নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

★★★ বিশ্বকাপ ফুটবল - ২০১৮, আর মাত্র এক মাস!! চলেন, এখন থেকেই নাচন-কুন্দন শুরু করি!!!;)

১৪ ই মে, ২০১৮ রাত ১০:২৮

ছুটে যাই মাঠে, সবাই এক সাথে,
চলো উত্তাল করি গ্যালারী,
সারা দেশ আজ ফুটবল জ্বরে,
উল্লাসে তার জয়গান করি......
আজ ডিফেন্স ভেঙে হবে গোল,
ভালোবাসার ফুটবল.......


এটি এক সময়ের জনপ্রিয় গান। তখন খেলা মানে ফুটবল, আবাহনী আর মোহামেডান!! আহা! সেই দিনগুলি?? ফুটবল আমার পছন্দের খেলা। রোদ, বৃষ্টি, কাদা-পানি যাই হোক, খেলা চলবেই!;) আপনি খেলতে পারেন না? নো প্রবলেম! বলের পেছনে শুধু দৌড়ান, ব্যায়াম করা তো হবে?:D:D জানেন'ই তো দৌড়ের উপর কোন ব্যায়াম নাই।:D এতে পেশী শক্তিশালী হবে, হার্টও সুস্থ থাকবে।।;)

ফিফা বিশ্বকাপের কিছু তথ্যঃ
সংস্থাপিতঃ ১৯৩০
অঞ্চলঃ আন্তর্জাতিক (ফিফা)
দলের সংখ্যাঃ ৩২ (চূড়ান্ত পর্ব), ২১১ (বাছাই পর্বে খেলার যোগ্য।)

২০১৮ ফিফা বিশ্বকাপ (রুশ: Чемпионат мира по футболу 2018), ফিফা বিশ্বকাপের ২১তম আসরঃ
টুর্নামেন্টের বিবরণঃ
স্বাগতিক দেশঃ রাশিয়া
তারিখ সমূহঃ ১৪ জুন - ১৫ জুলাই (৩২ দিন)
দলসমূহঃ ৩২ (৫টি কনফেডারেশন থেকে)
ভেন্যু সমূহঃ ১২ (১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি খেলার সম্পন্ন হবে)
চলুন দেখে নেই কারা নিশ্চিত করেছে রাশিয়ার টিকিটঃ:):):)
গ্রুপ এ, তে যেসব দেশ আছেঃ
১. রাশিয়া*
২. সৌদি আরব
৩. মিশর
৪. উরুগুয়ে**
গ্রুপ বি, তে যেসব দেশ আছেঃ
১. পর্তুগাল*
২. স্পেন
৩. মরক্কো
৪. ইরান**

গ্রুপ সি, তে যেসব দেশ আছেঃ
১. ফ্রান্স**
২. অস্ট্রেলিয়া
৩. পেরু
৪. ডেনমার্ক
গ্রুপ ডি, তে যেসব দেশ আছেঃ
১. আর্জেন্টিনা*
২. আইসল্যান্ড (নতুন)
৩. ক্রোয়েশিয়া
৪. নাইজেরিয়া**

গ্রুপ ই তে আছেঃ
ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া
গ্রুপ এফ তে আছেঃ
জার্মানি, মেক্সিকো*, সুইডেন, দক্ষিণ কোরিয়া*

গ্রুপ জি তে আছেঃ
বেলজিয়াম, পানামা(নতুন), তিউনিশিয়া, ইংল্যান্ড
গ্রুপ এইচ তে আছেঃ
পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান**
রাশিয়া বিশ্বকাপে মুসলিম দেশসমূহঃ (এর আগে যেসব বিশ্বকাপে খেলেছে)
১। সৌদি আরব (১৯৯৪,১৯৯৮,২০০২,২০০৬)
২। ইরান (১৯৭৯,১৯৯৮,২০০৬,২০১৪) [আমার পছন্দের দল]
৩। মিশর (১৯৩৪, ১৯৯০)
৪। তিউনিসিয়া (১৯৭৮, ১৯৯৮, ২০০২, ২০০৬)
৫। মরক্কো (১৯৭০, ১৯৮৬, ১৯৯৪, ১৯৯৮)
৬। নাইজেরিয়া (১৯৯৪, ১৯৯৮, ২০১৪) [এটাও আমার পছন্দের দল]
৭। সেনেগাল (২০০২)

হতভাগাদের কথাঃ (যারা বাদ পড়েছে :()
এবারের আসরে থাকছে না চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি** :(, ২০১৪ ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারী নেদারল্যান্ডস এবং দক্ষিণ আমেরিকান ফুটবল বা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি**। এছাড়া ২০১৮ ফিফা বিশ্বকাপে আরো থাকছে না যুক্তরাষ্ট্র, চেক প্রজাতন্ত্র, ওয়েলস, স্কটল্যান্ড, অস্ট্রিয়া, বসনিয়া-হারজেগোভিনা, আইভরি কোস্ট, ক্যামেরুন ঘানা** ও তুরস্কের মতো দলগুলো।

বাংলাদেশের হাল-হাকিকতঃ
আইসল্যান্ড, সবচেয়ে ছোট দেশ(জনসংখ্যাঃ ৩ লক্ষ ৩০ হাজার!!!) হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছে। অথচ বঙ্গবীরেরা(!!) দিনদিন পানি খুঁজতে নীচে যাচ্ছে!! X(X(

ফিফা র্যাঙ্কিয়ে বঙ্গদেশঃ
২০১১ - ১৫৭তম
২০১২ - ১৬৪তম⇓
২০১৪ - ১৬৫তম⇓
২০১৫ - ১৮২তম⇓
২০১৬ - ১৮৫তম⇓
২০১৭ - ১৯৭তম⇓
২০১৮ - ১৯৭তম (যাক্! এবার তো কেউ আমাদের নীচে নামাতে পারেনি!!।:D:D)

সান্ত্বনামূলক কথাঃ
ঐ চীন, ভারত, পাকি, ইন্দোনেশিয়ার মত দেশগুলো অতগুল পঙ্গপাল থাকা সত্ত্বেও খেলতে পারছে না!! আর, আমরা তো বাচ্চা দেশ?
ও হ্যাঁ! আমাদের তো একটা কুমিরের ছাও(ক্রিকেট) আছে?:P
আবার ফুটবল??
ধূর! ওসব নোংরা খেলা!!:P

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া, বিবিসি বাংলা, ঢাকা টাইমস।।

মন্তব্য ৭২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৮ রাত ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, এবার তো কেউ আমাদের নীচে নামতে পারে নাই। এটাই সবচাইতে আনন্দের।


চিন্তায় আছি- কেউ আবার লাফাইয়া ওঠে- এটাও আমাদের বিরাট সাফল্য (কোনো ইমো নাই)

১৪ ই মে, ২০১৮ রাত ১০:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ২১১ তম হলেও সমস্যা নাই। আবার নতুন করে গোড়া থেকে শুরু করবো!!":D:D

২| ১৪ ই মে, ২০১৮ রাত ১০:৫৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আচ্ছা দুশো বছর পর কি বাংলাদেশ ফিফা বিশ্বকাপ ফুটবলে চান্স পেতে পারে? বিশ্বকাপ জয় পড়ে থাক।!!!!

১৪ ই মে, ২০১৮ রাত ১০:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কইতে পারুম না..... :(:(


আপনি নতুন পুস্ট দিলে বইলেন আমারে।।;)

৩| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১. শেষের ছবিতে যাকে দেখছেন, তিনি বার্সেলোনা তারকা মেসি নন, বরং মেসির মত দেখতে এক ইরানি তরুণ, যার নাম রেজা পারাস্তেশ।

২. (*) দেয়া দেশগুলো আমার পছন্দের দল।

★★ পাঠকরা তাদের পছন্দের দলের নাম বলতে পারেন!!!;)

৪| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:০২

শাহিন-৯৯ বলেছেন: ২১১ তম হলেও সমস্যা নাই। আবার নতুন করে গোড়া থেকে শুরু করবো!! আমি জানি ফিফার সদস্য সংখ্যা ২০৫! জানায় ভুল থাকতে পারে। সালাউদ্দিন কাকু আরও ৫ বছর থাকলে নিচের দিক থেকে সবার উপরে থাকব আমরা ইনশাল্লাহ।

ব্রাজিল পছন্দের দল।

আর্জেন্টিনা আর নাইজেরিয়া প্রায় একই গ্রুপে পড়ে কিভাবে?

১৪ ই মে, ২০১৮ রাত ১১:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন ওসব বড় দলকে সাপোর্ট করা বাদ দিয়েছি।।;)

ফিফার সদস্য সংখ্যা হলো ২১১(14 May 2016),
জিব্রাল্টার এবং কসোভো এ দুটি নতুন দেশকে নিয়ে এখন ফিফার সদস্য সংখ্যা হলো ২১১।

শেষ প্রশ্নের উত্তর জানা নেই...:(

৫| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


আমি দশম শ্রেণী অবধি, স্কুলের জুনিয়র থেকে শুরু করে জোনেও খেলেছি; সাথে সাথে গ্রাম্য টুর্ণামেন্টে খেলেছি; এখন খেলি পিকনিক ইত্যাদিতে

১৪ ই মে, ২০১৮ রাত ১১:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গুড বয়!!!;)

আমিও খেলি, ডিফেন্সে। গোল করতে পারি না, তাই....:(:(

গাজী ভাই! পছন্দের দল কোনটা?????:)

৬| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আমি ভাই স্ট্রাইকার। এবার সেরা খেলোয়াড় হবে নেই মার তুলনা নেই যার। চ‍্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনা আর জার্মানি সমর্থন করবো ২য় ও ৩য় দল হিসেবে। মেসি রোনালদো এমনকি মিশরের আবু সালেহ এদের খেলা দেখবো। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা অন্য রকম।অনন‍্যসাধারণ।

১৪ ই মে, ২০১৮ রাত ১১:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি তেলা মাথায় তেল দেই না। ভাবছি বড় দলকে আর সাপোর্ট করবো না। ;)
আর, নেই মারামারি?
ও লোক আমার দুই চক্ষের বিষ।X(


ও হ্যাঁ, মিশরের গোলরক্ষক এল হাদারি হতে যাচ্ছেন বিশ্বকাপে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার।

৭| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:৩৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কেরু খেয়ে পেরু করলে মনে হয় ভালো হবে এবার।

১৪ ই মে, ২০১৮ রাত ১১:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওই মিয়া!
ওউল-ফাউল কমেন্ট না করে বলেন,
আপনার পছন্দের টিম কোনটি???;)

৮| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:৩৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: গ্রামের টিমের গোলকিপার ছিলাম, গোল খেয়েছি দিতে পারেনি।

১৪ ই মে, ২০১৮ রাত ১১:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্, খেলেছেন এটাই বড় কথা। আমি আবার খেলার সময় খুব মারামারি করতাম।:P


আপনি, গোলকিপার??? :D
তাহলেতো দৌড়া-দৌড়িও ভাগ্যে জোটেনি?
আহারে!

৯| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


পছন্দের দল মোহামেদান ও জার্মান

১৪ ই মে, ২০১৮ রাত ১১:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জার্মানরা তরুন কিন্তু দক্ষ দল।

আমি ফ্রান্স, ইরান, নাইজেরিয়া, জাপান......:P

১০| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:৪৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: যাক পেরুতে যখন সাপোর্ট পেলাম না তাহলে ব্রাজিল জার্মানি দিয়ে পাকড়ানো যাবে আপনাকে।

১৫ ই মে, ২০১৮ রাত ১২:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্রাজিলীয়ানদের কাপ পাওয়ার সম্ভবনা কম, তবে জার্মানরা দারুন খেলছে।।


তবে আমি চাই, এবার নতুন কোন দেশ জিতুক।

১১| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:৪৯

আবু মুছা আল আজাদ বলেছেন: আমরা ক্রিকেটে ভাল করছি বাট ফুটবলে এত .........................

আমার পছন্দের দল জার্মানী

১৫ ই মে, ২০১৮ রাত ১২:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জার্মানরা সব দিক দিয়েই ফেভারিট দল। কনফিডেন্সে ওরা তুঙ্গে। এখন দেখার বিষয় ঠান্ডার দেশে কতটুকু কি করতে পারে। তবে যেই জিতুক খেলাগুলো যেন হাড্ডাহাড্ডি হয়!!!:)


আর দেশের আবস্থা বাদ দিন....:(

১২| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্রাজিল জার্মানি ফ্রান্স এবার ভালো দল। তবে খেলা হবে রাশিয়া তে। ২য় বিশ্বযুদ্ধের কথা মনে পড়লো। রাশিয়ার মিঃ কোল্ড এর কাছে পরাজিত হয় হিটলার বাহিনী। এবার ব্রাজিল ফ্রান্স ফাইনাল হতে পারে।

১৫ ই মে, ২০১৮ রাত ১২:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোল্ড!!!
দারুন পয়েন্ট তো?
ওটা আমার মাথাতেই আসেনি??

খেলা হবে রাশিয়ার,
মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কালিনিনগ্রাদ, নিঝনি নভগোরোদকাজান, সামারা, ভলগোগ্রাদসারানস্ক, সোচি, রোস্তভ-অন-দন, কাজান, ইয়েকাতেরিনবুর্গ ও নিঝনি নভগোরোদায়।

ওখানকার ওয়েদার কেমন দেখতে হবে...

১৩| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:৫৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


যাক এবার মন্ডল একাদশকে একটা গোল দিলাম পেনাল্টি শুটে


১৫ ই মে, ২০১৮ রাত ১২:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্ গোল কিপারও গোল দিতে পারে,;)
শুনে খুশি হলাম।:)

১৪| ১৫ ই মে, ২০১৮ রাত ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: উত্তাল গ্যালারি উত্তাল মাঠ
উত্তাল ধরণীর পথ ঘাট।
মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ
রাশিয়ার বুকে
মাতিয়ে সবাই যেন বরফাবৃত আনন্দলোকে
দৃষ্টি নন্দন ফুটবল ঘরে বাইরে ছড়াবে উত্তাপ
ব্রাজেনটিনা জার্মানি মেসি নেইমার
আরো কতো দ্বৈরথ সবকিছু ছাপিয়ে
ফুটবল ম্যানিয়া গ্রেটেস্ট শো অন আর্থ।
পৃথিবীর বুকে তার তুলনা নেই আর।

এই কবিতা পোস্ট এ দিয়ে দিতে পারেন।
সেলিম আনোয়ার স্পেশাল।

১৫ ই মে, ২০১৮ রাত ১২:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(
আবার কবিতা???
আপনাদের কবিতা দেখলে, আমার জ্বর আসে!!!:P


হ্যাঁ ভাই! আসুন!!""";)
আনোয়ার ভাইয়ের স্পেশাল কবুতর রেসিপি???
একবার খেলে বারবার খেতে চাইবেন?? শেষ হবার আগেই...:P

১৫| ১৫ ই মে, ২০১৮ রাত ১:৪১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পেনাল্টি শুটে ঝাড়িছি। ঐ শুট ১১জনের একজন দিলেই হলো।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :D :D


এক শটে তো গোলবারই ভেঙে......;)

১৬| ১৫ ই মে, ২০১৮ রাত ২:১০

সিসৃক্ষু বলেছেন: ফাটাফাটি লিখেছেন।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি ফাটলো??

কবে? কখন? কোথায় ফেটেছে??;)

১৭| ১৫ ই মে, ২০১৮ রাত ৩:০৪

আবু তালেব শেখ বলেছেন: আমিও ইরানের সাপোর্টার। তবে গত বিশ্বকাপের খেলা দেখে লোক শুধু হেহেহে করেছিল।
মিশর ও সাপোর্টের তালিকায় আছে।
সৌদি আছে কালোতালিকায়

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সৌদিদের কেউই দেখতে পারে না।X(


আমি ইরান, নাইজেরিয়া।

১৮| ১৫ ই মে, ২০১৮ ভোর ৫:৪০

কাওসার চৌধুরী বলেছেন: একমাস আগে খবরটা দিলেন। পাবলিক তো ব্রাজিল-আর্জেন্টিনার কয়েক মাইল লম্বা পতাকা বানানো শুরু করে দেবে। B-)

১৫ ই মে, ২০১৮ ভোর ৬:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাওসার ভাই, আপনি কার সাপোর্টার??

ভীষন ক্লান্ত সকালে কথা হবে.....!:(

১৯| ১৫ ই মে, ২০১৮ সকাল ৭:০৬

কাওসার চৌধুরী বলেছেন: আমি ক্রিকেটে বাংলাদেশ। আর ফুটবলে ল্যাতিন আমেরিকান স্টাইল আমার ভাল লাগে। তবে নির্দিষ্ট কোন দলের সমর্থক নই আমি।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর চয়েস।


রাশিয়াতে যাবার শখ ছিল।।:(
পকেট ফুটা, এখন টিভিই ভরসা।।:;)

২০| ১৫ ই মে, ২০১৮ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইহজনমে আর আমি বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে পারবনা বলে মনে হয় ফুটবলে।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নো টেনশন মাইদুল ভাই!!


নিজের বউ নাইতো কি হয়েছে, অন্যের.....;):P

২১| ১৫ ই মে, ২০১৮ সকাল ৯:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: আমি এবার সেনেগালের সাপোর্টার!!

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেনেগাল???? B:-) :D


২০০২ সালের পর ২০১৮ সালের বিশ্বকাপে জায়গা হলো সেনেগালের। বর্তমান দলে বেশ কয়েকজন তারকা ফুটবলার আছেন যারা রাশিয়ায় ঝলক দেখাতে পারেন। মৌসা সো, পেপে কন্তে, ম্যামে বিরাম ডিউফ, সাদিও মানের মতো তারকারা প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।:P

২২| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: আমি কিন্তু ভাই ছোটবেলা থেকে আর্জেন্টিনা।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কলেজ পর্যন্ত আর্জেন্টিনা ছিলাম। এখন নেই।

ভাল থাকবেন।:)

২৩| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:০৬

ক্স বলেছেন: যেসব দলের জয় চাইবঃ ইরান, দক্ষিণ কোরিয়া, পানামা, মরোক্ক, ব্রাজিল ও ফ্রান্স
আমার ফেভারিট দলঃ ফ্রান্স, জার্মানি, ব্রাজিল
চ্যাম্পিয়ন হোক মনে প্রাণে চাইঃ আর্জেন্টিনা
যাদের খেলা মিস করবনাঃ রোনাল্ডো, ইনিয়েস্তা, নেইমার, মেসি, সালাহ, সুয়ারেজ।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন পর্যবেক্ষণ। :)

আমারঃ ফ্রার্স, ইরান, নাইজেরিয়া।

২৪| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:১৯

ক্স বলেছেন: নাইজেরিয়া ২০০২ এবং ২০১০ এও খেলেছে - আপনার মনে নেই।
অস্ট্রেলিয়াকে এশিয়ান দেশ বানানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি - এটা কোনভাবেই এশিয়ার দেশ নয়।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"অস্ট্রেলিয়াকে এশিয়ান দেশ বানানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি - এটা কোনভাবেই এশিয়ার দেশ নয়।"
--- এটা ভৌগলিক বিষয় নয়!!!
এশিয়াতে টিম সংখ্যা কম হওয়াতে অস্ট্রেলিয়াকে আমাদের সাথে ধরা হয়।
এতে সমস্যা কোথায়????B:-)

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"নাইজেরিয়া ২০০২ এবং ২০১০ এও খেলেছে"

আমি সত্যিই জানি না। :(
তবে পোস্ট দেয়ার আগে আমি টুকটাক পড়াশানা করি :)

নাইজেরিয়ার বিশ্বকাপ ইতিহাসঃ
১৯৯৪ বিশ্বকাপে প্রথমবার নাম লেখায় নাইজেরিয়া। গ্রুপ পর্বেই সবাইকে চমকে দেয় দেশটি। তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের নাম্বার ওয়ান আসন দখল করেনাইজেরিয়া। প্রথম রাউন্ড পার করে নকআউটে কাটা পড়েআফ্রিকার এই দেশটি। সে বছর ইতালির কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেন নাইজেরিয়া। এরপর ৯৮’র বিশ্বকাপেও দুর্দান্ত নাইজেরিয়াকে দেখে বিশ্ব। প্রথম ম্যাচেই স্পেনকে মাটিতে নামায় দেশটি। দ্বিতীয় ম্যাচে বুলগেরিয়াকেহারিয়ে দেয় তারা। শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে আর পেরে উঠেনি নাইজেরিয়া। নকআউট পর্বে ডেনমার্কের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে তারা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে বেশ কষ্ট করেই গ্রুপ পর্ব পার করে নাইজেরিয়া। সে বারও নকআউট পর্ব থেকে বিদায় নেয় দেশটি। ২০১৮ বিশ্বকাপেও ভালোকরার ইচ্ছা নাইজেরিয়ানদের। (কপি-পেষ্ট)

২৫| ১৫ ই মে, ২০১৮ দুপুর ১:১৬

হাঙ্গামা বলেছেন: উরুগুয়ে, পর্তুগাল, পেরু, আর্জেন্টিনা, সার্বিয়া, মেক্সিকো, তিউনিশিয়া, কলম্বিয়া

এই হইতেছে আমার পছন্দের তালিকা :P
ব্যাফুক সোন্দর পোষ্ট :D

১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আফনারে ব্যাফুক ধৈন্যবাদ...:)

পর্তুগাল, মেক্সিকো ভাল করুক।;)
মেসওয়াককে (মেসি) দিয়ে বিশ্বকাপ! সে হবার লয়!!!!:(

২৬| ১৫ ই মে, ২০১৮ দুপুর ১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: এবারে আমার ইতালী নাই :(
তবে ;)
দিল দিল ব্রাজিল :``>>

১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইতালী, চিলি, ঘানা এসব তো আমারও পছন্দের দল।

এবার আছে ফ্রান্স!!!;)
ব্রাজুকাদের টক্কর দিতে আমরা রেডি।।:`>:``>>

২৭| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কলেজ পর্যন্ত আর্জেন্টিনা ছিলাম। এখন নেই।
ভাল থাকবেন ।

আমি আমৃত্যু আর্জেন্টিনা সাপোর্ট করবো।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মেসি বার্সিলোনা তে দারুন খেলে। কিন্তু বিশ্বকাপের ট্রফি ঘরে তোলা তার দ্বারা হয়তো হবে না....:(


অনেকেই ব্রাজিল, আর্জেন্টিনা সাপোর্ট করে(৬০%)..

২৮| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমার পছন্দের দল ব্রাজিল । আর লিস্টে ভারতকে দেখতে পেলাম নাতো।

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্রাজিল!

আমি চাই ওরা যেন হারে..:D

ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতবে;)

২৯| ১৫ ই মে, ২০১৮ রাত ৮:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: আমি আপনার সঙ্গে খেলবো না। বরং আর্জেন্টিনা হারবে।

১৫ ই মে, ২০১৮ রাত ৮:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাইয়ু,

আমি আ. বা. জা. স্পে বিরোধী!!!!
একটা পোস্ট লিখছি...

৩০| ১৫ ই মে, ২০১৮ রাত ৮:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: ইন্টার কলেজ ফুটবল প্রতিযোগিতায় সেবার সাতজনের টিমে শেষ ব্যক্তি পাওয়া যাচ্ছিলনা। আমার একটু উচ্চতা দেখে ক্লাসের এক প্রকৃত ফুটবলার বন্ধু আমাকে দলে চান্স দেয়। প্রত্যেকবার খেলায় গোলপোস্টের অর্ধেক ওদখলে রাখতো আর বাকি অর্ধেক আমি কোনও ক্রমে সামলে দিতাম। প্রত্যেক ম্যাচে আমার দিক দিয়ে লং সটে প্রতিপক্ষ দল গোল দিত। আমার বন্ধু নাসির বাকি ম্যাচে সমতা এনেও দলকে জেতাতো। এসময় প্রথম গোল খাওয়া মানে আমরা জিতবো এমন সংস্কার মনে তৈরী হয়েছিল। অবশেষে আমরা তৃতীয়বর্ষ কলেজ চ্যাম্পিয়ন হই। তবে যেটা গোটা টুর্নামেন্টে আমার শুনতেে হয়েছিল, হাদাগোলকিপার। আজও পুরান কলেজবন্ধু কয়েক জন আমাকে হাদাগোলকিপার বলে ডাকে।

১৫ ই মে, ২০১৮ রাত ৮:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাদাগোলকিপার??? :P

@যুক্তি না নিলে যুক্তি দাও,
ভাই দেখে যান! আপনার মত আরেক গোলবিপার পাওয়া গিয়েছে।।:D

হাদারা ভাল থাকুক।
দেশের মুখ উজ্জ্বল করুক।;)

৩১| ১৫ ই মে, ২০১৮ রাত ৯:০১

মিথী_মারজান বলেছেন: আমিই মনেহয় একমাত্র মানুষ যে শুধুমাত্র জালের ভেতর বল দেখলে গোল ছাড়া ফুটবলের আর কিছুই বুঝিনা।:(
তারপরও না বুঝেই অন্যদের দেখাদেখি মনে মনে ব্রাজিলকেই সাপোর্ট করি সবসময়।

@ মনিরা সুলতানা, চিমটি, মন আপু! সেই সাথে হাই ফাইভ।!:#P

১৫ ই মে, ২০১৮ রাত ৯:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও আমার প্রিয় বন্দুক!(বন্ধু)

দিল দিল ব্রাজিল??
তাদের হারায় যেন ওজিল!!;)


ফুটবল ভাল খেলা! মোবাইল, কার্টুন বাদ দিয়ে বাচ্চাদের পায়ের বল খেলতে দেবেন??

৩২| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৩২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমি পদাতিক ভায়ের মত গোলকিপার ছিলাম না, আমার পোস্টে কোন মশা মাছি ঢুকতে পারত না। আপনি পাঁচটা শুট দেবেন আমি ঠেকাব। আর আমি পাঁচটা শুট দেব ঠেকাবেন আপনি। লাগবে বাজি?

১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি ডিফেন্সিভ পিলিয়ার, যদিও গোল খুব একটা করিনি।

হেহ্....
তোমার মত পুচকের সাথে বাজি?;)
ধরতে আছি রাজি,
সাহস থাকে সামনে এসো
লড়াই হবে আজি!!!X(

৩৩| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৫১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মুষলধারা, মাঠ খেলার অনুপযুক্ত। আজ বাজি নয় যদিও বিড়াল ছানার হুংকারে বীর ডরে না।

১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ক্রিকেটখেলা দেখে কবির ভীমরতি হয়েছে???

সেকি জানে না বৃষ্টি বাদল, তুষার সব আবহাওয়াতেই ফুটবল খেলা হয়!!!


৩৪| ১৭ ই মে, ২০১৮ রাত ১:৪১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



আচ্ছা নেন খেলা শুরু

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একি!!!
রেফারি কি মহিলা???
আমি খেলবো??? না তাকে দেখবো???:P

৩৫| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৯

আকতার আর হোসাইন বলেছেন: ভালো পোস্ট ভাই....

লেখা কপি করে নিলাম...

কোন দল সাপোর্ট করেন জানাবেন ভাই...

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!

একক কোন দল নাই.
তবে ছোট দলগুলোকেই সাপোর্ট করব।
এবারে থাকছে ফ্রান্স, ইরান, নাইজেরিয়া.....;)

৩৬| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:২২

আকতার আর হোসাইন বলেছেন: আমি আর্জেন্টিনার তুখোড় ভক্ত... এইবার মিশর ও আইসল্যান্ড সাপোর্ট করব... ছোট দলগুলো সাপোর্ট করলে আলাদা একটা মজা পাওয়া যায়...

১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার ভাই বড় দলগুলোর মোসাহেবি করতে ভাললাগে না।

পছন্দে আছে নাইজেরিয়া......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.