নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী নজরুল ইসলাম(১৮৯৯-১৯৭৬) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ– দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমান ভাবে সমাদৃত।
নজরুল সঙ্গীতঃ
নজরুল গীতি বা নজরুল সঙ্গীত বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তাঁর সীমিত কর্মজীবনে তিনি ৩,০০০-এরও বেশি গান রচনা করেছেন। পৃথিবীর কোনো ভাষায় একক হাতে এত বেশিসংখ্যক গান রচনার উদাহরণ নেই। এসকল গানের বড় একটি অংশ তাঁরই সুরারোপিত। তাঁর রচিত চল্ চল্ চল্, ঊর্ধগগনে বাজে মাদল বাংলাদেশের রণ সংগীত। তাঁর কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল তিনি প্রায়শ তাৎক্ষণিক ভাবে লিখতেন। এই কারণে অনুমান করা হয়, প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে বহু গান হারিয়ে গেছে।
আমার পছন্দের কিছু নজরুল গীতিঃ
*** পদ্মার ঢেউ রে....
*** প্রজাপতি প্রজাপতি....
*** আমার গানের মালা....
*** এই শিকল পরা ছল....
*** কারার ঐ লৌহকপাট....
*** দুর্গম গিরি কান্তার মরু....
*** কে বিদেশী মন উদাসী ....
*** এ কি অপরুপ রূপে মা তোমায়....
*** লাইলী তোমার এসেছে ফিরিয়া....
*** বেল ফুল এনে দাও চাই না বকুল....
*** যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে....
*** আমার যাবার সময় হল দাও বিদায়....
*** শাওন রাতে যদি, স্মরণে আসে মোরে.....
*** প্রিয় যাই যাই বোল না, আর কোর না ছলনা....
*** নাই চিনিলে আমায় তুমি রইবো আধেক চেনা.....
*** এ-কূল ভাঙে ও-কূল গড়ে এই তো নদীর খেলা....
*** মোর প্রিয়া হবে এস রানী দেব খোপায় তাঁরার ফুল....
*** তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ....
*** আলগা করো গো খোঁপার বাঁধন, দিল ওহি মেরা ফাস গ্যেয়ি....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়----(বেয়াদব কাক)
ছবিসূত্রঃ ইউটিউব, উইকি ও Flickr.com
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাটজ্বী, আজকে খালি গান গামু।
রুমে চলছে---
"আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে॥"
২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮
মনিরা সুলতানা বলেছেন: নজরুলের গান আমার ও আমাদের সবার ই বেশ প্রিয় !!!!
ছবিটা দারুন !!!
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ আপামনি।
আপনার পছন্দের গান কোনটা?
আর কোন ছবি ভাল? ১/২/৩?
৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: একসময় প্রতিদিন রাতে নজরুলের গান শুনে রাতে ঘুমাতে যেতাম।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেশ, বেশ। তা ভাইসাহেব গান গাইতে পারেন??
আমি এখন রবীন্দ্র সঙ্গীত শুনছি।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬
আকতার আর হোসাইন বলেছেন: সবচেয়ে ভালো হতো সবগুলো গানের লিংক যদি সাথে দিয়ে দিতেন। সামনে লিংক সহকারে পোস্ট করবেন এই অনুরোধ রইল।
আর আমার কয়েকটা প্রিয় গান এইখানে মিস করলাম।
তারমধ্যে কয়েকটি দিলাম। সবগুলো মনে পড়ছে না।
১।যারে হাত দিয়ে মালা দিতে পার নাই
২। নহে নহে প্রিয় এ নয় আঁখিজল
৩. নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল
৪। কারার ঐ লৌহ কপাট
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এখন তো ভাই গান খুঁজে পাওয়া সহজ। ইউটিউবের সার্সবারে শুধু দুটো শব্দ লিখলেই হয়??
বি.দ্রঃ ইউটিউবে ঢুকলে, আমার আর ব্লগে আসা হবে না।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আলগা করগো খোপার বাধন দিল বহি, এই গানটা দেয়া লাগবে
নইলে কিন্তু কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে সব করব লোপাট
৩ নং ছবি ভাল লাগল।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওয়েট,
কারার ঐ লৌহকপাট
----কাজী নজরুল ইসলাম
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী।
-------- ----
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়-
আগুন-জ্বালা, আগুন-জ্বালা।।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫
মনিরা সুলতানা বলেছেন: অনেক গুলো ই খুব খুব প্রিয় !!!
আর ছবি !!!!
অবশ্যই শেষের টা
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপা যে কী কন না?
আপা কিন্তু রাজনীতিতে এক্সপার্ট। ক্যারি অন----
৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪
প্রামানিক বলেছেন: নজরুলের অনেক গানই আমার প্রিয়।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়, গান শুনুন।
"আজি যত তারা তব আকাশে
সবে মোর প্রাণ ভরি প্রকাশে----"
৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২
দিবা রুমি বলেছেন: নজরুল মূলত ইসলামি ঘরনার ছিলেন ন তিনি ছিলেন একজন সত্যিকার গায়ক, নাট্যকার, শিল্পী ও কবি।
।ভাল লাগলো নজরুল পরিচিতি
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়েস, স্যার।
ধন্যবাদ।
৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪
কাওসার চৌধুরী বলেছেন:
গানগুলো আমার খুব প্রিয়।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার পোষ্ট দেখে আর পড়ে আমি মুগ্ধ।
শুভেচ্ছা।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ, শ্রদ্ধেয়।
আমার বেলা যে যায়
সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে, সুর মেলাতে॥
১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের সবচেয়ে বড় একটা অবদান হলো, কবিকে বাংলাদেশে নিয়ে আসা; এটার খুবই দরকার ছিলো।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাজী সাহেবের কি এতে মত ছিল???
দেশে তো আরো কবি ছিল মধুসূদন, জীবনানন্দ, জসীমউদ্দীন। শেখ সাহেব যদি জোর করে এটা করেন তাহলে বলব, ঠিক হয়নি। আর কবির মত থাকলে বঙ্গবন্ধু বিচক্ষণ কাজ করেছেন।।
১৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৯
মাআইপা বলেছেন: শিশুকাল থেকে শুনতে শুনতে বড় হয়েছি।
টাইটেল সহ শেষের ছবিটা দারুণ হয়েছে।
বিদ্রোহীকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল ভাই।
আপনিতো গায়ক মানুষ। লেখালেখিটা শুরু করেন। যা ভালো লাগবে তাই লিখবেন!!
"বল বীর
চির উন্নত মম শির!
শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর।"
১৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১২
চাঁদগাজী বলেছেন:
কলকাতার নতুন জেনারেশন কবির ভার নেয়ার মত অবস্হানে ছিলো না।
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়!! আজ রাতে আড্ডা হবে। তৈরী থাকবেন।।
হবে হয়তো।
আমাদের ব্লগের কবিদের হাবভাব বুঝিনা না। ওরা কি যে লিখে? সব মাথার উপর দিয়ে যায়!!
১৫| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: কবির একটা গান ছিলনা? মসজিদেরই পাশে আমার কবর দিও। সম্ভবত এই ইচ্ছা পূরণের জন্য বোধহয় বাইতুল মুকাররমের পাশে কবির সমাধীস্থ করা হয়।ব্যক্তিগত ভাবে আমি আপনার এহেন পোষ্টের বেশি প্রেমী।
শুভসকাল,ভাইয়া।
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল চৌধুরি সাহেব। আপনার জন্যই লগইন করলাম।।
মসজিদের ঘটনাটা সত্য। তবে মসজিদটা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ।
১৬| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: আসার খানমের সঙ্গ বিয়ে ভেঙে যাওয়াটা কেমন অদ্ভূত লাগেনা?
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ, ভাই।
তিনি কবি মানুষ, কী মনে হয়েছিল তার, কে জানে?? শুনেছি ঘরজামাই সংক্রান্ত ব্যাপার স্যাপার ছিল।।
১৭| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬
তারেক_মাহমুদ বলেছেন: কবির সব গানই আমার প্রিয়, তবে আলগা করগো খোঁপার সবচেয়ে প্রিয়।
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ, তারেক ভাই।
ঐ গানের পোস্ট আগেই দিয়েছি
১৮| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৫
মিরোরডডল বলেছেন: এখানে কিছু গান আমারও প্রিয়
তার শৈশব টা অনেক ট্র্যাজেডি ছিল
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
রবী ঠাকুরই জমিদার ছিলেন। বাঁকি সব লেখকরা কষ্টেই দিন কাটিয়েছে।
১৯| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২
নীল মনি বলেছেন: নিচের ছবিটা সবচেয়ে বেশি সুন্দর।
পরবর্তীতে গান দিলে গানের সাথে কিন্তু লিংক চাই।নগদে একটা শুনে নিব।
২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।
গানের লিংক যে আমি দেই না ভাই? এখন তো গান খুঁজে পাওয়া সহজ। ইউটিউবের সার্সবারে শুধু দুটো শব্দ লিখলেই হয়??
২০| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮
কিরমানী লিটন বলেছেন: নজরুলের গান আমাদের আত্নার বিশুদ্ধ খোড়াক। চমৎকার পোষ্টের জন্য ধন্যবাদ আর অভিনন্দন।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
২১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪
নীল মনি বলেছেন: হুম্মম তা অবশ্য ঠিক।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নীল মনি!! লেখক একটু ব্যস্ত ছিল।
২২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২০
নীল মনি বলেছেন: সমস্যা নেই। আমিও ব্যস্ত ছিলাম।এখন অবশ্য হাওয়া খাই
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে, খান।
২৩| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮
নীল মনি বলেছেন:
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
২৪| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭
নীল মনি বলেছেন: আস সালামু আলাইকুম
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওয়ালাইকুম----- ------.
মাফ চাই ভাই, আজকে গল্প করতে পারবো না।
গান শুনেন,
"মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী
কেন তারে ধরিবারে করিপণ, অকারণ,
মায়াবন বিহারিণী"----
২৫| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯
নীল মনি বলেছেন: কোন মাফ নাই, গল্প করেন।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বুদ্ধি/রাগ কিন্তু আমার বেশী।
ভার্চুয়াল এই জগতে বন্ধুত্ব করা যায়, শত্রুতা নয়। xx, xy মিলে অনেকের সাথে মনোমালিন্য চলছে। ঐ লিস্টটা আর বাড়াতে চাই না। শুভাকাঙ্ক্ষীরা ভাল থাকুক!!!
আজকে আর প্রতিউত্তর পাবেন না। সম্রাটজ্বী কে খুঁজতে গেলাম------
২৬| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সম্রাটজ্বী হাজির। বলুন কী সেবা করতে পারি?
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার উপর কয়েকজন ক্ষেপে আছে(এখানে তাদের মন্তব্য নাই)। নামও বলা যাবে না।।
আপনার বুদ্ধি আছে। কষ্ট করে সন্ধির ব্যবস্থা করে দিন। পিলিজ
২৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি তো চিনি না। কিভাবে চেষ্টা করব?
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি তো নাম বলব না। কীভাবে চেষ্টা করবেন??
একটু মাথা খাটাই---
২৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: উপস্থিত নাই। কী করব?
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকে ভেবে, কালকে জানাবো
আপনিও ভাবুন।
শান্তি, শান্তি।।।
২৯| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনে হয় আছে।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কী আছে?? কে আছে??? সন্ধির উপায়??
ধূর, আজকে গান শুনমুঃ
এবার তোর মরা গাঙে বান এসেছে,
‘জয় মা’ ব’লে ভাসা তরী॥
ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি,
প্রাণপণে, ভাই, ডাক দে আজি—
৩০| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধৈর্য ধরুন মেয়াবাই। অত উতলা হওয়ার কিছু নেই।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মেয়াবাই!!! বিলির কথা মনে পড়ল।
ঐ ছেলেটাও অভিমান করে আছে। ওকে নিয়ে একদিন পোস্ট দিয়েন তো ভাই।।
(@""ধৈর্য ধরুন মেয়াবাই। অত উতলা হওয়ার কিছু নেই।""
-----আমি কঠিন ধরনের মানুষ, কয়দিন আপনার সাথে গল্প করা হয় নি। তাই মজা করলাম। আমার শত্রুরাও আমাকে পছন্দ করে(মনে মনে)। ব্লগের সবাইকেই আমি ভালবাসি।।)
৩১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্যক্তিত্বের ছটা একটু বেশি মনে হয়। কাছে যেতে ইতস্তত লাগে।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি হাসিখুশি থাকি, কিন্তু আবেগী নই। বরং স্বভাবে রূঢ়, কঠোর, অহংকারী।।
শুভ রাত্রী।।
৩২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ব্যাপারে বলা হয়নি। অন্য কারো ব্যাপারে বলেছি।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও,।
শুভাকাঙ্ক্ষীরা ভাল থাকুক!!!
৩৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা, কুঁড়ের বাদশা ভাইয়ের সাথে পরিচয় আছে?
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্যাক্তিগত ভাবে পরিচয় নাই।
৩৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: এই অসম্ভব প্রিয় গানগুলোও আমার প্রিয়। ধন্যবাদ এ সুন্দর আয়োজনের জন্য।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৮
সৈয়দ তাজুল বলেছেন: ২৫ নং প্রতিমন্তব্য বিশ্লেষণের দাবী রাখে
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি বিশ্লষণ করে কি পেলেন, সেটা আগে বলেন। বাঁকিটা আমি বলব।
## সারাকে আমার চাই-----
৩৬| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গান শুনো প্রাণ ভরে , গান বল কে না চায়?
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গানতো, সবাই চায়।
হাসি, খুশি, আড্ডা গানে কাটানো সময়।
৩৭| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬
সৈয়দ তাজুল বলেছেন: সারার প্রেমে আপনি যে হাড়ে মশগুল, যদি তাকে সামনাসামনি পেয়ে যান, তবে তো আর আমাদের কথা একেবারে ভুলে যাবেন!
এই ভয়ে আমরা টাশকিত!
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঐ নামে গল্প লিখে আমার পুরান স্মৃতি মনে করে দিলেন কেন??? আপ্নারে আমি ছাড়মু না।
পুরান কথা প্রকাশ করমু না।
৩৮| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৬
সৈয়দ তাজুল বলেছেন:
হুম, পাইছি!
আপনারে নিয়ে ব্লগ লিখুম!
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমি সারারে------
৩৯| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সারা কে? জাতি জানতে চায়।
২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঐ রহস্য জাতী নিজেই উদ্ঘাটন করুক।
@@সম্রাট ইজ বেস্টবলেছেন: ব্যক্তিত্বের ছটা একটু বেশি মনে হয়। কাছে যেতে ইতস্তত লাগে।
----- সম্রাটজ্বী কার দিকে তীরটা ছুড়েছে। লেখক তা জানতে চায়।।
৪০| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক নিজেই খুঁজে বের করুক।
২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাটজ্বী তো মন্তব্যে রকেট গতি।।
লেখকের রাডার বেশী শক্তিশালী। ভুলভাল কিছু সিগন্যালকে ধরে বসলে সমস্যা।
আইডিয়া প্লিজ???
৪১| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বর্তমানে নো সিগন্যাল। সিগন্যাল পেলে অবহিত করা হবে।
২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে আপনার রাডার চালু করে রাখেন। সিগন্যাল পেলে জানাবেন????
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! শিরোনাম আর ছবি একে অপরের সাথে একাকার হয়ে গেছে। ছবিতে লেখককে ভাবতে কষ্ট হচ্ছে!