নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে......:P

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

আজব প্রেমের বাঁশ খাওয়া কাহিনীঃ:P (স্বল্প দৈর্ঘ্যের প্রেম কাহিনী);)

আমার স্মৃতিশক্তির মতবাদ অনুসারেঃ যবে থেকে আমার জ্ঞান-বুদ্ধি হয়েছে, তবে থেকেই আমি প্রেমে পড়া শুরু করেছি।।:P আপনারা আবার এটাকে কোন ছোঁয়াচে রোগ ভেবে ভুল করবেন না। এসব নিয়ে সত্যকথা বলার মত সৎ সাহস ক-জনের থাকে? বলুন??;)

যাক্ সে কথা, গল্প শুরু করি:
তখন হাইস্কুলে পড়ি। সুন্দরী তমা(ছদ্মনাম) পড়ে আমার দু-ক্লাস নীচে। সুন্দরীর সাথে পরিচয় ক্লাসের এক খচ্চর বন্ধুর মাধ্যমে। বালিকাকে দেখে আমি তো অবাক, "আমার চক্ষু ফাঁকি দিয়া, সুন্দরীটা এতদিন লুকাইয়া ছিল কীভাবে??:P পরে খোঁজ নিয়ে জানলুম অনেকেই তাঁকে পছন্দ করে, আমার আগেই দুজন দরখাস্ত দাখিল করে বসে আছে। যদিও সেগুলো মঞ্জুর করা হয় নি।:P

এতএত প্রেমিকদের ভীড়ে, বালিকাকে পাবার জন্য বালক-বীর বিদ্রোহী হয়ে উঠলো।:P কিন্তু উপায় আর খুঁজে পাই না। অবশেষে, মোকসেদুল মোমেনিন নামক এক বইয়ে পেয়ে গেলাম "প্রেমিকাকে পাবার উপায়" সম্পর্কে একটা তদবীর। কি সব হাবিজাবি নক্সা আঁকা। নিয়ম দেয়া আছে, "মেয়ের নাম ও তাঁহার পিতার নাম, এই নক্সার সাহিত কাগজে লিখিয়া সুতায় বাঁধিয়া বৃক্ষের ডালে ঝুলাইয়া দিতে হইবে। বাতাসে কাগজ দুলিবে আর প্রেমিকা পাগলের মত ছুটিয়া আসিবে" :P:D

এক বুক আশা নিয়ে কোন এক পড়ন্ত বিকেলে ছাদের উপর লুকিয়ে, পঞ্চানন কর্মকারের মত খাতায় সেই নক্সা আঁকা শুরু করলাম। প্রথমে কালিছাড়া কলম ব্যাবহার করলাম, যাতে কপি করাটা কেউ বুঝতে না পারে। কিন্তু বইয়ের অপর পৃষ্ঠায় যে দাগ পড়ে রইলো সেটা বেমালুম ভুলে গেলাম।:( এরপর সেটা আমগাছের ডালে ঝুলিয়ে দিলাম। কাগজটা বাতাসে দুলতেই আমার চোখ চকচক করে উঠলো, হার্টবিটও গেল বেড়ে। তখন ভাবখানা এমন, "আমার প্রেম এবার ঠেকায় কোন সালা?";)

শালা বাবুরা না ঠেকালেও, মেয়ের বড় ভাই এবং তার পাষন্ড পিতা মিলে মেয়েটার বিয়ে ঠিক করে ফেলল। বিয়ের কথা শুনে, স্কুলের দেবদাসদের মাথায় পড়ল বাড়ী। আমি সুবোধ, মনের কষ্ট মনেই চেপে(বন্ধুরা তখনো জানেনা আমার প্রেমিকাদের লিস্টে তার নামও আছে:P) দেবদাস গণনায় মন দিলাম। শেষে কয়েক হালি দেবদাসের মন ভেঙে বালিকা পার্বতী বিদায় হল। সময়ের স্রোতে সব কিছু ভুলে গেলাম।

কয়েক মাস পর, হঠ্যাৎ একদিন "মোকসেদুল মোমেনিন" বইটা চোখে পড়লো। বুকটা ধক্ করে উঠলো। দৌড়ে গেলাম সেই গাছ তলায়। কিন্তু কোথায় সেই কাগজ? কোথায় সেই সুতো? সব তো দেখি হাওয়া!!B:-)
হায়! হায়! এখন কি হবে??
আচ্ছ?
মেয়েটা যদি সত্যি সত্যি পাগল হয়ে আমাদের বাসায় চলে আসে? তখন??
একরাশ প্রশ্ন মাথায় এসে ভীড় করলো।
এসব চিন্তায় আমি না পারি খেতে, আর না পারি ঠিকমত ঘুমাতে। শেষে প্ল্যান করলাম, প্রেমের গুষ্টি কিলাই, আগে নিজের প্রাণ বাঁচাই। বালিকা যদি কাগজের গুনে বাসায় এসেই পড়ে, একা পালিয়ে যাব;)। টাকা-পয়সাও রেডি করে রাখলাম। ভয়ে ডরে আমি তো ভালোমানুষ হয়ে গেলাম। প্রতিদিন নামায পড়ি আর বালিকাকে তাড়ানোর দোয়া করি। একবার ভাবলাম আমার লাভগুরু, জবা আপাকে(কাজিন) এসব বলি। শেষে ঠ্যাঙানির ভয়ে, কাউকে আর বলা হয় নি।

পুনশ্চঃ
গতকাল অপরাধী গান শুনে ঘটনাটা মনে পড়লো। ঝাঁড় ফুঁকে কাজ না হলেও মানুষ যে খুশি হয়, আমি তার জ্বলোজ্যান্ত প্রমাণ।:P
ভাগ্যিস, সেদিন কাগজটা কাজ করে নি!!:D
তা না হলে কী যে হতো???:P



ছবিঃ সায়েম সাদাত, নেট।
উৎসর্গঃ

যার ছায়া পড়েছে, মনের আয়নাতে
সে তো তুমি নও, ও গো তুমি নও...:P

মন্তব্য ৮২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্রেম আসে বার বার, ভালোবাসা একবারই।

মজার কাহিনী। পড়ে খুব হেসেছি।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সন্ধ্যা, শাইয়্যান ভাই।
কাহিনীটা আসলেই মজার।
আহা! কাগজ হারিয়ে যাবার পরের দৃশ্যাটা যদি দেখতেন...:D

২| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

শাহিন বিন রফিক বলেছেন:





ভাইরে জীবনে প্রথম যাকে ভাল লেগেছিল তাঁর মেয়ের বর্তমান বয়স ১২ বছর। দ্বিতীয় জনের মেয়ের বয়স ৯ বছর। থাক বাকীগুলো আর নাইবা বলি।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহারে, ভাই আমার?:(
দু-চারটা প্রেম কাহিনী সবার জীবনেই ঘটে! ভালো মানুষরা প্রকাশ করে আর ভিজে বিড়ালরা সাধু সেজে বসে থাকে।।
আমরা ভালোর দলে.:P

৩| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


হাইস্কুলে পড়ার সময় গাছে কাগজ ঝুলায়েছেন? গড়ে, ভাবনাশক্তি তেমন শক্তিশালী ছিলো না, মনে হয়!

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আচ্ছা গিনিপিগ সর্দার?
আমি কি মাথামোটা ডোডো পক্ষি??

৪| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

পদাতিক চৌধুরি বলেছেন: পড়বো পরে। আগে বলুন এতোদিন কোথায় ছিলেন?????????????

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি আর বলিব বন্ধুবর?
হারিয়ে ফেলেছি আশা,
সবাই মিলে আমাকে রাবণ বানালো
তাই হারিয়ে ফেলেছি ভাষা।।:(


কয়দিন ইচ্ছে করেই ব্লগে আসি নি। (কিঞ্চিৎ ব্যস্ত ছিলাম)

৫| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: পড়ার আগে আবার এলাম। শাহিন ভায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। সমবেদনা শাহিন ভাইকে।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে।

চৌধুরি বাড়ীর ছেলের জন্য শুভকামনা।

৬| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

কাওসার চৌধুরী বলেছেন:


ছবিটা দেখেই ক্রাশ খাইলাম B-) ভেবেছিলাম পেন্সিলে আকা আমার দোস্ত হয়তো? পরে বুঝলাম ছবিটা ধার করা অন্য নায়কের!!

কাহিনীখান বড়ই সরস!!! এমন দুই-চারখান স্বপন মোরও সেকালে ছিল। তবে মকসুদুল মোমিনের তাবিজ থেরাপির কথা মনে আসেনি; যদিও বাসায় একখান মকসুদুল মোমিন ছিল!!

আর উৎসর্গের বিষয়টি বড়ই রহস্যময় :(:(; জানি না কোন মাইয়াটা মন্ডল বাড়ির ছোট পোলাটার ফাঁদে পড়লো। মাইয়াটার জন্য বড়ই মায়া হচ্ছে।।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বন্ধু?
আমার হিরোও না জিরোও না, মাঝামাঝি কিছু একটা
..:`>:``>>


মকসুদুল মোমিনের তাবিজ থেরাপির কথা মনে আসেনি
সবার মাথায় কি আমার মত আইডিয়া আসবে??:P

উৎসর্গের বিষয়টি বড়ই রহস্যময়
--ব্লগে একটা চৌধুরি পরিবারের মেয়ে পেয়েছি। অনুমতি পেলে...:P


পুনশ্চঃ
জীবনের মাইনকা চিপায় পড়ে গিয়েছি। ঠিকমত পড়ে মন্তব্য করতে পারছি না। আগামীতে হয়তো ব্লগে নিয়মিত থাকতে পারবো না। :(
নিয়মিত লিখবেন আর প্যাঁচা গাজীকে ইগনোর করবেন।
শুভকামনা।

৭| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: কৃতজ্ঞতা জানাই লেখককে। আমরাও এসব করেছি। তবে আপনার মত এতদূর এগোয়নি। তবে কখনওবা খিদে না পাওয়ার রোগ চলে আসতো। বাড়িতে মায়ের প্রচন্ড ভয় পেতাম। অবশ্য বয়েজ স্কুলে পড়ার জন্য আমাদের সুকুমার বৃত্তিগুলি লোপ পেয়েছিল। কলেজে হতাশ ছিলাম। বিশ্ববিদ্যালয় ঝাড়ি করেছি প্রচুর। কারোও সঙ্গে আর যোগ নেই ।

তবে হাল ছাড়িনি। চাকুরী পেয়ে প্রথম স্বাদ পেলাম। বাকিটা আর বলা যাবেনা।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাইয়ু!
এসব দু-চারটা প্রেম কাহিনী না থাকলে লাইফটা কি জমে? আমার তো কয়েক হালি পছন্দ ছিল...:P



ভালো থাকবেন।


৮| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই জন্যই আমি কো-এডুকেশানের বিরোধী। অল্প বয়সেই পাকনামি চিন্তা মাথায় ভীড় করে...

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক, ঠিক।
আগে ছিল হাত কেটে নাম লেখা, রক্ত দিয়ে চিঠি লেখা।
আর এখন ফোনে চ্যাটিং, ইমো তে..., ফোনে লুতুপুতু....:P


পুনশ্চঃ ভাইজান কি বড় রকমের ছ্যাঁকা খাইছিলেন??:P

৯| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সেইরাম একখানা মুভি দেখিয়া মনে মনে স্মৃতির কাতুকুতুতে বড়ই কাহিল!
:P
=p~ =p~ =p~

আহা!
উহু!
কই গেল সেই সোনালী দিনগুলি
রবিঠাকুরতো আর কম যাতনায় লিখেননি-
দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না রইল না
সেই যে আমার নানা রঙের দিনগুলি :-B

+++++++

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :`>:``>>
আমারে ভুল বুইঝোনা ভাইয়ু!
আমি যথেষ্ট হার্ট টাচিং ছেলে। আমারে যে এক সুন্দরী বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেটা তো বলিই নি...:P

১০| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

শাহিন বিন রফিক বলেছেন:




পদাতিক ভাই বলেছেন- পড়ার আগে আবার এলাম। শাহিন ভায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। সমবেদনা শাহিন ভাইকে।
ভাই দিলে সেইরম একখানা শান্তির দুলা লাগিল, প্রাইমারী প্রেম আর হাইস্কুল প্রেম মনে পড়লে ভিতরে কেমন যেন করে ওঠে।
আহারে সেই আমলে আমাদের কি খাঁটি প্রেম ছিল। এখন শুধু চিপা খুঁজে পোলাপান।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তারপর আমি সুবোধ হয়ে গিয়েছিলাম।

হাত কাটি নি, কাউকে চিঠিও দেই নি ;)

,

১১| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

জোকস বলেছেন: ব্যায়াফুক মজাক পাইছি মন্ডল ভাউ।



আমার পেরেমে হরতাল আর লোডশেডিং চলতাছে। :(

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে মিয়া, হতাশা বাদ।

ধুমাইয়া ক্র্যাশ খাও, প্রেম করো, দু-একটা ছ্যাঁকা খাও!
লাইফে এসবের দরকার আছে।:P

১২| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: কেলেঙ্কারি হলযে!! আমাদের মন্ডল বাড়ির ছোটে মিঞা আজ সব পর্দা ফাঁস করবে মনে হচ্ছে । আমরাতো ইতিমধ্যে ধরা খাইলাম। এখন দেখি ব্লগের আর কেউ বাদ যায় কিনা। তবে শাহিন ভাই ছক্কা হা্ঁকালোযে, প্রাথমিকে মানে আপাতত সামনে কেউ নাই। তবে আমাদের গুরুজী গাজী সাহেবের ভাবনাটা ইউনিক। আমরা গাছে উঠতে পারিনি। কাওসার ভাই তবুও একটু সাইডসিন করলেও তালগাছ ভাই আর ভৃগু ভাই পাশ কাটিয়ে চলে গেলেন। এখন আমাদের হিরো মন্ডল ভাই আর শাহিন ভাই। নুতন কাউকে না পাওয়া গেলে দুজনের একজনকে ম্যাচ উইনার ঘোষনা করা হবে।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেকি কথা?
আমি থাকতে কেউ জিতবে নাকি??B:-)
কয়েক হালি প্রেম করলুম কি সাধে???
তবে সত্য কথা বলার জন্য আমার পুরষ্কারটা শাহিন ভাইকে দেয়া যায়!!:)

পুনশ্চঃ
আমি তো জানি। ব্লগের সবাই ভিজে বিড়াল!!X(


আমাদের গুরুজী গাজী সাহেবের ভাবনাটা ইউনিক।
আপনাদের গুরুকে আমি সহ্য করতে পারি না...X(
কাজ আছে, একটু পরে আসছি.....

১৩| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

কাওসার চৌধুরী বলেছেন: বড়ই কষ্ট পেলাম আমার কমেন্টখানাকে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে দেখে।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাওসার ভাই?
আপনাকে সুন্দর করে প্রতিউত্তর করবো বলে দেরী করেছি! বাসায় মেহমান আসলে তো বাড়ীর লোকজনকে পরেই খেতে হয়!!:P

১৪| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১০

পদাতিক চৌধুরি বলেছেন: শুনুন মন্ডল ভাই,

চৌধুরীদের মাইয়ার দিকে কুনজর দিবেননা। আমরা পাঁচ ভাই আছি, আমাদের বোনের লগে। কাজেই এবাড়ি নয়, অন্যপথে চলুননা।

যেখানেই হোক আমরা পাঁচভাই ও বোন গিয়ে আশীর্বচন করে আসবো
।হি হি হি।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হায়! হায়! হায়!
আগেই ঢোল পিটিয়ে কী ভুলটাই না করলাম??:(
এখন তাহলে খান পরিবারের দিকে নজর দিতে হবে....;)



ভালো থাকবেন চৌধুরি পরিবারের গর্ব....

১৫| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৪

কাওসার চৌধুরী বলেছেন: এত সুন্দর দুইখান উত্তর দিয়েছেন। B-) B-) যান অনুমতি দেওয়া গেল। তবে তবে পদাতিক ভাইকে আপনাকে মেনে নেবে :( :( :( !!!

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ বড় কুটুম..;)





পদাতিক চৌধুরিবলেছেন:
চৌধুরীদের মাইয়ার দিকে কুনজর দিবেননা। আমরা পাঁচ ভাই আছি। কাজেই এবাড়ি নয়, অন্যপথে চলুন.....


চৌধুরি সাহেব আপনারা এখনো মানুষ হলেন না"!! :P

১৬| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৮

কাওসার চৌধুরী বলেছেন: স্যরি, বড় ভাইয়ের (পদাতিক চৌধুরী) অনুমতি পাওয়া মুশকিল!! :( B-) উনার এক কথা এত অল্প বয়সে যে পোলা এতো পেঁকে গেছিলো হেই পোলারে কেমনে বিশ্বাস করি। মগো নিষ্পাপ বোনডারে এই পোলার লগে বিয়া দিমু না, দিমু না। :-B

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পদাতিক ভাই তো আগেই কিক মারলো!!:(
আপনিও বেঁকে বসলেন???:(
প্ল্যান করেছি, চৌধুরি পরিবারের মেয়ের সাথে ভাব জমাতে পারলে, ওরে লইয়া পলাইয়া যামু.....:P


সেদিন এই গান হবেঃ
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
দূর দেশে যাবো রে বাসা বানাবো রে,
থাকবো দু'জনে এক সাথে,(ঐ)

কানে দেবো দূল, নাকে নাকছাবি গলায় দিবো সীতাহার,
হাতে দেবো চূড়ি ভাবতে নাহি পারি আর কি দিবো উপহার,
আমি আর কি দেবো উপহার গো;
চল পলায়ে যাই....:P

লগআউট করলুম.....

১৭| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:

বোনটা শুনে শুধু কাতেছে। দেখি বড় ভাইকে রাজি করানো যায় কিনা?

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যে কন্দে কান্দুক!

মাফ চাই!
আমি চৌধুরি পরিবারে বিয়া করমু না...:(

১৮| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা

জামাইকে একটু দেখে নেবোনা??

পাঁচ ভাই মিলে বোনকে দিয়ে আশীর্বচন করে আসবো। এবার ঠিক আছেতো?? তবে শুধু নিলে হবেনা। আমাদের মেজোভাই কাওসার ভায়ের ব্যাপারটাও হাতে নিতে হবে। তবে ভয় লাগতিসে মিঞাভাই সনেটকবি ভাই এখনো আসে নাই।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সনেট কবি?
মানে ফরিদ আহমেদ চৌধুরি??:(
ওরে বাবা! মাফ চাই! আমি কবিকূল, চৌধুরি পরিবারে বিয়া করমু না...:(


,

১৯| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

শাহিন বিন রফিক বলেছেন:




তবে সত্য কথা বলার জন্য আমার পুরষ্কারটা শাহিন ভাইকে দেয়া যায়!!:)
ভাইরে জীবনে কোন পুরস্কার জিতেনি (দলগতভাবে খেলে বেশ কিছু প্রাইজ আছে)। এই প্রথম আমি সিঙ্গেল একখানা পুরস্কার পাওয়ার দেীঁড়ে এগিয়ে, কোনভাবে এই পুরস্কার আমি হাত ছাড়া করতে রাজী নই।

ভাই মন্ডল, কিছু লাগলে আওয়াজ দিয়েন, টেবিলের নিচ দিয়া দিমুনে কেউ টেরই পাইবো না।

আর পদাতিক দাদারে পার্সেল করে পাঠামুনে কিছু-----

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না ভাই, কিছু লাগবে না। আপনি লেখালেখি চালিয়ে যান। সময়মত পুরষ্কারটা পেয়ে যাবেন।
আপাতত সবাই মিষ্টি খান....

২০| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৫

সিগন্যাস বলেছেন: আহা মন্ডল ভাই আমার কাছে আসলেন না কেন?অতিপ্রাকৃত তন্ত্রমন্ত্র পড়ে মাইয়াটাকে আপনার দাসিতে পরিণত করতাম

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তখন তো আপনারে চিনতাম না? আসতাম ক্যামনে??:(
ব্যাপার না!
এখনো আপনার তন্ত্রমন্ত্র কাজে লাগানো যায়! দু-চারটা ফুঁ দ্যান দেখি, যাতে ব্লগের সব আপুরা আমার প্রেমে পইড়া যায়!!:P


দেখি আফনার মন্ত্রের কেমন জোর??:D

২১| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৭

রাকু হাসান বলেছেন: যখন থেকে বুঝেন,তখন থেকেই ! ;) তাহলে তো অন্নেক করছেন B-)

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :P:P

কাউরে কইয়েন না, "কয়েক হালি হয়ে গিয়েছে"।

,

২২| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কত কথা মনে করাইয়া দিলেন রে !!!!

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মনের কথা মনে রাখলে হবে ভাই?
দম আটকায়া যে মইরা যাইবেন!!:(

আপনি না রসিক মানুষ?? ;)

২৩| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালই তো । তাবিজ কবজ পড়া শুরু করছেন। মেসিও কবজ পড়ছিলো। কাজ হয়নাই। একটা কথা আছে না পরাজয়ে ডরে না বীর ।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আইছে, নেইমার ভক্ত??
আপনার গুরুকে সিনেমাতে কাজ করতে বলেন। যা দারুন অভিনয় পারে মাইরি!!! দু দিনেই হিট হয়ে যাবে। :P


ব্রাজিলের গত ম্যাচে এক দর্শক যে মুরগি নিয়ে(তন্ত্রমন্ত্রের জন্য) মাঠে এসেছিল সেটা চোখে পড়ে নি??X(

২৪| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: আচ্ছা, ব্লগে যে ছব্দ নামের আড়ালে একজন চৌধুরী সাহেবান আছেন তা কি আমার চৌধুরী ভাইয়েরা জানে :P গ্যাং টা একটু বড় করলে মন্দ হয়না ;) চৌধুরী গ্যাং =p~

মণ্ডল ভাই আপনার মত আমি ও সৎসাহস নিয়ে বলছি, আমি প্রথম প্রেমে পরেছিলাম ক্লাস ফোর এ থাকতে :P তখন প্রেম টেম কি তা তো বুঝিনা তবে ভালো লাগত সহপাঠী টা কে । হাহা ! কিন্তু মাত্র এক বছর একসাথে পড়েছি :(( তারপর হারিয়ে গিয়েছে :(( তবে হিসেব করলে আমার চাইতে বেশী প্রেমে পরার সংখ্যা মনে হয় কারও নেই, কারন আমি খুব গল্পের বই পড়ি ছোটবেলা থেকে আর গল্পের নায়কদের প্রেমে পরে যাই :P

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চৌধুরি বাড়ীর খাটাশ মেয়েটা কে আমি কি চিনি না??:P

"হিসেব করলে আমার চাইতে বেশী প্রেমে পরার সংখ্যামনে হয় কারও নেই...
- লাভ গুরুর সাথে টক্কর?X(
আমিও ক্লাস ফোরে প্রেমে পড়েছি(২নাম্বারটা);), বালিকা তখন ক্লাস থ্রীতে পড়তো। এর পর তো...... কয়েক হালি প্রেম হল.....:P
ও হ্যাঁ! বড় আপুদের সাথেও যে প্রেম করেছি সেটা তো বলিই নি।;) আমার দু-গালে আপুদের কত যে লিপিস্টিকের দাগ আছে??:P

ভাবছি, ব্লগেও দু-চারটা প্রেম/ভালোবাসা করবো...:P

পুনশ্চঃ
ওহে বালিকা, আমি হলুম প্রেমিক মানুষ। মানুষকে ভালোবাসয় কমতি করি না। আর উপরের সবগুলো ভালো লাগার কাহিনী। :)

২৫| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৯

লিট্রিমিসটিক বলেছেন: ওপরওয়ালা যা করেন, মঙ্গলের জন্যই করেন। অনেক হেসেছি পড়ে। ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
ঘটনাটা আসলেই মজার। আরো কাহিনী আছে! কী সব ভূত তখন মাথায় চাপতো??;)

ভালো থাকবেন।

২৬| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৬

মোস্তফা সোহেল বলেছেন: নিজাম ভাই সাবধান তার ফিরে আসার চান্স কিন্তু এখনও আছে।
;)

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সোহেল ভাই?
মাঝেমধ্যে এখনও ভাবি, কাগজটা কোথায় হাওয়া হয়ে গেল??;):P



পুনশ্চঃ
এখন আসলে আমি আর পালামু না।
অরে কমু, "আমি কিন্তু আরো দুইটা বিয়া করমু"... এই কথা শুনলে সে এমনিই পালাবে...;)

২৭| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ব্রাজিল দল সাপোর্ট করি। নেইমার কেও করি। কোটিনহো এলিসন সবাইকে করি । আপনার এখন সাপো্টে েকে আছে?? ফ্রান্স ছাড়া আর বড়ো দল নাই ।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেলিম ভাইয়া?
ও সেলিম ভাইয়া?
দুজন সাম্বা নাচনেওয়ালীকে দিলে, আজ ব্রাজিলের সাপোর্টার হমু:`>:``>>
রাজি???:P

২৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ছবিল পাগলারে কোত্থেকে ধরে নিয়ে আসলেন ।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওটা আমাদের ইয়াং লায়ক..;)

আপনার প্রোপিক তো একটা ভিলেনের, তাহলে..:P

২৯| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: কিছুদিন আগে এক ভদ্র বন্ধু উল্টাপাল্টা কয়েকফোটা খাইয়ে কিছু তথ্য উদ্ধার করে মজা পেয়েছিলাম। সে নাকি পানি বাবার তাবিজ মেয়ের চলার পথে পুতে রেখে অপেক্ষা করছিলো। ওদিকে মেয়ের বাপ-ভাই মেয়েরে ভারত পাঠায়ে দিছে। আর আসে নাই।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হে হে... হা হা..:D

বেচারার টাকাটাই পানি হয়ে গেল...;)
যাক্ বাবা!
আমার কোন টাকা-পয়সা লস হয়নি!:P

৩০| ০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৩

শামচুল হক বলেছেন: হে হে হে মন্দ বলেন নাই, স্কুল জীবনে এরকম অনেকেই করে কিন্তু তাবিজ বাতাসে ওরে ঠিকই কিন্তু মেয়েদের মন ঘোরে না।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :D

ঐ বয়সের ভাবনা চিন্তাগুলো পুরাই উরাধুরা। প্রেম না হোক, মজার তো কমতি হয় না...

৩১| ০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৬

রিফাত হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:


হাইস্কুলে পড়ার সময় গাছে কাগজ ঝুলায়েছেন? গড়ে, ভাবনাশক্তি তেমন শক্তিশালী ছিলো না, মনে হয়!
০৫ ই জুলাই, ২০১৮ =p~ সন্ধ্যা ৭:২৮ ১

লেখক বলেছেন: আচ্ছা গিনিপিগ সর্দার?
আমি কি মাথামোটা ডোডো পক্ষি??

-------------------

ব্লগ বিনোদন :) =p~ B-) :D

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :`>:``>>

মাঝেমধ্যে বিনোদনেরও দরকার আছে কি না, তাই....:P


৩২| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

নীলপরি বলেছেন: দারুণ :)

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হেই পরি আপা, সাবধান!!;)

আমার উপর ভর করলে খবর আছে.....:P

৩৩| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: ৈশবে আমার প্রেম ভালোবাসা ছিল একতরফা।
তবে আমি অনেককে মনের মাধুরী মিশীয়ে অনেক চিঠি লিখে দিয়েছি।

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্! তবুও আপনি চিঠি লিখে প্রক্সি দিয়েছেন...;)







গানাঃ
শৈশব শৈশব কৈশোর গেল
যৌবন বুঝি যায়?
জোয়ান হব, বৃদ্ধ হব
ভুলবো না তোমায়:P

৩৪| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩১

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: অবস্থাতো কঠিন মনে হয় ! তা মন্ডল সাহেব আছেন কেমন ?

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাঁইচা আছেন ভাই!!!:(
আঁই ভালা আচি। তয় ব্যাডা হারামি মডুরা??X(

আপনি নিয়মিত লিখুন। আমি সময় মত লাইক দিয়া আসুম নে!;)

৩৫| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাসতেই আছি! কারন কি কমু না!!

০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাসুন প্রাণ খুলে...;)


৩৬| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১২

স্রাঞ্জি সে বলেছেন: ভালই লাগল।

০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :D
thanks

৩৭| ০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

তারেক_মাহমুদ বলেছেন: মন্ডল ভাইয়ের এই মজার গল্প খানি অনেক দেরীতে পড়লাম। আহারে প্রেমের চিঠি পড়ার যে কত আনন্দ হাজার পড়েও সাধ মেটেনা। আমিও শুনেছি ছোট মকসুদুল মোমেনিনে প্রেমিকাকে বস করার দোয়া আছে কোনদিন এপ্লাই করা হয়নি।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রিসিপশানের সেই মেয়েটির
বাঁকা চোখের খাদে,
আটকে গেলো হৃদয় আমার
পড়ে প্রেমের ফাঁদে।

তাকে দেখলেই বিষম খাই
মাথা নত লাজে,
বসের জ্বালায় হয়না প্রেম
মন বসেনা কাজে।:P
(জবরুল আলম সুমন, সিলেট।)

৩৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৩

তারেক ফাহিম বলেছেন: হাই স্কুলের প্রেম B-)

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার নেম।

এত বছরের প্রেমের পর
করলে যখন বিয়ে,
আমায় ছেড়ে বাঁধলে ঘর
অন্য মানুষ নিয়ে।:P
(জবরুল আলম সুমন, সিলেট।)

৩৯| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ২:২২

নিশি মানব বলেছেন: আপনারটাতো বাতাসে উড়ে হাওয়া হয়ে গেছে।
আর আমাদের এক বড় ভাইরটা বাতাসে উড়ে চেয়ারম্যান সাহেবের বারান্দায় গিয়ে পড়েছে।
চেয়ারম্যান সাহেবের বৌর নাম আর তার কাংখিত প্রেমিকার নাম একই।
ফলাফলটা কল্পনা করে নেন।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই? এই ঘটনাতো জমে দই??:P
ঐ ব্যাটা তাহলে ভালোই কোপ খাইছে!!:P
যাক্, লাইফে এমন দু-একটা দুষ্টু-মিষ্টি ঘটনার দরকার আছে।
ভালো থাকবেন।

৪০| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৬

Ashfi Tuhin বলেছেন: ভাই, আমিও এক বন্ধুকে এই কাজে একবার সহযোগীতা করেছিলাম। প্রসেস টা আরো কঠিন ছিল।। ঐটা কাঁঠাল গাছে ঝুলানো হইছিল। ছোট বেলায়।। হে হে

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :PP
দারুন ঘটনা।
ওটা নিয়ে একটা গল্প লিখেফেলুন;)

৪১| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

ভাইয়ু বলেছেন: আমার ছোটবেলার প্রেম ছিল পাশের বিল্ডিংয়ের এক আপু, যে প্রতিদিন ঠিক দেড়টায় চুল শুকাতে ছাদে উঠতো ৷ আর তার উঠার ঠিক আধা ঘন্টা আগে আমাদের বিল্ডিংয়ের ছাদে চাতক পাখির মত একটা হাবলা ছেলে রোদে দাড়িয়ে থাকতো ৷ :P
আপনার লেখাটা পড়ে নিজের স্মৃতিগুলো মনে পড়ে গেলো ৷ দুটো মিলিয়ে গুলিয়ে খুব হাসলাম.. =p~

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন কাহিনী...:D
এটা নিয়ে লিখে ফেলুন গল্প।

আমিতো বড় আপুদের সাথে প্রেম করতাম। লুলামি করতে গিয়ে কত দাবড়ানি খেলাম...:P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.