নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

ব্লগের অদৃশ্য মানব ও কিছু ভূতুড়ে নিক!!(হাউ মাউ খাও, ভূতের গন্ধ পাও)

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১

ল্যাপটপে সমস্যা। হারাধনের বর্তমান সম্বল হাতের এই স্মার্টফোন। আমার মোবাইলে ব্লগিং করা যায়, চারটা মোডে। এর মধ্যে দুটো রিডিং মোড(ডাটা সেভিং)। একটি ডেক্সটপ মোড। অন্যটায় এখন ব্লগিং করছি।।

গতমাসে(মার্চে) ব্লগিং করতে গিয়ে, হঠ্যাৎ কিছু অদ্ভুত বিষয় চোখে পড়লো। কিছু নিকের নোটিফিকেশন আছে, কিন্তু তাদের নাম বা প্রোপিক দেখা যাচ্ছে না। এমন কি, মন্তব্যও তাদের চেনা যায় না (অদৃশ্য থাকে)। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হল। তাই ব্লগে কয়েক দিন চোখ রাখলাম। অবশেষে কিছু অশরীরি আত্মার দেখা পেলাম। দু-চারটা ভূত ধরেও ফেললাম। তাদের নিয়েই আজকের আয়োজনঃ
♦♦♦ভূতুড়ে নিক -১ঃ
এই নিকটি পুরাতন এবং ব্লগে সবচেয়ে বেশী দেখা যায়। উনি আজ ব্লগে আসলে জানাবো।
পরিচয়ঃ তহুগ(রবৃদগনৃুবহ নৃস্দ)
পরিসংখ্যানঃ উনার বাড়ী থেকেই জেনে আসুন।

♦♦♦ভূতুড়ে নিক -২ঃ
গত মার্চ পর্যন্ত উনি চুপচাপ ছিলেন। বর্তমানে (এপ্রিল) লিখছেন। যদিও তার শেষ লেখাটা অপরিপক্বতার পরিচয় দিচ্ছে। তাই সন্দেহ হচ্ছে, উনার আইডিটা, কোন মানব সন্তান হ্যাক করেনি তো???
বিস্তারিতঃ উনার বাড়ী থেকেই দেখে আসুন।

♦♦♦ভূতুড়ে নিক -৩ঃ
(בלתי נראה) পরিচয়, নামঃ
এটি আমার পছন্দের ভূত। নিকটি নতুন, কয়েক জনের সাথে কথাও বলেছে। তাকে সর্বশেষ দেখা গিয়েছে, নতুন নকিব ভাইয়ের প্রত্যাশা(ডিসেম্বর ২০১৭) লেখার মন্তব্যে।।


চলুন, তাদের কিছু ভূতুড়ে কথা শুনিঃ
অদৃশ্য নিকঃ"আমি অদৃশ্য কিন্তু অসুন্দর নই,
আমি হয়তো চুপ কিন্তু ভুত নই।"

নকিব ভাইঃ "আপনি তো ভালই কথা বলতে পারেন। আপনাকে দেখছি, কেউ কেউ বন্দি করে রাখছেন তাদের ব্লগে। আমিও কি রাখব না কি?"

অদৃশ্য নিকঃ --- --- ---
নকিব ভাইঃ "মাঝে মাঝে কথা বলা নিতান্ত জরুরী হয়ে পড়ে বুঝি!"
ভূতুড়ে নিকঃ "কথা কম বলতে চাইলেও মাঝেমাঝে 'ভুল' মানুষের ব্যবহারে 'ভুল' কথা বলতেই হয়।" (কী ভাল ভূত!)


ভূতের সন্ধান পাওয়া গিয়েছে শায়মা আপার পেজেও,
অদৃশ্য নিকঃ --- --- ---
শায়মা আপাঃ "ভূত ভাইয়া লাভ ইউ!!!!!!!! তোমাকে দেখার বড় ইচ্ছা ছিলো, আর তাই ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসলাম আমার ব্লগে। এই দেখো তুমি এখন বোতল বন্দি!!!!!!"

বি.দ্রঃ ভূতের কোন লিংক দিতে পারবো না। যে বন্দি করেছে তার বাড়ী গিয়ে দেখে আসুন। তবে বুদ্ধিমানদের জন্য টিপসই যথেষ্ট।
ফির মিলেঙ্গে---- ---- -----

উৎসর্গঃ যাদের এখনো সেফ করা হচ্ছে না।।।

মন্তব্য ৭৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

নীল মনি বলেছেন: এই তাহলে ভূত সমাচার।একটু বুঝেছি।কাল একটু ভয় পেয়েছিলাম। ভূত বিশেষজ্ঞ ভালো থাকুন। ভূত খুঁজতে গিয়ে নিজে ভূত হয়ে যাবেন না যেন!

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ধন্যবাদ।

ভূতের নাম কে বলতে পারবে??

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

শামচুল হক বলেছেন: বুঝলাম ভুতের মাহাত্ম্য।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ।

ধন্যবাদ ভাই।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই নিকগুলোর ব্যাপারে আগে আরও পোস্ট দেয়া হয়েছে। মোহেবুল্লাহ অয়ন ভাই এ ব্যাপারে পোস্ট দিয়েছিলেন। এখানে একটা নিক হিব্রু ভাষার, যার অর্থ "অদৃশ্য"। এ ব্যাপারে আমিও কমেন্ট করেছিলাম।

N ও S এর সূত্র ঠিকই আছে। বিপরীত হলে বিকর্ষণও করে।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

আয়ন সাহেবের লেখা পড়িনি। কীভাবে নিক তৈরী করে বলেন??

আপনার থিউরি ভুল। সমমেরু বিকর্ষন, বিপরীত মেরু আকর্ষন।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪

নীল মনি বলেছেন: ভূতের নাম তো জানি না,তবে ভূত আমার ব্লগ বাড়িতে এলে আয়তুল কুরসী পড়ে ফুঁ দিয়ে দেব।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

আপনাদের মাথা মোটা,

বুদ্ধি খাটান, পেয়ে যাবেন।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫

পাকাচুল বলেছেন: তিন নম্বরটা মনে হয় হিব্রু ভাষায় লিখা।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ তাই, লেখাটির অর্থ "অদৃশ্য"

তবে আমি ভেবেছিলাম থাই ভাষা হয়তো।

כנית עם אמן החושים נמרוד הראל המצולמת באמצעות מצלמת משקפיים, המאפשרת לצופים לראות את התופעות ה

৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার মনে হয় না আপনি এখানে বিজ্ঞানের সূত্র টেনেছেন। আপনি এখানে যে সূত্রের দিকে ইঙ্গিত করেছেন আমি সেটার ব্যাপারে বলেছি।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওকে সন্ধি। শান্তি, শান্তি।

ভূতগুলো নাম বের করতে পারলে বলেন। অন্য লেখা পড়বো।
(প্রথম পেজে আড্ডা দিলে অনেকে বিরক্ত হয়। দৃষ্টিকটু লাগে।।)

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওকে সন্ধি। শান্তি, শান্তি।

ভূতগুলোর নাম বের করতে পারলে বলেন। অন্য লেখা পড়বো।
(প্রথম পেজে আড্ডা দিলে অনেকে বিরক্ত হয়। দৃষ্টিকটু লাগে।।)

৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

নীল মনি বলেছেন: আপনার সূত্রটা মুছে দিলেন! শেষ লাইনটা কিন্তু বুঝেছিলাম।
আমার বুদ্ধি কম আর একটু অলস তো আছিই।কাজেই বুদ্ধি খাটাতে পারছি না।

মাথামোটা বলার জন্য আপনার শাস্তি ঘোষণা করা হল।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সব মানুষের মাথাই মোটা। বুদ্ধির কথা আলাদা।
শান্তি।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইশ্ সম্রাটজ্বীর মন্তব্য মুছে গেছে। ওটা নিয়ে আসি---

৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সূত্র আর কমেন্ট দুটোই গায়েব! সমস্যা নেই। তীর ঠিক জায়গায় লাগলেই হল।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রথমটা ইচ্ছাকৃত পরেরটা যান্ত্রিক সমস্যা।


পারেন তো খালি মেয়েদের মত অভিমান।
আর বোঝেন তো দুই লাইন বেশী??

ল্যাপটপে সমস্যা ওটাতো আগেই বলেছি।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যার পরীক্ষা যেভাবে নিতে হয়! দুই লাইন কম বুঝি বলেই এখনও কোন ঝামেলায় জড়াইনি। যারা দুই লাইন বেশি বোঝে তারাই অন্যকে আন্ডার এস্টিমেট করে।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কফি চলবে???

নো টক ত্রিপল প্লেঃ
★মনে রবে কি না রবে আমারে,
সে আমার মনে নাই, মনে নাই।------

২. বঁধু, কোন আলো লাগল চোখে!
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে!-----

৩. ওরা অকারণে চঞ্চল।
ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে
নব পল্লবদল।।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সম্রাট ভাই যেহেতু বলেই দিয়েছে তাই আমি আমার পোস্টের লিংক টাও দিয়ে দেই। =p~

http://www.somewhereinblog.net/blog/mayon/30222784


পোস্টের সাহসী সন্তান এর কমেন্ট টা খেয়াল কইরেন।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ আয়ন ভাই।

পড়লাম। ১১নাম্বার কমেন্ট।

থাক না দু-একটা ভূত? ওরা না থাকলে ব্লগা কেমন পানসে মনে হয়।:)

১২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

কাওসার চৌধুরী বলেছেন:


আমার নটিফিকেশনে কখনো ১৩, কখনো ১৮, ককনো ২৩টি নটিফিকেশন দেখায়।
অনেক আগ্রহ নিয়ে ক্লিক মারি..... ও মা,........ সর্বোচ্চ ২টি (বেশিরভাগ সময় ১টা দেখায়)। আমার আগ্রহের ফানুসটা ধপ করে নিভে যায়। এটা ভুতের কাজ কী না, জানি না। তবে মডুদের আত্মার সদৃশ্য হবে হয়তো!

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ওটা সবার ক্ষেত্রেই হয়। যেমন আমার ছিল ৭০-৮০। ওটা সম্ভবত র ্যাংকিং।।

সো, চিন্তার কিছু নাই।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: থাক, ব্লগে কিছু ভূত থাকুক........

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ভূতগুলো খুব ভাল। কাউকেও ভয় দেখায় না।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


"অদৃশ্য ব্লগারদের" উপর পোষ্ট দেয়ার পর, ব্লগার "সচেতনহ্যাপী" ব্লগ থেকে অদৃশ্য হয়ে গেছেন।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

কোন রহস্য? নাকি কাকতলীয়???

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



লা ইলাহা ই্ল্লা আনতা সুহানাকা ইন্নি কুনতু মিনাজ জলেমিন।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

ছু মন্তর ছু।

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কফি কোথায়?

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কফি ঠান্ডা।

শ্রদ্ধেয় চাঁদগাজীর সাথে প্যাচাল চলছে।।

১৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন পোস্টে?

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(X(

প্রথম পাতায়।

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

মাআইপা বলেছেন: আমিও খেয়াল করেছি অনেক দিন আগে। একটা ওপেন করে দেখি অনেক সিনিয়র নিক।
বিষয়টা সম্পর্কে জানার আগ্রহ ছিল। আপনার পোস্টের কারণে জেনে গেলাম।
শুভ কামনা রইল।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

আপনার পেজে কোন লেখা নাই কেন???

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সার্কাসের .।। প্রায় এই টাইপ নিক .।.।।কয়েক মাস আগে দেখেছিলাম । ব্লগ ঘরে গিয়ে দেখি কোন পোষ্ট নাই । কমেন্ট করেছেন ৯ টি .।।এমন অনেক অনেক ভূত যারা কমেন্ট করতেই ব্লগ ওপেন করেছে .।.।তবে এই পোষ্টটা মজা পেলাম যে সবাই সব কিছু লক্ষ্য রাখে ।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):) শুভ সকাল।

ব্লগে যে কত অদ্ভূত কান্ড হয়, ওগুলো ধারণার বাইরে।
ভাল থাকবেন।

২০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩

মাআইপা বলেছেন: মন ভাল ছিল না তাই ডিলিট করে দিয়েছি।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(

আপনার লেখা তো ভাল ছিল। লিখতে থাকুন। আমরা সাথে আছি।

২১| ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪১

তারেক_মাহমুদ বলেছেন: গত কয়েকদিন গ্রামে থাকার কারণে সামু থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলাম। কারন গ্রামে কারেন্ট যায় না মাঝেমাঝে আসে। এটাও কি ভুতের কারসাজি?

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাগতম তারেক ভাই।

দেশে বিদ্যুতে একটু সমস্যা আছে। দেখি, স্টাডি করে একদিন লিখবো।

আপনার গ্রামের অভিজ্ঞতা নিয়ে লিখুন।

২২| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৯

নতুন নকিব বলেছেন:



আপনিতো দেখছি, সব ইতিহাস তুলে এনেছেন। আমার সাথে একবার কথা হয়েছিল অদৃশ্য এরকম একজনের। সেটাও তো দেখলাম এখানে এনেছেন।

ধন্যবাদ। অনেক ভাল থাকবেন।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল ভাই।


ঘটনাক্রমে নিকটি চোখে পড়ল। আপনাদের কথোপকথন বেশ মজা লাগল। তাই---

২৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

তারেক_মাহমুদ বলেছেন: গ্রামের কিছু স্মৃতিকথা কয়েক দিন আগেই পোষ্ট করেছি, আরো দুটো লেখা পোষ্ট করবো দুএকদিনের মধ্যেই। ভাল আছেন নিশ্চয় নিজাম ভাই।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আলহামদু লিল্লাহ্।

ওকে, সময় করে লিখুন। শুভকামনা।

২৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: বহুত্ববাদী সমাজ বাংলা। এই বহুত্ববাদ অতীতে যেমন ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই বিশাল এ বাংলায় ভালোবাসায় ও বহুত্ববাদ থাকুক। প্রেম- ভালোবাসা বাঙালির বহুত্ববাদের একটি অংশ। সবার মধ্যে ভালোবাসার স্পন্দন তৈরি হোক। নাগরিক জীবনে আধিপত্যবাদী সংস্কৃতির ঘেরাটোপে পড়ে না থেকে আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসার বন্ধন তৈরি হোক। এই হোক প্রত্যাশা।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে, থাকুক।

"
সবার মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হোক।"

২৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিজাম ভাই,

ব্লগের ওজা নাকি হুজুর হয়ে গছেন ! ভূত খুঁজে ভূত ধরে বেড়াচ্ছেন

হা।হা।হা। বেশ মজার ও কৌতুহলী পোস্ট।

আপনার জিং জিং নিয়ে লেখার খবর কি ?

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাইদুল ভাই? লং টাইম নো সি?

ভূতের সাথে কথা বলেছে, নকিব ভাই ও শায়মা আপা। আমি শুধু গোয়েন্দাগিরি করেছি।

ওসব নিয়ে পরে লিখবো।

২৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪

পদ্মপুকুর বলেছেন: এই যে এখানে একজন দৃশ্যমান অদৃশ্যমানব আছেন... :-B

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :D হে.....হে......হে....

ওটা নামেই অদৃশ্য, কামে নয়----

২৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: সামুতে কী জ্বীন ভূতের আছর করলো নাকি।। ;)

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবীর ভাই।।

দু-একটা জ্বীন, ভূত থাকা ভাল। তা না হলে ওঝাদের পেট চলবে কীভাবে??

২৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

মোস্তফা সোহেল বলেছেন: ভুত নিয়ে গবেষনা!দেইখেন আপনের ঘাড়ে যেন আবার ভুত চেপে না বসে ;)

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সোহেল ভাই, মন্ত্র শিখে নিয়েছি।

ওই, ছু মন্তর ছু--উ.....

২৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা ভয় পাওয়ার মতো। জ্বীন পরীদের আমি ডরাই। ব্লগে জ্বীন পরী আসলে তো আর ব্লগে আসতে পারবো না। মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিকটা আপনার নামের নীচেও থাকে। তবে ভয় পাওয়ার কিছু নেই। ওরা ভাল ভূত।।

৩০| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: ব্যাপারটা বোধ করি সবার জন্যই কৌতুহলোদ্দীপক। এজন্যেই সবাই এত কিছু খেয়াল করেছে এবং জেনেছে।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ শ্রদ্ধেয়, ঠিক তাই।

এখন প্রথম পাতায়, ওরকম একটা নিক আছে।।

৩১| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা।অনেক ভুত দেখেছি।আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি চপের নাম ছিল,ঢবের চপ। খুব চেস্টি খেতে।আপনাকে নিমন্ত্রণ থাকলো।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চপের নামটা দারুন ভাই।

রাতে দেখা হবে। ভাল থাকবেন।।

৩২| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

বলেছেন: আমি আমার নিকটা ঠিক করতে চাই.... সাহায্য পাচ্ছি না কারো :-&

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "আামি জাহিদ হাসান । বর্তমানে থাকি চট্টগ্রামে । পড়ি চট্টগ্রাম কলেজে B.Sc ১মবর্ষে।"


আপনার পেজ থেকে ঘুরে আসলাম। সঠিক তথ্য। তবে মডুরা আজকাল ব্লগারদের কথায় গুরুত্ব দিচ্ছে না। আপনি সেফ হলে লিখতে থাকুন। প্রোপিক তো আছেই। প্রতি লেখার প্রথমে নামটা জুড়ে দিবেন, তাহলেই হবে।

লিখুন। আমরা সাথে আছি।

৩৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একজনের নাম মনে হয় আমজাদ০০৭।

অ্যাড্রেসবারে লাল চিহ্নিত।


অ্যাড্রেসবারে লাল চিহ্নিত।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সঠিক উত্তর সম্রাটজ্বী :)

রাতে কথা হবে।।

৩৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ওকে, থাকুক।
"সবার মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হোক।"


ভালোবাসা নিরন্তর।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)


"মনে রবে কি না রবে আমারে
সে আমার, মনে নাই, মনে নাই।
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই।।----"

৩৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫

সৈয়দ তাজুল বলেছেন: তাবিজ কবজ লাগলে বইলেন!


এমন তাবিজ দিব, ভুতেরা এখান থেকে আর পালাতেই পারবে না! B:-/

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাবিজ লাগবেনা ভাই।

আপনার গল্পের নাইকাকে চাই:P

৩৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: বেশ দারুণ গবেশনা তো ! :) ভালো লাগলো ।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পরি আপাকে মোবারকবাদ।

৩৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪

দিবা রুমি বলেছেন: এই তোমার ভুতেরবাড়ি?

আমি তো ভাবছিলাম, না জানি কী!


তথ্যবহুল মজা পেলুম

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পারেন তো খালি কবিতা। যার মাথা মুন্ড কিছু বোঝা যায় না। লেখেন দেখি এইরকম পোস্ট???X(


"এবার তোর মরা গাঙে বান এসেছে,
‘জয় মা’ ব’লে ভাসা তরী॥"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.