নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি. দ্রঃ লেখাটি প্রথম পাতায় দিচ্ছি না!
কারণ পোস্টে আমি কিছু লিখবো না!
মাঝেমধ্যে কমেন্টে প্রিয় কথাগুলো লিখে রাখবো!
কথাগুলো ভালো না লাগলে এড়িয়ে যাবেন!
২| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শিক্ষিত সমাজকে আর একটা কথা বলব। আপনাদের চরিত্রের পরিবর্তন হয় নাই। একজন কৃষক যখন আসে খালি গায়ে, লুঙ্গী পরে, আমরা বলব, ‘এই বেটা, কোত্থেকে আইছিস, বাইরে বয়, বাইরে বয়।’ একজন শ্রমিক যদি আসে বলি ‘ঐখানে দাড়া।’ ‘এই রিক্সাওয়ালা, ঐভাবে চলিস না।’ তাচ্ছিল্যের সঙ্গে তাদের সঙ্গে কথা বলেন। তাদের তুচ্ছ করেন। এর পরিবর্তন করতে হবে।
আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় ঐ গরীব কৃষক। আপনার মাইনে দেয় ঐ গরীব শ্রমিক। আপনার সংসার চলে ওই টাকায়। আমরা গাড়ি চড়ি ঐ টাকায়। ওদের সম্মান করে কথা বলুন, ইজ্জত করে কথা বলুন। ওরাই মালিক। ওদের দ্বারাই আপনার সংসার চলে। সরকারী কর্মচারী বলি, মনে রেখো, এটা স্বাধীন দেশ। এটা ব্রিটিশের কলোনী নয়। পাকিস্তানের কলোনী নয়। যে লোককে দেখবে, তার চেহারাটা তোমার বাবার মত, তোমার ভাইয়ের মত। ওরই পরিশ্রমের পয়সায় তুমি মাইনে পাও। ওরাই সম্মান বেশী পাবে। কারণ, ওরা নিজেরা কামাই করে খায়।(প্রিয় নেতা)
৩| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজ কে দুর্নীতিবাজ? যে ফাঁকি দেয়, সে দুর্নীতিবাজ। যে স্মাগলিং করে সে দুর্নীতিবাজ। যে ব্ল্যাক-মার্কেটিং করে, সে দুর্নীতিবাজ। যে মজুদ করে সে দুর্নীতিবাজ। যারা কর্তব্য পালন করে না, তারা দুর্নীতিবাজ। যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে, তারাও দুর্নীতিবাজ, যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে, তারাও দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে।
আমি কেন ডাক দিয়েছি? এই ঘুণে ধরা ইংরেজ আমলের, পাকিস্তানী আমলের যে শাসন ব্যবস্থা, তা চলতে পারে না। একটা কথা বলি আপনাদের কাছে। সরকারী আইন করে কোনো দিন দুর্নীতিবাজদের দুর করা সম্ভব নয়, জনগণের সমর্থন ছাড়া। আজকে আমার একটি মাত্র অনুরোধ আছে আপনাদের কাছে। আমি বলেছিলাম, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, জেহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে। আজকে আমি বলব বাংলার জনগণকে- এক নম্বর কাজ হবে, দুর্নীতিবাজদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।
৪| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এক নম্বর হল – দুর্নীতিবাজ খতম করা।
দুই নম্বর হল – কলে কারখানায়, ক্ষেতে খামারে প্রোডাকশন বাড়ান।
তিন নম্বর হল – পপুলেশন প্ল্যানিং।
চার নম্বর হল – জাতীয় ঐক্য।
জাতীয় ঐক্য গড়বার জন্য একদল করা হয়েছে। যারা বাংলাকে ভালবাসে, এর আদর্শে বিশ্বাস করে, চারটি রাষ্ট্রীয় আদর্শ মানে, তারা সকলেই এই দলের সদস্য হতে পারবে।
শিক্ষিত সমাজের কাছে আমার একটা কথা। আমরা শতকরা কতজন শিক্ষিত লোক? আমরা শতকরা ২০ জন শিক্ষিত লোক(১৯৭৫)। তার মধ্যে সত্যিকার অর্থে আমরা শতকরা ৫ জন শিক্ষিত। শিক্ষিতদের কাছে আমার একটা প্রশ্ন। আমি এই যে দুর্নীতির কথা বললাম, তা কারা করে? আমার কৃষক দুর্নীতিবাজ? না। আমার শ্রমিক? না। তাহলে ঘুষ খায় কারা? ব্ল্যাক মার্কেটিং করে কারা? বিদেশি এজেন্ট হয় কারা? বিদেশে টাকা চালান দেয় কারা? হোর্ড করে কারা? এই আমরা, যারা শতকরা ৫ জন শিক্ষিত। এই আমাদের মধ্যেই রয়েছে ঘুষখোর, দুর্নীতিবাজ। আমাদের চরিত্রের সংশোধন করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে।
৫| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাহান্নোর(২৯৫২) ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছিলেন তার সঠিক হিসাব পাওয়া যায় না। কেননা, ছাত্রবিক্ষোভের পর পুলিশের গুলিতে নিহত অনেকের লাশ ওই রাতেই পুলিশ এবং সেনাবাহিনী মর্গ থেকে ছিনিয়ে নিয়ে যায় এবং গুম করে ফেলে। ভাষা শহীদদের একটি অসম্পূর্ণ তালিকা-
1.রফিকউদ্দীন আহমেদ [১৯২৬-১৯৫২]
2.আবুল বরকত [১৯২৭-১৯৫২]
3.শফিউর রহমান [১৯১৮-১৯৫২]
4.আব্দুল জব্বার [১৯২২-১৯৫২]
5.আব্দুস সালাম [১৯২৫-১৯৫২]
6.অহিউল্লাহ [১৯৪৪-১৯৫২]
৬| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
দেখি শুনি বলি, বলেছেন:
বাংলাদেশে গনতন্ত্র একটি অভিশাপ। এদেশের অধিকাংশ লোক অশিক্ষিত মূর্খ ও দেশের ৯০% লোকেরসঠিক নেতা নির্বাচন করার মত বোধ বুদ্ধি নেই। এই জন্যই সব চোর বাটপার গুলো নেতা হয়েছে, রাজনীতিবীদ হয়েছে। যেদেশে একটা বিড়ি খাওয়ালে ভোট পাওয়া যায় সে দেশে গনতন্ত্র চর্চা কোন ভাবেই যৌক্তিক নয়।।
আপনার দলের ছাত্র রাজনীতি আমিও টুকটাক করেছি! সালার নেতারা ভাল না! মাথামোটা, সুবিধাবাদী, নিজেদের মধ্যেই কামড়া কামড়ি করে!
দল করায় অনেকেই আমাকে বাঁকা চোখে দেখতো, ভয় পেত! প্রথম প্রথম ভালো লাগলেও পরে খুব হীনমন্বতা কাজ করতো!
কি যে অস্বস্তির মধ্যে ছিলাম?
পরে রাগ করে বাদ দিয়েছি!
৭| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার কমেন্ট দিয়ে আপনার হাফ সেঞ্চুরি পূর্ণ হল।
তবে কবিতাটি বুঝতে সমস্যা হচ্ছে। আশা করি আরেক বার পড়লে বুঝতে পারবো।
লেখক বলেছেন:
হা হা ভাইয়া!!!!!!!!!!!!
হাসতে হাসতে মরলাম!!!!!!!!!!!!!
আর একবার পড়লেই বুঝে যাবে ভাইয়া।
(এই ব্লগের মানুষগুলো আমার অদেখা বটে, তবে অনেক অনেক আপন। আর তাই ছেলে বুড়ো সবাই আমার কাছে তুমি তুমি, সে ছোট্ট ভাইয়াই হোক বা বড়ই। ভাইয়া বা আপুদেরকে কেউ আপনি বলে নাকি!)
কুইজঃ এটা কার বয়ান?
৮| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমাদের দেশে এখন ছাত্র আন্দোলন হওয়া উচিত সরকারী চাকুরীতে ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি, রাজনীতি প্রীতির বিরুদ্ধে। ব্যাংক লুটের বিরুদ্ধে! সরকারকে ট্যাক্স না দিয়ে হাজার কোটি টাকার মালিকদের বিরুদ্ধে! কিন্তু তা হচ্ছে না! হবেও না! কেন জানেন? কারণ এরা সবাই ঘুষ দিয়ে, স্বজন দিয়ে ‘নিজের চাকুরী’টা পাওয়ার আশায় আছে! আমার বিশ্বাস সেটা আপনিও জানেন!
----সুকান্ত কুমার সাহা।
৯| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতি বিদদের সাথে কোন দিন এক সাথে এক দেশের কাজে নামতে নেই। তাতে দেশ সেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়।
আন্দোলন আমার কখনোই পছন্দ নয়।স্বাধীন দেশে জনগনের সব দাবির জন্যই যদি বিক্ষোভ, অনশন, কর্মবিরতি করতে হয়। তাহলে বুঝতে হবে সমস্যাটা কোথায়???
১০| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোন পরিসংখ্যান/অর্জন সত্যি, আর কোনটা ভুয়া, সেটা বুঝার জন্য মানুষের মগজ/বিবেকই যথেষ্ট, তদন্ত করতে হয় না।
ব্লগারদের দলকানা হলে চলে না। শুধু ব্লগার কেন? দেশ প্রেমিকরা মোসাহেব/দলকানা হতে পারে না। তাদের কাছে দলের চেয়ে দেশমাতা বড়। আর মায়ের অপমান কোন ছেলে সহ্য করতে পারে???
১১| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: tangled
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1528105959-672ed25_xlarge.jpg
আলাদিন
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1528105984-ebb87cf_xlarge.jpg
সুপ্রিম কোর্ট
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1524584765-beedf03_xlarge.jpg
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1524584783-ac903ed_xlarge.jpg আইন শাসন বিচার
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1524584797-ae29423_xlarge.jpg
মূর্তি কোর্
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1521172916-4f7c631_xlarge.jpg
পিক আমি বাংলায় গান গাই
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1521345625-33c891b_xlarge.jpg
১২| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098594-869b254_xlarge.jpg ভুট্টা স
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098635-6b5b09e_xlarge.jpgখই
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098665-0f5a495_xlarge.jpg প্যাকেট
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1524225513-a04caa8_xlarge.jpg পপকর্ন
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1524225539-dcb94e1_xlarge.jpg পপকর্ন বোতল
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1524225581-0cd20d6_xlarge.jpg পাগলা মলম
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1524225613-f394309_xlarge.jpgমলম মানুষ
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098296-be1122b_xlarge.jpg চা
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098328-22309f7_xlarge.jpg কোল্ড কফি
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098361-6ba53a1_xlarge.jpg কফি
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098201-79f708d_xlarge.jpgবড়
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098220-df9466b_xlarge.jpg বেশী
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098250-8be2926_xlarge.jpg ছানা মিস্টি
১৩| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কদম ফুল
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526051255-03ffa27_xlarge.jpg
বাহুবলী
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526051302-55bddc9_xlarge.jpg
করলার
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098431-cfff19e_xlarge.jpg করলার জুস
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098468-86717d3_xlarge.jpg চানাচুর
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526098489-a750257_xlarge.jpg চিপস
সাকিব খানঃ
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1524225386-5ed3ab0_xlarge.jpg
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1524225426-ca46a10_xlarge.jpgচশমা
১৪| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
https://m.youtube.com/watch?v=Xt1plQpcM0o
https://m.youtube.com/watch?v=VuaCKcCXydc
✿☺☻☹☼✆ ☎ ⇧↩✞✡☭←→↑↓➫⬇⬆☜
☞
☟☟☟☟
☝☝☝
১৫| ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৫৯
নীল মনি বলেছেন: অইইইইইই এত জ্ঞানগর্ভ কথা ক্যান! বড়দের মত সব কথা বার্তা। আবার লিংক টিংক দেখছি
১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"নীল মনি বলেছেন:
অইইইইইই এতজ্ঞানগর্ভ কথা ক্যান! বড়দের মত সব কথা বার্তা। আবার লিংক টিংক দেখছি"
--- কবিরা এত কঠিন কঠিন কবিতা বুঝে, আর এসব তো সহজ কথা??
আমার কাছে কবিতার চেয়ে এসব লেখা বেশী ভালো লাগে, তাই...
১৬| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:০৬
নীল মনি বলেছেন: আপনার আছে কবিতা কঠিন আমার কাছে এ কথাগুলো। আপনি হলে বাস্তবাদী মানুষ তাই কবিতার চেয়ে এসব লেখায় বেশি লাগে আপনার। একদিন আপনার মত হঠাৎ বড় যাব তখন এসব কথায়য় কবিতা হয়ে উঠবে ঠিক সেদিন আপনি কবিতাকে ভালোবাসবেন। বলুন তো দিবাস্বপ্ন ক্যামন হল?
১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মনি?
এটা একেবারে দার্শনিক কথা!
ব্যস্ততা কমলে একদিন আড্ডা দেয়া যাবে!
ভালো থাকবেন, খুব ভালো!
১৭| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ৷ বিশ্লেষকরা মনে করেন, দেশে গণমাধ্যম কখনোই স্বাধীন ছিল না৷ বর্তমানে তা আরো সংকুচিত হচ্ছে। একদিকে রাজনীতি, জঙ্গি, দুষ্কৃতকারী, মাসল ম্যানদের দাপট; অন্যদিকে ৫৭/৩২ ধারা(ডিজিটাল নিরাপত্তা আইন)।
ডিজিটাল নিরাপত্তা আইনে(২০১৮) যেসব ধারার অপরাধকে আমলযোগ্য ও জামিন অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে সেগুলো হচ্ছেঃ ১৭, ১৯, ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৮, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪।
১৭ নম্বর ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ করে তাহলে অনধিক সাত বছরের কারাদণ্ড বা ২৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
১৯ নম্বর ধারাটি কম্পিউটার ও কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধন-সংক্রান্ত।(
২৩ নম্বর ধারাটি ডিজিটাল বা ইলেকট্রনিক প্রতারণা সংক্রান্ত।
২৪ নম্বর ধারাটি ছদ্মবেশ ধারণসংক্রান্ত। সেখানে বলা হয়েছে, কম্পিউটার সিস্টেম ব্যবহার করে প্রতারণা।
২৬ নম্বর ধারায় বলা হয়েছে, আইনগত কর্তৃত্ব ছাড়া অন্য কারোর পরিচিতি তথ্য সংগ্রহ, বিক্রি, সরবরাহ বা ব্যবহার করা হবে অপরাধ।
২৭ নম্বর ধারা সাইবার সন্ত্রাস নিয়ে। রাষ্ট্রীয় অখণ্ডতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করা বা জনগণের মধ্যে ভীতির সৃষ্টি করা এর মধ্যে পড়বে।
ধারা ২৮-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধে আঘাত
৩০ নম্বর ধারাটি ই-ট্রানজেকশন-সংক্রান্ত।
৩১ ধারায় বলা হয়েছে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা ডিজিটাল বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করে, যা বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটায়।
৩২ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বেআইনি প্রবেশের মাধ্যমে কোনো সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ কোনো সংস্থার কোনো ধরনের গোপনীয় বা অতিগোপনীয় তথ্য-উপাত্ত কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল নেটওয়ার্ক বা ইলেকট্রনিক মাধ্যমে ধারণ করে তাহলে তা ডিজিটাল গুপ্তচরবৃত্তির পর্যায়ে পড়বে।
৩৩ নম্বর ধারাটি বেআইনি তথ্য-উপাত্ত ধারণ ও স্থানান্তর-সংক্রান্ত। অর্থাৎ কোনো ব্যক্তিরকম্পিউটার সিস্টেমে বেআইনি প্রবেশ।
৩৪ নম্বর ধারায় বলা হয়েছে, হ্যাকিংয়ের শাস্তি ১৪ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। দ্বিতীয় দফায় এ অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। হ্যাকিংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, কম্পিউটার তথ্যভাণ্ডার বিনাশ, বাতিল, পরিবর্তন বা কোনো ধরনের ক্ষতিসাধন।
১৮| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কেউ যদি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের প্রপাগান্ডা চালায়, তাহলে ১৪ বছরের জেল ও এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে আইনটিতে।
জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকাররক্ষণ
৩২। আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি-স্বাধীনতা হইতে কোনব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না।
চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা
৩৯। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতারনিশ্চয়তা দান করা হইল।
১৯| ১০ ই জুন, ২০১৮ রাত ৮:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের রেকর্ড ভেঙ্গে ৩৩ বিলিয়ন (৩ হাজার ৩০০ কোটিডলার) মার্কিন ডলার ছাড়িয়েছে। দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ রিজার্ভ। এ রিজার্ভ দিয়ে প্রায় ৯ মাসের আমাদানি ব্যয় মেটানো সম্ভব। রপ্তানী ও রেমিট্যান্স আয় ইতিবাচক থাকায় বিপুল পরিমান রিজার্ভ জমছে।
একই আয়ের অন্যান্য দেশের তুলনায়বাংলাদেশেরসামাজিক সেবার মান অনেক কম। বাংলাদেশে ঐতিহাসিকভাবেই বিরাটবাণিজ্যঘাটতি রয়েছে
বাংলাদেশের আমদানি বেড়ে যাওয়ায় ২০১৭-১৮ অর্থ বছরে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ বেড়েই চলেছে। বাংলাদেশ ব্যাংক বুধবার বৈদেশিক বাণিজ্যের লেনদেনের ভারসাম্যের যেহালনাগাদ তথ্য প্রকাশ করেছে তাতে এ বিষয়টি উঠে এসেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মোতাবেক চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বেরেবাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৬৩ কোটি ডলারে যা২০১৬-১৭ অর্থবছরে একই সময়ে ছিল ৪৫১ কোটি ১০ লাখ ডলার। এতে দেখা যাচ্ছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি বছরের বাণিজ্য ঘাটতিপ্রায় দ্বিগুণ অর্থাৎ ৯১.২৬ শতাংশবেড়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, এ সময় আমদানি ব্যয় বেড়েছে ২৬ শতাংশ এবং অন্যদিকে রপ্তানিআয় বেড়েছে মাত্র ৭.৭৮ শতাংশ।
উ রিসার্চ সেন্টার ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখিয়েছে, বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রে ৫৭০কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে ৯৫ শতাংশই ছিল পোশাক, জুতা, হেডগিয়ার ও সংশ্লিষ্টপণ্য। যুক্তরাষ্ট্র যেসব বাংলাদেশি পণ্য আমদানি করে, তার প্রায় সবকটিতেই বাংলাদেশি ব্যবসায়ীদের শুল্ক দিতে হয়। পিউ রিসার্চ হিসাব করে দেখিয়েছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ৫৭০ কোটি ডলারের রপ্তানির ওপর ১৫ দশমিক ২ শতাংশ হারে শুল্ক দিতে হয়, যা ২৩২টি দেশের মধ্যে সর্বোচ্চ।বাংলাদেশের কাতারে অন্য যেসব দেশ আছে, তাদেরও প্রায় এই পরিমাণে শুল্ক দিতে হয়। ক্যাম্বোডিয়াকে দিতে হয় রপ্তানি মূল্যের ১৪ দশমিক ১ শতাংশ। অন্যদিকে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভিয়েতনামকে দিতে হয় মোট রপ্তানি অঙ্কের যথাক্রমে ১১ দশমিক ৯,৮ দশমিক ৯ ও ৭ দশমিক ২ শতাংশ। আর সমগ্র পৃথিবী থেকে যুক্তরাষ্ট্র যে পরিমাণ আমদানি করে থাকে, তার মূল্যের ওপর দেশটি ১ দশমিক ৪ শতাংশ শুল্ক আরোপকরে থাকে।
উল্লেখ্য, ২০১৩ সালের জুন মাসে বাংলাদেশের পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সম্প্রতি বলেছেন, পৃথিবীতে কেয়ামত ঘটে গেলেও যুক্তরাষ্ট্র আর জিএসপিসুবিধা ফিরিয়ে দেবে না। তাই বাংলাদেশকে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করতে হবে।
২০| ১০ ই জুন, ২০১৮ রাত ১০:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমার কাছে, ব্লগ মানে খোলা ডায়েরি। বিশ্বের কাছে নিজেকে তুলে ধরার অন্যত্তম মাধ্যম। নিজের আবেগ, অনুভূতি ও চিন্তাভাবনা প্রকাশের মাধ্যম। যার এক একটি পাতা, এক-এক জন লেখককে রিপ্রেজেন্ট করে। প্রতিটি পাতায় আলাদা সৌরভ, আলাদা প্রতিভা, আর বৈচিত্র্যময়তা। ব্লগবাড়ীটা প্রতিদিনই নানা দেশের, নানা রকম মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ভাবতে গেলে, দারুন একটা বিষয়!!!!
এবার আসি আমাদের সামুর কথায়। সামহোয়্যার ইন ব্লগ, যা সামু নামেও পরিচিত। মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী সর্ববৃহৎ(বাঙালিদের) প্লাটফর্ম। যা ২০০৫ সালের ১৫ ডিসেম্বর 'বাঁধ ভাঙার আওয়াজ' স্লোগানে ব্লগ বিশ্বে প্রবেশ করে।
সামুর অ্যালেক্সা অবস্থনঃ বিশ্বে ৩০,৭৭৮ তম, (বাংলাদেশে ১৫১ তম) (নভেম্বর ২০১৭)।(বর্তমানে যা উর্ধমুখী)
পরিসংখ্যানঃ
১৫ নভেম্বর ২০১৭ পর্যন্ত সামুর নিবন্ধিত সদস্য সংখ্যা ২,১৭,০৯১ জন। প্রতিদিন গড়ে ৫৫ থেকে ৬৫ হাজার পাতা দর্শন করেন, ৫০ থেকে ৬০ হাজার ব্যবহারকারী। সামহ্যোয়ার ইন ব্লগের ভিজিটরদের মধ্যে ৮২% বাংলাদেশ থেকে, ১০% পশ্চিম বাংলা থেকে এবং বাকি ৮% পৃথিবীর ১৭০টির অধিক দেশের বাসিন্দা। (কপি-উইকি)
"সো, আমার একটি ব্লগ আছে" এটি ছিল প্রথম ব্লগ এর হেডিং। যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন WWW এবং HTML এর জনকস্যার টিম বার্নার্স লি। যদিও ইভান উইলিয়ামসকে ব্লগিং-এর জনক বলা হয়ে থাকে।
২১| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হিরোর থিসিস পেপার ......
পদ্য, ছড়া, কবিতায়, পার্থক্য …
ছড়া মানুষের মুখে মুখে উচ্চারিত ঝংকারময় পদ্য। এটি সাধারণতঃ স্বরবৃত্ত ছন্দে রচিত। আর কবিতা সাধারণত মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দেই রচিত হয়।
বিস্তারিতঃ
ছড়া,ছন্দ মেনে লিখতে হবে। অন্ত্যমিল থাকা বাঞ্চনীয় এবং সহজ শব্দের সমন্বয় সাধন। ছড়া লিখতে গেলে পদেপদে মিল থাকাটা বেশ জরুরী। সাধারণত ছড়া হাস্য রসাত্মক/শিক্ষামূলক/ব্যঙ্গার্থক হয় এবংছড়া মূলত লেখা হয় শিশুদের জন্য। উদাহরণঃ‘সফদার ডাক্তারমাথা ভরা টাক তারখিদে পেলে পানি খায় চিবিয়ে।চেয়ারেতে রাত দিনবসে গুনে দুই তিনপড়ে বই আলোটারে নিভিয়ে।’(হোসনে আরা বেগম)
পদ্য ও কবিতা,
সাহিত্যকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। গদ্য, পদ্যও নাটক। পদ্যের মধ্যেই পড়ে ছড়া এবং কবিতা। তবুও আলোচনার স্বার্থে পদ্য, কবিতা এবং ছড়াকে আলাদা করে দেখানো। পদ্যের নির্দিষ্ট সংজ্ঞা পাওয়া যায়নি। তবে বলা যায়, ‘পদ্য হল কতগুলো লাইন যাদের দৈর্ঘের চেয়ে প্রস্থ কম হয় যা পদ্য আমাদের মনের ভাবকে দুর্বোধ্য না করে প্রকাশ করার একটি পদ্ধতি।’পদ্যে ছন্দের মিল এবং লেখকেরভাবের সহজ প্রকাশ থাকাটাই জরুরী।কবিতায় প্রতিটি শব্দ ব্যাপক এবং গভীর অর্থে ব্যবহৃত হয় (অর্থাৎ একই কবিতায়, একই শব্দের অর্থ ভিন্ন ভিন্ন অর্থ আসতে পারে, ভিন্ন ভিন্ন ভাবের সৃষ্টি করতে পারে।) কিন্তু পদ্যের ভাষা অতি সহজ, সরল এবং বোধগম্য। পদ্যে লেখকের আক্ষরিক ভাষা এবং মূল বক্তব্য একই হবে। উদাহরণঃ
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকেপার হয়ে যায় গরু পার হয় গাড়িদুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি।’(আমাদের ছোট নদী/রবীন্দ্রনাথ ঠাকুর)অপরদিকে কবিতার উদাহরণঃ‘মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার।নয় মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে।বিরোধী নিধন শেষে কতোদিন অকারণেতাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার কতোবার।’(অস্ত্র সমর্পন/হেলাল হাফিজ)উপরের লাইনগুলো দিয়ে আক্ষরিক অর্থে কিছুই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রূপক অর্থে কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বর্ণনা করে গেছেন ‘ভালোবাসা’ শব্দটি দিয়েই। বুদ্ধদেব বসু বলেছেন, ‘কবিতা সম্বন্ধে ‘বোঝা’ কথাটাই অপ্রাসঙ্গিক। কবিতা আমরা বুঝি না, কবিতা আমরা অনুভব করি। কবিতা আমাদের ‘বোঝায়’ না; স্পর্শ করে,স্থাপন করে একটা সংযোগ। ভালো কবিতার প্রধান লক্ষণই এই যে তা ‘বোঝা’ যাবে না, ‘বোঝানো’ যাবে না।’
২২| ২১ শে জুন, ২০১৮ রাত ৮:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পোস্টটি ঈদের দিন দিতে চেয়েছিলাম, রাগ করে আর দেই নি! দিবও না!!
সালামি চাই!
সালামি চাই!
সালামি চাই!!
সকাল থেকে এসব শুনতে শুনতে মেজাজটা হট হয়ে আছে! আমার সমস্যা হল বড়দের সাথে হম্বিতম্বি করলেও ছোটদের কিছু বলতে পারি না! ছোট কাজিনদের মধ্যে সব ভাই, ব্রাদার!
সামু পরিবারের পক্ষ থেকে এবারের ঈদের নতুন সিনেমা "সালামি দিবি কি না বল"
শুরুতেই "অবলা ভান্ডার" এর পক্ষ থেকে আপুদের(বড়-ছোট সবার জন্য প্রযোজ্য) জন্য কিছু গিফ্টোঃ (মেক-আপসামগ্রী)
মেহেদি, ফাউন্ডেশন, ফেস প্রাইমার, আই প্রাইমার, আই লাইনার, মাশকারা, ব্লাসার, কাজল, কিছু আই শেড, ব্লাস অন, কন্সিলার, কন্টরিং ব্লাশ, কলম, পেন্সিল, পারমানেন্ট মার্কার, পাতিলের কালি...... কয়েকটা শেডের লিপস্টিক, ফেস পাওডার, হাইলাইটস, ব্রাশ। ক্লিনজার, ময়শ্চারাইজার, লোশন, বডি ওয়াশ, ময়শ্চারাইজার, টোনার, ক্লিনজার, আই ক্রিম, লিপ ক্রিম ও বিভিন্ন ধরণের মাস্ক।
এছাড়া থাকছে সাবান, শ্যাম্পু, স্নো, পাউডার, আটা, ময়দা, সুজি, ভূষি....... সহ প্রয়োজনীয় সামগ্রী!
বি. দ্রঃ গিফ্ট পৌছে দেয়ার দায়িত্বে আছে আমাদের কুঁড়ে বাদশা। তার কুড়েমির কারণে কেউ যদি গিফ্ট না পান! তাহলে দপ্তর বিহীন মন্ত্রীর সাথে যোগাযোগ করবেন!
ভাইয়াদের জন্য স্বান্তনামূলক অফারঃ
ভাইয়ুদের জন্য থাকছে স্বপরিবারে দঁড়ি ধরে চান্দে যাবার সুবর্ণ সুযোগ! তিন দিন, তিন রাত্রির ভ্রমনে থাকছে ফ্রী থাকা ও খাওয়ার সুবিধা! আগহীরা আমাদের চন্দ্র ভাইয়ের(চাঁদগাজী) সাথে যোগাযোগ করুন! টাকা-পয়সার সামস্যা থাকলে আমাদের অর্থনীতিবিদের সাথে মুলাকাত করেন!
পুনশ্চঃ
হিরোইনের সংকটে সিনেমাটা শেষ করা যায় নি। ছোটরা কুঁড়োমি না করে বুদ্ধি খাটিয়ে নতুন স্টাইলে সালামি সংগ্রহ করুন। সাবধান! বেশী ঘ্যানর ঘ্যানর করলে সালামির পরিবর্তে লাঠির বাড়ি জুটতে পারে!!!
২৩| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাগলা ছাড়া দুনিয়া জমে না।
আপনি কথাটা বিশ্বাস করুন আর নাইবা করুন কথাটা কিন্তু সত্যি! আর এই পৃথিবীতে পাগলের সংখ্যা কত তা কি জানেন?? আরে ভাই, পৃথিবীর মোট জনসংখ্যার ৮৫% মানুষই পাগল।
কেউ ভাবের পাগল,
কেউ খাবার পাগল,
কেউ রসিক পাগল,
কেউ বদ্ধ পাগল,
কেউ বই পাগল,
কেউ খেলা পাগল,
কেউ বউ পাগল,
........
কেউ আবার বদ্ধ পাগল,
জানেন তো পাগলের একটি বড় গুণ আছে। আর তা হলো তারা মানুষ কে হাসাতে পারা।
আর আশা করি জানেন মানুষ বেশী হাসলে বেশী সুখে থাকে এবং মানুষের হার্ট ভালো থাকে। আর হার্ট ভালো থাকলে মানুষ বেশী দিন বাঁচে। তাই পাগলরা আমাদের বেঁচে থাকাতে পরোক্ষ ভাবে হলেও সাহায্য করছে। তাদের পাগলামির মাধ্যমে পৃথিবীকে জমিয়ে রাখছে। আর তাই তো.....
পাগলা ছাড়া দুনিয়া জমে না... (আচ্ছা এটা কার পেজ থেকে কপি করলাম??)
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530098790-bac6ba7_xlarge.jpg যেদিন আমি হারিয়ে যাব,
বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যা তারায়
আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!"
প্রশ্নঃ আমি কেন ব্লগিং করি??
শর্টকাট উত্তরঃ ভালোলাগে তাই।
অনেক দিন পর ভাবতে বসলাম,
আবার কেন ব্লগে আসলাম? কেন'ই বা লিখি? নিজের বিদ্যা জাহির করার জন্য? না কি অন্য কোন মতলব আছে?
সত্যি বলছি, লেখক/কবি-সাহিত্যিক হবার আদৌ কোন ইচ্ছা আমার নাই। প্রেমের কবিতা, আবেগী উপন্যাস, ওসব ভালও লাগে না, পারিও না। টুকটাক যা লিখি একান্তই নিজের ভাললাগা থেকে! পোস্ট কে পড়ল? আর কে না পড়ল? কয়টা লাইক, কমেন্টস পেলাম, এসব নিয়ে আদৌ ভাবি না। তবে মতলব একটা ছিল, প্রিয় মানুষগুলোর সাথে আড্ডা দেয়া! দারুন কিছু সময় কাটানো! এই যা!!
সেই কবে সব বন্ধুরা একসাথে ব্লগ এসেছিলাম? একে একে সব বিদায় নিয়েছে। ব্যস্ততায়, জীবনের প্রয়োজনে, অভিমান করে কিংবা ভুল বুঝে! আর আমার কথা? ব্লগটার প্রতি একটা টান থেকে গেল! এটা ছাড়তে পারলাম না! ব্যস্ততা থাকলেও অন্তত দু-একবার ঢুঁ মারতাম! কিন্তু ইদানিং ব্লগে আসলে ভালোলাগার পরিবর্তে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। মানে ব্লগে আসতে আর ইচ্ছে করছে না/করে না!! কয়েকদিন থেকে ভাবছিলাম একটা ডুব মারবো! মিসাইল ও রেডি করা ছিল। আজ তার ট্রিগারে চাপ দিয়েছে মডুরা!(ব্লক করেছে) এখন আমাকে আটকায় এমন সাধ্যি কার??
মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে??
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530098445-d9e3243_xlarge.jpg
পরাজয়ে ডরে নাকো বীরঃ
প্রথম যখন ব্লগে আসি, বিড়াল শাবক ছিলাম! মিউ মিউ শব্দ ছাড়া আওয়াজ বের হত না। কিন্তু এখন আমি সিংহের মত গর্জন করতে পারি। যদিও ঠিকমত নখ ও দাঁত গজায় নি। কয়েক বছর পর হয়তো সে সবও গজাবে।
আমি জানি দুষ্টু লোকের সৎ সাহস কম হয়! ওদের শায়েস্তার জন্য একটা হুংকারই যথেষ্ট! কিন্তু আমারও কিছু সীমাবদ্ধতা আছে! নিজের ভীতটা আরেকটু মজবুত করতে হবে! তারপর কোন একদিন.........
চিতাবাঘ একা শিকার করে, জোরে দৌড়াতে পারে, কিন্তু ওরা নিজের চেয়ে বড় কিছু শিকার করতে পারে না! অপরদিকে সিংহরা একসাথে শিকার করে! মহিষ, জেব্রা, জিরাফ, এমনকি হাতিকেও তারা ভয় পায় না! আপনারা থাকুন! আমি গেলুম কিছু সাহসী সিংহে খোঁজে!
যারা হবে নির্ভীক যোদ্ধা!
যারা সর্বদা চলবে সত্যের পথে!
তারাই তো আমার পছন্দের সামুরাই!!
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও,
আরেকটুক্ষণ রও না সময়
একটু পরে যাও?
জানি জীবন গল্পে অনেক ধাঁধা
একটু হাসি অনেক কাঁদা......
আজ ঠান্ডা মাথায় ভেবে দেখলাম, ব্লগিংটা আমার জন্য নয়! আমার জন্য পৃথিবীটাই ব্লগ। আমি হতে চাই বাস্তব জীবনের খেলোয়াড়, এক বাস্তব অভিনেতা। আমার খেলার মাঠ হবে আমার চারপাশের জগৎ। জীবনটা হবে আসল আয়নাবাজী! যেখানে লাইট, ক্যামেরা আর অ্যাকশানের ঝামেলা নেই! যেখাকার প্রতিটা দিন চলবে শ্যুটিং! যেখানেই আমি যাব সেটাই হবে শুটিং স্পট! যার অভিনেতা হবে আমার চারপাশের মানুষ! সেখানে অ্যাকশান, কমেডি, রোসান্স বা ট্রাজেডি সব থাকবে! যেই সিনেমার পরবর্তি পার্ট আমার অজানা! যেখানে রিপ্লের কোন সুযোগ নেই! শুধু একটা শট, একটাই চান্স! সঠিক/ভুল যাই হোক, যেখানে শুধু সামনে এগুতে হয়।
যেখানে একটাই সূত্রঃ ডু অর ডাই!
আমি তো এমন এক লাইফ'ই চাই...
@সামুর লেখক,
আমার কারো উপর কোন অভিযোগ নেই! আমি জানি, বন্ধুরা তো বটেই, শত্রুরাও আমাকে পছন্দ করে।।
@মডু,
আপনাদের উপরও আমার রাগ নেই!
বিষয়টা আমি পজিটিভলি নিতে চাচ্ছি! আমার নতুন একটা মিশন আছে! আমি ঠিক করেছি সেটা শেষ না হওয়া পর্যন্ত ব্লগে রেগুলার হব না! কাজটা শেষ করতে পারলে, এই লালকার্ডটাও আমার জন্য সাপে বর হতে পারে!!
আচ্ছা?
খেলোয়াড়েরা কি লালকার্ড দেখে ভয় পায়??
গেম
ইজ
অন...........
২৪| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সামুরাই
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530098445-d9e3243_xlarge.jpg
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530098503-0a5d49e_xlarge.jpgকচুগাছ
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530098522-2f5a515_xlarge.jpgচোর
মেসি[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1528106091-ccb5ea9_xlarge.jpg
dear blogger, your Comment Ban access has been temporarily banned for 3 days due to violation of the blog rules. the blog rule attached and pasted, 2b. any kind of criticism that we feel is not constructive rather is written to create conflict and disturbance or any criticism that is geared towards a person rather than an opinion ২খ.যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে। regards, somewherein blog team.
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1524225426-ca46a10_xlarge.jpg
"আহা! ভাগ্য আমার বটে।"
লিখিতে চাইনা কোন কিছু আর
লিখিতে যে লাগে ভয়,
কি বলিতে কি বলিয়া ফেলি?
না জানি কি হয়??
একদা যে ব্লগে এসেছিনু আমি
হতে চেয়েছিনু হিরো,
সবার চেয়ে সেরা হবো আমি
বেল পাইবেনা নিরো!!
ভালবেসেছিনু ব্লগের সবাইকে
ভাইয়া কিংবা আপু,
100% খাঁটি ছিল সেটা
সত্যি বলছি বাপু!!
শেষকালে এসে আবাক হইনু
ইহাই ছিল ঘটে?
হিরো হতে এসে জিরো হয়ে গেনু,
ভাগ্য আমার বটে!!
লজ্জা! লজ্জা! লজ্জা!
এখন ইহাই শোনার বাঁকি?
আমি একটা লুল, গিনিপিগ
মাথামোটা ডোডো পাখি!!
তাই, এইতো কিছুক্ষণ
করেছি যে আমি পণ!
হিরো হতে যদি, না পারি আমি
লিখবোনা কক্ষণ!!
আজ, শুরু হল সেই রণ
দিয়ে মোর প্রাণও মন!
ভালো থেকো সব জানেমান প্রিয়
ব্লগে থেকো আমরণ!!
ছিল যত মোর রাগ অভিমান
চাপা-কষ্ট বুকে জমা?
ধুইয়া মুছিয়া সাফ হয়ে গেল
সব করে দিনু ক্ষমা!
ভাপা, দোয়া করো মন খুলে
সব দুঃখ বেদনা ভুলে,
হিরো হয়ে যেন ফিরিয়া আসি গো
সামুর এই নীড় কূলে!!
(সমাপ্ত) ..........................
পুনশ্চঃ
ভাপা = ভাইয়া(ভা) +আপা(পা)
ইহা একটি ব্রেকাপ পোস্ট, আনন্দ/বেদনায় খান গিয়ে রোস্ট।।
০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আবার কখন ব্যান খেলাম? এবার যে কোন রকম নোটিশ ছাড়াই!!!ফ্লাডিং নিয়ে বলাটাই কি অপরাধ! মডুদের মান-সন্মান এত ঠুনকো! যে একটা কমেন্টেই মানহানিহয়ে যায়?মূল গুটিবাজ তবে কে???(অচেনা বকরীটাইগার পাসসায়মাস কিচেনআইটি এনালিস্টহামারা বিলাই হামছে ম্যাও? নাকি মডুদের কেউ?)ব্লগ ইনফরমেশন প্যানেলঃপোস্ট পর্যবেক্ষণ (০)অদেখা মন্তব্য সমূহ (০)আমার ড্রাফট (৩১)নতুন নোটিশ (০)সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেনআকতার আর হোসাইনপাঠকের প্রতিক্রিয়া !আর. এন. রাজুZinat Imamকালীদাসচাঁদগাছীআমপাবলিকদি ফ্লাইং ডাচম্যানপদাতিক চৌধুরিটারজান০০০০৭কাল্পনিক_ভালোবাসাসুমন করআখেনাটেনMd.Yasinমোঃ ইকবাল ২৭আরোগ্যঢাবিয়ানকি করি আজ ভেবে না পাইপ্রান্তরপাতাসৈয়দ তাজুল ইসলাম তাজ হাবিবীআপনার উপর নজর রাখা হচ্ছে, উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবেনা। আপনার লেখা কেবল মাত্র আপনার নিজস্ব পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটর উপস্থিত থাকলে তার বিবেচনা সাপেক্ষে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন।একটি ভুল পাওয়া গেছেদুঃখিত, টেকনিক্যাল সমস্যার কারনে অনুগ্রহ করে আবার লগ আউটকরে লগ ইন করুন। এরপরও যদি আপনি পোস্ট করতে না পারেন, তাহলেআপনার পোস্টের কন্টেন্ট ও শিরোনাম আমাদেরকে মেইল করে পাঠিয়ে দিন।
আমার সকল নোটিশ (ক্রমানুসারে)আপনার কমেন্ট ব্যান তুলে নেওয়া হয়েছেdear blogger, your Comment Ban access has been temporarily banned for 3 days due to violation of the blog rules. the blog rule attached and pasted, 2b. any kind of criticism that we feel is not constructive rather is written to create conflict and disturbance or any criticism that is geared towards a person rather than an opinion ২খ.যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছেগঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে। regards, somewherein blog team.শিরোনামের পোস্টে আপনার একটি কমেন্ট মুছে দেওয়া হয়েছে কে কেথায় আছেন? আসুন সবাই! তথ্য প্রমাণসহ চোরদের হাতেনাতে ধরুন!!! শিরোনামের পোস্টে আপনার একটি কমেন্ট মুছে দেওয়া হয়েছেশিরোনামের পোস্টে আপনার একটি কমেন্ট মুছে দেওয়া হয়েছেআমার প্রিয় বাংলা শিরোনামের পোস্টে আপনার একটি কমেন্ট মুছে দেওয়া হয়েছেআপনার ফ্রন্টপেইজ ব্যান তুলে নেওয়া হয়েছেআপনাকে ফ্রন্টপেইজ ব্যান করা হয়েছেবিজ্ঞাপনব্লগটি৩৮৭২৫বার দেখা হয়েছে
২৫| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শেখ মুজিব
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1522344937-5431c97_xlarge.jpgবার্তা
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1522344986-addf39b_xlarge.jpgহাত
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1522210835-4ff4f83_xlarge.jpgআজ হতে স্বাধীন লেখা নাই
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1522210902-0290a6c_xlarge.jpgকাল রং
৩/ইতিহাসের অমরত্বে
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1522211005-9ab214c_xlarge.jpg৭ই মার্চ
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1522211099-c91b9b5_xlarge.jpg৭মার্চ ভাষন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি১৭[২৩ক। রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন।]
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530099224-5ff522d_xlarge.jpg মারমা
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530099392-a78e352_xlarge.jpg ছাতি মার।ি
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530099455-d151c91_xlarge.jpg গারো
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530099566-26eed84_xlarge.jpgগা ো সুন্দরি
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530099659-27c7421_xlarge.jpg ত্রিপুরা
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530099720-0da3234_xlarge.jpg মনিপুরি
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530099790-c8f81fb_xlarge.jpg সাঔতাল
া [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530099864-ebe78ac_xlarge.jpg রাজবংশীয়া
২৬| ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছাত্র রাজনীতির সেকাল একালঃ
পেছন ফিরলে আমরা দেখতে পাই আমাদের দেশের রাজনীতিতে ছাত্রদের অবদান কতখানি। কলকাতার সেইবেকার হোস্টেল, ২৪নাম্বার রুম। পূর্বের ’৪৮ ও’৫২ এর ভাষা আন্দোলন,১৯৬২ ও ১৯৬৪ সালের শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন,১৯৬৬ সালে ছয়দফার আন্দোলন,১৯৬৮ সালে ১১ দফার আন্দোলন,১৯৬৯এর গণ অভু্্যত্থান ১৯৭০ এর নির্বাচন ১৯৭১ সালেরমার্চ মাসে অসহযোগ আন্দোলনসব ক্ষেত্রে ছাত্র সমাজ বলিষ্ঠ ভুমিকা পালন করে।আগের মত সেই সুশীল চিন্তাধারা,ব্যক্তি স্বার্থবিহীন কাজকর্ম কেউ করে না।নিজের স্বার্থে রাজনীতি করে লাভ হবেনা।বৃহত্তর স্বার্থে রাজনীতি করতে হয়।মুক্তিযুদ্ধ চলাকালীন বা তার আগের সময়ে ছাত্রদের মধ্যে দেশের জন্য যেমন মমতা এবং তাদের যে তেজ ছিল তা এখনকার ছাত্রদের মধ্যে নেই।একেবারে নেই বলাটা ভুল,আছে কিন্তু তা লুকায়িত!
এখনকার ছাত্র রাজনীতি মানেই চাঁদাবাজি,টেন্ডারবাজি,মারামারি,দখলদারি এসব।অধিকাংশ ছাত্র শুধুমাত্র নিজেদের লাভের জন্য তাদের রাজনীতির সাথে সম্পৃক্ত করে।ছাত্রদের উচিত সুশীল চিন্তাধারার সূচনা করা।মনমানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।বুদ্ধিদীপ্ত চেতনাধারীদের রাজনীতিতে অংশগ্রহন বাড়াতে হবে।তাদেরই এই বেহাল অবস্থার অবসান ঘটাতে হবে।
পুনশ্চঃ
তখনকার ছাত্ররা খুন, ধর্ষণ, দখলবাজি, টেন্ডারবাজি, শিক্ষকদের লাঞ্চিত অপমান করতো কিনা জানি বা ইতিহাসেও খুঁজে পাইনি !
(সংগৃহীত)
২৭| ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কারণ কোন মুক্তিযোদ্ধার নাম শুনলে প্রথমে আমার সন্দেহ হয়! লোকটি কি আসলেই যুদ্ধ করেছে?
নাকি ভূয়া??
আমার পরিচিত এক মুক্তিযোদ্ধা ছিল! ছোট থেকেই জেনে আসছি তিনি মুক্তিযোদ্ধা, এমনকি গ্রামের সবাই এটা জানে! যার কথা বলছি যদিও এসব লিখতে গিয়ে আমার মাথা হেট হয়ে যাচ্ছে! ক্ষোভে, লজ্জায়, ঘৃণায়!
কয়েক মাস আগে কোটা নিয়ে তুলকালাম কান্ড ঘটে গেল! এর প্রধান কারণ ছিল মুক্তিযোদ্ধা কোটা, স্পেশালি ভূয়া/সুবিধাবাদী সম্প্রদায়(মনে রাখবেন
মুক্তিযোদ্ধারা আমাদের হিরো, তারা কখনো ভূয়া হয় না! কারণ ভূয়ারা মুক্তিযোদ্ধা নয়, ওরা কান কাটা রমজান!! ওরা যতোই গেজেটভুক্ত হোক/ভাতা পাক। ওদের জন্য কোন শ্রদ্ধা নেই, আছে শুধু একরাশ ঘৃণা।।
মন্ডল
২৮| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ৩.ইতালিয়ান = তি আমো।৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ।৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হা ইয়ো।৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন।৭.জার্মান = ইস লিবে দিস।৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে।৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন।১০.ফার্সি = দুস্তাত দারাম।১১.তিউনিশিয়া = হাহে বাক।১২.ফিলিপিনো = ইনবিগ কিটা।১৩.লাতিন = তে আমো।১৪.আইরিশ = তাইম ইনগ্রা লিত।১৫.ফ্রেঞ্চ = ইয়ে তাইমে।১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ।১৭.অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও।১৮.জুলু = মেনা তান্দা উইনা।১৯.তুর্কি = সেনি সেভিউর ম।২০.মহেলি = মহে পেন্দা।২১.তামিল = নান উন্নাই কাদালিকিরেন।২২.সহেলি = নাকু পেন্দা।২৩.ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম।২৪.হিব্রু = আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলেকে), আওটচা (ছেলেকে মেয়ে)।২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু।২৬.চেক = মিলুই তে।২৭.পোলিশ = কোচাম গিয়ে।২৮.পর্তুগিজ = ইউ আমু তে।২৯.বসনিয়ান = ভলিম তে।৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ।৩১.হাওয়াই = আলোহা ওয়াউ লা ওই।৩২.আলবেনিয়া = তে দুয়া।৩৩.লিথুনিয়ান = তাভ মায়লিউ।৩৪.চাইনিজ = ওউ আই নি।৩৫.তাইওয়ান = গাউয়া আই লি।
৩৬.পার্শিয়ান = তোরা ডোস্ট ডারাম।৩৭.মালয়শিয়ান =সায়া চিনতা কামু।৩৮.মায়ানমার = মিন কো চিত তাই।৩৯.ভিয়েতনামিস = আনাহ ইউই এম (ছেলে মেয়েকে),এম ইউই আনাহ (মেয়ে ছেলেকে)।৪০.থাইল্যান্ড = চান রাক খুন (ছেলে মেয়েকে), ফেম রাক খুন (মেয়ে ছেলেকে)।৪১.গ্রিক = সাইয়াগাপো।৪২.চেক = মিলুই তে।৪৩.বর্মিজ = চিত পা দে।৪৪.পোলিশ = কোচাম গিয়ে।৪৫.মালয়ি = আকু চিন্তা কামু।৪৬.ব্রাজিল = চিতপাদে।৪৭.হিন্দি = ম্যায় তুমছে পেয়ার করতাহুঁ।৪৮.জাপানি = কিমিও আইশিতের।৪৯.পাকিস্তান = মুঝে তুমছে মহব্বত হায়।৫০.ফার্সি = ইয়ে তাইমে।৫১.সিংহলিজ = মামা ও বাটা আছরেই।৫২.পাঞ্জাবী = মেয় তাতনু পেয়ার কারতা।৫৩.আফ্রিকান = এক ইজ লফি ভির ইউ (ছেলে মেয়েকে), এক হাত যাও লিফ (মেয়ে ছেলেকে)।৫৪.তামিল = নান উন্নাহ কাদা লিকিরেণ।৫৫.রোমানিয়া = তে ইউবেস্ক।৫৬.স্লোভাক = লু বিমতা।৫৭.নরওয়ে = ইয়েগ এলস্কার দাই।৫৮.স্প্যানিশ = তে কুইয়েবু।৫৯.ফিলিপাইন = ইনি বিগকিটা।৬০.বুলগেরিয়া = অবি চামতে।৬১.আলবেনিয়া = তে দাসরোজ।৬২.গ্রিক = সাইয়াগাফু।৬৩.এস্তোনিয়ান = মিনা আর মাস্তান সিন্দ।৬৪.ইরান = সাহান দুস্তাহত দোহরাম।৬৫.লেবানিজ = বহিবাক।৬৬.ক্যান্টনিজ = মোই ওইয়া নেয়া।৬৭.ফিনিশ = মিন্যা রাকাস্তান সিনোয়া।৬৮.গ্রিনল্যান্ড= এগো ফিলো সু।৬৯.আরবি = আনা বেহিবাক (ছেলে মেয়েকে), আনা বেহিবেক (মেয়ে ছেলেকে)।৭০.ইরিত্রয়ান = আনা ফাতওকি।
২৯| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১খ. নিয়মভঙ্গ প্রসঙ্গে: এখন থেকে ব্লগের নিয়মভঙ্গের জন্য কোন ব্লগারকে ব্যান করা হলে তিনি তার নিজস্ব ব্লগ পাতায় একটি নোটিশ পাবেন, যেখানে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট ধারার উল্লেখ থাকবে। কোন ব্লগারের পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হলেও ব্লগার একই ভাবে নিয়ম ভঙ্গের সুনির্দিষ্ট কারন সম্পর্কে অবগত হবেন।
যেসকল কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি :
৪ঘ. যদি কোনো ব্লগারের প্রথম পোস্ট ব্যক্তি আক্রমনাত্মক হয় কিংবা আমরা বুঝতে পারি যে নিক-টি কেবল ব্লগ সম্প্রীতি নষ্ট করবার জন্যই তৈরী করা হয়েছে।
৪চ. যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ,আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন।
৪ছ. যদি কোন ব্লগার অন্য কাউকে হেয় করবার উদ্দেশ্য নিয়ে কোন নিক রেজিস্টার করে।
1. Air Force One(1997)
2. Saving Private Ryan(1998)
3. Special Forces(2011)
4. Wolf Warriors(2015)
5. Dunkirk(2017)
তুলসী বনের বাঘ (ভণ্ড, ঠগ), দূর্বা বনে খাটাশই বাঘ (যেখানে যোগ্য লোক নেই সেখানে অযোগ্যরাই সেরা), যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় (বিপদেরওপর দুনো বিপদ), পালে বাঘ পড়া (নিজেদের মধ্যে শত্রু ঢুকে পড়া), বাঘে-সিংহে যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায় (বড় মানুষরা যুদ্ধ করলে সাধারণ মানুষের প্রাণ যায়), বাঘের কাছে ছাগল রাখা (শিকারির হাতে শিকার তুলে দেওয়া), বাঘ-ভাল্লুকের রাজ্যে থাকি, মনের কথা মনেই রাখি (অত্যাচারীর ভয়ে তার বিরুদ্ধে মুখ না খোলা), বাঘের যোগ্য বাঘিনী (সাহসী স্বামীর সাহসী স্ত্রী), পোষের শীত মোষের গায়, মাঘের শীত বাঘের গায় (পৌষ মাসে কম শীত, মাঘ মাসে ভীষণ শীত), বাঘের আবার গোবধ (পাপীকে পাপের ভয় দেখানো), রায় বাঘিনী (উগ্র স্বভাবের নারী), আউলে বাঘ জালে পড়ে (মন অস্থির থাকলে কাজ করা যায় না), আগে গেলে বাঘে খায় পিছে গেলে সোনা পায় (যে আগে যায় বিপদ তাকেই সামাল দিতে হয়) ইত্যাদি।
৩০| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্যালিনড্রোম
প্যালিনড্ৰোম(ইংরাজী: Palindrom) হল এমন কিছু বিশেষ শব্দ আর সংখ্যা যার আরম্ভ বা শেষ দুদিক থেকেই পড়লে শব্দেরউচ্চারণ আর অৰ্থের কোন বদল হয় না; বা সংখ্যার মান একই থাকে(সংখ্যার ক্ষেত্ৰে)। মূল গ্ৰীক শব্দ প্যালিনড্ৰোমাস(অৰ্থ:Running back again) থেকে ইংরাজী প্যালিনড্ৰোম শব্দটি এসেছে ।বাংলাভাষায় একে দ্বিমুখী শব্দ বা সংখ্যা বলা যায়। এধরণের দ্বিমুখী শব্দ বা বাক্য সাজাতে যারা দক্ষ তাঁদের ‘পেলিনড্ৰোমিস্ট’ বলা হয়।প্যালিনড্ৰোম উদাহরণ:1.সরস2.জলজ3.কথক4.নবজীবন5.রমাকান্তকামার6.MADAM7.REFER8.NOON9.LEVEL10.১১(11)11.১০১(101)12.১০২০১(10201)
ইংরেজি প্যালিনড্রোমঃ
ইংরেজিতে প্যালিনোড্রোমিক শব্দের সংখ্যা ভুরি-ভুরি- EYE, DEED, CIVIC, NUN, MOM, DAD, LEVEL,KAYAK, NOON, REFER, REVIVER, ROTOR, RADAR, TIT, TAT, WOW, PIP, POP, TOOT, MADAM, RACECARইত্যাদি। তবে বহুল ব্যবহৃত ইংরেজি শব্দের মধ্যে REDIVIDER শব্দটি হল দীর্ঘতম প্যালিনড্রোম।“If I had a Hi-Fiবাংলায় প্যালিনড্রোমবাংলায় প্যালিনড্রোমিক শব্দ অনেক থাকলেও প্যালিনড্রোমিক বাক্য খুব বিরল। কারণ বাংলায় যুক্তবর্ণ ও যুক্তাক্ষরের ব্যবহার প্রচুর। প্যালিনড্রোমিক শব্দের মধ্যে বহুশ্রুত দুই অক্ষরের শব্দ হল- বাবা, দাদা, মামা, কাকা, চাচা, নানা, লালা, চিঁচিঁ, হিহি, জুজু ইত্যাদি। তিন অক্ষরের প্যালিনড্রোমিক শব্দের সংখ্যা অপেক্ষাকৃত বেশি, যেমন- মরম, মলম, দরদ, জলজ, যমজ, তফাত, মধ্যম, বাহবা, চামচা, সন্ন্যাস, সন্ত্রাস, সরেস, সমাস, সহিস, নতুন, নরুন, নরেন, নন্দন, নবীন, কালিকা ইত্যাদি। একটু বড় প্যালিনড্রোমিক শব্দহল বনমানব, নবজীবন।
প্যালিনড্রোমিক নামও বাংলায় আছেবেশ কিছু – মহিম, নরেন, নটেন, কনক, কটক ইত্যাদি। তবে রমাকান্ত কামার ছাড়াও সুবললাল বসু, সদানন দাস, রায়মনি ময়রা, হারান রাহা, নিধুরাম রাধুনি, দেবী দে ইত্যাদি পদবিসহপ্যালিনড্রোমিক নাম বিরল হলেও বাস্তবে থাকা অসম্ভব নয়।বাংলায় প্যালিনড্রোম বেশ বিরল। ছোটবেলার তোমাদের প্রায় সবার জানা ‘রমাকান্ত কামার’ ছাড়া আর প্রায় তেমন নেই। তিন অক্ষরের কয়েকটি শব্দ পাওয়া যায়: মধ্যম, নতুন, নবীন, সমাস, মলম, জমজ, দরদইত্যাদি। নবজীবন। কয়েকটি শব্দবন্ধও পাওয়া যায়: ‘থাক রবি কবির কথা,’ ‘বিরহে রাধা নয়ন ধারা হে রবি’ ইত্যাদি; ধারণা করা হয় এ দু'টি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। আরও দুয়েকটি পাওয়াগেছে, যদিও উৎস জানা নেই: ‘কীর্তন মঞ্চ পরে পঞ্চমনর্তকী’ এবং ‘মার কথা থাক, রমা।”কাক কাঁদে কাক কাঁ; চেনা সে ছেলে বলেছে সে নাচে; তাল বনে নেব লতা; মার কথা থাক রমা; রমা তো মামা তোমার; চার সের চা; বেনে তেল সলতে নেবে;ক্ষীর রস সর রক্ষী; কেবল ভুল বকে; দাস কোথা থাকো সদা? নিমাই খসে সেখ ইমানি; থাক রবি কবির কথা, বিরহে রাধা নয়ন ধারা হেরবি – ইত্যাদি হল দাদাঠাকুর সৃষ্ট অমর প্যালিনড্রোম।“রাধা নাচে অচেনা ধারারাজন্যগণ তরঙ্গরত, নগণ্য জরাকীলক-সঙ্গ নয়নঙ্গ সকল কী?কীর্তন মঞ্চ ‘পরে পঞ্চম নর্তকী”
http://www.abasar.net/Palindromesoumya.html
৩১| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১) আপনার আর নতুন করে হারানোর কিছু বাকি নেই। এই সমাজটা আপনাকে নগ্নভাবে দেখে নিয়েছে। তাই শুধু মনের কথা শুনুন। এগিয়ে যান। আপনার নগ্নতা ঠিক পোশাকে ঢেকে যাবে।---স্টিভ জবস।
২) আপনার শরীরই হোক অথবা মন, কোনও জায়গাতেই সীমাবদ্ধতা রাখবেন না। নিজেকে সীমার ওই পাশে নিয়ে যাওয়ার জন্য লড়াই কীসের! কোনও সীমাই তো নেই।---ব্রুস লি
৩) সহজভাবে ভাবাই ধর্ম। কোথাও কোনও মন্দিরের দরকার নেই। আমাদের মন আর শরীর, এই দুটোই আসলে মন্দির। এটাই বড় ধর্ম। এটাই বড় জীবন দর্শন।---দলাই লামা।
৪) শত্রুকে ক্ষমা করে দাও। কারণ, তুমি বড় মনের মানুষ। কারণ, শত্রুদের নিয়ে ভাববে, তুমি এতটা পিছিয়ে পড়া মানুষই তো নও।--- অস্কার ওয়াইল্ড।
৫) আপনি তো মানুষ। পৃথিবীর সবথেকে শক্তিশালী অস্ত্রটা জন্মসূত্রে পেয়ে গিয়েছেন। অস্ত্রটা হল হাসি। আজ থেকে হাসতে থাকুন। আর হাসি দিয়েই গোটা পৃথিবীটা জয় করেনিন।---মার্ক টোয়েন
http://zeenews.india.com/bengali/lifestyle/10-quotes_134180.html
৩২| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭
আহমেদ জী এস বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ,
আপনাকে দেখে ভালো লাগলো ।
ভাববেন সহজ ভাবে । আপনার শরীরই হোক অথবা মন, কোনও জায়গাতেই সীমাবদ্ধতা রাখবেন না। শত্রুকে ক্ষমা করে দেবেন । হাসি দিয়ে জিতে নেবেন সব ।
২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়,
@(ভাববেন সহজ ভাবে।
কোনও জায়গাতেই সীমাবদ্ধতা রাখবেন না।
শত্রুকে ক্ষমা করে দেবেন ।
হাসি দিয়ে জিতে নেবেন সব ।)
... কথাগুলো মনে রাখব।
ভালো থাকবেন, শুভরাত্রি।
৩৩| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সায়েম, রাজীব নূর, তমা, প্রাণ ধরিয়া.....
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530792505-af3df3c_xlarge.jpgসায়েম সাদাত
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530792542-12a0b7c_xlarge.jpg বাঘ
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530792563-c3141ab_xlarge.jpgরামায়ণ
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530792589-e2b8ac3_xlarge.jpgরাজীব নুর
প্রান ধরিয়া মারো টান[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1523198681-6438270_xlarge.jpg
তমা।[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1523198741-261c4e4_xlarge.jpg
জ্বীন, জানা, রাসিক, হিরো,
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1531743869-0eac2d8_xlarge.jpgজ্বীন
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1531743900-ba1c3f4_xlarge.jpgতারেক ফাহিম।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1531743946-fdedb3c_xlarge.jpgজানা আপু
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1531743988-3b8e332_xlarge.jpgহিরো আলম
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1531744036-21697a4_xlarge.jpgরাসিক।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1531744147-bf656dc_xlarge.jpgছাত্রলীগ।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1531744182-8a0b650_xlarge.jpgহাচু আপার সাথে
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1531744220-efc0db5_xlarge.jpgসমাবেশ
পাগল...নাচা গানা, মেকাপ বক্স
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1525628180-0106db3_xlarge.jpgপাগল, ছাগল, গাধা সমগ্র
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1525628250-6643651_xlarge.jpg পাগল ২
নাচা গানা
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1525628735-9c7d71c_xlarge.jpgবাহুবলী গান
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1525628774-76f60f9_xlarge.jpgবাহুবলী গান কৃষ্ন
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1525628820-bff8a7f_xlarge.jpgঅর্পা সুন্দরী
মেকাপ বক্স
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530098623-62e4fec_xlarge.jpg
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1530098665-4f519cd_xlarge.jpgমেকাপ টেবিল
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/numondal114/numondal114-1526051412-b352d3b_xlarge.jpgনদী
৩৪| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: 1. মানুষ যত বড় হয়, তত সহনশীল হয়, উদার হয়, সংকীর্ণতামুক্ত হয়। আমরা সবার মতামতকে শ্রদ্ধা করতে শিখি। সেই সাথে মত প্রকাশের স্বাধীনতার নামে অন্যের ধর্মীয় বিশ্বাসে আঘাত করা বা ব্যক্তিগত আক্রমন করা থেকে বিরত থাকি।(মন্ডল)
২. আমি স্বপ্নবাজদের দলে, যারা স্বপ্ন দেখে সুন্দর এক আগামির, সংঘাতহীন পৃথিবীর।(হিরো)
৩. বেগম জিয়া ও শেখ হাসিনার মাঝে একটি মিল আছে, উনারা যখন বুঝেন যে, একটা লোক মোটামুটি উনাদের থেকে কম জানে, তখন তাকে বড় পদ দেয়, যখনি দেখেন যে, লোকটা শিক্ষিত, ভালো, উহাকে আর পদ দেন না।(চাঁদগাজী)
৪। সরকারের বিরুদ্ধে বললে বিএনপি, শিবির। আর জামাত-বিএনপির বিরুদ্ধে বললে আওয়ামীলীগ। মোল্লাদের বিপক্ষে গ্যালে নাস্তিক, আর প্রগতিশীলদের বিরুদ্ধে গ্যালে সেকেলে, ধর্মান্ধ। -এই অসূত্র পরিত্যাগ করা উচিত।
-------- জুনায়েদ বি রহমান।
.....
★ “শ্রেষ্ঠ গুরুমন্ত্র হচ্ছে নিজের গোপনীয়তা কারো কাছে প্রকাশ না করা।”- চাণক্য। (গুরু, তুমি যে আমার হাত পা বেঁধে রেখেছো!!)
★ প্রকৃত বন্ধু তারাই, গোটা পৃথিবী যাদের হাত ছেড়ে দিলেও যারা আমাদের হাত কখনো ছাড়ে না। জীবনে এমন অনেক ঘটনা ঘটে, যেগুলো অর্থহীন নাকি গভীর অর্থবহ তা নির্ভর করে আমরা কিভাবে সেগুলোকে দেখি তার উপর। নিজের সবটুকু সাহসকে একত্রিত করে তাই করা উচিত, যা আমাদের মন আমাদের করতে বলে। তা নাহলে হয়ত পরবর্তীতে সারাটা জীবন তা না করার আফসোস বয়ে নিয়ে বেড়াতে হবে। (লেখাটা যে কার পেজ থেকে কপি করলাম?)
পুনশ্চঃ
ঈষান কোনে মেঘ জমেছে। এটা কি ঝড়ের পূর্বাভাস? নাকি নতুন এক অধ্যায়ের সূচনা?... কি জানি! এবার কমেডি-রোমান্স হিরোটা হয়তো জীবনের গোলক ধাঁধায় বন্দি হয়ে যাবে।
দেখা হবে বন্ধু.....
৩৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!
২. গণআন্দোলন ছাড়া, গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না।
৩. অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোন দিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়।
৪. আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালবাসি, সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব বেশী ভালবাসি।
৫. যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তত, কেউ তাকে মারতে পারে না।
৬. যখন তুমি কোন ভদ্রলোকের সাথে খেলবে তখন তোমাকে ভদ্রলোক হতে হবে, যখন তুমি কোন বেজন্মার সাথে খেলবে তখন অবশ্যই তোমাকে তার চাইতে বড় বেজন্মা হতে হবে। নচেত পরাজয় নিশ্চিত।
৭. প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই। প্রধানমন্ত্রী আসে এবং যায়। কিন্তু, যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন, তা আমি সারাজীবন মনে রাখবো।
৮. সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। মুসলমান তার ধর্মকর্ম করবে। হিন্দু তার ধর্মকর্ম করবে। বৌদ্ধ তার ধর্মকর্ম করবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না।
৯. সাত কোটি বাঙ্গালির ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারব না।
১০. দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদকরার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব।
১১. এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলারমানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়।
১২. ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যেই পয়সা করতে হবে।
১৩. যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালনকরলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।
১৪. সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণেরছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজকরতে হবে।
১৫. সমস্ত সরকারী কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।
১৬. গরীবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে।
১৭. জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। এই কথা মনে রাখতে হবে। আমি বা আপনারা সবাই মৃত্যুর পর সামান্য কয়েক গজ কাপড় ছাড়া সাথে আর কিছুই নিয়ে যাব না। তবে কেন আপনারা মানুষকে শোষণ করবেন, মানুষের উপর অত্যাচার করবেন?
১৮. দেশের সাধারণ মানুষ, যারা আজও দুঃখী, যারা আজও নিরন্তর সংগ্রাম করে বেঁচে আছে, তাদের হাসি-কান্না, সুখ-দুঃখকে শিল্প-সাহিত্য-সংস্কৃতির উপজীব্য করার জন্য শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের প্রতি আহবান জানাচ্ছি।
১৯. বাঙ্গালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে।
২০. বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর বিচার হবেই।বিডিটাইমস৩৬৫ডটকম/মাঝি
৩৬| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জ্বরঃ প্যারাসিটামল। (নাপা)
ডায়রিয়াঃ ফ্লামিট, মেট্রোনিডাজল।
অ্যান্টিবায়টিকঃ সিপ্রসিন, অ্যাজিথ্রোমাইসিন।
গ্যাসঃ ইসমিপ্রাজল, ওমিপ্রাজল।
বমিবমিঃ ডমপেরিডন।
স্বর্দি জ্বরঃ অ্যালাকট্রল।
1. Criminal by Accident
2. Criminal by Change
3. Criminal by Opportunity
4. Criminal by born/nature
5. Criminal by Post & Position
♦♦♦♦♦✌️ ✌✌️ ✌✌️ ✌✌️ cc ✍️✍️✍️
✍✎✌☮✔
✿✿✿
★★★
☆☆☆
✉✉✉
♺ ⚑⚐♺⚑ ⚐♺⚑⚐♺⚑ ⚐ ♺♺⚑⚐♺⚑ ♺⚑ ⚐♺⚑ ⚐♺⚑⚐♺⚑⚐ ⚑⚐♺ ⚑⚐♺⚑⚐.....
✉✄⌲ ✈✈✈♦♣♠♥❤♡♪♩♫♬♯♀♂⚥⚢⚣❑❒◈◐◑✖∞«»‹›“”‘’„‚–—|⁄[]{}§¶¡¿‽⁂※±×~≈÷≠π†‡¥€$¢£ß©®@™°‰…·•●
················
••••••••••••
●●●●●●●
⏩⏩⏩▶▶▶▶
░░░░░░░░▓▓▒▒░░░
▓▒░ ۩জয় বাংলা, বাংলার জয়۩░▒▓
۩ ۩ ۩☻☻☻✿✿✿
::::::::::::::::::::::::::..........................
৩৭| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রাসূল ﷺ 。。。。。。。
✿☺☻☹☼✆ ☎ ⇧↩✞✡☭←→↑↓➫⬇⬆☜ই 
☞☼☼ ☼☼☼☼☼☼  
☟☟☟☟ ± ± ± ± ±
►►►►►►►
◄◄◄◄◄◄◄
۩ ۩ ۩ ۩ ۩ ۩ ۩ ۩ ۩☻☻☻✿✿✿
♣♣♣♣♣♣♣♣♣♣♣
☔☔☔☔✋✋
৩৮| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাধিনতার শত সহস্র, লক্ষকোটি সুফল - কিন্তু একটিমাত্র “কুফল” - দেশের নিতিনির্ধারণে অযোগ্য লোকেরা সব উচ্চাশনে -রাজনিতিতে ও প্রশাসনে - ফলে দেশটি যথাযথ ভাবে উন্নতিতে আগাতে পারছে না।
রাজাকার কেনো মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করে ?সনদধারি ভুয়া মুক্তিযোদ্ধারা কেনো প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে সমাজে রাষ্ট্রে অপমান করে বেড়ায় ?রাজাকার সনদধারি মুক্তিযোদ্ধাদের দৌরাত্য বন্ধ করতে হবে কবে ? -ভারতিয় প্রশিক্ষণ সনদ আছে -এম এ জি ওসমানির সনদ আছে -তারা কেনো মুক্তিযোদ্ধা সনদ পান না ?তার সমাধান চাইতে হবে -মুক্তিযোদ্ধার সন্তানদের -কোটা নয় -কোটা হচ্ছে পিছিয়ে পরা জনগোষ্টিকে এগিয়ে নেবার জন্যে -যারা দেশটাকে স্বাধিন করেছে -তারা কেনো কোটার সুবিধা নেবে ?বা চাইবে ?তাদেরকে পৃথক সুবিধা দিয়ে এগিয়ে নিতে হবে -মুক্তিযোদ্ধার সন্তনদের নামে যারা মাঠে নেমেছেতাদের বুঝতে হবে তারা কারা ?তারা কি চায় ?তাদের কি চাইতে হবে ?
দেশে অসম উন্নয়ন, অসম মালিকানা, অসম বন্টন, বেশ হতাশা ও নৈরাজ্যের সৃষ্টি করেছে; এগুলো ভয়ংকর ব্যাপার।
৩৯| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১. এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত।
২. পা, বাঙলাদেশে, মাথার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পদোন্নতির জন্যে এখানে সবাই ব্যগ্র, কিন্তু মাথার যে অবনতি ঘটছে, তাতে কারো কোনো উদ্বেগ নেই।
৩. প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন স্মৃতিসৌধ মাথাতোলে, নতুন বিদ্রোহীরা তখন কারাগারে ঢোকে, ফাসিঁকাঠে ঝোলে।
৪. বাঙালি যখন সত্য কথা বলে তখন বুঝতে হবে পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে।
১১জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি।
৯৪।মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায় আসে না; যায় আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
৮৭।এখানে সাংবাদিকতা হচ্ছে নিউজপ্রিন্ট-বলপয়েন্ট-মিথ্যার পাচঁন।
৭০।টাকাই অধিকাংশ মানুষের একমাত্র ইন্দ্রিয়।
৯।যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না।
২।নিন্দুকেরা পুরোপুরি অসৎ হ’তে পারেন না, কিছুটা সততা তাঁদের পেশার জন্যে অপরিহার্য; কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারই যথেষ্ট।
২৮।মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে সবার ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক।
১১২।সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ব’লে মনে হয়।
৪৭।বাঙলার বিবেক খুবই সন্দেহজনক। বাঙলার চুয়াত্তরের বিবেক সাতাত্তরে পরিনত হয় সামরিক একনায়কের সেবাদাসে।
৪৮। বাঙলাদেশ অমরদের দেশ। এ-দেশের প্রতি বর্গমিটার মাটির নিচে পাঁচজন ক’রে অমর ঘুমিয়ে আছেন।
৫০।একবার রাজাকার মানে চিরকাল রাজাকার; কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়।
৫১।বাঙলার প্রতিটি ক্ষমতা দখলকারী দল সংখ্যাগরিষ্ঠ দুর্বৃত্তের সংঘ।
৪০| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর আইডিয়া।
৪১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আপনি সারাজীবন যে সত্যগুলো শুনে আসছেন এখন কিন্তু আবার ব্যতিক্রমও শুনে থাকেন যেমনঃ
১। সারাজীবন জেনে আসছি স্বাধীনতার ঘোষক শেখা মুজিবর রহমানকিন্তু হটাত করেই জানা গেল স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান।(http://helpfulhub.com/6803/এইখানে এই বিষয় নিয়ে অনেক আলোচনা দেখেছি)
২। হটাত করে বেগম খালেদা জিয়ার নতুন জন্ম তারিখ আবিস্কার হয়।
৩। হটাত করে তারেক জিয়ার নতুন তত্ত্ব, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।ঠিক অনুরূপভাবে এখন আরেকটি নতুন তত্ত্ব আবিস্কার হল যে শেখ মুজিবর রহমান ৭ ই মার্চের ভাষনের শেষে "জয় পাকিস্তান" বলেছেন।এবার সাধারণ যুক্তি, ঐ সময় যদি তিনি সত্যিই এটা বলতেন তাহলে সব পত্রিকাতে এই ব্যাপারে নিউজ হত না? যেখানে তিনি লক্ষ্য মানুষের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন সেখানে তিনি কেনই বা শেষে "জয় পাকিস্তান" বলবেন? এটা খুবই হাস্যকার একটা ব্যাপার।সব থেকে মজার ব্যাপার, হচ্ছে আজ ফেসবুকে দেখলাম একটি নকল ভিডিও বানানো হয়েছে যেখানে "জয় বাংলা" বলার পর "জয় বাংলা" কেটে জয় পাকিস্তান জোরা লাগানো হয়েছে যা একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে এডিট করে করা হয়েছে।সত্য জানার অধিকার আপনার আমার সবার আছে কিন্তু সব কিছু অন্যের মাধ্যমে না জেনে নিজে একটু চিন্তা করে বুদ্ধি খাটান, তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
৪২| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগ মানেই আলোচনা এবং সমালোচনায় স্থান। ভালো ব্লগাররা কখনই বিশাল মন্তব্যকে এড়িয়ে যান না, যুক্তি সংগত যে কোন মন্তব্যকেই ব্লগাররা আনন্দ সহকারে গ্রহন করে। তবে যারা খুব সীমিত তথ্যকে পুঁজি করে আলোচনায় অংশ গ্রহন করে, তারা সাধারনত এই ধরনের মন্তব্য এড়িয়ে চলে।
পৃথিবীর ইতিহাসে আপনি শ্রেষ্ঠ সিরিজ লিখছেন।
এই সিরিজের কারনে সামু ব্লগ অনেক উপরে উঠে যাচ্ছে। প্রতিদিন কয়েক কোটি ভিজিটর আসছে ব্লগে এই সিরিজ পড়তে।
একটা গম্ভীরা শোনঃ
same age ভাল সেটা জানি,
তবু senior ভালো লাগে;
স্নেহ-শাসন সবই করবে
চাকরি পাইবো মোর আগে..
নানা হে....
(তুমি নাকি পিত্তেকদিন জানলা দিয়ে দেখো, কোন রাজপুত্তর পঙ্খিরাজ ঘোটক নিয়ে আগমন করিল নাকি? ভাবছি, আমি একটা ঠেলাগাড়ি নিয়ে যাব। দারুন আইডিয়া না??)
তুমি আমার পেছনে হেঁটো না, কারন আমি জানি না আমি কোথায় যাচ্ছি। আমার সামনে হেঁটো না, কারন তোমাকে অনুসরন করবো না। আমার পাশে হাঁটো, আমরা বন্ধু হই।
৪৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: H20
H টু O
H₂o
H₂O
যাক না জীবন যাচ্ছে যখননির্ভাবনার নাটাই হাতে
Water (H2O)
Chemical formulaH2O
IUPAC namewater, oxidaneOther namesHydrogen hydroxide (HH or HOH), hydrogen oxide, dihydrogen monoxide (DHMO) (systematic name[1]), hydrogen monoxide, dihydrogen oxide, hydric acid, hydrohydroxic acid, hydroxic acid, hydrol,[2]μ-oxido dihydrogen
দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত রাসায়নিক যৌগপানির তিনটি অবস্থা: তরল, কঠিন (বরফ), এবং বাতাসে মিশ্রিত (অদৃশ্য)পানিীয় বাষ্প।
]রাসায়নিক যৌগেরনামকরণ প্রক্রিয়া অনুসারে পানির বিজ্ঞানসম্মত নাম হলdihydrogen monoxide(ডাইহাইড্রোজেন মোনক্সাইড)। কিন্তু এই নামটি প্রায় কোথাও ব্যবহৃত হয় না।
মানবদেহেরআকারের সাপেক্ষে তাতে ৫৫% ৭৮% পানি থাকে।
মুদ্রের জলের যত লবণাক্ততা বাড়ে, এর হিমাঙ্ক তত কমে যায়। সমুদ্রের পানির হিমাঙ্ক প্রায় -২ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের পানি খানিকটা ক্ষারীয় (পিএইচ ৭.৫ থেকে ৮.৫৪)।[১]
৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিজয় চেয়েছিলাম ঠিকই কিন্তু এমন বিজয় তো চাইনি!
দুপেয়ে জীব দেখিমানুষ পা্ও কোথা!
মান আর হুশ না থাকিলেমানুষ হলো কোথা??
শিক্ষকতা নিয়ে আপনার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। সমস্যা হল আপনাদের কয়েক জনের এক পেশে ব্লগীয় আচরণ। বন্ধু মহলের অনেকে অাপনাদের লেখা পড়ে হাসে। নিজের মগজটা কোন দলের কাছে বন্ধক না রাখলে কী চলে না???
আদিতে মানুষ যে কারণেই রাষ্ট্র বানিয়ে থাকুক না কেন, বর্তমান পৃথিবীতে রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষার যন্ত্র।
সম্রাট ইজ বেস্টবলেছেন: কবির মরণ কাম্য নয়। দেশ নিয়ে ভাবার জন্য আরও লোক আছে। আমি-আপনি তো চুনোপুঁটি।
গণতন্ত্রের মত ফালতু দর্শনের মধ্যে মুক্তি খুজে বেড়ায়, যেখানে মানুষের মাথার মধ্যে থাকা জ্ঞান বুদ্ধিকে মুল্যায়ন না করে শুধু মাথার খুলি গননা করা হয়।
সার্টিফিকেটধারী বুদ্ধিপ্রতিবন্ধীর সংখ্যা কী বেড়েই চলবে?
পলিটিশিয়ানরা যেভাবে চলছে সেভাবেই চলবে, আপনারা লেখালেখি করে তাদের বদলাতে পারবেন না। তার চেয়ে যুবসমাজের জন্য লিখুন, কাজের কাজ কিছু হলেও হতে পারে।
এর জন্য কে দায়ী! আমি? না পুরো শিক্ষাব্যবস্থা, সমাজব্যবস্থা, রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা দায়ী??
দেশের সমস্ত সুযোগ কিছু ব্যবসায়ী, প্রশাসনের লোকজন ও রাজনীতিবিদরা দখল করে নিয়েছে; সেটা নিয়ে মারামারি হবে একদিন।
আমাদের ব্লগাররা রাজনৈতিকভাবে সচেতন হোক, কোন দলীয় আদর্শের কাছে নিজের বিবেক, বিবেচনা, ভালোবাসা বা দেশপ্রেম বিসর্জন না দিয়ে দেশপ্রেম জাগ্রত হোক নিজের দেশের জন্য
আমরা যদি না জাগি মাকেমনে সকাল হবে ?
৪৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: দেখে গেলাম
৪৬| ১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার ড্রাফট
নিরপেক্ষ নির্বাচন হলেই কী সব সমস্যা সমাধান হয়ে যাবে???- ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬এডিট করুন|মুছে ফেলুন★★★ ৭ই মার্চের ভাষণ (ইউটিউব থেকে ) - ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩এডিট করুন|মুছে ফেলুনওমেরা, পাগলু, মলাই মসা - ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১এডিট করুন|মুছে ফেলুনভাঙন ৪ - ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬এডিট করুন|মুছে ফেলুনপদ্মার ভাঙন। ২ - ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১এডিট করুন|মুছে ফেলুনপদ্মার ভাযন ১ - ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫এডিট করুন|মুছে ফেলুন"শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।"- ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১এডিট করুন|মুছে ফেলুন"মীরজাফরদের সেকাল-একাল।"- ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫এডিট করুন|মুছে ফেলুনসাদ্দাত, বাঘ, রামাষন, নুর, বৃষ্টি, আলোচনা,একটি হারানো বিজ্ঞপ্তি, গিলস, বিবাহের পাক, মেকাপ বক্স - ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০এডিট করুন|মুছে ফেলুনআমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? - ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯এডিট করুন|মুছে ফেলুনএ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই!- ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯এডিট করুন|মুছে ফেলুনএকটি হারানো বিজ্ঞপ্তি..... - ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:২৮এডিট করুন|মুছে ফেলুনব্লগে যারা নাম প্রকাশ করতে ভয় পায়, একটা পোস্টও দেয়না, সারাদিন কাইজা করে বেড়ায়, তারা দুরে গিয়ে মরুক!!- ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬এডিট করুন|মুছে ফেলুন৫৭ধারা প্রাঙ্ক গিলস, সোনার তরী, সামুরাই, কচুগাছ, চোর, tangled, মেয়েদের ক্রিকেট, র্যাগ ডে, - ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২এডিট করুন|মুছে ফেলুনউপজাতী - ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৫এডিট করুন|মুছে ফেলুনস্বৈরতন্ত্র থেকে যদি ভাল কিছু হয়, তাহলে তো স্বৈরতন্ত্রই ভাল! - ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:০৫এডিট করুন|মুছে ফেলুনঅন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে.....- ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:০০এডিট করুন|মুছে ফেলুনপাঠকের আত্মজীবনী - ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:০০এডিট করুন|মুছে ফেলুনআবার আমি মানুষ হব! - ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৬এডিট করুন|মুছে ফেলুনকেন ব্লগিং করি? - ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬এডিট করুন|মুছে ফেলুনছবিব্লগ পদ্মা ও পাকশী ব্রীজ - ২৮ শে মে, ২০১৮ ভোর ৫:৪৯এডিট করুন|মুছে ফেলুন☻☻☻ "ইদানীং কি কারণে যেন আমার লেখা আলোচিত হচ্ছে না!" (কবিরাজি চিকিৎসা) - ২১ শে মে, ২০১৮ রাত ১১:২৪এডিট করুন|মুছে ফেলুনকদম, বাহুবলী, ঘোড়া, নদী, নাচা গানা, পাগল - ১১ ই মে, ২০১৮ রাত ৯:০৯এডিট করুন|মুছে ফেলুননৌকা, নৌকাবাইচ, বিদায়, রবিন, বিচার - ০৬ ই মে, ২০১৮ রাত ১১:৫৪এডিট করুন|মুছে ফেলুনট্রল, পপকর্ন, সাবিব, বিদ্রাহী, প্রাণী, টাইগার, ব্লগ, বিদ্যুৎ, - ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫এডিট করুন|মুছে ফেলুনদুর্নীতি, বৈশাখ, বানিজ্যীক, সাবা, চোর ডাকাত, শিক্ষিত বিবেক - ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮এডিট করুন|মুছে ফেলুনসুন্দরি তমা, প্রাণ ধরিয়া , ধর্ষন, ফটোগ্রাফি - ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬এডিট করুন|মুছে ফেলুনmujib ২৬ march - ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৬এডিট করুন|মুছে ফেলুনmujib picture - ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৫এডিট করুন|মুছে ফেলুন♣♣♣ প্রিয় যত পোস্ট......(মোর প্রিয় হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল...) - ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৫এডিট করুন|মুছে ফেলুন
আরো দেখুনঅটোড্রাফট পোস্ট
৪৭| ১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অটোড্রাফট পোস্ট
সকল অটোড্রাফট মুছে ফেলুন
প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন স্মৃতিসৌধ মাথাতোলে, নতুন বিদ্রোহীরা তখন কারাগারে ঢোকে, ফাসিঁকাঠে ঝোলে(হু. আযাদ)। - ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৩এডিট করুন|মুছে ফেলুন“ভিতরে ইঁদুর রেখে বাইরে মাটি দিলে, সমস্যার সমাধান হবে না।”- ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫১এডিট করুন|মুছে ফেলুনঐতিহাসিক ৭ই মার্চঃ কিছু স্মৃতি, কিছু কথা- ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:০৮এডিট করুন|মুছে ফেলুনউপজাতী - ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫এডিট করুন|মুছে ফেলুনআমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? - ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২এডিট করুন|মুছে ফেলুনআবার আমি মানুষ হব! - ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯এডিট করুন|মুছে ফেলুন"মীরজাফরদের সেকাল-একাল।"- ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮এডিট করুন|মুছে ফেলুনঅসমাপ্ত কাহিনী - ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩এডিট করুন|মুছে ফেলুনঅন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে.....- ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩এডিট করুন|মুছে ফেলুন"উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ"- ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯এডিট করুন|মুছে ফেলুনওমেরা, পাগলু - ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭এডিট করুন|মুছে ফেলুনমন্তব্য ২ - ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪এডিট করুন|মুছে ফেলুন"বঙ্গবন্ধুনামা"(সহব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি) - ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২এডিট করুন|মুছে ফেলুনভাঙন ৪ - ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬এডিট করুন|মুছে ফেলুনপদ্মার ভাঙন। ২ - ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩এডিট করুন|মুছে ফেলুনপদ্মার ভাঙন। ২ - ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০এডিট করুন|মুছে ফেলুনপদ্মার ভাযন ১ - ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩এডিট করুন|মুছে ফেলুনপদ্মার ভাযন ১ - ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫এডিট করুন|মুছে ফেলুন"শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।"- ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯এডিট করুন|মুছে ফেলুন৯ম থেকে ১৩তম গ্রেডে কোটা থাকছে না: মন্ত্রিপরিষদ সচিব- ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪৯এডিট করুন|মুছে ফেলুনমৎস ধরিবার কিছু তরিকা। (ছবি ব্লগ)- ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪৫এডিট করুন|মুছে ফেলুন★ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ (সংবিধান থেকে কপি করা)- ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯এডিট করুন|মুছে ফেলুনমাছ ধরার ূুুুৎসব - ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪এডিট করুন|মুছে ফেলুনআমাদের ড্রাফটে রাখা পোস্টগুলো কই??? (পোস্টটি সাময়িক ছিল)- ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫১এডিট করুন|মুছে ফেলুন★★★প্রিয়তে রাখা প্রিয় কিছু পোস্ট...- ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২০এডিট করুন|মুছে ফেলুনহাল ছেড়ো না বন্ধু তুমি, কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমার-আমার অন্যদিনের ভোরে।(বন্ধু দিবসের ম্যাওপ্যাও পোস্ট) - ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩এডিট করুন|মুছে ফেলুনআমার হৈমন্তী!(বড় গল্প, শেষ পর্ব) - ২০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৪এডিট করুন|মুছে ফেলুনমন্তব্য পাগলু... - ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫০এডিট করুন|মুছে ফেলুনএ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই!- ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬এডিট করুন|মুছে ফেলুনসাদ্দাত, বাঘ, রামাষন, নুর, বৃষ্টি, আলোচনা,একটি হারানো বিজ্ঞপ্তি, গিলস, বিবাহের পাক, মেকাপ বক্স - ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১এডিট করুন|মুছে ফেলুনবৃষ্টি আল - ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩এডিট করুন|মুছে ফেলুনসাদ্দাত, বাঘ, রামাষন, নুর - ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০এডিট করুন|মুছে ফেলুনব্লগেরই পাতায় স্বরলিপি লিখে, বলো কী হবে?? - ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭এডিট করুন|মুছে ফেলুনব্লগ ও ব্ - ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬এডিট করুন|মুছে ফেলুনmujib ২৬ march - ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪২এডিট করুন|মুছে ফেলুনএকটি হারানো বিজ্ঞপ্তি..... - ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২২এডিট করুন|মুছে ফেলুনব্লগে যারা নাম প্রকাশ করতে ভয় পায়, একটা পোস্টও দেয়না, সারাদিন কাইজা করে বেড়ায়, তারা দুরে গিয়ে মরুক!!- ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৪৫এডিট করুন|মুছে ফেলুনহারানো বিজ্ঞপ্তি!! - ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২২এডিট করুন|মুছে ফেলুনএকটি হারানো বিজ্ - ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭এডিট করুন|মুছে ফেলুনইহা একটি পপকর্ন খাওয়া পোস্ট! - ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩এডিট করুন|মুছে ফেলুন"ফাঁস লাগায়া মইরা যামু কচু গাছের ডালে"...- ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪এডিট করুন|মুছে ফেলুনকে কেথায় আছেন? আসুন সবাই! তথ্য প্রমাণসহ চোরদেরহাতেনাতে ধরুন!!!- ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৪৯এডিট করুন|মুছে ফেলুন৫৭ধারা প্রাঙ্ক গিলস, সোনার তরী, - ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২এডিট করুন|মুছে ফেলুনমাছ ধরার ূুুুৎসব - ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১এডিট করুন|মুছে ফেলুনখেয়া জাল - ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৪এডিট করুন|মুছে ফেলুনউপজাতী - ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৫এডিট করুন|মুছে ফেলুনএকটি হারানো বিজ্ - ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৯এডিট করুন|মুছে ফেলুনমেকাপ বক্স - ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৪এডিট করুন|মুছে ফেলুনসামুরই চোর কচুগাছ - ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১এডিট করুন|মুছে ফেলুনচাঁদগাজী ভাই! একটু দেখুন তো এটা কীসের ফর্ম!! - ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:২১এডিট করুন|মুছে ফেলুনচাঁদগাজী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি!!(সাময়িক পোস্ট!) - ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৭এডিট করুন|মুছে ফেলুনtangled - ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৪২এডিট করুন|মুছে ফেলুনtangled - ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:২৩এডিট করুন|মুছে ফেলুনবিচার - ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০এডিট করুন|মুছে ফেলুনকেন ব্লগিং করি? - ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭এডিট করুন|মুছে ফেলুনপ্রিয় কিছু কথা..... - ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪এডিট করুন|মুছে ফেলুন★★★ কে হবে মোর গুরু? - ০১ লা জুন, ২০১৮ রাত ১১:৪২এডিট করুন|মুছে ফেলুনসুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। - ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫এডিট করুন|মুছে ফেলুনসুবোধ তুই পালিয়ে যা! বড় নষ্টদের এই শহরটা!.... - ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০এডিট করুন|মুছে ফেলুনলেখকের খোঁজে! (শাহ আজিজ ভাইয়ের হারানোর বিজ্ঞপ্তি)- ২২ শে মে, ২০১৮ রাত ১১:১৭এডিট করুন|মুছে ফেলুন✿✿✿ লেটস ফাইট উইথ কাটাপ্পা চাঁদগাজী অ্যান্ড হিজ গিনিপিগ সোলডার্স!!- ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:০৮এডিট করুন|মুছে ফেলুনbir - ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৮এডিট করুন|মুছে ফেলুনসাকিব - ১৭ ই মে, ২০১৮ রাত ১০:১৯এডিট করুন|মুছে ফেলুন♡♡♡ প্রিয় ব্লগার মলাসইলমুইনা(নাইমুল ইসলাম) ভাই!! মেঘের আড়ালে(কর্ম ব্যস্ততা) ঢেকে পড়া সূর্যের গল্প •••••••• - ১৬ ই মে, ২০১৮ রাত ৯:২৩এডিট করুন|মুছে ফেলুনফিলি - ১৫ ই মে, ২০১৮ রাত ৯:১০এডিট করুন|মুছে ফেলুনবিস্ববকপ - ১৪ ই মে, ২০১৮ রাত ১০:০৮এডিট করুন|মুছে ফেলুন♥ মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে..... - ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৪এডিট করুন|মুছে ফেলুনমা - ১৪ ই মে, ২০১৮ রাত ১:২৪এডিট করুন|মুছে ফেলুনমা - ১৪ ই মে, ২০১৮ রাত ১:১৭এডিট করুন|মুছে ফেলুনআবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়! - ১৬ ই মে, ২০১৮ রাত ৯:১০এডিট করুন|মুছে ফেলুনপ্রাণী - ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩এডিট করুন|মুছে ফেলুনকরলা মধু চানাচুর - ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫এডিট করুন|মুছে ফেলুনচা কফি - ১২ ই মে, ২০১৮ সকাল ১১:৪৪এডিট করুন|মুছে ফেলুনপপ করন ২ - ১২ ই মে, ২০১৮ সকাল ১০:২৭এডিট করুন|মুছে ফেলুনমিষ্টি - ১২ ই মে, ২০১৮ সকাল ১০:২৩এডিট করুন|মুছে ফেলুনপপ করন ২ - ১২ ই মে, ২০১৮ সকাল ১০:১৭এডিট করুন|মুছে ফেলুনমিষ্টি - ১২ ই মে, ২০১৮ সকাল ১০:১০এডিট করুন|মুছে ফেলুনbir - ১১ ই মে, ২০১৮ রাত ৯:০৯এডিট করুন|মুছে ফেলুন۩ ব্লগের টুকরো কিছু স্মৃতি.....(লেখাটি অবস্যই প্রথম পাতায় দিব না!) - ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:১৬এডিট করুন|মুছে ফেলুনrabin - ০৭ ই মে, ২০১৮ রাত ১২:০২এডিট করুন|মুছে ফেলুননৌকা বাইচ - ০৬ ই মে, ২০১৮ রাত ১১:৫৭এডিট করুন|মুছে ফেলুনগানা নাচা - ০৬ ই মে, ২০১৮ রাত ১১:৪৬এডিট করুন|মুছে ফেলুনবিস্ববকপ - ০৬ ই মে, ২০১৮ রাত ১১:৪৩এডিট করুন|মুছে ফেলুন, পাগ ল্ - ০৬ ই মে, ২০১৮ রাত ১১:৩৭এডিট করুন|মুছে ফেলুনবাংলাদেশের জাতীয় - ০৬ ই মে, ২০১৮ রাত ১১:১৯এডিট করুন|মুছে ফেলুনসুন্দরি তমা - ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫এডিট করুন|মুছে ফেলুনএকটি সঙ্গিতময় নোটিশঃ - ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৪এডিট করুন|মুছে ফেলুনবাংলাদেশের বিচার ব্যবস্থা ও কিছু পাওয়া, না পাওয়ার গল্প। ("জাস্টিস ডেলেইড ইজ জাস্টিস ডিনাইড"--- কথাটা কি আসলেই সত্যি??) - ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮এডিট করুন|মুছে ফেলুনআদালত - ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১এডিট করুন|মুছে ফেলুনপপকর্ন - ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯এডিট করুন|মুছে ফেলুনআদালত - ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩এডিট করুন|মুছে ফেলুনতুমি সুন্দর - ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬এডিট করুন|মুছে ফেলুনপ্রাণী - ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯এডিট করুন|মুছে ফেলুনবিদ্যুৎ - ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭এডিট করুন|মুছে ফেলুনতুমি সুন্দর - ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪এডিট করুন|মুছে ফেলুনব্লগের অদৃশ্য মানব ও কিছু ভুতূড়ে নিক!!(হাউ মাউ খাও, ভূতের গন্ধ পাও) - ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩এডিট করুন|মুছে ফেলুনভূত - ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪এডিট করুন|মুছে ফেলুন১৭ april - ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭এডিট করুন|মুছে ফেলুন১৭ april - ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪এডিট করুন|মুছে ফেলুনwapem - ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১এডিট করুন|মুছে ফেলুনকেরালা - ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩এডিট করুন|মুছে ফেলুনsnipper - ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪এডিট করুন|মুছে ফেলুনসামুগিরি - ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৭এডিট করুন|মুছে ফেলুনসাবা - ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩এডিট করুন|মুছে ফেলুনবুনোফুল - ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১এডিট করুন|মুছে ফেলুনবিবিসি জরিপ - ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২১এডিট করুন|মুছে ফেলুনলালন - ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬এডিট করুন|মুছে ফেলুনraprf - ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪এডিট করুন|মুছে ফেলুন
.......
৪৮| ১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ...
raprf - ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪এডিট করুন|মুছে ফেলুনকেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি!! (শাহ্ আব্দুল করিম) - ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২১এডিট করুন|মুছে ফেলুনphotography - ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৩এডিট করুন|মুছে ফেলুনসোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, আরে না জানিকি মন্ত্র করি জাদু করিল।।(গান) - ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৪এডিট করুন|মুছে ফেলুনmujib ২৬ march - ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৬এডিট করুন|মুছে ফেলুনoppekha - ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬এডিট করুন|মুছে ফেলুনক্যাচাল - ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬এডিট করুন|মুছে ফেলুনবাংলাদেশের জাতীয় - ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩০এডিট করুন|মুছে ফেলুনভারতের পতাকা - ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৭এডিট করুন|মুছে ফেলুনmujib picture - ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৫এডিট করুন|মুছে ফেলুন♣♣♣ প্রিয় যত পোস্ট......(মোর প্রিয় হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল...) - ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১২:২৮এডিট করুন|মুছে ফেলুনoppekha - ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪২এডিট করুন|মুছে ফেলুনগাইবো না আর কোন গান তোমায় ছাড়া, লিখবো না আমি আরতুমি হীনা কবিতা।(গল্প) - ২৪ শে মার্চ, ২০১৮ সকাল৭:৩৮এডিট করুন|মুছে ফেলুনtui amar mon valo ra - ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৬এডিট করুন|মুছে ফেলুনইয়াহু! আমি এখন নিরাপদ ব্লগার। (বিলম্বিত পোস্ট)- ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:২০এডিট করুন|মুছে ফেলুনআবারো পুতিনের জয়✋। বিশ্ব নেতৃত্বের ভরকেন্দ্রের পরিবর্তন! - ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১২এডিট করুন|মুছে ফেলুনঅন্যকিছু (গান)♪♪♪ ♫♫ - ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৫এডিট করুন|মুছে ফেলুনপাখির চোখে বিশ্ব দেখি (ছবি ব্লগ-০১) - ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৫এডিট করুন|মুছে ফেলুনআবার আমি মানুষ হব!!! - ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮এডিট করুন|মুছে ফেলুনআলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে। - ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩২এডিট করুন|মুছে ফেলুনপদ্মানদী - ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:২৭এডিট করুন|মুছে ফেলুনআমার প্রিয় বাংলা - ১০ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৪এডিট করুন|মুছে ফেলুনজন্মভূমি - ১১ ই মে, ২০১৮ রাত ১২:১১এডিট করুন|মুছে ফেলুন
আরো দেখুন[image]নতুন ব্লগ লিখুন
৪৯| ১৪ ই মে, ২০১৯ রাত ১২:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আইডিটা হয়তো বন্ধ হয়ে যাবে....
আমার পরিসংখ্যান(এই নিকে)
পোস্ট করেছি:৮৮টিমন্তব্য করেছি:৫১১৩টিমন্তব্য পেয়েছি:৩৯৫৪টিব্লগ লিখেছি:১ বছর ৭ মাসঅনুসরণ করছি:১৬ জনঅনুসরণ করছে:৩৭ জন
ব্লগ ইনফরমেশন প্যানেল
পোস্ট পর্যবেক্ষণ (০)অদেখা মন্তব্য সমূহ (০)আমার ড্রাফট (২৪)নতুন নোটিশ (০)
অন্যান্য তালিকা
নিরাপদ তালিকা (০)নিষিদ্ধ তালিকা (০)সন্দেহ তালিকা (০)মুছে ফেলা মন্তব্য সমূহ (১৭৫)
ব্লগটি৪১২৩২বার দেখা হয়েছে
[মন্তব্যসমূহ
সব(50,661)|অপেক্ষমান(0)|অনুমোদিত(50,661)|স্প্যাম(0)|ট্র্যাশ(...)]
প্রতিটা গল্পের পেছনে, না বলা অনেক কথা থাকে। সেই কথা হয়তো বলবো কোন একদিন। দেখা হবে বন্ধু...
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমরা কিন্তু একটা বিশ-বছর চক্রে আটকে আছি। ৫২ তে নতুন প্রজন্ম কিন্তু তাদের দায়িত্ব পালন করে গেছে। তারা আমাদেরকে ভাষা দিয়ে গেছে।তার বিশবছর পর আবার ৭১-এর প্রজন্মও তাদের দায়িত্ব পালন করে গেছে। তারা আমাদের একটা রাষ্ট্র দিয়ে গেছে। আবার বিশবছর পর ৯১-এর প্রজন্ম একটি গণতান্ত্রিক রাষ্ট্র দিয়ে গেছে। এখন ২০১৮। ব্যর্থতার বিশবছর কিন্তু পার হয়ে গিয়েছে। এটা এই প্রজন্মের দায়িত্ব।এটা খালেদা জিয়া বা শেখ হাসিনার দায়িত্ব না। এটা আমাদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব। নতুন প্রজন্মের প্রতিটি ছেলে-মেয়ের দায়িত্ব। এটা প্রজন্মের দায়িত্ব।(কপি)