নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

বিয়ে নিয়ে ভাবনা! আর না, আর না!!(ফান পোস্ট)

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১০


বিশেষ একটি ঘোষনাঃ
এতদ্বারা, ব্লগের সকল অবিবাহিত তরুণ-তরুণীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাদের জীবনে বসন্তের পর বসন্ত পার হয়ে যাচ্ছে, কিংবা বয়সে ভাটির টান পড়েছে, কিন্তু ফল তো দুরের কথা ফুলের মুকুলই আসছে না। অর্থাৎ সামাজিক, আর্থিক, শারিরিক/দৈহিক, মানসিক বা পারিবারিক কারনে বিয়ে করতে পারছেন না। তাদের জন্য সুসংবাদ। আপনি বিয়ে করতে চান?? তাহলে পাত্র-পাত্রী খুঁজতে এখন আর "ঘটক ঘর"/"পাখি ভাই" এর প্রয়োজন নেই। তথ্য-প্রযুক্তির এই যুগে, আমাদের ব্লগেই এসে গিয়েছে, "তাসলিমা ম্যারেজ মিডিয়া"।

এখানে, তাসলিমা আপার তত্ত্বাবধানে আইন মতে, আপনাদের বিবাহ কার্য সম্পন্ন করা হবে। পাত্রী আপনার পছন্দ করা আছে, কিন্তু কাজী অফিসে সাক্ষী পাচ্ছেন না? নো প্রবলেম। মুশকিলে আসান হাজির। আগ্রহীরা এক্ষুনি, ঘুরে আসুনঃ তাসলিমা ম্যারেজ মিডিয়া।


বি. দ্রঃ
১/ যেসব ভাল মানুষ(!), কন্যাদের নামে আইডি চালাচ্ছে, বা যাদের মাল্টিনিক আছে তাদের ক্ষেত্রে শ্বর্ত প্রযোজ্য।।X(

২/ বিবাহ করিতে ভয় পাচ্ছেন? গোপন সমস্যা? ফ্রী টিপস পেতে লেখকের সাথে যোগাযোগ করুন।।:P

২/ বিবাহিতদের মধ্যে যাদের আরেকটি বিয়ে করার সুপ্ত ইচ্ছে/বাসনা/খায়েশ আছে, তারাও গোপনে যোগাযোগ করতে পারেন:P।(অবস্যই আইন মেনে)

৩/ আকাম, কুকাম, পরকীয়া, অবৈধ/অনৈতিক সম্পর্ক(জিং জিং) বাদ দিন। বিয়ে করে নিরাপদ/সুস্থ-সুন্দর জীবনযাপন করুন।

৪/ বিয়েতে নাচ-গানের দরকার পড়লে লেখককে স্বরণ কইরেন।:P

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


আগাম গান শুনুন.........
কথা ও সুরঃ সংগৃহীত।
টাইপিংঃ আমরা বাংলা লোক গানের অন্ধ ভক্ত।
আমার যমুনার জল দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবনও মিশিয়া গেলো জলে। (২)

কডা পানিতে নাইম্যা কন্যা কডা মাঞ্জন করে,
আডু পানিতে নাইম্যা কন্যা আডু মাঞ্জন করে।(ঐ)
উরাত পানিতে নাইম্যা কন্যা উরাত মাঞ্জন করে,
কোমর পানিতে নাইম্যা কন্যা কোমর মাঞ্জন করে।(ঐ)

ফ্যাডো পানিতে নাইম্যা কন্যা ফ্যাডো মাঞ্জন করে,
বুকো পানিতে নাইম্যা কন্যা বুকো মাঞ্জন করে।(ঐ)
গলা পানিতে নাইম্যা কন্যা গলা মাঞ্জন করে,
মাতা পানিতে নাইম্যা কন্যা ডুপও দিয়া জলে।(ঐ)

গোসল বরণ কইরা সখি মুখে দিছে পান(ফান),
গর হইতে বাইর অইছে পুণ্ণিমার'ই চান।(ঐ)


উচ্চারণঃ এখানে লোক ভাষায় উচ্চারণ হুবহু রাখার চেষ্টা করা হয়েছে । ...........চান= স্নান, কডা=গোড়ালি , আডু=হাঁটু, গর=ঘর, ফ্যাড=পেট, উরাত=উরু।

মন্তব্যঃ
এটি নেত্রকোনা অঞ্চলের বিয়ের গীত (গীত হলো, মহিলা কর্তৃক মুখে মুখে রচিত ও শুনে শুনে মনে রাখা গান বিশেষ।) বিয়ের দিন সকাল থেকেই মহিলারা সামনে পানের বাটা রেখে গীত গাইতেন। গায়ে হলুদের, জামাই স্নানের, কন্যা স্নানের বা জামাই-কন্যা বিদায়ের পর্বে একেক গীত গাওয়া হত। এটি কন্যা-গোসল পর্বের, কোনো গীতের একটি অংশ। যদিও বাদ্য-বাদকদের ভীড়ে সংস্কৃতিটা প্রায় হারিয়ে গিয়েছে। শেঁকড়ের গানগুলো টিকে থাকুক।।।
.......

মন্তব্য ৮৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

মৌরি হক দোলা বলেছেন: আপনার মাধ্যমে নেত্রকোণা অঞ্চলের বিয়ের গীতের সাথে পরিচিত হলাম।


:) :) :)

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাঠককে ধন্যবাদ।

আপনার এলাকার কোন গান মনে আছে?? বলতে পারেন??

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

নীল মনি বলেছেন: ইয়ে মানে শেঁকড় কি তাহলে ওই দিকে... নেত্রকোনার দিকে।

ম্যারেজ মিডিয়ার ওয়ালে আমি শুরুতেই গিয়েছিলাম আর অবাক হয়েছিলাম যে ব্লগে এমন কিছুও থাকে।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাঠক এতদিন কোথায় ছিল??:( যা খুশি ভাবতে পারেন।

আমি বাংলা মায়ের ছেলে!!:)

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

শাহ আজিজ বলেছেন: এইখানে ভণ্ডামির ঘ্রান লাগতেছে ----------------- পাখি ভাই আউট :-/ :`> =p~ =p~ =p~

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাখি ভায়ের প্রয়োজন নাকি??? ডাকবো???

আপনার আবার রান্নাবাড়ীতে???:P

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৯

মৌরি হক দোলা বলেছেন: নাহ। :P :P

আসলে বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান থাকলে ফুপু-চাচী এনাদের থেকে গীত শুনি খুব অাগ্রহ নিয়ে। কিন্তু গ্রাম থেকে বরাবরই দূরে থাকায় এসব সেভাবে শুনিই কখনো যে মনে থাকবে। তাই পরিচিত করতে পারলাম না আমাদের এলাকার গীতের সাথে। তবে শুনতে কিন্তু বেশ লাগে। অন্যরকম সুর, অন্য রকম কথা!

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি কি গ্রামে মানুষ হয়েছি? X(

শহরে জন্ম, এখানেই বেড়ে ওঠা। তবুও ৮-১০টা গান বলতে পারবো।:)

৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

নীল মনি বলেছেন: পাঠক এত ছিল তো কোথাও না কোথাও। বোঝা যাচ্ছে পাঠককে কেউ খুঁজেছিল।

বাংলা মায়ের ছেলে কেমন আছেন? বাংলা মা তো ভালো নেই।মায়ের ভীষণ মন খারাপ। দামাল ছেলেরা আর কত ঘুমাবে বলেন তো? যাই হোক বকবক করলাম।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নো টেনশান। সুবোধরা জাগলেই হবে।

বকবক করার জন্যই আজকে পোস্ট দিয়েছি। তার আগে সম্রাটজ্বীকে একটা সালাম দিয়ে আসেন।

বিয়ের গান পারেন??

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগ একদিন সব ধরণের সমস্যার সমাধান দেবে

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগে ডাক্তারদের বড়ই অভাব।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০

ঢাবিয়ান বলেছেন: লেখক তস্লিমা ঠিকই বুঝতে পেরেছে যে অনেকেই ব্লগে পাত্র বা পাত্রীর সন্ধানেই ঢোকে =p~

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহা ভাই!! থাক না ওসব। ওসবইতো ব্লগটাকে জমিয়ে রাখে।।:)

ব্লগে অ্যাডমিরালও আছে! খবর রাখেন???

৮| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫

নীল মনি বলেছেন: যার সালাম তাকে দিতে হয়। পারি না।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে! কালকে তার সাথে আড্ডা দিলাম, কিন্তু জমলো না।

আপনাদের এলাকার বিয়ের গান জানা থাকলে, দু-চার লাইন লিখুন। সবাই পড়ুক।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

কাওসার চৌধুরী বলেছেন: লেখায় এতো এতো মজার বিষয় আছে। কোনটা রেখে কোনটা বলবো বুঝতে পারছিনা। শেষটা দিয়েই শুরু করি। হুমায়ুন আহমেদ স্যারের গানটি আমার খুব প্রিয়। গানটি শুনলেই আমার হাঁসি পায়।
লেখায় কিছু মানুষের কথা বাদ পড়েছে। যেমন-
(১) যাদের বউ সময়ে অসময়ে হাজবেন্ডের ইচ্ছাকে সম্মান জানায় না। উনারা কী কোন সহযোগিতা পেতে পারবে?
(২) যারা দুই তিন যুগ আগে সাদী মোবারক করেছেন। এখন ভীমরতি রোগে আক্রান্ত। উনারা কী কোন হেল্প পাবে?
(৩) যাদের দুইডা বউ আছে, তৃতীয় বিবির ব্যবস্থা করা যাবে কী না বল্লে ভাল হতো?
(৪) যারা মেয়ে মানুষদের ভয় পান। বিয়ে করলে বউয়ের কিল ঘুসি লাথি খেতে পারে এই ভয়ে বিয়ে করে না। তাদের ভয় কাটানোর কোন দাওয়াইয়ের ব্যবস্থা আছে কী?

বিঃদ্রঃ - চার নম্বর সমস্যাটা আমার নিজের। প্লীজ নিজে অথবা তাসলিমা ম্যারেজ মিডিয়ার মাধ্যমে একটা সমাধান দেন। কথা দিচ্ছি সাদী করলে আপনাদের মিডিয়া থেকেই করবো।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার সমস্যা দেখেতো আমিই সমস্যাতে পড়লাম???:(

" সমস্যা সমাধানের জন্য পাঠকদের দৃষ্টি আকর্ষন করছি।।:)

৪ এর সম্ভব্য সমাধানঃ আপনাকে প্রতিবন্ধী মেয়ে বিয়ে করতে হবে।।:P

১০| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১১

মৌরি হক দোলা বলেছেন: সেটি আপনি পারতে পারেন। কিন্তু ভাই আমি তো পারি না। গ্রামে থাকলে হয়তো পারতে পারতাম। সেটিই বলেছি। X((

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে, ম্যান! বি কুল।:)

আপনার গল্প পড়লাম। ভালই!

১১| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১২

শায়মা বলেছেন: তোমার বিয়ে হয়েছে ভাইয়া? :)

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(

" আমার ঘরে আমি মেম্বার,
পরের মেয়ে চেয়ারম্যান।
বিয়া করলাম ক্যান রে আপা,
বিয়া করলাম ক্যান।।"


আপনার পছন্দে ভাল মেয়ে থাকলে, আরেকটা করমু।:P

১২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইয়া বিষ দেন বিষ খাবো :-/

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছি, ছি! ওসব কথা কেন???:(


নাচানাচি করো।।।:)

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮

শায়মা বলেছেন: ওহ আমি পোস্ট আর ছবি দেখে ভাবলাম তোমাকে বিয়ের পর বাবা বের করে দিয়েছেন তাই বউ নিয়ে তুমি তৃণ সজ্জায় বাসর গড়েছো!!!!!!!!!!


ঐ যে বলে না ওগো তোমার সাথে আমি গাছ তলায় থাকবো তেমন ..... :)

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাসরের দিন শেষ! এখন বিরহের দিন শুরু।:(


আমি জেনে শুনে বিষ(বিয়ে) পান কেন করিলাম????:(

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯

মৌরি হক দোলা বলেছেন: :) :) :)

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: nice communication.

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন:

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়ো.....ও.......ইয়ো......ও!!

ক্যারি অন ম্যান।:D

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: হায় হায় কি বলো !

বিয়ের পর বিরহ হলো কেমনে!

মেয়ের নাম কি পৌলমী!!!!!!! B:-)

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ, কথা সত্যি। প্রিয় জনকে ছাড়া কয়েক মাস বাইরে থাকতে হবে। তাই বিরহ।।:(


মিথী-মারজানকে চেনেন? আপনি নতুন কিছু লিখুন।

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার মনোরন্জনের (ভাই বানানটা পারতেছি না!) জন্য নতুন একটা গল্প লিখার কাজ শুরু করছি!
আপনার মনোরন্জনের (ভাই বানানটা পারতেছি না!) জন্য নতুন একটা গল্প লিখার কাজ শুরু করছি!

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অসাম। কিন্তু বিয়ের প্রস্তাব তো কেউ দিল না।
মনে হয় লস প্রজেক্ট?:(



মনোরঞ্জন। (ঞ + জ)

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

আল আমিন সেতু বলেছেন: আমার জন্য কোন কবিনী হবে ম্যারেজ মিডিয়াতে? প্রেম করতাম?

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সমস্যা নাই।।

ঐ পেজে গিয়ে বুকিং দিয়ে রাখুন। :)

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাংলাদেশে তসলিমা নামিরা বেশ প্রতিষ্ঠীত হয় দেখছি।কিন্তু এভাবে ওনি যদি পুরুষের সমস্যা সমাধানে এগিয়ে আসেন, তাহলে বিবাহিত নারীরা আবার না ওনার কাজটি বন্ধ করে দেন।তবে এটা খুব ইন্টারেস্টিং যে বুড়ো বয়সে সাধ জাগলে চুপিচুপি কাজটা সমাধা হবে। কাকপক্ষী কেউ টের পাবেনা। আর কাওসার ভায়ের বিয়েটা ডিসকাউন্টে দেওয়া যায় কীনা ভাবুন।

তবে খুশি হলাম উত্তর দেখে যে ম্যারেজ সেন্টারের নামে আপনি যেভাবে কাওসার ভাইকে প্রতিবন্ধী মেয়ে বিয়ে করতে পরামর্শ দিলেন, তাতে আমার বদ্ধমুল ধারনা, ঐ সেন্টারের মুখ্য উপদেষ্টার ভূমিকায় আছেন,মাননীয় নিজাম উদ্দিন মন্ডল স্যার।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল স্যার!!

ব্লগের সবার জন্যই বিশেষ মূল্যছাড়!!!

মন্তব্যের শেষ অংশে লজ্জা পেলাম।। :`>

২০| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দ্বিতীয় বিয়ে করার আইনটা কি? প্রথম বউর অনুমতি তো জীবনেও পাব না...

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একই পাপ আবার করার শখ??? অনুমতি না পাওয়াই ভাল।:P


তবে খুব বেশী ইচ্ছা থাকলে দুই নম্বরি পথে আগাতে হবে।:P

২১| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০২

শায়মা বলেছেন: মিথী আপুকে চিনি। কেনো তার কি হয়েছে?


আর তোমার জন্য ভালো একটা সাজেশন আছে। তুমি কবি হয়ে যাও। বিরহে না পড়লে তো কবি হওয়া যায় না । এই মোক্ষম সুযোগ।

গানও গাইতে পারো-

বঁধু তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে ......



আমার লেখালিখির সময় নেই। মহা ঝামেলায় আছি। ১০ই মে একটা প্রোগ্রাম নিয়ে বিশাল এক গ্রুপ নিয়ে বারোটা বেঁজে তেরোটায় আছি। সাথে নিজেরও একটুখানি ঝামেলা আছে যা আমার কাছে অনেক বড়। তাই আপাতত লেখালিখি স্থগিত রেখেছি।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: #মিথী আপু,
----তাকে দেখলেই ‘বিল্লু বারবার’ (২০০৯) ছবির গানটি মনে পড়ে। :`>

#সাজেশন,
---- আমি রিয়্যাল হিরো। :`> কবি-টবি হবার ইচ্ছা নাই।X(

##"আমার লেখালিখির সময় নেই।"
----:(:(:(. ২৪/৭ বিজি???:(

আমি জনি আপনি রবীন্দ্র ভক্ত। শুনুনঃ
"ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি
কে আমারে, ও বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা,
একা একা দিন যে আমার কাটে না রে!!"

২২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৪

খায়রুল আহসান বলেছেন: আপনার এ পোস্টটা পড়ে এ ব্লগের কেউ না কেউ উপকৃত হোক, এটাই আশা করি।
বাঙলার লোকগীতিগুলো আসলেই খুব সুন্দর!

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়।


লোকগীতিগুলো/শেঁকড়ের গানগুলো টিকে থাকুক।:)

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০১

শায়মা বলেছেন: তোমার জন্য এই গান- গায়িকার নাম জানতে চেওনা

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক কি এতই বোকা???

"তুমি কেমন করে গান কর হে গুণী,
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি।":)

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২

শাহরিয়ার কবীর বলেছেন:



আমার মাকে একটা চশমা কিনে দে...
আমার বাবাকে একটা চশমা কিনে দে...
আমি দেখাবো যে দিয়া
এতো বয়স হইছে আমায় দেয় না কেনো বিয়া
এক টি জীবন্মুখী বাংলা গান




=p~

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইশ্, আমাদের কবি সাহেবের কি কষ্ট???:(

পাত্রী পছন্দ আছে? বিয়ের ব্যবস্থা করি???
আপাতত গান শুনেনঃ
"বাবা আমার কি বিয়ে হবে না,
দয়া করো আমার উপর
মাথায় চড়াই একটা টোপর
সারাজীবন আইবুড়ো ভাত পেটে সবে না
না না না
বাবা আমার কি বিয়ে হবে না........"

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: গতকালের নিউজ

বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরার পথে নববধূকে ছিনতাই করার ঘটনা ঘটেছে রাজধানীতে...

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গুড নিউজ,

ব্যাটা তুই আরেকটা সাদি কর!!!:P

২৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২২

শায়মা বলেছেন: হইসে .....


এইবার পালাই .......


শপিং এ যাই......:)

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)


আপনার সাথে একদিন গানের টক্কর দিব। রাজী থাকলে জানাবেন???
""আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে......"

২৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা =p~

আমার অবস্থা জিগায় আর লজ্জা দিবেন না।।



২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবিরা লাজুকই হয়। দেখুন কোন বেলা বোস/ পার্বতীকে পাওয়া যায় কী না?

না পেলে দেবদাস!!!:(
"শাহরিয়ার কবীর বলেছেন:
"যত খুশি ব্যাথা দাও ভুল বুঝে চলে যাও
সব ব্যাথা নিরবে সইবো, বন্ধুরে
তুমার লেখা গান আমি গাইব !!"
--- এসব কীসের আলামত।

২৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গুড নিউজ,
ব্যাটা তুই আরেকটা সাদি কর!!!:P


ব্যাপারটা ফান না। একটু সিরিয়াস হোন।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সারাদিন হাজারটা ঘটনা ঘটে। সবগুলো নিয়ে ভাবলে পাবনাতে সিট বুকিং দিতে হবে।:(

মেয়েটির আগের সম্পর্কের লিংক থাকতে পারে। যদিও ওটা কর্তৃপক্ষ ভাববে।।

২৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হুমায়ূন আহমেদ আর কুদ্দুস বয়াতীর গান। অসাধারণ।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই। অসাধারন। :)

এমন হাজারো অসাধারন গান আছে, যেগুলো আমরা জানিই না।


৩০| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :D

মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত,
আমি সেই দিন হব শান্ত,

৩১| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৯

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো । :)

২৭ নং মন্তব্যের উত্তরটা যদি অন্য শব্দ দিয়ে মজা করে দিতেন তবে আরো ভালো লাগতো ।

শুভকামনা ।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে বস। :)




যা দেখছ তা তানা
সব দেখা যা না না,
জগতে জনমে, যাহারে মিলায় না
তাহারে খুঁজিতে মন ধরে শুধু বায়না।

না বুঝি দুনিয়ানা বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই!!

৩২| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৩

শায়মা বলেছেন: একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে ......


যদিও আমি হার মানিবোক না !!!!!!!!! :)

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পরাজয়ে ডরে নাকো বীর,:)

"আমি ভয় করব না ভয় করব না,
দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না।
....... .....
হেরে গেলেও হাল ছাড়বো না,
কান্নাকাটি করবো না।।...


রাতে আসবো।। :(
আপার পছন্দের গান কোনটি???:)

৩৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮

শায়মা বলেছেন: হারে রে রে রে আমায় ছেড়ে দে রে দে রে
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে ......


এটা তোমার উত্তর


আর আমার প্রিয় গান......

অনেক অনেক অনেক

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইউটিউবে ঐ গানটা শুনেছি। প্রথম দিকটায় ভাল সুর পরের দিকে একটু....:(


"যে তোমায় ছাড়ে ছাড়ুক,
আমি তোমায় ছাড়ব না মা(আপারা মায়ের মত)
আমি তোমার চরণ করব সরণ,
আর কারো ধার ধারবো না....."

৩৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১

তারেক_মাহমুদ বলেছেন: শায়মা আপার সাথে দেখছি জমজমাট আড্ডা চলছে, খুব ভাল লাগছে চালিয়ে যান।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: টক্কর দেয়া মত কাউকে পাচ্ছি না। তাই আর কি!!!!:P

৩৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! সম্রাটজ্বীর ব্যাপারে চিন্তা আছে দেখা যাচ্ছে!

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

তুমি রবে নিরবে,
হৃদয়ে মম!!

৩৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১

তারেক ফাহিম বলেছেন: B-) :#) :P

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(


:)


:(

৩৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫

শায়মা বলেছেন: চরণ ধরিতে দিলাম গো তোমারে ...... :P হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(



ওরা অকারণে চঞ্চল,
ওরা অকারণে চঞ্চল।
ডালে ডালে দোলে
বায়ু হিল্লোলে, নব পল্লব দল.....



৩৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সারাদিন হাজারটা ঘটনা ঘটে। সবগুলো নিয়ে ভাবলে পাবনাতে সিট বুকিং দিতে হবে।:(
মেয়েটির আগের সম্পর্কের লিংক থাকতে পারে। যদিও ওটা কর্তৃপক্ষ ভাববে।।

যুক্তি বিহীন আবেগ অত্যন্ত ক্ষতিকর।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত ভাই সাহেব। :)

৩৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপ্লুত!

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)




মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই, মনে নাই,
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই......




৪০| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


আপনার তাসলিমা ম্যারেজ মিডিয়া এমন ব্ন্ধন যুক্ত শাদীর কনফার্মেশন দিলে আওয়াজ দিব।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওসব বিষয়ে ১০০% নিশ্চয়তা।

তা, পাঠকের কোন শারিরীক সমস্যা নেই তো??,
কলিকাতা হারবালে......:P

৪১| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

আখেনাটেন বলেছেন: গানটা ভালো পাইছি। একসময় এইগুলান অনেক শুনেছি। এখনও শুনি। ফোক ফেস্টের নিয়মিত খরিদ্দার। :D

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শেষ পর্যন্ত আপনিও কবিদের খাতায় .....:(:(


"ভেঙে মোর হৃদয় খানি
কবি হবি,
তুই(আপনি) কেন রে,
ও বন্ধু আমার......."

৪২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: গান ভালো লাগলো।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধূর ভাই??

যদি আপনার এলাকার একটা বিয়ের গান লিখতেন, তবে কাজের কাজ হতো???:(

৪৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: খুব ভালো লাগলো, এই গানের সাথে আমরা পরিচিত - আপনি রম্য ভালো লিখেন আপনার কাছে রম্য পোষ্ট আরো আশা করতে পারি - না কি বলেন ? না কি আবার সিরিয়াস পোষ্টে চলে যাবেন ? বস্ জীবনটা সিরিয়াস হতে হতে ইর্মাজেন্সি আইসিই্উ হয়ে গেছে এখন রম্য লিখেন পড়ে হাসি ।।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):)

জীবনটা যে রম্য নয় ভাই। কঠিন জায়গা। মহাকালের কাছে আমরা অসহায়/নিতান্তই খেলনা পুতুল।

বললেন যখন, মাঝেমাঝে রম্য লিখবো।

৪৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আসলেই নিতান্ত খেলনা পুতুল । পুতুলের পরিনতি যেমন আমাদের ও তাই । মিলিয়ে নিচ্ছি ।।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(


"শ্রাবণ গগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে রহিব পড়ি,
যাহা ছিল নিয়ে যাবে সোনার তরী।"
(কিঞ্চিত পরিবর্তিত)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.