নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বিচার ব্যবস্থা ও কিছু পাওয়া, না পাওয়ার গল্প। ("জাস্টিস ডেলেইড ইজ জাস্টিস ডিনাইড"--- কথাটা কি আসলেই সত্যি??)

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০

"জাস্টিস ডেলেইড ইজ জাস্টিস ডিনাইড", কথাটি প্রথম শুনি, কেডি পাঠকের "আদালত" অনুষ্ঠানে। ঐ চরিত্রটি(রনিত রায়) আমার এতই ভাললেগেছিল যে, আগের নিকটি ঐ রকম একটা নামে ছিল। যদিও সেটা তিক্ত অভিজ্ঞতা। তাই ঐ কাসুন্দিটা না ঘাঁটাই ভাল।।

বাংলায় প্রবাদটির ("জাস্টিস ডেলেইড ইজ জাস্টিস ডিনাইড") জুতসই প্রতিবাক্য তৈরি হয় নি। তবে আমরা ‘বিলম্বিত বিচার, বিচার অস্বীকারেরই নামন্তর’- এ রকম অনুবাদ করতে পারি। বাক্যটির ব্যাখ্যা করলে এ রকম বলা যায়, "কোনো দল বা পক্ষ যদি তাৎক্ষণিকভাবে তার প্রতিকার না পায়। তাহলে তা তার জন্য কোনো প্রতিকার, প্রতিবাদ এবং প্রতিরোধ সৃষ্টি করে না। বরং সময়ান্তরে (সময়ক্ষেপণ) প্রতিকার, ইচ্ছা, প্রতিবেদন আলামত এবং পরিস্থিতির পরিবর্তন ঘটায়। প্রতিপক্ষ এ অবস্থাকে নানা কায়দা কৌশল, ঘুষ-দুর্নীতি এবং তদবিরের মাধ্যমে বিষয়টি বিরূপ ব্যাখ্যা করেন। ফলে অনেক ক্ষেত্রে দেখা যায়, কেসটির কোনো বিচার বা প্রতিকার করা হয় না।"
যা চেইন রিয়্যাকশনের মত অপরাধকে বাড়িয়ে তোলে।।

পরিসংখ্যানটা খুবই হতাশাজনক:(

প্রতিবছর জিংজিং(শ্রদ্ধেয় চাঁদগাজীর ডায়লগ) যেই হারে বাড়ছে; তাতে মনে হয়, এইডসও ঐ হারে ছড়াচ্ছে না। এর কারন যেমন একটা নয়, তেমনি শুধুমাত্র একটা ওষুধে কাজও হবে না। এটা মনে রাখা দরকারঃ
"Injustice anywhere is a threat to justice everywhere." -- -- Martin Luther King.

চলুন ত্যানা না পাকিয়ে, প্রিয় নেতার কিছু কথা শুনিঃ
"---- ---- ---- আর একটি কথা বলতে চাই।
বিচার, বিচার। বাংলাদেশের বিচার, ইংরেজ আমলের বিচার। আল্লার মর্জি, যদি সিভিল কোর্টে কেস পড়ে, সেই মামলা শেষ হতে লাগে ২০ বছর। আমি যদি উকিল হই, আমার জামাইকে উকিল বানিয়ে কেস দিয়ে যাই। ঐ মামলার ফয়সালা আর হয় না। আর যদি ক্রিমিনাল কেস হয়, তিন বছর, চার বছরের আগে শেষ হয়ে না। এই বিচার বিভাগকে নতুন করে গড়তে হবে। থানায় ট্রাইবুনাল করবার চেষ্টা করছি। সেখানে যাতে মানুষ এক বছর, দেড় বছরের মধ্যে বিচার পায়, তার বন্দোবস্ত করছি। আশা করি সেটা হবে।।"

শুধু দেখুন। বলার কিছু নাই। লেখক নিরব।:(

বিচার বিভাগ, দেশের তিন নাম্বর স্তম্ভ। কিন্তু তার ভিতটা এখনো মজবুত হল না। পঁচাত্তরের হেলে পড়া গাছটা, বাঁকা হয়েই বৃদ্ধি পেতে থাকলো। যদিও দেশের বিচার ব্যবস্থার উপর কোন কালেই আমি সন্তুষ্ট ছিলাম না। বিশেষত ৭৫'পরবর্তি ঘটনায় তারা যেই ভাবে ক্ষমতাস্বীনদের লেজুড়বৃত্তি করেছে, তা বিচার বিভাগকে কলঙ্কিত করেছেX(। যেই ধারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এখনো চলমান।

আধুনিক সময়ে প্রবাদটি এমন হবে, ‘টু ডিলে জাস্টিস ইজ ইন জাস্টিস’।:(:(বিচারপতি তোমার বিচার করবে কে? আচ্ছা? গাছটিকে সোজা করার মত কী কেউ নেই??

"--- --- --- ---
আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার,
আজো তবু কেন আমার মনে, শূণ্যতা আর হাহাকার?:(
আজো তবু কী লাখো শহীদের রক্ত যাবে বৃথা?
আজো তবু কী ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?"




এসব পড়তে আর লিখতে গিয়ে মন, মেজাজ দুটোই বিগড়ে আছে। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না। বিস্তারিত আর লিখলাম না, বুদ্ধিমানরা বুঝে নিন। আমি এখন গান শুনবো।।

বি. দ্রঃ আমাদের গ্রামে এখনো কোন ধর্ষনের ঘটনা ঘটেনি।:)

ছবিঃ নেট+ প্রথম আলো পত্রিকা থেকে তোলা।(এপ্রিল, ২০১৮)
আর লেখাটা, নয়াদিগন্ত,(০২ মার্চ ২০১৮, ১৮:২৫) ড. আবদুল লতিফ মাসুম স্যারের (অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) কলাম থেকে আংশিক কপি করা।।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

কাওসার চৌধুরী বলেছেন:


কথাটি খুব গুরুত্বপূর্ণ। কোন কোন ঘটনায় জাস্টিস ডিলে হলেও তেমন সমস্যা নেই। কিন্তু গুরুত্বপূর্ণ অনেক বিষ আছে ডিলে হলে বিচারের ভ্যালু কমে যায়। দীর্ঘ প্রসেসে দুর্নীতির সুযোগ থাকে। তাই যাতে কোন বিচার অপ্রয়োজনীয় কারণে ডিলে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই।

দেশের বিচার প্রক্রিয়াতে সমস্যা আছে। ওতে উকিলদের পকেট বাড়ে, সাধারণ মানুষের কোন লাভ নেই।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


১৫ বছরে ঢাকায় ধর্ষণ মামলা ( ২য় চিত্রের গাফ) নিয়ে আমার কিছুটা সংশয় আছে:

২০০৭-২০০৮ সালে, দেশের ক্ষমটায় মিলিটারী ছিল; সেই সময় কি ধর্ষণ ও ধর্ষণ মামলা "উর্ধমুখী" ছিলো?

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কারন তখন বিচার পাবার আশায় মানুষ মামলাটা করতো।


শ্রদ্ধেয়, গত ১৯/২০ তারিখের প্রথম আলো পত্রিকা দেখুন। সম্ভবত ৫ নং পৃষ্ঠা।
http://www.somewhereinblog.net/blog/xerox1/30237509

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২০

আল ইফরান বলেছেন: পরিসংখ্যান সবসময়ই মিথ্যা, মাঠ পর্যায়ের অবস্থা আরো ভয়াবহ।
যারা সিস্টেমের সাথে পরিচিত অথবা জড়িত তারাই কেবল জানে আসল পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই। ভয়টা তো সেখানেই। ১০০ জনে মামলা করেছে মাত্র ২৩ জন। সাজা পেয়েছে মমাত্র ৩%!!!!

আরো কত জন যে গণনার বাইরে আছে সেটা ভেবে সিউরে উঠছি।।

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সরকারগুলো বিরোধী দল নিয়ে এত ব্যস্ত থাকে আর এমপি, মন্ত্রীরা নিজের পকেট গোছানোর কাজে এত ব্যস্ত থাকে যে, দেশের আরো অনেক সমস্যা নিয়ে ভাবার সময় হয় না তাদের...

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১০০% সহমত।।

সরকার মাত্র ২-৩ কোটি টাকার মামলা নিয়ে ত্যানা পাকাচ্ছে। অথচ ধর্ষনের মত মামলায় সাজা হচ্ছে মাত্র ৩%!!!! ভাবা যায়???

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: বিচার বিভাগ নিয়ে কেউ কথা বলেনা তথাকথিত বুদ্ধিজীবীরা ।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। কোনটাই লাইনে নাই। একটা মামলার জন্য ১০-১৫বছর লাগলে, দেশ আগাবে কি করে???

বুদ্ধিজীবীরা সবসময়ই সুবিধাবাদী।।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিচারবিভাগ নিয়ে বেশি কথা না বলাই ভালো। অস্ট্রেলিয়ায় তিন বছরের ছুটি কাটিয়ে আসতে পারলে কিন্তু বেশ হত।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার পছন্দ ভারত। পপকর্ন খানঃ


কোট কাছারি করেন নি তাহলে!! একটা কেসে ১০-১৫ বছর পড়লে বুঝবেন। আদালত কি চীজ। মরদরাও ওটাকে ডরায়।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৫

নোয়াখাইল্ল্যা বলেছেন: ধর্ষণ আর মাদকের মামলাগুলো বিশেষ বিবেচনায় অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ৬ মাসের ভিতরে শেষ করা উচিত।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সিস্টেম মত আগালে ৩-৪ মাসেই এসব কেস ক্লোজ করা সম্ভব। কিন্তু উদ্দোগটা নিবে কে??

মামলাতে যত সময় লাগবে উকিলদের তত পকেট ভরবে। তাই-----

৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২৭

আকতার আর হোসাইন বলেছেন: কিছু বলার নেই। আইনের মারপ্যাচে অপরাধীরা জেলে গেলেও বেরিয়ে আসে। কোন শাস্তি হয় না।


আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই
পাকিস্তানী হানাদার,
আজো তবু কেন আমার মনে, শূণ্যতা আর
হাহাকার?
আজো তবু কী লাখো শহীদের রক্ত যাবে
বৃথা?
আজো তবু কী ভুলতে বসেছি স্বাধীনতার
ইতিকথা?"

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পরিসংখ্যানগুলো দেখলে হতাশ হয়ে যাই ভাই। অপরাধ বৃদ্ধির জন্য বিচার ব্যবস্থাও কম দায়ী নয়।X(

৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: আইন শাস্তি বিচার এগুলো সব গরীব মানূষদের জন্য ।
আপনি কারাগারে গেলে দেখবেন সব দরিদ্র মানুষজন। ধনীরা অন্যায় করে পার পেয়ে যায়।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।

নুর ভাই সমস্যাতো ওখানেই। আইন যে সবার জন্য সমান নয় সেটা বিচারকরাও বোঝে।।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: এটি এই মুহূর্তে উপমহাদেশের একটি জ্বলন্ত সমস্যা। আজ আপনার তথ্য সমৃদ্ধ পোষ্টটি আবার বিচার ব্যবস্থার দিকে আঙ্গুল তুললো।সুতরাং বোঝা যাচ্ছে নিগৃহীতের বিচার পাওয়ার সম্ভাবনাতো নেই,উল্টে বেঁচে থাকাটা হয় জীবন্মৃতেরর ন্যায়। আমাদের সংসদে এবার একটি হাওয়া উঠেছে,কিশোরী ধর্ষনে মৃত্যুদন্ড।জানিনা,ফানুসটা কতদিন স্থায়ী হবে।তবে বাড়ি মেয়ে থাকাটা এখন বাস্তবে উদ্বেগের।

অনেকদিন আপনার সঙ্গে কথা হয়নি।আপনাকে অনেক শুভ কামনা রইল।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পদাতিক চৌধুরি! একটু ঝামেলায় আছি ভাই:(


ঢালাওভাবে মৃত্যুদন্ড দিলে সমস্যা, তাতে ধর্ষনের পর ধর্ষকরা ভিকটিমকে মেরে ফেলবে।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনাদের নিরলস প্রচেষ্টায় আমার মত অপরিনত ব্লগারকে নিরাপদ বিবেচনা করেছে।আমাকে এই পর্যায়ে বিবেচনা করায় আনন্দের সঙ্গে সমানে টেনশনও হচ্ছে এটা ভেবে যে আগে যা ইচ্ছা লিখতে পারতাম, কিন্তু নুতন দায়িত্ব কেমনে সামলাই।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ কামনা।:)

নো টেনশন। লিখতে থাকুন।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: সন্দেহাতীত ভাবে গুরুত্বপূর্ণ লেখা।
অনেক কিছু জানলাম। জানার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

মাহের ইসলাম বলেছেন: সুন্দর লিখেছেন।
ভালো লাগলো।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ মাহের ভাই।

শুধু লিখেতো কাজ হবে না। বিচার ব্যবস্থা সুন্দর হোক এটাই আমাদের চাওয়া।।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

সোহানী বলেছেন: জাস্টিস..... শব্দটা ডিকশেনারীর কোন পাতায় থাকলে ও বাস্তবে এর অস্তিত্ত খোজাঁর জন্য সার্চ দা লাইট এর নায়করে দায়িত্ব দিতে হবে ;)

শুধু দু:খজনক নয় চরম হতাশার...............

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিষয় টি আসলেই হতাশার। বিচার ব্যবস্থা শক্তিশালী না হলে দেশ সামনে আগাবে না।:(

ব্লগে দুই জন আপা রাজনীতি, সমালোচনা, সামাজিক সমস্যাগুলো ঠিকমত বোঝে। আরেক জনকে নিশ্চই চেনেন???

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

কাওসার চৌধুরী বলেছেন:


নিজাম ভাই, এইমাত্র সেফ হলাম। খুব ভাল লাগছে।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চৌধুরি ভাই! খুশির খবর:)

তা, সবাইকে মিষ্টিমুখ করার জন্য একটা পোস্ট দিতেন???

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭

কাওসার চৌধুরী বলেছেন: আপনার মিষ্টির প্যাক ভাবীর বিকাশ নাম্বারে সেন্ড করেছি। আশা করি পেয়ে গেছেন।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):D

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নৈতীকতার অধপতনের চরম প্রকাশ ধর্ষণ।

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।

তবে ঢালাওভাবে শুধু ধর্ষককে দোষ দিলেও সমস্যার সমাধান হবে না। ক্রাইমের মোটিভ বুঝতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.