নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘাটু গান বাংলাদেশের হাওড় অঞ্চলের একটি বিলুপ্ত প্রায় পল্লী সংগীত বিশেষ। ঘাটে নৌকা ভিড়িয়ে এই গান গওয়া হয় বলে, একে ঘাটু গান বলে (অনেকে 'ঘাটের গান'-ও বলে)। ঘাটু গানের প্রচলন হয়, ষোড়শ শতকের শেষের দিকে। ঘাটু গানে ছেলেশিশুদের মেয়ে(রাধার সখী) সাজিয়ে নেচে নেচে বিরহ সংগীত পরিবেশন করা হয়।
অঞ্চলভেদে ‘ঘাটু’ শব্দটির উচ্চারণগত ভিন্নতা পরিলক্ষিত হয়। এই শব্দটি "ঘাঁটু", "ঘেটু", "ঘেঁটু", "গেন্টু", "ঘাডু","গাড়ু", "গাঁটু", "গাডু" প্রভৃতি বলা হয়। যেমন: নেত্রকোনা অঞ্চলে এটি ‘গাডু’ নামেই পরিচিত, তবে শিক্ষিতজনরা ‘ঘাটু’ বলেন; আবার, সুনামগঞ্জ অঞ্চলে একে ‘ঘাডু’ বলে।
ঘাটু গানের বিশেষত্বঃ
১. বালকদের পরিবেশনা: নারীবেশে সুদর্শী কিশোর বালক নৃত্যকরে ঘাটু গান পরিবেশন করে।
২. বংশ পরস্পরার পরিবেশকঃ এই গানের শিল্পীরা বংশ-পরম্পরায় ঘাটু গান গেয়ে থাকে।
৩. বর্ষাকালীন পরিবেশনাঃ এই গান বর্ষাকালে পরিবেশন করা হয়।
৪. নৌকা সংশ্লিষ্ট পরিবেশনাঃ এই গানের আসর নৌকায় বসতো।
ঘেটু পুত্র কমলা(২০১২) সিনেমার একটি দৃশ্য। সিনেমার কিছু গান শুনেনঃ
গান: শুয়া উড়িল রে
গীতিকারঃ শীতালং শাহ
সুরকারঃ রাম কানাই দাস
শিল্পীঃ ফজলুর রহমান বাবু + শফি মণ্ডল/ প্রান্তি
শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে,
আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।(ঐ)
নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর......
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
শিরোনামঃ বাজে বংশী
কন্ঠঃ ফজলুল রহমান বাবু/শফি মন্ডল
কথাঃ হুমায়ূন আহমেদ
সুরঃ এস আই টুটুল
বাজে বংশী রাজহংসী নাচে
দুলিয়া দুলিয়া,
নাচে পেখমও মেলিয়া।।
ঝুমুর ঝুমুর ঝুমুর ঝুমুর
ঝুমুর ঝুমুর ঝুম।(২)
রাজহংসীর চোখ কালো
তারে দেখে লাগলো ভালো,
সেই বিহনে জগৎ কালো সবই অন্ধকার
তার নাচে ভূবণ নাচে আহা! কি বাহার......ঐ
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বিস্তারিত জানতে ঘুরে আসুনঃ অনন্ত আরেফিন এর বাংলা ব্লগ থেকে।।
(আসলে গানের কথাগুলো কঠিন মনে হলেও, সঠিক সুর, তাল, লয়ে শুনলে এগুলো অমৃত মনে হয়।)
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।(আংশিক কপি-পেষ্ট)
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
"সাবান আইনা দিলে নারে
সাবান আইনা দিলে না।
ভাইসাব রে তুই জলে ভাসা
সাবান আইনা দিলে না......
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আবার গান!
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমারর কবিতা ভালো লাগে না। কিন্তু গান!!!
ওটা তিন বেলা চাই।
ভেঙে মোর ঘরের চাবি
নিয়ে যাবি কে আমারে..... শুনছি(শায়মা আপার গলায়)
৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮
তারেক ফাহিম বলেছেন: ঘেটু পুত্রের কমলায় অনেকেরই ঘাটু গানের সাথে পরিচয় ঘটে, যার মাঝে আমি একজন
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওটা আমারও আগে জানা ছিল না।
স্কুলে পড়তে পল্লীগীতিই জানতাম না/পারতাম না।।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
ছেলেকে মেয়ে সাজিয়ে গান করানো ও নাচানো ছিল একটি ভুলের সৃষ্টি; আগের লোকজন কমবুদ্ধিমান ছিলেন।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভুল শুদ্ধ জানি না। তখন ঘেটুদের উপর শারিরীক ও মানসিক নির্যাতন করা হতো।। যা রীতিমত অন্যায়।।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২০
আবু আফিয়া বলেছেন: পড়লাম, অবগত হলাম, ভাল লাগল
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ধন্যবাদ।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখনো গ্রামে গঞ্জে যাত্রাপালা হয়ে ছেলেদের মেয়ে সাজিয়ে। কারণ, মেয়েদের বিচরণ সব জায়াগায় এখনো অবাধ নয়। ঘেটুগানের ছেলেদের মেয়ে সাজানো এরকম উদ্দেশ্যের সাথে ব্যবসায়িক কিছু স্বার্থও জড়িত ছিল।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই। আমাদের গ্রামের বাড়ীতে বিয়ে বা ২৬ মার্চের অনুষ্ঠানে দেখেছি।
গানটা ছিল এমনঃ
"লাইলি আয় আয় আয়
আমি তোর মজনু দেওয়ানা,
ক্যাডা কইচে তুই মোর নাতনি,
আমি তোর নানা!!
৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২
ব্লগার_প্রান্ত বলেছেন: এসবের একটা বিশ্রী ব্যাখ্যা আছে। যাহোক ভালো থাকুন।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সাবান গামছা, লইয়ারে নছিমন........
৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: না, স্যার আর বলবো না।মন্ডল ভাই আজ গান দুটিই আমার অপরিচিত।আসলে আপনি এবার আস্তে আস্তে গভীর সমুদ্রে প্রবেশ করছেন,যেকারনে আর কুল পাচ্ছি না।
শুভ কামনা অনন্ত।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে ভাই! এসব গান আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আপনাদের লোকজ গান নিয়ে কিছু লিখতে পারেন।
প্রথম গানটা দারুন---
"শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে.....
(ইউটিউব থেকে শুনতে পারেন?)
৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
শামচুল হক বলেছেন: গ্রামের অনেক গানই এখন বিলুপ্তির পথে
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কথা সত্য।
কিন্তু একটু চেষ্টা করলেই এইসব ঐতিহ্যগুলো আমরা ধরে রাখতে পারি। খুব সহজেই।।
১০| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
মাআইপা বলেছেন: ঘেটু গান এখন বিলুপ্তির পথে।
ভাল একটা পোস্ট দিয়েছেন।
শুভ কামনা রইল।
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার পেজে নতুন লেখা চাই।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমায় এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলা,
আমার হার কালা করলাম রে
প্রাণ সখিরে ঐ শোন কদম্ব তলে বংশী বাজাই
ওকি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে
এগুলো ভালো লাগে কি না?
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ, সবগুলোই সুন্দর গান।
রাত হয়েছে বলে, আজ আর গান শোনালাম না।।
শুভ রাত্রি।
১২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯
কাওসার চৌধুরী বলেছেন: হুমায়ুন আহমদের "ঘেটুপুত্র কমলা" দেখে ঘাটু গান সম্বন্দে জেনেছিলাম। এখন তা বিলুপ্তপ্রায়। আর শীতালং শাহ আমার এলাকার মানুষ। তার "শুয়া উড়িল" গানটি চমৎকার লাগে।
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসলেই, গানটা সেরাম!!!
আপনার এলাকার সব লোকাল গান নিয়ে একটা পোস্ট দিয়েন।।
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: চমৎকার বিষয়ে চমৎকার লেখা।
জানলাম অনেক কিছু।
আমার প্রীতি নিন।
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ধন্যবাদ শ্রদ্ধেয়!!
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৭
ক্স বলেছেন: এই ধরণের বিশ্রী কালচার বিলুপ্ত হওয়াই ভালো। হুমায়ূন আহমেদ সারা জীবনে এত ভাল ভাল কাজ করে গেল, তার উপসংহার টানল একটা নষ্টামি দিয়ে।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
যত দোষ হুমায়ূন আহমেদের?? যেই মোড়লরা ঘেটুদের সাথে আকাম, কুকাম করতো তারা???
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯
বিদেশে কামলা খাটি বলেছেন: এই জাতীয় গান বা পালা আমার কাছে অসহ্য। নোংরা লাগে। হুমায়ূন আহমেদ এই ছবি না বানালে জানতামই না যে কত নোংরা কালচার চালু ছিল। ছিঃ ছিঃ।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গানগুলো তো ভালই!!!
এখনকার সিনেমার আইটেম সংগুলো ঘাটু গানের চাইতে জঘন্য।।
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: ঘাটু গান হুমায়ূন আহমদের কল্যানেই প্রথম জানতে পারি।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন: নিজাম উদ্দিন মন্ডল ভাই, আমি হুমায়ূন আহমেদ স্যারের সরাসরি ছাত্র নই তারপর ও আমি তাঁর ছাত্র বিচিত্র কারণে তিনি আমার কাছে আর অভিনেতা মাহফুজের কাছে বিচ্ত্রি অভিজ্ঞতার কথা শুনতে চাইতেন যাক সেসব গল্প ।।
হুমায়ুন আহমেদ স্যারের শেষ বয়ষে অবস্যই কিছু সমস্যা হয়েছিলো তা না হলে ঘেটু পুত্র কমলা রচনা করতেন না - ঘেটু পুত্র কমলা ঘটনা - ভাটি অঞ্চলের আল্লা জাল্লা মুনি মজুর ও নিম্ন শ্রেণীর পেশা ও কয়েদীদের মধ্যে বিরাজমান - কোনো ধনাঢ্য, জমিদার বা রাজা মহারাজাদের এই ধরনের সমস্যা ছিলো না । ছাপার অক্ষরে সিনেমায় তিনি ইতিহাস বিকৃত করে দিয়েছেন এটি বড় ধরনের গহৃত অন্যায় কাজ - এটি তাঁর মতো বিশাল ও বড় মাপের লেখকের কাছে আশা করা যায় না ।
২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাহমুদ ভাই, মাহফুজ ভাই আমার পছন্দের অভিনেতা।
ঐ সিনেমা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করে। হুমায়ূন আহমেদ ঘাটুদের ইতিহাস যে কিছুটা বিকৃত করেছেন সেটা নিশ্চিত।
আমার মনে হয়, মার্কেটিং এর জন্য তিনি মানুষের আবেগ নিয়ে খেলেছেন।
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো জিনিস সব সময়ই উৎকৃষ্টতর।
২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।
,
১৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
ডঃ এম এ আলী বলেছেন: প্রায় পাঁচশত বছরের পুরাতন বাংলার লোকজ , তবে এখন বিলুপ্ত প্রায় ঘাটু গানের বিষয়টি তুলে ধরায় ভাল লাগল । ছোট কালে গুরু জনের কাছে শুনেছি শ্রীকৃষ্ণের প্রেমমগ্ন কোনো এক ভক্ত নাকি রাধা সেজে কৃষ্ণের অপেক্ষায় ছিলো। তখন তার দেখাদেখি কিছু ভক্ত গড়ে ওঠে আর এই ভক্তদের মধ্য হতে ছেলে শিশুদের রাধার সখি সাজিয়ে নেচে নেচে বিরহের গান গাওয়া হতো এবং এভাবেই ঘাটু গানের প্রচলন নাকি শুরু হয়।
ঘাট শব্দটি থেকেই ঘাটু গানের উৎপত্তি তাতে কোন সন্দেহ নেই । ছোট কালে আমাদের এলাকায় এই গান পরিবেশন করা হত ঘাটে বাধা বড় নৌকার পাটাতনে মাচা সাজিয়ে । এলাকার ছোট নদীতে বাহারী সাজে সজ্জিত ঘাটু গানের নৌকা যখন ভেসে যেতো তখন আমরা বন্ধুরা মিলে নদীর পার ধরে অনেক দুর পর্যন্ত নৌকার পিছে পিছে ছুটে যেতাম ঘাটু মেয়ে দেখার জন্য । একবার আমাদের এলাকায় ভিষন এক অবস্থা ঘটে যায় , এলাকার যুবক বয়সি কিছু লোকজন নৌকা থেকে ঘাটু মেয়ে ছিনিয়ে নেয়ার জন্য ডিঙ্গি নৌকায় চড়ে হামলা চালায়, আর যায় কোথায়, ঘাটু নৌকার সরকারের হুকুমে ঘাটু নৌকার লোকজন মহুর্তে রাম দা ও বর্শা নিয়ে ঝাপিয়ে পরে হামলা কারীদের উপর । মহা হুলস্থুল কান্ড লেগে যায় । পরে অনেকের কাছে শুনেছি নামকরা মেয়েবেসী সুন্দর ঘাটু ছেলেকে অপহরনের জন্য এমন ঘটনা নাকি অনেক ঘাটেই প্রায়শই ঘটে থাকে । গানের প্রধান ব্যক্তি হলো একজন সুন্দর কিশোর, তাকেই বলা হয় ঘাটু মেয়ে । কিশোরটি মেয়ের মত সেজেগুজে গান গায় এবং নাচে। তাকে দল থেকে বাগিয়ে কিংবা অপহরণ করে নেওয়াও নাকি ছিল অপর প্রতিযোগী ঘাটু দলের কাছে বাহদুরী কাজ । যাহোক, ঘাটুগান মূলত প্রণয়গীতি, যেখানে বিবিধ কারণে প্রনয়ের বদলে প্রলয় কান্ড ঘটার কারনে হয়তবা এটি এখন বিলুপ্তির পথে , সে সাথে চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন আধুনিক মাধ্যম যথা যাত্রা , নাটক , সিনেমা প্রভৃতিও বহুল পরিমানে দায়ী ।
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য ।
২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়!
আপনার মন্তব্যটা দারুন। মন্তব্য পড়ে ঘাটুদের জীবনযাত্রা চোখের সামনে ভেসে উঠলো। শেঁকড়ের গানগুলো টিকে থাকুক।
বৃষ্টিময় শুভেচ্ছা রইল।
২০| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন: নিজাম উদ্দিন মন্ডল ভাই, ধন্যবাদ আপনি মুল সমস্যা ধরতে পেরেছেন, আমরা প্রতিষ্ঠিতদের কাছে অনেক কিছু আশা করি দাবী করি অধিকার ও রাখি তিনি সেইসব মেটাতে পারেন মেটান ও তবে মাঝে মাঝে তিনি কিছু ভুল কাজ করেন যার দায় সমাজের নিতে হয় এবং এই দায়ভার ইতিহাসের পাতায় চলে যায়, সাধারণ জনগণ তা বোঝার ক্ষমতা রাখেন না কারণ ইতিহাস বোঝার জন্য ইতিহাসের সুচনা উদ্যেশ্য জানতে হয়, আপনার লেখা ভালো লাগে ধন্যবাদ- ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাস্ত থাকুন আর অবসরে লিখুন ।।
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
কোন মানুষই ভুল-ত্রুটির উর্ধে নয়। তবে স্যারকে সবাই মান্য করে। তার কাছে আমাদের দাবিটাও বেশীই। সিনেমা তে উনি একটা পজেটিভ মেসেজ দিতে পারতেন।।
ভাল থাকবেন।
২১| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিটা দারুণ কষ্টের আবার বিনোদনেরও ।
কালের স্রোতে সবই হাড়িয়ে যায়।
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সময় বড় কঠিন, ভাই?
২২| ০১ লা মে, ২০১৮ রাত ১২:১৭
নূর-ই-হাফসা বলেছেন: হূমায়ুন আহমেদ এর ঘেটুপুত্র কমলা আমার খুব ভালো লেগেছিল পরপর দুবার দেখেছিলাম । ঐখানে কিছু গান ভালো লাগতো ।
ঘেটুপুত্র সম্পর্কে যা জানার তা ওনার সিনেমা থেকে জেনেছি । অবাক হয়েছিলাম ,এমনটাও ঘটতো ভেবে ।
তবে প্রকৃত কাহিনী না জানার কারনে ওনি বিকৃত কি করেছেন বুঝতে পারিনি । জানা থাকলে জানাবেন ।
০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক ক্ষমাপ্রার্থী।
আসল ঘটনা, হুমায়ূনজ্বী মানুষকে মিথ্যে আবেগে ফেলেতার টাকা উসুল করেছে।।
১৭ ও ১৯ নাম্বার মন্তব্য পড়ুন।।
ভাল থাকবেন।
২৩| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে প্রশ্ন না করে ওনাদের মন্তব্য পড়লেই ভালো হতো । ভুল হয়েছে ।
আপনার প্রতিউত্তরের ধরন একদম ভালো লাগে নি ।
আপনি নিজের মহত্ত্ব নিজের মাঝেই রাখুন । ধন্যবাদ ।
০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাইতো ওভাবে বলাটা ঠিক হয় নি।
ধিক্ নিজেকে। অতিথির সাথে খারাপ ব্যবহার করলাম।
ক্ষমাপ্রার্থী, ভাই।
০৫ ই মে, ২০১৮ রাত ১০:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি রাগ কমে নি?? গান চলবে? না ছড়া??
রাগ করেছে হাফসা মনি,
কয়নি কথা কাল।
ঘরের কোনে বসে আছে
গালটি করে লাল।
সবাই বলে একি বাবু
রাগটি কেন কর???
মান-অভিমান ভুলে গিয়ে
মন খুলে গান কর।।
২৪| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১৯
নূর-ই-হাফসা বলেছেন: আপনার ভাব ধরে রাখা মন্তব্য দয়া করে অন্য দের দিবেন । জগতে পন্ডিত কেউ না । সবার মাঝেই অনেক অজানা আছে ।
যারা নিজেদের সব জান্তা মনে করে প্রকৃত বোকা কি তারা নয় ?
আমি জানি না ঘেটু পুত্র ব্যাপারে এইটা আমার অপরাধ কিংবা ব্যর্থতা নয় । ব্যর্থতা কি তার নয় যে জানতে চাইলে কথা শুনানোর জন্য রেডি থাকেন ।
আমার ভুল হয়েছে । আপনার আর কোন পোষ্ট এ পাঠক হিসেবে আমি থাকবো না । ধন্যবাদ । আমি মূর্খ । আপনি পন্ডিত থাকুন ।
০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অসুস্থ মানুষটা একটু ব্লগে আসলো, আর......
যা ভাবছো তা তানা
সব দেখা যা না না,
জগতে জনমে, যাহারে মিলায় না
তাহারে খুঁজিতে মন, ধরে শুধু বায়না।
......... .......... ........
না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই!(আয়নাবাজী)
২৫| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:২৬
দিলের্ আড্ডা বলেছেন: ভালো লেখছেন ভাই।
০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:২৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার পেজ থেকে ঘুরে আসি।
০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আড্ডাবাজ মানুষের পেজে কোন পোস্ট নাই কেন???
২৬| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:১৬
দিলের্ আড্ডা বলেছেন: ভাই আমি লেখালেখি শুরু করবো,,,,,,,,,বছরখানেক ধরে ব্লগে আছি।
০৭ ই মে, ২০১৮ রাত ১১:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে ভাই! যা ইচ্ছে কিছু একটা লিখুন।
আপনার পেজ থেকে ঘুরে এসেছি, মন্তব্য করার মত কোন পোস্টই নাই।।।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: গাহিয়া ঘাটু গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম।