নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তর কোরিয়ার একটি রাসায়নিক পরীক্ষাগার।
মনে করুন, বাসায় গিন্নী নেই।
আপনার ইচ্ছে হল সরিষার তেল, কাঁচা মরিচ, পেঁয়াজ, চনাচুর দিয়ে সুন্দর করে মুড়ি মেখে খাবেন। উপকরন সব রেডি, কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জলে- নাকের জলে একাকার! এটা আর কিছু না রসায়নের কারসাজি। আবার পুরাতন কুয়া বা সেপটি ট্যাঙ্কে ঢুকে মানুষের মৃত্যুর খবর প্রায়ই শেনা যায়। অথবা ভুপালের সেই দুর্ঘটনা। কিংবা কয়েক দিন আগে শাহবাগে পুলিশের কাঁদানে গ্যাস বা টিয়ার গ্যাস নিক্ষেপ করা। মনে আছে??
গণবিধ্বংসী অস্ত্র (Weapon of mass destruction - WMD):
এগুলো এমন অস্ত্র, যা অনেক মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে। যা প্রকৃতি, মনুষ্য নির্মিত (দালান) বা প্রাকৃতিক (পাহাড়) কাঠামোর বিপুল ক্ষতি সাধন করে। যেমনঃ রাসায়নিক অস্ত্র, পারমাণবিক অস্ত্র, জৈবিক অস্ত্র ইত্যাদি।
★★★রাসায়নিক অস্ত্রঃ
নাম থেকেই বুঝা যাচ্ছে, এটা কি। পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে, সেগুলো জোড়াতালি দিয়ে এটা তৈরী করা হয়। মানবদেহ তথা প্রাণিদেহের জন্য অতিমাত্রায় ক্ষতিকর, এমন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি অস্ত্রই হলো রাসায়নিক অস্ত্র। যেমনঃ সারিন গ্যাস, ভি-এক্স নার্ভ এজেন্ট, ক্লোরিন, জিবি, মাস্টার্ড, টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস (আমাদের দেশে হরতালে ব্যবহার করা হয়)।
১. সারিন গ্যাসঃ
এটি সেই গ্যাস যাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়া উত্তাল। যেটা সিরিয়াতে প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। যেটা মানবদেহকে আক্রান্ত করার জন্য সবচেয়ে কুখ্যাত নার্ভ এজেন্ট। আচ্ছা, এটা আসলে কী??
জাতিসংঘ ঘোষিত ডব্লিউ-এম- ডি (WMD = Weapons of Mass Destruction) এর মতে, সারিন হলঃ
অরগানো-ফসফরাস যৌগ। এটি একটি নার্ভ এজেন্ট। যা স্বাদহীন, বর্নহীন ,গন্ধহীন ও স্বচ্ছ তরল(উদ্বায়ী)। যার কারণে মানুষ হামলা হওয়ার সাথে সাথে বুঝতে পারেনা । এর রাসায়নিক নাম হল আইসোপ্রোপাইল-মিথাইল ফসফোনো ফ্লোরিডেট। এটি বাতাসের চেয়েও ভারী এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তিকে মারার জন্য এক ফোটা সারিনই যথেষ্ট।(কপি)
২. ভিএক্স নার্ভ এজেন্টঃ
২০১৭ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ-ভাই, কিং জং-ন্যামকে এই রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে হত্যা করা হয় । এটি তৈলাক্ত পদার্থ এবং অত্যন্ত শক্তিশালী এজেন্ট নার্ভ এজেন্ট। এর এক গ্রামের একশ ভাগের এক ভাগও; অর্থাৎ ভিএক্স-এর একটি ছোট্ট ফোঁটাও মানুষের চামড়ার ওপর পড়লে, তা কয়েক মিনিটের মধ্যে মৃত্যু ঘটাতে পারে।
গ্যাস মাস্ক ও নিরাপত্তা পোষাক পরিহিত এক সৈনিক। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের মুভিতে দেখতে পাবেন।।
★★★জীবাণু অস্ত্র বা বায়োলজিক্যাল উইপনঃ
বায়োলজিক্যাল এজেন্ট (জীবাণু অস্ত্র) হলো একটি বিশেষ ধরনের অণুজীব, যা যুদ্ধ ক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। অণুজীবগুলোকে উন্নত প্রযুক্তির মাধ্যমে জেনেটিক্যালি বদলে ফেলে স্বাভাবিক কার্যক্ষমতার থেকে কয়েক'শ গুণ বেশি কর্মক্ষম করে তোলা হয়। এই জীবাণুগুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে শত্রুদের নির্বংশ করে। যেমনঃ অ্যানথ্রাক্স জীবাণু, র ্যাবিট ফিভার, প্লেগ, টাইফাস, গুটিবসন্তের জীবানু সহ আরো অনেক ভাইরাস ও ব্যাক্টেরিয়া।
এত কিছু থাকতে রাসায়নিক অস্ত্র কেন?
এক কথায় উত্তরঃ লাখ টাকা দিয়ে স্নাইপার রাইফেল কিনে সারাদিনে দু-চার জনকে মারার চেয়ে, কয়েক হাজার টাকা খরচ করে কয়েক মিনিটের মধে হাজারো শত্রুকে নির্বংশ করার জন্য।
চোরের মায়ের বড় গলাঃ
সিরিয়ার ঘটনা নিয়ে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন খুব লাফাচ্ছে। রাসায়নিক অস্ত্র ব্যবহার করা যাবে না, ভালো কথা। ক্ষেপনাস্ত্র, মিসাইল, বন্দুক, বোমা ওগুলো কি নিষ্পাপ শিশু??? রাসায়নিক অস্ত্রের সূচনা করেছে হারামি জার্মানি। এরপর নানা সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান, রাশিয়া, ইরাক বা হালের সিরিয়া তা ব্যবহার করেছে। মানবতা লঙ্ঘিত হয়েছে কিন্তু যুদ্ধ থামেনি। কসাইদের কাছে মানবতা কীসের???
সারমর্মঃ
১. রাসায়নিক হামলার কারনে অস্ত্রের রপ্তানিতে ভাটা পড়েছে, তাই মোড়লদের এত ----
২. যুদ্ধ নয় শান্তি চাই। কসাইরা নিপাত যাক্, মানবতা মুক্তি পাক।
অথ্যসূত্রঃ উইকিপিডিয়া + বই + নেট।
ছবিঃ একটাও আমার নয় (নেট)।
/
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আরো আসছে নিউট্রন বোমা, ইএম ওয়াপন, লেজার গান।
এরিয়া-৫১ এ কি যে হচ্ছে??
২| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০
ব্লগার_প্রান্ত বলেছেন: বলেন তো প্রথম বায়োলজিকাল এজেন্টের ঘটনা কোথায় পাওয়া যায়?
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্লেগ জ্বীবানু।।
ইঞ্জিনিয়ার বেলাল› বিস্তারিত পোস্টঃজীবাণু যুদ্ধ পড়ুন।।।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০
সৈয়দ তাজুল বলেছেন: সোহানী আপুর সাথে একমত।
মানবতা ও শান্তির দোহাই দিয়ে আমেরিকা ধ্বংস করেছে পৃথিবীর শান্তিপ্রিয় দেশগুলো। সেই সুত্রগুলো আজ রিফম হয়ে ব্যবসার রূপ নিয়েছে আগামী বিশ্বযুদ্ধের জন্য।
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
মার্কিন সেনারা ভিয়েতনাম যুদ্ধে আট কোটি লিটারেরও বেশি বিভিন্ন ধরনের বিষাক্ত রাসায়নিকদ্রব্য দেশটির বিভিন্ন শহর, ক্ষেত-খামার, জনগণ এবং বন-জঙ্গলের ওপর বর্ষণ করেছে। এইসব বিষাক্ত দ্রব্য পরিবেশের ব্যাপক ক্ষতি করা ছাড়াও ভিয়েতনামের লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করেছে।।
কপি
৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০
নীল মনি বলেছেন: খুব কঠিন, একটু পেয়াঁজ কাটা পর্যন্ত এসেছি।এরপর চোখ বুলিয়েছি। কিন্তু বড় কঠিন
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কঠিনের কি হল??
আমার কাছে কবিতা কঠিন লাগে
পেঁয়াজ কাটার আগে কয়েক মিনিট ভিজিয়ে রাখবেন /ফ্রিজে রাখবেন।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬
নীল মনি বলেছেন: হিহিহি আমি তো চোখ বন্ধ করেই পেঁয়াজ কাটতে জানি।সমস্যা নেই এ ব্যাপারে।কঠিনের কিছুমিছে আছে আর কি।বলা যাবে না, সবাই পড়ে ফেলবে
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে। আমার ব্যাচের মেয়েরা পড়াশুনায় তুখোড় ছিল। তাই বলেছিলাম।
টিপস লাগবে??
৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮
নীল মনি বলেছেন: আমি একটু কম বুঝি
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ধরুন মিছিলে গিয়েছেন, পুলিশ টিয়ারসেল মারলো। কী করবেন?
সম্রাটজ্বী পোস্ট দিয়েছে, চলেন তাকে জ্বালাই।।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬
নীল মনি বলেছেন: বুঝতেছিনা কী করব তবে সেনস হারিয়ে ফেলতে পারি।আমি জ্বালাতন করে আসছি।
আপনি বিরক্ত হচ্ছেন না তো এত বকবক করছি।
ব্লগে একমাত্র সম্রাট ভাইয়ার সাথে মন খুলে কথা বলি।কে যে কিসে মাইন্ড করে বলা বড় মুস্কিল।
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তখন বাতাসের বিপরীতে বসে পড়বেন, ভেজা কাপড় দিয়ে চোখ মুছবেন।
৮| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮
নীল মনি বলেছেন: মাথা ঠাণ্ডা করে পড়লাম। বুঝেছি।
আপাতত এত সহজে মুক্তি নেই তবুও মুক্তির আলো আসুক
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সোজা লেখা।
কসাইরা নিপাত যাক্, মানবতা মুক্তি পাক।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫
নীল মনি বলেছেন: আমাকে বিরক্ত করে দেখেন তো করতে পারেন কি না।সহজে বিরক্ত হয় না।
হুম বুঝেছি সহজ লেখা।মাঝে মাঝে মাথার দরজায় পাহারা থাকে,কিছুই ভেতরে ঢুকতে দেয় না
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওকে সন্ধি।
থাক বাবা থাক
আজ তবে এইটুকু থাক,
বাকি কথা কাল হবে।
১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ২:২৩
চাঁদগাজী বলেছেন:
সাম্প্রতিক সব অস্ত্র ব্যবহৃত হচ্ছে মিডল-ইস্টে; মিডল-ইষ্টের মানুষদের মগজ কাজ করছে না
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সহমত।
১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৯
নীল মনি বলেছেন: হিহিহি সন্ধি।
আসলে আর কথা হত না, কখন যে ঘুমিয়েছি জানি না।
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের মধ্যে সন্ধি।
তবে সম্রাটজ্বী কে গ্যাপে নিবো।
১২| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১১
দিবা রুমি বলেছেন: এই অস্ত্রবল মানবতাকে ধ্বংস করছে প্রতিনিয়ত...
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হুম----
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: সবচেয়ে ভালো হতো পৃথিবীতে কোনো অস্ত্র না থাকলে।
অস্ত্র মুক্ত পৃথিবী কি সম্ভব কোনো দিন?
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। তবে ধর্মে আছে এক সময় কোন অস্ত্র ই থাকবে না।।
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: ছিলেন গানের জগতে, সেখান থেকে স্নাইপার, তারপর রাসায়নিক অস্ত্র ও জীবাণু অস্ত্র।এরপর কোথায় লক্ষ্য?
তবে তথ্য সমৃদ্ধ। খুব ভালো পোষ্ট।যদিও প্রশ্ন ধরলে,গুছিয়ে বলতে পারবোনা।
বৈশাখী শুভেচ্ছা নিয়েন, ভাইয়া।
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
প্রশ্ন করবো না।।
আপনি ভালো থাকুন তাহলেই হবে।
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
পদাতিক চৌধুরি বলেছেন:
ভাইয়া,ছবিটিরর খারাপ দিকটিকে গুরুত্ব না দিয়ে আমাদের অবস্থান মূল্যায়ন করতে অনুরোধ করবো।
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
যতই উন্নত দেশের কথা বলি, আমাদের মত আর্থসামাজিক অবস্থায় ওরা টিকতে পারবে না।
ওদেরকে আমাদের আবস্থায় আনলে মাঠে মারা পড়বে।।
১৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
আখেনাটেন বলেছেন: কিছু মোল্লার সীমাহীন ক্ষমতালিপ্সার কারণে মিডলইস্টকে পশ্চিমারা অস্ত্র পরীক্ষার ভাগাড় বানাতে পেরেছে। এতে মানবতা গোল্লায় যাক। বিলিয়ন ডলারের ব্যবসাতো চালু থাকল।
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
মানবতা ওদের ভাওতাবাজী। আসল উদ্দেশ্য ডলার কামানো, ওটাতে হয়তো একটু টান পড়েছে। তাই---
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমাদের দেশ পারমাণবিক অস্ত্রধারী দেশ হবে কোনদিন?
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
অস্ত্রের দরকার কী??
খাবেন??
১৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৭
বিদেশে কামলা খাটি বলেছেন: মানুষ , তুমি মানুষ হও।
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল।
শিক্ষিত মানুষের অভাব নেই
কিন্তু শিক্ষিত বিবেকের বড়ই অভাব, ভাই।
১৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৯
নতুন নকিব বলেছেন:
পোস্টে ধন্যবাদ। আর বেস্ট কমেন্টটির জন্য ধন্যবাদ সোহানীকে। তার সাথে সহমত পোষন করছি।
১. ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬ ০
সোহানী বলেছেন: বিশ্বের মানবতার কব্জাধারীরা তৃতীয় বিশ্বের মানবতা গেল মানবতা গেল বলেতো চিল্লায়ে মাথায় তুলে। কিন্তু নিজেরা আবার নতুন নতুন অস্র বানায়ে বিলিয়ন ডলার কামায়। ধিক্ এদের.............
আগে এক বন্দুকে একজন মরতো, তারপর শ, তারপর হাজার.......... এখন মিলিয়ন। হায়রে সভ্য দেশ!!!!! একরাশ ঘৃনা।
১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।
সোহানী আপা ইন্টারন্যাশনাল পলিটিকস ভালই বোঝে।।
,
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬
সোহানী বলেছেন: বিশ্বের মানবতার কব্জাধারীরা তৃতীয় বিশ্বের মানবতা গেল মানবতা গেল বলেতো চিল্লায়ে মাথায় তুলে। কিন্তু নিজেরা আবার নতুন নতুন অস্র বানায়ে বিলিয়ন ডলার কামায়। ধিক্ এদের.............
আগে এক বন্দুকে একজন মরতো, তারপর শ, তারপর হাজার.......... এখন মিলিয়ন। হায়রে সভ্য দেশ!!!!! একরাশ ঘৃনা।