নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

হাল ছেড়ো না বন্ধু তুমি, কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমার-আমার অন্যদিনের ভোরে। (বন্ধু দিবসের ম্যাওপ্যাও পোস্ট;))

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬


কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই।
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই? আজ আর নেই.....

চা-কফির কথা আসতে এক বন্ধুকে মনে পড়লো। ওর মাধ্যমেই সামুর সাথে আমার পরিচয়। ২০১২তে, ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায়, কোন এক আড্ডায়। আহা! কি মধুর ছিল সেই দিনগুলো.....

আমি বরাবরই আড্ডা প্রিয় মানুষ, মিশুক স্বভাবের। যেখানেই যাই মানুষের সাথে ভাব জমাতে সময় লাগে না। তবে খারাপ লাগে তখন, যখন দেখি প্রিয় মুখগুলো হারিয়ে যায়। অভিমানে, জীবনের প্রয়োজনে অথবা জগতের নির্মম বাস্তবতায়।

বন্ধু নিয়ে আমার পছন্দের কিছু উক্তিঃ
১। একটি ভালো বই একশ জন বন্ধুর সমান । কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরীর সমান। ..... ডক্টর এ.পি.জে আব্দুল কালাম।

২। গোটা পৃথিবীর কাছে তুমি একজন মানুষ মাত্র, বন্ধুর কাছে তুমি গোটা পৃথিবী। ভালো বন্ধু সে-ই যে মনে করে, তুমি একটা ভালো ডিম, যদিও সে জানে ডিমটা খানিকটা ফাটা। ...(অজ্ঞাত)

৩। আমরা সকলেই পৃথিবীতে কাহাকেও না কাহাকেও ভালোবাসি, কিন্তু ভালোবাসিলেও বন্ধু হইবার শক্তি আমাদের সকলের নাই। ..... রবীন্দ্রনাথ ঠাকুর।

৪। তুমি আমার পেছনে হেঁটো না, কারন আমি জানি না কোথায় যাচ্ছি। আমার সামনে হেঁটো না, কারন তোমাকে অনুসরন করবো না। আমার পাশে হাঁটো, আমরা বন্ধু হই। .....আলজেরিয়ার কোন এক দার্শনিক।

৫। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না। ......উইলিয়াম শেক্সপিয়র

৬। আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়? ......হেনরি ডেভিড থিওরো।


বন্ধু নিয়ে কিছু গানঃ
১। একটাই কথা আছে বাংলাতে,
মুখ আর বুক বলে একসাথে,
সে হলো বন্ধু, বন্ধু আমার...

২। পুরো পৃথিবী এক দিকে, আর আমি অন্য দিক
সবাই বলে করছ ভুল, আর তোরা বলিস ঠিক
তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি
বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কী লাগে?

৩।
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে,
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া,
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া।
বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো.....

৪। দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে,
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে,
দেখা হবে বন্ধু-সাময়িক বৈরিতায়
অস্থির অপারগতায়...

প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারে সারা বিশ্বজুড়ে বন্ধুত্ব দিবস পালন করা হয়। হিরো/জিরো/লুল/গিনিপিগ/মাথামোটা/ডোডো মন্ডলের পক্ষ থেকে ব্লগের সবাইকে বন্ধু দিবসের দিলখোলা শুভেচ্ছা...... :P



পুনশ্চঃ উক্তি ও গানগুলো নেট থেকে কপি করা।
সামুতে বন্ধু দিবসের কিছু পোস্টঃ
১।বন্ধু দিবসের গান সমগ্র - কালো কুয়াশা এর বাংলা ব্লগ
২. বন্ধু, কী খবর বল? _ বন্ধুতা নিয়ে যত গান - আহাদিল এর বাংলা ব্লগ

মন্তব্য করতে গিয়ে আরো কিছু গান টাইপ করলামঃ
১. যদি বন্ধু হবে হাতটা বাড়াও...;)
২. তুমি বন্ধু আমার চির সুখে থাকো.....
৩. নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে....
৪. বন্ধু তোর বারাত নিয়া আমি যাবো.....
৫. আমার বন্ধুয়া বিহনে গো, সহেনা পরানে গো, একেলা ঘরে...

৬. ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার...
৭. বন্ধু তুমি, শত্রু তুমি, তুমি আমার ভালোবাসা...
৮. ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মনজিল ভালোবাসার.....
৯. কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি....

১০. বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়জড়...
১১. ভালোবাসবো বাসবোরে বন্ধু তোমায় যতনে ...
১২. বন্ধু তিন দিন তোর বাড়িত গেলামদেখা পাইলাম না, বন্ধু তিন দিন.....
১৩. সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, প্রাণে তো বুঝে না...;)
১৪. এ কি সোনার আলোয়জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু সুখে থেকো, সুখে থেকো...
১৫. মেয়ে, তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি? কখনো কি আমায় ভেবেছিলে বন্ধু-র চেয়ে একটুখানি বেশি? :P

১৬. পরাণের বান্ধব রে, বুড়া হইলাম তোর কারণে....
১৭. কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইবো....
১৮. ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে...
১৯. আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম না ঘর......
২০.
যত খুশি ছ্যাঁকা দাও
ভুল বুঝে চলে যাও,
ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা আমি হইবো বন্ধুরে.. :P
তোমার লেখা পোস্ট আমি পড়বো......:D

মন্তব্য ১০৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
গাজী ইফেক্ট শিরোনামে...

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: করলো কমেন্ট ভ্রমর ডানা
চোখ দুটি যার টানা টানা,
কোথায় তোমার বিড়াল ছানা?
শুনবে নাকি একটি গানা।


গাজী হল পাজি..:P

২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: কফি হাউসের আড্ডাতে আমি আছি। শিল্প কলার কফি হাউস, ঢাবির ক্যাফেটেরিয়া ও মধুর ক্যান্টিনেও আছি। মুক্ত মঞ্চের আড্ডা।
খরচ আপনার। হি হি হি।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপুরা যদি কয়
খরচেতে নেই ভয়!!:P

আড্ডা হবে শুরু
কোথা আছে চ্যালা গুরু?

৩| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ম্যাঁওপ্যাঁও পোষ্ট হলেও ভালো লাগল।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়!

৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: ৫ নম্বরটা। :|

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইহাই আসল কথ্য(কথা)
১০০% সত্য। ;)

৫| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


খুব ফিলিংসে আছেন মনে হচ্ছে! কি হাল মশাই? =p~

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিন দিন.....

আছি আজ গুড
ভালো মোর মুড!;)
অপেক্ষায় রই
আপুরা কই?:P

৬| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

রাকু হাসান বলেছেন: নিজাম ভাঈঈ ;) যাক এত কিছূর মাঝে এ দিনটি ইচ্ছা করেই ভুলে থাকতে চেয়েছিলাম । আপনার পোস্ট দেখে ভাল লাগছে । ৩,৪,৫ নাম্বার বাণি গুলো চমৎকার :-B .....
৩ দুইবার আসছে #:-S ....টাইপোটেরিয়া B-) ,
ভালই ছড়া লিখেন :||

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাইয়া
আমি এক গাঁইয়া,
হয়ে গেছি লুল
করি শুধু ভুল!!:(

কোথা সেই ছড়া
ঠান্ডা না কড়া?;)

৭| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: এইরে!! আবার আপুদের কেন??

আমি তাহলে পালামু......

আজ আড্ডা থাক। অন্য দিন হবে।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার হল কন্যা রাশি
আপুদের ভালোবাসি!
হিরো তাই কয়
আপুদের দেখে কেন
পাচ্ছেন আপনি ভয়??

পুনশ্চঃ
ব্লগের আপুরা আমার কাজিন। :P

৮| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



খানাপিনা কই?

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: করো দেখি হা
খাও খালি চা...:P

৯| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১

রঞ্জন রয় বলেছেন:
এইকি ব্যাপার মন্ডলের ম্যাওপাও
শুরু হলো বান্দর নিয়া হাওমাও।

সব ছেড়ে বান্দর চলো এইবার
ধরো সবাই কফি ঘরের দোয়ার।

পুনশ্চঃ

বান্দর দিবসে শুভেচ্ছা

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রঞ্জন রয়
আমারে কয়!
আমি নাকি বান্দর?
তাই এত আদর!:P

যদি বাদরামি করি শুরু,
যুদ্ধটা হবে কুরু(কুরু ক্ষেত্র)
রইলো শুভ ইচ্ছা
শেষ হল কিচ্ছা!;)

১০| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

সুমন কর বলেছেন: শুভেচ্ছা.......... !:#P

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ দাদা...:)

১১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

রঞ্জন রয় বলেছেন:

মন্ডল ভাউ
চাকফু খাও

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

নেই কোন ভয়
বন্ধু আছে মোর
রঞ্জন রয়...:)

১২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমার কাছে বন্ধু সে-ই, যে নিজে বুঝতে পারে কে আসল বন্ধু আর অপরকে বুঝাতে পারে নিজের বন্ধুত্ব।

কারণ, যে আসল বন্ধু চিনে না, সে বোকা। আর বোকারা নিজের আর অপরের জন্যে ক্ষতিকর।

অন্যদিকে, যে মানুষটি অপরকে বন্ধুত্বের স্বাদ দিতে পারে না, তার কাছে আসার চেষ্টাই বৃথা।


বন্ধু দিবসে এক ঝাঁক শুভেচ্ছা ও ভালোবাসা।
ভালো থাকুন নিরন্তর।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি বিচক্ষণ লোক। সত্যিকারের বন্ধু চিনতে পারাটা আসলেই বড় গুণ। আমি সাদা মনের স্পষ্টভাষী লোকদের বন্ধু করি।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভেচ্ছা।
লেখা খুবই সুন্দর হয়েছে।
পড়ে বিরাট আরাম পাওয়া গেল।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আন্দোলন করতে করতে
শান্তি আজ হারাম,
তাও ভালো লেখা পড়ে
পেয়েছেন আরাম।;)

১৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

পদাতিক চৌধুরি বলেছেন:

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চৌধুরি ভাইকে পেয়ে
হলাম আমি ধন্য,
বন্ধু হিসেবে তাই
করি তাকে গণ্য।

১৫| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের মাঝে বন্ধুত্ব আছে?

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আছে আছে, ঢের আছে
তাহা আমি বুঝি,
যার সাথে করি ঝগড়া
তাকেই মোরা খুঁজি....;)

১৬| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


গরীব বলগারদের নেই কোন দাম,
মন্ডল বাবুরা দেয় শুধু পাম।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রাম রাম রাম
কবে দিনু পাম?

১৭| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৫

স্রাঞ্জি সে বলেছেন:

জুলেখা বানু বন্ধু দিবসের শুভেচ্ছা।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানামনে তো মানে না, প্রাণে তো বুঝে না...;)

১৮| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৬

তারেক_মাহমুদ বলেছেন: নিরাপদ সড়ক চাই আন্দোলনের ডামাডোলে বন্ধু দিবসের কথাতো ভুলেই গিয়েছিলাম।আজকের খেলায় বাংলাদেশ জিতলো সেটা নিয়ে আজ খুব বেশি উচ্ছাস দেখিনি।

মন্ডল ভাই বন্ধু দিবসের শুভেচ্ছা নিবেন।
সামুর সব বন্ধুদের বন্ধু দিবসের শুভেচ্ছা।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ তারেক ভাই!

গতকাল বাচ্চাদের রক্তাক্ত করার জন্য, মানুষ খেলা নিয়ে খুব একটা আগ্রহ/উচ্ছাস দেখায় নি। আজকেও পুলিশ কাঁদানে গ্যাস মারলো ৫০+ আহত। এসব ঘটনায় সবাই আসলে মর্মাহত। তার পরও মনটা ভালো করার জন্য পোস্টটা দিলাম...

ভালো থাকবেন।:)

১৯| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৭

শায়মা বলেছেন: বন্ধু নিয়ে কত গান আছে আর মাত্র এই কটা দিলে!!!

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাহস থাকলে আমার সাথে গানের টক্কর দাও দেখি....
১. যদি বন্ধু হবে হাতটা বাড়াও...;)
২. তুমি বন্ধু আমার চির সুখে থাকো.....
৩. নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে....
৪. আমার বন্ধুয়া বিহনে গো, সহেনা পরানে গো, একেলা ঘরে...
৫. ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার...
৬. বন্ধু তুমি, শত্রু তুমি, তুমি আমার ভালোবাসা...:P

২০| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: খুঁজি তোমায় হায়!
কোথা ছিলে ভাই?:(

২১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২০

প্রশ্নবোধক (?) বলেছেন: প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী ক্রিয়া আছে-নিউটন।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এ কি সোনার আলোয়জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু সুখে থেকো, সুখে থেকো...

২২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

শায়মা বলেছেন: বন্ধু রহো রহো সাথে, আজি এ সঘন শ্রাবন রাতে
https://www.youtube.com/watch?v=0TtzbBQmJQs' target='_blank' > বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জীবনও আঁধারে পেয়েছি তোমারে, চিরদিন কাছে থেকো বন্ধু...

২৩| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

রঞ্জন রয় বলেছেন:
ম্যাওপ্যাও সর্বদা মোই আছি
মন্ডল আন্নেরে ভাল-বাছি।


০৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হারিয়েছি ছন্দ
মন্তব্য পড়ে হায়,
দরকার কি ওসবের
মোরা হনু দুই ভাই..:)

২৪| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা থাকলো।

০৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি,


আপনার জন্য অনেক অনেক ভালোবাসা. :)

২৫| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭

এটম২০০০ বলেছেন: THE Bangladesh Military officials, Bangladesh Police officials, RAB personnel, Intelligence Department personnel, SSF officials, Bureaucrats ARE EXTREMELY WORRIED FOR THEIR CHILDREN ENGAGED IN JUST MOVEMENT. But they cannot say anything because they cannot breach discipline. But if any of their dear children is lost ....... they would see. . Chatro League, be warned for your own sake.

০৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত। আইনশৃঙ্খলা বাহিনীর ওরা নিয়মের বাইরে কিছু করতে পারবে না। তবে ছাত্রলীগের আগ্রাসী ও সহিংস কর্মকান্ডের জন্য মানুষের ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। ওরা নিজেরাও ডুববে দলকেও ডুবাবে। X(

২৬| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:



বন্ধু দিবসের শুভেচ্ছা রইলো, ব্লগের ওয়ান এন্ড ওয়ানলি হিরো আমার জানেমন দোস্ত মিষ্টার "হিরো আললম" থুক্কু "হিরো মন্ডলকে"!!! কেন আছইনস?

(১) একাকী আলোয় হাঁটার চেয়ে একজন বন্ধুর সাথে অন্ধকারে হাঁটা উত্তম।

– হেলেন কেলারয়

(২) সত্যিকারের বন্ধুত্ব ভালো স্বাস্থ্যের মতো। যতক্ষণ না হারিয়ে যায় তার গুরুত্ব খুব কম উপলব্দি করা যায়।

– চার্লস ক্যালেব কোল্টন

(৩) জীবনে বন্ধু পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজে একজন বন্ধু হওয়া।

– রাল্ফ ওয়াল্ডো এমারসন

শুভ রাত্রি।

০৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হিরো আলমের পক্ষ থেকে শুভেচ্ছা। সে ভালো আছে।

২নাম্বারটা বেশী ভালো লেগেছে।:)

গানাঃ
১. ও আমার বন্ধু গোচির সাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মনজিল ভালোবাসার....

২৭| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৮

চাঙ্কু বলেছেন: ম্যাঁওপ্যাঁও পোষ্ট ভালো হইছে! হেপি বাড্ডে থুক্কু হ্যাপি ফ্রেন্ডশীপ ডে :)

০৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: থ্যাংকু ভায়া!

হেপি ফেরেন্ডশীপ ডে...:)

২৮| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: বন্ধুত্ব থাকুক অমলিন।

খুব সুন্দর হয়েছে পোস্টটি।

++++++++++++++++

সময়ের সাথে অনেকের সাথে পরিচয় হয়, আবার তা হারিয়ে যায়।

কিন্তু বন্ধু ও বন্ধুত্ব চিরদিন রয়ে যায়।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই,
সহমত।

সবার বন্ধুত্ব অমর হয়ে থাক। বেঁচে থাকুক ভালোবাসা মায়ার এ বন্ধন....:)

২৯| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩

নতুন নকিব বলেছেন:



আসল আইডিতে আবার কবে থেকে এলেন? বাহ! ভাল লাগলো।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নকিব ভাই! এই আইডিতে গতকাল এসেছি।
এটার পাসওয়ার্ড অনেক বড়। তাই আমি চাচ্ছি এটাতে লেখা পোস্ট করবো, আর ওটাতে শুধু কমেন্ট করবো।

৩০| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন:

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গানাঃ
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে,
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া,
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া।

বন্ধু আমার মন ভাল নেই,
তোমার কি মন ভাল?
বন্ধু তুমি একটু হেসো,
একটু কথা বলো.....

৩১| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩

নীলপরি বলেছেন: হুম । গান গুলো ভালো লাগে ।
শুভেচ্ছা রইলো ।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

৩২| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ম্যাওপ্যাও পোস্ট
সাথে নান আর রোস্ট
চা আর টোস্ট,
দিলে হত খাসা
দিতাম ভাল বাসা। :P

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই গিয়াস উদ্দিন
আমি নিজামুদ্দিন,
রোস্ট টোস্ট বাদ দিয়ে
দিন ক্ষমা দৃষ্টি,
আমি হনু গরীব লোক
খান শুধু মিষ্টি।;)

তবু করি আশা
দেবেন ভালোবাসা।:)

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

৩৩| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯

সনেট কবি বলেছেন: চমৎকার ম্যাঁওপ্যাঁও পোষ্ট

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
মনে কতো ছবি
ধন্যবাদ কবি।

৩৪| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

অচেনা হৃদি বলেছেন: প্রথম পাতায় আপনার লেখা দেখে ভালো লাগলো ভাইয়া! +

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জান, জান!
কই লুকাই ছিলে এতদিন?
আমি তো ভাবলাম, আন্দোলনে গিয়ে হাত পা ভেঙে বসে আছো..:P

পুনশ্চঃ
আমি জানি, পোস্ট তুমি পড়ো নাই!;)

৩৫| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: হাল কিংবা কণ্ঠ বাদ দিয়ে আপাতত একটু দম ছাড়তে চাই :((

সামুতে আমার সকল পুচকি আর বুড়া বন্ধুদের বন্ধু দিবসের বাসী শুভেচ্ছা :P =p~

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @হাল কিংবা কণ্ঠ বাদ দিয়ে আপাতত একটু দম ছাড়তে চাই
এটা কোন ভাষার শব্দ????


হোক বাসী টাটকা,
দ্যাখো পেয়ারকা ঝাটকা। গানাঃ
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে ...
কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইবো....;)

৩৬| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

অচেনা হৃদি বলেছেন: :P
এতকিছু খেয়াল করেন কেন বলেন তো!
আসলেই মন্তব্য করার আগে পোস্ট পড়িনি। আপনার প্রতিমন্তব্য দেখে পড়তে চেয়েছি, কিন্তু তাও পড়তে পারলাম না। মনোযোগ দিতে পারিনি। :(

ভালো একটা পোস্ট দেন তো, পরের পোস্ট অবশ্যই পড়ব! ;)

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভালো পোস্ট দেয়া আমার কম্ম নয়। তার জন্য আমার বন্ধু হিরো কাওসার আছে।

আমি হনু ম্যাওপ্যাও লেখক। আড্ডা, তর্ক-বিতর্ক আর লুলামি ছাড়া কিচ্ছু পারি না। :P

৩৭| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

সারওয়ার হোসেন বলেছেন: ভাল লাগলো

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।:)

৩৮| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

বিষাদ সময় বলেছেন: ভালোবাসবো বাসবোরে বন্ধু তোমায় যতনে .

কোন বন্ধুর সাথে কোন্ বন্ধু মিলাইলেন................. X((
এইটা তো ১৪ ফেব্রুয়ারীর বন্ধু...............


বন্ধু নিয়া উপরের উক্তিগুলা সব বুকিশ উক্তি....... X(
বান্তব উক্তি হইল "থ্রি ইডিয়েটস" এর --
" বন্ধু ফেল করলে দুখ লাগে, মাগার ফার্স্ট হইলে আরো বেশি দুখ লাগে" :)

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১৪ই ফেব্রুয়ারি! :P:P

বন্ধু ফেল করলে মন খারাপ হয় কিন্তু ফার্স্ট হলে মেজাজ খারাপ হয়...("থ্রি ইডিয়েটস";):P

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: করেন কেন ন্যাকা?
কে দিয়েছে ছ্যাঁকা? :P
বলেন, কবে হলেন ব্যাঁকা?
আচ্ছা, আপনি আজো কি একা??:P

গানাঃ
বন্ধু তোর বারাত নিয়া আমি যাবো.....হই....;)

৩৯| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

বিজন রয় বলেছেন: ব্যাপক গবেষণা।
+++++

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!


তবে গবেষণা!!!:`>:``>>

৪০| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০

বিষাদ সময় বলেছেন: হয়েছি যে ব্যাকা,
নয়তো খেয়ে ছ্যাঁকা।
পাকছে মাথার কেশ,
ব্লগেই সুখের রেশ। :(

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাকছে মাথার কেশ!!!!
খুশি হলুম বেশ..:P
এখন তরুণ যারা
প্রেম করবে তারা!;)

যেই পাবো মেম
শুরু হবে মোর প্রেম...:`>:``>>

৪১| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪২

তারেক ফাহিম বলেছেন: মন্ডল ভাই যে,
কেমন আছেন?

মন্ডল ভাই মনে হয়ে দুই সংসারি হয়ে গেলেন।

আগের মত আমরা এ সংসারে ভাত কাপড় পাই না ;)

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে! আমাদের চকলেট হিরো ফাহিম ভাই যে!!;)

এটা হল লেখক মন্ডলের পেজ
ওটা শুধু পাঠকের পেজ..;)

৪২| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ও!!
এইটা বন্ধুত্ব নিয়া লেখা !!

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিরা আপু! নিরা আপু!
শিখা আপু তো ডুব মারলো? :(

কতোদিন আর একা একা রবো
মনের কথা আমি কাহাকে কবো??:P
সে ফিরবে বলো কবে??:(
তোমরা কি আমার বন্ধু হবে???:)

৪৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

মনিরা সুলতানা বলেছেন: বেতের নাম জালি আসিতেছে হালি হালি
বেশি দিন নয় ঈদের পরেই ...
মন দিয়ে অপেক্ষা কর খালি।

০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি হনু পাজি
মার খেতে রাজি,
পারো যদি তোমরা তাকে
আসতে বলো আজি। :)

৪৪| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া
আমি এক গাঁইয়া,
হয়ে গেছি লুল
করি শুধু ভুল!!:(

কোথা সেই ছড়া
ঠান্ডা না কড়া?;)
আকাশ টা মেঘে ভরা :#)
ঠাণ্ডা হলে খাব ধরা ;)
তাইতো চাই কড়া =p~

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ রাকু....:)

৪৫| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৫

চঞ্চল হরিণী বলেছেন: আহারে! বন্ধু নিয়া কি পোস্ট পড়লাম। গানে গানে তো মাথা আওলায় গেলো । বিভিন্ন গানের সুর একসাথে মাথায় বাজিতেছে =p~ । বন্ধু দিবসের শুভেচ্ছা, নিজাম ভাই :>

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মায়াবনো বিহারিনী হরিণী
বন্ধু তোমাকে কেন করিনি?
আজও আমি কারো প্রেমে পড়িনি, মরিনি, সরনি হরিনী.....:P



আপনার জন্যও শুভেচ্ছা, ঠাঁই দাড়িয়ে থাকা হরিণ আপু..;)

৪৬| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৪

জাহিদ অনিক বলেছেন:

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের মাঝে বন্ধুত্ব আছে?
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৪ ০

লেখক বলেছেন: আছে আছে, ঢের আছে
তাহা আমি বুঝি,
যার সাথে করি ঝগড়া
তাকেই মোরা খুঁজি....;)







হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কী হে ইয়াং ম্যান?
চন্দ্রাবতী(চাঁদগাজী) ছাড়া কি অন্য কারো মন্তব্য পছন্দ নয় না। গাজী কোন ছার হে???:P


হি হি হি
হু হু হু

৪৭| ০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: ৪ নম্বরটা আলেক্সান্ডার কামুর ডায়লগ। উনি নোবেল পাইছিলো

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উদা ভাই, থ্যাঙ্কু!
৪নাম্বারটা আপনার পেজ থেকেই কপি করা..:)

৪৮| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯

মিথী_মারজান বলেছেন: বন্ধু দিবস তো চলে গেছে!
আমিতো দেখি দেরী করে ফেললাম!
আচ্ছা, অসুবিধা নাই।
বন্ধুর জন্য সব সময়ের শুভেচ্ছা।:)

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চলে গিয়েছে তো হয়েছে,
বন্ধুত্ব তো আর চলে যায়নি,
ওটা থাকলেই হবে।

বন্ধুর জন্য দিল খোলা শুভেচ্ছা।

পুনশ্চঃ তোমরা একটু ব্লগে থাকার চেষ্টা করোনা ভাই। ব্লগে এসে না পেলে খুব মিস করি তোমাদের....

৪৯| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬

ভাইয়ু বলেছেন: আমার জন্য প্রতিটা দিনই বন্ধু দিবস৷ ব্লগের সব বন্ধুদের লেট শুভেচ্ছা রইলো

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক ভাই, আমাদের কাছে প্রতিটি ক্ষণ বন্ধুর জন্য, প্রতিটি দিন বন্ধু দিবস।

আগামী বন্ধু দিবসের অগ্রীম শুভেচ্ছা।:)

৫০| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

শাহারিয়ার ইমন বলেছেন: ১ নম্বর টাইপের বন্ধু পেয়েহি,প্রচুর জ্ঞানী ।জীবন ঝালা পালা করে দেয় জ্ঞানী কথা শুনিয়ে |-)

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাজের কথাগুলো শুনবেন। বাঁকিগুলো এককান দিয়ে শুনে অপরকান দিয়ে বের করে দেবেন। না হলে নিজেই কবা শুরু করবেন.....



পুনশ্চঃ আমি নিজেই জ্ঞান দিলুম।:D

৫১| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সোহানী বলেছেন: ওরে বাপরে এতো দেখি বিশাল আয়োজন.........................

যাকগা দেরিতে আসলেও লেইট করি নাই। কারর ফ্রিতে সবার মজার মন্তব্যগুলা পাইলাম..............

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্যের প্রিউত্তরে দেরী হলেও লেট হয় নাই। কি কন বরফ আপা?



গানঃ
মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.