নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে!

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:০৩

শুরুতেই একটা গান হয়ে যাক্! (অন্তর কথাটি শুনেই একটা গান মনে পড়লো:);)
"ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে,
আমার ভিতরও বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে......


ফুটবল খেলতে গিয়ে পা মচকে গিয়েছে!:( দুদিন বেড রেস্টে থাকিতে হইবেক! একদিকে ভালোই হলঃ কোন কাজ নেই, খাও-দাও আর টিভি দ্যাখো;)। এর মধ্যে ব্লগে এসে বুঝলাম আজ আব্বা দিবস..:( তাই ভাবলুম দু-চার লাইন কিছু কপি-পেষ্ট করি!:P

বিভিন্ন ভাষায় বাবা/পিতা শব্দঃ
বাংলা ভাষায় বাবা(তুর্কি থেকে), আব্বা, আব্বু।
ইংরেজরা পিতাকে ডাকেন, ফাদার, ড্যাড, ড্যাডি, পপ, পপা বা পাপা!
আফ্রিকান ভাষায় ‘ভাদের’! পুর্ব আফ্রিকায় নাকি পিতাকে ‘বাবা’ ডাকা হয়!
চীনারা আবার ‘বাবা’ কে ‘বা’ বলে!
ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় পিতা ডাক হচ্ছে ‘পাই’।
ফিলিপিনো ভাষায় পিতাকে বলে তাতেই, ইতেই, তেয় আর আমা।
পাকিরা পিতাকে বলে আব্বু!
হিব্রু ভাষায় পিতা হচ্ছে ’আব্বাহ্‌’।
হিন্দি ভাষার পিতা ডাকটি পিতাজী!
হাঙ্গেরিয়ান ভাষায় পাপা ছাড়াও পিতা শব্দের অনেকগুলো প্রতিশব্দ আছে, যেমন- আপা(!!!!), আপু(??), এদেসাপা।
আচ্ছা?
তামিল সিনেমাতে বাবাকে কি বলে মনে আছে??
নানা/নানেয়া:P

বি. দ্রঃ এক ঝটিকা(হে লাগা লাগা লাগা লাগা পেয়ার কা ঝাটকা:P) সফরে আপনাদের সামনে আরজে মন্ডল হাজির! আব্বা দিবসে দেড় হালি গান শুনিয়ে আমি ফুড়ুৎ... ;)
১। এটা ছোট বেলার পছন্দের গানাঃ:P(লিরিকটা আমি নিজের মত করে লিখেছি)
আব্বু আমায় কয় কেনো পড়তে বসিস না?
আম্মু আমায় কয় কেনো লিখতে বসিস না?
পড়া-লেখা যে আমার ভালো লাগে না,
না না না
ভালা লাগে না.............

হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো?
মাস্টারেরা পড়া-লেখা সব ভুলে যেতো!
হতো যদি ঘুর্নি ঝড়, উড়ে যেত ইস্কুল-ঘর,
তাহলে পুরতো আমার মনের বাসোনা,
মনের বাসোনা.........

২। এটা আমার এক গায়ক বন্ধুর পছন্দের গানঃ
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ,
আমার মায়ের আদেশ বাবার মত গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ।

৩। যুবকদের পছন্দের গানঃ
বাবা বলে ছেলে নাম করবে
সারা পৃথিবী তাকে মনে রাখবে
শুধু এই কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা।

৪। ক্যাম্পাস লাইফের পছন্দের গানাঃ:P
বাবা আমার কি বিয়ে হবেনা...
দয়া করো আমার উপর, মাথায় চড়াই একটা টোপর
সারাজীবন আইবুড়ো ভাত পেটে সবে না
না না না
বাবা আমার কি বিয়ে হবে না
বাবা আমার কি বিয়ে হবে না(২)

৫। এটা আমাদের শিক্ষা আপার(শিখা রহমান) পছন্দের গানাঃ:P
কাটেনা সময় যখন আর কিছুতেই
বন্ধুর টেলিফোনে মন বসেনা
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলেনা
আয় খুকু আয়,
আয় খুকু আয়…

৬। লাস্ট প্লেঃ
বাবা বলে গেল আর কোন দিন গান করো না
কেন বলে গেল সেই কথাটি বলে গেল না,
গান যদি পৃথিবীতে নাই থাকতো
সা রে গা মা পা ধা নি সা কী করে হতো?


পুনশ্চঃ (বাবাকে নিয়ে আমার ও বন্ধুদের থেকে শোনা অনেক মজার ঘটনা(ভাই বলা, বিড়ি-সিগারেট, রেজার, আন্ডার ওয়ার.... এই জাতীয়) আছে! অনুমতি ছাড়া ওসব লেখা যাবে না!:P)
পোস্ট লিখতে গিয়ে আমি ক্লান্ত! এখন খেলা দেখবো! তাই বর্তমান/ভবিষ্যতের পিতা-মাতাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, প্রতিউত্তরে দেরী হইবেক!;)




মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাবা দিবসে 'বাবা'র উপর এক প্যারাগ্রাফ লিখুন। -------------প্রশ্নের মান ১০

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রাখেন আপনার প্যারা করা গ্রাফ!!;)


খেলা আর রাজনীতি নিয়ে আব্বার সাথে ডাইরেক্ট লড়াই/ঝগড়া হবে!
আমি চললুম.....

২| ১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫২

শায়মা বলেছেন: চাঁদগাজীভাইয়ার চ্যালেঞ্জ গ্রহন করো! :)

১৭ ই জুন, ২০১৮ রাত ১১:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার গায়ে গন্ডারের চামড়া!:P
ওরকম দু-একটা ঢোলের বাড়িতে আমি নাচি না!


তোমার পছন্দের দল নাকি ব্রাজিল?
দোয়া করি আজ তারা যেন ড্র করে!!:(

৩| ১৭ ই জুন, ২০১৮ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: জেমসের একটা বিখ্যাত গান আছে বাবা নিয়ে। বাবা কতদিন দেখিনা তোমায় ।

১৭ ই জুন, ২০১৮ রাত ১১:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও হ্যাঁ!
গানটার কথা তো ভুলেই গিয়েছিলাম!

পুনশ্চঃ
এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটছে!
সামনে বোধহয় আরো চমক আছে!;)

৪| ১৮ ই জুন, ২০১৮ রাত ১২:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমারতো দারুণ লাগলো। প্রত্যেটা স্তরে যেভাবে পিতৃবন্দনার গান গাইলেন, অপূর্ব। পাশাপাশি শ্রদ্ধেয় গাজী স্যারে বোধহয় নূরু ভাইকে মিস করছেন। যাইহোক আমারা এখন মন খুলে খেলাও দেখবো এবং গানও শুনবো।

ঈদের শুভেচ্ছা প্রিয় মন্ডল ভাইকে।

১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা!

তাই তো"!!!
নূরু ভাই তো বরিশাল গিয়ে ব্লগে আসা ছেড়েই দিয়েছে!:(
তবে চিন্তার কিছু নেই ঈদের সময় ব্লগ একটু ঝিম মেরে থাকে! কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে! আপনিও এই ফাঁকে ঘুরে নিন!:(


আমার তো বেডরেস্ট! দু-চার দিন আমার আর ঘোরা হবে না!:(

৫| ১৮ ই জুন, ২০১৮ রাত ১:০৪

কাওসার চৌধুরী বলেছেন: আব্বা দিবসে, আব্বা হতে আনফিট জানেমন বন্ধুকে "বাপ দিবসের শুভেচ্ছা"!!
আন্নে ক্যান আছেন?? আশা করি, দোলনায় চড়তে চড়তে ঈদটি ভালই কেটেছে।
ফুটবল খেলতে গিয়ে আপনার পা মচকে যাওয়ায়, ব্লগে ১ মিনিটের নিরবতা পালন করেছি। আশা করি, বিশ্বকাপ শেষ হওয়ার আগেই হাঁটতে পারবেন!!!

আর, আব্বা দিবসের গানগুলো খুব ভাল হয়েছে। সব গানই পছন্দ তবে (৪) টা জম্পেশ। আরেকটি কথা, সালমান শাহ কী আপনার প্রিয় নায়ক?

১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আগামীর আব্বাকে বাবা দিবসের শুভেচ্ছা!;)

চৌধুরী ভাই?
ঈদ ভালোই কাটছে!
গতকালকেই হাঁটতে পেরেছি, যদিও আজকে ব্যাথাটি বেড়েছে!:( এখন বেডে শুয়ে আছি! তবে নো চিন্তুা, ভালো আছি! :)


সালমান শাহকে খারাপ লাগে না!
আমার পছন্দ রজনীকান্ত, নাচে হৃত্বিক!
ইদানিং খান সমাজ আমার অপছন্দ।

৬| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৭:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল মন্ডলভাই। ফুটবল খেলা দেখতে গিয়ে পা মচকে গেছে শুনে ব্যাথা পেলাম। কাওসার ভায়ের সঙ্গে আমিও একমিনিট নিরাবতা পালন করলাম। তবে এই ঘটনার পরে খেলা দেখতে বসে পাদুটি বেঁধে রাখাই ভালো।।বলা যায়না, আবেগ বশত কার কপালে লেগে যেতে পারে। তবে এসময় খেলা করাটা শাস্তিযোগ্য অপরাধ। কাজেই কঠোরভাবে ফুটবল খেলা পরিহার করা উচিত। এরপরেও কোথাও লেগে গেলে আমরা দায়ী থাকবো না।

পাশাপাশি সামুর গাইডলাইন অনুযায়ী বেশিরাত পর্যন্ত খেলা দেখা যাবে না। এতে পরের পোষ্টে বিঘ্ন ঘটতে পারে। সম্মানীয় ব্লগাররা রাতজেগে খেলা দেখলে আমাদের মত ক্ষুদিবগলিরা মূল্যবান মতামত থেকে বঞ্চিত হবে। একই সঙ্গে দীর্ঘ একমাস রমজান পালনের পর আবার দীর্ঘ কালীন অনিদ্রা শরীর স্বাস্থ্যের অবনতির আশঙ্কা আছে। কাজের সকলের এসব অনাচার বন্ধের অনুরোধ থাকলো।

একটা ছোট্ট প্রশ্ন, শুনলাম ব্রাজিল জার্মানিকে হারিয়ে দিয়েছে, খবরটা কতটা সত্য? ??
পাড়ায় টেকা যাচ্ছেনা। আর্জেন্টাইনরা নড়েচড়ে বসেছে।

আবার আসবো,কথা হবে।

১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল চৌধুরি ভাই!
পায়ের ব্যাথা তেমন কিছু না! দুদিন শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে! (অনেকদিন পর খেলতে গেলে এমনটা হয়! পরে দু-চার দিনে ঠিক হয়ে যায়!:))

ঠিক করেছি রাতের(১২টার পরে) খেলাটা সকালে দেখবো।(রিপ্লে)

Brazil(১) FT Switzerland(১)
Mexico(১) stun Germany(০)
বিস্তারিতঃ http://www.espn.in/football/

৭| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:১৬

শায়মা বলেছেন: আমার পছন্দের দল ব্রাজিল তো কি হইসে?

ড্র করুক আর মরুক আমার কি? আমি তো আর খেলছি না.... :P

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "ড্র করুক আর মরুক আমার কি? "
- এই তো ভাইয়ের মত ভাই!:)
সারাদিন তো শুয়ে বসে থাকছো! ঝাক্কাস একটা পোস্ট দাও দেখি??:)


পুনশ্চঃ আমি আর্জে টিনা থেকে পদত্যাগ করেছি! ২০১০ থেকে!:P

৮| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: আপনি অনেক দুষ্ট আছেন মিয়া ভাই।

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমরা এমনই!
আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চাই!
মানুষকে খুব ভালোবাসি! হোক সে মিত্র বা শত্রু!
খুশি হইতে আমাদের খুব বেশী কিছুর প্রয়োজন পড়ে না!;)

৯| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৯

শায়মা বলেছেন: পোস্ট লিখছি! আমার হাসপাতালের দিনগুলিরে....:)

১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পোস্টের জন্য থ্যাংক ইউ.....

তুমি তো আমার চেয়ে বড় কমেডিয়ান;)

১০| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:১২

কামরুননাহার কলি বলেছেন: ৫ নং গানটি (শিখা রহমান) আপির মতো আমারও হেব্বি হেব্বি পছন্দ। তবে পোস্টটি লেখেছে খুব মজা করেই।

১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কলি!
ঈদের শুভেচ্ছা!
আশাকরি সময়গুলো দারুন কাটছে!

ঐটা সব খুকিদেরই পছন্দের গান;)
গানটির আরে কিছু লাইনঃ
"আয়রে আমার কাছে আয় মামনি
সবার আগে আমি দেখি তোকে
দেখি কেমন খোপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে
আয় খুকু আয়আয় খুকু আয়":)

১১| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:২২

শায়মা বলেছেন: আমি বড় হবো না তো কে হবে রে!!!!!!



আমি তো সব কিছুতেই সেরার সেরা! :)

১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে! সব কথাই মেনে নিলুম!

শুয়ে শুয়ে গান গাওঃ
"আয়রে আমার সাথে আয় এখনি
কোথাও ঘুরে আসি শহর ছেড়ে
ছেলেবেলার মত বায়না করে
কাজ থেকে নে না তুই আমায় কেড়ে
আয় খুকু আয়
আয় খুকু আয়.....

১২| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সুন্দর লিখনী বাবাকে নিয়ে।

+++++++++

১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আগামী প্রজন্মের বাবাদের ধনবাদ!;)


ব্রাজুকাদের খেলা নিয়মিত দেখবেন!:P
ভালো থাকবেন মাইদুল ভাই!

১৩| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: চমক হলো ব্রাজিল বিশ্বকাপ জিতে হেক্সামিশনে সফল হবে।

১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: খেলার মাঠেই দেখা যাবে,
এটা কাপ পাবার মিশন?
নাকি খালি হস্তে বাড়ী ফেরার ভিশন??:P

১৪| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

নতুন নকিব বলেছেন:



বাবার স্মৃতি জাগিয়ে দেয়া সুন্দর পোস্ট। ধন্যবাদ।

১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুকরিয়া প্রিয় নকিব ভাই!

ভালো থাকবেন।

১৫| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৮

রিএ্যাক্ট বিডি বলেছেন: Babar keramoti (বাবার কেরামতি)

১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: খাইছে আমারে....

কেরামতির দরকার নাই!
এমন ল্যা...টা বাবা, ভন্ড বাবা, খাজা বাবারও দরকার নাই!:P

১৬| ১৮ ই জুন, ২০১৮ রাত ১০:১৫

ব্লগ মাস্টার বলেছেন: ভালো :-*

১৯ শে জুন, ২০১৮ রাত ১:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাস্টারজ্বী?
আপনার ইমোর অর্থ কি???:(

১৭| ১৮ ই জুন, ২০১৮ রাত ১১:৩২

পবন সরকার বলেছেন: বিভিন্না ভাষায় আব্বা শব্দটি খুবই ভালো লাগল। বিষয়টির জন্য অসংখ্য ধন্যবাদ।

১৯ শে জুন, ২০১৮ রাত ১:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই!
খেলা দেখছি, ১-১ গোল

ভালো থাকবেন!

১৮| ১৯ শে জুন, ২০১৮ রাত ২:৪৭

কাছের-মানুষ বলেছেন: গানা বাজনা ভাল হয়েছে।
তবে একটা জিনিশ মিস হয়েছে, গুনি শিল্পি ড. মাহফুজুর রহমানেরও একটি গানের কলি হলে জমত ভাল।

আমি আপাদত বিশ্বকাপ নিয়ে ইজি কাজে বিজি আছি, আব্বা দিবস কখন আসল গেলো টের পেলাম নাহ!!

১৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার গানটা আমি এখনো মনে করতে পারছি না!
আসলে হয়েছে কি, আমি এখন বর্ষার গান নিয়ে আছি:P
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে....;)

খেলা দেখছেন ভালো কথা, নওজোয়ানদেরর জন্য দু-একটা খেলার রিভিউ লিখুন!
ভালো থাকবেন!

১৯| ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: মন্ডল ভাই, এখন কেমন আছেন? ব্যাথাটা কি কমেছে? যদি না কমে থাকে তাহলে গরমজলে একমিনিট ও ঠান্ডা জলে তিনমিনিট পাটা ডুবিয়ে রাখলে উপকার পাবেন। আমার দুবার হাড় ভেঙে ছিল। প্লাস্টার কাটার পরে ব্যাথা কমাতে ডাক্টারের দাওয়া ছিল এই ব্যবস্থাটি। তবে পেইন কিলার প্রথম দুদিন খেলেও পরে আর্নিকা ৩০( ড. রেকওয়েগের) ঘনঘন খেয়ে উপশম পেয়েছি । আপনার অপেক্ষায় রইলাম।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আলহামদুলিল্লাহ্!

চৌধুরি ভাই?
আপনাদের দোয়ায় ভালো আছি!
ব্যাথাও কমেছে!
আশাকরি দু-একদিন পরে দৌড়তে পাবরো!

খোঁজ নেবার জন্য ধন্যবাদ!
ভালো থাকবেন প্রিয় ভাইয়ু;)



গানাঃ
আজি ঝর ঝর মুখর বাদল দিনে
জানি নে জানি নে
কিছুতে কেন যে মন লাগে না....

২০| ২০ শে জুন, ২০১৮ সকাল ১০:০০

কথার ফুলঝুরি! বলেছেন: মণ্ডল ভাইয়া, লেখার শুরুতে যে এক গান দিয়াছেন তাঁহা পড়িয়া তো এই প্রেমিকা মন বাবা মা সবার কথা ভুলে গেল :P আপনার আপুর অনেক অনেক প্রিয় একটি কবিতা/গান সেটি :-B

তবে ধীরে ধীরে লেখা পড়তে পড়তে পরে বাবা এর কথা ও মনে পরেছে :P বাবা কে নিয়ে আমার প্রিয় গান "আয় খুকু আয়" । সিনেমা টি ও সুন্দর।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও,
আরেকটুক্ষণ রও না সময়
একটু পরে যাও.....

জানি জীবন গল্পে অনেক ধাঁধা
একটু হাসি অনেক কাঁদা....



আমার স্মৃতিশক্তি মারাত্মক রকমের ভালো! যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভুলি না!;)
ভালো থাকুক প্রিয় মানুষগুলো, আনন্দে কাটুক প্রতিটিক্ষণ!
দেখা হবে....

২১| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ, মন্ডলভাই আর দু একদিন পরেই দৌড়তে পারবেন জেনে খুশি হলাম। এবার তাহলে শীঘ্রই আমরা পোষ্টও পাবো।


শুভ কামনা রইল।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রিয় চৌধুরি ভাই!
আন্তরিক শুভেচ্ছা নিন!!:)
পায়ের ব্যাথা কমে গিয়েছে, দৌড়াতেও পারছি!;)
আজ রাতে একটা পোস্ট দিব, ব্রেকাপ পোস্ট!!

২২| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ প্রিয় সাজ্জাদ ভাই!

ভালো থাকবেন সবসময়.....:)

২৩| ০৯ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৮

উদাসী স্বপ্ন বলেছেন: বাবা কে নিয়ে কি আদৌ প্যারাগ্রাফ লেখা হয়েছিলো?

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না।
বেঁচে থাকলে সামনের বাবা দিবসে লিখবো। পড়ার দাওয়াত থাকলো....:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.