নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না! এখন আমি আর ক্ষেপি না! রাগ করে আর মোবাইল ভাঙি না! লিখতে গিয়ে কিবোর্ডও ভাঙি না! ইদানিং মনেহয় স্বার্থপর হয়ে গিয়েছি! নিজের অনুভূতির কথা জানলে, গন্ডারও হয়তো লজ্জা পাবে!!
একজন সুনাগরিকের গুণ থাকে তিনটা: বুদ্ধি, বিবেক আর সহনশীলতা! আমাদের প্রথম দুটি না থাকলেও শেষেরটার যে ঘাটতি নেই সেটা বলাই বাহুল্য! কেন? বলছি.....
সকালবেলা নেটে প্রথম আলো পড়ছি। সাগর-রুনির ঘটনায় চোখ আটকে গেল! রুনি আমার এক বন্ধুর আত্মীয়। ওদের ঘটনাটা একদমই ভুলে গিয়েছিলাম। মনে পড়লো মেঘের কথা। কেমন আছে সে?
২০১২ সালের ১১ফেব্রুয়ারি!
সেই হত্যাকাণ্ডের পর পরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করার কথা বলেছিলেন। ৪৮ ঘন্টা নয়, ৪৮মাস পেরিয়ে গিয়েছে!! কিন্তু বিচার তো দুরের কথা, ছয় বছরে তদন্তের প্রতিবেদনটাই জমা দেয়া গেল না! আবারো নতুন তারিখ(১৭ই জুলাই) ঠিক করা হয়েছে! এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমাদানের তারিখ ৫৭বার পেছালো!
মনে রাখতে হবে, "জাস্টিস ডেলেইড ইজ জাস্টিস ডিনাইড"। এতটা বছর পর এসে তাদের সেই ল্যাপটপ আর মোবাইল খুঁজে পাওয়া সত্যি অসম্ভব! তারপরও আমাদের বাহাদুর(!!) বাহিনীর সদস্যরা আশাবাদী! দরকার হলে তারা কেয়ামত পর্যন্ত তদন্ত করে যাবে! তবুও আশা ছাড়বে না! কি ধৈয্য তাদের, মাইরি!
তথচ এই রমজান মাসেই কয়েকশ মানুষকে ক্রসফায়ার করা হলো! আচ্ছা? তাদের ধৈর্যের বাঁধ কি ভেঙে গিয়েছে? হতেও পারে!! আপরাধী ও অপরাধের তথ্যপ্রমাণ যেহেতু তারা খুঁজেই পায় না, কি দরকার তদন্তের পেছনে এত সময় নষ্ট করার? যা হবে ডাইরেক্ট অ্যাকশানে! তাতে, ভুল করে দু-চার জন না হয় পটল ক্ষেতে গেলই!!!!
এই যাহ্, কি করে ফেললাম!
৫৭শব্দটি চোখে পড়াতে ভাবলাম, ৫৭ধারা নিয়ে লিখবো! কিন্তু কি হতে কি হয়ে গেল???
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ভদ্র মোরা, শান্ত বড়ো,
পোষ-মানা এ প্রাণ
বোতাম-আঁটা জামার নীচে
শান্তিতে শয়ান।
দেখা হলেই মিষ্ট অতি
মুখের ভাব শিষ্ট অতি,
অলস দেহ ক্লিষ্টগতি
গৃহের প্রতি টান।
তৈল-ঢালা স্নিগ্ধ তনু
নিদ্রারসে ভরা,
মাথায় ছোটো বহরে বড়ো
বাঙালি সন্তান।
২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০১
পদাতিক চৌধুরি বলেছেন: একজন সুনাগরিকের তিনটি গুন থাকে। সাগর- রুনির ঘটনাটা চোখে পড়লো। সাহারা খাতুন মেদিনীপুরের মেয়ে। তার মধ্যে ক্রশফায়ার!!!।
জাস্টিস ডিলেইড জাস্টিস নেভার। অর্থাৎ নেভার নেভার ল্যান্ড ।
এতকিছুর পরেও রইল আমার শুভ কামনা।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চৌধুরি ভাই!
শুভেচ্ছা নিন।
আজ আমি হতাশ, শকড্।
ঠিকমত প্রতিউত্তর করতেও পারছি না।
ভালো থাকবেন....
৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০৯
সনেট কবি বলেছেন: আমরাই আমাদের একমাত্র আদর্শ। এমন দেশটি কোথাও খুঁজে পাবেনাকো তুমি! কারণ বিশ্ব মানচিত্রে অতিশয় ক্ষুদ্র মানচিত্র! সেজন্য একটু খুঁজে পেতে বেগ পেতে হয়। অন্য দেশের মানুষ না পেলেও আমরা ঠিক পেয়ে যাই। শত হলেও নিজের দেশ তো!
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি আর বলিব শ্রদ্ধেয়!
আজকে আমি বিদ্ধস্ত..
অন্নপায়ী বঙ্গবাসী
স্তন্যপায়ী জীব
জন-দশেকে জটলা করি
তক্তপোশে ব’সে।
ভদ্র মোরা, শান্ত বড়ো,
পোষ-মানা এ প্রাণ
বোতাম-আঁটা জামার নীচে
শান্তিতে শয়ান।
৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমরা আমরাই তো!
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওহে মন্তরই সাহেব?
একটা প্রোপিক লাগান!
তৈল-ঢালা স্নিগ্ধ তনু
নিদ্রারসে ভরা,
মাথায় ছোটো বহরে বড়ো
বাঙালি সন্তান।
৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:২৩
সোহানী বলেছেন: আস্তে আস্তে ৫৭ ধারা কত প্রকার কি কি......... । কোন দিকে যে গুটি চালায়ে স্যুটিং প্রাকটিসে নামবে তার কোন ইয়াত্তা নাই। কাজেই আগে নিজে বাচুঁন...... নিজে বাচঁলে সব ঠিক..............।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:২৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভেচ্ছা আপা!
৫৭/৩২ নিয়ে চিন্তার কিছু নাই!
দলকানা পাবলিক প্রসিকিউটরদের বিদ্যার দৌড় আমার জানা আছে!
তবে চোখকান খোলারেখে লিখতে হবে!
৫৭ নিয়ে একদিন পোস্ট দিব!
ভাল থাকবেন।
৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩২
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: দেশে দেশে পরিস্থিতি বড়োই শোচনীয়। খবরে খবরে শুধু রক্ত আর অন্ধত্ব। আছে শুধু মেকি আশা আর ভুয়ো বিশ্বাস! :-8
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একদম খাঁটি কথা ভাই!
এক ভয়াবহ পরিস্থতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি!
চারিদিকে শুধু হতাশার চিত্র!
কে শোনাবে আশার বাণী??
৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩৩
ঢাবিয়ান বলেছেন: সাদা রং এর এই ভবনটা গুড়িয়ে দেয়া হোক। এটার কোন প্রয়োজন নাই।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছিঃ ছিঃ
একি কথা বলেন ভাই?
ওটার সামনে আরেকটা থেমিস লাগানো হোক! তার উসিলায় যদি কিছু একটা হয়!!
৮| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যেখানে মানুষের বিবেক লোপ পায় সেখানে আপনি ক্ষেপিয়া কি করিবেন? যাহার করার দরকার ছিল তিনিই করিলেন না। আমরা তো আম জনতা।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
হাদিসে এসেছে -
"কোন মানুষ যদি অন্যায় হত্যার ব্যপারে মুখ দিয়ে একটি কথা ও উচ্চারণ করে না ,তাহলে হাশরের দিন ঐ ব্যক্তির কপালে লেখা থাকবে ঐ ব্যক্তি আল্লাহর দয়ার চাদর থেকে বঞ্চিত।"(আক্বিদাতুর রাসুল ।ইমাম কুরতুবী )
৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৩
বিষাদ সময় বলেছেন: বোবার কোন শত্রু নাই..............
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বোবারাও অবহেলার স্বীকার!
সব বিষয়ে চুপ থাকতে গিয়ে একদিন নিজেকেই চুপ হয়ে যেতে হবে!
পটল ক্ষেতেও জায়গা হবে না।
১০| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৩
সুমন কর বলেছেন: আমরা সবই দর্শক !! চুপ করে বসে পড়ুন.....
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এসব নিয়ে আরেক টা পোস্ট দিব,
তারপর পপকর্ন নিয়ে বসে পড়বো,
চুপ থাকতেই চাই! তবে মাঝেমধ্যে মসে হয়, সব বিষয়ে চুপ থাকতে গিয়ে একদিন নিজেকেই না চুপ হয়ে যেতে হয়!
না জানি কোন পটল ক্ষেতে জায়গা হয়??
১১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ, চমৎকার!
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পরিস্থিতি খারাপ!
খুব খারাপ!
১২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:০৬
অর্থনীতিবিদ বলেছেন: বীর বাহাদুর বাহিনী তো বলেইছে যে তারা কেয়ামত পর্যন্ত তদন্ত করবে। তারা তাদের কথা রাখবে এ বিষয়ে আমি পূর্ণ নিশ্চয়তা দিতে পারি। তারা কেয়ামত পর্যন্তই তদন্তই করবে। এমনকি কেয়ামত হয়ে গেলেও তাদের তদন্ত করা শেষ হবে না। এমনকি হাশরের ময়দানেও..........
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাসরের ময়দানেও তারা শেষ করতে পারবে না!
কেমন একটা অদক্ষ বাহিনী নিয়ে কথা বলতেই লজ্জা লাগে!!
মাথামোটার দল এখন তো আবার হালাল তরিকায়(!!) কাজ করা শুরু করেছে!!
১৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:১০
শিখা রহমান বলেছেন: নিজাম সকাল বেলা ব্লগে এসেই দেখি আপনি ঝগড়া বাঁধিয়ে বসে আছেন।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কতোদিন আর অন্ধগৃহে মুখ লুকিয়ে রব?
আমি বিদ্রোহী হব!!
মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -
১৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩৬
ভুয়া মফিজ বলেছেন: আমাদের সহনশীলতারও বড়ই অভাব।
বুদ্ধিকে আমরা কাজে লাগাই অকাজে, আর বিবেক ২৪ ঘন্টার ২৩ ঘন্টাই ঘুমায়, মাঝেমধ্যে হঠাৎ গা ঝাড়া দেয়।
এই সব মিলায়ে আমরা বাঙ্গালী জাতি!!!
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি আর বলবো ভাই?
বলার কোন ভাষা নেই!
আমরা না প্রেমিক?
না বিপ্লবী?
১৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৪৩
চাঁদগাজী বলেছেন:
প্রশাসন বিশৃংখলার মাঝে
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শৃঙ্খলার ভেতর কিছুই নেই!
আইন বিভাগ
শাসন বিভাগ
বিচার বিভাগ
তিনটিরই লেজে গোবরে আবস্থা!
১৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২৭
তারেক ফাহিম বলেছেন: দর্শক হয়েই আছি।
ছবির নির্মাতা কে দেখার অপেক্ষা থাকে না।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সারা জীবন আমাদের নাটক/সিনেমা দেখত দেখতেই গেল!
সবার বেডরুমে গিয়ে গিয়ে পাহারা দেয়া সম্ভব নয়!
বন্দুক যুদ্ধে নিহত!
ক্রসফায়ারে নিহত!
দু একটা ভুল হতেই পারে!
........
১৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:১৫
কাওসার চৌধুরী বলেছেন: "জাস্টিজ ডিলেইড ইজ জাস্টিজ ডিনাইড"........ কথাটি আমাদের দেশের প্রেক্ষাপটে শতভাগ সত্য। তবে যেসব দেশে আইনের শাসন বিদ্যমান। আইন আদালত স্বাভাবিক গতিতে চলে সেসব দেশে এ প্রবাদটি সঠিক নয়।
আপনার অল্প কথায় বুদ্ধিদীপ্ত লেখাগুলো সত্যি খুব সুন্দর হয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এদেশে কতশত সাগর রুনির কাহিনী আছে কয়জনের খবর আমরা রাখি!! আমাদের বুদ্ধি (কুটবুদ্ধি) আছে, কিন্তু বিবেক আর সহনশীলতার বড়ই অভাব।
জানে মন, লেখাটি চমৎকার হয়েছে লাইক দিলাম। +++++
০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই!
আপনাকে যে কি প্রতিউত্তর করবো?
আসলে, লড়াইয়ের মুডে না থাকলে আমি ভালোমত লিখতে পারি না!!
সামনের সপ্তাহ থেকে কিছুদিন ব্লগের বাইরে থাকবো!
ভালো থাকবেন!!
১৮| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৩৯
আখেনাটেন বলেছেন: যে দেশে অাইনকে শাসন করে খাঁচায় পুরে রাখা হয় সেখানে সবকিছুই হ-য-ব-র-ল হবে সেটাই স্বাভাবিক। মানুষও এখন এগুলোকে অতি স্বাভাবিকভাবেই নিচ্ছে, যতক্ষণনা নিজের উপর কোপটা পড়ে ততক্ষণ...।
০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।
সবকিছুকে স্বাভাবিক ভাবে নিতে নিতে একদিন না নিজের বোধশক্তিটাই শেষ হয়ে যায়??
চারিদিকে পটল ক্ষেতের ছড়াছড়ি!!
স্বাধীন দেশেও এসব দেখতে হবে??
"চাচা আপন প্রাণ বাঁচা"!!!
১৯| ০৫ ই জুন, ২০১৮ রাত ১২:১১
পবন সরকার বলেছেন: হে নিজাম ভাই, কি আর বলবো, একটি লেখা লিখে ৫৭বার চোখ বুলাই ৫৭ ধারার ভয়ে সাগর রুনির তারিখও তাহলে ৫৭বার হলো।
০৫ ই জুন, ২০১৮ রাত ৩:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ৫৭ শুধু একটি সংখ্যা নয়! পুরো একটা বাহিনীর অদক্ষতার পরিচয়!!
সাংবাদমাধ্যমও এই জন্য হলুদ রং ধারণ করেছে!
"চাচা আপন প্রাণ বাঁচা" এই হল অবস্থা!!
২০| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:২৫
জাহিদ অনিক বলেছেন: নাগরিক জীবনে সংকট
০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই সংকটময় সময়েও যদি কবিরা "না প্রেমিক না বিপ্লবী" মুডে থাকে? তবে আরেকটি বিদ্রোহী কবিতা কে লিখবে?
কে শোনাবে আশার বাণী?
কে?
কে?
কে?
২১| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৫৫
মনিরা সুলতানা বলেছেন: বলে কি !!!
ক্ষেপে গেলে ৫৭ ধারা।
০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নো ভয়, নো ডর!!
৫৭ধারাতে আমাকে আটকাতে পারবে না!!
লাথি মার, ভাঙ্গরে তালা!
যত সব বন্দী শালায়
আগুন-জ্বালা,-জ্বালা, ফেল উপাড়ি...
২২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মার মার কাট কাট ভাব, আজ খুব রেগে আছেন মনে হচ্ছে। আজ আর ছন্দ দিয়ে মন্তব্য করব না। ভাব ভালো মমে হচ্ছে না।
০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কবিতা তোমায় আজকে দিলুম ছুটি
অরাজগতার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমার চাঁদ যেন অগ্নিস্ফুলিঙ্গ!!
.....
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
২৩| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মেজাজ ঠান্ডা হোক। পরে কথা হবে
দেশ যেন চলছে................উপর।
০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সব কিছুতেই অরাজগতা!!!
দু একটা কথা না বললে দম আটকে মইরা যামু!!
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা
মুক্ত স্বাধীন সত্যকে রে?
২৪| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩১
মোস্তফা সোহেল বলেছেন: কি দরকার নিজাম ভাই এত্ত সব নতুন ইস্যু থাকিতে পুরান ইস্যু নিয়ে আলোচনা করার।
০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সোহেল ভাই!
মামলা মোকদ্দমার অভিজ্ঞতা থাকলে বুঝতে পারবেন!
দেশে কি হ য ব র ল অবস্থা চলছে!
বাহিনীগুলো কেমন অদক্ষ হলে ৫৭বার সময় নেয়!!ভাবতে পারেন?
কোন অসুবিধায় পড়লে আপনি কি এদের থেকে সুবিচার পাবেন??
২৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: নজরুল দিয়ে শিরোনাম করায় আপনাকে ধন্যবাদ।
০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
২৬| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৫০
মিথী_মারজান বলেছেন: আমরা সবাই এসব শুনি আর দেখি, সবাই ক্ষেপি, কিছু ক্ষেত্রে চিল্লাফাল্লাও করি।
কিন্তু ডিয়ার বন্ধু, আমাদেরকে শোনার জন্য কে কোথায়?
এভাবে বলে কিছু হবেনা জানি, তারপরও মনকে সান্ত্বনা দেবার জন্য অথবা বিবেকের তাড়নায় বলতে থাকুন।
এমন শত শত মন খারাপের মেঘ জমে খুব করে বৃষ্টি হোক।
পরিচ্ছন্ন দেশমাতার বুকে সুন্দর ও নিরাপদে থাকুক তার প্রতিটি সন্তান।
০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ডিয়ার বন্ধু?
আমি তো তোমার মত সুন্দর প্রতিউত্তর করতে পারি না!
যাই হোক!
মনের আকাশে অনেকদিন থেকে মেঘ জমে ছিল! দুদিন বজ্রসহ বৃষ্টি হবে! শখ থাকলে ভিজতে পারেন!
গানাঃ
বাংলা আমার শিমুল ফোটা
লাখো শহিদের কথা,
বাংলা আমার বিরঙ্গনা
মায়ের নীরবতা।।
২৭| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৬
শাহাদাত নিরব বলেছেন: "জাস্টিজ ডিলেইড ইজ জাস্টিজ ডিনাইড '
কথা টা মস্তিষ্কে ডুকে ধাক্কা দিচ্ছে।
চরম সত্য কথা বলেছেন প্রিয় ভাই ।
০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এখন একটু বেশীই ফাস্ট হয়ে যাচ্ছে, ভাইয়ু!!
নো আইন, নো বিচার জাস্ট ক্রসফায়ার!!!
আমাদের স্ক্রু ঠিকই আছে, বিচার বিভাগের স্ক্রু টাইট দেয়া দরকার...
২৮| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৭
প্রামানিক বলেছেন: "চাচা আপন প্রাণ বাঁচা" এছাড়া বলার কিছু নাই। ধন্যবাদ
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পরমানিক ভাই?
এভাবে চলতে থাকলে, নিজের প্রাণটাও বাঁচানো যাবে না!
২৯| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা, হয়ত তাই।
তদন্তে যেহেতু কোন ক্লু পাওয়া যায়না, তাই তদন্তের নামে সময় নষ্ট করে কি লাভ?
ডাইরেক্ট............
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চারিদিকে শুধু হতাশার বাণী!
কে দেবে আশা?
কে দেখাবে আলোর পথ?
জ্বালোরে জ্বালো
লগইন করো!
কিবোর্ড ভাঙবেই
লেখালেখি চলবেই!!
৩০| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৪
কাছের-মানুষ বলেছেন: মাঠা ঠান্ডা রাখাই বর্তমানে বুদ্ধিমানের কর্ম! দেশের সার্বিক পরিস্থিতি বেশ ভাবনার বিষয়।
নওজোয়ানদদের মাথা আরো গরম, তাদের মাথা ঠান্ডা রাখা আরো ফরজ! ওহ আহ করা যাবে না
দাতে দাত চেপে সব কিছু দেখে মুখ বন্ধ করে রাখতে হবে।
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপন ভাই?
চুপ থাকতেই চাই,
তবে চারিদিকে এত অরাজগতা দেখলে হতাশ হয়ে পড়ি! সেটা কাটানোর জন্যই একটু লেখালেখির চেষ্টা!!
একদিন দেখিয়া শুনিয়া চুপ হয়ে যাব, কিছু বলবনা আর মুখে!!
৩১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: নেন কবি গুরু নজরুলের অমর কাব্যখানা আপনার জন্য কপি পষ্টে মারিলাম
কৈফিয়ত
কাজী নজরুল ইসলাম
বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’,
কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি!
কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে
ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে!
যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’
দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!
কবি-বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা প’ড়ে শ্বাস ফেলে!
বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে’।
পড়ে না ক’ বই, ব’য়ে গেছে ওটা।
কেহ বলে, বৌ-এ গিলিয়াছে গোটা।
কেহ বলে, মাটি হ’ল হয়ে মোটা জেলে ব’সে শুধু তাস খেলে!
কেহ বলে, তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে!
গুরু ক’ন, তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁছা!
প্রতি শনিবারী চিঠিতে প্রেয়সী গালি দেন, ‘তুমি হাঁড়িচাঁচা!’
আমি বলি, ‘প্রিয়ে, হাটে ভাঙি হাঁড়ি!’
অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি।
সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা ক’ন, আড়ি চাচা!’
যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি, নাড়ি কাছা!
মৌ-লোভী যত মৌলবী আর ‘ মোল্-লা’রা ক’ন হাত নেড়ে’,
‘দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে!
ফতোয়া দিলাম- কাফের কাজী ও,
যদিও শহীদ হইতে রাজী ও!
‘আমপারা’-পড়া হাম-বড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে!
হিন্দুরা ভাবে,‘ পার্শী-শব্দে কবিতা লেখে, ও পা’ত-নেড়ে!’
আনকোরা যত নন্ভায়োলেন্ট নন্-কো’র দলও নন্ খুশী।
‘ভায়োরেন্সের ভায়োলিন্’ নাকি আমি, বিপ্লবী-মন তুষি!
‘এটা অহিংস’, বিপ্লবী ভাবে,
‘নয় চর্কার গান কেন গা’বে?’
গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কন্ফুসি!
স্বরাজীরা ভাবে নারাজী, নারাজীরা ভাবে তাহাদের আঙ্কুশি!
নর ভাবে, আমি বড় নারী-ঘেঁষা! নারী ভাবে, নারী-বিদ্বেষী!
‘বিলেত ফেরনি?’ প্রবাসী-বন্ধু ক’ন, ‘ এই তব বিদ্যে, ছি!’
ভক্তরা বলে, ‘নবযুগ-রবি!’-
যুগের না হই, হজুগের কবি
বটি ত রে দাদা, আমি মনে ভাবি, আর ক’ষে কষি হৃদ্-পেশী,
দু’কানে চশ্মা আঁটিয়া ঘুমানু, দিব্যি হ’তেছে নিদ্ বেশী!
কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?
হাত উঁচু আর হ’ল না ত ভাই, তাই লিখি ক’রে ঘাড় নীচু!
বন্ধু! তোমরা দিলে না ক’ দাম,
রাজ-সরকার রেখেছেন মান!
যাহা কিছু লিখি অমূল্য ব’লে অ-মূল্যে নেন! আর কিছু
শুনেছ কি, হুঁ হুঁ, ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু?
বন্ধু! তুমি ত দেখেছ আমায় আমার মনের মন্দিরে,
হাড় কালি হ’ল শাসাতে নারিনু তবু পোড়া মন-বন্দীরে!
যতবার বাঁধি ছেঁড়ে সে শিকল,
মেরে মেরে তা’রে করিনু বিকল,
তবু যদি কথা শোনে সে পাগল! মানিল না ররি-গান্ধীরে।
হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আঁধারে বন চিরে’!
আমি বলি, ওরে কথা শোন্ ক্ষ্যাপা, দিব্যি আছিস্ খোশ্-হালে!
প্রায় ‘হাফ’-নেতা হ’য়ে উঠেছিস্, এবার এ দাঁও ফস্কালে
‘ফুল’-নেতা আর হবিনে যে হায়!
বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়
গুঁড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা! সেই তালে
নিস্ তোর ফুটো ঘরটাও ছেয়ে, নয় পস্তাবি শেষকালে।
বোঝে না ক’ যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে,
গান শুন সবে ভাবে, ভাবনা কি! দিন যাবে এবে পান খেয়ে!
রবে না ক’ ম্যালেরিয়া মহামারী,
স্বরাজ আসিছে চ’ড়ে জুড়ি-গাড়ী,
চাঁদা চাই, তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে-মেয়ে।
মাতা কয়, ওরে চুপ্ হতভাগা, স্বরাজ আসে যে, দেখ্ চেয়ে!
ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন,
বেলা ব’য়ে যায়, খায়নি ক’ বাছা, কচি পেটে তার জ্বলে আগুন।
কেঁদে ছুটে আসি পাগলের প্রায়,
স্বরাজের নেশা কোথা ছুটে যায়!
কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছে কি? কালি ও চুন
কেন ওঠে না ক’ তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন?
আমরা ত জানি, স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস!
কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস
এল কোটি টাকা, এল না স্বরাজ!
টাকা দিতে নারে ভুখারি সমাজ।
মা’র বুক হ’তে ছেলে কেড়ে খায়, মোরা বলি, বাঘ, খাও হে ঘাস!
হেরিনু, জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ!
বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে!
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।
রক্ত ঝরাতে পারি না ত একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা,
বড় কথা বড় ভাব আসে না ক’ মাথায়, বন্ধু, বড় দুখে!
অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!
পরোয়া করি না, বাঁচি বা না-বাঁচি যুগের হুজুগ কেটে গেলে,
মাথায় উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।
প্রার্থনা ক’রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এইতো বিদ্রোহীর মনের মত কবিতা!
এবার রক্ত গরম হয়েছে!!
কি যে লিখি ছাই,
মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?
হাত উঁচু আর হ’ল না ত ভাই,
তাই লিখি ক’রে ঘাড় নীচু!
বন্ধু! তোমরা দিলে না ক’ দাম....
কারার ঐ লৌহ-কপাট
(কাজী নজরুল ইসলাম---ভাঙ্গার গান)
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি,
ভগবান পরবে ফাঁসি!
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!
ওরে ও পাগলা ভোলা!
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে!
মার হাঁক হায়দারী হাঁক,
কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে!
নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি?
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি!
লাথি মার, ভাঙ্গরে তালা!
যত সব বন্দী শালায়
আগুন-জ্বালা, আগুন-জ্বালা, ফেল উপাড়ি।।
(মূল কবিতা চার লাইনের, আবৃত্তি করলে আমি তিন লাইনে লিখি)
৩২| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: লেখা শেষ করার পর একবার পড়ে তারপর কি পোষ্ট করেন?
০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি কয়েক বার পড়ি ভাইয়ু!!!!!!!!
শেষের লাইন আমি ইচ্ছে করেই লিখেছি!
আপনার ব্যবসার খবর কি?
৩৩| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
হে গোবিন্দ রাখো চরণে
মোরা তব চরণে সরনাঙ্গত
আশ্রয় ও দাও আশ্রিত জনে। ঐ
০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবি?
আপনাকে, দুইদিন পরে প্রতিউত্তর করা হবে!
৩৪| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৮
কাওসার চৌধুরী বলেছেন: আইজগুর লেখা গল্ফটা আফনারে উৎসর্গ খরছি। সময় তাখলে এখবার আমার ব্লগ দেকিয়া আইনজানি।
০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে মিয়া!
জবাই দেয়ার পরে বললে হবে??
পোস্ট করার একদিন আগে বলতে হবে! তবেই না কোমর বেঁধে তৈরী থাকবো!!
যাই হোক!
ধন্যবাদ, আপনার গল্পটা তিনবার পড়বো, তারপর কমেন্টের বন্যা হবে...
৩৫| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:৩১
শামচুল হক বলেছেন: কওয়ার কিছু নাই, খালি দেখন লাগব, তারপরেও জানডা বাঁচবো কিনা জানি না।
০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কি দেখার কথা কি দেখছি?
কি ভাবার কথা কি ভাবছি??
ভালো থাকবেন ভাই!
৩৬| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: নাগরিক অধিকারের সুষ্পষ্ট লংঘন। নিন্দার ভাষা আমার জানা নেই। জালিমদের পতন হোক।
০৯ ই জুন, ২০১৮ রাত ৮:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সব কিছু এখন নষ্টদের দখলে!
জালিমরা আজ হিরো, আমজনতা জিরো!
পরিস্থিতি খারাপ, খুব খারাপ
ভালো থাকবেন।
৩৭| ০৯ ই জুন, ২০১৮ রাত ৮:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ক্রসফায়ারের দিনে জোসেফ মুক্তি পাচ্ছে। আফসোস।
০৯ ই জুন, ২০১৮ রাত ৮:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এটাই আইনের ফাঁক ফোকড়, এখনো জেলে কয়েক হাজার নিরাপরাধ মানুষ আছে! রাষ্ট্রপতিরা কি আজ পর্যন্ত তাদের খবর রেখেছে??
তারা অপরাধীকে মুক্ত করে খুব ক্ষমাশীল, দয়ালু সাজে!
মেজর জিয়াও সুবিধার ছিলেন না!
৫ম সংশোধনী ইতিহাসের এক কালো অধ্যায়!!
৩৮| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৮
কথার ফুলঝুরি! বলেছেন: কে বলে নিজাম ভাই শুধু আড্ডা মারতে সামু তে আসে কি দারুন এক লেখা লিখে রেখেছেন। দেখেছিলাম কিন্তু মন্তব্য করা হয়নি
আমার নিজাম ভাই আপু কে ভুলে গিয়েছে
১২ ই জুন, ২০১৮ ভোর ৪:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি যে কি! সেটা জানলে অর্ধেক লেখক আমাকে এড়িয়ে চলবে!(ভাব নিলাম)
একটু ব্যস্ত আছি/থাকবো! দেখি, একদিন সময় বের করে আড্ডা দিব!
বি. দ্রঃ আমাকে যারা হিরো বানায়, আমি তাদের ভুলি না! (আপুরা(বড়, ছোট সবাই) বিষয়টি ভেবে দেখতে পারে)
৩৯| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৯
শায়মা বলেছেন: ভাইয়া আমি ফিরে এসেছি!!!!!!!!
১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি খুব খুশি!
তুমি ব্লগের বটবৃক্ষ,
তুমি না থাকলে ব্লগটাকে কেমন মরা মরা মনে হয়!
তুমি রেস্ট নাও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা!
কথা হবে.....
৪০| ২২ শে জুন, ২০১৮ সকাল ৭:১৭
নীলপরি বলেছেন: বেশ লিখেছেন ।
২২ শে জুন, ২০১৮ সকাল ১০:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল!
থ্যাংক ইউ ডানা সহ পরী আপা!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের বুদ্ধি, বিবেক লোপ পেলেও
ধৈর্যের বাধ ভাঙ্গা অত সহজ নয়।
আমারা চির শান্তিপ্রিয় সেই সে
বাঙ্গালী জাতি।