নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মম জীবন যৌবন, মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম!
তুমি রবে নীরবে, হৃদয়ে মম....
রবীন্দ্রনাথ ঠাকুর(৭ই মে,১৮৬১-৭ই আগস্ট,১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, উজ্জ্বল নক্ষত্র। যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন, তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। যা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিতও হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।(উইকি)
তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শতবার,
জনমে জনমে যুগে যুগে অনিবার। (অনন্ত প্রেম)
স্মৃতির পাতায় রবীন্দ্রনাথঃ
রবীন্দ্রনাথের সাথে আমাদের পরিচয় সেই শিশুকাল থেকে। যেই ক্লাসই হোক, রবীন্দ্রনাথ ছাড়া যেন চলেই না। ছোটকালে ছড়া, গল্প; তরুনকালে প্রেমের কবিতা, উপন্যাস; ভার্সিটিতে গানের আড্ডা; রবীন্দ্রনাথ থাকবেই। আমি রবীন্দ্র ভক্ত। আমার কাছে রবীন্দ্রসঙ্গীত মানে শুধু কিছু কথা, শব্দ বা ছন্দ নয়! বরং পুরনো কিছু স্মৃতি, প্রিয় কিছু মুখ আর ভালোলাগা সেই মুহূর্তগুলো!!!!!
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়!
ও সেই চোখে দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়??
আমার পছন্দের গানা/রবীন্দ্র গঙ্গীতঃ
১. তোমায় গান শোনাব......
২. আজি যত তারা তব আকাশে....
৩. তুমি কেমন করে গান করো হে গুণী....
৪. জনগণমন-অধিনায়ক জয় হে.....
৫. আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি.....
৬. ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা...
৭. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...
৮. বাংলার মাটি,বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল--
৯. যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা.....
১০. মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই.....
১১. তুমি রবে নীরবে হৃদয়ে মম....
১২. আজি যত তারা তব আকাশে....
১৩. আমার পরান যাহা চায়, তুমি তাই তুমি তাই গো.....
১৪. বঁধু, কোন আলো লাগল চোখে! বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে....
১৫. আমার বেলা যে যায়, সাঁঝ-বেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে....
১৬. আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাক সিন্ধুপারে......
১৭. ভালোবাসি,ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি....
১৮. ভালবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনেরও মন্দিরে.....
১৯. সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে....
২০. সখি ভাবনা কাহারে বলে?
সখি যাতনা কাহারে বলে?
তোমরা যে বলো দিবস-রজনী
'ভালোবাসা' 'ভালোবাসা'!!!
সখী, ভালোবাসা কারে কয়?
সে কি কেবলই যাতনাময়??
২১. হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে.....
২২. তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই....
২৩. শীতের হাওয়ার লাগল নাচন আম্লকির এই ডালে ডালে...
২৪. ওরা অকারণে চঞ্চল। ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে নব পল্ল বদল.....
২৫. আজ ধানের ক্ষেতেরৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা....
২৬. তোমারি ঝরনাতলার নির্জনে, মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে....
২৭. পাগলা হাওয়ার বাদল-দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনাশোনার কোন বাইরে...
২৮. আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে। জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না....
২৯. আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে---নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
৩০. আমি ভয় করব না ভয় করব না, দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না..
৩১. এবার তোর মরা গাঙে বান এসেছে, ‘জয় মা’ ব’লে ভাসা তরী....
৩২. তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি, ডুবতে......
৩২. ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারেও বন্ধু আমার.......
৩৩. যদি তোর ডাক শুনে কেউ না আসেতবে একলা চলো রে.....
৩৪. যখন পড়বে না মোর পায়ের চিহ্নএই বাটে। আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে....
৩৫. মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই, মনে নাই,
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই.....
৩৬. আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে......
৩৭. মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে, তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ......
৩৮. একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী....
৩৯. দুই হাতে--কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে, সুপ্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন সংঘাতে....
৪০. কৃষ্ণ কলি আমি তারে বলি,
কালো তারে বলে গায়ের লোক
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ চোখ।।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আপনাদের পছন্দের রবীন্দ্র সঙ্গীত কোনগুলো???
১/// আমাদের এক ব্লগারের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনুন।
২///রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের শায়মা আপা ভয়ঙ্কর সুন্দর একটা পোস্ট দিয়েছিল। আগ্রহীরা ঘুরে আসুন।
কৃতজ্ঞতাঃ শায়মা হক, দৃশা, হৃদি, মাসুদ, শিমুল......
[বি. দ্রঃ লেখক একটু অসুস্থ। মন্তব্যের প্রতিউত্তরে দেরী হতে পারে!!]
০৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
২| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রিয় কবির জন্মদিনে অনেক শুভেচ্ছা। সাথে আপনাকেও ধন্যবাদ পোস্টটি দেওয়ার জন্য।
০৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমিও রবীন্দ্রনাথ পছন্দ করি। তবে রবি ঠাকুরের ছোটগল্প আর ছড়া আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে।
০৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গুপ্তধন গল্পটা কেমন লাগে??
৪| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৫
চাঁদগাজী বলেছেন:
রবী ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে বড় করেছেন।
০৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার পছন্দের রবীন্দ্র সঙ্গীত কোনটি???
৫| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: শুভরাত্রি, মন্ডল ভাই। ২৫ শে বৈশাখে যথার্থই নৈবেদ্য। সুন্দর প্রচেষ্টা। ভালো লাগলো। একমাত্র কবিগুরুর জন্যই বোধহয়, গঙ্গা জলে গঙ্গা পূজা প্রযোজ্য। বিশ্বের মধ্যে তিনিই সেই বিরল ব্যক্তি যার লেখা গান তিনটি দেশের জাতীয় সংগীত। ( তৃতীয় দেশটি হল শ্রীলংকা। বর্তমানে সিংহলি ভাষার সংগীতটি কবিগুরুর লেখা বলে জানি )
ভীষণ খুশি হলাম আজ আপনাকে মেনস্ট্রীমে ফিরতে দেখে।
অনেক অনেক শুভ কামনা।
০৭ ই মে, ২০১৮ রাত ১২:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রীলংকার ঘটনাটা আমিও শুনেছি তবে শিওর না। কালকে জেনে জানাবো।
ভাল থাকবেন। শুভ রাত্রি।।।
০৭ ই মে, ২০১৮ রাত ১:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রীলঙ্কা মাতা (সিংহলি ভাষা:ශ්රී ලංකා ජාතික ගීය ;তামিল ভাষাஸ்ரீ லங்கா தாயே ) হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় সংগীত, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন এবংআনন্দ সামারাকুন সিংহলি ভাষায় অনুবাদ করেন।
মা লংকা আমি তোকে প্রণাম করি!
হে মা, তোর সমৃদ্ধি বিপুল,দয়া আর মমতায়
তুই অতুল,অনাজ আর সুস্বাদু ফলেতে পূর্ণ,
উজ্জ্বল রঙের সুগন্ধিত ফুলে ফুলেল,
জীবন আর সকল ভাল বস্তুর ধাত্রী,
আনন্দ আর বিজয়ের আমার ভূমি,
আমার আভারী প্রশংসা স্বীকার কর,
শ্ৰীলঙ্কা! আমি তোর প্রশংসা করি।
৬| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৪৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: কঙ্কাল, একরাত্রি, সমাপ্তি, পোষ্টমাষ্টার, ঘাটের কথা, একটি আষাঢ়ে গল্প, শাস্তি, দর্প হরণ ইত্যাদি আমার প্রিয় গল্পগুলির মধ্যে অন্যতম। এক কথায় রবি ঠাকুরের ছোটগল্প পড়ছে অন্যকিছু আর ভালো লাগে না।
তাঁদের সাহিত্য সাধনা আর বর্তমান লেখকদের সাহিত্য সাধনা আকাশ পাতাল ফারাক।
সবচেয়ে পরিতাপের বিষয় হলো, বরি ঠাকুরের পর বিগত ১০৫ বছরেও বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার নাই। এতেই বুঝা যায় বাংলা সাহিত্যের অগ্রগতি।
০৭ ই মে, ২০১৮ রাত ১:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বাবা! আপনার তো সব গল্পের নাম মুখস্ত। আমারও সব গল্প পড়া আছে।
বর্তমানে বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার না পাওয়াটা হতাশা জনক। গত শতাব্দিতে অনেক কবি ছিলেন যারা নোবেল প্রাইজ পাওয়ার মত, তারা পায়নি। আর এখনকার গুলো যাচ্ছেতাই...
৭| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৪৮
মাআইপা বলেছেন: অনেকগুলো ভাল গানের তালিকা দিয়েছেন।
ভাল লাগলো।
শুভ কামনা রইল
০৭ ই মে, ২০১৮ রাত ১:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!
শুভ রাত্রি।
৮| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৫৫
মিথী_মারজান বলেছেন: কবিগুরুর জন্মদিনে আমার প্রাণঢালা শ্রদ্ধাঞ্জলি।
আমিতো বলবো, উনার লেখা পড়তে পড়তেই আমি ভালোবাসতে শিখেছি গল্প, গান আর কবিতা।
আপনার গানের সিলেকশন ভালো লাগলো।
বিশেষ করে তুমি রবে নীরবে গানটার যে কয়টা লাইন উল্লেখ করেছেন!
এই লাইনগুলোর আমিতো বিশাল ভক্ত।
অনাহুতের মতো আমার পছন্দেরও দুইটি গানের কথা বলে যাই এই সুযোগে।
#আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন-দ্বারে
বারে বারে।
#আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে।
ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৮ রাত ১:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ মিমা!
আজকে ডুব দিব। কাল সুন্দর করে প্রতিউত্তর পাবেন।
০৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @মিথী_মারজান, শুভ সকাল!
আপনার পছন্দের গান তো মাথার উপর দিয়ে গেল...
আপনাকে স্পেসাল থ্যাংকস, প্রিয় কয়েকটি গান বাদ পড়েছিল। আপনার কথায় মনে পড়ল। সেগুলো ৩৬-৪০ নাম্বারে দিলাম।
৯| ০৭ ই মে, ২০১৮ রাত ১:০৬
কাওসার চৌধুরী বলেছেন:
আমার প্রিয় শিল্পী ঈমান চক্রবর্তীর গাওয়া রবীন্দ্র সংগীতগুলো আমার খুব প্রিয়। নিজাম ভাই আপনি যা লেখেছেন এক কথায় অসাধারণ। অনেক নতুন তত্ব জানতে পারলাম। কমেন্টের সাথ লাইক +++ দিলাম।
০৭ ই মে, ২০১৮ রাত ১:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ চৌধুরী!!
কাল কথা হবে.......
১০| ০৭ ই মে, ২০১৮ রাত ১:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনার সুস্হতা কামনা করছি।
আমার প্রিয় কোন রবীন্দ্র সংগীত নেই
০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়!! জ্বর একটু কমেছে কিন্তু মাথাব্যথা আছে।
@"আমার প্রিয় কোন রবীন্দ্র সংগীত নেই""!!!!!"
---সেকি কথা ভাই????
★আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...
★আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি..
★ ও আমার দেশের মাটি, তোমার পরে....
★ বাংলার মাটি,বাংলার জল, বাংলার বায়ু...
এগুলো কি??????
১১| ০৭ ই মে, ২০১৮ রাত ২:১৪
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য অনেক ধন্যবাদ
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।।
১২| ০৭ ই মে, ২০১৮ ভোর ৪:৩৩
কাওসার চৌধুরী বলেছেন: https://youtu.be/StU9Eq2_y2I
"ভালবেসে সখি নিভৃতে যতনে
আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরে"............ জয়তি চক্রবর্তী।
এটি আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্র সংগীত।
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার প্রিয় তো সবগুলোই, তবে আজকে
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
আমি চিনি গো চিনি তোমারে,
ওগো বিদেশিনী,
তুমি থাক সিন্ধুপারে......
১৩| ০৭ ই মে, ২০১৮ ভোর ৫:৩৯
বিদেশে কামলা খাটি বলেছেন: রবীন্দ্রনাথ তো সম্রাট। তাকে সালাম জানাই।
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাঠককে ধন্যবাদ।
রবীন্দ্রনাথ একাই যা করে গিয়েছে, এই শতাব্দীতে সবাই মিলেও সেটা করতে পারছে না।
১৪| ০৭ ই মে, ২০১৮ সকাল ৭:৪৫
ঢাবিয়ান বলেছেন: আমি রবীন্দ্রসঙ্গীত অনুরাগী নই। তবে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাসগুলোতো কালজয়ী। রবীন্দ্রনাথের জীবনীও একটা উপন্যাস।
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!
রবীন্দ্রনাথের উপন্যাস অনেক বড়! পড়তে গিয়ে ধর্য্য হারিয়ে ফেলি। তবে গল্প কবিতাগুলো দারুন।।
১৫| ০৭ ই মে, ২০১৮ সকাল ৮:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: আনন্দ পেলাম যে আপনি সিংহলি জাতীয় সংগীতটি কালেক্ট করলেন। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে।
শুভেচ্ছা নিরন্তর।
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চৌধুরি ভাই!
আপনাকেও ধন্যবাদ।
১৬| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: ভাই আপনার কি হয়েছে? জ্বর?
গানটা শুনলাম। ভেঙ্গে মোর ঘরের চাবি---
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে নুর ভাই!! শুভ সকাল।
জ্বর, সর্দি, মাথাব্যথা। দুদিন আগে পড়ে গিয়েছিলাম, আজ পায়েও ব্যথা।
আপনারা ভাল থাকবেন।
১৭| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩১
তারেক_মাহমুদ বলেছেন: কবি গুরুর প্রতি শ্রদ্ধা ভালবাসা, আপনার লেখার পাশাপাশি শায়মা আপার লেখাটিও পড়লাম, অনেক ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল তারেক ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
১৮| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:০৯
আমিনা আক্তার লিমা বলেছেন: রবিন্দ্রনাথ ঠাকুরের যে কোন সৃষ্টি ই অনবদ্য, ভালো না লাগার কোন সুযোগ ই নেই। তাঁর সকল গানের মধ্য আমার প্রিয় প্রায় সব গান আপনি উপরে উল্লেখ করেছেন। তবে আপাতত খুব বেশি সুনছি বঁধু কোন আলো লাগলো চোখে।
০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!
ঐ গানটা আমারও পছন্দের
এছাড়াও ১৬,১৭,১৮,২০ তো আছেই।
১৯| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:২৩
খালেদা শাম্মী বলেছেন: গানের লিষ্ট ঘুরে বেড়াচ্ছি বারবার। ধন্যবাদ জানাচ্ছি এত ভাল একটা লেখার জন্য।
০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ প্রিয়! আপনি ইদানিং খুব ডুব দিচ্ছেন।
আর ভাল লেখা! যার জন্য লিখলাম তাকেই আজ পাচ্ছি না।
২০| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:১৮
কানিজ রিনা বলেছেন: ছোটবেলা থেকেই রবীন্দ্র সংগীতে বুদ হয়ে
থাকতাম সাথে নজরুলগীতি অনেক প্রিয়।
সাগরসেন, পাপীয়া সরোয়ার, চিন্ময়ের
কন্ঠে রবীন্দ্র সংগীত ছোটকাল থেকে এখন
অব্দি প্রিয়। পিরোজা বেগম শবনম মুশতারী
আরও অনেক শিল্পির নজরুলগীতি প্রানপ্রিয়
গানগুল শুনি। রবীন্দ্রজয়ন্তীতে শ্রদ্ধা রাখলাম।
০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ আপা!!
এ বছর আপনার কোন লেখা নাই! নতুন পোস্ট চাই!!
২১| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৮
বিষাদ সময় বলেছেন: হিন্দি আর ব্যান্ডের গানের স্রোতে রবীন্দ্রনাথ তো প্রায় সলিল সমাধির পথে, সেই সাথে আছে তাঁকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা। এমন সময়ে তাঁর মতো অনন্য প্রতিভাকে স্মরণ করায় আপনার প্রতি কৃতজ্ঞতা।
একমাত্র বোধ হয় উপন্যাস বাদে সাহিত্যের সব শাখাই তাঁর যাদু স্পর্শে সমৃদ্ধ হয়েছে।
রবীন্দ্রনাথের দুচারটে গান বাদে আপনার উল্লেখিত সব গানই ভাল লাগে। তবে কখন কোন গান ভাল লাগবে তা মনে হয় পারিপার্শিক অবস্হা এবং মুডের উপর নির্ভর করে।
যেমন কিছুদিন আগে তাঁর "অমল ধবল পালে ........." গানটি শুনে অভিভূত হয়ে গেলাম।
অমল ধবল পালে লেগেছে
কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী এবং আপনার জন্য শুভেচ্ছা।
০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ পাঠক।
বর্তমান কালের গানগুলো এক সময় তার আবেদন হারাবে, কিন্তু রবীন্দ্র, নজরুল, পল্লীগীতি এসব গান অমর। সময়ের প্রয়োজনে এগুলো নতুন ভাবে আবির্ভূত হবে, তবে সলিল সমাধি ঘটবে না।
২২| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:১১
শামচুল হক বলেছেন: লিষ্টের জন্য ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
২৩| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলার কবি, বাঙ্গালীর কবি,
কবিগুরুর জন্মদিননা বাঙলা হিসেবে
দেখতে চাই। ২৫ শে বৈশাখ তার জন্ম দিন
সেই হিসেবে আজ তাকে অগ্রীম জন্মদিনের শুভেচছা।
আগামীকাল আমাদের লোক রবিঠাকুরকে নিয়ে একটা
পোস্ট দেবার ইচ্ছা রাখি।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ নূরু ভাই!
দিন, আগামীকালই দিন। দুই কবির জন্য অগ্রীম শুভেচ্ছা।
২৪| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৮
ব্লগার_প্রান্ত বলেছেন: আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সুস্থতা কামনা করি।
আমাকে প্রথম পাতায় দেয়া হয়েছে, আপনি নিয়মিত আসেন বলে জানানো হয়নি।
ভালো থাকবেন ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওয়ালাইকুম আস্ সালাম!!
সব খবরই পেয়েছি বৎস!!!!!
অসুস্থতা, আর ব্লগের কতিপয় ভালোমানুষের একমুখি আক্রমনের কারণে; রাগে, দুঃখে, অভিমানে কাউকে(২-১ জন বাদে) মন্তব্য করছি না।।
আহা!!!! শান্তি, শান্তি।
২৫| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০১
কাছের-মানুষ বলেছেন: চমৎকার পোষ্ট।
রবিন্দ্র সংগিতের যেই তালিকা দিয়েছেন, আমার ভাল লাগার বেশ কয়েকটি গান আছে সেখানে।
০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাছের-মানুষকে আন্তরিক ধন্যবাদ।
২৬| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আরে নুর ভাই!! শুভ সকাল।
জ্বর, সর্দি, মাথাব্যথা। দুদিন আগে পড়ে গিয়েছিলাম, আজ পায়েও ব্যথা।
আপনারা ভাল থাকবেন
মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।
শুভ বিকাল।
অসুস্থ হলেই বুঝা যায় শরীর কি জিনিস। শরীরের খুব যত্ন নিবে। প্রতিটা পা হিসাব করে ফেলবেন। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বাসে উঠার সময়, নামার সময়।
০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!
আপনাদের দোয়াতে, এখন অনেকটা সুস্থ আছি।
২৭| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৩
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: রবীন্দ্রনাথ বাঙালির মুখে ভাষা দিয়েছেন ,কন্ঠে গান দিয়েছেন ....
০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত ভাই।
ভাল থাকবেন।
২৮| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৩
তারেক ফাহিম বলেছেন: অাপনার সিলেকশান গানে আমারও অনেকটা ভালো লাগে।
আসলে রবিন্দ্রসংগীত শোনার পর এমনিতে মন ভালো হয়ে যায়।
শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় কবি, লেখক, সাহিত্যিক প্রাবন্ধিককে।
০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই!!
আমাদের পছন্দে মিল আছে, ইহা বুঝিতে হইবেক!
২৯| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন সব গান!
অতুলনীয় সংগ্রহ সম্ভার
অনেক অণেক ভাললাগা
আর আশাকরি ইতোমধ্যে সুস্থ হয়ে গেছেন।
+++++
০৭ ই মে, ২০১৮ রাত ৮:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই! এখন অনেকটা সুস্থ।
আপনার সখির খবর কী????
সখি ভাবনা কাহারে বলে? সখি যাতনা কাহারে বলে?তোমরা যে বলো দিবস-রজনী'ভালোবাসা' 'ভালোবাসা'!!!সখী, ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়??
৩০| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আর ভালো লাগা!!!!!!
রবিঠাকুরের জন্মদিনের যথার্থ উপহার!
০৭ ই মে, ২০১৮ রাত ৮:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হই হই হই.......
আপা আইছে!!
ওরে কে কোথায় আছিস আপার জন্য চেয়ার নিয়ে আয়।
৩১| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
শায়মা বলেছেন: রবিঠাকুরকে নিয়ে আমার আরও কিছু পোস্ট-
রবিঠাকুর- আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে......
আমার প্রিয়তায় রবিঠাকুরের গীতি, নৃত্য ও কাব্যনাট্যের ভালোলাগার কন্যারা
০৭ ই মে, ২০১৮ রাত ৯:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়লুম!!!!
প্রথমটা দারুন---
শেষের টা অন্য গ্রহ দিয়ে গেল
৩২| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:১২
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার পোস্ট।
লিষ্টে আমার ভালো লাগার কিছু গান রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৮ রাত ৮:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কবি ভাই!!
৩৩| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:১৮
মিথী_মারজান বলেছেন: হা হা।
কিছু কিছু জিনিস মাথার উপর দিয়ে যাওয়াই নিরাপদ।
মাথায় ভেতরে জোর করে ঢুকালে জ্যাম লাগার সম্ভাবনা থাকে।
আর মাথায় বাড়ি খেলেতো মাথা ফেটে খেল খতম!:p
নতুন এ্যাড করা গানগুলোও সুন্দর।
০৭ ই মে, ২০১৮ রাত ১০:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
তুমি কেমন করে গান(মন্তব্য ও প্রতিউত্তর) করো হে গুণী,
আমি অবাক হয়ে পড়ি, কেবল পড়ি,
তুমি কেমন করে গান করো হে গুণী.
৩৪| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:৫৩
সুমন কর বলেছেন: ভালো পোস্ট। ২০০৭ সালে গাওয়া শায়মাপু'র গানটি শেয়ার করার জন্য বাড়তি ধন্যবাদ। ভালো গেয়েছেন।
০৭ ই মে, ২০১৮ রাত ১০:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!!
আমার কাছে তার অনেকগুলো গান আছে!!!
৩৫| ০৮ ই মে, ২০১৮ রাত ১২:১২
মনিরা সুলতানা বলেছেন: কবি গুরুর প্রতি শ্রদ্ধা ভালবাসা !!
চমৎকার পোষ্ট !!!!
আপনার লিস্টের প্রায় সব ই প্রিয়!!! সব চাইতে প্রিয়
এই উদাসী হাওয়ার পথে পথে।
০৮ ই মে, ২০১৮ রাত ৯:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ আপা।
আরেকটি গান বাদ পড়েছে,
"মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ্দিগন্তের পানে
নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম...."
৩৬| ০৮ ই মে, ২০১৮ সকাল ৮:৫৬
মৌরি হক দোলা বলেছেন: রবি ঠাকুরের গান আমার সবচেয়ে প্রিয়
প্রভাতী সঙ্গীতে তাঁর গান পেলে তো সেই রকম
০৮ ই মে, ২০১৮ রাত ৯:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে দোলামনি যে! কি খবর?
পাঠকের কি গান পছন্দ???
৩৭| ০৯ ই মে, ২০১৮ সকাল ৯:০১
মৌরি হক দোলা বলেছেন: হুমম.......খুব পছন্দ।
কিন্তু আমি আপনার কোনো মন্তব্যই মুছিনি, ভাইয়া।
০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @আমি আপনার কোনো মন্তব্যই মুছিনি,।
-আই নো ম্যান..
৩৮| ০৯ ই মে, ২০১৮ সকাল ৯:০৪
মৌরি হক দোলা বলেছেন: আমার রবীন্দ্র সংগীত, আধুনিক বাংলা গান বেশি পছন্দ।
আসলে, ডি জে গান ছাড়া বেশিরভাগ গানই খুব ভালো লাগে।
০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গুড।
আমার সবই চলে....
৩৯| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৪
আকতার আর হোসাইন বলেছেন: আবারো আপনার প্রিয় গানের বিশাল তালিকায় আমার কিছু প্রিয় গান না পেয়ে আশাহত হলাম....
আমার কিছু প্রিয় রবীন্দ্রসংগীত...
১। তোর আপনজনে ছাড়বে তা বলে ভাবনা করা চলবে না
২। ভালবাসি ভালবাসি
৩। তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধ না
৪। মেঘ বলেছে যাব যাব
৫। পুরনো সেই দিনের কথা
৬। গ্রাম ছাড়া ঐ রাঙা মাটিত পথ...
৭। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
৮ তোমার অসীমে প্রাণমন ল'য়ে
শেষ দুইটা গান কত প্রিয় তা ভাষায় বলে বুঝাতে পারব না...
০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দুঃখিত আকতার ভাই!
প্রথমেতো অনেক গানই বাদ পড়েছিল। দুদিন ঠিক করলাম, তবুও কিছু বাদ আছে....
যেমনঃ গ্রাম ছাড়া ঐ রাঙা মাটিত পথ...
এটা আমার পছন্দের গান।
তবে,
২। ভালবাসি ভালবাসি(এটা ১৭ নাম্বারে আছে)
৫। পুরনো সেই দিনের কথা(এটা ১ নাম্বারের উপরে কবিতা আকারে আছে)
ভাল থাকবেন।
৪০| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই!
আপনাদের দোয়াতে, এখন অনেকটা সুস্থ আছি।
দেখুন নামাজ পড়ি না। তবু আমার দোয়াতে কাজ হয়েছে।
০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
★ আপনারা খোঁজ-খবর নিচ্ছেন এতে মানসিকভাবে আমি সুস্থ হয়ে গিয়েছি। তবে শরীরটা একটু দুর্বল।।
★ আল্লাহ তাআলা কখন কার দোয়া কবুল করে বোঝা যায়??
৪১| ০৯ ই মে, ২০১৮ রাত ৮:৫৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: রবীন্দ্র সংগীত। মধুরিমা সেন গুপ্ত।
https://youtu.be/TLKtSxBTyfk
০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধুর মিয়া!!!
আপনার গান আপনিই শুনেন! আপনার পেজে কমেন্ট করলে প্রতিউত্তর পাই না???
৪২| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:০২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ঈমানে বললাম অতি উত্তম উত্তর দিয়েছি জনাব। এখুনি ঘুরে আসেন। বঝবেন ঠ্যালা। আরে গানটা একটু শোনেন না প্লীজ।
০৯ ই মে, ২০১৮ রাত ১০:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ,
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা,
মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে....
৪৩| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:০৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আজ যে কোন পোস্ট করলেই ঝাড়ব, আপনার ঝড়ে আমি......... গেছি।
১০ ই মে, ২০১৮ রাত ১০:২৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"যুক্তি না নিলে যুক্তি দাওবলেছেন: আজ যে কোন পোস্ট করলেই ঝাড়ব, আপনার ঝড়ে আমি......... গেছি।"
???????
এমনিই ঝামেলাতে আছি ভাই!
৪৪| ১০ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখন ভাল আছেন নিশ্চয়।
রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাবার মত আর কে আছে ?
১০ ই মে, ২০১৮ রাত ১০:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আলহামদু লিল্লাহ।
রবীন্দ্রনাথ একাই ১০০. তাকে টক্কর দেবার মত কেউ নেই।
৪৫| ১১ ই মে, ২০১৮ রাত ১২:২৯
আকতার আর হোসাইন বলেছেন: প্রিয় নিজাম উদ্দিন ভাই, নতুন একটি পোস্ট করেছি। আপনাকে দাওয়াত দিলাম লেখাটি পড়ার জন্যে।
লিংক: Click This Link
১১ ই মে, ২০১৮ সকাল ১০:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসছি ভাই.....
৪৬| ১১ ই মে, ২০১৮ রাত ১:২০
চাঁদগাজী বলেছেন:
আপনি কি এখন পরবাসে?
১১ ই মে, ২০১৮ সকাল ১০:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ।
ব্যস্ততায় আপনাদের সাথে আড্ডা হচ্ছে না। লগইন করে কাজ করছি, না পড়েও মন্তব্য করতে হচ্ছে
শরীরের প্রতি যত্ন নিন। ব্লগে থাকুন। সময় পেলে লড়াই হবে....
৪৭| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৩৯
মিরোরডডল বলেছেন: এখানে বেশিরভাগ গান আমার প্রিয়
কিন্তু আমার সবচেয়ে প্রিয় গানগুলির মধ্যে একটি এখানে নেই
"দিবস রজনী আমি যেন কার
আশায় আশায় থাকি"
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রবীন্দ্রনাথের ২০০০এর উপর গান আছে। সবগুলা তো আর শোনা হয়নি। আমি শুধু আমার পছন্দের গুলো দিয়েছি।।
আপনার পছন্দের গানটাও সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+