নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসর্গঃ (অপেক্ষারত মায়েদের জন্য)
প্রতিদিনই আমরা কিছু না কিছুর অপেক্ষায় থাকি। কৃষক অপেক্ষায় থাকে, কবে তার কষ্টের ফসল ঘরে উঠবে। মাছরাঙাটা মাছের আশায় সারাদিন চুপটি মেরে বসে থাকে। অপারেশন থিয়েটারের সামনে প্রিয়জনরা অপেক্ষা করে একটা ভাল সংবাদের। এভাবে শিশু থাকে খেলনার অপেক্ষায়, শিক্ষার্থীরা ভাল রেজেল্টের, পাশকরা ছেলেটি একটা চাকরির, তরুন-তরুনীরা তাদের মনের মানুষের। বয়স্ক লোকটি অপেক্ষা করে, গল্প করার মানুষটি কখন আসবে?
আমিও অপেক্ষায় থাকি! আবার কবে দেশে ফিরবো, গ্রামের মেঠোপথে হাঁটবো, আপন জনদের দেখবো, সবার বাসায় ঘুরবো, আরো কত কি করবো?
ইদানিং ছুটির দিনে ব্লগেও অপেক্ষায় থাকি। কখন প্রিয় মানুষগুলো আসবে, কিছু লিখবে? সেসব পড়ে ক্যাচাল, প্যাচাল করবো। আর ঢাকা শহরের/দেশের নানা সমস্যা থেকে মুক্ত হবার আশা/অপেক্ষা তো সবারই।।
আচ্ছা? সব অপেক্ষার কি অবসান হয়? হয়তো হয় কিংবা হয় না? তবে আমরা যত অপেক্ষাই করি না কেন? মায়েদের অপেক্ষার কোন তুলনাই হয় না।
আর সন্তানেরাও কেমন জানি!
মাকে বুঝতেও চায় না, মায়ের অপমানও সহ্য করে না। তাই তো আরেক মাকে(দেশ) শকুনির দৃষ্টি থেকে বাঁচাতে শান্তি প্রিয় শান্ত ছেলেরা ঝাঁপিয়ে পড়ে। আর মা থাকে খোকার অপেক্ষায় "এই বুঝি তার খোকা বাড়ী ফিরল?"
খোকা তুই কবে আসবি?
মায়েদের এই আকুতি আর শেষ হয় না। তাই মায়েরা প্রতিদিন পথ চেয়ে থাকে, রেল লাইনের ধারে, কিংবা মেঠো পথের পাড়ে। মায়েরা খোকা জন্য উড়কি ধানের মুড়কি, খই কতো কিছুই না করে। আর করবেই বা না কেন? খোকা যে তার বাড়ী ফিরবে!
ক্লান্ত খোকাদের কেউ হয়তো কথার ঝুড়ি নিয়ে, বিষন্ন মুখে বাড়ী আসে। মাকে একটিবার দেখেই সে চলে যাবে। মা খোকার মুখ দেখেই বুঝতে পারে, বাছা তার সারারাত ঘুমায় নি। মাকে দেখার জন্য খালি পায়ে অনেক পথ হেঁটেছে। মা খোকাকে বারান্দায় বসায়। আহারে! বাছা কতদিন পেট ভরে খেতে পারে নি। খোকা জানায় তাদের কেউই পেট ভরে খেতে পারে না। মা বড় আশা করে, আজ নিজ হাতে খোকাকে খাইয়ে দেবে।
কিন্তু মায়ের আশা পুরন হয় না!
পাশের বাড়ীর মিরজাফরটা ক্যাম্পে খবর দেয়। হায়েনার দল খোকাকে বেঁধে নিয়ে যায়। বাক্যহারা মা শুন্য দৃষ্টিতে, ভাতের থালার দিকে চেয়ে থাকে!
সেদিন, দুপুরের আগেই সারা গ্রাম জ্বালিয়ে দেয়া হয়। হায়েনারা ছেলেদের দেখা মাত্রই গুলি করে, যুবতীদের ধরে নিয়ে যায়। ওদের হিংস্রতা থেকে দুধের শিশুটিও রেহায় পায় না। খাল পাড়ের সবুজ ঘাসে রক্ত জমাট বাঁধে, পানি হয়ে ওঠে রক্তিম লাল। জীবন বাঁচাতে যে যার মত লুকিয়ে পড়ে। কেউ জঙ্গলে, কেউ কচুরি পানার আড়ালে, আবার কেউ পুরনো কবরস্থানে।
দুপুর গড়িয়ে বিকেল হয়। কয়েক টা মাছি থালার উপর ভনভন করে। মায়ের কোন ভাবান্তর হয় না। পাশের বাড়ীর নেড়ি কুকুরটা কে সারাদিন দেখা যায় না। আচ্ছা ওই হায়েনাগুলোর ভয়ে কুকুরটাও কি পালিয়েছে?
সন্ধ্যায় একে একে সবাই বাড়ী ফেরে। কয়েক দিনের মধ্যেই সবাই গ্রাম ছেড়ে যায়। কিন্তু মায়ের যাওয়া হয় না। খোকা এসে যদি ভাত চায়, তখন? রাতে ঘুমও আসে না। মনে হয়, এই বুঝি খোকা এসে ডাকছে?
একদিন দেশ স্বাধীন হয়, সবাই বাড়ী ফেরে। কিন্তু মায়ের অপেক্ষার পালা শেষ হয় না। খোকাকে ধরে নিয়ে যাবার পর থেকে মা আর বিছানায় ঘুমান না, মেঝেতে ঘুমান। খালি পায়ে হাঁটেন, যে মাটিতে তার কলিজার টুকরার রক্ত লেগে আছে, জুতা পায়ে তিনি তা মাড়াবেন কীভাবে? আর ভাত? সেটা কী মায়ে গলা দিয়ে নামবে??
এভাবে দিন যায়, মাস যায়, বছর পেরোয়।
দেশ গরিব থেকে ধনী হয়। সেই উন্নতির সাথে পাল্লা দিয়ে মিরজাফররা দালান গড়ে তুলে। মায়ের কুটিরের কোন পরিবর্তন হয় না। হয়--- ভাঙা কুটির টা আরো ভেঙে পড়ে, পাশের দালানের জন্য সূর্যের আলো পড়ে না।
একদিন কেউ এসে খবর দেয়, স্কুলের মাঠে তাকে সংবর্ধনা দেয়া হবে। ছেঁড়া কাপড় গায়ে, খালি পায়ে এক জনকে সাথে নিয়ে মা অনুষ্ঠানে আসে। প্রধান অতিথি হিসেবে মিরজাফরটা কে দেখে মা কেঁপে ওঠে। তার মনে প্রশ্ন জাগে, তার খোকা কি এই জন্য যুদ্ধে গিয়েছিল? শূন্য দৃষ্টিতে মা টেবিলের দিকে চেয়ে থাকে। লাল রঙের ক্রেস্টটি দেখে মনে হয়, ওটা খোকার রক্ত, ওটা তার কলিজার টুকরার-------
পুরস্কার নেয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য, কোনটাই হয় না মায়ের।
ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে,
ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে।
(সমাপ্ত)
ছবিঃ নেট থেকে।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আপনাকেও ধন্যবাদ পদাতিক চৌধুরি!
আপনি যদি সত্যিই পড়ে থাকেন! তবে গল্প থেকে প্রশ্ন করি?? কি বলেন??
২| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪
নাঈম মুছা বলেছেন: আবেগে কান্না চলে আসল। ভালো লিখেছেন! অসাধারণ লিখেছেন! এটা কোনো মা পড়লে নিঃসন্দেহে তারও মন ভরে যেত। মনে হতো এগুলো যেন তার খোকারই কথা!
২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।
এটা শুধু গল্প নয়। বাস্তবে এমন হাজারো ঘটনা আছে। আনিসুজ্জামানের মা গল্পটা এই রকমই।
৩| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৩
চাঁদগাজী বলেছেন:
যাক, জাতি ঘৃণিত পাকি-দানবদের পরাজিত করেছেন, আমরা বিজয়ী হতে পেরেছিলাম।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়! স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
আপনি কি গল্পটা পড়েছেন? আমার তো সন্দেহ লাগছে?
৪| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৩
তারেক ফাহিম বলেছেন: অনেক ভালো লিখেন আপনি ++
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানবেন।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ফাহিম ভাই! আপনাকেও শুভেচ্ছা।
আজকে হবে নাকি? আড্ডা!!
৫| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: নিজামভাইয়া,সেকি! আমি পড়বো না কেন? ঠিক আছে, করুন দেখি প্রশ্ন।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আরে ভাই! আমি মজা করলাম।
প্যাচাল না করলে আমার ভালোলাগে না। আচ্ছা বলুন তো হায়েনা কে? মিরজাফর কে?
৬| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: সব মানুষই অপেক্ষায় থাকে। অপেক্ষা টাই আমাদের বেঁচে থাকার সাহস যোগায়।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
শুভেচ্ছা নিন রাজীব নুর ভাই।
গল্পের পুরোটা পড়েছেন?
বলুন তো, মায়ের কি হয়েছিল?
৭| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: আমিও তাই উত্তরের জন্য গড়গড় করে পড়া মুখস্ত করছিলাম।ইস,তাহলে আপনি পড়া ধরবেন না।
আজ অবশ্য নেট সমস্যা নেই।তবে ৫নং কমেন্টটা দুবার চাপা পড়েছে।দয়া করে যদি একটি মুছে দেন।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ঠিক আছে। আজকে পড়াশুনা বাদ।
ভালো থাকুন।
৮| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: হৃদয় ছুয়ে গেল আপনার পোস্ট পড়ে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার কবিতাগুলো সুন্দর। লিখতে থাকুন। আপনার ভেতর সুকুমার রায়ের একটা ছায়া আছে।
আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
ভালো থাকবেন।
৯| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: অপেক্ষা!!
মন ছুঁয়েছে মন।
খুব ভাল লাগল।
শুভেচ্ছা অফুরান।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ বিএম বরকতউল্লাহ ভাই।
কিন্তু আমাদের বাংলা মায়ের আপেক্ষা তো আজো শেষ হলো না।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।
১০| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৯
মাআইপা বলেছেন: এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না!!
ভোলা কোনদিনই সম্ভব নয়। আমরা তাদের মনে রাখবো শ্রদ্ধাভরে।
খুব সুন্দর হয়েছে।
শুভ কামনা রইল।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী, চিরদিন তারা অমর হয়ে থাকবে।
আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
১১| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখছেন। খোকার গানটি পরশু দিন একটি অনুষ্ঠানে সাবিনা আপার নিজ কন্ঠে শুনে ছিলাম। আমার একটি প্রিয় গান।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ, ভাই!
ঐ গানগুলো অমর, এত বছর পরেও আবেদন হারায় নি।
আপনাকে ধন্যবাদ আর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
১২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
গল্প পড়েছিলাম। এ রকম হাজার গল্প আছে, সবকিছুর পরও আমরা জয়ী হয়েছি।
২৬ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়!
শ্রদ্ধেয়? গল্পতো পড়াই। কিন্তু মায়েদের দীর্ঘশ্বাস? ওটার কি হবে? ছেলে হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি??
ভালো থাকবেন।
১৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৩:১৩
কানিজ রিনা বলেছেন: ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালবেসে দিয়ে গেছে প্রান। বেশ ভাল
লিখেছেন স্বাধীনতার শ্রদ্ধা রেখে ধন্যবাদ।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ বোন।
আমি চাই মায়েদের আক্ষেপ আর হাহাকার দুর হোক। মায়েয়া ভালো থাকুক।
বাংলা আমার
শিমুল ফোটা লাখো শহীদের কথা,
বাংলা আমার, বিরঙ্গনা মায়ের নীরবতা।।
১৪| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৬
রাফা বলেছেন: হুমমম...সহজ সরল ভাবনাগুলো গল্পের মত করে বলার চেষ্টা ,একেবারে খারাপ হয়নি।মোটামুটি ভালোই লিখেছেন।
সত্যগুলো বড় কঠিন ।সেখানে উপমা থাকেনা ।মাঝে মাঝে থাকেনা কোন যুক্তিও।ঠিক যেমন থাকেনা সত্যকারের ভালোবাসার কোন কারনও।আমার দেশকে আমি ভালোবাসি এটার জন্য কোন কারণের প্রয়োজন আছে কি? নিশ্চই নেই..।
ভালো থাকুন দেশকে ভালোবেসে,ধন্যবাদ।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ রাফা ভাই।
আজকে আপনার প্রথম মন্তব্য পেলাম। আপনার কথায় সহমত। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আছি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
ভালো থাকবেন।
১৫| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৭
সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা থাকলো। সেই সব খোকা এদেশ স্বাধীন করেছেন। ঘৃণিত পাকবাহিনীর বিদায় হয়েছে। আমরা স্বাধীনতা লাভ করেছি।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
পাকিরা বিদায় হয়েছে কিন্তু সুবিধাবাদীরা তো এখনো রয়ে গিয়েছে। ওরা স্বার্থের জন্য দেশকে বিকিয়ে দিতেও কুন্ঠিত হবে না।
ভালো থাকুন।
১৬| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখার হাত অনেক ভালো। আপনি চালিয়ে যান।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনি চালিয়ে যেতে বললেন, ভাল লাগল। কিন্তু আমি তো লেখক হতে আসিনি ভাই! আমি সুধু স্বপ্ন দেখি সুন্দর এক আগামির, ----
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
১৭| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০০
শাহরিয়ার কবীর বলেছেন: অফনেক ভালো লিখেছেন।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, কবীর ভাই।
লেখক কতিপয় ব্লগারের উপর অভিমান করেছে। যতদিন তা না কাটবে, সে আর লিখবে না। আপনাদের লেখক এখন থেকে পাঠক। শুধুই পাঠক।
আপনার প্রোপিক টা রেখে দেবেন আর ভালো থাকবেন।
১৮| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩
বিলিয়ার রহমান বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক কতিপয় ব্লগারের উপর অভিমান করেছে। যতদিন তা না কাটবে, সে আর লিখবে না। আপনাদের লেখক এখন থেকে পাঠক।
ভালো থাকবেন।
১৯| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: লেখক কতিপয় ব্লগারের উপর অভিমান করেছে। যতদিন তা না কাটবে, সে আর লিখবে না। আপনাদের লেখক এখন থেকে পাঠক। শুধুই পাঠক।[/sb
এমন আত্নঘাতী সিদ্ধান্ত নিবেন না ....... লিখুন
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক ভীষণ রাগী, জেদি।
ভালো থাকবেন।
২০| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯
স্বাগতা জেবিন বলেছেন: ভালো বলেছেন অনেক
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
আপনাদের লেখক এখন থেকে পাঠক।
ভালো থাকবেন।
২১| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: যুগের নিষ্ঠুর কন্টক পথে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না ভুলব না!!!
চেতনারা আজ ভুলুন্ঠিত! শকুনের উল্লাসে!!!
মুক্তির অন্তহীন অপেক্ষার প্রহর বুঝী আর শেষ হল না!
+++++++++
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক কতিপয় ব্লগারের উপর অভিমান করেছে। যতদিন তা না কাটবে, সে আর লিখবে না। আপনাদের লেখক এখন থেকে পাঠক।
ভালো থাকবেন।
২২| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।
ভালো লাগলো পোষ্টটি
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন।
২৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩২
তারেক ফাহিম বলেছেন: মন্ডল ভাই আড্ডার লিংক কই?
অলসতো খুঁজে বের করতে কষ্ট হয়
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও ফাহিম ভাই???
ক্যাচাল করতে আর ভালো লাগে নারে ভাই!! কি দরকার মানুষের সাথে সম্পর্ক খারাপ করার।
আড্ডা দিলে আওয়াজ দ্যান।
২৪| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪০
ভুয়া মফিজ বলেছেন: লেখক কতিপয় ব্লগারের উপর অভিমান করেছে। যতদিন তা না কাটবে, সে আর লিখবে না অভিমান কাটিয়ে ফেলুন, আপনার জন্য চকলেট রেডি
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চকলেট লাগবেনা ভাই। আপনার মন্তব্যেই আমি খুশি। কিন্তু রাগ কমে নি!!
ব্লগে অন্যের সাথে ক্যাচাল করতে চাই না, তাই একটু দুরে ছিলাম।
আপনার নাম কি মো. মফিজ???
২৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৭
ভুয়া মফিজ বলেছেন: আপনার নাম কি মো. মফিজ??? না ভাই, তবে আমার নামে আগ্রহ দেখানো তৃতীয় (সম্ভবতঃ) ব্যাক্তি আপনি। আমার নামের ইতিবৃত্ত জানতে এখানে দেখতে পারেনঃ view this link
২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়েছি ভাই।
ধন্যবাদ।
২৬| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭
সৈয়দ তাজুল বলেছেন:
আমাদের অর্জিত স্বাধীনতা যেন সকল শকুনের হাত থেকে মুক্তি পায়।
ভাল লাগলো আপনার প্রাণবন্ত লেখা।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে, তাজুল ভাই যে!!!
আধুনিক শকুনিদের তাড়ানোর দায়িত্বটা আমাদের।
আপনাকে অনেকদিন পরে পেলাম। আপনার পেজ থেকে ঘুরে আসি।
২৭| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, আবেগআপ্লুত হলাম।
এরকম হাজারো গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলা মায়ের কোল জুড়ে।
৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি চাই নতুন খোকারা দেশের হাল ধরবে, নব্য শকুনিদের তাড়াবে। তাদের মাধ্যমে একদিন আমরা সত্যিকারের সোনার বাংলাদেশ পাবো।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: ভাল লিখেছেন ভাইয়া।ধন্যবাদ,শুভেচ্ছা নেবেন।