানের মানুষ নিয়ে আপনি পোস্ট দিতে পারেন। সুর ও সুরকার। এই সব । ওস্তাদ। যন্ত্র। সবাই পড়বে। আপনি লিখুন।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Good Evening সাজ্জাদ ভাই!

আপনার কথা মাথায় রাখব। ভাল থাকুন।

১৫| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

মাআইপা বলেছেন: খুব জনপ্রিয় দেশ গানের মধ্যে সৈয়দ আব্দুল হাদীর এ গানটা অসাধারণ

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই আজকে ফাঁকা আছি! নতুন একটা পোস্ট দিন, সবাই মিলে আড্ডা দেই।

১৬| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

মাআইপা বলেছেন: ভাই আমি তো সেফ না। ৩ দিনের পর্যবেক্ষনে।
আর গান শুনতে চান তাহলে আমার ব্লগে “বগুড়া উন্নয়ন মেলা ২০১৮ সাংস্কৃতিক অনুষ্ঠান” ক্লিক করুন। এটা আমি।
আর আপনার জন্য লেখা অর্ধেক তৈরী হয়েছে। সম্পূর্ণ হলে পোস্ট দিয়ে জানাবো।
শুভ কামনা রইল।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাহলে ফাহিম ভাইকে নক করি? সবাই মিলে আড্ডা দেয়া যাবে।। কী বলেন??

১৭| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: নিজাম ভাইয়া, আপনার জন্য নুতন্ পোস্ট দিয়েছি।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি অলরেডি আপনার পোস্টটি পড়েছি(অফলাইনে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.