নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে(০৯ জুলাই ২০১৮) পেপার পড়ছিলাম। প্রথম আলোর ১৩ নাম্বার পেজে, " যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা বাড়ছে" শিরোনাম দেখে থমকে গেলাম। আমি সাধারণত খেলা আর সম্পাদকীয় পড়ি, আর অন্য বিষয়গুলোতে কোনরকমে চোখ বুলাই। আজ একটু পড়লাম, ভাবলাম, এখন দু-চার লাইন লিখব(আংশিক কপি-পেষ্ট) ।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) আসা বাড়ছেঃ
সদ্য সমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে ১৯৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরে(২০১৬-১৭) এসেছিল ১৬৮ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার। সে হিসাবে এক বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীআয় বেশি এসেছে ৩০ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ডলার। প্রতি ডলার ৮৩ টাকা ধরে হিসাব করলে তা দাঁড়ায় ২ হাজার ৫৬১ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা। (" আম্রিকান প্রবাসীরা, সাবধানে থাইকেন! না জানি এই খবর শুনে টেম্পু সাহেব আপনাদের উপর কোন শর্ত আরোপ করে?)
দেশ অনুযায়ী প্রবাসী বাংলাদেশীদের প্রবাসী আয়(রেমিটেন্স) পাঠানোর ক্রমঃ
১. সৌদি আরব
২. সংযুক্ত আরব আমিরাত
৩. যুক্তরাষ্ট্রের
৪. মালয়েশিয়া
৫. কুয়েত
৬. ওমান
৭. যুক্তরাজ্য
৮. কাতার
৯. ইতালি
১০. বাহরাইন।
[প্রবাসী আয়ের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান নবম(১৩বি. মা. ড.)]
অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ঃ (বাংলাদেশ পৃথিবীর ৪২তম অর্থনীতির দেশ)
১. আমাদের পঙ্গপালের সংখ্যাঃ ১৬.০৮ কোটি।
২. উহা বৃদ্ধির হারঃ ১.৩৭%
৩. সাক্ষরতার হারঃ ৭১%
৪. পটল ক্ষেতে যাবার গড় বয়সঃ ৭১.৬ বছর
৫. মাথাপিছু আয়ঃ ১৭৫২$(১,৪৫,৪১৬৳) [যেখানে, ১$ = ৮৩৳]
৬. মাথাপিছু GDP= ১৬৭৭$
৭. GDP প্রবৃদ্ধির হার= ৭.৬৫%
৮. মূল্যস্ফীতি= ৫.৮৩%(জুলাই১৭- এপ্রিল ১৮)
★ কুইজঃ
১। বলুন দেখি? এখানে সরকারের ঘাপলাটা কোথায়??
২। নিচের চিত্র থেকে কী বুঝলেন??
চলুন দেখি, আমাদের মাটির ব্যাঙ্কে কত কি জমলো??
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন (৩ হাজার ৩০০ কোটি ডলার) মার্কিন ডলার ছাড়িয়েছে। যা দক্ষিন এশিয়ায় ২য়।। দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ রিজার্ভ। এ রিজার্ভ দিয়ে প্রায় ৯ মাসের আমাদানি ব্যয় মেটানো সম্ভব।(৩-৪ মাস হলেই সেফ জোনে থাকে)
বি. দ্রঃ রপ্তানী আয় ও রেমিট্যান্স আয় থেকে রিজার্ভ জমে।
গরীবের কেনাকাটার(আমদানি রপ্তানির) হালচালঃ
আমাদের দেশে বিরাট বাণিজ্য ঘাটতি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মোতাবেক ২০১৭-১৮অর্থবছরের জুলাই-ডিসেম্বেরে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৬৩ কোটি ডলারে। যা, ২০১৬-১৭ অর্থবছরে একই সময়ে ছিল ৪৫১ কোটি ১০ লাখ ডলার। এতে দেখা যাচ্ছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি বছরের বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণ অর্থাৎ ৯১.২৬ শতাংশ বেড়েছে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, এ সময় আমদানি ব্যয় বেড়েছে ২৬ শতাংশ এবং অন্যদিকে রপ্তানিআয় বেড়েছে মাত্র ৭.৭৮ শতাংশ।
আরেকটি কথা, একই আয়ের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সামাজিক সেবার মান অনেক কম। এর ভেতরে অনেক কথা, ওসব টাইপ করা মুড নাই।।
আচ্ছা?
আমাদের মাটির ব্যাঙ্ক থেকে যে কয়েন চুরি হল(রিজার্ভ চুরি) তার খবর কী??
উৎসর্গঃ যারা বিদেশ থেকে কয়েন পাঠায়(আমার কয়েক জন আত্মীয় সহ সকল প্রবাসীদের।)
পুনশ্চঃ প্রতিউত্তরে দেরী হইবে........
০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সন্ধ্যা।
আলহামদুলিল্লাহ
ওকে পড়ুন.....
চৌধুরি ভাই। আপনি নতুন পোস্ট দিন।
পুনশ্চঃ আমি কিন্তু মন্তব্য করতে পারব না। কারণটা বলা যাবে না।।
২| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুভঙ্করের ফাঁকি। আমরা ম্যাঙ্গো পিপল ( আম জনতা ) হলাম ধোপার গাধা।
০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়?
আমজনতা আর কি করবে?
সরকার যদি আরেকটু আন্তরিক হতো, আরো অনেককিছু হতো। জিডিপি ৮%ছাড়িয়ে যেত।
৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৪
ভুয়া মফিজ বলেছেন: বিশ্ব পরিবর্তনশীল, আমাদের মন্ডল সাবেও পরিবর্তিত হচ্ছে মনে হচ্ছে!
ভালো তো, ভালো না!
ঝগড়া ছেড়ে এখন অর্থনীতির দিকে নজর.....অতি উত্তম!!
০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়...
মফি ভাই,
আমি অ্যাকশান, কমেডি, রোমান্স সব পারি
হারি বা জিতি ঝগড়া করতে নাহি ছাড়ি..
৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৮
শামচুল হক বলেছেন: এসব অঙ্ক মাথায় ঢোকে না, সকালে মরিচ পোড়া বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়েছি খেতে বেশ মজাই লাগল।
০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এসব টুকটাক বুঝলেই চলবে।
কাঁচা মরিচের দাম বাড়তি,
চাল, বেগুন সব কিনতে হয়।
হিসেব না জানলে চলবে কীভাবে??
৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: সরি মন্ডলভাই, আমার যে ডাবের মাথা। কিছু ঢুকলো না, পালালাম ।
০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জোর করে বোঝার দরকার নাই।
আমাদের মুহিত সাহেবই এসব বোঝে না(ঠিকমত)! আর আমরা তো কোথাকার কোন ম্যাওপ্যাও।।
আরাম করে ঘুমান।।
৬| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে নতুন চাকুরি কেন সৃষ্টি হচ্ছে না? বেকার সমস্যা সহনীয় পর্যায়ে নেই কেন?
০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এসবের হাজারটা কারণ আছে।
তবে সমাধান একটাই, সুস্থ রাজনৈতিক পরিবেশ।
৭| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভংকরের ফাঁকি!
আপনার আছে ১ কোটি টাকা!
আমার আছে ২০ লাখ টাকা
রহিম, করিম যদু, মধু ৮ জনের আছে ২ লাখ করে।
আমাদের গড় আয় কত? কইনছাইন দেহি
দেখছেন হগ্গলতে কত্ত বড়লোক! অক্ষনে দরবেশ বাবার কাছে যে আমরার ভাগটা পইড়া আছে
তারে কেমতে আইনা দিবেন তাই কন?
+++
০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন মন্তব্য, বিদ্রোহী ভায়া!
সহমত।
কিন্তু সবাই একেবারে সমান হলে সমস্যা, তাই কিছুটা পার্থক্য থাকা দরকার। আমাদের দেশে এই পার্থক্যটা অবস্য জঘন্য রকমের বেশী। কেউ লাখ টাকার উপর ঘুমায় আবার কেউ ছেঁড়া কাঁথাও পায় না। খুবই খারাপ অবস্থা।।
কয়েক মাস আগে গ্রামে গিয়েছিলাম, অনেক পরিবর্তন হয়েছে। এখনকার মানুষজন আগের চাইতে অনেক স্বচ্ছল।
উন্নতি আরো করা যেত। হয়তো সামনে ........
৮| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:০০
শামচুল হক বলেছেন: ভাই পয়সার অভাবে হিসাব করার কিছু খুঁজে পাই না, কাজেই আলু ভর্তা, বেগুন ভর্তা, পাতলা ডাল এর বাইরের হিসেব মাথায় আসে না।
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এগুলোই তো বড় হিসেব রে ভাই!!
৯| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর বিচার বিশ্লেষন করেছেন।
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: থ্যাঙ্কু ডিয়ার।
১০| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি যেভাবে বিশ্লেষণ করেছেন তা হাস্যকর। অতীতের সাথে ইলাস্ট্রেট করে দেখুনতো..
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোথাও কি কোন আকাম করে ফেলেছি ডানা আপু??
১১| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫১
ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর আলোচনা। এ বিষয় আরো সুস্থ আলোচনা প্রয়োজন।
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জ্বী, ঠিক বলেছেন মাস্টারজ্বী।
১২| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪১
রক বেনন বলেছেন: যারা এই এত এত পরিমানের টাকা দেশে পাঠায়, সরকারের পক্ষ থেকে তাদের কল্যাণে কি কি করা হয়েছে?
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সরকার যে কি করে সেটা কি বুঝা যায়??
১৩| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৫
খাঁজা বাবা বলেছেন: এত পেচাইয়েন না
আগে কুইজের উত্তর দেন
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জনসংখ্যা ২০১৬সালেরটা ধরা হয়েছে।
২০১৮সালের ১৬.৬৩৫কোটি ধরা হলে আয় কমে যাবে
১৪| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩৪
জাতির বোঝা বলেছেন:
শ্রমিকরা কেন দেশে কাজ পাবে না। বলুন।
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রিয় ভাই, সেদিনের কথার জন্য আমি লজ্জিত।
আপনার উত্তরটা সহজ কিন্তু বাস্তবায়ন করা কঠিন।
আমাকে এসব দায়িত্ব দিলে বুঝতে পারবো কেন এসব হচ্ছে না....
১৫| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: প্রবাসীদের পাঠানো অর্থে আমাদের দেশ চলে, কিন্তু আমরা তাদের কল্যাণের প্রতি বড়ই উদাসীন!
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়, আপনার কথাটি সত্য।
যাদের হাড় ভাঙা পরিশ্রমের টাকায় দেশের অর্থনীতি সচল হচ্ছে তাদের পেটেই লাথি মারা হচ্ছে। কিন্তু আমরা কি বা করতে পারি।??
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সন্ধ্যা, কেমন আছেন মন্ডল ভাই? পরে আবার পড়াশোনা করে আসছি।