নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

★★★ সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি নির্বাচন ও আমার কিছু ম্যাওপ্যাও কথা!!!

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

২০০৪ সালে বিবিসি বাংলা বিভাগ সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি নির্বাচনের জন্য শ্রোতাদের মতামত চেয়েছিল। এর জন্য বহু জ্ঞানি গুনি ব্যাক্তি তাঁদের মতামত পাঠিয়েছিলেন। সেই মতের ভিত্তিতে বিবিসি সর্বকালের শ্রেষ্ঠ ২০ বাঙালির তালিকা প্রকাশ করে(দুই বাংলা মিলে)। যেখানে ছিলেনঃ

১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
৩। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
৪। শেরে বাংলা এ কে ফজলুল হক
৫।নেতাজি সুভাষ চন্দ্র বসু
৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন*
৭। স্যার জগদীশ চন্দ্র বসু*
৮। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
৯। মওলানা আব্দুল হামিদ খান ভাসানি
১০। রাজা রামমোহন রায়
১১। শহীদ তিতুমির
১২। ফকির লালন শাহ
১৩।সত্যজিৎ রায়
১৪। অমর্ত্য সেন
১৫। ভাষা শহীদ**
১৬। ডঃ মোহাম্মদ শহিদুল্লাহ
১৭। স্বামী বিবেকানন্দ
১৮। অতিশ দীপঙ্কর শ্রীজ্ঞান*
১৯। জিয়াউর রহমান*
২০। হোসেন শহীদ সোহরাওয়ার্দী


বিশ্লেষণঃ
১। জরিপে রাজনীতিবীদের সংখ্যা বেশী, এরপর আছে সাহিত্যিক ও সমাজ সংস্কারক।

২। বিজ্ঞানী মাত্র একজন! মহিয়সী নারীও একজন।

৩। অতিশ দীপঙ্করকে আমরা অনেকেই চিনি না।(পোস্টটি লেখার আগে আমিও ভালমত জানতাম না)

৪। ভাষা শহীদদের নাম ও সংখ্যা অজ্ঞাত। আচ্ছা ভাষা শহীদ ঠিক কতজন? আপনারা জানেন??

৫। এই নামগুলোর মধ্যে পাঁচ জন বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনিষীর তালিকায় আছেন।

৬। জরিপ টি ২০০৪ সালে করা। তাই মেজরের নামটি সান্ত্বনা মূলক(আমার মতে)।

৭। তালিকাতে কোন মুক্তিযোদ্ধার নাম নাই। আমি হলে মেজরের জায়গায় উনাদের বসাতাম।

৮। উপরের ছবিতে একজনের চিত্র নেই। দ্বিতীয়বার না দেখলে আপনি তার নাম বলতে পারবেন না!!

এখন যদি বলা হয়, সর্ব নিকৃষ্ট বাঙালিদের তালিকা! তাহলে কাদের নাম আসতে পারে??
আমার মতেঃ

মিরজাফর ও রাজাকারের সাথে বর্তমানের দলকানা, সুবিধাবাদী নেতা ও পাতি নেতারা থাকবে।

বি.দ্রঃ এটি স্রেফ একটা জরিপ, কোন ঐতিহাসিক দলিল নয়। তাই এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, ক্যাচাল নয়।।

মন্তব্য ৬২ টি রেটিং +২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


শহীদ তিতুমীর দেশ-প্রেমিক ছিলেন; তবে, উনি বুদ্ধিমান ছিলেন না: বিশাল বৃটিশ বাহিনীর বিপক্ষে উনার ছিল সক্রিয় ৫ হাজার লোকবল ও ৩০ হাজার সমর্থক।

তিনি 'বাঁশের কেল্লা' বানায়ে, ও ৫ হাজার লোক নিয়ে কেল্লায় অবস্হান নেয়া ছিল খুবই কমবুদ্ধিমানের কাজ। উনার দরকার ছিলো, গেরিলা পদ্ধতিতে লোকজনকে বিভিন্ন অবস্হানে রাখা, যাতে বৃটিশ বাহিনী তাঁদের ঘেরাও করতে না পারে।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনার কথা হয়তো সত্য। আপনি সর্ব নিকৃষ্ট বাঙালিদের তালিকা তৈরী করুন।

২| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ভালো অফিসার ছিলেন; পাকী ইন্টেলিজেন্সেও ছিলেন; শেষ খুবই কম-বুদ্ধির পরিচয় দিয়ে প্রাণ হারায়েছেন; উনি ক্যু করে ক্ষমতায় গেলে, সেটা একটা প্যাটার্ণ হয়ে যাবে, সেটা তিনি অনুমান করতে ব্যর্থ হন; ১ম ব্যর্থ ক্যু'এর পর, উনি সরে গেলে প্রানে বাঁচতেন। উনার শোচনীয় মৃত্যু প্রমাণ করেছে যে, উনি বুদ্ধিমান ছিলেন না।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জেনারেল হয়তো সৈনিক হিসেবে ভাল ছিল, নেতা হিসেবে নয়। তাকে আমি সহ্য করতে পারি না।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


সর্ব-নিকৃষ্ট বাংগালী হয়তো গোলাম আজম।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঐ হারামি তো গ্যাছেই। আমি ভয় করি নতুন মিরজাফরদের।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

Taufik Alahi বলেছেন: যদি আপনি এই পোষ্ট ২০০৪ সালে লিখতেন তাহলে মনি হয় বলতেন, জাতীর জনকের বদলে একজন ওলী, ইসলামীক স্কলার্স এর নাম দেওয়া দরকার ছিলো।

সবাই সুবিদাবাদী

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাগতম ওহে অতিথি।

বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনিষীর তালিকায় কোন বাঙালি স্কলার নাই:(:(:(

৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২

Taufik Alahi বলেছেন: চাঁদগাজী বলেছেন:
শহীদ তিতুমীর দেশ-প্রেমিক ছিলেন; তবে, উনি বুদ্ধিমান ছিলেন না: বিশাল বৃটিশ বাহিনীর বিপক্ষে উনার ছিল সক্রিয় ৫ হাজার লোকবল ও ৩০ হাজার সমর্থক।

তিনি 'বাঁশের কেল্লা' বানায়ে, ও ৫ হাজার লোক নিয়ে কেল্লায় অবস্হান নেয়া ছিল খুবই কমবুদ্ধিমানের কাজ। উনার দরকার ছিলো, গেরিলা পদ্ধতিতে লোকজনকে বিভিন্ন অবস্হানে রাখা, যাতে বৃটিশ বাহিনী তাঁদের ঘেরাও করতে না পারে।[/sb

তার দূষ আরো আছে তিনি ইসলামিক মাইন্ডের ছিলেন

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নো ক্যাচাল!!

হোম ওয়ার্ক করেনঃ
বাহান্নোর ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছিলেন??

৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


@Taufik Alahi ,

শহীদ তিতুমীর আপনার চেয়ে বেশী বুদ্ধিমান ছিলেন; কিন্তু উনার সামরিক বুদ্ধি ছিল মাইনাস'এর ঘরে; বৃটিশ চাইছিলো উনার লোকদের এক যায়গায় ঘেরাও করতে; উনি বাঁশের কেল্লা বানায়ে, সেখানে একত্তিত হওয়ায় বৃটিশ বাহিনীর সুবিধা হয়েছিল। আপনি কম খাবেন, জাতির খাদ্যের অপচয় কম করবেন; সম্ভব হলে নিশ্বাসও কম নেবেন, তাতে অন্যেরা অক্সিজেন বেশী পাবেন।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নো ক্যাচাল!!

হোম ওয়ার্ক করেনঃ
ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছিলেন??

৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

Taufik Alahi বলেছেন: চাঁদগাজী আপনার তো অনেক জ্ঞান তাহলে তিতুমীরের শুভাঃ দের দেখিয়ে দিন।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি হঠাৎ শ্রদ্ধেয় গাজীর পেছনে লাগলেন কেন??

আমার চার নাম্বার বিশ্লেষনের উত্তর দিন?

৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

Taufik Alahi বলেছেন: লেখক বলেছেন: স্বাগতম ওহে অতিথি।
বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনিষীর তালিকায় কোন বাঙালি স্কলার নাই:(:(:(


বাঙালি না থাকলে ও ইসলামিক স্কলার্স আছে ১,৩ নাম্বারে । ধন্যবাদ

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তা ১৫-২০ জন তো আছেই।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬

Taufik Alahi বলেছেন: হ্যা তার বেশী হতে পারে যেমন কাজী নজরুল কে ধরা যায়

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবি সাহেব ইসলামিক স্কলার কি না?? সেটা ভাববার বিষয়।

কালকে হোমওয়ার্কটা জমা দেবেন:P

১০| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৬

Taufik Alahi বলেছেন: হোমওয়ার্ক টা পড়ে আসুন

০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওসব ফাউল বিষয় আপনি পড়ানে।

আপনাকে সতর্ক করা হল। এরপর থেকে আমার পেজে অন্য কারো সাথে ক্যাচাল/ম্যাওপ্যাও কোন মন্তব্য করলে সোজা ব্লকড।

০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আগের মন্তব্য মুছে ফেলা হয়েছে।

প্রোপিক চেন্জ?? কেউ বাঁশ দিল নাকি???

১১| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সামহোয়্যার ইন... ব্লগ ব্যবহারের শর্তাবলীঃ

উদারতা:
ব্লগ ব্যবহারের নিয়মকানুন এবং শর্তগুলো মনে রাখুন। অন্যদের সেভাবে দেখুন, নিজেকে এখানে যেভাবে দেখতে চান।

সহনশীলতা:
বিভিন্ন জনের বিভিন্ন মতামত প্রকাশের এটি একটি খোলা জায়গা। ধর্ম, রাজনীতি বা সাংস্কৃতিক দিক থেকে চিন্তাধারা এবং মতামতের ভিন্নতা থাকবেই। তবে অবশ্যই তা আক্রমনাত্বক বা উষ্কানীমূলক নয়। এক্ষেত্রে সকলের সহনশীলতা একান্ত প্রয়োজন।

প্রাসঙ্গিকতা:
আলোচনা, সমালোচনা বা যে কোন ধরনের পোষ্টয়ের ক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক থাকুন। আপনার সুস্পষ্ট, গঠনমূলক ও প্রগতিশীল লেখা,লেখক ও পাঠক তথা গোটা সমাজের পরিবেশের মঙ্গলের জন্যই।


অন্যথায় কোন নোটিশ ছাড়াই মন্তব্য মুছে ফেলা হবে।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: ড:ইউনুস দেখি একদমই অনুপস্থিত।

০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জরিপটি ২০০৪ সালে করা। আর ইউনুস সাহেব নোবেল পান ২০০৬ সালে।

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪

কামরুননাহার কলি বলেছেন: এখানে দুই বাঙ্গালিকে আমি দু চোখে দেখি আর সব বাঙ্গালিকে আমি এক চোখে দেখি।

০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পেটের ভেতর অর্ধেক কথা রাখলে হবে??

আমি মেজরকে সহ্য করতে পারি না। আপনার আবার কার উপর রাগ??

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি লিখেছেন, আপনি সহ অনেকেই অতীশ দিপংকরকে চিনেন না। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে মাফ করবেন, এই বিষয়ে আপনার আলোচনায় যাওয়া উচিত নয়। তাছাড়া আপনি আপনার সম্পর্কে লিখেছেন, পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। সেই হিসাবে আপনি অতীশ দিপংকরকে চিনেন না- বিষয়টি সত্যি দুঃখজনক।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই! আপনার মন্তব্যে আমি সত্যি সত্যি ভয় পেয়েছি। আপনি সম্ভবত জাদিদ ভাই। আমার পেজে আপনাকে স্বাগতম।

অজ্ঞতার বিষয়টি আসলেই দুঃখজনক:(। আমার বন্ধুদের অধিকাংশই তাকে চেনে না। আমাদের শিক্ষাব্যবস্থায় দীপঙ্কর বাবুকে নিয়ে কোন লেখা নেই। এমন কি ভাষা শহীদদের সংখ্যাটিও অজানা!!!



(অফটপিকঃ
আমি আমার পরিচিতদের ও নতুনদের একটু বেশী কমেন্ট করি। ব্লগের নীতিমালা বহির্ভূত কোন কাজ হয়ে গেলে অবস্যই জানাবেন।

***অনেক নতুন ব্লগার আছে যাদের সেফ করা হচ্ছে না। ভাল লেখকদের দ্রুত সেফ করা হোক।)

ভালো থাকুন।

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এখানে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালীদের কথা বলা হয়েছে। বাঙালী'র ইতিহাস ৪০০০ বছরের। অথচ, সেরাদের ৯০% মাত্র ২০০-৩০০ বছরের মাঝে বেরিয়ে এলেন! এর আগে কি কেউ ছিলেন না!!!

আমার কাছে এটা অবিচার মনে হয়।

চর্যাপদের কবি সিদ্ধাচার্য লুইপাদের নাম যেখানে নেই, সেই লিস্ট-টাই ভূয়া।

দুঃখিত, একটু কড়া কথা বলে ফেললাম।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না ভাই, কড়া কথা নয়। বরং এটাই কাজের কথা।

লিস্টে প্রাচীন যুগের অতিশ দীপঙ্কর শ্রীজ্ঞান ও মধ্যযুগের তিতুমির আছে। অন্যরা কেউ নাই??:(:( এটা সত্যই অবিচার।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮

ব্লগ মাস্টার বলেছেন: চালিয়ে যান।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ মাস্টার সাব।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: উফ! কী ক্যাচাল না এতক্ষন শুনলাম।বাপরে বাপ! আমি ভীতুর ডিম। ওসব ক্যাচালে কারো সঙ্গে নেই।প্রথমে ভাইয়া, আপনি কেমন আছেন জানতে চাই।সেই সঙ্গে ব্লগের সকলের কুশল কামনা করি।তবে একটু বলার আছে,মধ্যযুগের কেউ নেয়।তিতুমির, রামমোহন সমসাময়িক। বাঁশেরকেল্লার বর্তমান অবস্থান সম্পর্কে পরে বলবো।শুভেচ্ছা নেবেন।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই। তিতুমীরকে (১৭৮২-১৮৩১) সমসাময়িকই ধরা যায়।

প্যাচাল তো চিররদিন থাকবেই
তবুও এগিয়ে যেতে হবে---- ---

আপনাদের দোয়ায় ভাল আছি। আশাকরি অন্যরাও ভাল আছে। গত সপ্তাহে কয়েকটি জেলা ঘুরলাম। অনেক ছবি তুলেছি। কিন্তু ল্যাপটপে সমস্যা হওয়াতে ড্রাফট করা পোস্ট দিতে হচ্ছে:(

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১০০০ বছরের বাঙালীর মধ্যে প্রথমদিককার কোন জ্ঞানী গুণী নেই ?

অতীশ দীপঙ্করের ছবি নেই ?

বইতে ওনার সম্পর্কে লেখা আছে। অনেক আগে পড়েছি।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই। আপনার কথা সত্যি।

বইতে আমি উনার সম্পর্ক পড়ি নি। গতকাল উইকি তে পড়লাম:(

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: ২০১৪ সালে ব্যক্তিগত ইচ্ছায়, গেছিলাম নারকেলবেড়িয়া গ্রামে।মছলন্দপুর স্টেশন থেকে নেমে অটোরিক্সা ধরে রামচন্দ্রপুর স্টপেজে নেমে অনেকটা হেটে পৌঁছেছিলাম,নারকেলবেড়িয়া গ্রামে।আশা করেছিলাম,সরকার কেল্লার অন্তত একটা স্মৃতিফলক বানিয়ে রাখবে।মূলতঃ শিয়া সম্প্রদায়ের বাস।কৃষি নির্ভর গ্রাম।শিক্ষার কথা না বলাই শ্রেয়।যাইহোক,দু এক জনকে জিজ্ঞাসা করে অবশেষে বাঁশের কেল্লার স্পটে উপস্থিত হলাম।একদিকে একটি ডোবা, পাশের জমিতে পাটের চারা বেশ বড় হয়েছে।অত্যন্ত হতাশ হলাম।অথচ বেড়াচাঁপার চন্দ্রকেতু গড় প্রাচীন বাংলার একটি ঐতিহাসিক নিদর্শন হওয়ায়,সরকার তাকে সুন্দরভাবে রক্ষনাবেক্ষন করে রেখেছে।আর মর্যাদা পায়নি, নারকেলবেড়ে গ্রাম।যাইহোক,স্থানীয়দের চেতনার অভাবকেও একেবারে অগ্রাহ্য করা যায় না।
আপনার বিতর্ক চলতে থাকুক।শুভেচ্ছা নিয়েন।

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পদাতিক চৌধুরি!! আপনার তথ্যপূর্ণ মন্তব্যে অনেক কিছু জানলাম।

নতুন কিছু লিখলে জানাবেন। ভাল থাকুন।

২০| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুরা জরিপটাই ভুয়া ছিল।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জরিপটি হয়তো শতভাগ ঠিক নয়। তবে তালিকায় যারা আছে তারা সবাই বড়মাপের মানুষ।

২১| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

সৈয়দ তাজুল বলেছেন: ভারতবর্ষের মানুষেরা কখনো বিজ্ঞানের প্রতি আকর্ষিত ছিল না। ইদানীং বিজ্ঞানের অগ্রগতি দেখে সেদিকে ধাবিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু এখনো ভারত বর্ষ নিজেরা তেমন বড় ধরণের কিছু আবিস্কার করতে পারেনি। হ্যা, তারা কথা আবিষ্কার করতে পারে। এই যেমন ধরুন, পারমানবিক কথাগুলো। যা দিয়ে একদল আরেকদলের লোককে নাস্তানাবুদ করেও শান্তি পায় না।

ব্রিটিশরা যখন ভার্সিটি তৈরি করে, ভারতবর্ষে তখন তৈরি হয় প্রেমের মহল তাজমহল #:-S
যার ফলসরূপ, এখনো পর্যন্ত আমরা তাদেরকে অন্ধের ন্যায় অনুসরণ করে চলেছি। ভারত বর্ষের অধিকাংশ রাজনীতিবিদগণ নিজ ধর্ম কিংবা নিজের দল কিংবা নিজের স্বার্থবাদী চিন্তা নিয়েই কাজ করেছেন।(কিছু ভাল রাজনীতিবিদ ছিলেন ভাসানীর মত, যে তার ধর্মের চেয়ে মানুষকে দাম মূল্যায়ন করেছিলেন, কিন্তু তারা পারিপার্শ্বিকতার কারণে দেশ ও দশের জন্য তেমন কিছু করতে পারেননি) তাই এই জাতী এখনো অন্যের ধারস্থো হতে হয়। অন্যের সাহায্যের দিকে চেয়ে থাকতে হয়।


সকল বাঙালিরা জেগে উঠুক নতুন প্রেরণায়। এটাই কামনা।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাজুল ভাই। আপনার মন্তব্যটি মনোযোগ সহকারে পড়লাম। নিরেট সত্য কথা বলেছেন।

বাঙালীরা জেগে উঠুক। সত্যটা বুঝতে শিখুক।

২২| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যারা ভোটে অংশ নিয়েছেন- তাদের বড় অংশই একটি নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট কিছু চিন্তাকে বহন করে, ফলে তাদের রায়কে চুড়ান্ত রায় গণ্য করতে আমার আপত্তি আছে।

সর্বকালের বা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই শ্লোগানটা বঙ্গবন্ধুর নামে আগে থেকেই চালু ছিল। তাছাড়া আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর প্রতি বিবিসি বাংলা বিভাগের দূর্বলতা একটু খেয়াল করে শুনলেই বুঝতে পারবেন। ঐ জরিপটা করা হয়েছিল ঐ শ্লোগানটা প্রতিষ্ঠা করার জন্য।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই। শেখ সাহেবের প্রতি আমারও দুর্বলতা আছে।

আর রায়টা যে চুড়ান্ত বা ১০০% সঠিক সেটা আমিও বলছি না। কারন অনেকের নাম এখানে আসে নি, আবার কিছু দলিয়করণও হয়েছে।

আপনার মতে ১নাম্বারে কে থাকবে???

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০

ঢাবিয়ান বলেছেন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে কোন রাজনীতিবিদের নাম ঠাই পাওয়ার কথা নয়। রাজনীতিবিদেরা দোষেগুনে ভরা মানুষ।

যারা ভোটে অংশ নিয়েছেন- তাদের বড় অংশই একটি নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট কিছু চিন্তাকে বহন করে, ফলে তাদের রায়কে চুড়ান্ত রায় গণ্য করতে আমার আপত্তি আছে।সর্বকালের বা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই শ্লোগানটা বঙ্গবন্ধুর নামে আগে থেকেই চালু ছিল। তাছাড়া আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর প্রতি বিবিসি বাংলা বিভাগের দূর্বলতা একটু খেয়াল করে শুনলেই বুঝতে পারবেন। ঐ জরিপটা করা হয়েছিল ঐ শ্লোগানটা প্রতিষ্ঠা করার জন্য।- একমত

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার ধারণা আংশিক সত্য হতে পারে।

তবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে কোন রাজনীতিবিদের নাম ঠাই পাওয়ার কথা নয়।


কথাটির সাথে দ্বিমত পোষণ করছি। জরিপে মেজর ছাড়া আমি সব রাজনীতিবিদকে রাখবো।

২৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: পছন্দের কারণে এদিকওদিক হতে পারে। তবে জরিপটি নিয়ে আমার আপত্তি সামান্যই। বঙ্গবন্ধুকে নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়। শের এ বাংলা, সোহরাওয়ার্দী, ভাষানীকে ছাড়িয়ে তাঁকে শ্রেষ্ঠ নির্বাচিত করার নেপথ্যে বহুবিদ যুক্তি উপস্থাপন করা যায়। আপাতত সেদিকে যাচ্ছি না।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

শেখ সাহেবকে নিয়ে আমাদের আপত্তি না থাকলেও অনেকেরই আছে। ২২, ২৩ মন্তব্য পড়ুন।

২৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথমেই সহমত জানাই গিয়াস লিটন ভাইয়ের সাথে।
এবার আসি ঐ জরিপ নিয়ে। এই জরিপ যখন হচ্ছিল তখন ইরাক যুদ্ধের কারণে প্রতিদিনই বিবিসি বাংলা অনলাইনে শোনা হত। কারণ, তখন ব্লগ, ফেসবুক ছিল না। বিদেশে তখন প্রথম আলো, ইনকিলাবই পড়া হত বেশী। যাই হোক, যখন জরিপ শুরু হয় তখন থেকেই আগ্রহ বেড়ে যায়। প্রথম ফলাফল ঘোষণা হয় ২০ তম থেকে। তালিকার উপরে যতই যাচ্ছিল ততই পরিস্কার হচ্ছিল শেখ মুজিবকেই প্রথম স্থান দেয়া হতে যাচ্ছে। শেষ অব্দি তাই হয়েছিল।
* এই জরিপ নিয়ে তৎকালীন জনকন্ঠ, ভোরের কাগজ খুশিতে গদগদ হলেও যায়যায়দিন, ইনকিলাব সমালোচনা করেছিল স্বচ্ছতা নিয়ে।
* এই জরিপে কেন রবীন্দ্রনাথ প্রথম হলেন না এটা নিয়ে খেদোক্তি করেছিলেন সাহিত্যিক সেলিনা হোসেন (লোল)...
* দুই বাংলা মিলিয়ে জরিপ করা হয়েছে। কমন সেন্স বলে কোন বাংলাদেশী রামমোহন রায়, সত্যজিত রায়, অমর্ত্য সেন, অতীশ দীপঙ্কর, সুবাস বোস-এর নাম দেয়ার কথা না। আবার একই ভাবে ভারতীয় বাঙালী হোসেন সোহরাওয়ার্দী, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, তীতুমির, বেগম রোকেয়া-প্রমুখদের নাম দেয়ার কথা না..
* বিবিসি বাংলার তৎকালীন প্রধান ছিলেন সাংবাদিক কে.জি মুস্তফা(বঙ্গবন্ধুর সহচর)-র ছেলে সুজিত মুস্তফা(সম্ভবত)। স্বাভাবিকভাবেই বাংলাদেশী ও আওয়ামী প্রভাব বেশী ছিল।
* এই জরিপে মাত্র ৪ ভোটের জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকী ২০ তম স্থান পাননি (লোল)

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

আজকে অন্তত পছন্দ মত মন্তব্য পাচ্ছি। আমি দেখতে চাচ্ছিলাম জরিপটি নিয়ে কে কি ভাবছে??

আমার মনে হয়, বিবিসি দুই বাংলার মন রক্ষা করে এই তালিকা করেছে।

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: এই জরিপ নিয়ে আমার কোন ক্যাচাল নাই।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বোঝাগেল আপনি নির্ভেজাল, ছাপোষা মানুষ।

সাদা মনের মানুষরা ভাল থাকুক।

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ৬,১৮ আর ১৯ নিয়ে দ্বিমত পোষণ করি।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার ১৮, ১৯ নিয়ে।

২৮| ১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেই সময় আমি নিয়মিত বিবিসি শুনতাম। বেকার ছিলাম। তখন ব্যাপক খোজ খবর রাখতাম। বিবিসির ঘোষণার স্ট্রাইলটা দারুণ লাগতো।

তবে গোলাম আজম কে মানতে পারিনি।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

আমিও মাঝেমধ্যে বিবিসি শুনি।

২৯| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:২৩

পাকাচুল বলেছেন: হুমায়ূন আহমেদ এর আসা উচিত ছিল এই লিস্টে।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল ভাই।

হুমায়ূন আহমেদ অনেক কিছু লিখেছেন কিন্তু লিস্টে আসবেন না। তার চাইতে আলাওল, মধুসূদন, জসীমুদ্দীন এগিয়ে।।

৩০| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব বাঙ্গালী ভোট দেয়নি। বিবিসির শ্রোতাদের একটা অংশ মাত্র ভোট দিয়েছিল। তবে আমার মনে হয় কোন একটি দল এর সমর্থকরা এক জোট হয়ে ভোট দিয়েছিল।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত, সাজ্জাদ ভাই!!

এটি প্রথম আলোর পাঠক জরিপের মত। এখানে সবার মতামত নেই।:)

৩১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

টারজান০০০০৭ বলেছেন: সিলেকশনই ঠিক হয় নাই । কোথায় বঙ্গবন্ধু, ভাসানী ,সোহরাওয়ার্দী , শেরে বাংলা আর কোথায় রবি ঠাকুর, নজরুল , লালন ! এক ক্যাটাগরির সাথে আরেক ক্যাটাগরি মিলেনা ! প্রতিযোগিতায় নামাইতে হইলে এক ক্যাটাগরির হওয়া চাই ! ডাক্তারের সাথে ইঞ্জিনিয়ারের সাহিত্য লইয়া প্রতিযোগিতা চলে না। সাহিত্যের প্রতিযোগিতা কবি সাহিত্যিকদের মাঝে হইলেই কে শ্রেষ্ঠ কবি বা সাহিত্যিক বোঝা যাইবে !

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।

খিচুড়ী না পাকিয়ে আলাদা ক্যাটাগরিতে করতে হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.