নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ব্লগে অনেকের সাথেই প্যাচাল/ক্যাচাল হয়েছে। কখনোবা বাড়াবাড়ি রকমের ব্যাক্তিগত আক্রমন করেছি। সবার কাছে ক্ষমাপ্রার্থী। সেই সাথে সন্ধির প্রস্তাব।"
সহ লেখকদের উদ্দেশ্যেঃ
"মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে, গৌরবে নিশীথিনী-সম,
তুমি(সবাই) রবে নীরবে হৃদয়ে মম।"
কিছু কথা, কিছু গানঃ
*** আবার আসিব ফিরে........
*** কাভি আলবিদা না কেহে না......
*** আচ্ছা চালতা হুঁ দুয়াও মে ইয়াদ রাখনা.....
"মনে রবে কি না রবে আমারে?
সে আমার মনে নাই, মনে নাই।
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই........"
"দেখা হবে বন্ধু, কারনে আর অকারনে
দেখা হবে বন্ধু, চাপা কোন অভিমানে।
দেখা হবে বন্ধু, সাময়িক বৈরিতায়,
অস্থির অপারগতায়..........."
ছবিঃ নেট থেকে নেয়া।
২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি মোটাদাগে----
যুক্তিবাদী, কঠিন মানুষ। এর আগেও ডুব দিতে চেয়েছি, পারিনি। অনেকদিন ব্লগে থাকায়, এর প্রতি একটা আবেগের জায়গাতৈরী হয়েছে। আর কে না জানে? আবেগ থাকলে অনেক সময়ই যুক্তি হয়ে পড়ে অকার্যকর।
দেখা হবে বন্ধু......
২| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: মানে কি
আপনি বিদেশ গেলে কি ব্লগে আসা বারণ
২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাস্তবতা বড় কঠিন ভাই!!!
ফির মিলেঙ্গে।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
ব্লগার_প্রান্ত বলেছেন: না না ানা না ানা ান ানানাননা ানানানানাননানানানানাান
না ভাই যাইয়েন না.......।
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে, মাথায় রাখবো।
"আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানি নে, জানি নে,
কিছুতে কেন যে মন লাগে না...."
শুভকামনা।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ও ভালো কথা, একটা গল্প লিখছি পড়ে যাবেন। আপনি আবার আসার আগে আমি যদি বিখ্যাত হয়ে যাই তাহলে!
click
আমার পেজভিউ ১০০০+ হইসে। আপনাকে প্রথম পাতায় কত পেজ ভিউ তে দেয়া হয়েছিল?
যেহেতু বলছেন চলে যাবেন, একটু আড্ডা হোক?
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লিংক, পাবার আগেই পড়েছি। পদ্মকে বুকিংও দিয়ে এসেছি। পারলে গল্পে আমার সাথে বিয়ে দিও
আজকে সবার লেখা পড়ার ইচ্ছে আছে।।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে ভাই আজ আর বিরক্ত করবো না। দোয়া রাখবেন।
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাদা মনের মানুষগুলো ভাল থাকুক।।
"বড় অবেলায় পেলাম তোমায়,
কেন এখনি যাবে হারিয়ে?
কি করে বল রব একেলা?
ফিরে দেখ আছি দাড়িয়ে,
দাড়িয়ে........!
(গেম ইজ অন!)
৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এত অল্প দিনের আয়ু কেন দিলে তুমি বিধি
লক্ষ যুগের আয়ু আমায় দিতে তুমি যদি
ব্লগকে আমার আমি বারে বার
ভালবেসে যেতাম নিরবধি...................
যেভাবে বলছেন- আবার না দেখা হলে, না কথা হলে কি আমাদের কারো ভাল লাগবে।
ভাল থাকুন ভাই।
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আবেগে ফেলে দিলেন রে ভাই???
আবার আসিব ফিরে.....
৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩
মৌরি হক দোলা বলেছেন: গতকাল কেন পোস্টটা দেখলাম না! :#
সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আর খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসুন, আমরা সবাই আপনার অপেক্ষায় আছি......
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তোমরা রবে নিরবে,
হৃদয়ে মম।
৮| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:১০
শিখা রহমান বলেছেন: নিজাম যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, আনন্দে থাকুন। শুভকামনা। নিশ্চয়ই আবারো কখনো ব্লগে কোথাও দেখা হয়ে যাবে। ফিরে এলে জানাবেন। আপনার জন্য গান নিয়ে লেখাটা তুলে রাখলাম।
০১ লা মে, ২০১৮ রাত ১১:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও ডিয়ার, নেভার ফেয়ার। আই উইল কাম ব্যাক নিয়ার।
৯| ০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
ভালো থাকুন, সময় মত ফিরে আসুন।
০১ লা মে, ২০১৮ রাত ১১:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাদের দোয়াতে, নিরাপদে চলে এসেছি।
ছাত্র তৈরী করে রাখবেন। ওদের সাথে টক্কর হবে।।
১০| ১০ ই মে, ২০১৮ দুপুর ১:১২
নীল মনি বলেছেন: হারিয়ে যেতে হয় টুপ করে;তা না হলে মায়ার বাঁধনে জড়িয়ে যেতে হয়।আগে যেমন ক্যাসেট বাজতে বাজতে জড়িয়ে যেত তেমন।
১০ ই মে, ২০১৮ রাত ১০:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাঠককে ধন্যবাদ।
এক দিন সত্যি সত্যিই হারিয়ে যাব। সেদিন কাউকে আসি বলারও সুযোগ হবে না.....
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৭
মিথী_মারজান বলেছেন: স্বপ্ন দেখতে দোষ কি?
খুব তাড়াতাড়ি হয়ত: কোন সম্ভাবনা নেই তবে অদূর ভবিষ্যতে অবশ্যই আগামী প্রজন্মের প্রশ্নগুলোর সদুত্তর এবং সমাধান দিতে পারবেন।
যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, ভালো থাকবেন।
আর হ্যাঁ, সুযোগ পেলেই ব্লগে চলে আসবেন আশা করছি।