নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

☝☝☝ সুসজ্জিত ইসরায়েলি সৈন্যের বিপরীতে ঢিল ছোড়া ফিলিস্তিনি!!! মগের মুল্লুকের চলমান কাহিনী-কাব্য.....:(:(X(

১৫ ই মে, ২০১৮ রাত ৯:৩০

ইসরায়েলি সৈন্যদের গুলিতে রক্তাক্ত গাজা! একদিনে নিহত ৫৫+, আহত ২৫০০+...(বিবিসি)
সকালবেল খবরটি পড়ে মেজাজ খারাপ হয়ে গেল। আমি বরাবরই পপকর্ন খাওয়া পাবলিক, সকালে খবর পড়ি না। ওয়েবসাইটে ঢুকলেই নানা রকম দুঃসংবাদ(খুন, ধর্ষন, লুটপাট...)। ওসব পড়ে মন খারাপ হয়ে যায়, শেষে দিনটাই মাটি! যদিও প্রতিদিনই কোথাও না কোথাও দু-একজন মারা যাচ্ছে, ওসব খবর এখন গা সওয়া হয়ে গিয়েছে!!:( কিন্তু আজকের খবরে, কেন জানি বীরের রক্ত(!) উষ্ণ হয়ে উঠল???:P

পেছনের কিছু কথাঃ
করুন ইতিহাসটা সবারই জানা। যার শুরু হয় ১৯১৭ সালের বেলফোর ঘোষণা দিয়ে। সেই ঘোষণার ৩১ বছর পর ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পৃষ্ঠপোষকতায় জবরদস্তিমূলক ভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে আত্মপ্রকাশ করে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। অবৈধভাবে চলতে থাকে ভূমি দখল ও বসতি স্থাপন। নিজ ভূমে পরবাসী হয় হতভাগ্য ফিলিস্তিনীরা।:(
এরপর জায়গা-জমি নিয়ে ওসুর(ইসরাইল) ও ঢাল-তলোয়ার বাহিনীর মধ্যে চারবার ফাইট হয়েছে। ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭ ও ১৯৭৩ সালে। ফলাফল তো জানাই আছে!!:(

চলুন কিছু সার্কাস দেখিঃ
★★★ আন্তর্জাতিক আইনে এসব বসতি কিন্তু অবৈধ!!!(সত্যি!)
★★★ যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেয়া আন্তর্জাতিক আইনের বিরাট লঙ্ঘন!!!(সত্যি!)
★ যারা এই জঘন্য মানবাধিকার লংঘনের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। (জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ বিন রাদ জেইদ আল হুসেইন!!) (অসারের তর্জন গর্জনই সার!)X(

★ এটি ইসরায়েলের জন্য একটি 'গৌরবময়' দিন। (বেনিয়ামিন নেতানিয়াহু) (সৈন্যরা যুদ্ধের প্যাক্টিস করল যে?)X(
★ এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্য শান্তির ব্যাপারে অনেক আশাবাদী?(জুতা মেরে ডিম দান!)X(
★ জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। (ফলাফল কমলালেবু!!):(
বিশ্বের মানচিত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলঃ
২০১৭ সালে, বিশ্বে মুসলিম জনসংখ্যা ১.৮ বিলিয়নের বেশি বা প্রায় ২৪.১%। এর মধ্যে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ৬২%, মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা ও সাব-সাহারান আফ্রিকায় ১৫%, ইউরোপে প্রায় ৩% এবং আমেরিকায় ০.৩%। এক হিসাবে দেখা যায় বিশ্বে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার ১.৮৪%।

পরাজয়ে ডরে নাকো বীর, চলুন দেখি আরেকটি ফাইট করা যায় কিনা???:P
ওআইসিতে ৫৭টি ও আরব লীগের ২২টি দেশ আছে। আমার হিসেব মতে, শুধুমাত্র তুরস্ক ও ইরান মিলে ইসরাইলকে পরাজিত করতে পারে(পরমানু যুদ্ধ বাদে)।

এখন ধরে নেই,
এই বালক বীরকে(শামা আপার মতে):P লড়াইয়ের প্রধান সেনাপতি করা হবে!!!:D! সুতরাং আমি আমার মত করে সবকিছু দেখব...:D

★ তুরস্কঃ
এরা মুসলিম বিশ্বে সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে। যদিও তুরস্ক যুদ্ধে জড়াবে না। (ন্যাটোর সদস্য হওয়ায়):(
★ ইরানঃ
মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজনীতি চলে ইরানে। এরাও যুদ্ধে রাজী হবে না। (পরমানু চুক্তি ও বিভিন্ন নিষেধাজ্ঞা নিয়ে এমনিতেই ঝামেলায় আছে):(
★ সৌদি আরবঃ
ওরা পারলে আম্রিকা, ইসরায়েলের পক্ষ নেবে।। (রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে না?)X(

★ পাকিস্তানঃ
মুসলিম বিশ্বে একমাত্র পারমানবিক শক্তিধর দেশ পাকিরা। কিন্তু তারা নিজেরাই জন্ডিস, ক্যান্সার, এইডসে আক্রান্ত। (পাপের ফল)X(
★ ইরাক, আফগানিস্থান,... ... ... সিরিয়াঃ
ওদের অবস্থা ধ্বজভঙ্গ।:P (যেসব দেশের সেনারা উগ্রপন্থীদেরই দমন করতে পারে না! তাদের না নেয়াই ভাল):(
★ মিশর, নাইজেরিয়া,... .... ...ইয়েমেনঃ
সেইম কেস!!!:(
★ ইন্দোনেশিয়া,... ... মালয়েশিয়াঃ
ওরা ভাল মানুষ। আচ্ছা? ওদের সেনাবাহিনীর কেমন হাল???;)
★ ভারতঃ
মুদি খানার দাদা আমাকে একটা সৈন্যও দেবে না!!!:(

★ বাংলাদেশঃ
এটা একটা গরীব দেশ! নুন আনতে যার পানতা শেষ! আর রোহিঙ্গা নিয়ে আমরা এমনিতেই বিপদের মধ্যে আছি! তার উপর..,
হাসিনা আপার কাছে সৈন্য চাইলে তিনি বলবেন, "ভাই! রাগ করে দল ত্যাগ করেছিস কেন??:( দেশে আয়, তোর খবর আছে!!X( ঐ সালার বিম্পি, জামাত......:P (যদিও বাংলার অফিসারদের দক্ষতা ও সততা নিয়ে আমার সন্দেহ আছে)X(
[বি. দ্রঃ আমি সর্বহারা পার্টি;)]

★ বিভিন্ন উগ্রপন্থীদলঃ (আইএস, বোকো হারাম, আল কায়েদা, তালেবান, হেজবুল্লাহ.........)
ওদের কাছে সেনা চাইলে ওরা বলবে, "ওই ব্যাটা! সকালে তুই নামায পড়েছিস? তোর মুখে দাড়ি কই?? এই কে আছিস! ধর ব্যাটারে....:P" (আজ সত্যিই নামায পড়া হয়নি!!:()

★ বাঁকি রইলাম আমি একাইঃ (বালক বীর!!??;);)
ইয়ে মানে....!
না মানে......??
কাউকেই তো পেলাম না? এখন কি হবে???:(
আমি বন্দুক চলাতে জানি! গুলিকরে বেলুনও ফাটিয়েছি, কিন্তু আজ পর্যন্ত একটা পাখিও মারি নি!!:(
সামনে তো রমজান, ঈদের পর না হয়?..:D
.....
......
ঈদের পরঃ
আরে ভাই! জানেন'ই তো "অসির চেয়ে মসি বড়"!! যদিও এখন লিখতে কলম লাগে না, কিবোর্ডেই কাজ চলে। আর আমি তো কিবোর্ড ছাড়াই চলি!! (ট্যাবে) ;);)


"যুদ্ধ নয় শান্তি চাই। সবাই মিলে বাঁচতে চাই।।:)

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ রাত ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ফিলিস্তিন এ অনেক নির্মম মৃত্যু হলো। ইয়াসির আরাফাত ইহূদী বিয়ে করে ছিলেন। করে মারছিলেন।
মুসলিম বিশ্ব ইউনাইটেড নয়। হলে ইসরাইল কোনো ব্যপার নয়।

১৫ ই মে, ২০১৮ রাত ৯:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়!
আপাত দৃষ্টিতে মুসলিম দেশগুলোর এক হবার সম্ভবনা কম।:( আর ঢিল ছোড়া এই সমস্যার সমাধান নয়। আলাচনা করে কূটনৈতিকভাবে সমাধান এর করতে হবে।

ফিলিস্তিনিরা আগেও ভুল করেছে, এখনো সেই পথে হাঁটছে।।

২| ১৫ ই মে, ২০১৮ রাত ৯:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: এতক্ষণে বুঝলাম আমাদের দলের প্রধান সেনাপতির রনকৌশল। ভাল লাগলো শক্তির একটি ব্যালান্সসিট তৈরীও করেছেন দেখে। তবে যেটা শুনলাম ইহুদী রাষ্ট্রের একটি শাখা খোলার কাজ চলছে। কারন ওদের ওখানে জমির সমস্যা আছে। আর প্যালেস্টাইনকে নিয়ে নুতন করে ঝামেলায় যেতে চাইছে না। এমতাবস্থায় পূর্ব এশিয়ায় মূলত পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে শাখা রাষ্ট্রের জমি দিতে আপনি কট্তা রাজি? খবরে শুনলাম চিটাগাংকে ওদের বেশ মনে ধরেছে।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশের এক ছটাক/কাঠা/শতক জমিও কাউকে দেয়া যাবে না। এমনিতেই রোহিঙ্গা নিয়ে ঝামেলায় আছি। গরীবের দাতা সেজে লাভ নাই।

মধ্যপ্রাচ্য ও কাজাখ, উজ, কিরি, তুর্ক, তাজি (শেষে স্তান যোগ করুন) ওদের দেশে অনেক জায়গা আছে।। তারা সেখানে যাক্।

ইসরাইল যেখানে বসতি গড়েছে, সেটা কখনো ফেরত দেবে না (১০০%)।

৩| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:০৩

অনুতপ্ত হৃদয় বলেছেন: প্রতিটি কথায় বাস্তব সত্য ছিলো …………

যুদ্ধ নয় শান্তি চাই! সবাই মিলে বাচতে চাই!

এই কথাটি এখন হাস্যকর মনে হয়।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ পাঠক।

আসলেই!
কথাগুলো যেন শুধু শ্লোগানের মধ্যেই সীমাবদ্ধ।:(
বাস্তবে তো উল্টোটাই হচ্ছে।।:(

৪| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:০৩

কেএসরথি বলেছেন: চলতেই আছে, চলতেই থাকবে। এত বড় ব্যবসা কোনদিন বন্ধ হবে না। মাঝ দিয়ে অবুঝ বাচ্চাগুলো মারা যাবে।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফিলিস্তিনির নতুন জেনারেশন বঞ্চনা ছাড়া কিছু পায় নি।

নখ দন্তহীন জাতিসংঘ, ওদের জন্য কোন কাজই করতে পারে নি।:(

৫| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:১৪

অর্থনীতিবিদ বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
ভাই, চরম হইছে।
আপনার প্রতিটা কথা সত্যি।
আর ফিলিস্তিনিদের জন্য আমাদের মায়াকান্না করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের সব প্রতিবাদ এখন মোবাইল আর কী বোর্ড কেন্দ্রিক। তারপরও থমকে যাই যখন দেখি ফিলিস্তিনি মুসলমানদের কিভাবে নৃশংসভাবে মেরে ফেলছে। ফিলিস্তিনিরা ঢিল ছুড়লে ইসলাইলী ইহুদিরা মারে বোমা, মর্টার আর ট্যাংক থেকে গুলি। আচ্ছা, ফিলিস্তিনিদের কি বন্দুক টন্দুক নেই?

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইসরায়েলিরা বোলতা, তাদের দিকে ঢিল না ছোড়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু বাস্তবতা হল নতুন জেনারেশন যেই পরিবেশে বড় হচ্ছে, নিজেদের জায়গা-জমি দখল হতে দেখছে ওরা জীবন দিতেও পিছপা হচ্ছে না।।


@"আচ্ছা, ফিলিস্তিনিদের কি বন্দুক টন্দুক নেই?"
-- ফিলিস্তিনিরা যদি একটাও গুলি ছোড়ে! তাদের উপর দশটা বোমা পড়বে। আরব দেশ গুলো কিছুই করতে পারবে না।।

৬| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি আরবদের মতোই বুদ্ধিমান

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি তাহলে যুদ্ধ করতে রাজি????:)

রামদা দিব?
নাকি চাপাতি?
নাকি পেট্রোল বোমা??
নাকি থ্রি নট থ্রি??
বন্দুক চালানো মনে আছে তো???:P

৭| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার পূর্বের মন্তব্যেই বিষয়টি পরিষ্কার তাহলে প্যালেস্টাইন সমস্যা সমাধান কতটা সম্ভব। আজ শ্রদ্ধেয় গাজী সাহেবের এমনই পোষ্টে আমার মন্তব্যের উদ্দেশ্য ছিল আমেরিকা কেন তার পালিত কন্যাকে এত সুনজরে দেখে। সেখানে আমেরিকা কী সত্যই চায় ওখানে শান্তনু আসুক। তাহলে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হয়। যেটা কার্যত অসম্ভব। তার চেয়ে বরং যেকটা প্যালেস্টিনিয়ান রয়েছে তারা যদি এভাবে কামানের সামনে খালি হাতে লড়াই করে তাহলে শান্তিতে বিঘ্ন সৃষ্টিকারী হিসাবে তাদের মেরে দিলে বরং বাকি বিশ্বের সমালোচনায় পড়তে হবেনা। যেটা ইসরায়োল এখনও করছে। কাজেই শান্তি স্থাপনের নামে এ বেসাতি একজন প্যালেস্টিনিয়ান বেঁচে থাকা পর্যন্ত চলতে থাকবে।

আর বাকি আরব দেশগুলির নিয়ে কথা যত কম বলা যায় ততই লঙ্গল।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই!!!:)
আমাদের কিবোর্ড চাপড়ানোই সার!!:(

@"আর বাকি আরব দেশগুলির নিয়ে কথা যত কম বলা যায় ততই মঙ্গল।"
-- সহমত।

বিশ্বে শান্তি নেমে আসুক।।

৮| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:১৩

কাওসার চৌধুরী বলেছেন: পাকি আর সৌদিকে নিয়ে মূল্যায়নটা চমৎকার হয়েছে। আর আমগো স্যাটেলাইট ডিজিটাল দেশকে নিয়েও।

নিজাম ভাই দারুণ একটা লেখা। +++++++

১৫ ই মে, ২০১৮ রাত ১১:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই!!!

কেন যে আপনার ঘুড়ি বিরোধী চন্দ্রপাজীর দলে ভীড়লেন???:(

৯| ১৬ ই মে, ২০১৮ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:


প্যালেষ্টাইন সমস্যা বুঝার চেষ্টা করেন; কেন ইহার সমাধান হচ্ছে না, কারণগুলো দেখেন।

১৬ ই মে, ২০১৮ ভোর ৪:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সমাধান জানি,
কিন্তু উহা কাজে আসিবে না!
তাই ইহা বিশ্লেষণের দায়িত্ব চন্দ্রসাহেবকেই দিলাম।।

লেখক কাল থেকে ফুড়ুৎ, গিনিপিপ বাহিনীরা ভাল থাকুক।।;)

১০| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৩৫

চোরাবালি- বলেছেন: নিজেদের সম্পদ নিজেদের রক্ষা করতে হয়। ট্রাঙ্কের সামনে ঢিল নয় ট্রাঙ্ক থাকতে হয়। যারা ঢিল হাতে উসকানি দেয় তাদের বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা নেয়া দরকার।
মুসলমানেরা ৫ওয়াক্ত নামাজ পরে আর আল্লাহর সাহায্য পার্থনা করে। স্বয়ং হযরত মুঃ সঃ তরয়ারী ধরতে হয়েছিল। আর তিনি তরয়ারী ধরেছিলেন পর্যাপ্ত শক্তি যোগার করে। কিন্তু মুসলিমরা শুধু বাচ্চা ফোটায় বোমা ফুটানোর মুরোদ নেই। ইসলামিক রাষ্ট্র জিন্স প্যান্ট আর ফতুয়ার চলে মেয়েরা------- আর না হয় নাই বলি;
আজ আমাদের দেশে যদি ভারত আক্রমণ করে বা দখল করে একশ্রেণী নিজেদের স্বার্থে ভারতেরই পক্ষ নিবে, পক্ষ নিতে নিতে যখন নিজের উপর পরে যাবে তখন প্রতিবাদি হবে কিন্তু কিছু করার থাকবে না।
ফিলিস্থিনিদেরও একই অবস্থা

১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই!!!
একেবারে কচুকাটা জবাব দিয়েছেন!!;)
১০০% সহমত।

আজকের পরিস্থিতির জন্য ফিলিস্তিনিরাও কম দায়ি নয়!!:(

১১| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: মন্তব্য সহ পুরো পোষ্ট পড়লাম।

১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নুর ভাই?
এতকিছু পড়েও কিছু লিখেন নি?

আপনি কি পড়ে অবাক, হতবাক, নির্বাক হয়ে গেলেন???:P

১২| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

হাঙ্গামা বলেছেন: যুদ্ধ করেই বাঁচতে হবে। যদি ও যুদ্ধ শান্তি আনবে না।।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(

আসলেই,
যুদ্ধ শান্তি আনবে না!!
তবুও যুদ্ধ করেই বাঁচতে হবে!!!!:(

১৩| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে ভায়া সারা দুনিয়ায় মুসলমান কই মিয়া!!!!

নাম তারেক আজিজ হইলেই যে মুসলমান হয়না- আগের ইরাকের মন্ত্রী দেইখা না পাবলিক বুঝল!
সউদ গং আলখেল্লা পড়াই সার! মুসলমানিত্ব কই?
কা্বা শরীফ আকড়ে আছে অর্থনৈতিক কারণে! আবরাহা আসছিল হস্তি বাহিনী নিয়া! তারা আম্রিকিান বাহিনী দিয়া কাবা পাহারা দেয়!
আসলের ঘরে রাজতন্ত্র!

হতাশা! কেবলই হতাশা!
যাক সেনাপতি যখন পাইলাম কিছূটা আশা নিয়া বসলাম!
যাবার সময় ডাক দিয়েন যে!

১৬ ই মে, ২০১৮ রাত ৯:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চাঁছাছোলা জবাব দিয়েছেন ভাই!!;)
সৌদি গংরা খুব বেশীদিন টিকতে পারবে না।


ফিলিস্তিদের সুখের দিন আসার সম্ভবনা কম।।:(

আমি পপকর্ন খাওয়া পাবলিক। যত হম্পিদম্পি ট্যাবে, নিরীহ ব্লগারদের উপর।।:P

১৪| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া তে সৈন্য শুধুমাত্র রিজার্ভ করা তারা কি কাজের জন্য আছে তা হয়তো বা সরকার নিজেও জানে না !!! আর আমরা তো ভিনদেশী, তাদের দেশে কার্যকরী প্রশাসণ হচ্ছে পুলিশ ও নেভি এবং তারা রিফিউজি, বর্ডার ট্রেসপাস আর অবৈধ অনেুপ্রবেশকারী নিয়ে ব্যাস্ত ।

মুসলিম দেশগুরো উগ্রমস্তিস্কের লোক আর উগ্রমস্তিস্ক দিয়ে যুদ্ধ হয়না, আলোচনা ও হয়না, সমোঝোতা ও হয় না ।

ভারত একটি সেলফিস দেশ, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর ভারত টিকে থাকবে এটা ভারতের ধারণা, ভারত সর্ম্পকে এর বেশী কিছু বলার নেই ।

বাংলাদেশে তিনটি মাত্র সমস্য: ১। রাজনৈতিক কলহ, ২। যাতায়াত ব্যাবস্থা জঘণ্য, ৩। খাদ্যদ্রব্য ভেজাল - এই তিনটি থেকে বার হতে পারলে বাংলাদেশে উন্নত দেশের শির্ষ স্থাণীয় কর্তা ব্যাক্তি ছয় মাস পর পর এসে ধর্ণা দেবে । বাংলাদেশ এক যুদ্ধের মাসুল এখোনো দিচ্ছে নতুন করে পরোক্ষ বা প্রত্যেক্ষ ভাবে জড়ানোর প্রয়োজন নাই, তবে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ কে আরেক বার কাঁদাবে এই কান্নার ফল পাওয়া যাবে না, রোহিঙ্গা এক একটা ইয়াবা গাঁজা হেরোইন আর মরণব্যাধী এইড্স এর ফেক্টোরী ।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাহমুদ ভাই?
খুবই সুচিন্তিত মতামত দিয়েছেন। :)

@"বাংলাদেশে তিনটি মাত্র সমস্যা"
--- আমি সবসময় একটা সমস্যা দেখি! সুস্থ রাজনীতির অভাব। বাঁকিগুলোর সমাধান কোন ব্যাপার না।

আজ একা ব্যস্ত থাকবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.