নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

নাম না জানা বুনোফুল (ছবিব্লগ- ০৩)

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

গতমাসে বেশ কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ঐ সময় প্রায় ৬০০এর উপর ছবি তুলেছি। গতকাল ছবিগুলো ল্যাপটপে নিয়ে দেখি যা তা অবস্থা। কোনটার ফোকাস ঠিক নাই, কোনটা ঝাপসা, আবার কোনটা অন্ধকার হয়ে আছে:(। শেষমেষ বেছে কুছে ৬০-৭০ টার মত পেলাম। আজ ছবি আপলোড করবো, দেখি মডেমে সমস্যা। কি আর করার? স্মার্ট ফোনই ভরসা? ছবির রেজুলেশান কমালাম, তবুও আপলোড করতে গিয়ে মেজাজ খারাপ হয়ে গেলX(

এবারের পর্ব কয়েকটি বনফুল নিয়ে। আমি সবগুলোর নাম জানি না। আপনারা জেনে থাকলে বলতে পারেনঃ
স্থানীয় নাম মটমটি। এর কান্ড ভাঙলে মটমট শব্দ হয়। তাই এই নাম।।

মধুফুল। মধু সংগ্রহকারী কাল পিঁপড়ে।

এটি কাশফুল জাতীয় ঘাস।

নাম না জানা ফুল।


এটি এক জাতীয় ঘাসফুল। ফুলের নাম : কেশরাজ। অন্যান্য নাম : নাকফুল, কেসুতি, কালো কেশী, কেশরী ইত্যাদি।

নাম না জানা ফুল।

এর স্থানীয় নাম দারুল ঘাস।

ক্যামেরাঃ Canon IXUS(ছবিগুলো ম্যাক্রোমোডে তোলা)

বি. দ্রঃ নেটের স্পিড ভালো না। মন্তব্যে ও লোডিংয়ে সমস্যা হচ্ছে।:(

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০

আবু আফিয়া বলেছেন: এই ফুলগুলো যেন আমার গ্রামের কথা স্মরণ করিয়ে দিল, ধন্যবাদ

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার নামটা কনফিউজড!!

শুভেচ্ছা সতত।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


দেশে চলছে কোটা আন্দোলন, আপনি ফুল নিয়ে পোষ্ট দিলেন! গ্রামে এসব ফুল দেখেছি, নাম জানি না।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি আন্দোলন রক্ত ভয় পাই।

আর কোটা নিয়ে আজ ৩৬ টা পোস্ট হয়েছে।।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

সুমন কর বলেছেন: পোস্টে দেয়া ছবিগুলো সুন্দর এসেছে। +।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




কোটা নিয়ে চলছে ছেড়া ছেড়ি চুল,
নিজাম ভাই ছুড়ে দিলো একগাদা ফুল।
ফুলের সৌরভ নিলাম,
ধন্যবাদ দিলাম।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কবি।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

সুমন কর বলেছেন: canon IXUS কত? ম্যাক্রোমোড কই থাকে !! :(

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: 175

সেটিংস এ গিয়ে ফোকাস রেন্জ পরিবর্ত করতে হবে।:)

৬| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাঃ খুব সুন্দর। আপনার উত্তর দিতে সমস্যা হচ্চে জেনেও ফুলের সুবাসের ধন্যবাদ নিয়েন।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

একটু কাজ পড়েছে। ডুব দিতে হবে:(

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৫

ক্স বলেছেন: প্রথম ফুলটা তো সবাই চেনে। এটাকে নাম না জানা বললেন কেন?

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল।

আমি সবগুলোর নাম জানি না। আপনারা জেনে থাকলে বলতে পারেন?

৮| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

ক্স বলেছেন: এটা জামরুল ফুল । এই ফুল থেকে রসালো জামরুল ফল হয়।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ

৯| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯

মিরোরডডল বলেছেন: খুব সুন্দর

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম ফুলটা জামরুল কিংবা গোলাপ জামের। তবে গোলাপ জামের হওয়ার সম্ভাবনা বেশী।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল ভাই।

তাহলে গোলাপ জামই হবে।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.