নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

গাইবো না আর কোন গান তোমায় ছাড়া, লিখবো না আমি আর তুমি হীনা কবিতা।(গল্প)

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১৬

কেন লিখি আমি?
উৎসর্গঃ (গুরু তোমার জন্য)


মার্চ, ২০১৮
অবশেষে সামু আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দিল। এতদিন সামুতে শুধু পাঠক হয়ে ছিলাম। কিন্তু এখন পাঠক তো আছিই সাথে পাতি লেখক! যদিও অনেক আগেই লেখার কথা ভেবেছিলাম, কিন্তু বিবিধ কারণে সেটা আর হয়ে ওঠে নি। লেখা শুরুর পর থেকে মাঝে-মাঝে মনে হয়, কী লিখব? কেন লিখব? আদৌ কিছু হয় লিখে? আচ্ছা---
আমি কি কিছু হবার জন্য লিখি?
নাকি শুধু সময় কাটানোর জন্য লিখি?
নাকি লিখে সমাজকে পাল্টে ফেলব সেই জন্য??


সত্যি বলছি,
নিছক ব্লগার হবার আশায় আমি ব্লগে আসি নি। তবে স্বপ্ন দেখেছি। হয় তো তা দ্বিবাস্বপ্ন, কিন্তু দেখেছি। ভেবেছি চারদিকের আলোচনা/সমালোচনা থেকে সাধারণ মানুষ সচেতন হয়ে উঠবে। খুঁজে বের করবে আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাগুলো। মানুষ বুঝবে সব বৈষম্যের মূলে আমাদের ‘বড় দল’ গুলোর ব্যক্তিগত আখের গোছানোর নোংরা রাজনীতি। আমি স্বপ্ন দেখেছি সুস্থ রাজনৈতিক ধারার। স্বপ্ন দেখেছি সুন্দর এক আগামির, সংঘাতহীন পৃথিবীর। তারপর-- -- --
যাক সে কথা--

জানি,
লেখা কোনদিন পরিবর্তনের স্বপ্নকে বাস্তবায়ন করে দেবে না। তবে বিশ্বাস করি "লেখালেখি পরিবর্তনের ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে"। কিন্তু ব্লগে লিখতে এসে দেখলাম; কেউ সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ের মত বিতর্কিত ইস্যু নিয়ে পোস্ট দিলে সুস্থ বিতর্কের জায়গাটিও আর থাকে না। গঠনমূলক সমালোচনার পরিবর্তে একেক জন হয়ে উঠে আক্রমণাত্মক হিংস্র পশু! এতটাই অসহিষ্ণু আমরা! ধিক্, শত ধিক্ আমাদের মনুষত্বে!!!


একটু গভীরভাবে খেয়াল/পর্যবেক্ষণ করলে দেখবেনঃ
কলামিস্টরা প্রতিদিনই পত্রিকার পাতা ভরে লিখছে, মানুষ পড়ছে; টিভিতে টক/ঝাল/মিষ্টি শো হচ্ছে, মানুষ খুব দেখছে। আর হালের ফেসবুক-ব্লগ তো আছেই। কিন্তু কী হচ্ছে তাতে? চায়ের কাপে ঝড় উঠছে, বড় জোর কিবোর্ডে যুদ্ধ হচ্ছে! তাতে পরিস্থিতি কি বদলেছে? হ্যাঁ বদলেছে – পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে! তাহলে এসব কেন করছি আমরা? ‘সচেতন মানুষ’ এর সিল গায়ে লাগানোর জন্য? হবে হয়তো??

মাঝে মাঝে ভাবি,
ব্লগে লেখালেখি করে প্রকৃত কোন লাভ হয় না। হয় কিছু মানুষের ব্লগার হিসাবে পরিচিতি, খ্যাতি আর আত্মতুষ্টি। নিজেই আবার ভাবি; মানলাম লিখে তেমন কিছু হয় না, হয়তো হবেও না। কিন্তু না লিখেও বা কী হয়? বরং অতি সামান্য হলেও, লিখেই কিছু হবার সম্ভাবনা আছে। তাই ভাবলাম এখন থেকে নিয়মিত পড়ি, আর একটু আধটু লিখি। জ্ঞানীদের লেখা পড়ে নিজের অজ্ঞতাটা ঘুচাই। ভাল কিছু করতে না পারি, অন্যের ভালো কাজকে সাপোর্ট দেই। অন্তত, সাদা কে সাদা আর কালো কে কালো বলার মানসিকতা তৈরী হোক। বসে না থেকে কিছু তো করি!!
এটাই বা কম কিসে???


(সংগৃহীত, সংক্ষেপিত ও সংশোধিত)
কৃতজ্ঞতাঃ জাহিদ ভাই।
ছবিঃ নেট থেকে(কালের কন্ঠ)

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: এই হিংসাত্বক বা অতি আক্রমনাত্বক হয়ে উঠার জন্যই আমি ধর্মীয় বা রাজনৈতিক পোষ্টগুলো স্বযতনে এড়িয়ে চলি, শুভেচ্ছা জানবেন নিজাম ভাই।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল, কামাল ভাই।

ঝামেলা, ক্যাচাল আমারও ভালোলাগে না। আমি চাই ব্লগাররা সহনশীল হোক, উদার হোক, বাস্তবতাকে বুঝুক। তা না হলে সমাজের আর দশটা মানুষের থেকে আমাদের তফাৎ কি?

ভালো থাকুন।

২| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমার মনের কথা গুলো বেশ গুছিয়ে লিখেছেন। অত্যন্ত ভালো লাগলো, ভালো থাকবেন এবং শুভ কামনা রইলো।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

কথাগুলো আমার গুরুর! আমি আমার মত করে সাজিয়ে লিখেছি। আসলে এটা শুধু আমার বা আপনার নয়, সবারই মনের কথা হওয়া দরকার।

আপনি দ্রুত প্রথম পাতায় আসুন, এই কামনায়---

৩| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪২

সাদা মনের মানুষ বলেছেন:

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ, সাদা মনের মানুষ!

আপনার মনটা চিরদিনই সাদা থাকুক।

৪| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৮

আকিব হাসান জাভেদ বলেছেন: মনে যা আসবে তাই লিখবো তাতে কার কি আসে । তবে অবশ্যই সত্যটা তুলে ধরবো। সত্য বলে মিথ্য বলব না । সত্য কথা বলা আর লিখার মানুষ এখন আর নেই । নিজের মতো রস জুগিয়ে লিখে তাই লেখা পড়ার রস থাকলেও কিন্তুু কাজের কিছু আসে না । উপসংহার টা ভালো লেগেছে। সাদা কে সাদা আর কালোকে কালো বলার মানুষিকতা তৈরী করছি। ধন্যবাদ নিজাম ভাই।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই, আকিব হাসান জাভেদ! আপনার সাথে একমত।

আপনি তো দারুন কবিতা লিখেন। আপনার লেখা কি প্রথম পাতায় আসছে?

৫| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: বেশিরভাগ মানুষই লেখালেখিকে অবসরের কাজ বলে বেছেনেন। কাজের তালিকার মধ্যে লেখালেখি অনেকেরই থাকেনা। যতদিন না এই রকম বিবেচনা থেকে মানুষ বিরত থাকতে পারছে, লেখকদের সার্বিক স্বীকৃতি পাওয়া যাবেনা 8-| 8-| । লেখা গোছানো।।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ, সঞ্জীব ব্যানার্জী!

আসলে লেখালেখিটা আমাদের নেশাও না আবার পেশাও না, বলতে পারেন শখ। আপনি নিয়মিত লিখতে থাকুন।

৬| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং মানেই সবার সাথে আলাপ করে, বিষয়ের উপর সঠিক ধারণা অর্জন।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল, শ্রদ্ধেয়!

সহমত। কিন্তু আজকেই দেখুন স্বৈরতন্ত্র নিয়ে দু-চার লাইন লিখে, লেখক হাওয়াX(

৭| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লেখা।আমাদের মনের কথা।আলোচনা অবশ্যই গঠন মূলক হওয়া কাম্য।নতুবা ব্লগের চরিত্র নষ্ট হতে বাধ্য।ভালো থাকুন।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরি!

আপনার ভ্রমন কাহিনীর বাকি অংশ শোনার অপেক্ষায় থাকলাম।

৮| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লিখুন ভাই। আপনার ভাবনাচিন্তা ঠিক আছে।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই(সম্রাট ইজ বেস্ট)!

আমি তো পড়ব বেশী, লিখব কম টাইপের।

৯| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: আমি এক সময় মনে করতাম লিখে লিখে পৃথিবীটা বদলে দিব। আসলে তা কি সম্ভব?

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাস্তবে তা সম্ভব নয়! সম্ভব হলে পৃথিবী অনেক আগেই বদলে যেত! তবে লিখলে কিছু মানুষ বদলে যায়, সেটাও কিন্তু ছোট কাজ নয়!

সুস্থ রাজনীতির মাধ্যমে পৃথিবীকে পরিবর্তন করা যাবে।

১০| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ,নিজাম ভাইয়া।আপনি আমার ভ্রমন কাহিনী জানতে অপেক্ষায় আছেন,জেনে খুশি হলাম।আগামী দু/ এক দিনের মধ্যে এটা শেষ করার ইচ্ছা আছে।
শুভেচ্ছা অনন্ত।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

ভালো থাকুন।

১১| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬

আকিব হাসান জাভেদ বলেছেন: আমি এখনো কর্তপক্ষের নজর কারতে পারি । আশায় আছি একদিন আমায় সুদৃষ্টি দিবে। দোয়া করবেন।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে ভাই? যতদিন প্রথম পাতায় না আসছেন, লিখতে থাকুন, হাত পাকান। এমনিতেই আপনার কবিতার হাত, সুন্দর। এ কয়দিন না হয় আপনার পেজে গিয়ে পড়ে আসলাম।

ভালো থাকুন।

১২| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬

মাআইপা বলেছেন: প্রথম পাতায় পদোন্নতির জন্য আপনাকে স্বাগতম।
লেখা ভাল হয়েছে। অনেকের মনের কথা।
শুভ কামনা রইল।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

হ্যাঁ, ভাই। এগুলো সবারই মনের কথা হওয়া দরকার। আপনি দ্রুত প্রথম পাতায় আসুন, এই কামনায়---

১৩| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৬

ভুয়া মফিজ বলেছেন: প্রথম পাতায় সু-স্বাগতম। মন খুলে লিখুন। কিছু হোক বা না হোক অন্ততঃ মনের টক-ঝাল-মিষ্টি অনুভূতিগুলো তো উগরে দিতে পারবেন!!
তাই বা কম কিসে!!!

২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

লেখার চেষ্টা করবো, লিখতে না পারলে আপনারা তো আছেনই।

১৪| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নিজের জন্য লিখুন। লিখলে কিছু শিখতে পারবেন। আমি প্রতিদিন কিছু শিখছি।

২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Good Evening শাহাদাৎ ভাই।

আপনার কথাগুলো মাথায় রাখব।
ভালো থাকুন।

১৫| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৯

শিখা রহমান বলেছেন: অভিনন্দন :) হরতাল তাহলে স্থগিত!! :-P

লেখালেখিতো অন্তর্যাত্রা। আনন্দের জন্য, নিজেকে খুঁজে পাওয়ার জন্যই লেখা। আশাকরি আপনার কাছ থেকে অনেক সুন্দর লেখা উপহার পাবো।

ভালো থাকবেন। শুভকামনা।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হই... হই... হই....:)

শিখা আপার আগমন/শুভেচ্ছা স্বাগতম।
আপা তুমি লিখতে থাকো /আমরা আছি তোমার সাথে।
গাড়ির চাকা চলবেই/দোকান পাট খুলবেই।

আপামনি! আমি ভালোমত লিখতে পারি না:( টুকটাক গান পারি। হরতাল স্থগিত করলাম, আপনার নতুন লেখার প্রতিক্ষায় রইলাম।

শুভ রাত্রি।।

১৬| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: লেছেন: নিজাম ভাই আমার নিক টা যথার্থ হয়নি এডিট করব কি ভাবে জানালে কৃতার্থ হব। মোবাইলে আমি একটু আধটু ব্লগিং করি।

২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ব্লগে প্রোফাইল(নাম) এডিট করা একটু ঝামেলার কাজ। কর্তৃপক্ষের কাছে ইমেল করতে হয়। সামুর হোম ব্যানারের নীচে "সহযোগিতা" নামক একটা অপশন আছে সেখান থেকে ইমেল করে দেখতে পারেন।

আপনি লিখতে থাকুন। আপনার নামটা খুব একটা খারাপ না। তার উপর নামটা সবার কাছে পরিচিত হয়ে গিয়েছে।

১৭| ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল বলেছেন।

ভালই লাগলো আপনার ভাবনা।

২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ধন্যবাদ মাইদুল ভাই। আমি চাই ব্লগাররা উদার মনের হোক, সবার ভাবনা সুন্দর হোক। আর ব্লগ হোক সমাজ পরিবর্তনের অন্যত্তম মাধ্যম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.