নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ঃ
শাহ আবদুল করিম (ইংরেজি: Shah Abdul Karim, ১৫ ফেব্রুয়ারি১৯১৬ - ১২ সেপ্টেম্বর২০০৯) হলেন বাংলা বাউল গানের একজন কিংবদন্তি শিল্পী। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা, শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় তার মৃত্যুর কয়েক বছর আগে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন।
সঙ্গীত সাধনাঃ
স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েক জন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বাউল সাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা তিনি কখনোই গ্রহণ করেন নি।
শাহ আব্দুল করিমের কিছু গানঃ (আমার পছন্দের)
*** বসন্ত বাতাসে সইগো----
*** আইলায় না আইলায় নারে বন্ধু---
*** আগে কি সুন্দর দিন কাটাইতাম-----
*** বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে ----
*** কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া----
*** কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা ---
*** গাড়ি চলে না চলে না, চলে না রে গাড়ি চলে না---
*** যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান---
*** তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে, সোনা বন্ধু ভুইলো না আমারে---
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি, তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে।।
(ব্লগে তার বেশ কিছু গান দেখলাম। তাই আর টাইপ করলাম না। ব্লগটির লিংকঃ Click This Link )
৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকে প্রাণঢালা অভিনন্দন ভাই।
এসব পোস্টের মাধ্যমে আমারও অনেক কিছু জানা হচ্ছে।
২| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৭
চাঁদগাজী বলেছেন:
সংগীতে তিনি বিরাট অবদান রেখে গেছেন, উনার নিজস্ব ধারা সৃষ্টি করে গেছেন।
৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ, শ্রদ্ধেয়।
সংগীত শিল্পে উনি একজন কিংবদন্তি।
৩| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩২
কালীদাস বলেছেন: আসলেই উনি শহরাঞ্চলে তেমন পরিচিত ছিলেননা অনেক বছর। সহমত।
ভাটি অঞ্চলের কালচারাল ভেরিয়েশন ধীরে হলেও অন্যান্য এলাকার মানুষজন এখন সহজে নাগালে পাচ্ছে
৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল ভাই।
উনার অগের গানগুলো শুনতে তেমন ভালোলাগে না। কিন্তু একই গান, নতুন সুরে শুনলে মনটাই ভালো হয়ে যায়।
৪| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩২
খালেদা শাম্মী বলেছেন: ওনার এই গানগুলো আজো গুনগুন করে গাই। চাইলেও ভোলা সম্ভব না। ধন্যবাদ আপনাকে তথ্যগুলোর জন্য।
৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শাম্মী!
আপনার মত আমরাও গাই। উনি একজন রিয়্যাল হিরো। তরুন সমাজের কাছে উনার গান জনপ্রিয়।
৫| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেঁচে থাকতে আমরা খুব কমই মূল্যায়ন করি! মরনোত্তর সম্মাননা যে রেোয়াজে পরিণত হয়েছে!!! দু:খজনক
ইতিহাসে অমর হয়ে থাকবেন এই গুনি শিল্পী আপন মহিমায়!
আমরা তাকে ধারন করতে পারলে আমরাও প্রশান্তি পাব! সহজিয় জীবন বোধের যে বাণী
সূখের পথে অমূল্য মনি মানিক্য
++++++
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
হ্যাঁ ভাই!!
বেঁচে থাকতে আমরা মানুষকে সম্মান দিতে পারি না। তবে তিনি অমর, চিরকাল বেঁচে থাকবেন তার গানের মাঝে।
৬| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভালো লাগল জেনে।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।
৭| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১১
শাহরিয়ার কবীর বলেছেন: শাহ্ আব্দুল করিম সম্পর্কে বিস্তারিত জেনে ভাল লাগলো।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কবীর ভাই।
৮| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪
তারেক_মাহমুদ বলেছেন: শাহ আব্দুল করিমের প্রতিটি গানই মন ছুঁয়ে যায়, ভাললাগলো উনার সম্পর্কে জেনে।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।
আধুনিক গানগুলো যতই জনপ্রিয় হোক, দু-চার বছর পরে সেগুলো আবেদন হারায়। কিন্তু উনার গান অক্ষয়।
আপনাকে অনুসরন করলাম!
৯| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৩
মনিরা সুলতানা বলেছেন: গান গুলো অনেক প্রিয় !!
ধন্যবাদ চমৎকার পোষ্ট এর জন্য।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ মনিরাপু।
আমিও লক্ষ করেছি, গানগুলো সবারই প্রিয় !!
১০| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: আচ্ছা, বলুন তো লালন বড় না শাহ আবদুল করিম?
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে! নুর ভাই যে??
সারাদিন খবর নাই? ব্যস্ত নাকি??
লালন কে নিয়ে একটা আর্টিকেল লিখেছি। রাত্রে দিব।
লালন (জন্ম:১৭৭২- মৃত্যু:১৭ অক্টোবর,১৮৯০)
১১| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহ্ হেড লাইনের কথাটাই তো বুকে লাগে বেশি--- ! ভালো লাগলো তার সম্পর্কে কিছু জেনে!
৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ আপামনি!
আপনার প্রোপিক টা নীল। পিকচার মুডে কিছু বোঝা যাচ্ছে না। ফুল, পাখি যা ভালোলাগে কিছু একটা দিন।
১২| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০২
নোয়াখাইল্ল্যা বলেছেন: শিক্ষণীয় পোস্ট। ভাল থাকবেন
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্, ভাই। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।
অনেক দিন আপনার দেখা নাই? ব্যস্ত নাকি??
১৩| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেউই ছোট নন। আবার কেউই বড় নন। সকলেই নিজ নিজ মহিমায় অধিষ্ঠিত। বাউল সম্রাট শাহ আব্দুল করিম এক জন মহান ব্যক্তি। এমন ব্যক্তি বাংলাদেশে জন্ম গ্রহণ করেছিলেন ভাবতে ভালো লাগে।
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Good Evening সাজ্জাদ ভাই।
হ্যাঁ ভাই, শাহ্ আব্দুল করিম আমাদের এক অমূল্য রত্ন।
১৪| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার অনেক প্রিয় শিল্পী। কয়েকমাস আগে তাঁর অনেকগুলো গান আমার ব্লগে শেয়ার করেছিলাম। শিল্পী খুবই প্রমিসিং।
এবার পাগল বাচ্চুর এ গানটা শুনে দেখুন কেমন লাগে।
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হা....হা.....
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
১৫| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
দিবা রুমি বলেছেন: আব্দুল করিম একজন ভাল মানুষ ছিলেন। তার গানগুলোও ছিল ভাল।
উনি কিন্তু বাউল ছিলেন না।
ভাল লাগলো লেখা।
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাইছি আপনারে
স্বাগতম ওহে অতিথি।
উইকিপিডিয়া থেকে কপি করলাম, আর উনি বাউল ছিলেন না???
লেখক নিরব
১৬| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: গান গুলো আমার অসম্ভব প্রিয়। মাঝে মাঝে আমি ইউটিউবে শুনি।রিমাইন্ড করে দেবার জন্য ধন্যবাদ।
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে! দাদা যে!! ভাল আছেন??
কয়েক দিন আপনাকে ব্লগে পেলাম না। আপনার পেজ থেকে ঘুরে আসি।
১৭| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
দিবা রুমি বলেছেন: জি না, উনি বাউল ছিলেন না।
বাউল গান করলেই কেউ বাউল হয় না, এই জিনিষটা অনেকে বুঝে না। বাঙলাদেশে বাউল নামে একটি গোত্র আছে। উনি ঐ গোত্রের সাথে রক্তের দিকে কোন সম্পর্কিত না। তাই তাকে কেউ বাউল বলে স্বীকার করেন না। কিন্তু অবুঝ পার্টি অবচেতনে উনাকে বাউল বলে চলে।
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বুঝলাম, এই বিষয়ে আপনার ভাল জ্ঞান আছে।
তাহলে উনি নিশ্চই একজন লোকসঙ্গীত শিল্পী?
কি বলেন আপামনি???
১৮| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
দিবা রুমি বলেছেন: হু, সেটা নির্ঘাত বলা যায়!
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে ফাইন।
আজ রাতে জাত বাউল কে নিয়ে আসছি।
ভালো থাকুন।
১৯| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অনেক ভালো আল্লাহরর রহমতে, তো মিয়া ভাই আপনিই সামু কে এখন চাঙ্গা রেখেছেন যদিও অন্যরাও কম নয়। অনেক শুভ কামনা রইল।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লজ্জা দিয়েন না ভাই।
আপনারা জাত কবি। আর আমি?? ডোডো পাখি।
২০| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সত্যি কথা বলতে কি আমিও জানতাম উনি বাউল শিল্পী, সুরকার, গীতিকার। সম্মানিত ব্লগার দিবা রুমি'র মাধ্যমে জানতে পারলাম বাউল নামের গোত্র আছে। ধন্যবাদ উভয় কে।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দাদা?
দিবা রুমি, ব্লগের নতুন চীজ। প্রথম দিনেই আমাকে ধোলাই করলো।
২১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৩
সৈয়দ তাজুল বলেছেন: বাহ, এ দিকে আব্দুল করিমরে নিয়া বিরাট সুন্দর লেখা লেখে ফেললেন!
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ তাজুল ভাই।
বেশীর ভাগই কপি-পেষ্ট, আমি অল্প লিখেছি আর এডিট করেছি
২২| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৪
সৈয়দ তাজুল বলেছেন:
হা হা হা হা ইহা ব্লগ।
পুস্টটা দেখে আসুন গে, যান
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাসছেন কেন ভাই
আমিতো কিছু বুঝলাম না
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সংগ্রহ শালা (লিরিক্স ও ভিডিওসহ)???
২৩| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩১
সৈয়দ তাজুল বলেছেন: ২১ নং প্রতিমন্তব্য দেখে! হাসলুম।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাসুন প্রাণ খুলে
আপনি নতুন কিছু লিখছেন না কেন? আমরাও পড়ে হাসতাম
২৪| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে । ধন্যবাদ
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কষ্ট করে লিখলাম। আমার গিফট চাই
আপনার পছন্দের গান কোনটি
২৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪১
সৈয়দ তাজুল বলেছেন: কষ্টের একটা লেখা দিলাম। দেখতে পার!
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে! আই অ্যাম কামিং--
২৬| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: আমার বর্তমান পছন্দের গান আপনার আগের পোষ্টে শেয়ার করেছিলাম ।
ঐগুলো কয়েকদিন এ কয়েকশত বার শুনা শেষ । আপাতত গান ভালো লাগছে না আর ।
ধন্যবাদ জানতে চাওয়ার জন্য ।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: । আপাতত গান ভালো লাগছে না আর ।
তাহলে কীসের পোস্ট দিমু। আমি কবিতা লিখতে পারি না। রাজনীতি নিয়ে লিখলে ক্যাচাল বাঁধে
দু দিন ব্লগিং বাদ দিমু নাকি??
২৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: শিরোনামের গানের লাইনটি হৃদয়স্পর্শী
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল বাবু ভাই!
এটাই তো বা্স্তবতা ভাই?
২৮| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৩:৪২
অক্পটে বলেছেন: কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছাইড়া যাইবা যদি। শুধু এই গানটার জন্যই অন্তত ৫০০ বছর মানুষ তাকে স্মরণ করবে, তাকে নিয়ে গবেষণা শুরু হবে এখন থেকে আরো পরে। অথচ জীবদ্দসায় দুঃখ এবং চরম দারিদ্রতায় প্রকৃতির এই নায়কের সমাপ্তি ঘটেছে। তবে আমরা ভাগ্যবান এটা আমাদের সময়, মানে আমাদের জীবদ্দসায় আমরা আঃ করিমকে পেয়েছিলাম, আবার অন্যদিকে স্টিফেন হকিংকেও আমরা আমাদের সময়ই হারিয়েছি।
ও জীবনরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে এটা কার গান?
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত ভাই!
ও জীবন রে জীবন ছাড়িয়া না যাইও মোরে !
ছাইড়া যাস নে মোরে
তুই জীবন ছাইড়া গেলে
আদর করবে কে আমারে রে!
--কাজল দেওয়ান?
২৯| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: তার লেখা গানগুলো হৃদয়ছোয়া।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত ভাই।
ভালো থাকবেন।
৩০| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার এই পোস্টের জন্য।
উনার এসব অসাধারণ গানসমূহ গেয়ে কত শিল্পি স্টার হয়ে গেল, কিন্ত গানগুলো যে শাহ্ আব্দুল করিমের তাই আমরা জানিনা।
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহারে, ভাই আমার! আপনার পছন্দের মানুষকে নিয়ে আজকে লিখবো।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাত ভাইয়া।কেমন আছেন? আপনার আজকের মরমী শিল্পীর পরিচয় জেনে মুগ্ধ হলাম।ওনার আগে কী সুন্দর দিন কাটাইতাম আমার অন্যতম প্রিয় একটি গান।তবে গানটি যে ওনার, সেটা জানতাম না।ভাল থাকুন।