নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিরোনামের উক্তিটি বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের। ওটা আমার পছন্দের উক্তি। আমরা জানি, "দেশ এখন উন্নয়নের মহাসড়কে"। তবে সমস্যা হল, আমাদের দেশের মহাসড়কের অবস্থা বেহাল। প্রতিবছর নিয়মিতভাবে পিচ উঠে যাচ্ছে, দুর্ঘটনা লেগেই থাকছে, দুর্নীতির কথা না হয় বাদই রাখলাম।(স্বাধীনতার পর দেশে রাস্তা তৈরীর কাজে যে পরিমান বরাদ্দ হয়েছে, রাস্তাগুলো সোনা দিয়ে মুড়ে দেয়া যেত।) সুতরাং মহাসড়কে লম্ফঝম্প না করে, ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে। গাড়ির ও চালকের লাইসেন্স থাকাটাও বাধ্যতামূলক। তবে ক্ষমতা/পাওয়া থাকলে, আপনি উল্টোপথেও ভাঙা গাড়ি চালাতে পারেন। জানেনই তো মগের মুল্লুকে অনেক কিছুই সম্ভব/জায়েজ।।
পোস্টটি ১৫ই আগষ্ট দিতে চেয়েছিলাম। সেদিন শেখ সাহেবকে নিয়ে অনেকগুলো পোস্ট আসায় দেয়া হয় নি। ইচ্ছে ছিল লীগের নেতাদের একটু ঝাড়ব। স্পেশালি আমার ক্যাম্পাসের কিছু ছাত্রনেতা ও পাতি নেতাদের(কয়েকদিন আগে ওদের দু'গ্রুপে কামড়া কামড়ি লেগেছি। ওদের একজন ব্লগেও আছে)। হোস্টেলে ওদের পছন্দের স্লোগান ছিল "জ্বালোরে জ্বালো আগুন জ্বালো"।(ফান করে আমি যেটা প্রায়ই বলে থাকি)। ২০১৮ সালে এসে, এখনো যদি ৭০ দশকের মত জ্বালাও পোড়াও করার কথা বলতে হয়! তবে ভাবার বিষয়, আমরা আগালাম কতটুকু?
আরেকটি কথা হল, যে কোন সময় শুধু ৭ই মার্চের ভাষনই বাজানো। এ ভাষন আমার মুখস্ত, শুনতে দারুন লাগে। এটা বাজবে বাজাক, ভালো কথা। কিন্তু অন্যগুলো বাদ কেন? মানে ১৯৭২এর ২৬মার্চের টা, বাকশালের টা(১৯৭৫) কিংবা অন্যসব! আমার তো মনে হয়, দেশ গঠনের জন্য এসব ভাষনই এখন বেশী প্রয়োজন। (আমার কাছে বেশ কয়টা ভাষন আছে। দারুন!)
মাঝে মধ্যে ভাবি, লীগের নেতারা চলছে কোন পথে? সেটি কি আসলেই বঙ্গবন্ধুর পথ? আচ্ছা, আমরা(তথা কথিত মুজিব সৈনিক) কি শেখ মুজিবের আদর্শ বুঝি? মানি?/কাজে লাগাই? নাকি সব লোক দেখানো?? (এখান শুধু লীগ নিয়ে কথা বলা হল। দল, জাশি, জাপা দুরে গিয়ে মরুক।)
উপরের প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা। জানা না থাকলে মাথা খাটিয়ে নীচ থেকে বের করুন। আমরা আজ কোন পথে...
★★★ বঙ্গবন্ধুর অবিস্মরণীয় কিছু উক্তিঃ
১. অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোন দিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশ সেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়।
২. এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে, যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়।
৩. যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।
৪. সমস্ত সরকারী কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।
৫. যখন তুমি কোন ভদ্রলোকের সাথে খেলবে তখন তোমাকে ভদ্রলোক হতে হবে, যখন তুমি কোন বেজন্মার সাথে খেলবে তখন অবশ্যই তোমাকে তার চাইতে বড় বেজন্মা হতে হবে। নচেত পরাজয় নিশ্চিত। (এটা আমি ব্লগে কাজে লাগাই)
★★★ তাজউদ্দীন আহমদের কিছু উক্তিঃ
১. “লেখাপড়া জানতে হয় নিজের বিবেককে শান দেওয়ার জন্যে। শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি নয়। শিক্ষা দিয়ে বিবেককে উন্নত করা- এই ব্রত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
২. “বক্তৃতা কমাতে হবে। এখন ভেবে দেখতে হবে বক্তৃতায় যা বলা হয়েছে তা করা হয়েছে কিনা।”
৩. “শুধু বড় বড় কথা বলে এবং অপরের কাঁধে দোষ চাপিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না।”
৪. “আমি দেশের জন্য এমনভাবে কাজ করবো যেন দেশের ইতিহাস লেখার সময় সবাই এদেশটাকেই খুঁজে পায়, কিন্তু আমাকে হারিয়ে ফেলে…”
উক্তিগুলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মূল মন্ত্র হওয়ার যোগ্যতা রাখে। নেতারা যে কবে এসব বুঝবে...
এসব উক্তি একটা সাইট থেকে কপি করা। বিস্তারিত জানতে পড়ুন:
১। বঙ্গবন্ধুর অবিস্মরণীয় ২০ উক্তি।
২। তাজউদ্দীন আহমদের কিছু অসাধারণ উক্তি
উপসংহারঃ
প্রথমে মহাসড়ক নিয়ে প্যাচাল পাড়লেও পোস্টটা আসলে রাজনীতির সড়ক নিয়ে লেখা। স্বাধীনতার ৪৭বছর পরে এসে রাজনৈতিক পাওয়া, না পাওয়ার হিসেব মেলাতে পারছি না। হ্যাঁ অনেক কিছু পেয়েছি। গ্রামে গ্রামে ফ্রিজ, টিভি, ডিস, সোলার। শহরে তো আছেই।
তবে বড় কয়েকটা এখনো পাই নি: জাতীয় ঐক্য, দক্ষ প্রশাসন, সুস্থ রাজনীতি।
মাঝেমধ্যে কেন জানি থমকে দাঁড়াই; কৃষকের কষ্ট দেখে, হাতাশাগ্রস্ত বেকার যুবকটাকে দেখে, শিশুর হাসিমাখা মুখ দেখে, সুকান্তের সেই কবিতাটি পড়ে কিংবা জাতীয় সংগীত শুনে। আচ্ছা, সোনার বাংলাকে আমি কি সত্যিই ভালোবাসি? (আজ পোস্টের ভূমিকা যখন লেখা শুরু করি, পাশের স্কুলে সত্যিই জাতীয় সংগীত হচ্ছিল, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...")
(মন্তব্যে গঠনমূলক সমালোচনা কাম্য।)
জয় বাংলা।
.
[ফ্লাডিং-এর কারণে পোস্টে মন্তব্য সুবিধা স্থগিত করা হয়েছে। ]
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।
ফাঁকিবাজি না করে, পরের বার পড়ে বুঝে মন্তব্য করবেন।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: না না
খেলবো না।
এতদিন কোথায় ছিলেন?
হুট করে না বলে কোথায় গেছেন?
এই যে ঈদের পর আমি ঢাকার বাইরে গেছি- ব্লগের সবাইকে বলে গেছি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এতদিন দেশেই ছিলাম।
ব্লগেও এসেছি। আপনার পোস্টে মন্তব্যও করেছি।
চোখমুখ বন্ধ রেখে ব্লগিং করলে চিনবেন কীভাবে??
বাঁকিটা জানতে পোস্ট পড়ে মন্তব্য করেন।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪
কথার ফুলঝুরি! বলেছেন: আমি ধর্মীয় ও রাজনৈতিক পোস্টে মন্তব্য করিনা শুধু নিজু ভাই বলে আসলাম
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওই দুটোই আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো জানতে হবে, বুঝতে হবে। আর ক্যাচাল এড়িয়ে চলতে হবে।
মন্তব্যে ধন্যবাদ।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
কাওসার চৌধুরী বলেছেন:
আজ তো দেখি সব বড় লেখকদের পোস্ট; শেষ পর্যন্ত গুরুর লেখা পেলাম৷লেখাটি সুস্থ মাথায় পড়তে হবে এজন্য প্রিয়তে নিলাম৷আর এমন একটি লেখা পোস্ট করার জন্য জানেমন গুরুকে স্যালুট ৷
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই!
দেরীতে হোক, লেখা ঠান্ডা মাথাতেই পড়তে হয়। আর লিখতে লিখতেই বড় হয়ে যায়। তবুও অনেক কিছু বাদ পড়েছে।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি লিখেছেন, "... আচ্ছা, আমরা (তথাকথিত মুজিব সৈনিক) শেখ মুজিবের আদর্শ বুঝি?"
প্রশ্ন: আপনার মতে, শেখ মুজিবের আদর্শ কি?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১০. দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব। (বঙ্গবন্ধু)
আমার এত সাহস নেই।
(আমরা কথাটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে. স্পেসালি আমার ক্যাম্পাসের ছেলেদের উদ্দেশ্য।)
শেখ সাহেবে আদর্শ তার ভাষনে আছে, উক্তিতে আছে, তার লেখা বইয়ে আছে। বিস্তারিত জানতে পড়তে হবে, বুঝতে হবে।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
সৈয়দ ইসলাম বলেছেন: আপনার দাবীকৃত প্রাপ্তি "ফ্রিজ, টিভি, ডিস, সোলারর.." এগুলো রাজনৈতিক সফলতা নয়; পুঁজিবাদের সফলতা। আর পুঁজিবাদের সফলতার পেছনে রাজনৈতিক ব্যর্থতাই মুখ্য।
আমরা বাঙালিরা এখনো রাজনীতি কী সেটা বুঝে উঠতে পারিনি। অনেকে এই দেশকে রাশিয়া ভেবে রাশিয়ান সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, আবার অনেকে চীনের মার্ক্সবাদের স্বপ্ন বুনেন। আর ক্ষমতাসীন দল গণতন্ত্র শিখে ভারতের থেকে, যেখানে গণতন্ত্রের কোন গন্ধই নেই; আছে কেবল দুর্গন্ধ, আবার অনেকে বৃটিশের ফেলে যাওয়া পথে রাজনীতি খোঁজে । সব মিলিয়ে বাঙালিরা এখনো রাজনীতিতে অপোক্ত; পোক্ত কেবল প্রতি হিংসায়।
আর হ্যা, এ বাণীগুলো আমাদের অনেক কিছুই বলে যদি আমরা ব্যক্তির দিকে না থাকিয়ে বাক্য থেকে কিছু নেয়ার চেষ্টা করি।
ধন্যবাদ মণ্ডল ভাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাঠক সুন্দর ও গঠনমূলক মন্তব্যে ধন্যবাদ।
মন্তব্যে সহমত।
গ্রামের রাস্তা, ব্রীজ আসলেই উন্নত হয়েছে।
আপনার অভিযোগ আংশিক সত্য।
স্বাধীনতার ৪৭বছর পরে এসে রাজনৈতিক পাওয়া, না পাওয়ার হিসেব মেলাতে পারছি না।
এখানে রাজনীতি কথাটা পরে যোগ করেছি। ড্রাফটের পোস্ট এডিট করায় একটু ত্রুটি রয়ে গিয়েছে। (সরকার থেকে আমাদের বাসার সামনের রাস্তায় একটা সোলার বাতি পেয়েছি।)
ভালো থাকবেন।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
লায়নহার্ট বলেছেন: {তাজউদ্দিন সাহেব রুশপন্থী বাম ছিলেন। কমিউনিস্টদের মাঝে ওনাকেই আমার ভালো লাগে}
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যেই পন্থিই হোক লোকটা ভাল। দেশের প্রতি টান আছে।
এখনকার নেতারা তো, রাবিশ।।
৭০এর দশকে বামদের আধিপত্ত ছিল। আমাদের সংবিধানেও সমাজতন্ত্রের কথা আছে। যদিও আমরা চলছি পুঁজিবাদী মতে। ধনীরা ধনী হচ্ছে, গরীবরা ফকির হচ্ছে।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: আন্দোলনের ভাষা পাল্টাতে হবে। মিছিলের ভাষাও৷
ছাত্রলীগ মিছিল করে এখনও, "রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়" ইত্যাদি। এসব ভায়োলেন্ট। তারউপর তাদের সরকারই ক্ষমতায়, কার রক্তে ভাসবে অন্যায়?
স্লোগানগুলো হাস্যকর লাগে
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।
"রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়"
দারুন এক পয়েন্ট। আমিতো ভুলেই গিয়েছিলাম এটা।
আরো আছে,
"উমুকের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।"
"উমুকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে!"
"অ্যাকশান অ্যাকশান, ডাইরক্ট অ্যাকশান।"(এসব বললে, রক্ত তো এমনি গরম হবে)
আফসোস, আমাদের জ্বালাও পোড়াওয়ের রাজার নীতি এখনো রাজপথেই পড়ে আছে, সংসদ পর্যন্ত যেতে পারে নি। (
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
সৈয়দ ইসলাম বলেছেন: যে কোন খরচ ছাড়া এক বোতল বিষ পায়; সে তাতেই খুশি। আর যে রক্ত দিয়ে বিনিময়ে বিষ পায় সে কখনো তৃপ্ত হতে পারে না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হয়তো বা। আপনি কি প্রসঙ্গে এটা বললেন?
“ভিতরে ইঁদুর রেখে বাইরে মাটি দিলে, সমস্যার সমাধান হবে না।???
আপা তোমায় থ্যাঙ্কু,
বাতিটা আমার এক বড় আপার মাধ্যমে এসেছে। ও শিক্ষক। অন্য এলাকাতে বিয়ে হলেও লাখ টাকার জিনিষটা আমাদের মহল্লাতে দিয়েছে। আগে অন্ধকার হয়ে থাকতো, এখন রাতে মসজিদের সামনে আলো হওয়ায় মহল্লার সবাই খুশি। ওর প্রতি আমি কৃতজ্ঞ।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
সৈয়দ ইসলাম বলেছেন: গ্রামের রাস্তা, ব্রীজ আসলেই উন্নত হয়েছে।
সরকার থেকে আমাদের বাসার সামনের রাস্তায় একটা সোলার বাতি পেয়েছি।
আমরা নিজেদেরকে প্রবোধ দিতে এইগুলো বলে থাকি ভাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সৈয়দ ভাই, মন্তব্যে সহমত।
আমার মূল পয়েন্ট হল, ছোটখাট অনেক কিছুই পেয়েছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো এখনো বাদ পড়ে আছে।
তবে বড় কয়েকটা এখনো পাই নি: জাতীয় ঐক্য, দক্ষ প্রশাসন, সুস্থ রাজনীতি।
সত্যি কথা বলতে কি, বড়গুলো পেলে ছোটগুলো এমনি পাওয়া যাবে। বরং আরো বেশী পাওয়া যাবে।(মোবাইলের সাথে চার্জার, হেডফোন ফ্রী!)
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
ব্লগার_প্রান্ত বলেছেন: বঙ্গবন্ধু শেষের দিকে সমাজতন্ত্রের পথে চলতে চেয়েছেন, ভাষানী চলার রাস্তা দেখিয়েছিলেন, আমরা সবাই মিলে কলা খেয়েছি। ছাত্র রাজনীতি নির্মুল করতে হবে, জনগনকে শিক্ষিত করতে হবে। জাতি হিসেবে ভালো মন্দ বোঝার জ্ঞানটুকু সার্বজনীন করতে হবে। আমাদের বুঝতে হবে, বিএনপি, আওয়ামীলীগ, জামাত আমাদের শত্রু না। আমাদের প্রধান শত্রু, অদক্ষতা, দারিদ্রতা...মন্ডল ভাই, অনেক দিন পর আপনাকে পেয়ে খুব ভালো লেগেছে, তাই একটা মন্তব্য করে গেলাম। ভালো থাকবেন
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।
লীগ, দল, জাশি, জাপাকে দেখলে মনে হয়, আসলেই শত্রু মনে হয় আমিই।।
বিনষ্ট রাজনীতি নিপাত যাক, সুস্থ রাজনীতি মুক্তি পাক।
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
বুঝা গেলো যে, আপনি শেখ সাহেবের আদর্শ জানেন না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জানি, না জানি। আমি আমার পথে চলি। হক, শহীদ, শেখ, মাওলানাকে ভালোবাসি। আমার কাছে দলের চেয়ে দেশ বড়। আর কিছু??
পুরান কাঁসুন্দি বাদ।
আপনি একটা পোস্ট লিখুন, "শেখ সাহেবের আদর্শ" শিরোনামে। খবরদার, শিরোনামের বানান যেন ভুল না হয়।
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
আপনি শেখ সাহেবের আদর্শ না জেনে শেখ সাহেবের উপর পোষ্ট দিচ্ছেন; ভালো
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হয়তো জানি না।
জানলেও বা কি? আমি কি রাজনীতি করবো??
কখনোই না।
হাসিনা আপাকে জিজ্ঞেস করবেন নাকি?
আচ্ছা, তিনি কি শেখ সাহেবের আদর্শ জানেন? বা সেটা মানেন??
১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
মাকার মাহিতা বলেছেন: .
.
.
.
.
. আপনার পোষ্ট পড়ে মনের গহীনে কিছু কথা জাগ্রত হলো, জানি না কথায় প্রকাশ করতে পরবো কি না...
...................................................................................................................................................................
১। স্বাধীনতার আজ ৪৭ বছর হলো, ঝালমুড়ি খেয়ে তার ঠোঙ্গা টা সুন্দর করে রাস্তার মাঝে ফেলি। কাছাকাছি যদি কোন ডাষ্টবিন না থাকে, তবে কেন আমি সেটা পকেটে না পুরে আমার বাসার নিদিষ্ট ডাষ্টবিনে ফেলি না? অথচ সিটি কর্পোরেশনের বয়স্ক মহিলারা কষ্টকরে নাকমুখে উড়না বেঁধে সুবহে সাদিকে রাস্তা পরিষ্কার করে দেয়!
২। রাস্তায় ফুট ওভার ব্রিজ থাকা স্বত্বেও কেন আমি রাস্তার মাঝখান দিয়ে পার হই? হোক না সেই ব্রিজ এক কিমি দুরে!
বিস্তারিত আসছে...
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর চিন্তা,
মন্তবের উত্তর কিন্তু সোজা: আমরা ছোটথেকে যেসব দেখে ওভ্যস্ত সেসবই করি। সুযোগ পেলে তার অপব্যবহারও করি। আমি, আপনি সবাই।
এই আমিই যদি বিদেশে যাই। জরিমানার ভয়ে ক্যান্ডির খোসাটা রাস্তায় না ফেলে পকেটে ভরে ফেলবো। কিন্তু দেশে সেটা করব না।
আরেকটি কথা মোবাইলের সিম কিন্তু আমরা সবাই রেজিস্টেসন করেছি। বাঙালিদের লাইনে আনা সহজ। কিন্তু নেতাই যদি উল্টো পথে গাড়ী হাঁকায়, তবে....
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার অফিসিয়াল এজেন্ডাধারী আওয়ামীলীগ কি বিশ্বাস করে সেই আদর্শে?
তাদের কথায়, কাজে, রাজনৈতিক কর্মসূচীতে তার প্রতিফলন কত ভাগ?
যেই চাটারের ভয় তিনি সবসময় পেতেন? যে চোরের খনির আক্ষেপ ছিল হৃদয়ের গভীরে!
তারাই আজ ডিজিটাইজড হয়েছে কেবল! আদর্শকে ডিজিটাইজড করতে পারেনি!
অন্য সবার কথা বাদ। উনার রক্ত, উনার উত্তরসূরী যার হাতে সবচে বেশী দায় ছিল এবং সুযোগ ছিল -
সে আদর্শ বাস্তবায়ন করে জাতিকে রাজনীতি,অর্থনীতি, উন্নয়ন এবং পৃথিবীতে বিস্ময়কর উত্থানের এক রাষ্ট্রে পরিণত করার!
পুরোটাই হয়েছে- নেতিবাচকতা!
গণতন্ত্র হত্যার দায়টুকু না নিলেই কি ছিল না?
ভিন্নমত দমনেই কি বঙ্গবন্ধুর সুনাম হল?
গুম খুন পুলিশি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে কতটা চোরাবালীতে ফেলে দিলেন-তা সময়ই বলবে।
শিরোনাম চমৎকৃত
পোষ্টে +++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিদ্রোহী মন্তব্যে ধন্যবাদ।(চিন্তায় ফেলে দিলেন)
হাসিনা আপার কাছে, একটা সুস্থ রাজনীতি চেয়েছিলাম। দেশ এমনিতেই মহাসড়কে উঠতো। হতাশ হবার ভয়ে এখন আর বেশী আশা করতে পারি না। তারপরও মনে প্রশ্ন জাগে, আগামীতে দেশের হাল ধরবে কে?? জয়? তারেক? ওরা কি সুস্থ রাজনীতি বোঝে???
বিনষ্ট রাজনীতিতে সবাই নষ্ট হয়ে গিয়েছে। এখন সবার প্রত্যাশা, সুস্থ রাজনীতি শুরু হোক। সংসদ হোক দু'দলের বিতর্কের/গঠনমূলক সমালোচনার জায়গা। নেতারা গণতন্ত্র বুঝুক। দেশ, মাটি ও মানুষকে ভালোবাসতে শিখুক।
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " জানি, না জানি। আমি আমার পথে চলি। হক, শহীদ, শেখ, মাওলানাকে ভালোবাসি। আমার কাছে দলের চেয়ে দেশ বড়। আর কিছু?? "
-আপনার ভালোবাসার লিষ্টে প্রিন্সেস ডায়ানাকেও যোগ করতে পারেন!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও! আপনাদের কমান্ডার জিয়াউর রহমান আর মেকাপ ম্যাডামের নাম বললে খুশি হতেন নাকি??
(ডায়না মায়না আমার পছন্দ নয়। ব্লগের আপুদের ভালোলাগে। ভাবছি পছন্দ করে বিয়ে করলে কেমন হয়। আপনাদের না হয় দাওয়াত দিলাম। )
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "হাসিনা আপাকে জিজ্ঞেস করবেন নাকি?
আচ্ছা, তিনি কি শেখ সাহেবের আদর্শ জানেন? বা সেটা মানেন?? "
-শেখ হাসিনা বাবার নামটা শুদ্ধ করে লিখতে জানেন, এ'টুকুই; শেখ হাসিনা রাজনীতিতে জেনারেল জিয়ার বাবা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার কথা মত, দেশ প্রধানের যদি এই হাল হয়, তবে বাঁকিদের কী আবস্থা!!(যদিও আপনি আমাদের সেফুদা)
এই হাসান, অভি, রতন, তপু...... (আমার ক্যাম্পাসের জুনিয়র ক্যাডার বাহিনী)
ব্লগার চাঁদগাজী নেত্রীকে তো পাত্তাই দিচ্ছে না।
আমি কি সাধে বলি: দেশের বর্তমান নেতারা গনতন্ত্র বোঝে না।
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
ভুয়া মফিজ বলেছেন: আপনার কি ধারনা, জেনুইন সোনার বাংলা আমরা কবে নাগাদ পেতে পারি?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মিনিমাম এক প্রজন্ম লাগবেই।(সুস্থ রাজনীতিতে)
বর্তমান কামড়া কামড়ির রাজনীতিতে সেটা আদৌ সম্ভব নয়।
আমার মতে,
রাজনীতির ক্ষেত্রে দু-এক দশকের মধ্যে একটা পরিবর্তন আসবে।(জনতা যদি চায়)! পরিবারতন্ত্র শেষ হবে। জাপা, জাশি মরে ভূত হবে। তরুণরা নতুন দল বানাবে, হতে পারে সেটা মধ্যমপন্থী/উদারপন্থী। সুস্থ রাজনীতি তৈরী হবার পর জাতীয় ঐক্য তৈরী করতে হবে। তার পর দেশ গঠনের মূলকাজ/আসলকাজ শুরু হবে।
তবে ছোট দেশে কম শিক্ষা ও সীমিত সম্পদের মধ্যে এত লোকের বাস! সত্যিকারের সোনার বাংলা গড়ে তোলা একটু কঠিন বই কি!!!(তবে অসম্ভব নয়)
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
ভুয়া মফিজ বলেছেন: তবে ছোট দেশে কম শিক্ষা ও সীমিত সম্পদের মধ্যে এত লোকের বাস! সত্যিকারের সোনার বাংলা গড়ে তোলা একটু কঠিন বই কি!!!
বেশী মানুষ, কম শিক্ষা, ছোট দেশ; কোনটাই আসলে সমস্যা না। বাস্তব উদাহরন আপনাকে অনেক দেয়া যায়।
মূল সমস্যা হলো বর্তমানের কামড়া কামড়ির রাজনীতি বা অপ-রাজনীতি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেটাই।
অপ রাজনীতি দুর হোক।
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
ভুয়া মফিজ বলেছেন: কথার ফুলঝুরি! বলেছেন: আমি ধর্মীয় ও রাজনৈতিক পোস্টে মন্তব্য করিনা। আমিও।
শুধু মন্ডল বাড়ীর ছেলের পোষ্ট বলে আসলাম।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাব্বা!
সবে দেখি এক দলে!
একি কথা বলে চলে...
আপনাদের জন্য নৌকা বাইচের পোস্ট দিয়েছি। সময় করে দেখে নিয়েন...
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫
ঢাবিয়ান বলেছেন: শিক্ষিত মানুশগের অভাব নেই কিন্তু শিক্ষিত বিবেকের বড় অভাব।বড় সত্য কথাটা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইহাই বাস্তব।
(যত বেশী শীককিত তত বড় পোস্ট,
তত বেশী ঘুষ। আর তত অমানুষ।।)
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭
নীলপরি বলেছেন: পোষ্ট ভালো লাগলো ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।
২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪
আশাবাদী অধম বলেছেন: অনেকদিন পরে পোস্টাইলেন মনে হয়। ভালো লাগলো আপনার লেখাটি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১৫-১৬দিন পর।
লিখতে ভালোলাগে না। তবে মাঝেমধ্যে রাগ ধরলে, কিবোর্ডের উপর রাগ ঝাড়ি। এই যা.....
২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮
আশাবাদী অধম বলেছেন: আপনি কি পোস্টানোর জন্য এক নিক আর মন্তব্যের জন্য আরেক নিক এভাবে ভাগ করে নিয়েছেন?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক ভাগ নয়। তবে দুটি নিক ব্যবহার করি। একটাতে পোস্ট দেই। অন্যটা মোবাইল থেকে চালাই।
আজ মন্তব্য করতে ইচ্ছে করছে না। তাই এমন মনে হচ্ছে।
২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: "দেশ এখন উন্নয়নের মহাসড়কে" কথাটি মোটেও মিথ্যে নয় | দেশটা কিছু রাজনৈতিক নেতা, কর্মী, চামচা এবং আমলার বাপ দাদার সম্পত্তি | তারা যেভাবে দিনে দিনে ফুলে ফেঁপে উঠছে তাতে কি মনে হয় না তাদের বাপ দাদার সম্পত্তি এই দেশটি উন্নয়নের সুপার হাইওয়েতে উঠে বসেছে ? দেশের উন্নয়নের জন্য যে কোটি কোটি টাকা ব্যয় হয় তা ওই দেশের মালিকদের ব্যক্তিগত উন্নয়নে ব্যয় না করে কেন ফালতু পাবলিকের রাস্তা-ঘাট উন্নয়নে ব্যয় করা হবে ?
রাজনৈতিক দলগুলোর প্রতি কিছু সংখ্যক চামচার অতি আবেগ এবং অকৃত্রিম ভালোবাসা কোনো মোটেই নিঃস্বার্থ নয়, এখানে অবশ্যই অবশ্যই ইহকালের সর্বোচ্চ প্রাপ্তির একটি যোগসূত্র রহিয়াছে |
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত। মনের কথা বলেছেন।
মন্তব্যের উপর বলার কিছু নেই। আপনার বিচক্ষণ লোক, সমস্যা ধরে ফেলেছেন। এখন নেতারা বুঝে মহাসড়কের ইঁদুর তাড়ালেই হয়।
ছাত্ররাজনীতি কাছ থেকে দেখেছি/দেখছি। সব কটা বসন্তের কোকিল। ওদের চেতনাবাজী করে আর কত??
আজ অথবা কাল। দেশে সুদিন আসবেই।
২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
আহমেদ জী এস বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ,
আত্মসমালোচনার সড়কে তুলে দিলেন আপনার লেখার গাড়ী।
চালক গরু-ছাগল চিনতে পারলেই যদি হয় তবে আপনার এ গাড়ীর দফারফা । চালক প্রভাবশালী হয় যদি তবে ধরে নিতেই পারেন এ গাড়ী উল্টো রাস্তাতে চলবেই চলবে । ডিস , সোলার, টিভি এবং নেট হাতে পাওয়া চালক হলে ও গাড়ী চলবেনা , চালক ফেবুতে বুঁদ হয়ে থাকবেন আর সড়ক দূর্ঘটনার গুজব আমলে নিয়ে হয়তো গাড়ী চালানোই ছেড়ে দেবেন ।
ভাঙা সড়কে লক্করমার্কা গাড়ী তুলে দিলেও কিন্তু গাড়ীতে মবিল ঢেলেছেন আসলটাই --- " তবে বড় কয়েকটা এখনও পাইনি: জাতীয় ঐক্য , দ্ক্ষ প্রশাসন, সুস্থ্য রাজনীতি" ব্রান্ডের মবিল ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।
আত্মসমালোচনাই এখন সুস্থ রাজনীতির মূল ঔষধ। সবাই বুঝুক আমাদের সমস্যা কোথায়? এসবের মূলে কে? এটা বুঝলে দেশ এমনিই বদলে যাবে।
(মাঝের অংশে কী সাংকেতিক ভাষায় মন্তব্যটা করলেন। ভেতরের কথা বুঝতে ঘাম ছুটে গেল। যাক্, সেদিকে না যাই...)
মহাসড়কের নীচে ইঁদুরে বাসা করেছে। ইঁদুর তাড়ানো না গেলে ভেতরে ওরা সুড়ঙ্গ করে শেষ করে দেবে। তখন ৫-১০-১৫টনের ট্রাক নয়। হাঁটতে গেলেই গর্তে পড়ে পা মচকাবে/ভাঙবে। আমরা তো বুঝলাম। এখন নেতারা এসব বুঝলেই হয়!!
২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: বঙ্গবন্ধু সম্পর্কে পড়ে আমি যতটুকো জেনেছি বা বুজেছি, তিনি দেশের মানুষের জন্য রাজনীতি করেছে। ছাত্র অবস্থায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতনভাতা বৃদ্ধির দাবীতে করা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে উনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিলো। তিনি শিক্ষা, ঐক্য, ন্যায় নীতিতে বিশ্বাসী ছিলেন। সত্য বলতেন। মানুষ, দেশ নিয়ে ভাবতেন। আপনার উল্লিখিত ভাষণগুলোর সারমর্ম সেটাই।
তাজউদ্দীন ঠাণ্ডা মাথার মানুষ ছিলেন।
বর্তমান ছাত্র রাজনীতি বঙ্গবন্ধু'র নীতির দ্বারে কাছেও নেই। তারা উল্টো চাঁদাবাজি, সন্ত্রাসী করে কলেজ,বিশ্ববিদ্যালয় তথা দেশের বারোটা বাজাচ্ছে। আওয়ামীলীগ আর মুজীব কোট'ই তাদের কাছে বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধুর চেতনা লালন করে স্বতন্ত্রভাবে রাজনীতিতে অংশ নেওয়া যায় বা অন্যকোন দল সাপোর্ট করা যায় সেটা মানতে তারা নারাজ। বাই দ্যা রাস্তা,
শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজী'র কাছে "বঙ্গবন্ধু'র আদর্শ" নিয়ে লিখবার অনুরোধ থাকলো। কেউ বঙ্গবন্ধু'র আদর্শ নিয়ে কিছু লিখলেই উনি প্রশ্ন করেন, বঙ্গবন্ধু'র আদর্শ কি?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্য সহমত। আসলো ধীর ধীরে নতুন একটা প্রজন্ম তৈরী হচ্ছে। সুস্থ রাজনীতির পক্ষে কথা বলছে। দলের চেয়ে দেশকে প্রধান্য দিচ্ছে। বাস্তবেও এটাই হওয়া উচিত।
ঠিক, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ থেকে দুরে। দলকানা, কানাবগী ছাড়া সবাই এটা জানে।
@বঙ্গবন্ধুর চেতনা লালন করে স্বতন্ত্রভাবে রাজনীতিতে অংশ নেওয়া যায় বা অন্যকোন দল সাপোর্ট করা যায় সেটা মানতে তারা নারাজ।
আইএসরা যেমন ইসলামকে নিজের সুবিধামত ব্যবহার করে, এরাও তেমন। (ইচ্ছে করেই রূঢ় কথা বললাম। ক্যাডার গং আমার উপর টুঁ শব্দ করবে না। পরিচিত কেউ পোস্ট পড়লে, বড় জোর ফোন দিয়ে বলবে, "নিজু ভাই ক্ষেপছেন ক্যান?"
মুজিব কোট পরে, তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওড়িয়ে কাজ হবে না। মানুষ জানে, ওরা যে কাজ করছে সেটা বন্ধুর মত নয় শত্রুর মত(মানে ওরা বঙ্গশত্রু)
দেখি গাজীভাই আপনার কথা রাখে নাকি?
বড় হিসেবে উনাকে আমি শ্রদ্ধা করি। যদিও গঠনমূলক সমালোচনায় উনি পিছিয়ে।
২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬
অচেনা হৃদি বলেছেন: বিশ্বাস করেন ভাইয়া, আমি আপনার পোস্ট পুরোটা পড়েছি। এমনকি মন্তব্যগুলোও পড়েছি। ফাঁকিবাজি করিনি। কিন্তু নিজে কি মন্তব্য দেব বুঝতে পারছি না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে! মেনে নিলাম।
কঠিন মনে হলে/ভালো না লাগলে জোর করে পড়ার দরকার নেই। ব্লগের আপুরা রাজনীতি কম বোঝে/এড়িয়ে চলে। আমি চাচ্ছি এই ধারার পরিবর্তন হোক। সবাই সাদা-কালো চিনতে শিখুক।
(এই নিকে আমি কম মন্তব্য করবো।)
২৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫
সনেট কবি বলেছেন: সাকুল্যে ভাল লেগেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
৩০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার কথা হচ্ছে অতীত নিয়েই কেন পড়ে থাকতে হবে? এখনকার নেতা নেত্রীদের কী শেখ মুজিব আর জিয়াউর রহমান বলে গিয়েছিলেন দুর্নীতি কর, লুটপাট কর, চাঁদাবাজি কর? দেশ চলবে আইন অনুযায়ী। যেখানে দোষ করলে শাস্তি পেতে হবে। এই সামান্য একটা কাজ কেন যেন কোন সরকারই করতে পারে না...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক।
অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। তবে অতীত থেকে শিক্ষা নিতে হবে, ভুলগুলো শুধরিয়ে চলতে হবে।
প্রামানিকবলেছেন:
বঙ্গবন্ধু কখনই দুর্নীতি করতে বলে নাই
অথচ এখনকার নেতারা দুর্নীতির মহাসড়কে।
ইংরেজ, পাকিস্তান আর দুই পরিবারের রাজতন্ত্রর মধ্যে আদৌ কোন পার্থক্য(শাসন করার দিক দিয়ে) নেই। সুস্থ রাজনীতি ফিরে আসুক।
জয় বাংলা।
৩১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল কড়া আম্পায়ার,
ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় সঠিক সময়ে পোস্ট না পড়ার জন্য দুঃখিত। উপরের বিশেষণটি প্রথম কমেন্টদাতা কয়েকজন পড়া না করায়,আপনার ধমক খাওয়ার জন্য ব্যবহৃত।
এবার আসি পোস্ট প্রসঙ্গে, শিরোনামটি যথার্থই হয়েছে। পোস্টটিও ১৫ আগস্ট না দিয়ে এসময়ে দেওয়াটা সময়োপযোগী বলে মনে হয়েছে। কিছু কড়া কথা ঐ বিশেষ দিনে হয়তো বেসুরে লাগলো। অবশ্য এটা আমার ব্যক্তিগত মত। আমার প্রশ্ন -
১ - "এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়, এ স্বাধীনতা আমার পূর্ণ হবেনা যদি বাংলার মা- বোনেরা কাপড় না পায় , এ স্বাধীনতা পূর্ণ হবেনা যদি এদেশের মানুষ য়ারা আমার যুবকশ্রেণী চাকরী বা কাজ না পায় । "
আজ এত বছর পরে সত্যিই কী তাহলে দেশ স্বাধীন বলা যাবে? সামাজিক স্বীকৃতি হয়তো মিলেছে , কিন্তু যে অর্থনৈতিক স্বীকৃতির কথা ওনার প্রতিটি ছত্রে ছত্রে ফুঁটে উঠেছে - সেটা আজও বোধহয় অধরাই রয়ে গেছে।
২- When you play with a gentleman, you play like a gentleman . But when you play with a bastard, make sure you play like a bigger bastard . Otherwise you will lose . বাস্তব জীবনে এমন কড়া কথাটি বোধহয় আমার আপনার সবারই পাথেয়। আপনি শুধু ব্লগের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক জীবনেও প্রয়োগ করুন। আর সকলের মধ্যে অধিক প্রচার করুন। গড়ে উঠুক এক নুতন বিশ্ব ।
৩ - শিক্ষিত মানুষের কোনও অভাব নেই,কিন্তু শিক্ষিত বিবেকের খুব অভাব । ধ্রুব সত্য। আজও একথা সমান প্রাসঙ্গিক ।
অনেকদিন পরে আপনার এমন অ্যাটমবোম্ব ফাঁটানোর জন্য ধন্যবাদ ও শুভকামনা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল/দুপুর।
ক্যাডার বাহিনীর জন্য পোস্ট দিলাম। ওদের কেউ একটা রাগের ইমো দিয়ে গেলে খুশি হতাম।
দুঃখিত হবার মত কিছু হয়নি। পড়ুক/না পড়ুক ভালোবেসে মন্তব্য করছে এটাই অনেক।
১. সহমত। দেশের সবক্ষেত্র ক্ষমতাস্বীনরাই দখল করে ছিল/আছে। ইংরেজ, পাকিস্তান আর বর্তমান রাজতন্ত্রের মধ্যে আদৌ কোন পার্থক্য(শাসন করার দিক দিয়ে) দেখছি না।
২. বাস্তবে সব জায়গায় প্রয়োগ করলে সমস্যা। চাকরি যাবে, জেল হবে। গুম, খুন তো বাদই দিলাম।
৩. মূল সমস্যা এখানেই।
সুন্দর মন্তব্যে ধন্যবাদ।
৩২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: রাজনীতি কম বুঝি।
তবে জয় বাংলা স্লোগান দিতে ভালই লাগে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সোহেল ভাই!
সমস্যাটা এখানেই। সারাদিন নেতাদের চৌদ্দগুষ্টি উদ্ধার করে লাভ আছে! সাদা কালো বুঝতে হবে।
সবার রাজনীতি করার দরকার নাই,
গণতান্ত্রিক দেশে রাজনীতি বুঝতে হবে। সবাইকে।
৩৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০
প্রামানিক বলেছেন: বঙ্গবন্ধু কখনই দুর্নীতি করতে বলে নাই অথচ এখনকার নেতারা দুর্নীতির মহাসড়কে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।
সাহস করে সত্য কথা বলায় ধন্যবাদ।
৩৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
আকতার আর হোসাইন বলেছেন: দেশে গণতন্ত্র বলে কিছু আছে.।? সমাজতন্ত্র বলে কিছু আছে?
যেটা আছে সেটা স্বৈরতন্ত্র, নাহলে স্কুল ছাত্রদের ধরে ধরে রিমান্ডে নেয়া হত না...
যদি শেখ মুজিবের কথা সত্য হয়ে থাকে যদি শেখ মুজিবের পথই আমাদের আদর্শ হয়ে থাকে তাহলে ছাত্রলীগের প্রত্যেকটাকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে..।
আর নেতা ফেতাদের জামাইয়ানা আদর করতে হবে...।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গণতন্ত্র, সমাজতন্ত্র নামেই আছে, কামে নাই।
ছাত্রলীগের ভুল আছে কিন্তু ফাঁসি চাওয়াটাও বাড়াবাড়ি। অপরাধীর শাস্তি হবে আইন অনুযায়ী, নিরপেক্ষভাবে।
নেতারাই এখন দেশের বড় আগাছা।
৩৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রথমে মহাসড়ক নিয়ে প্যাচাল পাড়লেও পোস্টটা আসলে রাজনীতির সড়ক নিয়ে লেখা।
যথার্থই বলেছেন, রাজনীতি সঠিক পথে না চল্লে , অন্যসব কিছু বেহাল হতে বাধ্য।
অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র , তো ফুলের পবিত্রা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এর্ং তাতে
ফরমালিন পাওয়া যাচ্ছে, এরপর রাজনীতিবিদরা নুতন পবিত্র জিনিস কোনটা আনবে ???
আপনার কথা মত, দেশ প্রধানের যদি এই হাল হয়, তবে বাঁকিদের কী আবস্থা!!(যদিও আপনি আমাদের সেফুদা)
আসল সেফুদা এখন ব্লগে, সুতরাং সাধু সাবধান !!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দলকানা, চাপাবাজি রাজনীতি নিপাত যাক্, সুস্থ রাজনীতি মুক্তি পাক।
সেফু নিক দেখেছি। ঝামেলাবাজ কেউ।
৩৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেফাত উল্লাহ সেফুদা বলেছেন: ব্লগ মডুদেরকে ট্রস ট্রস করে মারতে হবে। ব্লগে খুলেছি আধা ঘন্টা হয়ে গেল। আর এরা এখনো সেফুদাকে সেফ করলো না!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেফাত উল্লাহ সেফুদা
http://www.somewhereinblog.net/blog/sefu
সে পুরান মাল। সেফ হবার আগেই পুরো ব্যান হয়ে গিয়েছে।
৩৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এতদিন দেশেই ছিলাম।
ব্লগেও এসেছি। আপনার পোস্টে মন্তব্যও করেছি।
চোখমুখ বন্ধ রেখে ব্লগিং করলে চিনবেন কীভাবে??
বাঁকিটা জানতে পোস্ট পড়ে মন্তব্য করেন।
আপনার পোষ্ট পড়িনি এমন কেন মনে হলো??
প্রতিটা পোষ্ট আমি পড়ি। যখন বাসে জ্যামে থাকি মোবাইলে পড়ি। বাসায় এসে মন্তব্য করি ল্যাপটপে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনারা বুদ্ধিমান লোক। মন্তব্যে হাই, হ্যালোর পাশাপাশি পোস্টের সমালোচনা কাম্য।
প্রাসঙ্গিকতা:
আলোচনা, সমালোচনা বা যে কোন ধরনের পোষ্টয়ের ক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক থাকুন। আপনার সুস্পষ্ট, গঠনমূলক ও প্রগতিশীল লেখা,লেখক ও পাঠক তথা গোটা সমাজের পরিবেশের মঙ্গলের জন্যই।
৩৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮
আখেনাটেন বলেছেন: লেখাটি পড়ে মনে হল আপনি ট্রু বঙ্গবন্ধু সৈনিক। এরকম সচরাচর এখন দেখা যায় না। সবাই আছে ধান্ধাবাজীতে নানারূপে। অথচ এমনটা হওয়ার কথা ছিল না।
শেষে একটি ভালো কথা বলেছেন: তবে বড় কয়েকটা এখনো পাই নি: জাতীয় ঐক্য, দক্ষ প্রশাসন, সুস্থ রাজনীতি।
বাস্তবতা হচ্ছে এগুলো না পাওয়াতে যা কিছুই উন্নয়ন ঘটছে সব নন-সাসটেইনেবল। যা জাতির জন্য একটি ভয়ঙ্কর অশনি সংকেত। শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, ফাইন্যান্স বলেন সবক্ষেত্রেই নন-টেকসই এই উন্নয়ন জাতির ভবিষ্যতের জন্য সুখকর নয়।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি ভাই খালি কলস, ভন্ড। তবে শেখ সাহেবকে পছন্দ করি, এই যা...
মন্তব্যে সহমত।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬
অচেনা হৃদি বলেছেন: মন্ডল বাড়ির ছেলে ইজ অন!
আপনি পোস্ট করেছেন দেখেই ভালো লাগলো। তাই দেখেই কমেন্ট করলাম। পোস্ট পড়ে টড়ে সবার শেষে এসে আবার মন্তব্য করবো!