নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসন রাজা
তাঁর প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। অন্য নাম অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী(ছদ্মনাম) (২১ ডিসেম্বর১৮৫৪-৬ ডিসেম্বর১৯২২; ৭ পৌষ১২৬১-২২ অগ্রহায়ণ ১৩২৯বঙ্গাব্দ)। তিনি বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্ এর প্রধান পথিকৃৎ। দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে, তা হাসন রাজার।
বিভাগঃ হাসন রাজার গান
গীতিকারঃ হাসন রাজা
শিল্পীঃ সেলিম চৌধুরী
টাইপিংঃ মাসুদ ভাই
লোকে বলে, বলেরে-
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর,
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।
এ ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধে,
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন,
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
ছবিঃ নেট থেকে
৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই!
ঘুম পাচ্ছে, শুভ রাত্রি। :-Is
২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
এঁরা সমাজে মানুষের কষ্ট, দারিদ্রতা দেখে কষ্ট পেয়েছিলেন; তাঁরা ভাবতেন যে, শুখ-শান্তির মুলে সৃষ্টিকর্তা, সবকিছু ভাগ্যের ব্যাপার; এগুলো হয়তো, সঠিক ভাবনার মাঝে পড়ে না।
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়!
তারা মানুষ, মানবতা, জীবন ও দর্শনের কথা বলতো। কথাগুলো বড় কঠিন। আপনার কথাগুলো হয়তো ঠিক কিংবা নয়!!!
৩| ৩০ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২৭
সৈয়দ তাজুল বলেছেন:
গাণটা মুখস্থই আছে।
আপনার বাড়ি সিলেট নাকি?
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল ভাই।
গানটা আমার ভালই লাগে। আমার বাড়ী পূর্বদিকে নয়, পশ্চিমাঞ্চলে।
৪| ৩০ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৪৫
সৈয়দ তাজুল বলেছেন:
হাসন রাজার সুনামগঞ্জের বাড়িতে একবার গিয়েছিলাম দশ বছর পূর্বে। ভাল লেগেছিল খুব।
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ।দেখি সময় করে আমিও একবার ঘুরে আসবো।
ভালো থাকুন।
৫| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাত,ভাইয়া কেমন আছেন? হাসন রাজার গান ছোট থেকেই শুনছি।এটা ওনার ছদ্মনাম জানতাম না।ভাল লাগলো আপনি ওনাকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। খুব বড় মাপের শিল্পী। মুগ্ধতা রেখেগেলাম।
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
যাক্, আপনাদের নেট সেবা তাহলে ঠিক আছে
৬| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৭
তারেক_মাহমুদ বলেছেন: হুমায়ুম আহম্মেদ তার বেশ কিছু নাটকে হাসন রাজার গান ব্যবহার করেছিলেন,মুলত সেই সুবাদেই হাসন রাজার গানের সাথে পরিচয়।হাসন রাজার গান গেয়েই সেলিম চৌধুরী জনপ্রিয়তা পেয়েছিলেন। এই গানটিও আমার প্রিয়।
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল তারেক ভাই।
সহমত।
সেলিম চৌধুরীর জনপ্রিয়তার ঘটনাটা সত্য।
৭| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৫
অনুতপ্ত হৃদয় বলেছেন: হাসন রাজার গান প্রাণবন্ত হয়ে থাকবে ………
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই!
হাসন, লালন, রবীন্দ্র, নজরুল ওরা অমর। ওদের গান কখনো আবেদন হারাবে না।
ভালো থাকবেন।
৮| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,ভাইয়া আপাতত সমস্যাটি মিটে গেছে।নেট পরিসেবা স্বাভাবিক হয়েছে । আপনি পশ্চিমাঞ্চল বলতে নিজেকে রহস্যের মধ্যে রাখলেও, আমার মিসেস কিন্তু নওগাঁ গার্লস স্কুলে পড়ত। ওখানে ডালপট্টি ছিল ওদের বাস।বাংলাদেশ প্রসঙ্গে ও খুব নস্টালজিক হয়ে পড়ে। ভালো থাকুন।
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্, আপনার সংবাদ শুনে খুশি হলাম
আপনাদের জন্য শুভ কামনা রইলো।
৯| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অসাধারণ একটা গান।
আমার খুব প্রিয়।
ধন্যবাদ আপনাকে তুলে ধরার জন্য।
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার পছন্দের লোক, সাঁইজিকে নিয়েও লিখব।
১০| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: সেই প্রত্যাশায় রইলাম ভাই।
সাথে আপনার জন্য শুভকামনা রইল।
৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আপনার রকেট মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা
১১| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি এই গানটা আগে প্রায় শুনতাম। এখন আধুনিক গান শুনি। তবে গানটা আমার প্রিয়।
৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই।
১২| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলার প্রাণ লুকানো লালন হাসনের গানে
শেকড়ের গান
++++++
৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই।
গানগুলো চির অম্লান।
১৩| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গানপাগল ভাই কেমন আছেন? হাসন রাজার ব্যাপারে আগেও পড়েছি। আপনি আবার নতুন করে স্মরণ করিয়ে দিলেন। তার গানে অনেক শিক্ষনীয় বিষয় আছে। লেখার জন্য ধন্যবাদ।
৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাই।
আমিও অনেক কিছু জানতাম না। এই নমুদায় জানা হচ্ছে
১৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: এই গানটার পাশাপাশি আরও একটা মরমী গান "মাটির পিঞ্জির মাঝে বন্দি হইয়া রে" গানটাও বেশ চিন্তার খোরাক যোগায়।
৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আমার সবচেয়ে পছন্দের,
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি,
মানুষ ভজলে সোনার মানুষ হবি।।
১৫| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৭
নীলপরি বলেছেন: গানের ব্লগ ভালো লাগলো ।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ পরিআপা।
শুভ রাত্রি।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৮
মাআইপা বলেছেন: অনেক দিন পর গানটার কথা মনে পড়লো।
অহিদুর রেজা নামটা জানতাম না, জেনে গেলাম।
ধন্যবাদ ও শুভ কামনা।