নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[বি. দ্রঃ ঘুড়ি ওড়ানো/উড়ানো জেনারেশন বলতে চন্দ্র/চন্দ/চাঁদ গাজী ও তার গিনিপিগ বাহিনীকে বোঝানো হয়েছে। পরের লাইনগুলো মুছে দিলাম। নিজেদের মধ্যে ঝামেলা করতে নেই ]
কথা কম, এখন ডাইরেক্ট অ্যকশান/আলোচনা,
গতকাল থেকে ব্লগের দুটি হট/আলোচিত টপিক ঘুড়ি(স্যাটেলাইট) ও মাহাথীর সাহেব। টপিক দুটি আলাদা হলেও মিল কিন্তু কম নয়? কারন নাটাই যদি ঠিকমত ঘুরানো না হয়, ঘুড়ি আকাশে উঠবেও না! উড়বে/ঘুরবেও না! তাই এর জন্য দরকার বাপকা বেটা (বাপের টাকা ও একজন দক্ষ পাইলট)। এত প্যাচাল না পেড়ে চলুন দেখে আসি কোন দেশের ঘুড়ির কেমন হাল!!!
দেশভিত্তিক প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহঃ আদি থেকে অদ্য পর্যন্ত নানা কাঠখড় পুড়িয়ে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে, সফল ভাবে ঘুড়ি ওড়াতে পেরেছে হাতেগনা কয়েকটি দেশ!!!
ক্রমিক নং -- দেশ - - - সাল - - - রকেটের নাম -- উপগ্রহের নাম(স্যাটেলাইট)
১। সোভিয়েত ইউনিয়ন, ১৯৫৭, স্পুটনিক, পিএস (রকেট), স্পুটনিক-১
২। যুক্তরাষ্ট্র, ১৯৫৮, জুনো-১, এক্সপ্লোরার-১
৩। ফ্রান্স, ১৯৬৫, ডায়ামান্ট, এস্ট.রিক্স
৪। জাপান, ১৯৭০, ল্যাম্বডা-৪এস (রকেট), ওসুমি
৫। চীন, ১৯৭০, লং মার্চ-১, ডং ফ্যাং হং-১
৬। যুক্তরাজ্য, ১৯৭১, ব্ল্যাক এ্যারোপ্রোসপেরো, এক্স-৩
৭। ভারত, ১৯৮০, স্যাটেলাইট লাঞ্চ ভিহাইকেল (এসএলভি), রোহিণী
৮। ইসরায়েল, ১৯৮৮, শ্যভিত, ওফেক-১
৯। ইরান, ২০০৯, সাফির-২, ওমিড।
(এছাড়া ইউক্রেন, পাকিস্তান ও উত্তর কোরিয়া আইসিবিএম এর পরীক্ষা চালিয়েছে।)
চলেন, লাফালাফি না করে পেছনের ইতিহাসটা জেনে নেইঃ
রাশিয়া(সোভিয়েত ইউনিয়ন)ঃ (৫৭- ৩৩= কত?)
২৫শে নভেম্বর,১৯৩৩ঃ রাশিয়ান গ্রুপ অফ স্টাডি
অফ রিঅ্যাক্টিভ মোশন(GIRD) প্রথম তরল-জ্বালানি রকেট উৎক্ষেপণ করে।।
২১শে আগস্ট,১৯৫৭ঃ প্রথম আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র(আইসিবিএম) চালায়।
মার্কিন যুক্তরাষ্ট্রঃ (৫৮- ৪৫= কত?)
১৯৪৫ সালে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা সফল হয় ১৯৫৮ সালের ৩১ জানুয়ারি।
ভারতঃ (৮০- ৬৫= কত?)
ভারত ঘুড়ির কাজ শুরু হয় ১৯৬৫ সালে, সফলতা লাভ করে ১৯৮০ সালে।
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী যান (এসএলভি-III)-এর প্রকল্প পরিচালক ছিলেন এ. পি. জে. আবদুল কালাম এবং তার পৃষ্ঠপোষক শ্রীমতি ইন্দিরা গান্ধী। বিস্তারিত জানতে হলে আবুল কালাম সাহেবের "উইংস অব ফায়ার" বইটি পড়তে হবে। ভারত নিজস্ব প্রযুক্তিতে তাদের ঘুড়ি ওড়াতে গিয়ে যেই পরিমান আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছিল, ইন্দিরা গান্ধী ছাড়া অন্য কেউ হলে সেটা হয়তো কাটিয়ে উঠতে পারতো না!!!!
ব্লগের অনেকে এখন আমাদের আপা, ম্যাডামের ভেতর ইন্দিরা গান্ধীর ছায়া দেখবেন। কুল ম্যান....
এসব মনে আসা মানে, অরিজিন রাজনীতির দাবায় আমরা সৈন্যই(বোড়ে) আছি, হাতী-ঘোড়া গেল তল, তার উপরে আছে জল। জলের উপর নৌকা ভাসে। মাঝি তার মন্ত্রী, আর নৌকায় বসে মনের সুখে গান গায় রাজা। বোকা রাজা! সাঁতারই জানে না।(এটা একটা ধাঁধা)
আমরা বরাবরই আবেগী জাতী। কিন্তু আবেগ দিয়ে সিনেমা/নাটক হয়, দেশ চলে না!! আমরা দেশকে স্বাধীন করেছি, কিন্তু সামনে আরো অনেক পথ বাঁকি। প্রাপ্তি-অপ্রাপ্তির লিস্ট অনেক লম্বা। দেশগড়ার জন্য, আমাদের রুজভেল্ট মাহাথীর এখনো আসে নি.....
তাহলে এখন করবো কী?? (আমি তো বলব)
জাস্ট ওয়েট অ্যান্ড সি!!!
*** সারমর্মঃ
★ নিজস্ব প্রযুক্তিতে ঘুড়ি ওড়াতে হলে টেকনোলজি, অর্থনীতি ও বিশ্ব রাজনীতিতে সামনের দিকে থাকতে হবে।
★ মাহাথীর হতে হলে ৯২ বছরের বুড়ো হতে হয় না। তার মত আদর্শ থাকতে হয়। (মাহাথীর সাহেব দলের চেয়ে দেশকে বেশী ভালবাসেন। তিনি দেশের প্রয়োজনে দলের বিরুদ্ধে যান। দেশের প্রয়োজনে বিরোধী দলকে সাথে নিয়ে সামনে এগিয়ে যান। কিন্তু আমাদের নেতাগণ....??? থাক, ওসব ভাল মানুষদের(!!!) কথা নাই বা বললাম?)
★ মাহাথীরের রাজনৈতিক দর্শনঃ
"ব্যবসা এবং রাজনীতিতে ফুটপাতের লোক থেকে সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত দেশের জন্য, নিজের জন্য কাজ করবে।"
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।
(শত্রু-মিত্র সবার কাছে মাফ চাই, দোয়াও চাই, হারাধনের ঘুড়িটা যেন ওড়ে!)
১১ ই মে, ২০১৮ রাত ৯:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হেই জুনিয়র?
নো টেনশন ম্যান! চলো পপকর্ন খাই.....
২| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: রাজনীতি যদিও বুঝি কম এবং চায়ের কাপে ঝড় তুলে রাজনীতির রাজা-উজির মারার অভ্যাস নেই তারপরও আপনার পোস্টে লাইক দিলাম। ভালো লাগল বলে।
১১ ই মে, ২০১৮ রাত ৯:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হেই সম্রাট ভাই, ওয়েলকাম।
দেশের স্বার্থে টুকটাক রাজনীতি(নোংরাটা নয়!) বুঝতে হবে। তবে আজকে সবার দোয়া চাই। ঘুড়িটা যেন ভাল মত ওড়ে!!!
৩| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৫০
ওসেল মাহমুদ বলেছেন: আমাদের মাহাথীর আর আব্দুল কালাম নেই কেন ?! আমরা সত্যিই পিছিয়ে আছি !
১১ ই মে, ২০১৮ রাত ৯:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাগতম ভাই,
আমাদের মাহাথীর এখনো আসেনি, আর মাহাথীর আসলে আবুল কালামদের অভাব হবে না। আপনাদের দোয়া চাই...
আমাদের সুদিন ফিরে আসুক।
৪| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৫৮
কুঁড়ের_বাদশা বলেছেন: লেখকের মাথায় কিছু আছে?
না ব্লগে মেয়েদের ব্লগে গিয়ে ঘুর ঘুর করা আর নিজেকে সেলিব্রেটির ভাব ধরা। না আপনি একজন সার্কাসের ক্লাউন। কোনটা ? যদিও আপনাকে নিয়ে আমার বিস্তার সন্দেহে আছে।
বর্তমানে অন্য দেশকে স্যাটেলাইট বাবত ভাড়া দিতে হয় বছরে ৮০ কোটি টাকা। এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারনে আমাদের বছরে ৮০ কোটি টাকা বেঁচে যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ু ১৫ বছর। তাহলে ১৫ বছরে বাঁচবে ১২ শ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে খরচ হচ্ছে ৩ হাজার কোটি টাকা। তাহলে বাকি ১৮শ কোটি টাকা।?
বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষমতা ৪০ ট্রান্সপন্ডার, আমাদের চাহিদা ২০ ট্রান্সপন্ডার। সরকার বলছে উৎক্ষেপিত কৃত্রিম ভূ-উপগ্রহ নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ২০ ট্রান্সপন্ডার বাণিজ্যিক ভাবে ভাড়া দিয়ে মিলিয়ন-মিলিয়ন ডলার আয় করবে।
আমাদের স্যাটেলাইটটি বহন করে নিয়ে যাবে একটি রকেট। অপর দিকে কিছু দিন আগে ভারত এক রকেট দিয়ে একসাথে ১০৪টি স্যাটেলাইট মহাশূন্যে স্থাপন করেছে। ফলে আমাদের ট্রান্সপন্ডারের চেয়ে ভারতের ট্রান্সপন্ডারের ভাড়া হবে অনেক কম। তাহলে বেশি ভাড়ায় আমাদের ট্রান্সপন্ডার কে ভাড়া নিবে?
দ্বিতীয়ত সরকার বলছে,এই স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে বাংলাদেশের সন্মান অনেক উচ্চতায় চলে যাবে। উল্যাখ্য যে, পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ ইথিওপিয়াও নিজেরা স্যাটেলাইট স্থাপন করে অনেক আগে ‘এই উচ্চতায়’ চলে গেছে। বর্তমান সময়ে প্রায় ১৭০০ স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে ঘুরছে। বাংলাদেশের স্যাটেলাইট এখানে শুধু একটা সংখ্যা বাড়াবে। তাহলে ঘুড়ি উড়ানো না তো কী ?
১১ ই মে, ২০১৮ রাত ১০:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকের মত সন্ধি করেন ভাই। দুই ভাই মিলে পরে লড়াই করব। আসেন পপকর্ন খাই...
৫| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১. সবই তো বুঝলাম। কিন্তু আয়ের চেয়ে যদি ব্যয় বেশী হয় সেইটা নিয়ে কী গর্ব করা সাজে?
২. দুই পরিবার মুক্ত দেশ হলে মাহাতির পেতে বেশীদিন সময় লাগবে না...
১১ ই মে, ২০১৮ রাত ১০:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই আপনার দুটি কথাই সত্যি!!!
আমেরিকা চাঁদে গিয়েছিল, সেই লম্বা প্রজেক্টে তারা কিন্তু কোন প্রফিট পায়নি। আমাদের এই ঘুড়ি থেকেও লাভ করা সম্ভব! কিন্তু ছাগলমার্কা নেতাদের জন্য বাস্তবে হয়তো লসই হবে।।
তার পরও স্যাটালাইট উঠুক। আমার দেশ আমার অহংকার...
৬| ১১ ই মে, ২০১৮ রাত ১০:০৪
ঢাবিয়ান বলেছেন: পত্রিকাওলারা বলছে ঘুড়ি উড়ে গেছে। মন্ত্রীরা বলছে আগামীকাল উড়বে।আর আপনি এখন বলছেন ঘুড়ি উড়ানোর সফলতা দেখতে ২০।২৫ বছ অপেক্ষা করতে হবে! পাব্লিকের সাড়ে তিন হাজার কোটী টাকা নিয়ে দেখছি কমেডি নাটক চলছে
১১ ই মে, ২০১৮ রাত ১০:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাই ব্রাদার
ঘুড়ি ওড়ার কথা ছিল, গতকাল আপনাদের হরতালে হয়তো রকেটের সার্কিটও কাজ করা বন্ধ করেছে। আজকে আমরা মাঠে আছি। একটু দোয়া করেন ভাই! গরিব দেশটার এতগুলো টাকা নষ্ট হলে খুব কষ্ট পাব।।
এসব আবুল মার্কা নেতা থাকলে, সম্পুর্ন নিজেদের প্রযুক্তিতে ঘুড়ি ওড়াতে ২০-৩০বছরেও পারবো না।
৭| ১১ ই মে, ২০১৮ রাত ১০:১৭
কুঁড়ের_বাদশা বলেছেন:
আপনি হলেন সামুর নামিদামি ব্লগার, আপনার সাথে কি আমার লড়াই করা শক্তি আছে ।
১১ ই মে, ২০১৮ রাত ১০:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে, তাহলে নো লড়াই।
ভাই ভাই, এইতো চাই
এমনিতেই ব্লগের অনেকে আমাকে দেখতে পারে না রে ভাই!!! আমি একটা আমুদে মানুষ? ব্লগে এসে বিড়াল হয়ে থাকি!
৮| ১১ ই মে, ২০১৮ রাত ১০:১৯
শাহ আজিজ বলেছেন: দেখা যাক । তবে অতিরিক্ত মুল্য দিতে হচ্ছে।
১১ ই মে, ২০১৮ রাত ১০:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কথা সত্য।
সরকারের মাথায় বুদ্ধি থাকলে টাকাটা ওঠানো সম্ভব। অন্যদেশগুলো তো লস করে না।
আপনাদের দোয়া চাই...
৯| ১১ ই মে, ২০১৮ রাত ১০:২০
দিলের্ আড্ডা বলেছেন: আগে দেশ।
১১ ই মে, ২০১৮ রাত ১০:২৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দলের চেয়ে দেশ বড়, এটা আমাদের নেতাদের বুঝতে হবে।।
১০| ১১ ই মে, ২০১৮ রাত ১০:২২
মোস্তফা সোহেল বলেছেন: নিজাম ভাই আমারে চিপস দেন
১১ ই মে, ২০১৮ রাত ১০:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই বয়সে চিপস্??? দাঁড়ান দোকান থেকে আনি??(ট্যাবে সমস্যা)
ততক্ষণ গান শুনুন, নাচ দেখুন Soja Zara( Baahubali 2) ।
১১| ১১ ই মে, ২০১৮ রাত ১০:২৩
তারেক_মাহমুদ বলেছেন: শায়মা আপুর সাথে আপনার অতি ভাব কুড়ের বাদশা ভাইয়ের পছন্দ হচ্ছে না মনে হচ্ছে। হা হা হা।
১১ ই মে, ২০১৮ রাত ১০:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার তো সবার সাথেই ভাব?? দু-এক জন ছাড়া
"সবারে বাসিব ভালো, করিব না আত্মপর ভেদ
সংসারে গড়িব এক নূতন সমাজ,
মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ
সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ।"
১২| ১১ ই মে, ২০১৮ রাত ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আমার কথা কার পকেটে গেল কত টাকা। জিয়া অরফানেজফানেজ ট্রাস্ট এর মত একটা মামলা হবে তার রকেট কৈ যায় বুঝা যাবে। ইথিওপিয়ার পথে হাঁটলে ভিক্ষার থালা হাতে নেয়া লাগবে।৭৪ এর দূর্ভিক্ষ এমনি হয় নাই। মিগ ২৯এর খবর তো বললেন না। টাকা বিদেশি প্রভুদের খুশি করতে পারলেই হলো ।
১১ ই মে, ২০১৮ রাত ১০:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুরুতেই হতাশ না হই ভাই!!!
তবে দেশ ৭৪এর মত অবস্থানে নেই। যদিও সরকারগুলো সুবোধ হলে দেশ আরো এগিয়ে যেত।
বিএস-ওয়ানের খরচ:
শুরুতে বাজেট ধরা হয় ২৯৬৭.৯৫ কোটি টাকা। শেষ পর্যন্ত অবশ্য ২৭৬৫ কোটি টাকায় এ পুরো প্রকল্প বাস্তবায়ন সম্ভব হল। এর মধ্যে ১৩১৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার আর বাকিটা বিদেশি অর্থায়ন।
১৩| ১১ ই মে, ২০১৮ রাত ১০:৩৮
বিষাদ সময় বলেছেন: @ কুঁড়ের বাদশা
ভাই যারা "পারেনি" আর "পাড়েনি" শব্দ দুটোর পর্থক্য বুঝেনা তাদের কোন বক্তব্য শেয়ার না করাই ভাল।
@ মো: নিজাম উদ্দিন মন্ডল
যদিও আমার কাছেও এটিকে একটি রাজনৈতিক উচ্চভিলাষি পরিকণ্পনা মনে হয়েছে। তারপরও এর সর্বাত্মক সফলতা কামনা করি। শুধু উড়লেই হবে না , এর সামগ্রিক সফলতা দেখতে আমাদের মনে হয় প্রায় ৩ মাস অপেক্ষা করতে হবে।
১১ ই মে, ২০১৮ রাত ১০:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @বিষাদ সময়, বিষয়টি আমি লক্ষ করি নি!!!!
আপনাকে ধন্যবাদ ভাই। দেশে ওসব হাজারো ফালতু সাইট আছে। ৭১ নাম দিয়ে সুবিধা নেয়, আবার ভিউয়ার বাড়ানোর জন্য নীচেও নামে।
আপনার মন্তব্য সহমত। মন থেকে দোয়া করি গরিব দেশটার ক্ষতি যেন না হয়।।।
১৪| ১১ ই মে, ২০১৮ রাত ১০:৫২
কুঁড়ের_বাদশা বলেছেন:
@বিষাদ সময়
বাংলাদেশ কি বিচিত্র দেখুন তার চিত্র...
কোন যুদ্ধে এই বেচার শহীদ হয়েছেন ?
এই দেশের মানুষ আপনি এবং আমিও। কারো পক্ষ না নিয়ে, একটু বিবেক দিয়ে চিন্তা করুন না।
১১ ই মে, ২০১৮ রাত ১১:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে বন্ধু কুল!!!
আমরা ইয়াং জেনারেশন, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বুঝেশুনে চলতে হবে।।
চলেন চাঁদগাজীকে টাইট দেই!
১৫| ১১ ই মে, ২০১৮ রাত ১০:৫৯
কলাবাগান১ বলেছেন: অনেকের কাছে রকেট দ্বারা স্যাটেলাইট কে মহাকাশে স্হাপন করা আর বিদ্যুত বিহীন খাম্বা বসানো এক মনে হয়..।
১১ ই মে, ২০১৮ রাত ১১:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাগতম ভাই!! ঐদিকের কি অবস্থা???
যে যাই ভাবুক, সামনে আগাতে হবে। মানছি দেশের হাজারো সমস্যা, একসাথে সব কিছুর সমাধান তো সম্ভব নয়। একটা কিছু দিয়ে শুরুতো করতে হবে?? দোয়া করবেন, গরিব দেশটা যেন সামনে এগিয়ে যায়....
"হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে,
বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে !
কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেনো মিছে
আসল কথা সামনে যাবো রইবো না কেউ পিছে!! "
১৬| ১১ ই মে, ২০১৮ রাত ১১:০৭
কলাবাগান১ বলেছেন: আজ ঝকঝকে আকাশ...নিন্দুকের মুখে ছাই মেরে আজ সাফল্য চাই...আর কতকাল জুজুর ভয়ে দরজা জানালা বন্ধ করে থাকব....দেখব এবার জগত টাকে
১১ ই মে, ২০১৮ রাত ১১:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আবহাওয়ার খবরে খুবই ভাল লাগছে ভাই,
আমাদের অনেক ব্লগার বিরোধীতা করলেও মনে মনে দেশকে ঠিকই ভালবাসে। অনেকে হয়তো অক্ষেপ, ক্ষাভ বা হতাশা থেকে নানা কথা বলে। মাকে কেউ ঘৃনা করতে পারে???
আসলে কি বলব? আজকে আমার খুব খুব আনন্দ হচ্ছে....
১৭| ১১ ই মে, ২০১৮ রাত ১১:১২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
তেল পড়া পানি পড়া পাঠালাম। তেল মেখে, পানি খেয়ে ঘুমিয়ে পড়লে বহুত ফায়দা হবে।
১২ ই মে, ২০১৮ রাত ১২:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে! এসব কী রে??????
আমারে মাইরালা!!!!
গান চলবে?
"ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে,
ও পৃথিবী তোমায় জানাই স্বাগতম এই দিনে।
জয় দেখেছি প্রথম যেদিন, ভয় গিয়েছি ভুলে
জয় দেখেছি একুশ যেদিন এলো মাথা তুলে,
জয় দেখেছি সূর্য ওঠা একাত্তরের দিনে......."
১৮| ১১ ই মে, ২০১৮ রাত ১১:১৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ঘুম না হলে আজ রাত দুটোর পরে ঘুড়ি উড়ানো দেখা দেহের জন্য বহুত উপকার বয়ে আনবে।
১১ ই মে, ২০১৮ রাত ১১:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কবি!!
@"মোস্তফা সোহেল ভাই,
আপনাকে এটা দিকে চাই...
১৯| ১১ ই মে, ২০১৮ রাত ১১:১৮
মাআইপা বলেছেন: পোস্ট ভাল হয়েছে। কিছু জানা হলো।
শুভকামনা রইল
১১ ই মে, ২০১৮ রাত ১১:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
দোয়া চাই
২০| ১১ ই মে, ২০১৮ রাত ১১:২৫
ভুয়া মফিজ বলেছেন: গরীবের ঘোড়া রোগ। লাভ-ক্ষতির হিসাব ভালোভাবে করেই এই পথে হাটা উচিত ছিল!
১১ ই মে, ২০১৮ রাত ১১:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অভিনন্দন টাইগার
ভাই! লাভ-ক্ষতির হিসেব করার সময় এখন নয় (শেষ)। দোয়া করেন দুঃখী মানুষের ঘাম ঝরানো টাকাটা যেন কাজে লাগে।।।
২১| ১১ ই মে, ২০১৮ রাত ১১:২৫
শহীদ আম্মার বলেছেন: আপনার পপকর্ন তো কেউ খায়নাই। আমারে দিয়ে দেন। বসে বসে খাই আর চাঁদ (গাজী) আর ঘুড়ি দেখি। বাইনোকুলার নিয়ে সেই কবে থেকে বসে আছি।
১১ ই মে, ২০১৮ রাত ১১:৩১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আরে ভাই! তা আর বলতে?
ভূট্টার খই, টিপস পানি সব রেড়ি! খাওয়া শুরু করেন। দেখা হলে বাইনো কুলারটা একটু....
২২| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৩২
কাওসার চৌধুরী বলেছেন:
নিজাম ভাই চমৎকার একটা পোস্ট। এই স্যাটেলাইট আমাদের জন্য দরকার ছিল। পৃথিবী তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা পিছিয়ে পড়বো কেন? আজ হোক, কাল হোক স্যাটেলাইট আমাদের লাগতই। অনেকে হয়তো "বঙ্গবন্ধু" নামে এলার্জি খুঁজে পেয়েছেন। এখানে......................... নাম থাকলে হয়তো অনেকে খুশি হতেন। যাক, আমি চাই আজ যাতে স্যাটেলাইটটি আকাশে উড়ে।
দল আর মতের আগে দেশ।
১১ ই মে, ২০১৮ রাত ১১:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই,
আপনার কথা যেন সত্যি হয়। যে যাই বলুক ঘুড়িটা আগে উড়ুক।
অনের উপর আর কত?
নিজের পায়ে দাঁড়ানোর আনন্দ অন্যরকম!!!
২৩| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৪৫
চাঁদগাজী বলেছেন:
ঘুড়ি এটা উড়তে চাহে না, উড়লে কোথায় কি থামবে, কক্ষ খুঁজে পায় কিনা?
১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাজী ভাই? পোস্টের বি. দ্রঃ কি চেন্জ করে দেব???
সেই ভয় আছে বলেই তো, সকাল থেকে আপনাদের মত গুরুজনদের দোয়া চাচ্ছি। তবে সদিচ্ছা থাকলে অনেক কিছুই হয়......
গানঃ
"ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে,
ও পৃথিবী তোমায় জানাই স্বাগতম এই দিনে।
সূর্য নিয়ে উড়ছে সবুজ, অবাক মানুষজন
কে শোনেনি আমার দেশের বাঘের গর্জন,
লাল সবুজের এই পতাকা যাচ্ছে নতুন দিনে......"
২৪| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: মন্ডল ভাই আমার কিন্তু বিষয়টি বেশ লাগছে। মুড়ি থেকে পপকর্ন বা ঘুড়ি থেকে স্যাটেলাইট, বিষয়টি বেশ ইন্টারেশটিং। ওসব অঙ্কের মারপেঁচে না গিয়েও বলবো নিঃসন্দেহে এট একটা জলবিভাজিকা । বাংলাদেশ শ্রীঘ্রই মহাকাশ গবেষণায় মাথা তুলে দাঁড়াবে, এই আশাকরি ।
১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পদাতিক ভাই!
আমার ভারত হওয়ারও অনেক বাঁকি। নিজে থেকে এসব ওড়াতে গেলে অনেক কাঠখড়ের দরকার। ওসব জোগাড় করার মত অবস্থানে দেশ এখনো আসে নি। তবে আমরা আশাবাদী। হয়তো কোন একদিন.....
আপনাদের দোয়াপ্রার্থী। ঘুড়িটা যেন....
২৫| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: একই সঙ্গে একথাও বলবো, ভাড়া বাড়িতে থাকতে মানুষ বাধ্য হয় ঠিকই। কিন্তু বুদ্ধিমান লোক কিন্তু দ্রুত নিজের একটি বাড়ি করে নেয়। কাজেই বিশ্বের পরমানু শক্তিধর দেশগুলিকে অনুসরণ করছে সদ্য পরমাণু পরীক্ষার মধ্যমে কিছু দেশ, সেখানে স্যাটেলাইট উৎক্ষেপন নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ।
অনেক অনেক শুভ কামনা মন্ডল ভাইকে।
১২ ই মে, ২০১৮ রাত ১২:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!
টাইপোঃ আমাদের ভারতের মত হতে(স্যাটেলাইটে) অনেক পথ বাঁকি!! অর্থনীতি, রাজনীতি, টেকনোলজিতে আরো আগাতে হবে....
কবিতাঃ
স্বাধীনতার সুখ
রজনীকান্ত সেন
বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
"কুঁড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।
"বাবুই হাসিয়া কহে, "সন্দেহ কি তায়?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।"
২৬| ১২ ই মে, ২০১৮ রাত ১২:৩২
আকতার আর হোসাইন বলেছেন: সবাই মাহাথির মাহাথি বলে চিল্লাইতাছে। তারা কি ভুলে গেছে বঙ্গবন্ধুকে.... শেখ মুজিব কি মাহাথির চেয়ে কম কিছু ছিলেন... যদি তিনি আরো ক'টি বছর বাঁচতেন তাহলে বাংলাদেশ আরো ৫০! বছর এগিয়ে যেত...
আর
চাঁদগাজী ভাই এবং আপনাদের মধ্যে সুস্থ লড়াই চলুক...
গ্যালারীতে চুপসে বসে খেলা দেখে আনন্দ উপভোগ করি আমরা(আনন্দ উপভোগ - জ্ঞান আহরণ অর্থে ব্যবহার করলাম)
১২ ই মে, ২০১৮ রাত ১২:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজীর অভিজ্ঞতা বেশী, তবে আমাকে বিতর্কে হারানো কষ্টকর।
@"শেখ মুজিব কি মাহাথিরচেয়ে কম কিছু ছিলেন... যদি----- "
--- যদির কথা বলতে পারি না। তবে একজন নেতা সব কাজ করেন না। সেটা আশা করাও ঠিক না। শেখ সাহেব স্বাধীনতা এনেছেন(ওয়াশিংটনের মত) এটাই অনেক। এখন লিংকন, রুজভেল্ট, মাহাথীরদের মত নতুন নেতার প্রয়োজন।।
২৭| ১২ ই মে, ২০১৮ রাত ১:০১
বিষাদ সময় বলেছেন: অনেকে বলছেন এই স্যাটালইটের বাণিজ্যিক সম্ভাবনা খুব কম, স্যাটালাইট ভাড়া নিয়েই তো চলছিল তাহলে আর এ প্রকণ্পের দরকার কি?
ভাড়া বাড়িতে থাকলেও তো চলে, তারপরও কোটি টাকা দিয়ে কেন মানুষ ফ্ল্যাট কিনে? যেখানে কোটি টাকা ব্যাংকে রাখলে যা লাভ পাওয়া যাবে তা দিয়ে ও রকম দুটো ফ্ল্যাটে ভাড়া থাকা যায়।
১২ ই মে, ২০১৮ রাত ১:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যারা ওসব বলছে তাদের কথাতেও যুক্তি আছে। তবে ঠিকমত বুদ্ধি খাটাতে পারলে এখানে লাভ করা সম্ভব।
এখন দেখা যাক, এই গরিবদের কপালে কী জোটে....
২৮| ১২ ই মে, ২০১৮ রাত ১:০২
রুদ্র নাহিদ বলেছেন: ঘুড়ি উড়ানোর দরকার। তবে হয়তো আরো পড়েও উড়ানো যেত। এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ বাকি পড়ে আছে। সামনে নির্বাচিনী বছর। শুধু যেন লোক দেখানোর জন্য ঘুড়ি যেন উড়ানো না হয়। পাবলিক এখন সব খায় না।
১২ ই মে, ২০১৮ রাত ১:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত ভাই।।
তবে সত্যি কথা বলতে কি?? আমাদের সবার আগে দরকার সুস্থ রাজনৈতিক পরিবেশ। আদর্শবান দেশপ্রেমিক নেতা।।
২৯| ১২ ই মে, ২০১৮ রাত ২:৩১
প্রামানিক বলেছেন: অতিরিক্ত মূল্য যায় যাক তবুও স্যাটেলাইট আকাশে যাক।
১২ ই মে, ২০১৮ সকাল ১০:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল ভাই।
আল্লাহ্ তাআলা আপনাদের দোয়া কবুল করুক।।
৩০| ১২ ই মে, ২০১৮ রাত ৩:০৭
অভি চৌধুরী বলেছেন: চাঁদগাজী একজন মানসিক প্রতিবন্ধি পরশ্রীকাতর পতঙ্গ। তাকে নিয়ে ভাবনা লেখা বাদ দিন। এমন ধরনের মানুষ গুলো নোংরামীর কারণে পৃথিবীর সৌন্দর্য্য গুলো আমরা চিহ্নিত করতে পারি সহজে।
অভাব কোন দেশে নেই? আমেরিকাতে কি মানুষ রাস্তার না খেয়ে ঘুমায়না? শত শত। তাই বলে কি তারা প্রযুক্তি পিছিয়ে রেখেছে?
একজন বাংলাদেশি হিসেবি আমি গর্বিত আজ।
১২ ই মে, ২০১৮ সকাল ১১:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত ভাই!
@" তাকে নিয়ে ভাবনা লেখা বাদ দিন।"
---- সেটাই করতে হবে। তাকে বয়সে ভীমরতিতে...
আমি গর্বিত বাঙালী।
জয় বাংলা।।
৩১| ১২ ই মে, ২০১৮ রাত ৩:২৫
কলাবাগান১ বলেছেন: চাদগাজী ভাই স্যাটেলাইট তো ঘুড়ি হল না...ঠিক ই সফল ভাবে উড়ল
১২ ই মে, ২০১৮ সকাল ১১:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসেন ভাই কোলাকুলি করি,
নিন্দুকেরা কয়, এটা কি করে হয়??
নাটাই, সুতা ছাড়া ঘুড়ি কি ওড়ে???
বলি ওরে মূর্খ, এটা মোদের ডিজিটাল ঘুড়ি!
নয় শুধু ওড়া, এর কাজ চারপাশে ঘোরে।।
৩২| ১২ ই মে, ২০১৮ ভোর ৫:৪৩
সনেট কবি বলেছেন: স্যাটেলাইটের জন্য শুভ কামনা।
১২ ই মে, ২০১৮ সকাল ১১:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!
শুরুটাতো ঠিকমতই হল! শেষ পর্যন্ত যেন এমনই হয়....
৩৩| ১২ ই মে, ২০১৮ ভোর ৬:১০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বোঝা গেলো বাংলাদেশ সরকারের টাকা পয়সার মোটেও অভাব নাই - ৩/৪ হাজার কোটি টাকা তো কিছুই নয় (অর্থমন্ত্রী তো আগেই বলেই দিয়েছেন) | ক্ষমতাসীন নেতৃত্ব এবং আমলাদের ভাষ্যে এই স্যাটেলাইটের পিছনে টাকাপয়সা খরচের মূল উদ্দ্যেশ্য হলো এর মাধ্যমে আরো অধিক সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা অর্জন |
খুবই ভালো কথা | এখন যদি সরকার মহোদয় কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন সিটিতে রূপান্তরিত করার জন্য আরো কয়েক হাজার কোটি টাকা খরচ করে অবকাঠামোর (বিমান বন্দর, রানওয়ে, রাস্তাঘাট, সৈকত, ইত্যাদি) উন্নয়ন করে মনোনিবেশ করেন তবে বাংলাদেশের বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি খাতের সম্ভাবনা দেখা যেতে পারে | এর পূর্ব শর্ত হিসাবে কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ, কাস্টম, সিভিল এভিয়েশন সহ সকল পর্যায়ে সৎ এবং দক্ষ কর্মকর্তাদের পোস্টিং দিয়ে পর্যটনের মডেল সিটি হিসাবে গড়ে তোলার আন্তরিকতার প্রদর্শনের সুযোগও কিন্তু এই ধনকুবের সরকারের আছে |
১২ ই মে, ২০১৮ সকাল ১১:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। আচ্ছা? কর্মকর্তাদের মাথায় এসব কি আসে????
সামনে বাজেট হচ্ছে ২.৬লক্ষ কোটি টাকা। যা গরীব দেশের জন্য হাতীর খাবার। তবে মাথামোটা নেতারা ঠিকমত কাজে লাগাতে পারবেনা হয়তো...
৩৪| ১২ ই মে, ২০১৮ ভোর ৬:২৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অভি চৌধুরী বলেছেন: অভাব কোন দেশে নেই? আমেরিকাতে কি মানুষ রাস্তার না খেয়ে ঘুমায়না?
ভাই, আমেরিকার জনসংখ্যার কত শতাংশ রাস্তায় আর বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ না খেয়ে ঘুমায় ? পার্থক্যটা আপনার রঙিন চশমাতে দৃশ্যমান নিশ্চয়ই ?
১২ ই মে, ২০১৮ সকাল ১১:২৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সব কথার এক কথা,
সমস্যা সমাধানের জন্য, সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরী করতে হবে।
৩৫| ১২ ই মে, ২০১৮ সকাল ৭:৩৩
সোহানী বলেছেন: তাড়াতাড়ি পপকর্ণ দেন নতুবা ক্যাচাল শুরু করুম ...........
১২ ই মে, ২০১৮ সকাল ১০:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপা???
আপনিতো দারুন রাজনীতি বোঝেন! সামনের নির্বাচনে....? ভুট্টার খই চলবে???
৩৬| ১২ ই মে, ২০১৮ সকাল ৮:১৯
নতুন নকিব বলেছেন:
স্যাটেলাইট নিয়ে অনেকের খেদোক্তি দেখে আশ্চর্য্য না হয়ে উপায় থাকে না। আরে বাবা, দেশকে এগুতে দাও না! 'পাছে লোকে কিছু বলে', -দলের সদস্য হয়ে থেকে লাভটা কী? বুঝে না বুঝে মুখস্ত সমালোচনায় এবার একটু বিরতি দাও না!
স্যাটেলাইট যুগে বাংলাদেশ! হৃদয়ে প্রশান্তির পরশ অনুভব করছি। স্যাটেলাইটের জন্য শুভকামনা। পোস্টে ধন্যবাদ।
১২ ই মে, ২০১৮ সকাল ১০:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত ভাই!
ছোট একটা দেশ, বিশাল জনসংখ্যা। তারপরও আমরা ভাল আছি। ইশ্! নেতাগুলো যদি আরেকটু সুবোধ হতো.......
৩৭| ১২ ই মে, ২০১৮ সকাল ৮:২২
কলাবাগান১ বলেছেন: "স্যাটেলাইট নিয়ে অনেকের খেদোক্তি দেখে আশ্চর্য্য না হয়ে উপায় থাকে না।"
উনাদের খেদোক্তি টা আসলে স্যাটেলাইট নিয়ে না.....
১২ ই মে, ২০১৮ সকাল ১০:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে ভাই! বাদ দিন ওসব,
দু-চারটা শকুনি থাকা পরিবেশের জন্য ভাল
৩৮| ১২ ই মে, ২০১৮ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে স্পেসএক্সের ফ্যালকন নাইন ব্লক ফাইভ রকেট।
এই ঐতিহাসিক যাত্রার মাধ্যমে বিশ্বের স্যাটেলাইট শক্তিধর দেশের তালিকায় যুক্ত হওয়ার প্রাথমিক ধাপ পার করলো বাংলাদেশ।--
--আমিও সাক্ষী
১২ ই মে, ২০১৮ সকাল ১০:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল নূর ভাই!!!!
মিষ্টি খান....
৩৯| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কথা পরে হবে সবাই আগে মিষ্টি মুখ করেনঃ
৪০| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:০৯
তারেক ফাহিম বলেছেন: মাথা ব্যাথা করছে, ঔষোধ খেয়েও কাম হয়নি।
স্যাটালাাট আর মহাথীর
দেখতে দেখতে এ হাল।
১২ ই মে, ২০১৮ সকাল ১১:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শর্টকাট টেকনিক,
পপকর্ন খান আর গান শোনেন...
Tujh Mein Rab Dikhta Hai।
,
৪১| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মণ্ডল ভাই,
ওর কথা ছাড়েন
আমার সত্যিই বড় দুঃখ হয় তাকে নিয়ে!
কোন কিছুইকি তিনি পজিটিভলি নিতে পারেন না।
যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধ জয় করেছেন, একটা স্বাধীন
পতাকা পেয়েছি। কিন্তু তার মনেবাসনা পূর্ণ হয়নাই
বিধায় তার এত মর্মপীড়া। নিজের দেশ ছেড়ে ভিনদেশে
তৃতীয় শ্রেণির কাতারে থেকে কুৎসা রটাচ্ছেন বাংলাদেশের গর্বিত
অর্জনের। গতকাল টেকনক্যাল কারণে বঙ্গবন্ধু-১ আকাশে উড়তে পারেনাই
বলে উপহাস করে একখান পোস্ট দিলেন। কি কারনে উড়তে পারেনি তার
ব্যাখ্যা জানেন না! অথচ যখন সেটি সফল ভাবে কক্ষপতে পৌছালো তখন শুরু
করলেন অন্য ম্যাওপ্যাও!! আসলে তিনি এক চক্ষুবিশিষ্ট দেবতা নয়তো সয়তান!
এক চক্ষু দোষ গুণ সমানে দেখতে পায়না, হয় ভালোটাই দেখে নয়তা মন্দটা।
হয় তিনি, দেবতা নয়তো সয়তান !! তিনি আসলে কোনটি?
১২ ই মে, ২০১৮ সকাল ১১:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই! আমরা ভালর দলে???
নিন্দুকেরা যা খুশি বলুক, যা করে করুক, আমরা সামনে এগিয়ে যাব। পিপিলিকার পাখনা কাজে আসে না
সাদা মনের মানুষরা ভাল থাকুক।
৪২| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:৩৬
নীল মনি বলেছেন: পোস্ট পড়লাম;কমেন্টগুলো পড়লাম।
মিষ্টি খেতে চাচ্ছি না।চা'য়ের আয়োজন করতে পারেন।
১২ ই মে, ২০১৮ সকাল ১১:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ফির মিলেঙ্গে.......
৪৩| ১২ ই মে, ২০১৮ দুপুর ১২:১৫
শায়মা বলেছেন: বিড়াল ওড়ায় ঘুড়ি ওরে বিড়াল ওড়ায় ঘুড়ি.....
আমি জানতাম না তুমি যে একজন বিড়াল....
যাই হোক বাদশাভাইয়ার রাগ দেখে আমি হাসছি তারেকভাইয়া!!!!!!
১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
এ কে রেএএএ....
গিনিপিগ বাহিনীর সেনাপতি!!!!
সে চন্দ্রাবতী??? নাকি সুলতানা রাজিয়া???
নাকি দস্যু ফুলনদেবী???
পাঠকের কি জানা নেই বাঘ, সিংহ বিড়াল গোত্রীয় প্রাণী???
৪৪| ১২ ই মে, ২০১৮ বিকাল ৩:১১
খালেদা শাম্মী বলেছেন: তথ্যবহুল পোষ্ট। অনেক কিছু জানলামও। আর কিছু নাই বলি!
১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমি কিছু করি নি!!
পাঠকরা ভাল থাকুক।
৪৫| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
রিফাত হোসেন বলেছেন: +
১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নতুন মাহাথীর দরকার।
৪৬| ১২ ই মে, ২০১৮ রাত ৮:৫৫
তারেক_মাহমুদ বলেছেন: যাই হোক বাদশাভাইয়ার রাগ দেখে আমি হাসছি তারেকভাইয়া!!!!!! নিজাম ভাই আর যার সাথেই ভাব জমাবেন জমান শায়মা আপু থেকে দূরে থাকেন, বাদশা ভাই রেগে গেছেন।।
১২ ই মে, ২০১৮ রাত ১০:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
বেচারার আকুতি দেখে আমারও হাসি পাচ্ছে।।
তারেক ভাই,
রাজা-বাদশাকে বলবেন, "সে যদি ব্লগে নিয়মিত হয়, তবে তার কথা বিবেচনা করে দেখব। আর কুঁড়োমি করলে রাজকন্যাসহ রাজ্য হারাবে!"!!!
৪৭| ১২ ই মে, ২০১৮ রাত ৯:১৯
সাদা মনের মানুষ বলেছেন: এক সময় সাবমেরিন ক্যাবলে আমাদের তথ্য পাচার হয়ে যাবে বলে আমরা পিছিয়ে গিয়েছিলাম, আজো আমাদের সেই চিন্তা চেতনাটা ভালোই রয়ে গেছে। +++
১২ ই মে, ২০১৮ রাত ১০:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত ভাই।
দেশের নানা সমস্যা আছে, ওসবের সমাধান করতে হবে। তাই বলে উন্নয়ন থেমে রেখে নয়।
ভাল থাকবেন।।
৪৮| ১২ ই মে, ২০১৮ রাত ১০:১৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: স্বল্প কথায় দারুন পোস্ট। প্লাস দিলাম।
১২ ই মে, ২০১৮ রাত ১০:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!
আল্প কথায় কাজ হইলে......
৪৯| ১২ ই মে, ২০১৮ রাত ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ২৫০ এর উপর আসন পাওয়া একটি দল নির্বাচন ভয় পায়। নির্বাচনে হারলে কি হয়? আমি অবাক হই । পাপ ছাড়েনা বাপকে একটা কথা আছে। একট দ্রোন কিনতে পারিনা আমরা গবেষণার জন্য। আর অপব্যয় করাতে তাদের জুড়ি নাই ।অপরিকল্পিত কাজ করে দেমের অর্থনীতি ধ্বংস করা আরকি ।
১২ ই মে, ২০১৮ রাত ১০:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশে গবেষণাকে গুরুত্ব দেয়া হয় না, এটা সত্য কথা। সামনে বাজেট হবে ২.৬লক্ষ কোটি টাকা! এগুলো ঠিকমত কাজে লাগাতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে।।
কিন্তু ঐ যে, আমাদের দলগুলো ছাগলের পাল! চেনে শুধু?.....
৫০| ১২ ই মে, ২০১৮ রাত ১১:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পোষ্টে ভালোলাগা।
১৩ ই মে, ২০১৮ রাত ১:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!
শুভরাত্রি।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৪২
ব্লগার_প্রান্ত বলেছেন: লাইভে দেখাচ্ছে
go