নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. স্নাইপার রাইফেল হাতে এক স্নাইপার।
লক্ষবস্তুটা কয়েকশ মিটার দুরে। কালি মাখা চোখ, দেহটা পালক, লোম অথবা পাতায় আবৃত। ট্রিগারে আঙুল, টেলিস্কোপে দৃষ্টি। চারিদিকে পিনপন নিরবতা। হৃৎপিন্ডের শব্দও বুঝি শোনা যায়। আবস্থান, বাতাসের বেগ, সাবজেক্টের মুভমেন্ট, সব ক্যালকুলেশন শেষ ট্রিগারের আঙুলটা সামান্য টেনে আনা। ব্যাস, চোখের পাতা ফেলতে না ফেলতেই সব শেষ।।
বন্দুকের কথা বলতে, মনে পড়ল সেই ছোটকালের স্মৃতি। তখন গ্রীষ্মের ছুটিতে মামাদের সাথে এয়ার গান দিয়ে ঘুঘু পাখি মারতাম। এছাড়া ঈদের সময় কাজিনদের সাথে গুলি করে বেলুন ফাটানো খেলা। বেলুন দু-চারটা ফাটাতে পারলেও, পাখি মারতে পারতাম না বরং তাড়াতাম(গুলি করতাম একদিক, যাইতো আরেক দিক)।
২. আমার পছন্দের হ্যান্ডগান (IMI Desert Eagle)। বুলেট প্রুফ জ্যাকেট পরেও লাভ নাই। একটা লাগলেও দু-মাস হাসপাতালে থাকতে হবে।
★★★ AK-47, মিখিলি কালাশনিকভ। একটি অমর নাম ও একজন কিংবদন্তি।
৩.৫ কেজি ওজনের অস্ত্রটি কে বিশ্বের প্রথম কার্যকর অটোমেটিক রাইফেল বলা হয়। ১৯৫১ সাল থেকে শুরু করে, বর্তমানে বিশ্বের প্রায় ৫০ টিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে। কারণ তীব্র শীত, গরম, ভেজা আবহওয়া, ধুলো-বালি কোন কিছুই এর কাজে ঝামেলা তৈরী করতে পারে না। ২০০৪ সালের হিসেবে, "আনুমানিক ৫০০ মিলিয়ন বিশ্বব্যাপী আগ্নেয়াস্ত্রের ভেতর, প্রায় ১০০ মিলিয়ন কালাশনিকভ পরিবারের অন্তর্গত, যার তিন-চতুর্থাংশ হচ্ছে একে-৪৭ গুলো"(ভাবা যায়!!)। বাংলাদেশের সেনাবাহিনীতে একে ৪৭ এর চাইনিজ সংস্করন টাইপ ৫৬ ব্যবহৃত হচ্ছে ।
৩. AK-47 হাতে সোভিয়েত ট্যাংক কমান্ডার মিখিলি কালাশনিকভ।
আরেক টি কথা, আগ্নেয়াস্ত্রের মধ্যে যেটিকে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ হিসেবে দেখা হয়, সেটাও কিন্তু একে-৪৭। একে-৪৭ অস্ত্র নিয়ে মিখাইল কারাশনিকভের সবচেয়ে আলোচিত উক্তি:
১. "জার্মানদের জন্যই আমার একে ৪৭ ডিজাইন করতে হয়েছিল। তা না হলে আমি কৃষি কাজে প্রয়োজনীয় এমন যন্ত্র বানাতাম।"
২. "আমি আমার উদ্ভাবন নিয়ে গর্ববোধ করলেও ইহা মাঝে মাঝে আমাকে কষ্ট দেয় সন্ত্রাসীদের ব্যবহারের জন্য। আমি মানুষের কাজে এমন যন্ত্র যেমন ঘাস কাটার মেশিন উদ্ভাবন করলে সবচেয়ে আনন্দিত হতাম।"
৩. "আমার উদ্ভাবন এখন অনেক দেশের স্বাধীনতা আনে।"(ভিয়েতনাম, বাংলাদেশ)
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
###পৃথিবীতে অস্ত্র বেচা-কেনার হালচালঃ (২০১৩-২০১৭)
রপ্তানিতে শীর্ষ ৫ দেশঃ
১. যুক্তরাষ্ট্র
২. রাশিয়া
৩. ফ্রান্স
৪. জার্মানি
৫. চীন
আমদানিতে শীর্ষ ৫ দেশঃ
১. ভারত
২. সৌদি আরব *
৩. মিশর*
৪. সংযুক্ত আরব আমিরাত*
--- --- --- --- - --- ---
৯. পাকিস্তান
-- ---- ----
১৯. বাংলাদেশ
না বলা কিছু কথাঃ
১. বিশ্বের ১ নাম্বার ব্যবসাটা কিন্তু অস্ত্রের!!!
২. মাথামোটারা অস্ত্র কেনে, আর বুদ্ধিমানরা বিক্রি করে।
৩. বিশ্ব নেতারা দেশে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে রাখে তাদের পকেট ভারী করার জন্য।
৪. নামে বুলেট প্রুফ হলেও ওটা কিন্তু সব রকমের বুলেট থেকে প্রুফ নয়!!!
৫. মাথা মোটারা আর কতদিন মাছ কিনে খাবে? পরের ধনে পোদ্দারি আর কত?? (জায়গা থাকলে পুকুর করুন, আর তাতে নানা রকম মাছ চাষ করে ইচ্ছে মত খান।)
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ও SIPRI
ছবি সূত্রঃ
১.স্নাইপার রাইফেল
২. IMI Desert Eagle
[link|http://cdn.banglatribune.com/contents/cache/images/80
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
I Love It.
অজানা দার্শনিকের ডায়লগ??
২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই কি গানের আসর শেষ করে "গান" এর আসর বসালেন?
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
গাইবো না আর কোন গান, তোমায় ছাড়া---
৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১
ব্লগার_প্রান্ত বলেছেন: মিয়া সবাই নববর্ষের তালে আর আপনে আইলেন অস্ত্র টস্ত্র লইয়া। দু্ঃখু পাইলাম। যা হোক পোস্টে প্লাস+
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ইহা কি পুরাতন পাপী??
নববর্ষ নিয়ে ম্যাওপ্যাও করার কোন ইচ্ছা নাই।।।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭
ব্লগার_প্রান্ত বলেছেন: নাহ্ দার্শনিক তো এইখানে। তা ভাই গেমস খেলেন নাকি। আমি কিন্তু গেমস সেন্টারে কল অফ ডিউটি খেলি
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গেমস খেলার বয়স নাই। এখন রিয়্যাল গেম খেলি
৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭
ব্লগার_প্রান্ত বলেছেন: তাইলে ট্যাংক নিয়া কিছু লিখেন....
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ধরা খাইছেন।।
অস্ত্র নিয়ে এই মাসে আর লিখবো না। পুরাতন পাপীরা লিখুক।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩
তারেক ফাহিম বলেছেন: না বলা কথা পড়ে জেনে গেলাম, ৫ নম্বরটি সুন্দর বলেছেন।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই
আপনি কি আসল বিষয় বুঝতে পেরেছেন??
না কি, মাছ বলতে ইলিশ বুঝেছেন?
৭| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪
শাহ আজিজ বলেছেন: বাব্বা সাইলেন্সার লাগানো ।
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভেচ্ছা শ্রদ্ধেয়।
নিবর ঘাতক। কোন শব্দ হবে না।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
আমদানীর যায়গায় "রপ্তানী" হয়ে গেছে, ঠিক করুন।
আস্ত্র ভালোবাসেন?
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ধন্যবাদ শ্রদ্ধেয়।
মোটামুটি। একটা কথা প্রচলিত আছে "Take care of your gun, it should take care of you "
৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: রপ্তানিকারক আর আমদানিকারক হবে কিনা?
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কবি??
টাইপিংয়ে কপি-পেষ্ট করেছিলাম। তাই ----
১০| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: অস্ত্র ভয় পাই।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাগো ভাবনা কেন,
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে-----
১১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫১
কাওসার চৌধুরী বলেছেন:
নববর্ষে হলিউড স্টাইলে এ্যটাক!!
সুস্থ ধারার যে কোন সাংস্কৃতিক চর্চাকে আমাদের উৎসাহিত করা প্রয়োজন। এটি বিদেশি বা স্বদেশী যাই হোক না কেন। আমরা যে নীতি ও আদর্শ বিশ্বাস করি তা আমাদের নিজস্ব ব্যাপার, এতে সমাজের কিছু যায় আসে না। সমস্যা দেখা দেয় তখনই যখন আমরা নিজের ইচ্ছাকে জোর করে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এটা অন্যায়। এতে সমাজে বিভাজন দেখা দেয়। হিংসা-বিদ্বেষ বেড়ে যায় ফলে সমাজে শান্তি বিনষ্ট হয়। একুশ শতকের বিশ্বায়নের এ যুগে জোর করে নিজের পছন্দ-অপছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় না। মানুষ তা শুনতে বাধ্য নয়।
কালচার/সাংস্কৃতিক চর্চাটা আসে মানুষের ভালবাসা ও দীর্ঘ দিন থেকে সমাজে প্রচলিত অভ্যাস থেকে। এজন্য জোর করে কোন কালচার/সংস্কৃতি চাপিয়ে দেওয়া যায় না, আবার জোর করে মানুষের নিজস্ব কালচার/সংস্কৃতি থেকে বের করে আনা যায় না। সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিনোদন মানুষের বুদ্ধিভিক্তিক জ্ঞানকে বিকশিত করে, পারিবারিক ও সামাজিক সম্পর্ক দৃঢ় করে। সমাজকে পরিশুদ্ধ করে। পৃথিবীর উন্নত ও সভ্য দেশগুলো এভাবেই আজ এগিয়ে যাচ্ছে আরো উন্নতি ও সমৃদ্ধির পথে। তারা নিজেদের মতামত কারো উপর চাপিয়ে দেয় না; বরং অন্যের পছন্দ অপছন্দকে সম্মান দেয়, সহযোগিতা করে। এতে সমাজে পারস্পরিক বিশ্বাস ও আস্থা অটুট থাকে।
...............শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল ভাই।
সেটাই। সংস্কৃতি এক সতস্ফূর্ত পরিবর্তশীল বিষয়। এটা হাজার বছর আগে যেমন আজকের মত ছিল না, তেমন আজ হতে হাজার বছর পরেও এমন থাকবে না।।
"শুভ নববর্ষ"
১২| ১৪ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৯
কালীদাস বলেছেন: গাজীপুরের মেশিনটুলস ফ্যাক্টরিতে সম্ভবত একে-৪৭ এর একটা ভার্সন বানানো হয়, পুরোপুরি শিওর না। ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, টানা দশমিনিট ব্রাশ ফায়ার করার পর ব্যারেলে আগুন ধরে যায়। তবু অকেজো হয়নি!!
কমরেড মিখাইল ঠিকই বলেছিলেন। এর চেয়ে ভাল কোদাল বানালে অনেক কৃষকের কাজে লাগত!!
বাইদ্যাওয়ে, তিনটা টপিকেই কিন্তু আরও লিখতে পারতেন। ডেজার্ট ঈগলের উপর ব্লগে ডিটেইলড পোস্ট আসেনি কখনও; ভবিষ্যতে লিখতে পারেন
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "শুভ নববর্ষ"
বাংলাদেশ এর সত্ত্ব কিনে নিয়ে এর নাম দেয় BD-08 (এটা গাজীপুরের মেশিনটুলস ফ্যাক্টরিতে বানানো হয়)।
। আগুন ধরার পরও অকেজো না হবার বিষয়টি সত্য!( আমার এক সাদা চামড়ার বন্ধু নিজে চেস্ট করেছে, বন্দুর নিয়ে তার অনেক ভিডিও ইউটিউবে আছে)
★★লিখবো বলেই শুরু করলাম। কিন্তু স্টাডি করতে গিয়ে দেখি, বেশ কয়েকটা পোস্ট আছে। আমি ওদের চেয়ে ভাল লিখতে পারবো না, তাই -----
১/ অজানা দার্শনিকের, "ডেজার্ট ঈগল , হাতের মুঠোয় থাকা দানব || মারণাস্ত্র সিরিজ ||(একে৪৭ এর বিস্তারিত আছে)
২/ বল্টু মিয়ার, "বিশ্বসেরা ১০টি স্নাইপার রাইফেল".
(ছেলেগুলো ভালই লিখতো, এখন যে কোথায়? )
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫২
গ্রীনলাভার বলেছেন: নিজের তৈরী একটা পিস্তল নিজের হাতে দেখতে ভাল লাগে।
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ নবর্বষ।
তা আর বলতে?
মিখিলি কালাশনিকভ একজন কিংবদন্তী। পৃথিবীর প্রতি ৫টা আগ্নেয়াস্ত্রের মধ্যে একটা একে৪৭ গোত্রের।
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৬
শাহিন বিন রফিক বলেছেন:
ভাই না পড়ে মন্তব্য দিলাম, কারণ আজ আমি শুধু শুভেচ্ছা জানাতে লগইন করেছি।
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে।
শুভ নববর্ষ।
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়া পোষ্টটি যে দিন দিলেন,সেই দিনে ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড ঘটেছিল।আমি ভীতুর ডিম।এসব বন্দুক দেখতে পারবোনা। ক্ষমা করবেন।
শুভেচ্ছা নিয়েন।
১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঘটনাটা মনে ছিল না ভাই। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।
হ্যান্ডগান, রাইফেল, স্নাইপার আমার পছন্দের। শুটিংয়ের উপর ছোটখাট একটা ট্রেনিং ও করা আছে
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১
সনেট কবি বলেছেন: ‘বুদ্ধিমানরা অস্ত্র বেচে আর বোকারা কিনে’- ঠিক বলেছেন।
১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশে দেশে যুদ্ধ চলছে তো, ঐটার জন্যই ভাই!!
১৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
সোহাগ তানভীর সাকিব বলেছেন: তথ্যবহুল আলোচনা। অনেক অজানা বিষয় জানা হলো। সব মিলিয়ে খুবই ভালো গেলেছে। ধন্যবাদ।
১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সাকিব ভাইকেও ধন্যবাদ।
১৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অস্ত্র নিয়ে লেখা সুন্দর হয়েছে। অন্যান্য অস্ত্র সম্পর্কে ধারাবাহিক লিখতে পারেন।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই।
শুভ নববর্ষ।
১৯| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
আপনি অস্ত্র নিয়েই লিখতে থাকুন।লেখায় ভিন্নতা থাকলে আশা করি আমাদেরও ভালো লাগবে পড়তে ও উপভোগ করতে।
১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার কথা মাথায় রাখবো।
২০| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩
কালীদাস বলেছেন: শুভ নববর্ষ!
চরম ইরেগুলার হওয়ায় মিস করে গেছি সম্ভবত পোস্টগুলো, অথবা পড়লেও এখন মনে করতে পারছি না। সময় করে খুঁজব ভবিষ্যতে আবার। থ্যাংকস।
আপনি সিগ সাওয়ার নিয়ে লিখতে পারেন। অনেক দেশের ডিফেন্সের স্ট্যান্ডার্ড ইস্যু সাইড আর্মস হয়ে যাচ্ছে বিগত বছরগুলোতে। বা গ্লক!
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ নববর্ষ।।
ওটা নিয়ে লিখতে গেলে একটু স্টাডি করতে হবে। আপনার ভালোমত জানা থাকলে লিখতে পারেন।।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ডেসার্ট ইগেল একমাত্র ইসরাইলি জিনিস যা আমার ভালো লাগে।