নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের সারাদিনের পোস্ট গুলোতে চোখ রাখলাম(সন্ধ্যায়)। অবাক, হতাশ সেই সাথে কিছুটা ক্ষুদ্ধও হলাম। কোটা জ্বর ও নববর্ষ শেষে আবারো ধর্ষন জ্বরে ভূগছে ব্লগ। অন্যয়ের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে, ভাল কথা। তাই বলে বিশেষ দিনগুলোকেও আমরা মনে রাখবো না? হাজারো ব্লগারের মধ্যে কেউ'ই না? অন্তত শ্রদ্ধেয় ও তার জিগরি দোস্তের কাছ থেকে একটা পোস্ট আশা করেছিলাম। পেলাম না। শুধু আজকেই নয় দশ তারিখেও পাই নি।
যাই হোক আসল কথায় আসি, আজ মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে(১৭ই এপ্রিল) মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য, কুষ্টিয়া(তৎকালীন) জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলার অন্তর্গত ভবেরপাড়া (বর্তমান মুজিবনগর) গ্রামে, অস্থায়ী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। (মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ১৯৭১এর ১০ই এপ্রিলে।)
ঐ অনুষ্ঠানে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়েই বক্তব্য পেশ করেন। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ তার ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট বর্ণনা করেন। ভাষণের শেষাংশে তিনি বলেন,
---- ---- বিশ্ববাসীর কাছে আমরা আমাদের বক্তব্য পেশ করলাম, বিশ্বের আর কোন জাতি আমাদের চেয়ে স্বীকৃতির বেশি দাবিদার হতে পারে না। কেননা, আর কোন জাতি আমাদের চাইতে কঠোরতর সংগ্রাম করেনি। অধিকতর ত্যাগ স্বীকার করেনি।
জয় বাংলা।
অর্থাৎ এর মধ্যে দিয়েই প্রধানমন্ত্রী দেশী বিদেশী সাংবাদিকদের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানালেন। আর এভাবেই মুক্তিযুদ্ধকালীন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সূচনা হল।(কপি)
অস্থায়ী সরকারের গঠনঃ
রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পাকিস্তানের কারাগারে বন্দী)
উপ-রাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম (রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন)
প্রধানমন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ
অর্থমন্ত্রীঃ ক্যাপ্টেন এম মনসুর আলী
পররাষ্ট্রমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদকে
স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ এইচ এম কামারুজ্জামান
সশস্ত্র বাহিনীর প্রধানঃ কর্নেল এম এ জি ওসমানী
কার্যালয়: ৮নং থিয়েটার রোড, কলকাতা।
অস্থায়ী সরকারের মন্ত্রণালয় সমূহের নামঃ
১. প্রতিরক্ষা মন্ত্রণালয়
২. পররাষ্ট্র মন্ত্রণালয়
৩. অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়
৪. মন্ত্রিপরিষদ সচিবালয়
৫. সাধারণ প্রশাসন বিভাগ
৬. স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়
৭. তথ্য ও বেতার মন্ত্রণালয়
৮. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৯. ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়
১০. সংসদ বিষয়ক বিভাগ
১১. কৃষি বিভাগ
১২. প্রকৌশল বিভাগ
এসব মন্ত্রণালয়ের বাইরে আরো কয়েকটি সংস্থা ছিল, যারা সরাসরি মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীনে কাজ করত। যেগুলোর মাধমে মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং সদ্য স্বাধীন দেশে প্রশাসনিক ব্যবস্থা সুদৃঢ় হয়।।
একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার;
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, বই।
ছবিসূত্রঃ
১. শেখ মুজিবুর রহমানঃ anyodhara24.com
২. উপ-রাষ্ট্রপতির বক্তৃতাঃ banglakagoj24.com
৩. গার্ড অব অনার প্রদর্শনঃ ctvnews24.com
৪. মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দঃ somewhereinblog.net
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
অতীতকে ভুলে যাওয়া জাতীর জন্য ভাল লক্ষণ নয়। ঐ সরকার তৈরী না হলে দেশ স্বাধীন হওয়া দূরহ ছিল।
,
২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: দিনটি গুরুত্ববাহী। পোষ্টটি পড়ে মুগ্ধ হলাম।শ্রদ্ধা রইল, জাতির পিতার প্রতি।
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ধন্যবাদ ভাই।
শ্রদ্ধা রইল তাদের প্রতি যারা কাজ করে দেশ, মাটি ও মানুষের জন্য।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: যাক মন্ডল ভায়ের পোস্ট খুজতেছিলাম, যাক মনোযোগী হয়ে পড়লাম। মুজিব নগরে গত মাসে বেড়াতে গিয়েছিলাম। আপনার লেখার মাধ্যমে বেশ কিছু জানলাম। +++ রইলো
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
যুক্তিবাদী মানুষকে ধন্যবাদ!!
৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
"ঐ সরকার তৈরী না হলে দেশ স্বাধীন হওয়া দূরহ ছিল। "
-যে ধরণের বিপ্লব ঘটেছিল, সরকার ঠিকই গঠন হতো; সেই সরকার শক্ত সরকার ছিলো না; এবং শেষে ঐ সরকার আসলে ভালো ভুমিকা রাখেনি
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
হাসালেন শ্রদ্ধেয়!
ঐ সরকার না থাকলে আন্তর্জাতিক পলিটিকসে দেশ পিছিয়ে পড়তো। ভারত ও রাশিয়ার সাপোর্ট পেত না। যুদ্ধ কয়েক বছর ধরে চলতো। শেষে গুলিও থাকতো না।
আর শরণর্থীর কথা? ওটা বুঝে নিন!
৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
"ঐ সরকার না থাকলে আন্তর্জাতিক পলিটিকসে দেশ পিছিয়ে পড়তো। "
-সরকার গঠন অবশ্যই হতো; বিনা সরকারের এত বড় যুদ্ধ চলতো না। যুদ্ধের মাঝে তাজুদ্দিন সাহেবের সরকারের লোকেরা ৯ মাসে পুর্বদিকের সেক্টরগুলোতে আসেননি; উনারা জানেননি কাহারা সরকারের অংশ।
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
এই বিষয়ে দ্বিমত পোষন করাটা ঠিক হবে না। ঐ সরকারের দুর্বলতা কিছুটা ছিল।
তবে ইন্দিরা দেবী না থাকলে এক বছরে দেশ স্বাধীন হতো না।।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ দিনটা ভুলে যাওয়ার দিন নয়। আপনি সবাইকে মনে করিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছেন।
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কবি ভাই।
ঠিক ভাই। অতীতকে মনে রাখতে হহয়। ওটা ভুলে যাওয়া জাতীর জন্য ভাল নয়।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২
কাওসার চৌধুরী বলেছেন:
খুব সুন্দর একটা লেখা। অনেক দরকারী তথ্য জানতে পারলাম। নতুন প্রজন্ম এ ইতিহাস জানা প্রয়োজন। ধন্যবাদ, মন্ডল ভাই।
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই।
নতুন প্রজন্ম এসব নিয়ে মাথা কম ঘামাচ্ছে। তারা ভ্যালেন্টাইন নিয়ে ব্যস্ত।
৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: 'তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা' বইটা পড়েছেন?
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
শারমিন আহমেদের লেখা না??
বইটা অনেকদিন আগে পড়েছিলাম। খুব একটা ভালোলাগে নি।
৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো দিয়েছেন।
আমার কাজে লাগবে।
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
উইকিতে বিস্তারিত তথ্য আছে।। সময় করে ওটা পড়বেন।
,
১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১
মুরাদ পাভেল বলেছেন: খুব সুন্দর একটা লেখা
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।।
১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭
রাফা বলেছেন: অভিযোগ করার প্রয়োজন নেই।যখন মনে হবে ,নিজেই লিখে ফেলুন।অনেকের লেখার ইচ্ছে থাকলেও সময়ের জন্য হয়ে উঠেনা।
এটা ভাবার কোন কারন নেই, সবাই সব কিছু ভুলে গেছে।নতুনদের জানাতে ইতিহাসকে বারবার সামনে আনতে হয়।শুধু আহাম্মকরাই ইতিহাস ভুলে যেতে চায়।
পোষ্ট ভালো হয়েছে,ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।।
আমরা ইতিহাসকে ধারণ করতে চাই। তাই কেউ একজন পোস্ট দিলেই হল। তবে বড়রা লিখলে সেটা বেশী গুরুত্ব পায়। সেই জন্য বলেছিলাম।।
ব্লগে ১৭ এপ্রিল নিয়ে ২০১৪তে একটা পোস্ট আছে। আর পেলাম না
১২| ১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০২
বিদেশে কামলা খাটি বলেছেন: ভালো পোস্ট । আজ আামদের অফিসে এটা পালিত হয়েছে। আমরা জানি।
১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
যেই গাছের ফল মানুষ পায়নি, সেই গাছের কথা মানুষ ভুলে গেছে ক্রমেই; যারা ফল খাচ্ছে, তারা গাছে পানি ঢালছে।