নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

★★★ কে হবে মোর গুরু?

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৩



নিত্য দিনের কাজ ছিল মোর সামু ব্লগে পড়া
লাগতো ভালো রাজনীতি আর ভ্রমন কিংবা ছড়া,
পড়া শেষে ভাবতাম ওরা ক্যামন করে লিখে?
আমিও তো লিখতে পারি ওদের কাছে শিখে।

তাই,
কোমর বেঁধে লেগে গেলাম, খুজতে আমার গুরু
যাকে তাকে দিয়ে তো আর হয় না বিদ্যে শুরু!
প্রতিদিনই ব্লগে এসে হতাশ হয়ে রই
এত খুঁজি, অত খুঁজি, গুরু আমার কই?

দিন চলে যায়, মাস চলে যায়, যায় যে চলে বছর
পাইনা খুঁজে গুরুকে আর হয় না শুরু ছফর।
লেখক হবার স্বপ্নকে তাই রেখে দিলাম পাশে
যার যা খুশি লিখুক সে তা, আমার কী যায় আসে?

হঠাৎ করে সেদিন আমার মাথায় এলো স্মরণ
বিশ্বজুড়ে পাঠশালা আর ছাত্র হবার চরণ।
সবার কাছেই কম বা বেশী শেখার কিছু থাকে
একেক জন একেক দিকে বুদ্ধি বেশী রাখে।

অবশেষে শপথ ভেঙে, লেখা করলাম শুরু
যাদের লেখা লাগবে ভালো তারাই হবেন গুরু।
আজ,
গুরুর দেখা পাওয়ার পরে, লাগছে আমার বেশ
ভালো থাকুন এই কামনায়, লেখা করলাম শেষ!!!;)




উৎসর্গঃ লেখক ও পাঠকদের, যাদের পদচারণায় মুখরিতএই ব্লগ।

মন্তব্য ১২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

ঠ্যঠা মফিজ বলেছেন: মন্ডল ভাই সুন্দর হয়েছে ।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাগতম ভাইয়ু! আপনার জন্য পয়লা শুভেচ্ছা! ;)

আপনি কি আমার গুরু হতে ইচ্ছুক??
ভাল থাকুন, শুভকামনা!

২| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

বিষাদ সময় বলেছেন: একেবারে রাজপথ দিয়ে রাজকীয়ভাবে পথ চলা শুরু করলেন দেখছি............................ :)

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাইয়ু!!


@"বিষাদ সময়"
দুঃখ টাকে দিলাম ছুটি আসবেনা ফিরে
এক পৃথিবী ভালবাসা রয়েছে ঘিরে,
মনটা যেন আজ পাখির ডানা,
হারিয়ে যেতে তাই নেইতো মানা!

চুপি চুপি চুপি স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে
মন চায়,মন চায় যেখানে চোখ যায়
(চলো) সেখানে যাব হারিয়ে...;)

৩| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: বেশ বেশ।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কবি ভাই!



হতে চান যদি গুরু?
আসেন লড়াই করি শুরু!:P

৪| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০

কুঁড়ের_বাদশা বলেছেন: চন্দ্রাবতীর দীক্ষা নিতে পারেন। =p~


নূরু দাদা কোন এক পোষ্টে আপনাকে লিখেছেন চন্দ্রাবতীর কথা।
তাই মনে করিয়ে দিলাম। ;) :-P

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আই লাভ চন্দ্রাবতী!!;)


বাদশা?
ব্লগে আপনাকে নিয়মিত পাচ্ছি না কেন ভাই?
রাজ্য ও রাজকন্যা সব কিন্তু হাতছাড়া হয়ে যাবে!!:P

৫| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মোস্তফা সোহেল বলেছেন: যাক তবে গরু খুঁজে পেয়েছেন ;)

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কোথায় আছে গরুর পাল,
কেন খুঁজে পাই না?
আমি খুঁজি ভাল মানুষ
খাটাশদের চাই না!!;)

ভালো থাকবেন সোহেল ভাই:)

৬| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

শায়মা বলেছেন: কে তোর গুরু আমি ছাড়া সাহস তো নয় কম
নাম না নিলে এবার তোরে মারবো মাথায় বোম।
মিটবে তখন ছড়া লেখা ঘুচবে ব্লগের আশা
আকাশেতে উড়বে তখন ছড়িয়ে পড়া ভাষা
দেহ তখন তুলো তুলো মাথার নাই কো রেশ
সেইভাবেতে ভায়া তুমি দেখতে লাগবে বেশ!
ভুলে যাবে নামটি তোমার সব হবে ভন্ডুল
এইবেলা নাম লিখেই রাখো নিজামুদ্দিন মন্ডল!!!

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রথম পেজে এসেও ঝগড়া করিতে হইবেক??:(


আমি হনু মহাবীর
নিজাম উদ্দিন মন্ডল,
রেগে যদি যাই, করি
সব কিছু ভুন্ডল!

ম্যওপ্যাও না করে
মোর দলে আসো ম্যান,
তোমাকে আমার চেনা আছে
হম্বিতম্বি করো ক্যান??;)

৭| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সনেট কবি বলেছেন: সুন্দর হয়েছে ।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি!

ভাল থাকবেন :)

৮| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: যাক, আপনি নিয়মিত লিখলে আমি খুবই খুশি হবো :)

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

কে হে তুমি?
কোন বীর,
ধরলে আবার
কোন পীর???;)

৯| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কাছের-মানুষ বলেছেন: লেখাটাতো দারুন হয়েছে।
প্লাস ++++

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নওজোয়ানদের পক্ষ থেকে কাছের মানুষকে লাল সালাম!!;)

শুভকামনা।

১০| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: keep it up...

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: OK Boss;)

See you...

১১| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

অচেনা হৃদি বলেছেন: আমারও কবিতা লিখতে মন চায়, কোন গুরু ধরছেন, আমারে বলেন !

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

তুমি বড় ভালো ম্যান
তবু গরু খোঁজ ক্যান??;)

১২| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: নগর বাউলের গান আর শোনেন না? ;) ;) ;)

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
গাও,
ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না
যার তার লগে ডেটিংমারে, আমায় চেনে না....

১৩| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


কোন একটা বিষয়ের উপর স্হির হওয়ার দরকার, কোন একটা বিষয়ের উপর কথা বলার দরকার, লেখার দরকার!

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমরা কিন্তু একটা বিশ-বছর চক্রে আটকে আছি। ৫২ তে নতুন প্রজন্ম কিন্তু তাদের দায়িত্ব পালন করে গেছে। তারা আমাদেরকে ভাষা দিয়ে গেছে।তার বিশবছর পর আবার ৭১-এর প্রজন্মও তাদের দায়িত্ব পালন করে গেছে। তারা আমাদের একটা রাষ্ট্র দিয়ে গেছে। আবার বিশবছর পর ৯১-এর প্রজন্ম একটি গণতান্ত্রিক রাষ্ট্র দিয়ে গেছে। এখন ২০১৮। ব্যর্থতার বিশবছর কিন্তু পার হয়ে গিয়েছে। এটা এই প্রজন্মের দায়িত্ব।এটা খালেদা জিয়া বা শেখ হাসিনার দায়িত্ব না। এটা আমাদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব। নতুন প্রজন্মের প্রতিটি ছেলে-মেয়ের দায়িত্ব। এটা প্রজন্মের দায়িত্ব।(কপি)এটা কার কথা???

১৪| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

শায়মা বলেছেন: আমি যাবো তোর দলে !
কাভি নেহি হুনুমান
দলে মোর পেতে ঠায়
লোকে দেয় জান প্রাণ!

গুরু মারা বিদ্যেতে
করো যদি প্যান প্যান
ভেঙ্গে দেবো ল্যাঙ্গ মেরে
তোর গদা খেদা ঠ্যাঙ্গ!!!!!!!! :) :) :)

০১ লা জুন, ২০১৮ রাত ৮:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ইশ্,
কি লিখি? কি লিখি?
মাথায় কিছু আসে না!
আমি হনু মহাবীর:P
ভালো কেউ বাসে না!:(

গায়ে পড়ে ঝগড়া
কেন তুমি করো ভাই!:(
এই পৃথিবীতে মোর
বোন বলে কেহ নাই!:(

মারামারি করো না
মোর পথে চলো না,
পাশে আছে তোমার আমি
কভু ভয় করো না!;)

১৫| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

উদাস মাঝি বলেছেন: মন্ডলসাব !! গরু থুক্কু গুরু কি পাইলেন শেষে ?

০১ লা জুন, ২০১৮ রাত ৮:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "সবার কাছেই কম বা বেশী শেখার কিছু থাকে
একেক জন একেক দিকে বুদ্ধি বেশী রাখে।"

একেক সাবজেক্ট এর জন্য একেক মাষ্টার লাগবে!;)
পড়ার জন্য ধন্যবাদ ও শুভকামনা।

১৬| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যায়না লুকানো মনোভাব
অল্পতেই যাচ্ছে ভেঙ্গে, সাব
আগের নিক পাবে খুঁজে
আকলমন্দ ছড়া ইশারা বুঝে ;)
=p~ =p~ =p~



০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পুরাতন ঘাতে আর
নুন ছিঁটে দিওনা ভাই,
আমি হনু ভালোমানুষ
সবার সাথে থাকতে চাই! :)

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৭| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: মজার এবং সুন্দর হয়েছে। ;)

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ দাদা!

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।

১৮| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

আহমেদ জী এস বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ,





ভাবনার অভিনব ব্যাপ্তি নিয়ে দারুন একটি কবিতা ।
যিনি গুরু তিনিই তো আবার কারো না কারো ছাত্র বা শিষ্য । তাই সবাই আমরা একাধারে গুরু ও ছাত্র । প্রথমে ছাত্র তারপরে গুরু ।
আপনি ছাত্রত্ব দিয়ে না হয় শুরু করেছেন , একদিন হয়তো কারো না কারো গুরু হয়ে উঠবেন ।

০১ লা জুন, ২০১৮ রাত ৮:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়!
ঠিক তাই! আমরা একাধারে ছাত্র, আর আপনাদের মত দু-চার জন গুরু!;)

গানাঃ
এ আমার গুরু দক্ষিণা,
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি-
এ সুর পেলাম...:)

ভালো থাকবেন প্রিয়।

১৯| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা আর ছড়ার মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই। কবিতা আপনার মাথায় ঢোকে না বলেই জানি। তাহলে এটা কেমন করে মাথা থেকে বেরিয়ে এল?

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ সম্রাটজ্বী!

ব্লগের কবিতাগুলো কঠিন, তার ছন্দ বুঝতে পারি না!:(
কিন্তু ছড়া সহজ কথায় লেখা, ছন্দ আছে।
গুরু-শুরু, বেশ-শেষ, পড়া-ছড়া.....;)


আসলে কবিতার প্রতি আমার একটা ফোবিয়া আছে!:(
ভালো থাকবেন।

২০| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সবাই গুরু সবাই ছাত্র। :)

০১ লা জুন, ২০১৮ রাত ৮:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক, ঠিক!

আমরা সবাই ভাই ভাই
ভেদাভেদ ভুলে যাই! ;)

২১| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

মিথী_মারজান বলেছেন: গরু গুরু সব বাদ দিন।
আপনার লেখা আপনার নিজস্বতা, ব্যাস!
সবাই খুব ভালো বলছে, তবে আমার কাছে আপনার অন্য পোস্টগুলো আরো বেশি আকর্ষণীয় লেগেছে।
তবে যতটুকু দেখেছি, আপনি কিন্তু দারুণ ছন্দ মিলিয়ে ছড়া/কমেন্ট লিখতে পারেন।:)

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ বন্ধু!:)


ভাই ভাই
এইতো চাই!
চখাম মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

২২| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ,





ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্যে । তবে ব্লগে আমার মনে হয়, আমরা কেউ কারো গুরু বা ছাত্র নই ।
মিথী_মারজান যেমন বলেছেন, "আপনার লেখা আপনার নিজস্বতা..।" আমিও বলি তা-ই ।

গুরু-শিষ্য সম্পর্ক ( সত্যিকার বা কৃত্রিম বা ব্যঙ্গার্থেই হোক না কেন ) ব্লগীয় পরিবেশের বাইরেই শোভা পাওয়া ভালো ।
এখানে আমরা সবাই সমান ।

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"এখানে আমরা সবাই সমান"
শ্রদ্ধেয়!
বরাবরের মতই বিচক্ষণ মন্তব্যের। :)
তবে সামুতে ও তার বাইরে আমার পছন্দের কিছু মানুষ আছে। তাদের লেখা আমার খুব ভালো লাগে।।

সুন্দর মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ। শুভকামনা।

২৩| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


আপনার আগের নিক কি ছিলো?

০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়!.
এ নিয়ে সামনে সময় করে একদিন পোস্ট দেব!


প্লীজ, রাগ করবেন না!
সে এক বিরাট ইতিহাস!
সরাসরি নিকের নাম বললে দু-তিনজন ব্লগ ছেড়ে চলে যাবে! অথবা আমাকেই যেতে হবে!!:(


২৪| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:৩২

ঢাবিয়ান বলেছেন: গুরু কি কোন কবি? লেখকের চাইতে কবির সংখ্যা বেশী ব্লগে। =p~

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একি কথা বলেন ঢাবিয়ান?

কবিদের সাথে আমার বিদ্রোহ!:P
নো গরু, নো গুরু, এখানে আমরা সবাই সমান।;)

ভালো থাকবেন। শুভকামনা।

২৫| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:৪১

নীলপরি বলেছেন: লেখাটা ভালো লাগলো ।

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ পরি আপা।

ভালো থাকবেন। শুভকামনা।;)

২৬| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:৫৪

কাইকর বলেছেন: বাহ..খুব ভাল লাগলো

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ব্যাটা মামুন ফাঁকিবাজি মন্তব্য আর কত দিন??X(

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।

২৭| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:৫৭

জুন বলেছেন: গুরু দিন যে গেল সন্ধ্যা হলো পার করো আমারে গানটি মনে পড়ে গেল মন্ডল সাহেব ।
ভালোলাগা রইলো ।

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ০১.০৬.১৮, ঠিক আছে এটা জুন মাস...;)

গানাঃ
গুরু ঘর বানাইলা কি দিয়া
দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া?
হই.....;)

গানের জন্য ধন্যবাদ।

২৮| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পোস্ট ভা‌লো লাগ‌লো। ক‌বিতা খুব একটা বু‌ঝি না তারপরও প‌ড়ি।

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এটা কবিতা নয় ভাইয়ু!
এটা ছড়া, স্বরবৃত্ত ছন্দে লেখা!

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।

২৯| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৩৭

উদাস মাঝি বলেছেন: মন্ডলসাব আগের নিক কি জানতে পারি ?

০১ লা জুন, ২০১৮ রাত ১১:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সব ভুলে আমি আবার নতুন করে শুরু করতে চাচ্ছি!
আপনার লবণ, মরিচ নিয়ে তাড়া করছেন কেন??:(

২৩ নাম্বার প্রতিউত্তর দেখুন!

৩০| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সবার আমি ছাত্র।

০১ লা জুন, ২০১৮ রাত ১১:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই!

ভালো থাকবেন। শুভরাত্রি!

৩১| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:২১

উদাস মাঝি বলেছেন: ঠিক হ্যায় :)

তো ভাবিসাব আছে কেমন ? ;)

০১ লা জুন, ২০১৮ রাত ১১:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ পাঠক!

সবারর খবর ভাল! ;)
আপনিও ভালো থাকবেন! শুভরাত্রি!

৩২| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:৫৯

জোকস বলেছেন:



ওস্তাদ খোজা শুরু,
মন্ডল আমার গুরু। :P

গানা,
তিন পাগলের হইলো মেলা
নদে এসে
তোরা কেউ যাসনে
এই মন্ডলের কাছে :P

০২ রা জুন, ২০১৮ রাত ১:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে প্রিয়,
এতোই যখন শখ তোমার
আজ থেকে আমি গুরু(গরু):P
সর্বরোগের চিকিৎসা করা
করবো নাকি শুরু??;)

গানাঃ
ওরে সব পাগলের হলো মেলা ব্লগে এসে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে....;)

৩৩| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:১৯

হবা পাগলা বলেছেন: সত্য গুরুর দেখা পাওয়া খুবই কঠিন কাজ,
মনের অভ্যন্তরে গেলে সত্য গুরুর দেখা পাওয়া যায়,

হবা পাগলা বলে, তুমিই গুরু, তুমিই শিষ্য,
মাঝখানে আছে অপার ব্যাবধান।

এই ব্যাবধান কে অতিক্রম করতে পারলেই হবে গুরু-শিষ্যের মিলন।

০২ রা জুন, ২০১৮ রাত ১:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন বলেছেন ভাই!
সময় করে একদিন আপনাদের নিয়ে পোস্ট দেব!;)

ভালো থাকবেন। শুভরাত্রি।।

৩৪| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:২১

কাওসার চৌধুরী বলেছেন: আহমেদ জী এস স্যারের কমেন্ট রিপিট করলাম আপনার জন্য।

"ভাবনার অভিনব ব্যাপ্তি নিয়ে দারুন একটি কবিতা ।
যিনি গুরু তিনিই তো আবার কারো না কারো ছাত্র বা শিষ্য ।
তাই সবাই আমরা একাধারে গুরু ও ছাত্র । প্রথমে ছাত্র তারপরে গুরু ।
আপনি ছাত্রত্ব দিয়ে না হয় শুরু করেছেন ,
একদিন হয়তো কারো না কারো গুরু হয়ে উঠবেন।"........

০২ রা জুন, ২০১৮ রাত ১২:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয় জী এস কমেন্টের বস,
উনি একাই ১০০;)


ভালো থাকবেন বন্ধু। শুভকামনা।
(ধাঁধাঃ আজকের আবহাওয়াটা কেমন গুমটে মনে হল):(

৩৫| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:৪৫

ভুয়া মফিজ বলেছেন: আমার তো মনে হয়, আপনের গরু, থুক্কু গুরু আপনে নিজেই। ;)

০২ রা জুন, ২০১৮ রাত ১২:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাইয়ু!


আমি হনু মহাগরু
খড় ভূষি খাই,
ইহা একটা ভূয়া খবর
যার সত্যতা নাই!

৩৬| ০২ রা জুন, ২০১৮ রাত ১:০৮

কাওসার চৌধুরী বলেছেন: (ধাঁধাঃ আজকের আবহাওয়াটা কেমন গুমটে মনে হল):(

আপনি ঠিকই ধরেছেন মন্ডল ভাই। শরীরটা একটু খারাপ। সারাদিন রোদের মধ্যে ছিলাম। এজন্য ভাল লাগছে না, মাথা ধরেছে প্রচন্ড।

০২ রা জুন, ২০১৮ রাত ১:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহা! শরীরের যত্ন নিন!
আর একটু সাবধানে থাকবেন!

আপনার সুস্থতা কামনা করছি!!

৩৭| ০২ রা জুন, ২০১৮ রাত ১:২৫

মাআইপা বলেছেন:
আপনার ছন্দে লেখার হাত কিন্তু চমৎকার
লেখা ভাল হয়েছে।

০২ রা জুন, ২০১৮ রাত ১:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!

এক হাতে কতো??
আপনারাও একটু হাত লাগান? নতুন কিছু লিখুন!!

ভালো থাকবেন।।

৩৮| ০২ রা জুন, ২০১৮ রাত ১:৪১

মাআইপা বলেছেন: আরে আপনে তো একাই ১০০

০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


যতোই করি বড়াই প্রিয়
নইতো আমি বীর,
দুর্বলতা আমারো আছে
তাই ধরতে হবে পীর!!:P

৩৯| ০২ রা জুন, ২০১৮ রাত ২:১৬

ব্লগ মাস্টার বলেছেন: ★★★ কে হবে মোর গুরু?
আমার মনে হয় চাঁদগাজী চাচারে এ দায়িত্ব দেয়া যায়। =p~

০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :P
সাহস করে বলেই ফেলুন, ব্লগের গুরু/মাস্টার তো আমিই!;)

আর চাঁদগাজী ভাই?
উনাকে আমার গুরু করলে দুজনের মধ্যে মারপিট শুরু হবে! তাতে দু'দিনেই ব্লগাররা ব্লগ ছেড়ে পালাবে!:P

৪০| ০২ রা জুন, ২০১৮ রাত ২:১৭

সোহানী বলেছেন: আস্তাগফিরুল্লাহ্........... ব্লগে লিখতে যে গুরু লাগে এইটা এই প্রথম শুনলাম।

জী ভাই আর বিদ্রোহীর মন্তব্যে সুপার লাইক।

০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ বরফ আপা!;)



আস্তাগফিরুল্লাহ্! কেন হে???B:-)
খারাপ কি বললাম? :(
গরু ঘরে থাকা ভালো:P
তাকে নিতে চললাম;)

৪১| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:২০

কথার ফুলঝুরি! বলেছেন:
আরে ও নিজাম ভাই
কি লিখেছেন কি এসব
আজ তো আমি বুঝে গেলাম
আপনার দ্বারা ও কবিতা লেখা সম্ভব ! ;)

কি চমৎকার লেখা ভাই
আমি তো পুরোপুরি মুগ্ধ
মুগ্ধতায় মুগ্ধতায়
আমিতো হয়ে গিয়েছি বাক রুদ্ধ ! #:-S

ছড়ার পাশাপাশি আপনি এখন
কবিতা ও লেখা শুরু করেন
কবিদের দল হয়ে যাক ভারী
আপনি কবিদের দলে এসে পরেন ! =p~

মন্তব্য লেখায় আপনি আমার গুরু
সেটা কি আপনি ভুলে গিয়েছেন ভাই
আপনার মত মন্তব্য লেখায়
আমিও তো পারদর্শী হতে চাই ! 8-|

আপনার শত্রু কাউসার ভাই
তিনি আমার পোস্ট লেখার গুরু
আপনাদের দুইজন কে পাশে পেয়েছি ভাই
যেদিন থেকে সামু তে আমার পথ চলা শুরু। !:#P

লেখক পাঠক সবার কাছে
কিছু না কিছু শেখার আছে
সবশেষে শুধু এইটুকু বলি
আমরা সবাই বিভেদ ভুলে
একে অপরের সাথে মিলেমিশে চলি ! !:#P =p~

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে আমাকে কেউ ধর! কি সু-বিশাল মন্তব্য মাইরি!!:(
কথাকে তার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।;)



ছড়া দিয়ে এই মন্তব্যের প্রতিউত্তর করা আমার দ্বারা সম্ভব নয়!!:(
@"আপনার শত্রু কাউসার ভাই"
--অবজেকশান!
আপনারা কেন আমার শত্রুমিত্রকে গরু(কাউ নয় কাও) বানাচ্ছেন?:P
কেন? কেন? কেন?X(

ছড়াঃ
গুরু আর শিষ্যের
ভেদাভেদ ভুলে যাই!
ছিলাম আছি এক সাথে
রব মোরা ভাই ভাই!

আজ আর ছড়া লিখতে পারবো না!:(
গানা শুনেনঃ
আমরা সবাই রাজা আমাদের এই ব্লগের রাজত্বে,
নইলে মোদের রাজার সনে মিলবে কী শর্তে?
আমরা যা খুশি তাই লিখি, তবু তাঁর খুশিতেই চলি,(মডুদের);)
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে,(অত্যাচারিকে ভয় করি না)
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?

রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান,(ব্লগেরদের আমরা শ্রদ্ধা করি ভালোবাসি)
মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে,(ব্লগে সবাই সমান)
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?;)

৪২| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: মন্ডল ভাই আপনার তো কোনো লেখাই পাই না।
কবিতা বড্ড অগোছালো হয়েছে। তেজ নেই ধারও নেই।

ভালো থাকুন।

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে প্রিয় নুর ভাই
কানে কানে বলি,
লেখালেখি পারি না তাই
পাঠক হয়ে চলি...;)

ভালো থাকবেন। শুভকামনা।

৪৩| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৪৭

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা...... 'বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র!'

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ প্রিয়!!

ঠিক তাই সবার আমি ছাত্র! কারণ,
"সবার কাছেই কম বা বেশী শেখার কিছু থাকে
একেক জন একেক দিকে বুদ্ধি বেশী রাখে।"


ভালো থাকবেন।।

৪৪| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১৩

শিখা রহমান বলেছেন: নিজাম আপনি কিন্তু দারুন ছড়া লেখেন। আর গুরু খোঁজার দরকার পড়লো কেন? B:-) যাত হাতে জালিবেত সেই গুরু এটাতো জানা কথা। মাইরের ওপরে কোন ওষুধ নাই। :P

শুভকামনা। ছড়াকার হিসেবে আপনার সাফল্য কামনা করছি। ভালো থাকবেন, এমনই প্রানবন্ত, এমনই মজার!!

০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও আপা!!!
অনেক কয়টা গরু খুঁজে পেয়েছি তো! তাদের নিয়ে একদিন পোস্ট দিব!:P


গানাঃ
প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা?
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা,
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও ...
বলো কার চোখে গিয়ে তুমি বসে রও?:P

সুন্দর মন্তব্যের জন্য জালিবেতের মালিককে ধন্যবাদ।;)

৪৫| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: নিজাম ভাই আজকে দেখছি ছড়া বাদ দিয়ে খুব গানের মুড :P কাহিনী কি ভাইয়া ;) আবার লিখতে লিখতে আপনার লেখা কবিতা ও হয়ে গেল :P
আপনার জন্য নিয়ে আসলাম :P ;)
আমাদের প্রেম ও হিংসুটে চাঁদ :P ;) !:#P

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বাবা!
লেখাতে তো ইমোর ছড়াছড়ি??B:-)


আসছি!:(
দেখি কারা প্রেম করছে!!:(

৪৬| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:১৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনি কোবতে লিখলেন কোন সাহসে?

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি ম্যান মহাবীর,
অসীম সাহস মোর!
লড়াই আমি করতে পারি
রাত্রি হতে ভোর!!:P

ব্লগে, নিয়মিত পাওয়া যায় না কেন হে??X(

৪৭| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:১৯

আবু ছােলহ বলেছেন:



নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে লাভ নেই। সত্য কথা হচ্ছে, কবিতায়ও আপনি সুন্দর। মা-শাআল্লাহ, আপনার হাত সত্যি ভাল।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!

কি যে বলেন??
লুকোচুরির কি আছে?

ভালো থাকবেন!

৪৮| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:২০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছিল নিরাকার হয়েছে ছড়াকার? আমরা পুরানো কাক হয়েও ভাত পাচ্ছিনে নতুন কাকের আমদানি।
তাড়াতাড়ি গানের জগতে চলে যান নইলে কপালে ফেরেব আছে কিন্তু !!!

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাহে রমজান উপলক্ষে
বন্ধ করলাম গানা
লিখছি একটু নির্বিষ ছড়া
সেখানেও মানা!!!:(

বি. দ্রঃ সমাজের আবর্জনা দুর করতে কাকের দরকার আছে!!:P

৪৯| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। ছড়া-কবিতার কথাগুলো ভালো লেগেছে মণ্ডল ভাই। শুভকামনা...

০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ জুনায়েদ ভাই! :)

আপনার সাথে একমত।
শেখার কোন বয়ন নাই,
সবার কাছে শিখতে চাই!;)


শুভকামনা রইল!

৫০| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু খোজেন পীর খোজেন সবই পাবেন বাংলায় !!!
বন্ধু খোজেন আমায় পাবেন নিরব কোনো জংলায়।।।

০২ রা জুন, ২০১৮ রাত ৮:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গরু, ছাগল দিয়া করমু কি?
আমার দরকার বন্দুক(বন্ধু), ক্রসফায়ার করমু!!:D


ভালো থাকুন।

৫১| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



মন্ডল ভায়ের কবিতা যারা পড়ে
তারা একটা বোকা,
ছড়ার নামে কোবতে লিখে
সবাই কে দেয় ধোকা।

সেফ হয় বা না হয় ব্লগে নিয়মিত পাবেন।

০২ রা জুন, ২০১৮ রাত ৮:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেফ না হলেও নিয়মিত থাকেন হে!!X(

ওরে ব্যাটা কবি?
যতোই দিস যুক্তি,
আছি আমি ডিফেন্সে
নেই তোর মুক্তি!!;)

৫২| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

তারেক ফাহিম বলেছেন:
কেমন আছেন মন্ডল ভাই।
নেটগত সমস্যায় নিয়মিত আসতে পারিনি ব্লগে।
আপনাদের লেখা অনেকটা মিস করছি।
ছাত্র হয়েই আছি।

শেখার জন্য আসি।
সর্বপুরী সামুজি আমার গুরুজি।

০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ফাহিম ভাই! কত যুগ পরে দেখা???:(
আসেন বুক মিলাই!;)


হ্যাঁ ভাই, আমরা সবাই শেখার/জানার জন্য আসি!
একটু কষ্ট হলেও নিয়মিত হবার চেষ্টা করুন!!
ভালো থাকবেন।

৫৩| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৪৭

পবন সরকার বলেছেন: নুরু মোহাম্মদ নুরু
আমার কিন্তু গুরু
তার কারণেই ছড়া লেখা শুরু
বয়স আমার কম না
বসত আমার রমনা।

ধন্যবাদ নিজাম উদ্দিন মন্ডল ভাই, শুভেচ্ছা রইল।

০২ রা জুন, ২০১৮ রাত ১১:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই মোহাম্মদ নূরু
হি ইজ ইয়োর গুরু??B:-)
আমার গুরু কে
তা করছি বলা শুরু??;)

(প্রামানিক ভাই, নূরু ভাই, ইমরান ভাই(কি করি), শায়মা আপা.....;))

৫৪| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কবিতাও হিট
ব্লগে আপনার আছে নীড।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

হিট খাবার পরে আমি
হয়ে গেছি ফিট,
কোথায় থাকেন সারাদিন?
হয় না কেন মিট???:(

৫৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:৪০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



প্রামাণিক আর নুরু ভাই
আর সব ভুয়া,
এই নিশিতে দুজনেতে
চলেন খেলি জুয়া।

ব্লগেতে গুরু খুঁজে
মোটা করেছেন ভুড়ি,
পিটুনি দিয়ে শিষ্য বানাতে
নেই আমার জুড়ি।

আজকে থেকে গুরু হলাম
করবে আমায় মান্য,
আমার মত গুরু পেয়ে
হলেন আপনি ধন্য। ;)


০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকে মুড অফ, তরুন সুকুমার!
ফাইট করতে পারবো না!:(
তোমায় গরু(গুরু) মানলুম!


ভাল থাকবেন!
পুনশ্চঃ রমজানের সময় জুয়া কেন হে??;)

৫৬| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গুরুর সন্ধান দিন , লেখা শিখতে চাই।
চমৎকার লেখনীর জন্য আপনাকে ধন্যবাদ ভাই

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

সবার কাছেই কম বা বেশী শেখার কিছু থাকে
একেক জন একেক দিকে বুদ্ধি বেশী রাখে।

ভালো থাকবেন ভাই!

৫৭| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো থাকবেন।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

৫৮| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কবিদের হাহাকার ধুধু করে মাঠ,
পড়ার চেয়ে লেখে বেশী খুলে রাজ্য পাট।
ভালো লাগছে পদ্য তব নামটি আমার নূরু
কথা মতো আমিই হলাম আপনার কবি গুরু।

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কে আমার গুরু(ছড়াতে)
তা করছি বলা শুরু??

(প্রামানিক ভাই, নূরু ভাই, ইমরান ভাই(কি করি), শায়মা আপা.....)

৫৯| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:০৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার ভাই!
যাক, গুরুদের দেখা তাহলে পেয়েছেন।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ★ যাদের লেখা লাগবে ভালো তারাই হবেন গুরু।

★সবার কাছেই কম বা বেশী শেখার কিছু থাকে
একেক জন একেক দিকে বুদ্ধি বেশী রাখে।

এটা হল আমার থিউরী! ;)
পড়ার জন্য জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৬০| ১০ ই জুন, ২০১৮ রাত ১২:১৩

নীল মনি বলেছেন: ওরে আল্লাহ কত কমেন্ট! নিজাম সাহেব আপনার লেখা তো ভীষণ ভালো হয়েছে। চা খাওয়ান।

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মনি?
এই মাত্র তিনটা নোটিফিকেশন পেলাম!
ইদানিং কেন জানি সময়মত নোটিফিকেশন পাচ্ছি না?:(

মন্তব্যের জন্য ধন্যবাদ! চা-কফি ইফকারির পর পাঠিয়ে দেব:P

৬১| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:০৮

নীল মনি বলেছেন: মাঝে মাঝে নোটিফিকেশন ও জ্যামে পড়ে। প্রতিউত্তরের জন্য শুকরিয়া। চা পাঠাতে ভুলেন না যেন।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে ভাই?
চা দিয়ে করবেন কি?
আপনাদের আমি ভালোবাসি এটাই বড় কথা! ;)
সামনের কয়েক দিন ইঁদুর দৌড়ের মধ্যে থাকতে হবে, আপনার ব্লগে থাকবেন। আমি এসে যেন সবাইকে পাই:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.