নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

★★★আল্লাহ্ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান!!!

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

নিজের উপর রাগ হচ্ছে, ঘৃণাও হচ্ছে। সেই সাথে, এক ধরণের লজ্জা, অসহায়ত্ব, হতাশা, হীনমন্বতা ভর করেছে। একদিনের বাঙালীপনা জাহির করার জন্য কুকুরের মত ঘুরলাম, পকেট ফাঁকা। রোদ, ভীড়, গরম ও ধুলা-বালি মধ্যে থেকে শরীরের অবস্থা আলকাতরা।

বাসায় ফিরে ফ্রেস হয়ে, ব্লগে ঢুকেই একটা শকড খেলাম। আজ যে পবিত্র শবে মেরাজ, সেটা মনেই ছিল না!! গত শুক্রবারেও ইমাম সাহেব খুৎবাতে পবিত্র মেরাজ সম্পর্কে বললেন।(মেরাজে ৫০ ওয়াক্ত নামায কে পাঁচ ওয়াক্ত করা হয়।) বেমালুম ভুলে গেলাম সেই কথা? এমনি মুসলিম আমি! প্রতিদিন গরমের মধ্যে কত কাজ করি, অথচ মসজিদে এসির মধ্যে নামায পড়তে যাই না! ধিক্!!!


বুঝলাম। শত কোটি, নামে মুসলিমদের কেন এই অবস্থা? কেন আমরা সব হাওয়াই মিঠাই মিলে, সোনালী যুগের একজন রত্নের [সাহাবা(রাঃ)] সমানও হতে পারবো না?

একটি গজল মনে পড়লঃ
আজো সেই কোরান আছে, হাদিস আছে,
সেই ঈমান আর মানুষ নেই।
সেই আবু বকর, ওমর নেই,
সেই আলী হায়দার, ওসমান নেই।

আযানের রসম আছে আগের মতই,
বেলালের সেই রুহ নেই।
এযিদের রাজতন্ত্র আছে... আগের মতই,
হোসেনের সেই জিহাদ ও নেই।

কুরানের তেলাওয়াত আছে আগের মতই,
রাবেয়া বসরীর মত প্রেমিকা নেই।
হাদিসের পাঠক আছে আগের মতই,
বোখারীর মত সেই সাধক ও নেই ।

কাফের ও মুশরিক আছে আগের মতই,
ঈবনে কাসিম আর সালাদিন নেই।
ফালসাফা আছে আগের মতই,
গাজ্জালির সেই তালক্বিন নেই।

দাওয়াতে দ্বীন আছে আগের মতই,
বান্নার মত সেই দায়ী নেই।
কবি ও কবিতা আছে আগের মতই,
হাফিজ, রুমী, ইকবাল নেই।


কাজী নজরুল ইসলামের লেখা কিছু হামদ্ ও নাতঃ (আমার পছন্দেরগুলো শুধু দিয়েছি)

*** সাহারাতে ফুটল রে....
*** নবী মোর পরশ মনি....
*** হেরা হতে হেলে দুলে....
*** আমি যদি আরব হতাম....
*** ত্রি-ভুবনের প্রিয় মোহাম্মদ....
*** শোনো শোনো ইয়া এলাহী....
*** আল্লাহকে যে পাইতে চায়....
*** তাওহিদের ই মুরশিদ আমার....
*** রোজ হাশরে আল্লাহ আমার....
*** আল্লাহু আল্লাহু তুমি জাল্যে জালালু....
*** তোরা দেখে যা আমিনা মায়ের কোলে....
*** মসজিদের ই পাশে আমায় কবর দিও ভাই....
*** এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি....
*** আল্লাহ আমার প্রভু, আমার নাহি, নাহি, ভয়....
*** আল্লাহ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান....
*** ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ....

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


আমার পছন্দের আরেকটি গজলঃ

গজলঃ আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
কথাঃ জাকির আবু জাফর
সুরঃ মশিউর রহমান লিটন
টাইপিংঃ জাকির আবু জাফর



আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও,
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও।।

জেনে না জেনে কত করি অপরাধ
কখনো করোনা তুমি বাদ- প্রতিবাদ(২)
তোমার দয়ার সীমা নাই নাই নাই
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও(ঐ)

ভুল ছাড়া জীবনে আর কি আছে
ভুল করে ফিরে আসি তোমার কাছে।
তোমার দেয়া সেই আলোকিত পথ
যেই পথে খুঁজে পাই আসল কিমত
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে(২)
সেই পথে চলবার শক্তি দিও।(ঐ)



ছবিঃ ইউটিউব থেকে।

মন্তব্য ৬০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬

বেঙ্গল রিপন বলেছেন: যার দ্বীন দ্বীন রবে কাঁপিত দুনিয়া
জ্বীন পরী ইনসান।।

স্ত্রী- পুত্ররে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক
হেসে কোরবানী দিত প্রান হায়! আজ তারা মাগে ভিখ।

কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া
ত্রিভুবনে ভয় করিত না যারা।

আজাদ করিতে এসেছিল যারা
সাথে ল’য়ে পাক কোরআন।। :(

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

কিন্তু, কোথা সে মুসলমান???

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: মাইরালা :P

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
জিব বের করার মত কি বললাম???

৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি সারাদিন বাসায় ছিলাম, বৃষ্টি নামলো, ভিজতে গেলাম। B-)

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাইরে না গিয়ে ভাল করেছেন।

এই বৃষ্টি ভেজা---

৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার অনুশোচনা দেখে ভাবলাম। দেশে এমন ভালো মানুষ আছে যারা বিষয়গুলো এইভাবে ভাবে।
যা হোক কষ্ট নিয়েন না। শবে মেরাজে কোন ইবাদত নাই। আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েন, আল্লাহ ক্ষমাশীল।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আফসোস, নামায কন্টিনিউ করতে পারি না।

মাগরিবের নামায পড়ে পোস্ট লিখেছি, এশার পর দিলাম।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

নীল মনি বলেছেন: ভালো লেখা

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

আপনি যদি বলতেন, ঐ গজলটা আমার পছন্দ। তাহলে একটা কাজের কাজ হতো।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

লোনার বলেছেন: দেখুন:
view this link

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

সবই বুঝি। ভাবি আকাম বাদ দিয়ে ভাল হয়ে যাব। কিন্তু দুদিন পরই লেজটা বাঁকা হয়ে যায়।।:(

৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

নীল মনি বলেছেন: #আজও সেই কোরআন আছে...

আর আপনার পছন্দের তালিকার গুলো।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও

আমি কি আপনার আগের পোস্টে মন্তব্য করবো??

৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার পোস্ট আমি প্রতিটিই পড়ি, বেশ বৈচিত্র্যময় খুব ভালো লাগে। জনাব আজ একটা কবিতা পোস্ট করেছি, ব্লগে দাওয়াত নেন।

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

আসছি---

৯| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৮

নীল মনি বলেছেন: আমি ওত বুঝি না কোথায় কমেন্টের কথা বলছেন!

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগে মেয়েরা খুব অলস। আপনাকেই যা একটু হাত পা চালাতে দেখি!!:)

আপনার পেজে গেলেই বুঝবেন!

১০| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৭

Taufik Alahi বলেছেন: লেখক বলেছেন: আফসোস, নামায কন্টিনিউ করতে পারি না।
মাগরিবের নামায পড়ে পোস্ট লিখেছি, এশার পর দিলাম। [/sb
দোয়া করি আল্লাহ আপনাকে নামাজ কায়েম করার তওফিক দান করুক।

লেখা অনেক ভালো.।.।.।.।.।.।.।.।.।.।।।

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

প্রায়ই নিয়মিত নামায পড়বো বলে নিয়ত করি, কিন্তু দুদিন যেতে না যেতেই----:(

১১| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২২

নীল মনি বলেছেন: আসলে ব্লগের আছি অনেকদিন তবে অনিয়মিত ছিলাম।এখন নিয়মিত হয়ে উঠেছি।মেয়েরা লেখে অলস জানতাম না তো! :) শুকরিয়া কিছু না বুঝলে বুঝিয়ে দেবেন।

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগের সবাই মেয়েদের সমীহ করে, সম্মান করে। কিন্তু লেখিকার সংখ্যা কম। পুরাতনরা নিয়মিত লিখে না। লিখলেও অন্যকে/নতুনদের মন্তব্য করে না।

আমি নতুন দু-চার জনকে দুধ কলা দিয়ে পুসলাম। এখন দেখি ওরা ফুড়ুৎ!! বোঝেন অবস্থা??

১২| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুধকলা দিয়ে পোষা নতুনদেরকে তো চিনতে পারলাম না, একটু চিনিয়ে দিন না ভাই? :P

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসসালামু আলাইকুম, ভাই।

আপনার সাথে সন্ধি। কি বলেন?

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

খাঁচা ভেঙে পাখি উড়ে গেছে রে,
অন্য ব্লগে গিয়ে বাসা বেঁধেছে(সম্ভবতো)
এতো দুধকলা খাওয়ালাম যারে,
বেইমানি সে করতে পারে????:(

নাম বললে তো আমিই বেইমান হয়ে যাবো। তার চাইতে চলেন, দু-জন মিলে নতুন পাখি পুসি।। :P

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

নতুন বছর আনন্দময় হোক।

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসসালামু আলাইকুম, ভাই।

আপনার সাথে সন্ধি। কি বলেন?

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: আসসালামু আলাইকুম, ভাই।

আপনার সাথে সন্ধি। কি বলেন?





আপনার সাথে যুদ্ধ হয়েছে বলে তো মনে পড়ছে না? :)

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

এটা হল সামরিক চুক্তির মত, ভবিষ্যতে আমরা যুদ্ধ কোন বিয়ষ নিয়ে করবো না, একজন আক্রান্ত হলে অপরজন সাহায্য করবো তার।।

আপনি আবার হিটলারের মত চুক্তি ভেঙে আমাকেই-----:P

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাখি হয়তো এখনও অন্যের খাঁচায় (ব্লগে) বন্দি হয়নি। আপনি ভাল শিকারি হলে আবার ধরে আনতে পারবেন। আপনার দুধকলাতে মনে হয় ভেজাল ছিল। :P

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:( পালিয়ে যাওয়া পাখিকে ধরমু না। তারা দুরে গিয়ে মরুক।

পিঞ্জর খুলে দিয়েছি,
যা কিছু বলার ছিল বলে দিয়েছি
যারে যাবি যদি যা।

শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়
জানি রে জানি তোকে, ভালোবাসা ভালো নয়।

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আবার নতুন করে পুষবেন? :)

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ভাবছি এবার, পোসা পাখির ব্যবসা করবো। লাগবে নাকি আপনার? :P

ময়না, টিয়া, কাকাতুয়া, বউকথাকও, কাক, পেঁচা। ভাইজানের পছন্দ কোনটা।

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না ভাই, আমার পাখির প্রয়োজন নেই। খারাপ পাখির কবলে পড়লে জীবনটা একেবারে ভাজাভাজা হয়ে যাবে। :P

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাবে ফ্রী দেব। আপনার তো একটা দরকার।।(জোড়া কর জন্য):P


রাতে কথা হবে।।

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সস্তা কলায় চিঁড়ে নষ্ট। :P

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দামি কলা দিব??

অগ্নিস্বর? না মানিক? নাকি সাগর কলা??:P

২০| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: বায়ুমন্ডল ভাই এই নেন লেখা
Click

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসছি:

২১| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


২টি পালনযোগ্য দিন একইদিনে পড়ে গেছে! যেকোন উৎসবকে সহজভাবে উৎযাপন করলে, স্বাভাবিক জীবনের উপর চাপ পড়ার কথা নয়।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

এখন স্বাভাবিক আছি।।:)

২২| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: আমাদের ক্লাশে একটা ছেলে ছিল, সে খুব সুন্দর গজল গাইতো।
স্যারের মন মেজাজ যেদিন খারাপ থাকতো, স্যার বলতেন, রফিক এসো গজল শোনাও।
রফিক একের পর এক গজল গেয়ে যেত। টানা ৪৫ মিনিট।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার বন্ধুর জন্য শুভেচ্ছা,

আর আপনার জন্য শুভকামনা।

২৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২১

তারেক ফাহিম বলেছেন: আমার নিজের প্রতি ঘৃনা লাগলো, ঐদিন সন্ধ্যার পর।

একটি ঘটনাও ঘটল পোষ্ট দিবো ভাবছি পরে আর সময় করে নিতে পারিনি।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফাহিম ভাই?

যা ভালোলাগে লিখুন। অনেকদিন আপনার পোস্ট পাই না :(

২৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১

কাছের-মানুষ বলেছেন: ভাল লাগল লেখাটা। কবি নজরুলের প্রথমটা যেটা বোল্ড করে দিয়েছেন সেটা আমারো অনেক প্রিয়।
ধন্যবাদ।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

কাজী সাহেবের গজলগুলো আসলেই সুন্দর।

২৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

ভুয়া মফিজ বলেছেন: সবই বুঝি। ভাবি আকাম বাদ দিয়ে ভাল হয়ে যাব। কিন্তু দুদিন পরই লেজটা বাঁকা হয়ে যায়।।:( আমার অবস্থা একদম আপনার মতো। বাকা লেজ সোজা করার একটা রাস্তা বের করেন, দু'জনেই লেজ সোজা করি!!! :)

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই, নিয়মিত নামায পড়াবো। নিয়ত করেছি।।

বান্দার কাজ নিয়ত, চেষ্টা, দোয়া ও আল্লাহর কাছে সাহায্য চাওয়া।

২৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন মন্ডল ভাই, সারাদিন গরমের মধ্যে কতকাজ করি অথচ মসজিদে যাই না। আসলে নামাজ পড়াটা একরকম নেশায় পরিণত করতে না পারলে হবে না। হেয়ালীপনায় অনেক নামাজ মিস করে ফেলি, অথচ নামাজই প্রথম ও প্রধান কাজ।

গজল দুটিও চমৎকার বাছাই করেছেন, আর প্রিয় কবির গজলগুলোও।
সবমিলিয়ে দারুণ উপভোগ্য পোষ্ট।

বৈশাখী শুভেচ্ছা রইল। সবেমেরাজ সফল হোক

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।

নামায পড়ার নিয়ত করেছি।। চেষ্টা করবো মসজিদে যাবার, না পারলে অন্তত বাসায় পড়বো।।

২৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বিশ্বাসে গোলমাল
কর্মেতে তাই ফল
ঠিক হলে বিশ্বাস
পাবে ঠিক আশ্বাস!

বাঁচতে হলে জানতে হবে
জাহিরি ও বাতেনি
জ্ঞানের মাঝে রত্ন পাবে
হবে দুজাহানের ধনী।

নজরুলের গজল গুলো একসময় সব গুলো মুখস্ত গাইতে পারতাম!
জীবনের টানাপোড়েন- কতদিন গান গাইনা!!!!!!!!!!!!!!!!

++++

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জ্বী ভাই।

বাঁচতে হলে জানতে হবে
বিশ্বাস ঠিক করতে হবে।
সঠিক ভাবে হুকুম মানলে
আখিরাতে মুক্তি পাবে।।

২৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, মাজেজা কিছু বুঝতে পারলেন? :P

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না ভাই।:( কি মোজেজা।

কেন জানি নোটিফিকেশন পাচ্ছি না??:(

২৯| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, কিছু না। :)

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

শুভ রাত্রি

৩০| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান সহ কাজী নজরুল ইসলামের যে ক'টি গজল দিয়েছেন সবগুলিই আমার অনেক প্রিয় ভাই.....

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!!:)


এগুলো সবারই প্রিয় গজল।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.