নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

♡♡♡ প্রিয় ব্লগার মলাসইলমুইনা(নাইমুল ইসলাম) ভাই!! মেঘের আড়ালে(কর্ম ব্যস্ততা) ঢেকে পড়া সূর্যের গল্প ••••••••

১৬ ই মে, ২০১৮ রাত ৯:২২


"Thus let me live, unseen, unknown/
Thus unlamented let me die/
Steal from the world and not a stone/
Tell where I lye"
(মলাসইলমুইনা)

নিক নাম "মলাসইলমুইনা"
আপাত দৃষ্টিতে বিদঘুটে একটা নাম হলেও, ঐ নামটার জন্যই উনাকে আমার মনে আছে। তিনি যখন নিক খোলেন, আমি তখনো রেগুলার না। প্রথমদিকে উনার নাম নিয়ে ব্লগারদের মধ্যে একটা কনফিউশান ছিল! তিনি ভাইয়ু?? নাকি আপ্পু?? আমি অবস্য প্রথমেই উনার নামটা ধরে ফেলেছিলাম।:D:D

এখন পোস্ট প্রসঙ্গে আসি,
আমাদের প্রিয় লেখক বেশ কিছু সপ্তাহ ধরে ব্লগে আসছে না(সর্বশেষ মন্তব্য করেছেনঃ ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৩)। ব্লগের কয়েক জন উনার খোঁজও করছেন। যেহেতু উনার সাথে খুব একটা পরিচয় নেই(উনার লেখায় কখনো মন্তব্য করি নি:() তাই ভাবলাম, দেখি তো, লোকটা কেমন? কি লিখে?? কিন্তু তার পেজে গিয়ে হতাশ হলাম!!:(:(
পরিসংখ্যানঃ
পোস্ট করেছি: ০টি :(:(
মন্তব্য করেছি: ২৯৯৮টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৮ মাস ১ সপ্তাহ
অনুসরণ করছি: ১ জন
অনুসরণ করছে: ২২ জন
উনার ব্লগটি ১৭৫৯৩বার দেখা হয়েছে।।

ব্লগ সম্পর্কে মলাসইলমুইনা বলেছেন:
"ওপেন ফোরাম হিসেবেই ব্লগটা চলুক | শুধু নোংরামিটা যেন না হয়। মানুষ স্বভাবতই ডিফেন্সিভ ন্যাচারের | অনবরত হাবিজাবি লিখে কেউ হাততালি পাবে না ব্লগে, আর হাততালিহীন অনন্তকাল ব্লগেও টিকে থাকতে পারবে না | অবেলায় ফোটা ফুল কুড়ি সব ঝরে যাবেই | যারা নতুন তারা এসব দেখে ভালো লিখতে চেষ্টা করবে নইলে জানবে তাদেরও জায়গা ছাড়তেই হবে | এই চেক এন্ড ব্যালান্সের মধ্যে দিয়েই ব্লগে ভালো লেখক/লেখিকা আসবে আর তাদের থেকেই ভালো লেখা পাওয়া যাবে বলেই আমি বিশ্বাস করি | ধন্যবাদ|" (কপি)

লোকে যারে ভাল বলে, সাধু সেই হয়ঃ উনার সম্পর্কে,
★ মনিরা সুলতানা বলেছেন:
"শিকারি বেড়াল গোঁফে চেনা যায়। উনার লেখাই উনাকে এনিনোমাস থাকতে দিলো না , যেমন গোলাপ তার সুগন্ধি লুকাতে পারে না। নিজস্ব যোগ্যতা দিয়েই উনি সম্মান অর্জন করেছেন এবং করে যাবেন বলেই বিশ্বাস ।"
★ জুন বলেছেন:
"ওনার বিভিন্ন মন্তব্যে আমি আগেই বুঝেছিলাম উনি যথেষ্ট ভদ্র বিনয়ী এবং সর্বোপরি একজন পন্ডিত ব্যাক্তি। বিদ্যা বা জ্ঞ্যান তাকে অহংকারী করে তোলেনি ।"
★ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)বলেছেন:
"মলাসইলমুইনা সাহেব একজন উদয়ীমান ও প্রতিশ্রুতিশীল ব্লগার। সামু ব্লগে সে সক্রিয় থেকে জাতির সমস্যা তোলে ধরবেন। ধন্যবাদ।" (ব্লগার কানিজ রিনা আপার স্টাইল);)
★ সম্রাট ইজ বেস্ট বলেছেন:
" মলাসইলমুইনা একজন আদ্যোপান্ত ভদ্র ব্লগার। এমন ব্লগার থাকলে যে কোন ব্লগের সৌন্দর্য হাজারগুণ বেড়ে যায়। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।"
★ উনার বিরহে আমার দুশমন(!!) "অপ্‌সরা" বলেছে:;)
"মুসাল্লাম ভাইয়া!!!!
কই যাও!!!! না না থাকো আর তোমাকে আমরা চিনতেই পারবো না!!! তবুও আমাদেরকে ছেড়ে যেওনা ভাইয়ামনিতা!!!!! "(১০০% সহমত:P)

আমিও(মন্ডল) কিছু বলতে চাইঃ ;)
"লেখক/ব্লগাররা আবার আসুক ফিরে, (শত্রু-মিত্র সবাই:))
ব্লগের এই ছায়া সু-শীতল নীড়ে!:)
হয়তো আগের সেই নিকে,
অথবা নতুন আঙ্গিকে।।:)


বি. দ্রঃ প্রচুর কাজ পড়ে আছে! লেখক নিজেও দু-সপ্তাহ থেকে ডুব দিতে চাচ্ছে। কেন জানি পারছে না?:( :(
★★★ ছবিটা দেয়ার কারণ, ব্লগে কতিপয় ভালমানুষ(!) আমার সাথে শত্রুতা করছে। তারা জেনে রাখুক লেখক লড়াই পছন্দ করে। তবে শত্রু-মিত্র সবাইকেই ভালবাসে। তাই সবার কাছে সন্ধির প্রস্তাব করা হল!!!;)

মন্তব্য ১০২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর

১৬ ই মে, ২০১৮ রাত ৯:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ!



মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ভাই!!
আপনার কোন অনুভূতিই হয় নাই???:(

২| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: মন্ডল ভাইটি আমার আপনারও শত্রু জুটে গেল :(

১৬ ই মে, ২০১৮ রাত ৯:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে জুনি!!


লড়াই করলে তো সমস্যা নাই,
আছি আমি তাগড়া!:P
কিন্তু ঐ ভাল মানুষগুলো(!)
করে শুধু ঝগড়া!!!!:(

৩| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৩৯

জুন বলেছেন: আলেকজান্ডার পোপের বিখ্যাত কবিতাটি দিয়ে অল্পদিনেই প্রিয় হয়ে ওঠা ব্লগার মলাসইল্মুনা কে খুজে ফিরছেন দেখে খুব ভালোলাগলো নিজাম মন্ডল। উনি কই যে হারিয়ে গেলেন । সত্যি ওনাকে মিস করি অনেক আমার প্রতিটি লেখায় এবং তার বিভিন্ন মন্তব্যে । ফিরে আসুন মলাসইলমুনা আর ব্লগটাকে আলোকিত করুন নিজের দেদীপ্যমান শিখায় ।

১৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ, মে/জুন/জুলাই আপা!!;)


আমি লেখা পড়বো বলে বড় আশা করে উনার পেজে গেলাম, দেখি একটাও নাই??B:-)
উনি অন্তত লেখাগুলো রাখতে পারতেন??:(

৪| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো! বিষয়টিতো নজরেই পড়ে নাই!

কি করি! কি করি !
ধন্যবাদ নজরে আনায়!
একই আহবান ফিরে আসুন নাইমুল ইসলাম ভায়া (উনার আইিডির রিভার্স পড়লে পাওয়া যায় ;) )


১৬ ই মে, ২০১৮ রাত ১০:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।:)
ঐ বিষয়টি অনেকেই ধরতে পারে নি!!;)


প্রিয় মানুষগুলো ফিরে আসুক।।

৫| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৭

কুঁড়ের_বাদশা বলেছেন: মলাসইলমুইনা ভাইয়ের খবর সামু ব্লগের বিখ্যাত লেখিকা ওমেরা আফা ভাল দিতে পারবেন। ;) মলাসইলমুইনা ভাইডার জন্য প্ররাণ কান্দে :( :(

১৬ ই মে, ২০১৮ রাত ১০:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একি???
আমি ঠিক দেখছি তো????
কুঁড়ের_বাদশা আবার কমেন্টস ও করে???B:-)



আমার হাঁড়ির খবর কিছু পেয়েছেন নাকি???:P

৬| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


উনি ব্লগে নেই!
মনে আছে, উনি ব্লগার ওমেরা'র পোষ্টে কমেন্ট করতেন, ওমেরা আছেন তো?

১৬ ই মে, ২০১৮ রাত ১০:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না! নাইমুল ভাই নেই! উনার কোন লেখাও নেই।।:(
অনিয়মিত হলেও ওমেরা আছে।।


সবচেয়ে বড় কথা,
আমাদের কমিউনিটির বন্ধনটা আরো মজবুত করতে হবে।।

৭| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ মন্ডল ভাই। এমন একজন মানুষকে আজ আপনি মনে করালেন, অসম্ভব ভালো কমেন্ট করতেন। ওনার উজ্জ্বল উপস্থিতি আমাদের কাম্য। কেন যে এই সব গুনি মানুষেরা আত্মগোপন করে আছেন। আমার আর একজন প্রিয় ব্লগার ভ্রমরের ডানাকে এপ্রসঙ্গে মনে পড়ছে। ঠিক তিন বছর পূর্ণ হতেই ব্লগে একটি পোষ্ট দিয়ে আর এ পথে আসছেন না। আমরা ওনাদের প্রচন্ড মিস করি।

অনেক শুভ কামনা প্রিয় মন্ডল ভাইকে।

১৬ ই মে, ২০১৮ রাত ১০:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই!!

আসা যাওয়াটা নিয়তির একটা অংশ।
একদল যাবে, নতুনরা এসে বড়দের স্থান পুরন করবে। তারপরও প্রিয় মানুষদের মনে পড়বে!! তাদের স্মৃতি নিয়ে চলতে হবে।।
আবেগী মনটা বারবার পিছে পড়ে রইবে......:(

৮| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:১১

কুঁড়ের_বাদশা বলেছেন: আমার হাঁড়ির খবর কিছু পেয়েছেন নাকি???

মলাসইলমুইনা আপনি নাকি ? আপনাকে একটু সন্দেহ সন্দেহ লাগে । ব্লগে কে যে কোথায় ঘাপটি মেরে থাকে ! ;)

মলাসইলমুইনা ভাইয়া এই ব্লগে ওমেরাকে বিখ্যাত লেখিকা বানিয়ে বিদায় নিয়েছে।

আমার কথা বিশ্বাস না হলে ওমেরার আফার ব্লগের মন্তব্য গুলো ভালো করে পড়ুন গিয়ে,

যেমনটা আমার নানা চাঁদগাজী বলেছেন । =p~

চাঁদগাজী বলেছেন:


উনি ব্লগে নেই!
মনে আছে, উনি ব্লগার ওমেরা'র পোষ্টে কমেন্ট করতেন, ওমেরা আছেন তো?

১৬ ই মে, ২০১৮ রাত ১০:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওটাতো জানতাম না!!!!B:-)

@"মলাসইলমুইনা আপনি নাকি ?"
-- এত লোক থাকতে আমাকে সন্দেহ করার কারন কি হে??? X(

আগে আমি অন্য নামে ছিলাম। এখনো ব্লগে দুটি নিক আছে। অন্যটি অনেকেই চেনে। যদিও ওটা বন্ধ রেখেছি।
আমি ভাল মানুষ।।

আপনিও আবার ফুড়ুৎ কইরেন না।;)
কি জানি??
একদিন না কুড়েকে নিয়ে লিখতে হয়!!!:P

৯| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:১৮

উম্মে সায়মা বলেছেন: আসলেই! আমি মাঝে বেশ কয়দিন ব্লগে অনুপস্থিত ছিলাম। পরে এসে দেখি উনি নেই। সব লেখাও সরিয়ে ফেলেছেন! কারো সাথে মনে হয় কোন ঝামেলা হয়েছে! আমি ঠিক জানিনা। মান অভিমান ভুলে আবার ফিরে আসুক সেই কামনায়.....

১৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মান-অভিমান জীবনের একটা অংশ। আর ব্লগে সব ধরনের লোকই থাকবে। আমরা আমাদের মত থাকব। আমরা তো ইনকাম করতে ব্লগে আসি না। সবাই মিলে একসাথে থাকবো, আমাদের কমিউনিটির মধ্যে একতা থাকবে...

আপনিও নিয়মিত হবার চেষ্টা করুন।:)

১০| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনি ও আরো দু'চারজন "ব্লগে নোংরামী ইত্যাদি যেন না থাকে", এই ধরণের কথা বলে থাকেন; ব্লগে কোথায় কিসের নোংরামী আপনারা দেখেন? নাকি কিছু একটা বলতে হয়, তাই বলেন?

১৬ ই মে, ২০১৮ রাত ১০:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়!!!


মন্তব্যটি ঠিক জায়গায় এসেছে তো??;)
প্রশ্নটা কি আসলেই আমার জন্য???:(

১১| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:২২

ভুয়া মফিজ বলেছেন: নতুনরা স্থায়ী হোক, পুরাতনরা ফিরে আসুক! ব্লগ আরো জমজমাট হোক!!

১৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"ভুয়া মফিজবলেছেন: নতুনরা স্থায়ী হোক, পুরাতনরা ফিরে আসুক!"

সহমত।
আপনার মুখে ফুল, চন্দন পড়ুক।;)

১২| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:২৫

পবন সরকার বলেছেন: প্রথম দিকে কোন এক ব্লগার তাকে নাইমুল ইসলাম বললেও উনি স্বীকার যান নি।

১৬ ই মে, ২০১৮ রাত ১০:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উনিতো স্বীকার করবেনই না। কিন্তু কথা সত্যি!!;)

সম্ভবত, উনি PHD করছেন।

১৩| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:২৮

সোহানী বলেছেন: আরে তাই নাকি.......... আবার কেউ একজন চলে গেল। আমি বুঝি না, এতো অল্পতে হতাশ কেন সবাই। ব্লগতো কারো একার সম্পত্তি নয়, সেখানে মান অভিমান কেন থাকবে??? আমার লিখা আমি লিখবো, এটা মুক্ত প্লাটফর্ম। কারো ভালো লাগলে পড়বে, ভালো না লাগলে পড়বে না।রুচিতে কুলালে গালি দিবে না কুলাণে ভদ্য ভাষায় প্রত্যাখান করবে। সেখানে রাগ অভিমানের সুযোগ কোথায়???

প্লিজ ফিরে আসুন নাইমুল ভাই, প্রিয় মলাসইলমুইনা।

১৬ ই মে, ২০১৮ রাত ১০:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার কথায় সহমত, আপা!:)


আমি চাই সবাই মিলে একসাথে থাকতে। ভাল লোকে ভীড়ে দু-একটা দুষ্টলোক তো থাকবেই! ওরা কি কমিউনিটির বাইরে??

আপনার চাওয়া কবুল হোক।।

১৪| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৫

আহমেদ জী এস বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ,





একজন নিপাট ভদ্রলোক । তাঁর অভাবটাও তেমনি নিপাট, খাদবিহীন ।
তিনি যেখানেই থাকুন , ভালো থাকুন । ইচ্ছে হলে উনি একবার উঁকি দিয়ে দেখে যেতে পারেন, আমরা কেমন আছি ব্লগে !

আর আপনাকে ধন্যবাদ, তাঁর অভাবটাকে এমন করে তুলে আনাতে ।

১৬ ই মে, ২০১৮ রাত ১০:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়!!:)


আপনার সাথে একমত। ব্যস্ততা কম থাকলে উনি আবার আসতে পারেন!!!;)

১৫| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আপনি কোট করেছেন, বলেছেন ব্লগার মলাসইলমুইনা (আপনার এই পোষ্টে, ব্লগার মলাসইলমুইনা'র পরিসংখ্যন'এর পরেই কোটেশন)। ব্লগে "নোংরামী আছে, এই আছে, সেই আছে" যারা বলেন, তারা নন্দলাল ধরণের ব্লগার।

মনে হয়, উনি ব্লগে তাবলীগ জামাত নিয়ে এসেছিলেন, উনার তাবলীগ শেষ হয়েছে সফলভাবে।

১৬ ই মে, ২০১৮ রাত ১০:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক আছে শ্রদ্ধেয়!!!;)



ভাল মানুষদের বড্ড প্রয়োজন। তবে ব্লগে খারাপ মানুষ খুব বেশী নেই। এখন ভালোরা যদি তাদেরকে ডিফেন্স করতে না পারে তবে তো সমস্যা??:(

১৬| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৫৭

অনুতপ্ত হৃদয় বলেছেন: ব্লগে নতুন, পরিচিত হতে এসেছি পরিচিত হবো ইনশাআল্লাহ

১৬ ই মে, ২০১৮ রাত ১১:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকে স্বাগতম।:)

এই ব্লগটা আমাদের সব বাঙালীর মিলনমেলা।
আশা করি এখানে আপনাকে নিয়মিত পাব??;)

১৭| ১৬ ই মে, ২০১৮ রাত ১১:৪৭

কাওসার চৌধুরী বলেছেন: মন্ডল ভাই চমৎকার পোস্ট। আমিও চাই ভাল লেখকরা ফিরে আসুন। এতে ব্লগের মান বাড়বে, পাঠকও বাড়বে।

বিঃদ্রঃ......... প্রিয় মন্ডল ভাই, একাই দশজন ব্লগারের সমান। উনার রুহের মাগফেরাত কামনা করছি। B-)

১৭ ই মে, ২০১৮ রাত ১২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার চাওয়া পুরন হোক।।


@"বিঃদ্রঃ......... প্রিয় মন্ডল ভাই, একাই দশজন ব্লগারের সমান:P। উনার রুহের...."X(
- - কথাটি আংশিক সত্য!!;)
* লেখক হিসেবে আমি পুরাই ফাউল!!!
* তবে পাঠক, মন্তব্যকারী, আড্ডাবাজ ও সমালোচক হিসেবে খারাপ নই?:P

১৮| ১৬ ই মে, ২০১৮ রাত ১১:৪৯

কুঁড়ের_বাদশা বলেছেন: আমি ওয়দা করিতেছি যে,সামুতে বিনা-পয়সায় সর্বদা লেখালেখি করিবার চেষ্টা করিব।
এবং সেই সাথে সামুর সকল বিধি-বিধান মানিয়া চলিব।
সামুতে যেমন প্রকার লেখক হোক না,কেন।
আমি সর্বদা সকলের লেখা পড়িবার চেষ্টা করিব।
অহেতুক, আমি কোন অখাদ্য,কু-খাদ্য লেখাতে গিয়া তৈল-জল মারিব না।
আর কোন অকবিদের কবি নামে ডাকিব না।
প্রেম করিয়া ছেঁকা খেয়েছি ফেসবুকে, আর কবি হইয়াছি ব্লগে এসে।
এ মনোভাবে কখনো ব্লগিং করিব না,
কোন নারী ব্লগারদের সাথে সখ্যতা গড়িয়া তুলিব না,
এবং তাহাদের ব্লগে অপ্রয়োজনীয় মন্তব্য করিব না.


দার্শনিক কুঁড়ের বাদশা সামু থেকে হারাবে না। =p~

১৬ ই মে, ২০১৮ রাত ১১:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার মত বন্ধু পেলে আমাকে আর ঠেকায় কে??;)

তবে আপনার ওয়াদা মানতে পারবো না।।:P(কবিতা এমনিতেই পারি না)
তবে আপ্পাদের ছাড়া আমি থাকতে পারবো না।:P আপনিও আমার লাইনে চলতে পারেন।।


পুনশ্চঃ ওয়াদা ভাঙলেও সমস্যা নাই, ব্লগে থাকেন...;)

১৯| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: ব্লগার মলাসইলমুইনা (নাইমুল ইসলাম), এটা কি সত্য !!!

উনি নেই সেটা বুঝতে পেরেছিলাম। ফিরে আসুক.....

১৭ ই মে, ২০১৮ রাত ১২:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই ১০০%সত্য কিনা জানি না!!!:(


তবে,
আমার তরফ থেকে আমি নিশ্চিত এবং শিওর, এটাই হবে!!";)

ব্লগাররা ফিরে আসুক!!!:)

২০| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি আমার সর্বশেষ পোস্টে এ ব্যাপারে লিখেছিলাম। কমপক্ষে দুইজন অভিমান করে চলে গেছেন।

১৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাট ভাই!

ব্লগে একসাথে চলতে গেলে মতবিরোধ হতেই পারে! এছাড়া অনেক সময় দু-চার কথা হয়েই যায়। তাই বলে অভিমান করে চলে যাবে! এটা শুনলে খুব লাগে।:(:(

বিলির কথা আমি জানি। কাজটা তার ঠিক হয়নি।!!:(
ভাল থাকবেন।

২১| ১৭ ই মে, ২০১৮ রাত ১:২১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


# এত রাত্রি জেগে কি করছেন? ব্লগারদের নিয়ে চিন্তা? না গান শুনছেন? আগামীকাল রকেট, ট্যাংক, গ্রেনেড, কামান ভারি অস্ত্র সস্ত্র নিয়ে পোস্ট দিবেন।
# রিপ্লাই দিতে দিতে ক্লান্ত তাই এক কাপ কফি দিলাম।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওমা!
সকাল সকাল কফিইইই!!!
কিন্তু, ওটাতো ঠান্ডা হয়ে গিয়েছে? :(
আইডিয়া!!!!:)
ওভেনে গরম করে নেই।;)

২২| ১৭ ই মে, ২০১৮ রাত ১:৪০

মনিরা সুলতানা বলেছেন: মলাসইলমুইনাভাইয়া কে অনেক মিস করি;অতটা দরদ আর সম্মান দিয়ে সবাইকে মন্তব্য করতেন যে নিজেকে বেশ নিজেকেই অনন্য মনে হত।সত্যিকার অর্থে অনন্য উনি নিজে,উনার লেখায় উনার মন্তব্য উনি উনার মত সেরা।
কোনকিছু বুঝে উঠার আগেই হুট করে একদিন দেখি উনার লেখা সব ড্রাফট করা :(

আশা করছি ভাইয়া আমাদের কে অবশ্যই অফলাইনে দেখছেন,আবার আমাদের মাঝে আনন্দময় ব্লগিং নিয়ে ফিরে আসবেন।
ও হ্যাঁ যখন ফিরবেন আমার যে লেখা'য় আপনার মন্তব্য মিস হয়েছে সব গুলোতে চমৎকার সব মন্তব্য চাই কিন্তু :``>>

ধন্যবাদ মন্ডল সাহেব আপনার সহজাত আনন্দময় ব্লগিং এ ব্লগে আনন্দ বিতরণের জন্য আর এই চমৎকার পোষ্ট এর জন্য।
পরের পোষ্ট হোক খোঁজ দ্যা সার্চ ফর এম আলী ভাই আর ভ্রমরের ডানা।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপা?
আপনার আকুতি পুরন হোক..:)

@"পরের পোষ্ট হোক খোঁজ দ্যা সার্চ ফর এম আলী ভাই আর ভ্রমরের ডানা।"
-- ডঃ এম আলী লাস্ট মন্তব্যটা আমাকে করেছেন।:) উনি মনেহয় ব্যস্ত আছেন!!!:( বেশী দেরী করলে নাহয়....;)

আর ভ্রমরের পাখনা,
২৩.১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:২৪, তারিখে শেষ মন্তব্য করেছেন। তার লাস্ট পোস্টঃ ২০ শে মার্চ, ২০১৮ রাত ২:৫০ তারিখে দেয়া। উনি অনিয়মিত। তবে তাকে নিয়ে সম্রাট ভাই একটা পোস্ট দিয়েছিল।।:)

২৩| ১৭ ই মে, ২০১৮ রাত ১:৫৮

অর্থনীতিবিদ বলেছেন: কোথায় তিনি এখন? অনেকদিন দেখিনা।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উনি সম্ভবত USA.
PHD করছেন, কিংবা করেছেন।

,

২৪| ১৭ ই মে, ২০১৮ ভোর ৬:০০

কাওসার চৌধুরী বলেছেন: কথাটি আংশিক সত্য!!;)
* লেখক হিসেবে আমি পুরাই ফাউল!!!
* তবে পাঠক, মন্তব্যকারী, আড্ডাবাজ ও সমালোচক হিসেবে খারাপ নই?:P

মানতে পারলাম না। আমি লেখক হিসাবেও আপনাকে A+ দেই।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল কাওসার ভাই!

@"আমি লেখক হিসাবেও আপনাকে A+ দেই"
-- এটা আপনার মহানুভবতা? নাকি স্বজনপ্রীতি?? :P


আমি লেখক হবার জন্য/ হিট খাবার জন্য ব্লগে আসি না। আপনাদের সাথে আড্ডা দিতে ভাললাগে, তাই....:)

২৫| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: একজন ব্লগারের জন্য আরেকজন ব্লগারের ভালোবাসা দেখলে- খুব ভালো লাগে।
সবার জন্য সবার ভালোবাসা উদভাসিত হোক।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার কথা সত্যি হোক।।


সবারে বাসিব ভালো,
করিব না আত্মপর ভেদ
সংসারে গড়িব এক নূতন সমাজ...:)

২৬| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪১

সাদা মনের মানুষ বলেছেন: লেখায় লড়াই হোক সবাইকে ভালোবেসে........শুভেচ্ছা জানবেন মন্ডল ভাই।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লড়াই হোক সবাই মিলে।
লড়াই হোক ভালর জন্য।।

আপনার সাথে ছবি তোলা নিয়ে লড়াই করব ভাবছিলাম। কিন্তু ঢাল, তলোয়ার নাই।(ক্যামেরা -12X, পক্ষির ছবি তুলতে পারি না):(

আমি সাদা মনের মানুষদের দলে।:)

২৭| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভেবে ছিলাম ওনি আরও দেরি করলে ওনাকে নিয়ে পোস্ট দিব।

কেউ একজন আমার লেখায় মন্তব্য করেছিল মলাসইলমুইনা ভাইয়ার ব্লগ বাড়ি শূণ্য করে ফেলেছেন। আমি ওনার এখানে গিয়ে দেখলাম ঘটনা সত্যি।

যাক আপনি আমার কাজটা করে ফেলেছেন। ওনি ফিরে আসুক এই কামনা করি।

আর আপনার জন্য শুভকামনা।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল মাইদুল ভাই!
@"মলাসইলমুইনা ভাইয়ার ব্লগ বাড়ি শূণ্য করে ফেলেছেন।"
--- এটাই আমার খারাপ লেগেছে। আমরা অন্তত তার লেখাগুলো পড়তাম।।


#মনিরা আপা বলেছেঃ "পরের পোষ্ট হোক খোঁজ দ্যা সার্চ ফর এম আলী ভাই আর ভ্রমরের ডানা।"
--- ঐ কাজটা আপনার ভাগে দিলুম :D

২৮| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:১৫

মিথী_মারজান বলেছেন: ওয়াও!
এই প্রথম একটা 'হারানো বিজ্ঞপ্তি' পোস্ট দেখে আমার এত ভালো লাগছে! !:p
থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, মলাসইলমুইনা ভাইয়াকে খুঁজতে পোস্ট দেবার জন্য।
এত ভদ্র, এত আন্তরিক এবং এত স্বচ্ছ একজন ব্লগার যে কি বলবো!
আমার বিশ্বাস তিনি ভালো আছেন এবং কোন না কোনভাবে সামুতেই আছেন।
(সামুর মায়া কাটানো এত সহজ নাকি, হুমমমম!!!)
তবে খুব বেশি মিস্ করি মলাসইলমুইনা নিকটা।
মনেপ্রাণে চাই তিনি আবার ফিরে আসুক।
এটলিস্ট একবার দেখুক উনাকে আমরা কত্ত কত্ত মিস্ করছি।
প্লিজ, প্লিজ ফিরে আসুন প্রিয় নদীতো আত্মীয় আমার!!!



১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাথীমনি(শিখা আপার ডায়লগ:P)

পাঠকের আশা পুরন হোক।।:)


@"'হারানো বিজ্ঞপ্তি'?? :D:D
পাঠক তো দেখছি, আমার চাইতেও বড় জোকার!!!:P
ভাবছি,
আমিও হারাবো নাকি??;)
লুকিয়ে লুকিয়ে দেখব,
লেখককে, কে কেমন ভালবাসে??:P

২৯| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: আপনার লেখার বিখ্যাত ব্যক্তি টির সাথে সাক্ষাতের সৌভাগ্য এই হতভাগীর হয়নি বলে দুঃখপ্রকাশ। :( তবে তার প্রতি সবার এত ভালোবাসা দেখে, মানুষের ভালোবাসা পাওয়া এবং তার সাথে সাক্ষাতের লোভ টা এই হতভাগীর আরও বেড়ে গেল কয়গুন।
তিনি ফিরে আসুক আমাদের মাঝে অতি সত্তর।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার শোকে আমরাও শোকাহত!!:(

উনি ফিরে আসার আগেই যা লিখার লিখে নিন। না হলে আলোচিত অংশে আর জায়গা পাবেন না;)

@"তার সাথে সাক্ষাতের লোভ টা এই হতভাগীর আরও বেড়ে গেল কয়গুন।"
---পাঠকের কি আমাদের চোখে পড়ে না??:P

৩০| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪৮

কাওসার চৌধুরী বলেছেন: লেখক বলেছেন,
@"তার সাথে সাক্ষাতের লোভ টা এই হতভাগীর আরও বেড়ে গেল কয়গুন।"
---পাঠকের কি আমাদের চোখে পড়ে না??:P

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সংশোধন,
হতভাগীদের কি কাওসার চৌধুরীর মত বিশেষ-অজ্ঞ, তুখোড় জ্ঞানী, মাল্টিট্যালেন্টেড লেখকে চোখে পড়ে না???:P

৩১| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয়, ভাইজান---
"তার সাথে সাক্ষাতের লোভ টা এই হতভাগীর আরও বেড়ে গেল কয়গুন।"

এই হতভাগার কষ্টটা বুঝতে পেরেছেন জেনে প্রীত হলাম। যে বোঝার সে বুঝলই হলো। যাক আপনার কথায় অভিমানটা কিছুটা হালকা হলো!!!

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :P নিজের হাঁড়ি নিজেই ফাটালেন?;)


@"এই হতভাগার কষ্টটা বুঝতে পেরেছেন জেনে প্রীত হলাম।"
--তা আর বলতে!!!;)
টোকা দিলেই বুঝতে পারি, পাত্রে কি আছে? :P

সমস্যা হল,
আপনার বিখ্যাত হল আমাদের কি হবে??? :(

৩২| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২১

কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন: উনি ফিরে আসার আগেই যা লিখার লিখে নিন। না হলে আলোচিত অংশে আর জায়গা পাবেন না;)-------
জায়গা পাবার লোভ কার না হয় :P তবে এই নতুন এবং আনাড়ি লেখিকা জায়গা না পেলে ও আপাতত তার এবং আপনাদের সান্নিধ্য পেলেই ধন্য ;) :D

"পাঠকের কি আমাদের চোখে পড়ে না" তা তো অবশ্যই পড়ে বৈকি ;) :P

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :`>:`> :``>>


:P:P


#কথার ফুলঝুরি!,
নামের সাথে কাজের মিল আছে;)

৩৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৫১

খালেদা শাম্মী বলেছেন: উনার নামটা আমিও বুঝতে পেরেছি ;) সবাই ব্লগে ফিরে আসবে এটাই কামনা।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি বুদ্ধিমান লোক!!:D

মাথায় এতই বুদ্ধি যে, কবিতা ছাড়া কিছু পারেন না:P

৩৪| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সে কি !! কেন তারা হারিয়ে যায়!! বেশ মজার মজার মন্তব্য করতেন উনি!! ফিরে আসুন মলাসইলমুনা ভাই! এভাবে একজন হারিয়ে যাওয়া ব্লগারের খোঁজ করছেন এর জন্য আপনাকেও ধন্যবাদ!

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উনি আবার ফিরে আসুক!!:(


পাঠকের জন্য শুভকামনা।

৩৫| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৯

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো....


এবার আমি একটু বলি ভাই...

আজ ভুলে যা তোর দুস্ত দুশমন হাতা মেলাও হাতে
তোর প্রেম দিয়ে কর বাংলা নিখিল সামুতে মুরিদ...

বিঃদ্রঃ কেউ এইটাকে অন্যভাবে নিবেন না.. একটু মজা করে বললাম... যদি মন্তব্যটা বেঠিক হয় জানাবেন, নিজ দায়িত্বে মুছে ফেলব

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!!

@"যদি মন্তব্যটা বেঠিক হয় জানাবেন, নিজ দায়িত্বে...."
---- ওই মিয়া?
এত ভাল মানুষ সাজেন ক্যা???X(
মন্তব্যে খারাপ কি আছে???:(

৩৬| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৬

মিথী_মারজান বলেছেন: প্রতিটা কমেন্ট বক্সে লাইকের পাশাপাশি আরো কিছু রিয়েক্ট এ্যাড করা উচিত।
আপনার রিপ্লাইটার জন্য হা হা রিয়েক্টটা মিস্ করছি।
মলাসইলমুইনা ভাইয়ার মত আপনিও হারিয়ে যেতে চান???X(
হিংসুটে কোথাকার! :p

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :`>:`> :``>>


রমজান উপলক্ষে নাচা, গানা বন্ধ
আমি আমুদে মানুষ!
ওসব বিহনে রইব কেমনে সখি?:P:P

৩৭| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার কথা সত্যি হোক।।
সবারে বাসিব ভালো,
করিব না আত্মপর ভেদ
সংসারে গড়িব এক নূতন সমাজ..


ধন্যবাদ।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রমজান মোবারকে সবাই শপথ করি!


আমরা সবাই ভাই ভাই,
ভেদাভেদ ভুলে যাই!!

ভাল কাটুক আপনার প্রহরগুলো।

৩৮| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

তারেক_মাহমুদ বলেছেন: আটলান্টিক আইডিটি ও সব লেখা মুছে দিয়ে গেছে। ওনার সাথে আমার ভাল সম্পর্ক ছিল, আমার সব পোষ্টে কমেন্ট করতো। আটলান্টিক

১৭ ই মে, ২০১৮ রাত ৮:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেখলাম ভাই!!!:(


লেখকরা সব ডিলেক্ট করে কেন যে চলে যাচ্ছে?:(
ব্লগের সবার সাথে যোগাযোগ বাড়াতে হবে!!!

৩৯| ১৭ ই মে, ২০১৮ রাত ৮:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিষ্য না শুনে গুরুর বচন,
তাইতো ব্লগের এই পতন।
গুরু মানো গুরু ধরো ওহে অভাজন
মান্য করিও গুরু পাইতে রতন।

১৭ ই মে, ২০১৮ রাত ৮:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:



ভাই মোহাম্মদ নূরু
আপনিও আমার গুরু;)
ছড়া লিখিতে পারি না ছাই
মনোকষ্টে তাই ফিরিয়া যাই!:(

৪০| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:৫৫

হাফিজ বিন শামসী বলেছেন:
পোস্ট নয় শুধু মন্তব্য করেও যে নিজেকে প্রকাশ করা যায় উনি তার প্রমাণ।

১৭ ই মে, ২০১৮ রাত ১০:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত ভাই!

অল্প দিনেই উনি সবার মন জয় করেছিলেন!!!
আপনাদের জন্য শুভকামনা রইল।

৪১| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:৩২

আকতার আর হোসাইন বলেছেন: ভালো মানুষ সাজি নাই ভাই... সমাজে অনেক বড় ভাইদের কাছে বেয়াদব হিসেবে স্বীকৃতি পেয়েছি শুধুমাত্র বিদ্রোহ করার জন্য। নজরুলের ভক্ত তো, তাই হয়তো। ফেসবুকে তো নিক নেম দিয়েছি 'নজরুল সেনা'। আমি তোষামোদ করতে জানিনা, স্পষ্ট বলতেই ভালবাসি।

এইখানে "যদি মন্তব্যটা বেঠিক হয়
জানাবেন, নিজ দায়িত্বে...." এইটা বলেছি এই কারণে যে অনেক সাহিত্যপ্রেমী বা নজরুল ভক্তরা আমারর মন্তব্যটাকে সহজভাবে নাও নিতে পারব।
যাইহোক,

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নিবেন ভাই...

১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও মাহে রমজানের শুভেচ্ছা।


@"সমাজে অনেক বড় ভাইদের কাছে বেয়াদব হিসেবে স্বীকৃতি পেয়েছি শুধুমাত্র বিদ্রোহ করার জন্য।"
--- আকতার ভাই!
সমাজে তথাকথিত ভাল মানুষ অনেক আছে। মোসাহেব তো অগুনিত। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মত লোক খুবই কম। সত্যের পথে থাকবেন, সত্য কথা বলবেন।

কে কি ভাবল?
কে কি বললো?
বিদ্রোহীদের ওসব মাথায় নিলে চলবে??

৪২| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:০৮

শিখা রহমান বলেছেন: নিজাম "মলাসইলমুইনা" আমার খুব পছন্দের একজন ব্লগার। হঠাত হারিয়ে গেলেন। ওনার লেখা আর সেই সাথে লেখায় সুন্দর সব সুচিন্তিত মন্তব্য মিস করছি।

পোষ্টটার জন্য ধন্যবাদ। আশাকরি মলাসইলমুইনা ভালো আছেন ও ব্যস্ততা শেষে ব্লগে ফিরে আসবেন।

শুভকামনা ও রমজানের শুভেচ্ছা। ভালো থাকবেন।

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):)


আপার জন্য মাহে রমজানের শুভেচ্ছা।

নাইমুল ভাই রাগ করিয়াছেন। :(
রোজা আছি....

৪৩| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:২৯

তারেক_মাহমুদ বলেছেন: গতকাল ওমেরা আপুকে এই পোষ্টের আশপাশে দেখলাম অর্থাৎ অন্য পোষ্টে কমেন্ট করতে দেখলাম কিন্তু আলোচিত পোষ্টে দেখেও কমেন্ট না করে চলে গেলেন। একমাত্র ওমেরা আপুই পারবেন মলাসইলমুইনা সাহেবের খোজ দিতে। ওমেরা আইডির বেশিরভাগ পোষ্টেই প্রথম কমেন্ট উনিই করতেন।

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তারেক ভাই!

ব্লগারদের প্রতি আপনার আন্তরিকতা দেখে ভাল লাগল।:)
ওমেরা, নাইমুল ভাইকে ব্লগে আসার জন্য অনুরোধ করেছিল, ভাই নাকি তাকে পাত্তাই দেয়নি।(উনি আসতে চান নি):(

৪৪| ২০ শে মে, ২০১৮ রাত ১২:৫৫

কাইকর বলেছেন: আপনি পুরাই হিট

২০ শে মে, ২০১৮ রাত ১:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হিট কেন বল ম্যান?
করো শুধু প্যানপ্যান!

ব্লগারদের আমি চক্ষুশূল
এদিকে এসে করোনা ভুল!:(

৪৫| ২০ শে মে, ২০১৮ রাত ৩:৪১

সৈয়দ ইসলাম বলেছেন: ব্লগার মলাসইলমুইনা মনে হয় ইদানীং খুব একটা এক্টিভ না; তাই আপনি তার সুমন্তব্য থেকে হেফাজতে আছেন! =p~



তা কেমন আছে আপনি? (একটু জানাইয়েন!)

২০ শে মে, ২০১৮ রাত ৩:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(

আপনার পেজে আসছি।

৪৬| ২১ শে মে, ২০১৮ রাত ৮:২১

নীল মনি বলেছেন: উনারে তো আমি দেখিই নি :(

২১ শে মে, ২০১৮ রাত ১০:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না দেখে ভাল করেছেন!!;)

৪৭| ২১ শে মে, ২০১৮ রাত ১১:৫৩

নীল মনি বলেছেন: হুউউ, খারাপ তো হতে পারে! সবাই তারে নিয়ে লিখছে আর আমি তারে দেখলামই না।

২১ শে মে, ২০১৮ রাত ১১:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যে যাবার গিয়েছে। ওসব নিয়ে হা-হুতাশ না করে নিজে নিয়মিত থাকুন, নতুনদের উৎসাহিত করুন।

৪৮| ২২ শে মে, ২০১৮ রাত ১২:০০

কাইকর বলেছেন: ভাল লিখেছেন।অপ্সরা আমার অধিকাংশ গল্পের নায়িকা।

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ব্যাটা মামুন?
লেখাতে তোর নেই গুণ

আমার জানেমানকে নিয়ে
ফের যদি লিখেছিস,
কোট তোর খুলে নিবো
সেদিন তুই দেখে নিস!X(

৪৯| ২২ শে মে, ২০১৮ রাত ১২:০০

নীল মনি বলেছেন: হাহাহা জ্বী জনাব। সু পরামর্শ। আমি তো আসতে আসতে পথ ভুলে যাই।এই আর কি

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ব্বাবা! একেবারে জনাব??B:-)

ওসব ফর্মালিটি বাদ দাও হে!!
ভালো থাকো!

৫০| ২৪ শে মে, ২০১৮ ভোর ৫:০১

মিথী_মারজান বলেছেন: হ্যাল্লো নিজাম ভাইয়া!!!
শিখা আপুর কাছে আমার খোঁজ করলেন দেখলাম!!!:-B
খোঁজ করলেন! আর আমি চলে এসেছি!!!
(মি_মা!!! কি বিদঘুটে শোনায় রে বাবা!!!)
(আর, বাহ্! কেউ তা হলে আমার খোঁজ ও করে!)!:#P

হারিয়ে আর কোথায় যাবো বলুন!
সবার কি আর হারানোর জায়গা থাকে!!!:(
আমি তো হারিয়ে যেতে সামুতেই আসি।
নিজেকে লুকানোর জন্য সামু হচ্ছে বেস্ট প্লেস!
আর শোনেন!!! খোঁজ খবর নেওয়ার জন্য এত্তগুলা থ্যাংক্স!:)


২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও ডিয়ার,
আই অ্যাম হিয়ার...;)

খোঁজ করার সাথে সাথে চলে এসে ভাল করেছেন!:)
হারিয়ে যাবার ইচ্ছা থাকলে; ব্লগে, আমাদের মাঝেই হারিয়ে যান। :P আপনারা না থাকলে ব্লগটাকে কেমন পানসে মনে হয়!!!:(

মি_মাতে খারাপ কি??:(
অন্য কি নামে ডাকবো???:(

৫১| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৫১

নতুন নকিব বলেছেন:



মা-শাআল্লাহ। জাজাকুমুল্লাহ। অনেক ভাল একটি কাজ করেছেন তাকে স্মরনে এনে। তিনি (নাইমুলইসলাম) অনেক উঁচু মানের, উঁচু মনের মানুষ। ব্লগে তার প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন অনেকেই।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ নকিব ভাই!


আমরা সবাই তাকে চাই!
কিন্তু? নাইমুল ভাই কি আমাদের আকুতি শুনবে???:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.