নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যাবে চলে, কাকে যাবে বলে?
কেউ যাবেনা সঙ্গী হয়ে,
পার পাবেনা পালিয়ে গিয়ে
সব কিছু শুধু ঘটে যাবে চোখের পলকে।(আইয়ুব বাচ্চুর একটা গানের অংশ বিশেষ)
"আইয়ুব বাচ্চু আর নেই", খবরটা শুনে কিছুক্ষণ 'থ' মেরে ছিলাম। কথাটা শুনে একজন তার গান গাওয়া শুরু করলো, আরেকজন প্রশ্ন করে বসলো, তিনি কি আসলেই মারা গিয়েছেন? পরে অনলাইন নিউজ দেখে বিষয়টা নিশ্চিত হলাম। দুপুরে থেকে তাকে নিয়ে অনেকগুলো পোস্ট এসেছে। পোস্ট না দিয়ে ওসব পোস্টে মন্তব্য করলেই হত। তবে আমার পাঠক আইডিটা কমেন্ট ব্যানে আছে। আমাকে ব্যান করলে আমি কোন আইডি থেকেই মন্তব্য করি না, তাই পোস্ট দিলাম। যাক্ সে কথা।
একজন মানুষ যে কতটা প্রিয় এমনিতে সেটা বোঝা যায় না। এই যেমন বাচ্চু ভাই। গতকালকেও তার কথা মনে পড়েনি। এর আগে তাকে নিয়ে ব্লগে সেরকম পোস্টও আসে নি। তার মানে এই নয় যে, মানুষ তাকে আগে ভালোবাসতো না, আজকে থেকে তার জনপ্রিয়তা শুরু হয়েছে। আসল কথা হল, কেউ হারিয়ে যাবার পর আমরা তার শূন্যতা বুঝতে পারি। ব্যাপারটা অনেকটা, বাতাসের মত।
স্মৃতিচারণঃ
ক্লাস টেনের ঘটনা। স্কুলের হোস্টেলের হলরুমে থাকি। এক বন্ধু আইয়ুব বাচ্চুর গানের একটা বই নিয়ে আসলো। রুমে তো রীতিমত হইচই! কে, কার আগে বইটা নেবে, এই নিয়ে। হাত বদল হতে হতে এক সসময় আমাদের গ্রুপের কাছে বইটা আসলে। এক এক করে গানগুলো গাওয়া শুরু করলাম, সবাই মিলে। পরিচিত গানগুলো তো হল, এখন অপরিচিতগুলো? মানে যেসবের সুর জানা নেই সেগুলো গাওয়া হবে কীভাবে? তখন তো এত মোবাইল, ইন্টারনেট ছিল না। তো কি করার যে যার মত সুরে সেই গান গাওয়া শুরু করলো। কি উদ্ভট সেই সুর!!! গানটা এখনো মনে আছে..
নদীর বুকে চাঁদ পড়েছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়।
ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে, বন্ধু চড়েছে আমার নায়।
সেই থেকে শুরু। এরপর ভার্সিটি লাইফে গিটার হাতে সেই বিখ্যাত গান! লোডশেডিং হলে সবাই মিলে একসাথে গাওয়া...
১। সেই তুমি কেন এত অচেনা হলে?
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এত অচেনা হলে তুমি?
কীভাবে এত বদলে গেছি এই আমি?
ও..ও..ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে,
চল বদলে যাই.....
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।।
২। হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখর আমায় দেখ
দেখনা কেউ হাসি শেষে নিরবতা।
বোঝে না কেউতো চিনল না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনল না
এই আমাকে।।
৩। আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
৪। আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে।
বাচ্চু ভাই তো উড়াল দিল। কিন্তু তার গানগুলো?
'অনন্ত প্রেম তুমি দাও আমাকে', ‘সে তারা ভরা রাতে’, ‘সুখের পৃথিবী’, ‘আমি বারো মাস তোমার আশাই আছি’, ‘মেয়ে’, কিংবা ‘আম্মাজান’?
এসব কি ভোলা যায়?
আপডেটঃ
আইয়ুব বাচ্চুর স্মরণে সামুর কিছু পোস্টঃ
২৪। চলে গেলেন আইয়ুব বাচ্চু থেমে গেল রুপালি গিটার (বাংলাদেশের পাশাপাশি শোকহাত সারা বিশ্ব) - (:হাসু মামা
২৩। অশ্রুসিক্ত নয়নে আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা - রিজভী
২২। এল.আর.বি - মুহাম্মাদ শরিফ হোসাইন
২১। আমাদের বেড়ে ওঠার সঙ্গী বাচ্চু ভাই - তারেক_মাহমুদ
২০। না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু। - আবু সালেহ শুভ
১৯। আইয়ুব বাচ্চু - শ্রদ্ধাঞ্জলী - ইফতেখার ভূইয়া
১৮। "আইয়ুব বাচ্চু......একজন রকস্টারের বিদায়" - রিজভী
১৭। আইয়ুব বাচ্চু: একজন রক স্টারের বিদায় - মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী।
১৬। গিটার, সুর, কম্পোজিসন এবং একজন বাচ্চু ভাই - আবদুর রব শরীফ।
১৫। হার্ট-এ্যাটাক আইয়ুব বাচ্চুকে মাত্র ৫৬ বছর বয়সে থামিয়ে দিলো। - চাঁদগাজী।
১৪। আইয়ুব বাচ্চু... আপনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। - অন্তর্জাল পরিব্রাজক।
১৩। ট্রিবিউট টু 'এবি'- কি করি আজ ভেবে না পাই
১২। তুমি রবে নিরবে, হৃদয়ে মম। (স্মৃতির পাতায় প্রিয় গায়ক) - মো: নিজাম উদ্দিন মন্ডল
১১। অনেক মন খারাপের রাতে তুমি ছিলে সাথী !!! - শ।মসীর
১০। আমরা তোমাকে ভুলবো না... - কাজী ফাতেমা ছবি
৯। এই রুপালী গিটার ফেলে একদিন চলে যাবো দূরে বহু দূরে - বে-খেয়াল
৮। আজ সকাল থেকে হাহাকার করছে মনপ্রান । - হাসান রাজু
৭। ওপারে ভালো থাকবেন এবি... - সমুদ্র দয়িতা
৬। আইয়ুব বাচ্চু (R.I.P) - সামিয়া
৫। আইয়ূব বাচ্চু, আপনি আসবেন ফিরে গানে গানে, রুপালি গিটার হাতে... - হাসান মাহবুব
৪। বিদায় বাচ্চু ভাই। বিদায় এবি । বিদায় গুরু। - মোরতাজা
৩। "ও গানওয়ালা আর একটি গান গাও... বিদায়- হ্যামিলনের বাশিওয়ালা.... - কিরমানী লিটন
২। বাচ্চুর মরনের খবর শুনে - ফায়েজুর রহমান সৈকত
১। আইয়ুব বাচ্চু আর নেই - দিপু দিপু
ভালো থাকুক এবি।
.
[ফ্লাডিং-এর কারণে পোস্টে মন্তব্য সুবিধা স্থগিত করা হয়েছে। ]
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ। এবির জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।
২| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একচালা টিনের ঘড়
এই আপন এই পর
সবাই তো যা যা বর
তবুও বানাই ঘড়........
আরও বেশি কাদালে
চলে যাবো ওপারে.......
বড্ড অভিমান নিয়ে সত্যিই ওপারে
চলে গেলেন আইয়ুব বাচ্চু
(ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন)
আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি
আল্লাহ পাক রাব্বুল আল আমীন তাকে
জান্নাত বাসী করুন। আমীন। সুম্মা আমীন।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ। আমাদের সবাইকেই তো চলে যেতে হবে। তবে, যাওয়াটা যেন ভালোমত হয়, এটাই চাওয়া।
আমরা তার আত্মার মাগফিরাত কামনা করিআল্লাহ পাক রাব্বুল আল আমীন তাকেজান্নাত বাসী করুন। আমীন।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০১
পদাতিক চৌধুরি বলেছেন: আজ আমরা এখানে ফেবুতে প্রথম খবরটি পাই। খুব খারাপ লাগছে। ২০০২ সালে সম্ভবত উনি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফেস্ট উপলক্ষ্যে এসেছিলেন। মঞ্চে বলছিলেন আমাদের এখানে সরাসরি আমেরিকা থেকে প্রোগ্রাম করতে এসেছেন। সেই মানুষটির চলে যাওয়া য়েন কালিকাপ্রসাধ ভট্টাচার্য্যের চলে যাওয়ার মত লাগছে।
যাইহোক আমাদের না মেনে উপায় নেই। ওনার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলী।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্মৃতি কথা ভালো লাগল। সেটাই, আমাদের সবার কাছেই উনি প্রিয়। ‘আইয়ুব বাচ্চুর জনপ্রিয়তা ঠেকিয়ে রাখতে পারেনি কাঁটাতারের বেড়া’
ভালো থাকুক এ বি। মন্তব্যে ধন্যবাদ।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭
খায়রুল আহসান বলেছেন: তিনি গণমানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন গান দিয়ে। তাঁর বিদেহী রূহের মাগফিরাত কামনা করছি।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ, উনি ছোট-বড় সবার কাছেই জনপ্রিয়।
ভালো থাকুক এবি।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা সুন্দর হয়েছে।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭
চাঁদগাজী বলেছেন:
গুণী লোক ছিলেন, মানুষের মনে থাকবেন আজীবন
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।
আগে তেমন বুঝতে পারিনি, মানুষ উনাকে এতটা ভালোবাসে।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন:
আজ সমস্ত বাংলাদেশ জুড়ে শুধু একটি নাম আইয়ূব বাচ্চু। বোঝাই যাচ্ছে কতখানি অধিকার করেছিলেন তিনি আমাদের।
আসলে মৃত্যুর কাছে আমরা সবাই বড্ড অসহায়।
খবরটা শোনার পর থেকেই তার জন্য মন খারাপ লাগছে, মনে হচ্ছে আপনজন কেউ চলে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
আপনি আমাদের হৃদয়ে ছিলেন, আছেন এবং থাকবেন।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্যে সহমত ও লাইক।
এবি ভালো থাকুক।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪
কাওসার চৌধুরী বলেছেন:
বড় অকালেই তিনি চলে গেলেন। আরো বেশ কয়েক বছর সঙ্গীতপ্রেমীদের মাতিয়ে রাখতে পারতেন। আসলে মৃত্যুর কাছে সবাই অসহায়। কখন কার ডাক আসবে কেউ জানে না।
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেটাই কাওসার ভাই। চলে যাব তো সবাই, কিন্তু মানুষের থেকে এমন ভালোবাসা পায় কজন?
ভালো থাকবেন।
৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসাধারণ কণ্ঠের অধিকারী শিল্পী গেয়েছেন মন ছুঁয়ে যাওয়া অনেক অসাধারণ গান | "সেই তুমি কেন এতো অচেনা হলে" গানটি সারাটা জীবন আমার হৃদয় জুড়ে থাকবে | কি এক সম্মোহনী শক্তি ছিল তার কণ্ঠে | আমি যখন দেশ ছেড়ে প্রবাসী হতে যাচ্ছি সেই সময় আমার শিশু কন্যারা (সবে মাত্র হাঁটতে শিখেছে) আইয়ুব বাচ্চুর গান শুনলেই দাঁড়িয়ে যেত এবং মাথা দুলিয়ে নাচের চেষ্টা করতো |
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার পরিবারের গল্প শুনে মম
জা পেলাম। একেবারে মনের কথা বলেছেন ভাই। তার কন্ঠে মায়াবি কিছু ছিল।
"সেইতুমি কেন এতো অচেনা হলে" গানটি আমারও হৃদয় জুড়ে থাকবে
১০| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: শ্রদ্ধা বাচ্চু ভাইয়ের প্রতি।
ভালো থাকুক ওপারে
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।
শ্রদ্ধা বাচ্চু ভাইয়ের প্রতি। এবি ভালো থাকুক ওপারে ।
১১| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
ব্লগার_প্রান্ত বলেছেন: পারলে ওনার একটা উপকার করেন ভাই, ওনার গান শোনা বন্ধ করে দেন।
আমি মৃত গায়কদের গান শুনি না।
ভালো থাকুন, আমি খুবই ব্যস্ত, পরে আড্ডা দিবো।
১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: খারাপ কথা তো বলো নি ভাই।
গান তেমন আমি শুনিনা। তোমার কথাটা মনে থাকবে।
ভালো থাকুক এবি।
শুভকামনা রইল।
১২| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৩
তারেক_মাহমুদ বলেছেন: আমাদের সবার ভালবাসায় আইয়ুব বাচ্চু বেচে থাকবেন।
২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভালো থাকুক এবি।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
সনেট কবি বলেছেন: তাঁর জন্য শ্রদ্ধা।