![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............
তোমাদের নগরে কোন একদিন এসেছিলেন ভগবান
বলেছিলেন -`শান্তির শালিক জোড়া উর্বর নদীর বোন;
সেই থেকে আর কখনো দেখা মিলেনি ভগবানের,
শৈওলার জট খুলে খসে যাওয়া কাকের সকাল
দীর্ঘশ্বাসের জমা রাখে; নুরাইয়ার ভিক্ষার আকুতি
কখনো কেউ...
ওই যে দীঘি; যার জলে শরীর ছুঁইতে গিয়ে কথা বলতে শিখেছিলে একবার,
ওই সেই মেঘ; রোদের তা-ব ভুলে যার বক্কে আশ্রয় নিয়েছিলে বারবার,
সেই মেঘ আর দীঘিতে উড়াল দেয়ার আগে রাতের খবর...
ওই চোখের গহীন সমিকরণ কি হতে পারে বন্ধু
কি এমন বিমুগ্ধ বৃষ্টি ছোঁয়েছে তোমার পাপড়ি যুগল,
তুমি কি সেই চোখের সীমান্ত
যা দিয়ে তৈরী করো দুই রাষ্ট্রের দূরত্ব,
তোমার চোখ কি...
নিরব চিৎকারে বামে মোড় দিলে ডান দিকে উল্লাস বাড়ে
দু’জনের চোখ স্থির হলেই চলে কথোপকথন-
মেঘবর্তী চারায় পুষ্ঠিমান ফল; ডাল ও পাতা জুড়ে বাল্যতা
কি এমন মাটি সার ও পানিতে পরিচর্য্যা তোমার?
আপততে ডলাডলি-খেছা-খেছি...
দিগন্তের মিছে মায়া ভুল পথের চিহ্ন কোলাহল মুক্ত বিকেল
শৈশব নি:সঙ্গতার দুপুরে বিকল্প চাঁদের আলোর লুকোচুরি
সীমানাহীন দূরের ভোরে যেতে যেতে একবার দাঁড়িয়ে দেখি
কৈশোরের ধূলোয় তারুণ্যের উদ্দীপনা জাগিয়ে উড়ছে
উষ্ণতার কাঁকড়া...
লাইনচ্যুত নাকের ডগায় শিশির পতন শব্দ ধোঁয়াটে গন্ধ
ক্রমাগত ঘূর্ণায়ন আঙ্গুলের চলন্ত বেগ একবার মুখস্ত করি
লুঙ্গি ধসে পড়ার আগে কোমরের গামছায় শক্ত গিট্টু দিয়ে
দৌঁড় দিই খালের পশ্চিমে; ওখানে বসে থাকে ‘ফাতেমা...
তুমি কে আমি কে কেন এত একা
কে যাই কে আসে হয় না দেখা,
নেই নেই কিছু নেই শূন্য কেবল
আমি নেই তুমি নেই মিথ্যা প্রবল,
সত্য মিথ্যা হয়ে মিথ্যাকে সত্য বলি
মনে কি জমেছে...
হাত থেকে হাত সরিয়ে চোখ থেকে চোখ
মন থেকে মন সরিয়ে বুক থেকে বুক,
একটু একটু ভুলে ভুলে কেবল হারিয়ে যাওয়া
হারিয়ে গিয়ে হয়তো আবার আমার হলো পাওয়া।
পেতে গেলে হারিয়ে যাও জ্বালাও...
কতটা যতনা সইতে পারে জল; রোদও ততটা পারে না
যতটুকু বির্বণ আকাশ ততটুকু সমুদ্র বেড়ে গেলে
ঈগলের ডানায় ঝুলন্ত দেশের প্রেমিক উড়তে থাকে,
ভাসতে থাকে ফোঁটা ফোঁটা আগাছার ফণা বিষাক্ত ঠোঁট
আদরের খাতার পরিক্রমা...
খড়কুটো আর চোখে জলে জীবন ভাসে শুধু
এই আবার কেমন জীবন সাগর বালি ধু-ধু,
বাঁধার পাহাড় এগিয়ে গেলে হারাও যদি চোখ
ভিন্ন প্রেমে তৃর্ণ লতায় আমার গোপন বুক,
বুকে ভেতর গোপন জ্বালা গোপন মুখের...
বৃষ্টিতে মিশ্রিত মন শৈশব ভেজা বালিকার চুল
ভিন্ন দৃশ্যের ভেতর ছেঁড়াদিয়ার নৌকার মাঝি
গাঙ-কৈতরের ঝাঁক পূর্বের নতজানু জলের নীল,
খেয়েছে খেয়েছে আমার ভাই-রে খেয়েছে
বহুদিন পরে আমারেও খেয়ে চাও চুবিয়ে চুবিয়ে
এতটাই র্নিদয় দানব কেন...
আপনি হলেন অনেক মহান অনেক গুনে-গুণে
সবাই এখন এটাই বলে রাস্তায় শুনে-শুনে,
অনেক ধনের পাহাড় আছে জমা আছে টাকা...
১.
ঝড়ো কালবৈশাথীর চোখে জল থাকে না আর
বুকের ভিতর ছিন ছিন ব্যাথা করে বারাংবার,
২.
কাকে বলি দু:খের কথা কোথায় আছে সুখ
ভালোবাসা জমিয়ে রাখে আমার ব্যাথার বুক,
৩.
বলেনি তো তোমাকে ভালোবাসতে হবে
প্রশ্নও...
বিষাক্ত নগরীর বুকে ফোঁটা ফোঁটা ঘাম পানে বেঁচে থাকি
লাল পিঁপড়ার বাসা নিপীড়িত শরীর জুড়ে গ্রাস করে নিলে
পশ্চিমের দুয়ারের বিক্রি হয়ে যাবে ভাটিয়ালির সুর
মঞ্চ থেকে ঘোষণা আসবে “পিতৃত্ব হত্যার দায়ে মৃত্যুদন্ড...
কিভাবে এতোটাই বিস্ময়কর পূর্ণিমার আলো অবলোহন
পাহাড়ের ঝর্ণায় জল শূণ্যতার কি কেবল হারানোর গল্প
নাকি সাগর দেখেই বিমুগ্ধ বেদনা জাগিয়ে নেবার প্রত্যয়,
আমাকে গ্রাস করে অবিকল আমার মতো মৃতদের মিছিলে
বুঝতে পারি বলে আঁধারে...
©somewhere in net ltd.